ssc (voc) class 9 chemistry (1) 12th week assignment solution / answer 2021, এসএসসি ভোকেশনাল ৯ম শ্রেণির রসায়ন (১) অ্যাসাইনমেন্ট ১২তম সপ্তাহের সমাধান/উত্তর ২০২১

শ্রেণি: ৯ম ভোকেশনাল-2021 বিষয়: রসায়ন (১) এসাইনমেন্টেরের উত্তর 2021
এসাইনমেন্টের ক্রমিক নংঃ 05 বিষয় কোডঃ 1916
বিভাগ: ভোকেশনাল শাখা
বাংলা নিউজ এক্সপ্রেস// https://www.banglanewsexpress.com/

এসাইনমেন্ট শিরোনামঃ মৌল ও যৌগমূলকের প্রতীক সংকেত ও যােজনী ব্যবহার করে রাসায়নিক সমীকরনের সমতা বিধান বিশ্লেষণ

শিখনফল/বিষয়বস্তু :

  • মৌল ও যৌগমূলকের  প্রতীক সংকেত ও যােজনী ব্যবহার করে রাসায়নিক সমীকরন লিখতে এবং সমতা বিধান করতে পারবে।
  • রাসায়নিক সমীকরনের মাত্রিক তাৎপর্য থেকে বিক্রিয়ক ও উৎপাদের ভরভিত্তিক গাণিতিক সমস্যা সমাধান করতে পারবে।
  •  

নির্দেশনা (সংকেত/ ধাপ/ পরিধি): 

  • মৌল-যৌগমূলকের প্রতীক সংকেত ও যােজনীর ধারণা,
  • রাসায়নিক সমীকরনের ধারণা,
  • রাসায়নিক সমীকরনের সমতা বিধান।,

এসাইনমেন্ট সম্পর্কে প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে Google News <>YouTube : Like Page ইমেল : assignment@banglanewsexpress.com

  • মৌল-যৌগমূলকের প্রতীক সংকেত ও যােজনীর ধারণা,

প্রকৃতি বিজ্ঞানের একটি প্রধান শাখা হলো রসায়ন। বস্তুত বিজ্ঞানের অন্যান্য শাখারও সৃষ্টি হয়েছে রসায়ন থেকেই। আধুনিক যুগেও বিজ্ঞানের যেকোনো শাখাই রসায়নের সাহায্য নির্ভর। আমাদের পারিপার্শ্বিক জগতের হাজার রকম বস্তুর গঠন, উপাদান, বস্তুর ধর্ম ও এর গুণাগুণ, পরিবর্তন, যথাযথ প্রয়োগ রসায়নের লক্ষ্য। একটি বস্তুকে বিশ্লেষণ করলে কি পাওয়া যায়? এর মূল উপাদান কি? উপাদান সমূহের ধর্ম কি? এদের মধ্যে পারস্পরিক সম্পর্ক কি?

কী ‍উপায়ে এগুলো পুনরায় সংযুক্ত করা যায়? এ সংযোগের ফলে পুনর্বার মূল বস্তুটি ফিরে পাওয়া যাবে কিনা অথবা এদের দ্বারা কোনো নতুন উপাদান সৃষ্টি করা সম্ভব কিনা, বস্তুটি কি প্রয়োজনে আসে? তা কোথায় পাওয়া যায়?-এমনি হাজার প্রশ্নের সুসংগত, সুস্পষ্ট ব্যাখ্যাসহ জবাব দানই রসায়নের কাজ।

সুতরাং যে বিজ্ঞানের সাহায্যে বস্তুর গঠন, প্রস্তুতপ্রণালি, ধর্মাবলি, ব্যবহার, তাপীয় ও বৈদ্যুতিক পরিবর্তন প্রভৃতি সুস্পষ্ট বিধিযোগে সুষ্ঠুরূপে পর্যালোচনা করা যায় তাকেই রসায়ন বলে। বর্তমান রসায়নের পরিধি ব্যাপক ও বিস্তৃত। কাজেই সুষ্ঠুরূপে রসায়ন আলোচনা, অধ্যায়ন ও ব্যাপক ব্যবহারের সুবিধার জন্য একে কয়েকটি ভাগে বিভক্ত করা হয়েছে।

