সাধারণ বীমা কর্পোরেশন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এর পরীক্ষার সাজেশন ২০২১, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকের এমসিকিউ পরীক্ষায় সাজেশন ২০২১, Sadharan Bima Corporation (SBC) অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এর পরীক্ষার সাজেশন ২০২১

গণিত অংশের সমাধানঃ

১. যদি a=√3+√2 হয়, তবে a3+1/a3 এর মান কত হবে? উত্তরঃ 18√3

২. একটি দ্রব্য ৩৬ টাকায় বিক্রয় করায় যত ক্ষতি হলো, ৭২ টাকায় বিক্রয় করলে তার দ্বিগুণ লাভ হতো। দ্রব্যটির ক্রয়মূল্য কত? উত্তরঃ ৪৮ টাকা

৩. 5√5এর 5 ভিত্তিক লগ কত? উত্তরঃ 3/2

৪. একটি ত্রিভুজের ভুমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 6 সে.মি. বেশি। ত্রিভুজ ক্ষেত্রটির ক্ষেত্রফল 810 বর্গ সে.মি. হলে এর উচ্চতা কত? উত্তরঃ 27 সে.মি

৫. কোন ঘনকের পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য 8√2 সে.মি. হলে ঘনকটির আয়তন কত? উত্তরঃ 512 ঘন সে.মি

৬. আনিস তার বেতন থেকে প্রথম মাসে 1200 টাকা সঞ্চয় করেন এবং পরবর্তী প্রতিমাসে এর পূর্ববতী মাসের তুলনায় 100 টাকা বেশি সঞ্চয় করেন। তিনি 18 তম মাসে কত টাকা সঞ্চয় করেন? উত্তরঃ 2900 টাকা

৭. 4% হার মুনাফায় কোন টাকায় 2 বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য 1 টাকা হলে মুলধন কত? উত্তরঃ ৬২৫ টাকা

৮. y2-4ax=0 সমীকরণটি নীচের কোনটি নির্দেশ করে? উত্তরঃ প্যারাবোলা [পরাবৃত্ত]

Also read :৩৫৯৯ টি শূণ্য পদে সরকারি কর্ম কমিশন নিয়োগ ২০২১
৯. একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 1 মিটার বাড়ালে ক্ষেত্রফল 3√3 বর্গমিটার বেড়ে যায়। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য কত? উত্তরঃ 5.5 মিটার

১০. cos^-1x+cos^-1y=π/2 হলে x2+y2= কত? উত্তরঃ 1

১১. একটি নৌকৈা দাঁড় বেয়ে স্রোতের অনুকূলে ঘন্টায় 15 কি.মি. এবং স্রোতের প্রতিকুলে যায় ঘন্টায় 5 কি.মি.। নৌকৈায় বেগ কত? উত্তরঃ ঘণ্টায় 10 কি.মি

১২. দুটি সংখ্যার অনুপাত ৫:৮। উভয়ের সাথে ২ যোগ করলে অনুপাতটি ২:৩ হয়। সংখ্যা দুইটি কি কি? উত্তরঃ ১০ ও ১৬

১৩. x-1/x=4 হলে x4+1/ x4 এর মান কত? উত্তরঃ 322

১৪. কোন বৃত্তের 10 সে.মি দীর্ঘ একটি জ্যা কেন্দ্র হতে 12 সে.মি দূরে অবস্থিত। বৃত্তটির ব্যাসার্ধ কত সেন্টিমিটার? উত্তরঃ ১৩ সেন্টিমিটার

১৫. ক, খ ও গ একজাতীয় রাশি। ক : খ, খ : গ = 6 : 7 হলে ক : খ : গ = কত? উত্তরঃ 9 : 12 : 14

বাংলা অংশের সমাধানঃ

১৬. “তিনি রোজ সকালে দুই কিলোমিটার হাঁটতেন” – এ বাক্যে ক্রিয়ার কাল কোনটি? উত্তরঃ নিত্যবৃত্ত অতীত

১৭. দুষ্পাচ্য এর সন্ধি বিচ্ছেদ হলো? উত্তরঃ দুঃ+পাচ্য

১৮. সঞ্চয়িতা ও সঞ্চিতা গ্রন্থ দুটি কার লেখা? উত্তরঃ প্রথমটি রবীন্দ্রনাথ ঠাকুরের, দ্বিতীয়টি কাজী নজরুল ইসলামের

