বিষয়: এসএসসি বাংলাদেশ ও বিশ্বপরিচয় সংক্ষিপ্ত সাজেশন ২০২১
সাজেশন সম্পর্কে প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে Google News <>YouTube : Like Page ইমেল : assignment@banglanewsexpress.com
প্রথম অধ্যায়: পূর্ব বাংলার আন্দোলন ও জাতীয়তাবাদের উখান (১৯৪৭ ১৯৭০)
- ভাষা আন্দোলনের পটভূমি ও তাৎপর্য ব্যাখ্যা করতে পারব;
- জাতীয়তাবাদের উন্মেষে ভাষা আন্দোলনের গুরুত্ব বিশ্লেষণ করতে পারব;
- জাতিসংঘ কর্তৃক ২১ শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেওয়ার গুরুত্ব ব্যাখ্যাকরতে পারব;
- নিজ ও অপরের মাতৃভাষার প্রতি শ্রদ্ধাশীল হতে পারব:
- আওয়ামী মুসলিম লীগ ও যুক্তফ্রন্ট গঠনের কারণ ব্যাখ্যা করতে পারব।
- ১৯৫৪ সালের যুক্তফ্রন্টের নির্বাচনের প্রভাব বিশ্লেষণ করতে পারব;
- ১৯৫৫ সালে আওয়ামী মুসলীম লীগ থেকে আওয়ামী লীগে রূপান্তরের কারণ এবং ১৯৫৮-পরবর্তী রাজনৈতিক ঘটনাবলি ব্যাখ্যা করতে পারব;
- বাঙালি জাতীয়তাবাদী চেতনায় উদ্বুদ্ধ হতে পারব;
- ১৯৫৮ সালের সামরিক শাসনবিরােধী আন্দোলনের কারণ ও ফলাফল বর্ণনা করতে পারব;
- বিভিন্ন ক্ষেত্রে পূর্ব বাংলার প্রতি পশ্চিম পাকিস্তানের বৈষম্যের প্রকৃতি বিশ্লেষণ করতে পারব;
- ঐতিহাসিক ছয় দফার গুরুত্ব বিশ্লেষণ করতে পারব।
- ঐতিহাসিক আগরতলা মামলার (রাষ্ট্র বনাম শেখ মুজিবুর রহমান এবং অন্যান্য) ঘটনা বর্ণনা করতে পারব।
- ঊনসত্তরের গণঅভ্যুত্থানের পটভূমি বর্ণনা করতে পারব;
- স্বাধীনতা যুদ্ধে প্রেরণাদায়ক শক্তি হিসেবে গণ আন্দোলনের ভূমিকা মূল্যায়ন করতে পারব;
- ১৯৭০ সালের নির্বাচনের বর্ণনা করতে পারব এবং পরবর্তী ঘটনাপ্রবাহে এর প্রভাব বিশ্লেষণ করতে পারব;
- দেশের স্বার্থ রক্ষায় সচেতন হব।
[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
দ্বিতীয় অধ্যায় : স্বাধীন বাংলাদেশ
- বাংলাদেশের স্বাধীনতা অর্জনে ৭ই মার্চের ভাষণের গুরুত্ব বিশ্লেষণ করতে পারব।
- স্বাধীনতাযুদ্ধ পরিচালনায় মুজিবনগর সরকারের ভূমিকা মূল্যায়ন করতে পারব।
- মুক্তিযুদ্ধে বিভিন্ন রাজনৈতিক দল, ছাত্র, পেশাজীবী, নারী, গণমাধ্যম, সাংস্কৃতিক কর্মী ও সাধারণ মানুষের ভূমিকা মূল্যায়ন করতে পারব।
- স্বাধীনতা অর্জনের ঘটনাপ্রবাহে গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিবর্গের অবদান মূল্যায়ন করতে পারব।
- স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ে বিশ্বজনমত সৃষ্টি ও বিশ্বের বিভিন্ন দেশের ভূমিকা মূল্যায়ন করতে পারব;
- মহান মুক্তিযুদ্ধের ঐতিহাসিক তাৎপর্য বিশ্লেষণ করতে পারব।
- স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের প্রতি উদ্বুদ্ধ হব;