কয়েকটি মৌলের নাম, প্রতীক, যোজনী, পারমাণবিক সংখ্যা ও আঃ পারমাণবিক ভর আলোচনা করা হলোঃ

নংমৌলের নামপ্রতীকযোজনীপারমাণবিক সংখ্যাআঃ পারমাণবিক ভর (প্রায়)
০১হাইড্রোজেনH111
০২হিলিয়ামHe24
০৩লিথিয়ামLe136
০৪বেরিলিয়ামBe249
০৫বোরনB3510
০৬কার্বনC2,4612
০৭নাইট্রোজেনN3,5714
০৮অক্সিজেনO2816
০৯ফ্লোরিনF1918
১০নিয়নNe1020
১১সোডিয়ামNa11122
১২ম্যাগনেসিয়ামMg21224
১৩অ্যালুমিনিয়ামAl31326
১৪সিলিকনSi41428
১৫ফসফরাসP3,51530

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

  • রাসায়নিক সমীকরনের ধারণা,

কোনো রাসায়নিক বিক্রিয়ার বিক্রিয়ক ও উৎপাদ সমূহের মোট পরমাণুর সংখ্যা সমান করার প্রক্রিয়াকে রাসায়নিক সমীকরণের সমতাকরণ বলে।

রাসায়নিক বিক্রিয়া
একটি পদার্থ বিশ্লিষ্ট হয়ে কিংবা দুই বা ততোধিক পদার্থের মধ্যে পরস্পর রাসায়নিক সংযোগ ঘটে পদার্থ গুলির মধ্যে রাসায়নিক পরিবর্তন ঘটে; এর ফলে ওই পদার্থ গুলির অনুর গঠনে যে রূপান্তর ঘটে, তাকে রাসায়নিক বিক্রিয়া বলে।

যে পদার্থ বা পদার্থ গুলি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে তাদের বিক্রিয়াশীল পদার্থ বা বিকারক বা বিক্রিয়ক পদার্থ বলে। বিক্রিয়ার ফলে নতুন ধর্ম বিশিষ্ট যেসব পদার্থ উৎপন্ন হয়, তাদেরকে বলা হয় বিক্রিয়াজাত পদার্থ।

রাসায়নিক বিক্রিয়ার ফলে একটি পদার্থ সম্পূর্ণ নতুন ধর্ম বিশিষ্ট অন্য এক পদার্থে পরিণত হয়, কিন্তু পদার্থের মূল উপাদান ও পরমাণুর সংখ্যার কোন পরিবর্তন হয় না।

রাসায়নিক সমীকরণের সংজ্ঞা
কোন রাসায়নিক বিক্রিয়াকে চিহ্ন ও সংকেত এর সাহায্যে বিকারক ও বিক্রিয়াজাত পদার্থের পরমাণুর মধ্যে সমতা বজায় রেখে সংক্ষেপে প্রকাশ করার পদ্ধতিকে রাসায়নিক সমীকরণ বলে। এককথায় সমীকরণ হলো রাসায়নিক বিক্রিয়া সংকেত।

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

  • রাসায়নিক সমীকরনের সমতা বিধান।,

রাসায়নিক সমীকরণের সমতাকরণ কৌশল

  1. বিক্রিয়ক ও উৎপাদের সঠিক সংকেত ব্যবহার করে বিক্রিয়ার সমীরকণ লিখতে হয়।
  2. বিক্রিয়ক ও উৎপাদ যৌগিক পদার্থ হলে অথাৎ সংকেতে একাধিক মৌলের পরমাণু থাকলে বিক্রিয়ক অথবা উৎপাদ অথবা উভয়ের সাথে বিভিন্ন সংখ্যা গুণন করে সমতা করতে হয়।
  3. অতঃপর মৌলিক বিক্রিয়ক এবং উৎপাদের পরমাণুর সংখ্যা সমান করতে হয়।
  4. বিক্রিয়ার সমতাকরণে বিক্রিয়ক এবং উৎপাদের সাথে সাধারণত পূর্ণ সংখ্যা গুণক হিসেবে ব্যবহার করা হয়।

