শ্রেণি: ৯ম/ ssc/ উন্মুক্ত-2021 বিষয়: হিসাববিজ্ঞান এসাইনমেন্টেরের উত্তর 2021 |
---|
এসাইনমেন্টের ক্রমিক নংঃ 08 বিষয় কোডঃ 1664 |
বিভাগ: ব্যবসায় শাখা |
এসাইনমেন্ট শিরোনামঃ আর্থিক বিবরণী প্রস্তুতকরণের ক্ষেত্রে কী কী ধরণের সমন্বয়সমূহ বিবেচনায় রাখতে হয়? উদাহরণসহ ব্যাখ্যা করুন।
এসাইনমেন্ট সম্পর্কে প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে Google News <>YouTube : Like Page ইমেল : assignment@banglanewsexpress.com
হসাববিজ্ঞানের নীতি অনুসারে আর্থিক বিবরণীর বিশদ আয় বিবরণীতে একটি নির্দিষ্ট হিসাবকালের সকল মুনাফা জাতীয় খরচ ও মুনাফাজাতীয় আয়কে হিসাবভূক্ত করা হয়। এই সকল আয় এবং ব্যয় পরিশোধিত অথবা অপরিশোধিত উভয়ই হিসাবভূক্ত হবে। তবে হিসাবকালের আগের অথবা পরের কোন আয়-ব্যয় চলতি বছরে হিসাবভূক্ত হবে না। আমরা জানি, সাধারণত রেওয়ামিলের উদ্বৃত্ত নিয়ে আর্থিক বিবরণী তৈরি করা হয়। তবে নানা কারণে কিছু হিসাবখাত সংশি ষ্ট হিসাবকালের জন্য পরিপূর্ণ নাও হতে পারে। এ – জন্য রেওয়ামিল প্রস্তুতের পর ঐ হিসাবকালের অগ্রিম খরচ, বকেয়া খরচ, অনাদায়ী আয়, অগ্রিম আয় এবং অনগদ ও অন্যান্য লেনদেন যেগুলো হিসাবভূক্ত হয়নি সেগুলো প্রয়োজনীয় সমন্বয় দাখিলার মাধ্যমে সমন্বয় সাধন করা হয়।
আর্থিক বিবরণী প্রস্তুতে সাধারণত যে সমস্ত সমন্বয় সাধন করা প্রয়োজন হয় নিচে সেগুলোর বর্ণনা করা হল :
১. সমাপনী মজুদ পণ্য : বছর শেষে যে পরিমাণ পণ্য অবিক্রিত অবস্থায় থাকে তাকে সমাপনী মজুদ পণ্য বলে। এটি সাধারণত রেওয়ামিলে অন্তর্ভুক্ত থাকে না। কোন হিসাবকালের শেষে যে সমাপনী মজুদ পণ্য থাকে তা বিক্রীত পণ্যের মূল্য নির্ধারণের সময় মোট প্রত্যক্ষ খরচ থেকে বাদ দিয়ে বিশদ আয় বিবরণীতে দেখানো হয় এবং আর্থিক অবস্থার বিবরণীতে চলতি সম্পদ পাশে সমাপনী মজুদ নামে দেখানো হয়। উদাহরণ : বছর শেষে মজুদ পণ্যের মূল্যায়ন করা হয়েছে ৫০,০০০ টাকা। বিশদ আয় বিবরণীতে বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয়ের সময় মোট প্রত্যক্ষ খরচ থেকে ৫০,০০০ টাকা বাদ দিতে হবে আবার আর্থিক বিবরণীতে চলতি সম্পদ পার্শ্বে সমাপনী মজুদ নামে লিখতে হবে।
২. বকেয়া খরচ : কোন নির্দিষ্ট হিসাব কাল শেষের যে সকল বকেয়া খরচ রয়েছে অথবা হিসাবভূক্ত হয়নি সেগুলোকে বিশদ আয় বিবরণীতে খরচ হিসাবে দেখাতে হবে। কারণ এটি বর্তমান হিসাব কালের খরচ। পাশাপাশি সমপরিমাণ টাকা আর্থিক অবস্থার বিবরণীতে চলতি দায় হিসাবে দেখাতে হবে। উদাহরণ : বেতন বকেয়া রয়েছে ১,০০০ টাকা যা হিসাবভূক্ত হয়নি। এক্ষেত্রে বকেয়া ৫০০ টাকা বিশদ আয় বিবরণীতে বেতনের সাথে যোগ করে খরচ দেখাতে হবে এবং আর্থিক বিবরণীতে বকেয়া বেতন নামে চলতি দায় হিসাবে অন্তর্ভূক্ত হবে। ৩. অগ্রিম প্রদত্ত খরচ : কোন নির্দিষ্ট হিসাবকালের কোন খরচের মধ্যে যদি অগ্রিম প্রদত্ত খরচ অন্তর্ভূক্ত থাকে তাহলে তা বিশদ আয় বিবরণীতে সংশ্লিষ্ট খরচ থেকে বাদ দিতে হবে এবং আর্থিক অবস্থায় বিবরণীতে অগ্রিম খরচ নামে চলতি সম্পদ হিসাবে দেখাতে হবে।
