বিষয়: ssc /এসএসসি হিসাববিজ্ঞান সংক্ষিপ্ত সাজেশন ২০২১
[ বি:দ্র:এই সাজেশন যে কোন সময় পরিবতনশীল ১০০% কমন পেতে পরিক্ষার আগের রাতে সাইডে চেক করুন এই লিংক সব সময় আপডেট করা হয় ]
অধ্যায় ৩
Important Topic
- দুতরফা
- দাখিলা পদ্ধতির বৈশিষ্ট্য
- দুতরফা দাখিলা পদ্ধতির সুবিধা
- মালিকানা স্বত্ত ডে
- বিট ও ক্রেডিট নির্ণয়
- প্রারম্ভিক মূলধন
অধ্যায় ৬
mportant topics
- সাধারণ জাবেদা
- ক্রয় জাবেদা
- বিক্রয় জাবেদা
- জাবেদার শ্রেণিবিভাগ
অধ্যায় ৭
Important topic
- নীট ক্রয়
- নীট বিক্রয়
- খতিয়ান এর শ্রেণিবিভাগ
- লেনদেন এর খতিয়ান
অধ্যায় – ৯ : ব্যাংকিং ব্যবসায় ও তার ধরন
Important topics
- ব্যাংকের উদ্দেশ্য ও শ্রেণিবিভাগ
- ঋণ নির্ণয় ।
অধ্যায় -১০ : বাণিজ্যিক ব্যাংক ও তার প্রতিকার
important Topic
- বাণিজ্যিক ব্যাংক : উদ্দেশ্য , নীতি ও কার্যাবলি
নৈবিত্তিক সাজেশন
প্রথম অধ্যায় হিসাববিজ্ঞান পরিচিতি
১. সমাজের প্রতিটি ক্ষেত্রে পরিলক্ষিত হয়- অর্থ সম্পর্কিত ঘটনা।
২. অর্থ সম্পর্কিত ঘটনার দ্বারা প্রভাবিত হয়- আর্থিক অবস্থা।
৩, হিসাববিজ্ঞান এমন একটি প্রক্রিয়া যা নির্ণয় করে আর্থিক ঘটনার সামগ্রিক প্রভাব ও ফলাফল ।
৪. আর্থিক বিবরণী ও প্রতিবেদন থেকে জানা যায়- প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা।
৫. লেনদেন লিপিবদ্ধ, শ্রেণিবদ্ধ ও বিশ্লেষণের পদ্ধতি হচ্ছে হিসাববিজ্ঞান।
৬. হিসাববিজ্ঞানের মাধ্যমে জানা যায়- যাবতীয় আর্থিক কার্যাবলি।
৭. বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণে সহায়ক হিসাব তথ্যাবলি।
৮, প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ ও বাহ্যিক পক্ষ জানতে চাই- হিসাব তথ্য।
৯, হিসাব বিবরণী ও প্রতিবেদন প্রস্তুত করতে প্রয়ােজন- হিসাববিজ্ঞান।
১০, হিসাববিজ্ঞানকে বলা হয়- ব্যবসায়ের ভাষা।
১১. হিসাববিজ্ঞানের প্রথম উদ্দেশ্য- লেনদেনগুলাে সঠিকভাবে লেখা।
১২. হিসাববিজ্ঞানের অন্যতম প্রধান উদ্দেশ্য আর্থিক ফলাফল ও অবস্থা নিরূপণ ।
১৩, প্রতিষ্ঠানের সম্পদ, দায় ও মালিকানা স্বত্বের পরিমাণ নির্ণয় করে ৬ জানা যায়- আর্থিক অবস্থার পূর্ণাঙ্গ ধারণা।
১৪. প্রতিষ্ঠানের কাক্ষিত ফলাফল অর্জন সম্ভব- ব্যয় নিয়ন্ত্রণের মাধ্যমে।
১৫. হিসাবরক্ষণের মাধ্যমে রােধ করা সম্ভব- প্রতারণা ও জালিয়াতি।
১৬, ব্যবসায়ের বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণে ব্যবহৃত হয়- আর্থিক তথ্যাবলি।
১৭. সেবামূলক অনুমাফাভােগী প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, হাসপাতাল ‘ ইত্যাদি।
১৮, সরকারের আয়ের উৎস- কর, শুল্ক, ভ্যাট, কাস্টমস ডিউটি।
[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
১৯, সুন্দর, সুশৃঙ্খল ও মিতব্যয়ী জীবনের জন্য প্রয়ােজন- হিসাব সংরক্ষণ।
২০. ব্যয় নিয়ন্ত্রণ করে অপচয় রােধ এবং আর্থিক সচ্ছলতা অর্জন। সম্ভব- হিসাব সংরক্ষণের মাধ্যমে।
২১. হিসাববিজ্ঞানের যাত্রা শুরু হয়- মানবসভ্যতার সূচনালগ্নে।
