7th week assignment answer ssc vocational class 10 accounting (2) assignment examiner 2022, ২০২২ সালের এসএসসি ভোকেশনাল পরীক্ষার্থীদের হিসাববিজ্ঞান (২) এসাইনমেন্ট ৭ম সপ্তাহের সমাধান ২০২১

শ্রেণি: ১০ম ভোকেশনাল 2022 বিষয়: হিসাববিজ্ঞান (২) এসাইনমেন্টেরের উত্তর 2021
এসাইনমেন্টের ক্রমিক নংঃ 02 বিষয় কোডঃ 1322
বিভাগ: ভোকেশনাল শাখা
বাংলা নিউজ এক্সপ্রেস// https://www.banglanewsexpress.com/

এসাইনমেন্ট শিরোনামঃ

রেওয়ামিলের সংজ্ঞাসহ হিসাব লিখনের ভুল লগলো উল্লেখপূর্বক সাঈদ ট্রেডার্স এর হিসাব বই হতে ২০২০ সালের ৩১ ডিসেম্বর তারিখে খতিয়ান উদ্বৃত্তগুলো নিম্নরূপ: নগদান হিসাব ২০,০০০ টাকা, মূলধন হিসাব ৭১,০০০ টাকা, প্রাপ্য হিসাব ৩০,০০০ টাকা, প্রদেয় হিসাব ১০,০০০ টাকা, বিক্রয় হিসাব ১,০০,০০০ টাকা, ক্রয় হিসাব ৭০,০০০ টাকা, ব্যাংক জমাতিরিক্ত ৫,০০০ টাকা, বকেয়া বেতন ২,০০০ টাকা, অগ্রিম ভাড়া ৩,০০০ টাকা, ব্যাংক ১৫,০০০ টাকা ও দালানকোঠা ৫০,০০০ টাকা।

শিখনফল/বিষয়বস্তু :

  • হিসাব উদ্বৃত্ত দিয়ে যথাযথ ছকে রেওয়ামিল প্রস্তুত করে ও হিসাবের গাণিতিক নির্ভূলতা পরীক্ষা করতে হবে, 
  • হিসাব লিখনের ভুল গুলোর মধ্যে কোন ভুল গুলো রেওয়ামিলের গড়মিল ঘটাবে, 

নির্দেশনা :  

  • রেওয়ামিলের ধারণা ব্যাখ্যা করতে হবে,
  • রেওয়ামিলের যে সমস্ত ভুলগুলো ধরা পরে তা ব্যাখ্যা করতে হবে,
  • ২০২০ সালের ৩১ ডিসেম্বর তারিখে একটি রেওয়ামিল প্রস্তুত করতে হবে,
AVvXsEjIdawMb3V6uyL5DvN9XO5E yPLWkleVZBvzyzeipGzQz71PmHNN6Pi6rKPp47sKPZPMPlYVt VHE NlENT6bPZWxmI6mcGa4qdrUTWqEMJ3QWWyH 5iWpf Wa8paAQV5wQ xUnI0wXeOYFwjnlawnKlk2alu5X3mlam5U9Fkazq4Ab3Co3 utX7OML

এসাইনমেন্ট সম্পর্কে প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে Google News <>YouTube : Like Page ইমেল : assignment@banglanewsexpress.com

  • রেওয়ামিলের ধারণা ব্যাখ্যা করতে হবে,

খতিয়ান হিসাবসমূহের উদ্বৃত্ত নির্ণয় সঠিক হয়েছে কিনা তা যাচাই করার জন্য রেওয়ামিল তৈরি করা হয়। আবার রেওয়ামিল থেকে আর্থিক বিবরণী প্রস্তুত সহজ করার জন্যও এটা প্রস্তুত করা হয়ে থাকে।

একটি নির্দিষ্ট তারিখে খতিয়ানের ডেবিট উদ্বৃত্তের যোগফল এবং ক্রেডিট উদ্বৃত্তগুলোর যোগফল নির্ণয় করা হয় তাকে রেওয়ামিল বলে। আর্থিক বিবরণী নির্ভুলভাবে তৈরি করার জন্যও রেওয়ামিল নির্ভুল হওয়া দরকার।