১৯. বাংলা ভাষায় রচিত প্রথম নাটক কোনটি? উত্তরঃ ভদ্রার্জুন

২০. পল্লীকবি জসীম উদদীন রচিত গ্রন্থ নয় কোনটি? উত্তরঃ মায়াকাজল [মায়াকাজল সুফিয়া কামালের লেখা]

২১. সত্য > সইত্য – ধ্বনির পরিবর্তনে এটি কিসের উদাহরণ? উত্তরঃ অপিনিহিতি

২২. তৎসম উপসর্গযোগে গঠিত শব্দ কোনটি? উত্তরঃ অভিমুখ

২৩. নীচের কোনটি উপপদ তৎপুরুষ সমাসের উদাহরণ? উত্তরঃ জলদ

২৪. “মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন” – এখানে কিংবা হলো? উত্তরঃ বিয়োজক অব্যয়

২৫. কোনটি যোগরূঢ় শব্দের উদাহরণ? উত্তরঃ মহাযাত্রা

২৬. নীচের কোন বাক্যে ব্যতিহার কর্তা রয়েছে? উত্তরঃ রাজায়-রাজায় লড়াই

২৭. এ জিনিস বেশিদিন টেকে না- এ বাক্যটি কোন বাচ্য? উত্তরঃ কর্মকর্তৃবাচ্যে

২৮. প- বর্গের বর্ণসমূহ কোন ধরণের বর্ণ? উত্তরঃ ওষ্ঠ্য বর্ণ

২৯. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে ‘বিদ্যাসাগর’ উপাধি দেয় কোন প্রতিষ্ঠান? উত্তরঃ সংস্কৃত কলেজ

৩০. রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গ্রন্থসমূহের মধ্যে নীচের কোনটি নাটক? উত্তরঃ মালিনী

৩১. কাজী নজরুল ইসলাম ও মুজাফফর আহমদের যুগ্ম সম্পাদনায় প্রকাশিত সংবাদপত্র কোনটি? উত্তরঃ নবযুগ

৩২. যিনি ন্যায় শাস্ত্রে পণ্ডিত- এর এক কথায় প্রকাশ হলো: উত্তরঃ নৈয়ায়িক

৩৩. নীচের কোন বানানটি অশুদ্ধ? উত্তরঃ অপরাহ্ন [সঠিক অপরাহ্ণ]

৩৪. ’পাথার’ শব্দের প্রতিশব্দ হলো- উত্তরঃ সমুদ্র

৩৫. ময়ূর ভট্ট, রূপরাম চক্রবর্তী, শ্যামপণ্ডিত, সীতারাম দাস প্রমুখ কবিদের সৃষ্টি কোন কাব্য? উত্তরঃ ধর্মমঙ্গল

সাধারণ জ্ঞান অংশের সমাধানঃ

৩৬. ‘অসমাপ্ত আত্মজীবনী’ গ্রন্থটি প্রকাশিত হয় কত সালে? উত্তরঃ ২০১২

৩৭. বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কী? উত্তরঃ পুণ্ড্র

৩৮. জাতিসংঘের কোন সংস্থা বাংলাদেশের সাথে যৌথভাবে মুজিববর্ষ পালনের ঘোষণা দেয়? উত্তর: ইউনেস্কো

৩৯. ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত হয় কত তারিখ? উত্তরঃ ১২ ডিসেম্বর

৪০. ‘উয়ারি বটেশ্বর’ কি? উত্তরঃ প্রাচীন জনপদ

৪১. স্বাধীন বাংলাদেশ এর পতাকা কত তারিখ প্রথম উত্তোলন করা হয়? উত্তর: ২ মার্চ

৪২. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মনোগ্রামে কতটি তারকা চিহ্ন রয়েছে? উত্তর: ৪টি