- যুদ্ধবিধ্বস্ত দেশ পুনর্গঠন প্রক্রিয়ার বর্ণনা দিতে পারব;
- ১৯৭২ সালের সংবিধান প্রণয়নের পটভূমি ব্যাখ্যা করতে পারব;
- ১৯৭৫ সালে জাতির পিতা ও চার জাতীয় নেতার হত্যা এবং রাজনৈতিক পট পরিবর্তনের বর্ণনা করতে পারব;
- ১৯৭৫-এর ১৫ই আগস্ট পরবর্তী সামরিক শাসনের উত্থান সম্পর্কে বর্ণনা করতে পারব:
- ১৯৮১ সালে জিয়াউর রহমানের হত্যা এবং পরবর্তী নির্বাচন বর্ণনা করতে পারব;
- ১৯৮২ সালের এরশাদের সামরিক শাসন ও তার প্রভাব মূল্যায়ন করতে পারব;
- ১৯৯০ সালের গণঅভ্যুত্থান এবং গণতন্ত্রের পুনর্যাত্রার বর্ণনা করতে পারব;
- বাংলাদেশের উল্লেখযােগ্য আর্থ-সামাজিক ও সাংস্কৃতিক অগ্রযাত্রা বর্ণনা করতে পারব।
- দেশের প্রতি ভালােবাসা, গণতন্ত্র এবং মুক্তিযােদ্ধাদের প্রতি শ্রদ্ধা পােষণ করব;
[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
চতুর্থ অধ্যায় : বাংলাদেশের ভূ-প্রকৃতি ও জলবায়ু
- বাংলাদেশের ভৌগােলিক অবস্থান ও সীমানা বর্ণনা করতে পারব।
- বিশ্ব মানচিত্রে বাংলাদেশের ভৌগােলিক অবস্থান ও ভূ-প্রাকৃতিক অঞ্চল চিহ্নিত করতে পারব;
- বাংলাদেশের ভূ-প্রাকৃতিক অঞ্চলের শ্রেণিবিভাগ ও গঠন ব্যাখ্যা করতে পারব;
- ভূ-প্রাকৃতিক গঠন কীভাবে জনসংখ্যার (জনবসতি) বিস্তরণে প্রভাব বিস্তার করে তা বিশ্লেষণ করতে পারব;
- বাংলাদেশের ভূমি ব্যবহারের উপর জনবসতি বিস্তারের প্রভাব বিশ্লেষণ করতে পারব;
- পরিবেশ সংরক্ষণে উদ্বুদ্ধ হব;
- বাংলাদেশের সাথে দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশের (ভারত, মিয়ানমার ও নেপাল) জলবায়ুর বৈশিষ্ট্যের তুলনা করতে পারব;
- বাংলাদেশের মানুষের জীবন-জীবিকার ওপর জলবায়ুর প্রভাব বিশ্লেষণ ও এ বিষয়ে প্রতিবেদন তৈরি করতে পারব;
- ভূমিকম্পের ধারণা ও কারণ ব্যাখ্যা করতে পারব;
- বিশ্বের ভূমিকম্পপ্রবণ দেশ হিসেবে পরিচিত কয়েকটি দেশের পরিস্থিতি বর্ণনা করতে পারব;
- বাংলাদেশকে ভূমিকম্পপ্রবণ অঞ্চল বলার কারণ ব্যাখ্যা করতে পারব;
- ভূমিকম্প ঝুঁকি মােকাবিলায় বাংলাদেশের প্রস্তুতি ও প্রয়ােজনীয় পদক্ষেপ ব্যাখ্যা করতে পারব।
- জলবায়ু পরিবর্তনজনিত সমস্যা মােকাবিলায় সচেতন হব এবং অভিযােজনে সক্ষমতা লাভ করব;
- ভূমিকম্প পরবর্তী পরিস্থিতি মােকাবিলায় সহযােগিতার মনােভাব তৈরি করব।
[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
ষষ্ঠ অধ্যায় : রাষ্ট্র, নাগরিকতা ও আইন
- রাষ্ট্রের ধারণা ব্যাখ্যা করতে পারব;
- রাষ্ট্রের কার্যাবলি ব্যাখ্যা করতে পারব;
- নাগরিকের ধারণা ব্যাখ্যা করতে পারব;
- বাংলাদেশের নাগরিক হিসেবে রাষ্ট্রের প্রতি দায়িত্ব ও কর্তব্য ব্যাখ্যা করতে পারব;
