বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের প্রভাব জলবায়ুর প্রভাব মােকাবিলায়। করণীয় সম্পর্কে ১০ দফা সুপারিশ ব্যক্ত করুন, hsc উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ১২শ শ্রেণি পৌরনীতি ও সুশাসন ২য় পত্র ৫ম অ্যাসাইনমেন্ট সমাধান/ উত্তর ২০২১

শ্রেণি: ১২শ/ hsc/ উন্মুক্ত-2021 বিষয়: পৌরনীতি ও সুশাসন ২য় পত্র এসাইনমেন্টেরের উত্তর 2021
এসাইনমেন্টের ক্রমিক নংঃ 05 বিষয় কোডঃ 2857
বিভাগ: মানবিক শাখা
বাংলা নিউজ এক্সপ্রেস// https://www.banglanewsexpress.com/

এসাইনমেন্ট শিরোনামঃ বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের প্রভাব জলবায়ুর প্রভাব মােকাবিলায়। করণীয় সম্পর্কে ১০ দফা সুপারিশ ব্যক্ত করুন

এসাইনমেন্ট সম্পর্কে প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে Google News <>YouTube : Like Page ইমেল : assignment@banglanewsexpress.com

কোন স্থানের কোনো নির্দিষ্ট সময়ের (অন্তত ১ সপ্তাহ) বায়ুর তাপমাত্রা, বৃষ্টিপাত, বায়ুপ্রবাহ, বায়চাপের মিলিত অবস্থাকে সে সময়ের আবহাওয়া বলে। পরিবর্তনশীল আবহাওয়ার উপর নির্ভর করে কোনো স্থানের তাপ, চাপ, বৃষ্টিপাত, বায়ুপ্রবাহ ইত্যাদি ২৫ থেকে ৩০ বছরের গড় অবস্থাকে জলবায়ু বলা হয়। অর্থাৎ আবহাওয়ার দীর্ঘদিনের গড় অবস্থাই জলবায়ু।

জলবায়ু পরিবর্তন হচ্ছে, উষ্ণতা বাড়ছে পৃথিবীর। মানুষের নানা কর্মকান্ডে বায়ুমন্ডলে কার্বন অক্সাইড, মিথেন ক্লোরোফ্লোরো কার্বনসহ বিষাক্ত গ্যাসের নিঃসরণ বৃদ্ধি পাচ্ছে। বায়ুমন্ডলের ক্রমবর্ধমান উত্তাপই বিশ্বের জলবায়ুপরিবতর্ েনর মূল কারণ। জলবায়ুপরিবতর্ েন বার বার বন্যা, খরা, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, জলোচ্ছাস হচ্ছে। জলবায়ুপরিবতর্ েন বাড়ছে ভূমিহ্রাস, ধ্বংস হচ্ছে পরিবেশ ও প্রতিবেশ। এসব কিছুমানবগোষ্ঠীর জীবন ও জীবিকার উপর দারুন প্রভাব ফেলছে।

বাংলাদেশে জলবায়ুপরিবতর্ েনর প্রভাব

জলবায়ুপরিবর্তনে পৃথিবীর যে দেশগুলো বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে, তার মধ্যে বাংলাদেশ অন্যতম। বর্তমানে বাংলাদেশে যে সব প্রাকৃতিক দুের্যাগ দেখা দিচ্ছে তার মূল কারণ জলবায়ুপরিবর্তন। বিশেষজ্ঞদের মতে ২০৫০ সালের মধ্যে বাংলাদেশের ২০ শতাংশ এলাকা সমুেদ্র তলিয়ে যেতে পারে।

জলবায়ুপরিবতর্ েনর ফলে বাংলাদেশে যে নানা রকম প্রভাব দেখা দিচ্ছে সেগুলি হল :-

১. অতিবৃষ্টি বা অনাবৃষ্টি: বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী ২০১০ খ্রিস্টাব্দে গড়ে বিগত পনের বছরের তুলনায় কম বৃষ্টিপাত হয়েছে। কিন্তু সিলেট ও রাজশাহীতে বিগত দুই বছরের তুলনায় বেশি বৃষ্টিপাত হয়েছে।

২. ঘুর্ণিঝড়ের সংখ্যা বৃদ্ধি: ঘূর্ণিঝড়ের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। বিশ্ব ব্যাংকের ২০১০ সালের প্রতিবেদন অনুযায়ী ঘূর্ণিঝড়ের জন্য ঝুকিপূর্ণ ১২টি দেশের মধ্যে বাংলাদেশ দ্বিতীয়।

