শ্রেণি: ১২শ/ hsc/ উন্মুক্ত-2021 বিষয়: ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ২য় পত্র এসাইনমেন্টেরের উত্তর 2021 |
---|
এসাইনমেন্টের ক্রমিক নংঃ 04 বিষয় কোডঃ 2856 |
বিভাগ: মানবিক শাখা |
এসাইনমেন্ট শিরোনামঃ ঐতিহাসিক ছয় দফা কর্মসূচি ব্যাখ্যা করুন,
এসাইনমেন্ট সম্পর্কে প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে Google News <>YouTube : Like Page ইমেল : assignment@banglanewsexpress.com
ছয় দফা দাবি ছিল বাঙালির মুক্তির সনদ। পূর্ব বাংলার মানুষের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক মুক্তি, শােষণ, নির্যাতন রােধ ও স্বায়ত্তশাসন ফিরে পেতে ১৯৬৬ সালে শেখ মুজিবুর রহমান ছয় দফা দাবি পেশ করেন। স্বাধিকার ও স্বায়ত্তশাসনের ভিত্তিতে ছয় দফা দাবি ছিল বাঙালির আশা-আকাঙক্ষার বহিঃপ্রকাশ। ছয় দফা ছিল বাংলার গণমানুষের দাবি। ছয় দফা দাবি প্রচারের সাথে সাথে পূর্ব পাকিস্তানে ব্যাপক সাড়া পড়ে যায় এবং জনগণ ব্যাপক ভাবে এ কর্মসূচি সমর্থন করেন। নিম্নে ছয় দফা কর্মসূচি আলোচনা করা হল–
ছয় দফা কর্মসূচি
১৯৬৬ সালে আওয়ামী লীগ সভাপতি শেখ মুজিবুর রহমান কর্তৃক উত্থাপিত ছয় দফা কর্মসূচি ছিল পূর্ব বাংলার স্বায়ত্তশাসন ও অধিকার ফিরে পাওয়ার দাবি। নিম্নে ধারাগুলো আলোচনা করা হলাে-
প্রথম দফা: শাসনতান্ত্রিক কাঠামাে ও রাষ্ট্রীয় প্রকৃতি :
১৯৪০ সালের ঐতিহাসিক লাহােরনপ্রস্তাবের ভিত্তিতে শাসনতন্ত্র প্রণয়নপূর্বক পাকিস্তানকে একটি সত্যিকার যুক্তরাষ্ট্র হিসেবে গঠন করতে হবে। এই যুক্তরাষ্ট্রের সরকার হবে পার্লামেন্টারি পদ্ধতির। প্রাপ্তবয়স্কদের সর্বজনীন ভােটাধিকারের ভিত্তিতে নির্বাচিত প্রতিনিধি নিয়ে গঠিত কেন্দ্রীয় ও প্রাদেশিক আইন সভাগুলাে হবে সার্বভৌম ।
[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
দ্বিতীয় দফা: কেন্দ্রীয় ও অঙ্গ সরকারের ক্ষমতা
যুক্তরাষ্ট্রীয় হিসেবে কেন্দ্রীয় সরকারের হাতে থাকবে দেশ ও পররাষ্ট্র নীতি। অবশিষ্ট সকল বিষয় থাকবে অঙ্গরাজ্যের হাতে।
তৃতীয় দফা, অর্থব্যবস্থা ও মুদ্রানীতি
তৃতীয় দফায় দেশের মুদ্রা ব্যবস্থা সম্পর্কে দুটি বিকল্প প্রস্তাব গ্রহণ করা হয়। দেশের দু অঞ্চলের জন্য সহজে বিনিময় যােগ্য দুটি মুদ্রা চালু থাকবে। এ ব্যবস্থায় মুদ্রার লেনদেন হিসেবে রাখার জন্য দু অঞ্চলে দুটি স্বতন্ত্র স্টেট ব্যাংক থাকবে এবং মুদ্রা ও ব্যাংক পরিচালনার ক্ষমতা থাকবে আঞ্চলিক সরকারের হাতে।
অথবা, দু’অঞ্চলের জন্য একই মুদ্রা থাকবে, তবে শাসনতন্ত্র এমন ব্যবস্থা থাকবে যাতে এক অঞ্চল থেকে মুদ্রা ও মূলধন অন্য অঞ্চলে পাচার হতে পারবে না। এ ব্যবস্থায় পাকিস্তানে একটি ফেডারেল রিজার্ভ ব্যাংক থাকবে এবং দু’অঞ্চলের জন্য দুটি পৃথক রিজার্ভ ব্যাংক থাকবে।
চতুর্থ দফা: রাজস্ব, কর, ও শুৰু বিষয়ক ক্ষমতা
সকল প্রকার ট্যাক্স, খাজনা ও কর ধার্য এবং আয়ের ক্ষমতা থাকবে আঞ্চলিক সরকারের হাতে। আঞ্চলিক সরকারের আদায়কৃত অর্থের একটি নির্দিষ্ট অংশ সঙ্গে সঙ্গে ফেডারেল তহবিলে জমা হবে । শাসনতন্ত্রে এ ব্যাপারে রিজার্ভ ব্যাংকসমূহের বিধান থাকবে।