রেওয়ামিলের দুদিকের যোগফল না মিললে বুঝতে হবে দু’তরফা দাখিলা পদ্ধতি অনুসারে হিসাব সংরক্ষণে কোন ভুল-ত্রুটি আছে।

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

  • রেওয়ামিলের যে সমস্ত ভুলগুলো ধরা পরে তা ব্যাখ্যা করতে হবে,

আয়, ব্যয়, সম্পত্তি ও দায় জাতীয় হিসাবগুলোর জেরগুলোকে ডেবিট-ক্রেডিট অনুযায়ী সাজিয়ে হিসাবের শুদ্ধতা যাচাইয়ের জন্য তৈরি তালিকাকে রেওয়ামিল বলে। সকল ব্যক্তিবাচক, সম্পত্তি বাচক ও নামিক হিসাব রেওয়ামিলে অন্তর্ভুক্ত হয়। জাবেদায় লেনদেনগুলোকে সঠিকভাবে লিপিবদ্ধ হয়েছে কি না, এবং খতিয়ানের জেরগুলো সঠিকভাবে নির্ণয় করা হয়েছে কি না, তা রেওয়ামিলের মাধ্যমে জানা যায়।
 
সীমাবদ্ধতা : হিসাবরক্ষণ প্রক্রিয়ার কিছু ভুল রেওয়ামিলের মাধ্যমে ধরা পরে না। রেওয়ামিলে যে সব ভুল ধরা পরে না, সেগুলো ২ প্রকার-
১. নীতিগত ভুল
২. করণিক ভুল
ক) বাদ পড়ার ভুল
খ) লেখার ভুল
গ) পরিপূরক ভুল
ঘ) বে-দাখিলার ভুল
 
১. নীতিগত ভুল : হিসাবরক্ষণের নীতিমালা লঙ্ঘন করে/ না মেনে লেনদেন লিপিবদ্ধ করা হলে তাকে নীতিগত ভুল বলে। যেমন- বিলম্বিত বিজ্ঞাপনকে সম্পত্তি হিসাবে না দেখিয়ে ব্যয় হিসাবে দেখালে তা হবে নীতিগত ভুল। কারণ, বিলম্বিত বিজ্ঞাপনের প্রভাব একাধিক হিসাবকালের উপর বণ্টিত হয়। কিন্তু ব্যয় হিসাবে দেখানো হলে তা শুধুমাত্র একটি বছরের উপর চার্জ করা হয়।
 
২. করণিক ভুল :
 
করণিক ভুল ৪ ধরনের-
 
ক) বাদ পড়ার ভুল : লিপিবদ্ধকরণের সময় কোন লেনদেন সম্পূর্ণরূপে বাদ পড়লে তাকে বাদ পড়ার ভুল বলে। যেমন- ৫,০০০ টাকা ধারে পণ্য ক্রয় লিপিবদ্ধ করা হলো না। কারণ, এর ফলে ৫,০০০ টাকার ক্রয় কম দেখানো হচ্ছে (ডেবিট দিকে কমে যাচ্ছে ৫,০০০ টাকা) এবং ৫,০০০ টাকার পাওনাদার কম দেখানো হচ্ছে (ক্রেডিট দিকে কমে যাচ্ছে ৫,০০০ টাকা)।
 
খ) লেখার ভুল : লেনদেন লিপিবদ্ধকরণের সময় টাকার অংকে ভুল হলে তাকে লেখার ভুল বলে। যেমন- ৫,০০০ টাকার ক্রয়কে ৫০০ টাকায় লিপিবদ্ধ করা হলো। এখানে, ডেবিট ও ক্রেডিট উভয় দিকে ৪,৫০০ টাকা কম দেখানো হচ্ছে।
 