- নাগরিক হিসেবে নিজ দায়িত্ব পালনে উদ্বুদ্ধ হব;
- আইনের ধারণা ব্যাখ্যা করতে পারব;
- আইনের উৎস ব্যাখ্যা করতে পারব।
- সুশাসনের জন্য আইনের প্রয়ােজনীয়তা ব্যাখ্যা করতে পারব;
- বাংলাদেশের তথ্য অধিকার আইন ও এর প্রয়ােগ বর্ণনা করতে পারব এবং এ ব্যাপারে সচেতন হব।
[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
দশম অধ্যায় : টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি)
- টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনে অংশীদারিত্বের গুরুত্ব ব্যাখ্যা করতে পারব।
- টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনের ফলাফল বিশ্লেষণ করতে পারব।
- টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনে চ্যালেঞ্জসমূহ চিহ্নিত করতে পারব;
- টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনে চ্যালেঞ্জ মােকাবিলায় করণীয় ব্যাখ্যা করতে পারব।
- টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনে করণীয় সম্পর্কে সচেতনতা সৃষ্টির জন্য পােস্টার ডিজাইন করতে পারব।
- টেকসই উন্নয়ন অভীষ্ট বাস্তবায়নে অনুপ্রাণিত হব।
[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
একাদশ অধ্যায় : জাতীয় সম্পদ ও অর্থনৈতিক ব্যবস্থা।
- জাতীয় সম্পদের ধারণা ব্যাখ্যা করতে পারব।
- বাংলাদেশের জাতীয় সম্পদের সংরক্ষণ ও অপচয় রােধের উপায় বর্ণনা করতে পারব।
- বিভিন্ন অর্থনৈতিক ব্যবস্থার তুলনা করতে পারব;
- বাংলাদেশের প্রচলিত অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্য চিহ্নিত করতে পারব;
- বাংলাদেশের জাতীয় আয়ের বণ্টণ পরিস্থিতি বর্ণনা করতে পারব;
- সম্পদ সংরক্ষণ ও অপচয় রােধে সচেতন হব:
[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
ষোড়শ অধ্যায় :বাংলাদেশের সামাজিক সমস্যা ও এর প্রতিকার
- সামাজিক সমস্যার ধারণা ব্যাখ্যা করতে পারব।
- সামাজিক নৈরাজ্য ও সামাজিক মূল্যবােধের অবক্ষয়ের ধারণা ব্যাখ্যা করতে পারব।
- বাংলাদেশে সামাজিক নৈরাজ্য ও সামাজিক মূল্যবােধের অবক্ষয়ের কারণ ও প্রভাব ব্যাখ্যা করতে পারব;
- সামাজিক নৈরাজ্য ও সামাজিক মূল্যবােধের অবক্ষয় প্রতিরােধের পদক্ষেপ চিহ্নিত করতে পারব।
- নারীর প্রতি সহিংসতা’- ধারণাটি ব্যাখ্যা করতে পারব। বাংলাদেশে নারীর প্রতি সহিংসতার ধরন ও কারণ ব্যাখ্যা করতে পারব।
- বাংলাদেশে নারীর প্রতি সহিংসতার প্রভাব বিশ্লেষণ করতে পারব;
- নারীর প্রতি সহিংসতা রােধে আইনের বিষয়বস্তু ও শাস্তি ব্যাখ্যা করতে পারব।
- বাংলাদেশে নারীর প্রতি সহিংসতা রােধে সামাজিক আন্দোলন গড়ে তােলার উপায় ব্যাখ্যা করতে পারব।