পঞ্চম দফা, বৈদেশিক মুদ্রা ও বাণিজ্য
বৈদেশিক মুদ্রা ও বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে প্রদেশগুলোর হাতে পূর্ণ নিয়ন্ত্রণ ক্ষমতা থাকবে। বৈদেশিক বাণিজ্য ও সাহায্যের ব্যাপারে প্রদেশগুলো যুক্তিযুক্ত হাতে যুক্তরাষ্ট্র সরকারের জন্য প্রয়ােজনীয় বৈদেশিক মুদ্রার চাহিদা মেটাবে।
৬ষ্ঠ দফা: প্রতিরক্ষা
আঞ্চলিক সংহতি ও জাতীয় নিরাপত্তা রক্ষার কার্যকর ব্যবস্থা হিসেবে প্রদেশগুলােতে নিজস্ব কর্তৃত্বাধীনে আধা সামরিক বাহিনী বা আঞ্চলিক সেনাবাহিনী গঠন ও পরিচালনা করার ক্ষমতা দেওয়া হবে । ১৯৬৬ সালের ১৩ই মার্চ আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটির সভায় ছয় দফা কর্মসূচি অনুমােদন করা হয় ।
ছয় দফাভিত্তিক আন্দোলনের বিকাশ
ছয় দফা দাবি প্রচারের পর পূর্ব পাকিস্তানে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। শাসন-শােষণ ও অত্যাচার, নির্যাতনে নিষ্পেষিত বাংলার মানুষ এটাকে সাদরে গ্রহণ করে। তাই ছয় দফা দাবি বিভিন্নভাবে বিকশিত হতে থাকে। নিম্নে ছয় দফা আন্দোলনের বিকল্প তুলে ধরা হলাে-
১. প্রচার প্রচারণা
ছয় দফা দাবির প্রবক্তা শেখ মুজিবুর রহমান বিভিন্ন সভা সমাবেশের মাধ্যমে জনগণের কাছে ছয় দফার গুরুত্ব তুলে ধরেন। তিনি ছয় দফাকে বাঙালির বাঁচার দাবি বলে আখ্যা দেন। তাই প্রচার-প্রচারণার মাধ্যমে ছয় দফা দাবি বিকশিত হতে থাকে।
[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
২. জনগণের পূর্ণ সমর্থন লাভ
শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তানে জনসমর্থন আদায়ের জন্য বিভিন্ন সভাসমাবেশ করে ছয় দফার গুরুত্ব তুলে ধরে ভাষণ দিলে জনসমর্থন বাড়তে থাকে। এতে ক্ষুব্ধ হয়ে আইয়ুব খাঁন ১৯৬৬ সালে পূর্ব পাকিস্তান সফরে আসেন এবং বিভিন্ন জনসভায় ছয় দফাকে যড়যন্ত্রমূলক রাষ্ট্রদ্রোহী ও পাকিস্তান ভাঙা দলিল বলে আখ্যা দিতে থাকেন। সরকারের কটুক্তি ও নানারকম বাধাবিপত্তির মুখেও পূর্ব পাকিস্তানে ছয় দফা আন্দোলন ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে থাকলে আইয়ুব সরকার আন্দোলনকারীদের উপর চরম নির্যাতন চালাতে থাকে। আওয়ামী লীগ সভাপতি শেখ মুজিবুর রহমানসহ অনেক নেতা কর্মীকে গ্রেফতার করা হয়। নির্যাতন ও গ্রেফতারের প্রতিবাদে আওয়ামী লীগ ১৯৬৬ সালের ৭ই জুন দেশব্যাপী হরতাল আহ্বান করে। তাছাড়া মিছিলে পুলিশের গুলিতে ঢাকা ও নারায়ণগঞ্জে বহু লােক মারা যান। এতে ছয় দফা দাবির প্রতি জনসমর্থন আরাে বেড়ে যায়। আইয়ুব সরকারের প্রতি ঘৃণা আরাে তীব্রতর হয়।
৩.পাকিস্তান সরকারের অত্যাচার
১৯৬৬ সালের ৭ই জুন ঘটনার প্রতিবাদে ৮ জুন পাকিস্তান জাতীয় পরিষদের সভা থেকে বিরােধী দল ওয়াকআউট করে। অতঃপর আবার শুরু হয় গ্রেফতার কার্যক্রম। ১৬ জুন ইত্তেফাক, ঢাকা টাইমস ও নিউনেশন প্রিন্টিং প্রেস বন্ধ ঘােষণা করা হয়। ১৯৬৭ সালে রবীন্দ্র সংগীত ও পয়লা বৈশাখ উদযাপন নিষিদ্ধ করা হয় এবং আরবি হরফে বাংলা লেখার ঘােষণা দেয়া হয়। আইয়ুব সরকারের এ সকল হঠকারী সিদ্ধান্তের প্রতিবাদে বাংলার বুদ্ধিজীবী, ছাত্রসমাজ তথা আপামর জনতা তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করে ছয় দফাভিত্তিক বজ্রকঠোর আন্দোলন গড়ে তােলেন।