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

৩. মাটির লবণাক্ততা বৃদ্ধি: মাটিতে লবণাক্ততার পরিমাণ বৃদ্ধি পেয়েছে। ১৯৯০ সালে লবণাক্ত ভূমির পরিমাণ ছিল ৮ লক্ষ হেক্টর , ২০০১ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ৩০ লক্ষ হেক্টরে ।

৪. গাছপালা ও প্রাণী ধ্বংস: বাংলাদেশের বনাঞ্চল ক্রম হ্রাসমান। বিশ্ব ব্যাংকের তথ্য অনুযায়ী বর্তমানে বনভূমির পরিমাণ ১১%, যেখানে একটি দেশে বনাঞ্চলের পরিমাণ ন্যূনতম ২৫% হওয়া বাঞ্ছনীয়।

৫. সুপেয় পানির সংকট: দেশের অধিকাংশ নদীর পানিতে লবণাক্ততা বৃদ্ধি পেয়েছে। এছাড়া ভূগর্ভস্থ পানির স্তর নীচে নেমে যাওয়ার কারণে অনেক সাধারণ নলকূপ অকেজো হয়ে পড়েছে।

৬. জীব বৈচিত্র ধ্বংস: বনাঞ্চলের পরিমাণ হ্রাস পাওয়ার ফলে জীব বৈচিত্র হারিয়ে যাচ্ছে। গত একশ বছরে বাংলাদেশ থেকে প্রায় ৩১ প্রজাতির বন্য প্রাণী বিলুপ্ত হয়ে গেছে।

৭. মরুকরণ: গড় বৃষ্টিপাত কমে যাওয়ার ফলে খরার পরিমাণ বৃদ্ধি পাচ্ছে।

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

জলবায়ুপরিবতর্ েনর প্রভাব মোকাবেলায় করণীয়

জলবায়ুপরিবতর্ েনর প্রভাব মোকাবেলায় আন্তর্জাতিক পর্যায়ে এবং যে কোন দেশের অভ্যšÍে র করণীয়গুলো নিম্নে উল্লেখ করা হল :

১. শিল্প উন্নত দেশগুলোতে গ্রীণ হাউজ গ্যাস নি:সরণ আরো কমিয়ে আনতে হবে।

২. পরিবেশ দুষণ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে হবে।

৩. জলবায়ুর প্রভাবে ঝুঁকিপূর্ণ অঞ্চলসমূহ চিহ্নিত করে, যথোপযুক্ত সচেতনতামূলক ব্যবস্থা নিতে হবে।

৪. জীব-বৈচিত্র্য সংরক্ষণের প্ের চষ্টা অব্যাহত রাখতে হবে।

৫. প্রাকৃতিক শক্তি (যেমনঃ প্রবাহবান বায়ু, পানি শক্তি এবং সৌর শক্তি)-এর ব্যবহার বৃদ্ধি করতে হবে।

জলবায়ুপরিবতর্ েনর প্রভাব মোকাবেলায় সরকারের করণীয়ঃ

১. সরকারি নীতিমালায় জলবায়ুপরিবর্তন মোকাবেলায় বিভিন্ন নীতি সংযোজন করতে হবে ।

২. সরকারি-বেসরকারি পর্যায়ে আলোচনা করে জলবায়ুপরিবর্তন মোকাবেলায় করণীয় স্থির করতে হবে।

৩. পরিবেশ বিরোধী কর্মকান্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে।

৪. জলবায়ুপরিবতর্ েন ক্ষতিপূরণ আদায়ে প্ের য়াজনীয় ব্যবস্থা গ্রহণ।

এছাড়া, নদী ড্রেসিং করে নাব্যতা বৃদ্ধি, নদী ভাঙ্গন রোধ, কীটনাশক ব্যবহার নিষিদ্ধ, গ্রীণ হাউজ গ্যাস উৎসারণ কমানোসহ আনুষঙ্গিক সতর্কতামূলক ব্যবস্থা নিলে জলবায়ুর প্রভাব থেকে কিছুটা হলেও মক্তু হওয়া যায়।

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

সবার আগে Assignment আপডেট পেতে Follower ক্লিক করুন

এসাইনমেন্ট সম্পর্কে প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে Google News <>YouTube : Like Page ইমেল : assignment@banglanewsexpress.com

অন্য সকল ক্লাস এর অ্যাসাইনমেন্ট উত্তর সমূহ :-

উন্মুক্ত বিশ্ববিদ্যালয় SSC এসাইনমেন্ট :

উন্মুক্ত বিশ্ববিদ্যালয় HSC এসাইনমেন্ট :

বাংলা নিউজ এক্সপ্রেস// https://www.banglanewsexpress.com/

Leave a Comment