গ) পরিপূরক ভুল : লেনদেন লিপিবদ্ধকরণের সময় একাধিক ভুল হলে, এবং তাদের একটির দ্বারা অপরটি সংশোধিত হলে তাকে পরিপূরক ভুল বলে। যেমন- ৫,০০০ টাকার একটি ক্রয়কে ৪,০০০ টাকায় চার্জ করা হয়েছে। অন্যদিকে বেতন ৪,০০০ টাকার বদলে ৫,০০০ টাকায় চার্জ করা হয়েছে। এখানে, প্রথম লেনদেনে ১,০০০ টাকা ডেবিট দিকে কম দেখানো হয়েছে। এবং দ্বিতীয় লেনদেনে ১,০০০ টাকা ডেবিট দিকে বেশি দেখানো হয়েছে।
 
ঘ) বে-দাখিলার ভুল : লেনদেন লিপিবদ্ধকরণের সময় কোন নির্দিষ্ট হিসাবকে ডেবিট বা ক্রেডিট করার বদলে সমজাতীয় অন্য হিসাবকে ডেবিট বা ক্রেডিট করলে তাকে বে-দাখিলার ভুল বলে। যেমন- ৫,০০০ টাকার বেতনকে ৫,০০০ টাকার ভাড়া হিসাবে লিপিবদ্ধ করা হয়েছে।
 
নোট :

  • সম্পত্তি হিসাবের ক্রেডিট ব্যালেন্স মানে করণিক ভুল
  • দায় হিসাবের ডেবিট ব্যালেন্স মানে করণিক ভুল

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

  • ২০২০ সালের ৩১ ডিসেম্বর তারিখে একটি রেওয়ামিল প্রস্তুত করতে হবে,
AVvXsEgRxGu77 kgkKZjYktHYsHgzUhIwoENRngn9BtQ8reBcNmsx0X 6EkvcPvxo0GmDgPnutp0oMEuNsrLv 4IxC3YXV1IXCfCA DBttUtesEllWnB02u4gMVI1utVTRuYC23T6ALScxB7 dTbuP4WPt uVjmhAfBuC3 Pem0J12UC0SNudfw7EU4nsyg1
AVvXsEj4fXpPLS7rysNuRgIHsET3u6QYbQEiDKriRX7GQFqvuZ3bwzmu5 ti2DAPyfZZoR50Bw4FTX7b 8KCjUmbTnst2HDzB K9dlmDWLThGGwHomZS8vDdiCqdVoG2F1gV851aQgU05QdxPY8tP giQaRq r9OAjEgJ79HzwYZ 8r7oGnRZPBh3lQMuGgW

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

সবার আগে Assignment আপডেট পেতে Follower ক্লিক করুন

এসাইনমেন্ট সম্পর্কে প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে Google News <>YouTube : Like Page ইমেল : assignment@banglanewsexpress.com

অন্য সকল ক্লাস এর অ্যাসাইনমেন্ট উত্তর সমূহ :-

  • ২০২১ সালের SSC / দাখিলা পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
  • ২০২১ সালের HSC / আলিম পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
  • ভোকেশনাল: ৯ম/১০ শ্রেণি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
  • ২০২২ সালের ভোকেশনাল ও দাখিল (১০ম শ্রেণির) অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
  • HSC (বিএম-ভোকে- ডিপ্লোমা-ইন-কমার্স) ১১শ ও ১২শ শ্রেণির অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
  • ২০২২ সালের ১০ম শ্রেণীর পরীক্ষার্থীদের SSC ও দাখিল এসাইনমেন্ট উত্তর লিংক
  • ২০২২ সালের ১১ম -১২ম শ্রেণীর পরীক্ষার্থীদের HSC ও Alim এসাইনমেন্ট উত্তর লিংক

৬ষ্ঠ শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ , ৭ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ ,

৮ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ , ৯ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১

বাংলা নিউজ এক্সপ্রেস// https://www.banglanewsexpress.com/

উন্মুক্ত বিশ্ববিদ্যালয় SSC এসাইনমেন্ট :

উন্মুক্ত বিশ্ববিদ্যালয় HSC এসাইনমেন্ট :

Leave a Comment