- শিশুশ্রম ও কিশাের অপরাধের ধারণা, ধরন ও আইনি প্রতিকার ব্যাখ্যা করতে পারব।
- মাতৃকল্যাণ ধারণা ও মাতৃত্বকালীন সুবিধা ব্যাখ্যা করতে পারব;
- এইচআইভি/এইডসের ধারণা ব্যাখ্যা করতে পারব।
- এইচআইভি/এইডসের পরিস্থিতি ও কারণ ব্যাখ্যা করতে পারব;
- এইচআইভি/এইডসের প্রভাব বিশ্লেষণ করতে পারব এবং প্রতিরােধ কার্যক্রম ব্যাখ্যা করতে পারব।
- সড়ক দুর্ঘটনার কারণ ব্যাখ্যা করতে পারব;
- বাংলাদেশে সড়ক দুর্ঘটনার পরিস্থিতি বর্ণনা করতে পরব;
- সড়ক দুর্ঘটনার প্রভাব ব্যাখ্যা করতে পারব;
- দুর্ঘটনামুক্ত বা নিরাপদ সড়ক করার উপায় এবং দুর্ঘটনা হ্রাসের পদক্ষেপ ব্যাখ্যা করতে পারব;
- জঙ্গিবাদের ধারণা ব্যাখ্যা করতে পারব।
- জঙ্গিবাদের কারণ ও প্রভাব ব্যাখ্যা করতে পারব;
- জঙ্গিবাদ প্রতিরােধের পদক্ষেপ চিহ্নিত করতে পারব;
- দুর্নীতির ধারণা, কারণ ব্যাখ্যা করতে পারব।
- দুর্নীতির বিরুদ্ধে প্রতিরােধের পদক্ষেপ ব্যাখ্যা করতে পারব এবং আর্দশ জীবন গঠনে উদ্বুদ্ধ হব;
- নারীর প্রতি শ্রদ্ধাশীল হব এবং নারী নির্যাতন প্রতিরােধে সচেতন হব;
- এইচআইভি/এইডস সম্পর্কে সচেতন হব এবং আক্রান্ত রােগীর সেবায় স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসব;
- দুর্নীতি প্রতিরােধ ও দুর্ঘটনা বিষয়ে সচেতন হব;
[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
৩. মুনির ও শামীম যমুনার পাড়ে বসে গল্প করছিল। মুনির এক পর্যায়ে শামীমকে জানালাে প্রায় দু’শাে বছর আগে সংঘটিত একটি প্রাকৃতিক দুর্যোগের ফলে এ নদীটির সৃষ্টি হয়েছিল।
ক, লালমাই পাহাড়ের গড় উচ্চতা কত মিটার?
খ, বরেন্দ্রভূমি সৃষ্টি হয়েছিল কীভাবে? ব্যাখ্যা কর।
গ) উদ্দীপকে উল্লিখিত প্রাকৃতিক দুর্যোগটির কারণ ব্যাখ্যা কর। ‘
ঘ. উক্ত প্রাকৃতিক দুর্যোগ মােকাবেলায় কী ধরনের পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে? মতামত দাও।
৪. দৃশ্যকল্প-১: সরকারি উদ্যোগে চট্টগ্রামের বহদ্দারহাট হতে লালখান বাজার। পর্যন্ত ফ্লাইওভার নির্মিত হচ্ছে।
দৃশ্যকল্প-২ : সরকার দেশের অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য একটি শক্তিশালী বাহিনী গঠন করেছে।
ক, রাষ্ট্র সম্পর্কে এরিস্টটল প্রদত্ত সংজ্ঞাটি লিখ।
খ. নাগরিকের প্রধান কর্তব্যটি বাখ কর
গ. দৃশ্যকল্প-২ এ রাষ্ট্রের কোন ধরনের কাজের প্রতিফলন ঘটেছে? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে উল্লিখিত রাষ্টের কাজ দুটির মধ্যকার তুলনামূলক বিশ্লেষণ কর।৪।
[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
- বাংলাদেশসংবিধানের কত অনুচ্ছেদে জাতীয় সংসদ প্রতিষ্ঠার কথা বলা হয়েছে?
