অব্যবসায়ী প্রতিষ্ঠানের আয়-ব্যয় হিসাব বলতে কী বুঝায়? অব্যবসায়ী প্রতিষ্ঠানের মুনাফাজাতীয় ব্যয় এবং মুনাফাজাতীয় আয়সমূহের কাল্পনিক দফা প্রদর্শন করে একটি আয়-ব্যয় হিসাবের নমুনা ছক উল্লেখ করুন।

শ্রেণি: ১২শ/ hsc/ উন্মুক্ত-2021 বিষয়: হিসাববিজ্ঞান (২য় পত্র) এসাইনমেন্টেরের উত্তর 2021
এসাইনমেন্টের ক্রমিক নংঃ 01 বিষয় কোডঃ 2886
বিভাগ: ব্যবসায় শাখা
বাংলা নিউজ এক্সপ্রেস// https://www.banglanewsexpress.com/

এসাইনমেন্ট শিরোনামঃ অব্যবসায়ী প্রতিষ্ঠানের আয়-ব্যয় হিসাব বলতে কী বুঝায়? অব্যবসায়ী প্রতিষ্ঠানের মুনাফাজাতীয় ব্যয় এবং মুনাফাজাতীয় আয়সমূহের কাল্পনিক দফা প্রদর্শন করে একটি আয়-ব্যয় হিসাবের নমুনা ছক উল্লেখ করুন।

এসাইনমেন্ট সম্পর্কে প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে Google News <>YouTube : Like Page ইমেল : assignment@banglanewsexpress.com

আয়-ব্যয় হিসাবের সংজ্ঞা ঃ

হিসাবকাল শেষে অব্যবসায়ী প্রতিষ্ঠানের আয়-ব্যয়ের উদ্বৃত্ত বা ঘাটতি নির্ণয়ের জন্য যাবতীয় মুনাফাজাতীয় আয় ও ব্যয় সংক্রান্ত দফাসমূহ নিয়ে যে হিসাব প্রস্তুত করা হয় তাকে আয়-ব্যয় হিসাব বলে।

অব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো মুনাফা অর্জনের জন্য প্রতিষ্ঠিত না হলেও তাদের মূল উদ্দেশ্য সাধনের জন্য নানাবিধ আর্থিক কার্যাবলী সম্পাদন করতে হয়। বিভিন্ন উৎস থেকে টাকা পায় এবং তা ভিন্ন ভিন্ন খাতে ব্যয় করে থাকে। এ সকল লেনদেন হতে প্রতিষ্ঠানের হিসাবকাল শেষে আর্থিক ফলাফল নিরূপণ করা প্রয়োজন।

তাই অব্যবসায়ী প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল নিরূপণ বা আয়-ব্যয়ের অবস্থা জানার জন্য যে হিসাব প্রস্তুত করা হয় তাই আয়-ব্যয় হিসাব।

ব্যবসায়ী প্রতিষ্ঠান লাভ/ক্ষতি নির্ণয়ের জন্য লাভ-লোকসান হিসাব প্রস্তুত করে। কিন্তু অব্যবসায়ী প্রতিষ্ঠান লাভ-লোকসান হিসাবের পরিবর্তে একই উদ্দেশ্য এবং একই পদ্ধতিতে আয়-ব্যয় হিসাব প্রস্তুত করে। এটি একটি নামিক হিসাব।

আয়-ব্যয় হিসাবে সংশ্লিষ্ট সময়ের মুনাফাজাতীয় ব্যয়সমূহ ডেবিট দিকে এবং মুনাফাজাতীয় আয়সমূহ ক্রেডিট দিকে লেখা হয়। সংশ্লিষ্ট সময়ের বকেয়া মুনাফাজাতীয় ব্যয় ও অনাদায়ী মুনাফাজাতীয় আয় এ হিসাবে লিপিবদ্ধ করা হয়।

আয়-ব্যয় হিসাবের ডেবিট দিকের যোগফল ক্রেডিট দিকের যোগফলের চেয়ে বেশী হলে যে উদ্বৃত্ত হয় তাকে আয়াতিরিক্ত ব্যয় বলে যা ব্যবসায়ী প্রতিষ্ঠানের নীট ক্ষতির সমার্থক। পক্ষান্তরে উক্ত হিসাবের ক্রেডিট দিকের যোগফল ডেবিট দিকের যোগফলের চেয়ে বেশী হলে যে উদ্বৃত্ত হয় তাকে ব্যয়াতিরিক্ত আয় বলা হয় যা ব্যবসায়ী প্রতিষ্ঠানের নীট লাভের অনুরূপ। আয়-ব্যয় হিসাবের উদ্বৃত্ত মূলধন তহবিল এর সাথে সমন্বয় করা হয়।

আয়-ব্যয় হিসাবের নমুনা ঃ

অব্যবসায়ী প্রতিষ্ঠানের আয়-ব্যয় হিসাব ব্যবসায়ী প্রতিষ্ঠানের লাভ-লোকসান হিসাবের অনুরূপ। এ হিসাব প্রস্তুতের সময় নির্দিষ্ট ছক অনুসরণ করা হয়। আয়-ব্যয় হিসাবের শিরোনামে প্রতিষ্ঠানের নাম, তার নিচে আয়-ব্যয় হিসাব। এবং তার নিচে যে সময়ের হিসাব সে সময় উল্লেখ করতে হয়।

এ হিসাবের ডেবিট দিকে সংশ্লিষ্ট হিসাবকালের যাবতীয় মুনাফাজাতীয় ব্যয় এবং ক্রেডিট দিকে যাবতীয় মুনাফাজাতীয় আয় লিখতে হয়। কাল্পনিক দফা প্রদর্শন করে আয়-ব্যয় হিসাবের একটি নমুনা নিম্নে দেওয়া হল ঃ

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

অব্যবসায়ী প্রতিষ্ঠানের আয়-ব্যয় হিসাব বলতে কী বুঝায়? অব্যবসায়ী প্রতিষ্ঠানের মুনাফাজাতীয় ব্যয় এবং মুনাফাজাতীয় আয়সমূহের কাল্পনিক দফা প্রদর্শন করে একটি আয়-ব্যয় হিসাবের নমুনা ছক উল্লেখ করুন। 
https://www.banglanewsexpress.com/

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

সবার আগে Assignment আপডেট পেতে Follower ক্লিক করুন

এসাইনমেন্ট সম্পর্কে প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে Google News <>YouTube : Like Page ইমেল : assignment@banglanewsexpress.com

অন্য সকল ক্লাস এর অ্যাসাইনমেন্ট উত্তর সমূহ :-

উন্মুক্ত বিশ্ববিদ্যালয় SSC এসাইনমেন্ট :

উন্মুক্ত বিশ্ববিদ্যালয় HSC এসাইনমেন্ট :

বাংলা নিউজ এক্সপ্রেস// https://www.banglanewsexpress.com/

Leave a Comment