২২. গাছের গায়ে, গুহায় বা পাথরে চিহ্ন দিয়ে রাখা হতাে- হিসাব।
২৩. ঘরে দাগ কেটে এবং রশিতে গিঁট দিয়ে রাখা হতাে- ফসল ও মজুদের হিসাব।
২৪. বিনিময় প্রথার অসুবিধা দূল করার জন্য প্রচলন হয়- মুদ্রার।
২৫. আধুনিক হিসাববিজ্ঞানের জনক- লুকা প্যাসিওলি।
২৬. লুকা প্যাসিওলি ছিলেন একজন ইতালীয় গণিতবিদ।
২৭. লুকা প্যাসিওলি হিসাবরক্ষণের জন্য প্রথম বই লিখেন- ১৪৯৪ সালে।
২৮, হিসাবরক্ষণের মূলনীতিদুতরফা দাখিলা পদ্ধতি।
২৯, সময়ের পরিবর্তনে বিজ্ঞান, প্রযুক্তি ও ব্যবসা-বাণিজ্যের অগ্রগতির | সাথে সাথে উন্নতি হয়- হিসাববিজ্ঞানের।
৩০, হিসাবরক্ষণে সময় ও শ্রম লাঘবের পাশাপাশি দ্রুত সিদ্ধান্ত গ্রহণ সহজ হয়- কম্পিউটারের যুগে।
৩১. হিযাব তথ্যের ব্যবহারকারী -২ প্রকার (অভ্যন্তরীণ ও বাহ্যিক)।
৩২. হিসাববিজ্ঞান হলাে – তথ্য ব্যবস্থা (Information system)।
৩৩. হিসাব তথ্যের অভ্যন্তরীণ ব্যবহারকারী মালিক ও ব্যবস্থাপক।
৩৪, হিসাব তথ্যের বাহ্যিক ব্যবহারকারী – সরকার, পাওনাদর, কর্মচারী ।
৩৫. মালিক ও ব্যবস্থাপক ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা নেয়- হিসাব বিবরণী দেখে। |
৩৬, ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান যাচাই করে ঋণ পরিশােধ ক্ষমতা। |
৩৭. সরবরাহকারী বাকিতে পণ্য বিক্রয়ের পূর্বে যাচাই করে – দায় পরিশােধ ক্ষমতা।
৩৮. মুনাফা নির্ণয়সহ হিসাববিজ্ঞান অবদান রাখে -সমাজ ও পরিবেশের কল্যাণে।
[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
৩৯. বায়ু দূষণ রােধে অনেক অর্থ ব্যয় করে – তেল কোম্পানি।
৪০. সমাজের কল্যাণে খরচ করা ব্যবসায়ের সামাজিক দায়বদ্ধতা।
৪১. কোনাে বিষয়ের ভালাে-মন্দ বিচারের মানদণ্ড – মূল্যবােধ। |
৪২. হিসাবের স্বচ্ছতা বৃদ্ধিতে সহায়ক হিসাববিজ্ঞানের রীতিনীতি ও কলাকৌশল।
৪৩, ঋণ পরিশােধে সচেতনতা সৃষ্টি করে হিসাববিজ্ঞান হ্রাস করে -ঋণখেলাপির আশংকা।
৪৪. সম্পদের সুষ্ঠু ব্যবহার ও অপব্যয় পরিহার ধর্মীয় মূল্যবােধের অংশ।
৪৫. আয় বুঝে ব্যয় করার মানসিকতা সৃষ্টি হয় সঠিক হিসাব সংরক্ষণে।।
৪৬. সুই হিসাবব্যবস্থার প্রচলনে হ্রাস পায় জালিয়াতি, তহবিল ও | প্রতারণার প্রবণতা।
৪৭. নিজের কাজের জন্য তৃতীয় পক্ষের কাছে দায়বদ্ধতাই -জবাবদিহিতা। ৪৮. উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দায়বদ্ধতা – অভ্যন্তরীণ জবাবদিহিতা।
৪৯. শুল্ক, ভ্যাট ও কর পরিশােধ বিষয়ে জবাবদিহি করতে হয় – সরকারের কাছে।
দ্বিতীয় অধ্যায় লেনদেন
১. আর্থিক অবস্থার পরিবর্তন করে না এমন ঘটনাগুলাে – লেনদেন নয়।
২. প্রতিটি লেনদেন ঘটনা কিন্তু প্রতিটি ঘটনাই – লেনদেন নয়।
৩. অবচয় ও অবলােপন এক ধরনের অদৃশ্যমান লেনদেন।
৪. অনাদায়ী পাওনা সঞ্চিতি, দেনাদার বাট্টা সঞ্চিতি হলাে -ঐতিহাসিক ঘটনা। ডেবিট নােট তৈরি করেন ক্রেতা।
৬. ফেরতকৃত পণ্যের পূর্ণ বিবরণ থাকে -ডেবিট নােটে। ডেবিট নােটের মাধ্যমে ডেবিট করা হয় -পাওনাদার হিসাব।
৮, হিসাববিজ্ঞানের মৌলিক সমীকরণ, A = L + E যেখানে, A = Assets (সম্পদ), L = Liabilities (দায়), E = Equity (মালিকানা স্বত্ব)।