ঘ) ৬৫
- ভূমিকম্পেরক্ষয়ক্ষতি হ্রাসে
- বহুতলভবনে জরুরী সিঁড়ির রাখা
- বাড়িতেপ্রতিটি সদস্যের জন্য আলাদা হেলমেট রাখা
iii. ন্যাশনাল বিল্ডিং কোড মেনে চলা
ঘ) I,ii & iii
- দেশটিরজিএনপি কত ইউ এস ডলার?
গ) ২৪,৬০০ কোটি
- উদ্দীপকেরদেশটিতে মোট জনসংখ্যা ১২.৩ কোটি হলে দেশটির ক্ষেত্রে সঠিক তথ্য হলো
- ভারীশিল্প প্রয়োজনের তুলনায় অপ্রতুল
[adToAppearHere]
- বৈদেশিকনির্ভরতা ক্রমশঃ নিন্মমুখি
iii. শিক্ষা ক্ষেত্রে সরকারি সুযোগ বৃদ্ধি পাচ্ছে
ঘ) I,ii,iii
- বিনাজামানতে ঋণ দেয় কোন ব্যাংক?
খ) গ্রামীণ ব্যাংক
- ব’এল এলাকায় সামাজিক পরিবর্তনের কোন উপাদানটি কার্যকর?
খ) প্রাকৃতিক
- র’এর প্রতীক সূত্রে প্রাপ্ত অর্থ দিয়ে একটা ব্যবসা শুরু করে ব্যবসায় অনেক লোক কাজ করে বছর শেষের অংশ পাবে তাকে অর্থনীতির ভাষায় কি বলে?
গ) মুনাফা
[adToAppearHere]
- উপজেলাব্যবস্থা প্রথম প্রবর্তন হয় কত সালে?
খ) ১৯৮৩ সালে
- 31সালেমোহাম্মদ আলী জিন্নাহ মুসলিম লীগের দাপ্তরিক ভাষা উর্দু করার প্রস্তাব করলে কে এর বিরোধিতা করেন?
খ) শেরে বাংলা একে ফজলুল হক
- ভূঅভ্যন্তরের গঠন উপাদানের ভিত্তিতে কেন্দ্রমন্ডল কি নামে পরিচিত?
ঘ) Nife
- HIVএরসুপ্তিকাল কত মাস?
খ) ৬-৭ মাস
- দাদাবাবা নাতি তাদের স্ত্রী ভাই সন্তানাদি নিয়ে একত্রে বসবাস করলে তা কি ধরনের পরিবার?
ঘ) বর্ধিত পরিবার
- সামাজিকপরিবর্তনের কোন উপাদানটি এর প্রভাবে নারীর ক্ষমতায়ন ত্বরান্বিত হচ্ছে?
ক) শিক্ষা
- চূড়ান্তবিজয় অর্জন না করা পর্যন্ত লড়াই চালিয়ে যাও বঙ্গবন্ধু উক্তিটি করেন?
খ) 26 শে মার্চের প্রথম প্রহরে
- X & Yস্থানেরমধ্যে সময়ের ব্যবধান কত মিনিট?
খ) 9 মিনিট
- উদ্দীপকেরআলোকে নিচের কোন তথ্যগুলো যথার্থ?
নিচের কোনটি সঠিক?
খ. (¡, ¡¡¡)
- 1965সালের6 সেপ্টেম্বর শুরু হওয়া ভারত পাকিস্তান যুদ্ধ ছিল কত দিন অব্যাহত?
গ. 17
[adToAppearHere]
- পশুরবাংলাদেশের কোন অঞ্চলের নদী?
ঘ. দক্ষিণ পূর্বাঞ্চল
- আইয়ুবখান মৌলিক গণতন্ত্রের মাধ্যমে নির্বাচিত হওয়ার ব্যবস্থা করেন—–
ক. রাষ্ট্রপতি ও জাতীয় পরিষদ সদস্যদের
- তথ্যকমিশন গঠনের ফলে—–
ঘ. যে কোন সময় প্রয়োজনীয় তথ্য পাওয়া যাবে
- কোনদ্রব্যের অভাব পূরণের ক্ষমতা কি বলে?
