সফটওয়্যার মেইনটেনেন্স ও ইউটিলিটি ধাপগুলো ব্যাখ্যা কর,ফাইল ও ফোল্ডার সম্পর্কে ধারনা ব্যাখ্যা করতে পারবে, ফাইলের প্রকারভেদ ও ফাইলের নামকরণ করতে পারবে, ডাইরেক্টরী স্ট্রাকচার ধারনা ব্যক্ত করতে পারবে।

শ্রেণি: ১২শ / HSC ইন কমার্স -2021 বিষয়: পৌরনীতি এসাইনমেন্টেরের উত্তর 2021
এসাইনমেন্টের ক্রমিক নংঃ 10 বিষয় কোডঃ 1723
বিভাগ: ভোকেশনাল শাখা
বাংলা নিউজ এক্সপ্রেস// https://www.banglanewsexpress.com/

এসাইনমেন্ট শিরোনামঃ সফটওয়্যার মেইনটেনেন্স ও ইউটিলিটি ধাপগুলো ব্যাখ্যা কর

শিখনফল/বিষয়বস্তু :

  • ফাইল ও ফোল্ডার সম্পর্কে ধারনা ব্যাখ্যা করতে পারবে,
  • ফাইলের প্রকারভেদ ও ফাইলের নামকরণ করতে পারবে,
  • ডাইরেক্টরী স্ট্রাকচার ধারনা ব্যক্ত করতে পারবে।,

নির্দেশনা :  

  • ফাইল এর ধারণা এবং প্রকারভেদ বর্ণনা করতে হবে।,
  • ফাইল এর নামকরণ ও সংরক্ষন পদ্ধতি বর্ণনা করতে হবে,
  • ডাইরেক্টরী পাথ এর ধারনা ব্যাখ্যা করতে হবে।,

এসাইনমেন্ট সম্পর্কে প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে Google News <>YouTube : Like Page ইমেল : assignment@banglanewsexpress.com

  • ফাইল এর ধারণা এবং প্রকারভেদ বর্ণনা করতে হবে।,

১.ফাইল

সংজ্ঞা: একটি কম্পিউটার ফাইল হলো একটি তথ্য যা কম্পিউটার প্রোগ্রাম এর নিকট গ্রহণযোগ্য।

উদাহরণ: অডিও, ভিডিও, ছবি

ফাইলের নাম এর শেষে এর ফরম্যাট টাইপ লেখা থেকে। একে ফাইল এক্সটেনশন বলে।

যেমনঃ DC001.jpg বা chaite_paro.mp3

উপরের উদাহরণ দুটিতে যথাক্রমে প্রথমটি ছবির এক্সটেনশন [ .jpg] এবং দ্বিতীয়টি অডিও ফাইলের এক্সটেনশন [ .mp3]

ওহ আরেকটি উদাহরণ তো আছে, সি প্রোগ্রাম এর ফাইল এর এক্সটেনশন হলো .c

ফাইল এ অবশ্যই ফাইল এক্সটেনশন থাকবে। তা যাই হউক না কেন।

২.ফোল্ডার

সংজ্ঞা: কম্পিউটার ফাইল সমূহ যে কন্টেইনারে সংরক্ষণ করা হয় তাকে ফোল্ডার বলে। যেমন আমরা ব্যাগ এ বই খাতা রাখি। এই ক্ষেত্রে বই খাতা হলো ফাইল এবং ব্যাগ হলো ফোল্ডার।

ফোল্ডারে কোনো এক্সটেনশন থাকে না। নিচের ছবিটি খেয়াল করো,

কম্পিউটারে ফাইল ম্যানিপুলেশনের উপায় ধাপসহ ব্যাখ্যা কর।, ফাইল ও ফোল্ডার সম্পর্কে ধারণা ব্যক্ত করতে পারবে।

দেখো উপরের ছবিটি তে দুইটি জিনিস আছে। একটি Test এবং অপরটি List.txt

Test হলো একটি ফোল্ডার এর নাম। তুমি টাইপ খেয়াল করো, আমার সিস্টেমে এটি দেখাচ্ছে। তোমার সিস্টেমে এটি না ও দেখতে পারে। লোগো টি খেয়াল করো তাহলেও বুঝতে পারবে এটি ফাইল নাকি ফোল্ডার।

List হলো একটি ফাইলের নাম। এটি তুমি এর নাম এর শেষে তাকালেই বুঝতে পারবে। দেখো, এর এক্সটেনশন হলো txt মানে এটি হলো একটি টেক্সট ফাইল। এর সাইজ ২৬২ বাইটস।

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

  • ফাইল এর নামকরণ ও সংরক্ষন পদ্ধতি বর্ণনা করতে হবে,

ডেস্কটপে ফাইল/ ফোল্ডার তৈরি করা

ডেস্কটপে ফাইল/ফোন্ডার তৈরি করার জন্য ডেস্কটপের যে কোন ফাঁকা জায়গায় মাউসের ডান বোতামের সাহায্যে ক্লিক করলে একটি মেনু আসবে।  এ ধরনের মেনুকে বলে পপআপ মেনু।