৪৩. WTO এর সদর দপ্তর কোথায় অবস্থিত? উত্তর: জেনেভা [সুইজারল্যান্ড]

৪৪. যুক্তরাষ্ট্রকে ’স্ট্যাচু অব লিবার্টি’ উপহার দেয় কোন দেশ? উত্তর: ফ্রান্স

৪৫. এশিয়া ও ইউরোপকে সংযোগকারী পৃথিবীর একমাত্র শহর কোনটি? উত্তর: ইস্তাম্বুল

৪৬. আধুনিক অলিম্পিকের প্রচলন হয় কোথায়? উত্তর: গ্রীস

৪৭. পরবর্তী বিশ্বকাপ ফুটবল কোন মহাদেশে অনুষ্ঠিত হবে? উত্তর: এশিয়া [কাতার ২০২২]

৪৮. ‘আলিবাবা’ কোন দেশ ভিত্তিক ব্যবসা প্রতিষ্ঠান? উত্তর: চীন

৪৯. ‘TCP’ দিয়ে কোনটি বোঝানো হয়েছে? উত্তরঃ প্রটোকল

৫০. প্রোগ্রাম থেকে কপি করা ডাটা কোথায় থাকে? উত্তরঃ ClipBoard

ইংরেজি অংশের সমাধানঃ

৫১. He runs fast. Here the word ‘fast’ is- উত্তরঃ Adverb

৫২. Down went the Titanic. The word ‘down’ is- উত্তরঃ Adverb

৫৩. Only Subarna can do this. Make it Negative without changing the meaning. উত্তরঃ None but Subarna can do this.

৫৪. He lives opposite _ the market. উত্তরঃ to

৫৫. I want my breakfast- উত্তরঃ served

৫৬. Seeing is- উত্তরঃ believing

৫৭. Kamal entered the room, sat and __ his book. উত্তরঃ opened

৫৮. ‘Boot leg’ means- উত্তরঃ smuggle

৫৯. What is the correct synonym of ‘Abolish’? উত্তরঃ cancel

৬০. ‘লোকটি মরমর অবস্থা’। Translate it into English. উত্তরঃ The man is about to die.

৬১. ‘তেল পানিতে ভাসে’। Translate it into English. উত্তরঃ Oil floats on water.

৬২. The idioms ‘put up with’ means- উত্তরঃ tolerate

৬৩. “To get along with’ means- উত্তরঃ to adjust

৬৪. When he is pragmatic, he is being- উত্তরঃ practical

৬৫. Could you tell me—–. উত্তরঃ where he is?

৬৬. He is _ FRCS. উত্তরঃ an

৬৭. The verb of the word “Strong” is উত্তরঃ strengthen

৬৮. The antonym of ‘Patriot’ is উত্তরঃ traitor

৬৯. In spite of my request, he didn’t… উত্তরঃ give in

৭০. Choose the correct spelling. উত্তরঃ proprietor

সবার আগে Google News আপডেট পেতে Follower ক্লিক করুন

সাজেশন সম্পর্কে প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে Google News <>YouTube : Like Page ইমেল : assignment@banglanewsexpress.com

বাংলা অংশে 100% কমন উপযোগী সাজেশন পিডিএফ লিংক

১. মধ্যপ্রাচ্যের সবচেয়ে বেশি গ্যাস রপ্তানি করে – কাতার

২. VAT কার্যকর হয়- ১ জুলাই ১৯৯১

৩. Biggest market capitalization company- Apple 

৪. বাংলাদেশের ফেইসবুকের বিকল্প কী- যোগাযোগ।  ( ওয়াটস অ্যাপ- আলাপন)

৫. মুসলিম জনসংখ্যা সংখ্যা গরিষ্ঠ দেশ – ইন্দোনেশিয়া 

৬. ভারতের সাথে সীমান্ত নেই কোন জেলার – বরিশাল 

৭.আফ্রিকার কোন দেশ বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয়- সেনেগাল 