[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
উদাহরণ: বীমা খরচ অগ্রিম প্রদান করা হয়েছে ১,০০০ টাকা। এক্ষেত্রে অগ্রিম বীমা ১,০০০ টাকা বিশদ আয় বিবরণীতে বীমা খরচ থেকে বাদ দিতে হবে এবং আর্থিক অবস্থার বিবরণীতে অগ্রিম বীমা নামে চলতি সম্পদ পাশে দেখাতে হবে। ৪. বকেয়া বা অনাদায়ী আয় : কোন নির্দিষ্ট হিসাব কাল শেষে যদি মুনাফাজাতীয় কোন আয় বকেয়া থাকে তাহলে বিশদ আয় বিবরণীতে উক্ত আয়কে সংশ্লিষ্ট আয়ের সাথে যোগ করে দিতে হবে এবং আর্থিক অবস্থার বিবরণীতে বকেয়া আয় নামে চলতি সম্পদ হিসাবে দেখাতে হবে।
উদাহরণ : বিনিয়োগের সুদ প্রাপ্য হয়েছে ৩,০০০ টাকা যা এখনও পাওয়া যায়নি। এক্ষেত্রে উক্ত বিনিয়োগের সুদ বিশদ আয় বিবরণীতে আয় হিসাবে দেখাতে হবে এবং আর্থিক অবস্থার বিবরণীতে অনাদায়ী সুদ নামে চলতি সম্পদ পাশে দেখাতে হবে।
৫. অগ্রিম প্রাপ্ত আয় : কোন নির্দিষ্ট হিসাব কালের আয়ের মধ্যে যদি অগ্রিম প্রাপ্ত আয় থাকে তাহলে উক্ত আয়কে বিশদ আয় বিবরণীতে সংশ্লিষ্ট আয় থেকে বাদ দিতে হবে এবং আর্থিক অবস্থার বিবরণীতে চলতি দায় পাশে অগ্রিম আয় নামে দেখাতে হবে।
উদাহরণ: শিক্ষানবীশ সেলামী ১২,০০০ টাকা ৩ বছরের জন্য পাওয়া গেল। এক্ষেত্রে অগ্রিম প্রাপ্ত শিক্ষানবীশ ৮,০০০ টাকা বিশদ আয় বিবরণীতে শিক্ষানবীশ সেলামী থেকে বাদ যাবে এবং আর্থিক অবস্থার বিবরণীতে চলতি দায় পাশে অগ্রিম শিক্ষানবীশ সেলামী হিসাবে দেখাতে হবে।
৬. মালিক কর্তৃক পণ্য উত্তোলন : মালিক কর্তৃক ব্যবসায়িক পণ্য উত্তোলন হল মালিকের ব্যক্তিগত খরচ যা ক্রয়কে হ্রাস করে। তাই এটি বিশদ আয় বিবরণীতে ক্রয় থেকে বাদ দিতে হয় এবং সমপরিমাণ টাকা মালিকানা স্বত্ত্বের বিবরণীতে মূলধন থেকে বাদ দিতে হয়।
উদাহরণ: মালিক কর্তৃক পণ্য উত্তোলন ৫,০০০ টাকা যা হিসাবভূক্ত হয়নি। এক্ষেত্রে ৫,০০০ টাকা বিশদ আয় বিবরণীতে ক্রয় থেকে পণ্য উত্তোলন বাদ দিতে হবে এবং আর্থিক অবস্থার বিবরণীতে মূলধন থেকে বাদ দিতে হবে।
৭. অবচয় : সম্পত্তি ব্যবহারের ফলে যে পরিমাণ মূল্য হ্রাস হয় তাকে অবচয় বলে। এই অবচয় বিশদ আয় বিবরণীতে পরিচালন খরচ হিসাবে লেখা হয় এবং পুঞ্জীভূত অবচয়ের সাথে অবচয় যোগ করে আর্থিক অবস্থার বিবরণীতে সংশি ষ্ট সম্পত্তি থেকে বাদ দিতে হয়। –
৮. অবলোপন : অলীক সম্পত্তি, অস্পর্শনীয় সম্পত্তি ও ইজারা সম্পত্তির একটি নির্দিষ্ট অংশ প্রতি বছর অবলোপন করতে হয়। এই অবলোপন বিশদ আয় বিবরণীতে পরিচালন খরচ হিসাবে দেখাতে হয় এবং আর্থিক অবস্থার বিবরণীতে সংশি ষ্ট সম্পত্তি থেকে বাদ দিতে হয়। –