ক. উপযোগ
- আন্তর্জাতিকনারী নির্যাতন প্রতিরোধ দিবস কত তারিখে পালন করা হয়?
ঘ. 10 ডিসেম্বর
- UNDPএক্সউন্নয়নের কয়টি লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করা হয়?
গ. 16
- সরকারও জনগণের সেতুবন্ধন রচনা করে——
খ. সংসদ
নিচের অনুচ্ছেদ গুলো পড়ো এবং 25 এবং 26 নম্বর প্রশ্নের উত্তর দাও….
- জনাবভ্রমণকৃত এলাকার ভূমিকম্প—-
ক. টারশিয়ারী যুগের
[adToAppearHere]
- উক্তএলাকায়—–
নিচের কোনটি সঠিক?
ক. ¡, ¡¡
- সম্প্রতিতিতলি ঝড়ে ক্ষতিগ্রস্ত এর মাঝে সকল কে নগদ টাকা ও খাদ্য সামগ্রী বিতরণ করে এটি সরকারের কোন ধরনের ব্যয় এর অন্তর্ভুক্ত?
ক. অপ্রত্যাশিত
- নারীরপ্রতি সহযোগিতার মনোভাব পোষণ কারী সংস্থা—
নিচের কোনটি?
গ. ¡¡, ¡¡¡
- The modern stateগ্রন্থটিকার লেখা?
গ. আর এম ম্যাকাইভার
- অষ্টমীতিথি কে চন্দ্র ও সূর্য পৃথিবীর সাথে কত ডিগ্রি তে করে থাকে?
গ. 90 ডিগ্রি
[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
সাজেশন সম্পর্কে প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে Google News <>YouTube : Like Page ইমেল : assignment@banglanewsexpress.com
- hsc/এইচএসসি যুক্তিবিদ্যা ১ম পত্র সংক্ষিপ্ত সাজেশন, ফাইনাল সাজেশন এইচএসসি যুক্তিবিদ্যা ১ম পত্র, hsc logic 1st paper suggestion 100% common guaranty, special short suggestion hsc suggestion logic 1st paper
- প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার সুপার সাজেশন ও উত্তর, প্রাথমিক শিক্ষক নিয়োগ বিষয়ভিত্তিক সাজেশন,প্রাথমিক শিক্ষক নিয়োগ বিষয়ভিত্তিক প্রস্তুতি, প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার সংক্ষিপ্ত সাজেশন,কম সময়ে প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি, প্রাথমিকের শিক্ষক নিয়োগে প্রস্তুতি নেবেন যেভাবে
- বিসিএস লিখিত পরীক্ষার প্রস্তুতি বাংলা ইংরেজি গণিত বাংলাদেশ বিষয়াবলি ও আন্তর্জাতিক বিষয়াবলী,বিসিএস লিখিত পরীক্ষার প্রস্তুতি কৌশল
- BCS Written Exam Preparation Bengali English Mathematics Bangladesh Affairs and International Affairs
- degree 3rd year philosophy 6th paper super suggestion, ডিগ্রি তৃতীয় বর্ষের ১০০% কমন দর্শন ৬ষ্ঠ পত্র সাজেশন, ডিগ্রি ৩য় বর্ষ দর্শন ৬ষ্ঠ পত্র স্পেশাল সাজেশন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রী ৩য় বর্ষ দর্শন ৬ষ্ঠ পত্র পরিক্ষার প্রশ্ন ও সমাধান
- degree 3rd year psychology 6th paper super suggestion, ডিগ্রি তৃতীয় বর্ষের ১০০% কমন মনোবিজ্ঞান ৬ষ্ঠ পত্র সাজেশন, ডিগ্রি ৩য় বর্ষ মনোবিজ্ঞান ৬ষ্ঠ পত্র স্পেশাল সাজেশন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রী ৩য় বর্ষ মনোবিজ্ঞান ৬ষ্ঠ পত্র পরিক্ষার প্রশ্ন ও সমাধান