৮.সবচেয়ে বড় গনতান্ত্রিক দেশ কোনটি- ভারত

৯. রাশিয়ার কোবিড- ১৯ টিকার নাম কি – স্পুটনিক 

১০. পদ্মা সেতুর স্পেন কয়টি – ৪১

১১. বঙ্গব্যাক্স টিকার আবিষ্কারক কোম্পানি – গ্লোব বায়োটেক 

১২.কোন বাংলাদেশি ম্যাগসেসে ২০২১ পুরস্কার পান – ফেরদৌসি কাদরি 

১৩. সম্প্রতি কোপা আমেরিকা ফাইনাল কোন দেশে অনুষ্ঠিত হয়- ব্রাজিল

১৪. জাতিসংঘের ৭৬ তম সাধারন অধিবেশনে বাংলাদেশ – সহসভাপতি 

১৫. মুজিবনগর দিবস কোনটি- ১৭ এপ্রিল 

১৬. জি-৭ এর সদস্য নয় – সুইজারল্যান্ড 

১৭. কম্পিউটারে Volatile Memory- RAM

১৮.হ্যাক্সাডেসিমালের ভিত্তি – ১৬

১৯. FBCCI এর সদস্য -৩৬৯

২০. স্বাধীন বাংলাদেশের ১ম বাজেট ঘোষণা করেন কে- তাজউদ্দীন আহমেদ

২১- গ্রীষ্মকালীন paralympics ২০২০ কোন দেশে অনুষ্ঠিত হয়- টোকিও 

২২. My Life আত্মজীবনীর লেখক কে – ব্লিন ক্লিনটন

বাংলা অংশে 100% কমন উপযোগী সাজেশন পিডিএফ লিংক


বাংলা অংশ – সমাধান

১.সন্ধি বিচ্ছেদ:-

উচ্চারণ–উৎ+ চারণ

অন্তর্ভুক্ত–অন্তঃ+ভুক্ত

অন্বেষণ– অনু+ এষণ

যাবজ্জীবন–যাবৎ+ জীবন

সপ্তর্ষি —সপ্ত+ঋষি

৪. বাগধারা অর্থসহ ব্যাসবাক্য:

ব্যাঙের আধুলি–সামান্য সম্পদে অহংকার

আট কপালে–হতভাগ্য

অরণ্যে রোদন– নিষ্ফল আবেদন

পায়াভারি–অহংকারী

বালিরবাঁধ– ক্ষণস্থায়ী বস্তু

ইংরেজী অংশ সমাধান

৭. Write a paragraph on ‘The Victory Day’

৮. ইংরেজিতে অনুবাদ করুনঃ

a) সাত দিন ধরে মুষলধারে বৃষ্টি হচ্ছেঃ It has been raining since Seven Days.

b) তুমি কি জানো সে কোথায় বাস করে? Do you know where does he live?

c) পুলিশ আসার আগেই চোরটি পালিয়ে গেলঃ The thief had run away before the police came.

d) এই ব্যাপারে আমার কোন হাত নেইঃ I have no influence in this matter.

e) তিনি একজন প্রকৌশলী, তাই না? He is an Engineer, isn’t he?

৯. বাংলা অর্থসহ নিচের idioms গুলো দ্বারা Sentence তৈরি করুনঃ

Bolt from the blue: বিনা মেঘে বজ্রপাত ( I have got DV of America, it is like bolt from blue for me)

By and Large: বৃহৎ পরিসরে/ সামগ্রিক ( Bangladesh is by and large an overpopulated country in the world)

End in smoke: ব্যর্থতায় পরিণত হওয়া ( His all endeavor ends in smoke)

Out of order: অকেজো ( The machine is out of order)

Heart and soul: প্রাণপণে ( Try heart and soul and you will succeed)

১০. Fill in the blanks with an appropriate preposition:

ক. He comes —-a Nobel Family. Ans: from

খ. He was admitted —-the room. Ans: into

গ. The man is capable …………..doing this alone. Ans: of

ঘ. His action is contrary …………his words. Ans: to

ঙ. I am looking …………….the matter. Ans: into

১১. Transform the sentences according to the instruction:

ক) Everybody loves his motherland. (Interrogative): Who does not love his motherland?

খ) How beautiful the night is! (Assertive): The night is beautiful

গ) I know her name. (Complex): I know what her name is

ঘ) Though he is poor, he is honest. (Compound): He is poor but honest.

ঙ) I shall always remember you. (Negative): I shall never forget you.

১২. Change the voice:

a) The boy did not break the glass. Ans: the glass was not broken by the boy.

b) I was given a book by Mr. Rahman. Ans: Mr. Rahman gave me a book.

c) They elected him president. Ans: He was elected a president by them.

d) Honey tastes sweet. Ans: Honey is sweet when it is tasted.

e) He has done a great mistake. Ans: A great mistake has been done by him.