উদাহরণ: সুনামের অবলোপন ১০% করতে হবে। রেওয়ামিলে সুনাম ৮০,০০০ টাকা। এক্ষেত্রে সুনামের অবলোপন হবে ৮,০০০ টাকা যা বিশদ আয় বিবরণীতে পরিচালন খরচ হিসাবে দেখাতে হবে এবং আার্থিক অবস্থার বিবরণীতে সম্পত্তির পাশে সুনাম থেকে বাদ দিতে হবে।
[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
৯. অনাদায়ী পাওনা/দেনা/কু-ঋণ : দেনাদার বা প্রাপ্য হিসাবের মধ্যে বিভিন্ন কারণে যে পরিমাণ অংশ আদায়যোগ্য নয় বলে নিশ্চিত হওয়া যায় তাই হল অনাদায়ী পাওনা/অনাদায়ী দেনা বা কুঋণ। এই অনাদায়ী পাওনা বিশদ আয় বিবরণীতে পরিচালন খরচ হিসাবে দেখাতে হবে এবং আর্থিক অবস্থার বিবরণীতে দেনাদার বা প্রাপ্য হিসাব থেকে বাদ দিতে হবে।
উদাহরণ : অনাদায়ী পাওনার পরিমাণ ৫০০ টাকা যা হিসাবভূক্ত হয়নি। এক্ষেত্রে অনাদায়ী পাওনা ৫০০ টাকা বিশদ আয় বিবরণীতে পরিচালন খরচ হিসাবে দেখাতে হবে এবং আর্থিক অবস্থার বিবরণীতে দেনাদার বা প্রাপ্য হিসাব থেকে বাদ দিতে হবে।
১০. বিনামূল্যে পণ্য বিতরণ : ধরা যাক হিসাব বছরে প্রচারের জন্য বিনামূল্যে পণ্য বিতরণ করা হয়েছে ৫,০০০ টাকা। এর ফলে ব্যবসায়িক পণ্যের হ্রাস পায় অন্যদিকে এটি প্রতিষ্ঠানের খরচ যা বিজ্ঞাপন খরচ। এক্ষেত্রে ৫,০০০ টাকা বিশদ আয় বিবরণীতে ক্রয় থেকে বাদ দিতে হবে এবং পরিচালন খরচ হিসাবে বিজ্ঞাপনের সাথে যোগ করে দেখাতে হবে।
১১. বিলম্বিত মুনাফাজাতীয় খরচ : কিছু কিছু মুনাফাজাতীয় খরচ আছে যা থেকে একাধিক বছর সুবিধা পাওয়া যায় বলে এটিকে একটি হিসাবকালে না দেখিয়ে পরবর্তী কয়েকটি হিসাব কালের খরচ হিসাবে দেখানো হয়। উদাহরণ: বিজ্ঞাপন খরচের দুই-তৃতীয়াংশ বিলম্বিত করতে হবে। রেওয়ামিলে বিজ্ঞাপন খরচ দেওয়া আছে ১৫,০০০ টাকা। এক্ষেত্রে বিজ্ঞাপন খরচ হতে দুই-তৃতীয়াংশ অর্থাৎ ১০,০০০ টাকা বিশদ আয় বিবরণীতে বাদ দিতে হবে এবং আর্থিক অবস্থার বিবরণীতে সম্পদ পাশে বিলম্বিত বিজ্ঞাপন নামে দেখাতে হবে।
১২. অনাদায়ী পাওনা সঞ্চিতি : দেনাদার বা প্রাপ্য হিসাব থেকে অনাদায়ী পাওনা বাদ দেওয়ার পর অবশিষ্ট প্রাপ্য বা দেনাদার হিসাব থেকে কিছু অংশ পরবর্তীতে আদায় নাও হতে পারে। এটি সম্ভাব্য ক্ষতি হিসাবে বিশদ আয় বিবরণীতে পরিচালন খরচ হিসাবে দেখানো হয় এবং আর্থিক অবস্থার বিবরণীতে দেনাদার বা প্রাপ্য হিসাব থেকে বাদ দেওয়া হয়।
উদাহরণ: দেনাদার বা প্রাপ্য হিসাবের ৫,০০০ টাকা আদায়যোগ্য নয়, অবশিষ্ট দেনাদারের উপর ৫% সন্দেহজনক অনাদায়ী পাওনা সঞ্চিতি রাখতে হবে। রেওয়ামিলে দেনাদার দেওয়া আছে ৫৫,০০০ টাকা, অনাদায়ী দেনা সঞ্চিতি আছে ৩,০০০ টাকা। এক্ষেত্রে নতুন অনাদায়ী দেনা সঞ্চিতির পরিমাণ হবে (৫৫,০০০ − ৫,০০০ দ্ধ ৫% = ২,৫০০) টাকা। অনাদায়ী পাওনা, অনাদায়ী দেনা সঞ্চিতি নিম্নে বিশদ আয় বিবরণী ও আর্থিক অবস্থার বিবরণীতে দেখানো হল:
[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
সবার আগে Assignment আপডেট পেতে Follower ক্লিক করুন
এসাইনমেন্ট সম্পর্কে প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে Google News <>YouTube : Like Page ইমেল : assignment@banglanewsexpress.com
অন্য সকল ক্লাস এর অ্যাসাইনমেন্ট উত্তর সমূহ :-
উন্মুক্ত বিশ্ববিদ্যালয় SSC এসাইনমেন্ট :
- বিজ্ঞান ১ম ও ২য় বর্ষের এসাইনমেন্ট লিংক
- ব্যবসায় ১ম ও ২য় বর্ষের এসাইনমেন্ট লিংক
- মানবিক ১ম ও ২য় বর্ষের এসাইনমেন্ট লিংক
উন্মুক্ত বিশ্ববিদ্যালয় HSC এসাইনমেন্ট :
- মানবিক ১ম ও ২য় বর্ষের এসাইনমেন্ট লিংক
- বিজ্ঞান ১ম ও ২য় বর্ষের এসাইনমেন্ট লিংক
- ব্যবসায় ১ম ও ২য় বর্ষের এসাইনমেন্ট লিংক
- ২০২১ সালের SSC / দাখিলা পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
- ২০২১ সালের HSC / আলিম পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
- ভোকেশনাল: ৯ম/১০ শ্রেণি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
- ২০২২ সালের ভোকেশনাল ও দাখিল (১০ম শ্রেণির) অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
- HSC (বিএম-ভোকে- ডিপ্লোমা-ইন-কমার্স) ১১শ ও ১২শ শ্রেণির অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
- ২০২২ সালের ১০ম শ্রেণীর পরীক্ষার্থীদের SSC ও দাখিল এসাইনমেন্ট উত্তর লিংক
- ২০২২ সালের ১১ম -১২ম শ্রেণীর পরীক্ষার্থীদের HSC ও Alim এসাইনমেন্ট উত্তর লিংক
৬ষ্ঠ শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ , ৭ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ ,
৮ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ , ৯ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১
বাংলা নিউজ এক্সপ্রেস// https://www.banglanewsexpress.com/
- degree 3rd year philosophy 6th paper super suggestion, ডিগ্রি তৃতীয় বর্ষের ১০০% কমন দর্শন ৬ষ্ঠ পত্র সাজেশন, ডিগ্রি ৩য় বর্ষ দর্শন ৬ষ্ঠ পত্র স্পেশাল সাজেশন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রী ৩য় বর্ষ দর্শন ৬ষ্ঠ পত্র পরিক্ষার প্রশ্ন ও সমাধান
- degree 3rd year psychology 6th paper super suggestion, ডিগ্রি তৃতীয় বর্ষের ১০০% কমন মনোবিজ্ঞান ৬ষ্ঠ পত্র সাজেশন, ডিগ্রি ৩য় বর্ষ মনোবিজ্ঞান ৬ষ্ঠ পত্র স্পেশাল সাজেশন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রী ৩য় বর্ষ মনোবিজ্ঞান ৬ষ্ঠ পত্র পরিক্ষার প্রশ্ন ও সমাধান
- ডিগ্রি ১ম বর্ষের রেজাল্ট NU Degree 1st Year Result
- ডিগ্রী ২য় বর্ষের সাজেশন pdf
- Degree 2nd year suggestion
- Degree 2nd Year Math 4th paper Suggestion