৯, মূলধন, বিনিয়ােগ ও আয়ের মাধ্যমে বৃদ্ধি পায় এবং ব্যয় ও উত্তোলনের মাধ্যমে হ্রাস পায় – E (মালিকানা স্বত্ব)।।
১০, মালিক ব্যবসায়ে বিনিয়ােগ করলে বৃদ্ধি পায় মালিকানা স্বত্ব।
১১. ব্যবসায়ের আয় বাড়লে -মালিকানা স্বত্ব বাড়ে। ১২. মালিকানা স্বত্ব বা দায় বাড়লে বৃদ্ধি পায় মােট সম্পদ।
১৩. ক্রেডিট নােট প্রস্তুত করে – বিক্রেতা।
১৪. ফেরতকৃত পণ্যের পূর্ণ বিবরণ থাকে – ক্রেডিট নােটে। |
১৫, ব্যবসায়কে প্রভাবিত করবে না – ব্যক্তিগত আর্থিক কার্যাবলি।
১৬, ব্যবসায় প্রতিষ্ঠান থেকে প্রদত্ত ব্যক্তিগত খরচ প্রভাবিত করবে – ব্যবসায় প্রতিষ্ঠানকে।
কাজ চলছে
সাজেশন সম্পর্কে প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে Google News <>YouTube : Like Page ইমেল : assignment@banglanewsexpress.com
SSC Accounting Model Question – 01 লিংক
SSC Accounting Model Question – 02 লিংক
SSC Accounting Model Question – 03 লিংক
SSC Accounting Model Question – 04 লিংক
SSC Accounting Model Question – 05 লিংক
[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
[ বি:দ্র:এই সাজেশন যে কোন সময় পরিবতনশীল ১০০% কমন পেতে পরিক্ষার আগের রাতে সাইডে চেক করুন এই লিংক সব সময় আপডেট করা হয় ]
সবার আগে সাজেশন আপডেট পেতে Follower ক্লিক করুন
সাজেশন সম্পর্কে প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে Google News <>YouTube : Like Page ইমেল : assignment@banglanewsexpress.com
- ডিগ্রি ৩য় বর্ষের সাজেশন (১০০% কমন ডাউনলোড করুন), ডিগ্রি ৩য় বর্ষের পরীক্ষার সাজেশন [নিশ্চিত ১০০% কমন সকল বিষয়ে]
- hsc/এইচএসসি যুক্তিবিদ্যা ১ম পত্র সংক্ষিপ্ত সাজেশন, ফাইনাল সাজেশন এইচএসসি যুক্তিবিদ্যা ১ম পত্র, hsc logic 1st paper suggestion 100% common guaranty, special short suggestion hsc suggestion logic 1st paper
- প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার সুপার সাজেশন ও উত্তর, প্রাথমিক শিক্ষক নিয়োগ বিষয়ভিত্তিক সাজেশন,প্রাথমিক শিক্ষক নিয়োগ বিষয়ভিত্তিক প্রস্তুতি, প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার সংক্ষিপ্ত সাজেশন,কম সময়ে প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি, প্রাথমিকের শিক্ষক নিয়োগে প্রস্তুতি নেবেন যেভাবে
- বিসিএস লিখিত পরীক্ষার প্রস্তুতি বাংলা ইংরেজি গণিত বাংলাদেশ বিষয়াবলি ও আন্তর্জাতিক বিষয়াবলী,বিসিএস লিখিত পরীক্ষার প্রস্তুতি কৌশল
- BCS Written Exam Preparation Bengali English Mathematics Bangladesh Affairs and International Affairs
- degree 3rd year philosophy 6th paper super suggestion, ডিগ্রি তৃতীয় বর্ষের ১০০% কমন দর্শন ৬ষ্ঠ পত্র সাজেশন, ডিগ্রি ৩য় বর্ষ দর্শন ৬ষ্ঠ পত্র স্পেশাল সাজেশন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রী ৩য় বর্ষ দর্শন ৬ষ্ঠ পত্র পরিক্ষার প্রশ্ন ও সমাধান