এই মেনুর নিউ কমান্ড সিলেক্ট করলে একটি সাব-মেনু পাওয়া যাবে। সাব-মেনুর একেবারে উপরে ফোন্ডার সিলেক্ট করলে একটি ফোল্ডার আইকোন আসবে। যদিও ফোল্ডারের নাম থাকবে নিউ ফোল্ডার তবুও আইকোনের নিচের লেখা সিলেক্টেড থাকবে। ফোল্ডারের একটি নাম টাইপ করে মাউস পয়েন্টার ডেস্কটপের যে কোন জায়গায় ক্লিক করতে হবে। অন্যদিকে ফোল্ডার সিলেক্ট করে ডান বোতাম ক্লিক করলে আরেকটি পপআপ মেনু আসবে। সেই সময়ে রিনেম বাছাই করলে নিউ ফোল্ডার এর নাম দেয়া যাবে। একই পদ্ধতিতে সাব-মেনু থেকে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট (Microsoft Word Document) সিলেক্ট করে নতুন ফাইল তৈরি করা যাবে। এ অবস্থায় তৈরি করা ফাইল/ফোল্ডার ডেস্কটপে অবস্থান করবে। ফোল্ডারের আইকোনে ডবল-ক্লিক করলে ফোল্ডারের একটি শূন্য উইন্ডো পাওয়া যাবে।

ফাইল আইকোনে ডবল-ক্লিক করলে ফাইলটি খুলে যাবে এবং পর্দায় একটি শূন্য ডকুমেন্ট উইন্ডো পাওয়া যাবে। এ ডকুমেন্টে সাধারণ নিয়মে লেখালেখি বা ওয়ার্ড প্রসেসিংয়ের কাজ করা যাবে।

ফোল্ডারের নাম কীভাবে পরিবর্তন করা যায়?

  • যে ফোল্ডারটির নাম পরিবর্তন করতে হবে তার উপর Mouse এর ডান বাটন Click করলে একটি কমান্ড লিস্ট দেখা যাবে।
  • কমান্ড লিস্টের Rename অপশনে Click করতে হবে। এতে ফোল্ডারের নামটি পরিবর্তনের জন্য Select আকারে দেখাবে।
  • এমন অবস্থায় কী বোর্ডের সাহায্যে ফোল্ডারের জন্য নতুন নাম নির্ধারণ করতে হবে।
  • বাইরে ফাঁকা জায়গায় Mouse এর বাম বাটন Click করলে নতুন দেওয়া নামটি ফোল্ডারের নাম হিসেবে নির্ধারিত হবে।

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

  • ডাইরেক্টরী পাথ এর ধারনা ব্যাখ্যা করতে হবে।,

বাংলা অংশ না থাকায় আমরা ইংরেজি লেখলাম

Directory and file names

Azure Files enforces the following naming rules for directory and file names:

  • Directory and file names are case-preserving and case-insensitive.
  • Directory and file component names must be no more than 255 characters in length.
  • Directory names cannot end with the forward slash character (/). If provided, it will be automatically removed.
  • File names must not end with the forward slash character (/).
  • Reserved URL characters must be properly escaped.
  • The following characters are not allowed: " \ / : | < > * ?
  • Illegal URL path characters not allowed. Code points like \uE000, while valid in NTFS filenames, are not valid Unicode characters. In addition, some ASCII or Unicode characters, like control characters (0x00 to 0x1F\u0081, etc.), are also not allowed. For rules governing Unicode strings in HTTP/1.1 see RFC 2616, Section 2.2: Basic Rules and RFC 3987.
  • The following file names are not allowed: LPT1, LPT2, LPT3, LPT4, LPT5, LPT6, LPT7, LPT8, LPT9, COM1, COM2, COM3, COM4, COM5, COM6, COM7, COM8, COM9, PRN, AUX, NUL, CON, CLOCK$, dot character (.), and two dot characters (..).

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

সবার আগে Assignment আপডেট পেতে Follower ক্লিক করুন

এসাইনমেন্ট সম্পর্কে প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে Google News <>YouTube : Like Page ইমেল : assignment@banglanewsexpress.com

অন্য সকল ক্লাস এর অ্যাসাইনমেন্ট উত্তর সমূহ :-

  • ২০২১ সালের SSC / দাখিলা পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
  • ২০২১ সালের HSC / আলিম পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
  • ভোকেশনাল: ৯ম/১০ শ্রেণি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
  • ২০২২ সালের ভোকেশনাল ও দাখিল (১০ম শ্রেণির) অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
  • HSC (বিএম-ভোকে- ডিপ্লোমা-ইন-কমার্স) ১১শ ও ১২শ শ্রেণির অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
  • ২০২২ সালের ১০ম শ্রেণীর পরীক্ষার্থীদের SSC ও দাখিল এসাইনমেন্ট উত্তর লিংক
  • ২০২২ সালের ১১ম -১২ম শ্রেণীর পরীক্ষার্থীদের HSC ও Alim এসাইনমেন্ট উত্তর লিংক

৬ষ্ঠ শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ , ৭ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ ,

৮ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ , ৯ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১

বাংলা নিউজ এক্সপ্রেস// https://www.banglanewsexpress.com/

উন্মুক্ত বিশ্ববিদ্যালয় SSC এসাইনমেন্ট :

উন্মুক্ত বিশ্ববিদ্যালয় HSC এসাইনমেন্ট :

Leave a Comment