রাসায়নিক সমীকরণ এর তাৎপর্য, গুরুত্ব বা কাজ কি

  • রাসায়নিক সমীকরণ থেকে কোন রাসায়নিক বিক্রিয়ার গুণগত ও পরিমাণগত অনেক বিষয় জানা যায়।
    • ১. রাসায়নিক সমীকরণের গুণগত তাৎপর্য বা গুরুত্ব :
  • গুণগত দিক দিয়ে বিচার করলে রাসায়নিক সমীকরণ থেকে নিচের বিষয়গুলো জানা যায়…..
  • ক) বিক্রিয়াটিতে কি কি মৌল যৌগ পরস্পরের সঙ্গে বিক্রিয়া করে কি কি মৌল যৌগ উৎপন্ন করে।
    • ২. রাসায়নিক সমীকরণের পরিমাণগত গুরুত্ব ও তাৎপর্য:
  • রাসায়নিক সমীকরণ থেকে নিচের বিষয়গুলো জানা যায়…..
  • ক) বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থ গুলির অনু বা পরমাণুর সংখ্যা জানা যায়।
  • খ) কত ভাগ ওজনের কি কি পদার্থ পরস্পরের সঙ্গে বিক্রিয়া করে কত ভাগ ওজনের কোন কোন পদার্থ উৎপন্ন করে তা জানা যায়।
  • গ) বিকারক এবং বিক্রিয়াজাত পদার্থ গ্যাসীয় হলে একই উষ্ণতায় এবং চাপে ওদের আয়তনের অনুপাত জানা যায়।

নিচে কয়েকটি উদাহরণের সাহায্যে রাসায়নিক সমীকরণ এর তাৎপর্য দেখানো হলো….. নাইট্রোজেনের সঙ্গে হাইড্রোজেন এর বিক্রিয়ায় অ্যামোনিয়া উৎপন্ন হয়। এই রাসায়নিক বিক্রিয়াকে নিচের সমীকরণ দ্বারা প্রকাশ করা যায়।

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

সবার আগে Assignment আপডেট পেতে Follower ক্লিক করুন

এসাইনমেন্ট সম্পর্কে প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে Google News <>YouTube : Like Page ইমেল : assignment@banglanewsexpress.com

অন্য সকল ক্লাস এর অ্যাসাইনমেন্ট উত্তর সমূহ :-

  • ২০২১ সালের SSC / দাখিলা পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
  • ২০২১ সালের HSC / আলিম পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
  • ভোকেশনাল: ৯ম/১০ শ্রেণি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
  • ২০২২ সালের ভোকেশনাল ও দাখিল (১০ম শ্রেণির) অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
  • HSC (বিএম-ভোকে- ডিপ্লোমা-ইন-কমার্স) ১১শ ও ১২শ শ্রেণির অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
  • ২০২২ সালের ১০ম শ্রেণীর পরীক্ষার্থীদের SSC ও দাখিল এসাইনমেন্ট উত্তর লিংক
  • ২০২২ সালের ১১ম -১২ম শ্রেণীর পরীক্ষার্থীদের HSC ও Alim এসাইনমেন্ট উত্তর লিংক

৬ষ্ঠ শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ , ৭ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ ,

৮ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ , ৯ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১

বাংলা নিউজ এক্সপ্রেস// https://www.banglanewsexpress.com/

উন্মুক্ত বিশ্ববিদ্যালয় SSC এসাইনমেন্ট :

উন্মুক্ত বিশ্ববিদ্যালয় HSC এসাইনমেন্ট :

Leave a Comment