8. আগরতলা ষড়যন্ত্র মামলা
আইয়ুব সরকার ছয় দফাভিত্তিক আন্দোলন নস্যাৎ করার জন্য শেখ মুজিবুর রহমানসহ ৩৫ জন নেতার রুিদ্ধে আগরতলা ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করে তাদের গ্রেফতার করে কারাগারে পাঠান। ফলে ছয় দফা ভিত্তিক আন্দোলন কিছুদিনের জন্য স্তিমিত হয়ে যায়। পরবর্তীতে ১৯৬৮ সালের শেষদিকে ছয় দফা ভিত্তিক আন্দোলন চাঙ্গা হতে থাকে।
উপসংহার : পরিশেষে বলা যায় যে, ছয় দফা দাবি ছিল বাংলার জনসাধারণের প্রাণের দাবি। ১৯৬৬ সালের ৬ ফেব্রুয়ারি শেখ মুজিবুর রহমান এ দাবি উত্থাপন করেন। পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসন সম্বলিত ঐতিহাসিক ছয় দফার দাবি পরবর্তীতে গণআন্দোলনে রূপ নেয়। এ ছয়দফা দাবিতে উদ্বুদ্ধ হয়ে সশস্ত্র বাঙালি স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে এবং বাংলাদেশের অভ্যুদয় ঘটায়।
[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
সবার আগে Assignment আপডেট পেতে Follower ক্লিক করুন
এসাইনমেন্ট সম্পর্কে প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে Google News <>YouTube : Like Page ইমেল : assignment@banglanewsexpress.com
অন্য সকল ক্লাস এর অ্যাসাইনমেন্ট উত্তর সমূহ :-
উন্মুক্ত বিশ্ববিদ্যালয় SSC এসাইনমেন্ট :
- বিজ্ঞান ১ম ও ২য় বর্ষের এসাইনমেন্ট লিংক
- ব্যবসায় ১ম ও ২য় বর্ষের এসাইনমেন্ট লিংক
- মানবিক ১ম ও ২য় বর্ষের এসাইনমেন্ট লিংক
উন্মুক্ত বিশ্ববিদ্যালয় HSC এসাইনমেন্ট :
- মানবিক ১ম ও ২য় বর্ষের এসাইনমেন্ট লিংক
- বিজ্ঞান ১ম ও ২য় বর্ষের এসাইনমেন্ট লিংক
- ব্যবসায় ১ম ও ২য় বর্ষের এসাইনমেন্ট লিংক
বাংলা নিউজ এক্সপ্রেস// https://www.banglanewsexpress.com/
- Degree 3rd Year Exam Marketing 5th paper Suggestion
- ডিগ্রি ৩য় বর্ষের সাজেশন (১০০% কমন ডাউনলোড করুন), ডিগ্রি ৩য় বর্ষের পরীক্ষার সাজেশন [নিশ্চিত ১০০% কমন সকল বিষয়ে]
- degree 3rd year philosophy 6th paper super suggestion, ডিগ্রি তৃতীয় বর্ষের ১০০% কমন দর্শন ৬ষ্ঠ পত্র সাজেশন, ডিগ্রি ৩য় বর্ষ দর্শন ৬ষ্ঠ পত্র স্পেশাল সাজেশন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রী ৩য় বর্ষ দর্শন ৬ষ্ঠ পত্র পরিক্ষার প্রশ্ন ও সমাধান
- degree 3rd year psychology 6th paper super suggestion, ডিগ্রি তৃতীয় বর্ষের ১০০% কমন মনোবিজ্ঞান ৬ষ্ঠ পত্র সাজেশন, ডিগ্রি ৩য় বর্ষ মনোবিজ্ঞান ৬ষ্ঠ পত্র স্পেশাল সাজেশন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রী ৩য় বর্ষ মনোবিজ্ঞান ৬ষ্ঠ পত্র পরিক্ষার প্রশ্ন ও সমাধান
- ডিগ্রি ১ম বর্ষের রেজাল্ট NU Degree 1st Year Result
- ডিগ্রী ২য় বর্ষের সাজেশন pdf