গণিত অংশ সমাধান

বাংলা অংশে 100% কমন উপযোগী সাজেশন পিডিএফ লিংক

১৩। একটি ঘরের দৈর্ঘ্য প্রস্থের ৩ গুন। প্রতি বর্গ মিটারে ৭.৫০ টাকা দরে ঘরটির মেঝে কার্পেট দিয়ে ঢাকতে ১১০২.৫০ টাকা ব্যয় হয়। ঘরটির দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করুন।

সমাধানঃ

ধরি,

প্রস্থঃ ক

তাহলে দৈর্ঘ্যঃ ৩ক

মেঝের ক্ষেত্রফলঃ ১১০২.৫০/ ৭.৫০ = ১৪৭

প্রশ্নমতে,
৩ক * ক = ১৪৭

ক২ = ১৪৭/৩

ক২ = ৪৯

ক = ৭

এতএবঃ

প্রস্থঃ ৭

দৈর্ঘ্য = ৭ * ৩ = ২১

১৪। ৬০ মিটার দীর্ঘ একটি ট্রেনের গতিবেগ ঘন্টায় ৪৮ কি.মি. । রেললাইনের পাশে গতিবেগ ঘণ্টায় ৪৮ কি.মি.। রেললাইনের পাশের একটি খুঁটিকে অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে?

সমাধানঃ

গতিবেগঃ ৪৮ কিমি/ ঘণ্টা = ৪৮ * ৫/১৮ = ২৪০/১৮

সময়ঃ ৬০/ (২৪০/১৮) = ৪.৫ সেকেন্ড

১৫। x2 – √5 x + 1 = 0 হলে , প্রমাণ করুন যে, x3 – 1/x3 = 4

সমাধানঃ

x2 – √5 x + 1 = 0

x2 + 1 = √5 x

x + 1/x = √5

অতএব, x -1/x = 1 ( from the formula of (a –b)^2 = (a +b)^2 -4ab)

x3 – 1/x3 = ( x -1/x)^3 + 3.x.1/x (x – 1/x) = 4 (Proved)

১৬। উৎপাদকে বিশ্লেষণ করুনঃ

১) ax2 + (a +1) x + a

= a (x + 1)^2

২) 4×2 – 4xy + y2 – z2

= ( 2x –y + z) (2x –y –z)

সাধারণ জ্ঞান অংশ সমাধান

১৭। অর্থ মন্ত্রণালয়ের অধীনে কতটি বিভাগ রয়েছে এবং বিভাগগুলো কি কি।

উত্তরঃ অর্থ মন্ত্রণালয়ের অধীনে ৪ টি বিভাগ রয়েছে।

বিভাগগুলো হচ্ছেঃ

১. অভ্যন্তরীণ সম্পদ বিভাগ

২. অর্থনৈতিক সম্পর্ক বিভাগ

৩. অর্থ বিভাগ

৪. আর্থিক প্রতিষ্ঠান বিভাগ

১৮। পূর্ণরূপ লিখুনঃ

ECNEC = Executive Committee of the National Economic Council

MICR = Magnetic ink character recognition

MTBF = Medium-Term Budgetary Framework

AIIB = Asian Infrastructure Investment Bank

ASEAN = Association of Southeast Asian Nations

১৯। নিচের প্রশ্নগুলোর উত্তর লিখুনঃ

১) অর্থনৈতিক সমীক্ষা ২০১৯ অনুযায়ী বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় কত?

উত্তরঃ ১৯০৯ মার্কিন ডলার

২) একাদশ জাতীয় সংসদের মন্ত্রিসভা কবে শপথ গ্রহণ করে?

উত্তরঃ ৭ জানুয়ারি ২০১৯

৩) বঙ্গবন্ধু কবে বাংলাদেশের সংবিধানে প্রথম স্বাক্ষর করেন?

উত্তরঃ ১৪ ডিসেম্বর ১৯৭২

৪) জতীয় জরুরি সেবা ৯৯৯ কবে আনুষ্ঠানিকভাবে চালু করা হয়?

উত্তরঃ ১২ ডিসেম্বর ২০১৭

৫) জাতীয় পাবলিক সর্ভিস দিবস কবে পালন করা হয়?

উত্তরঃ ২৩ জুলাই

৬) বাংলাদেশের ২০১৯-২০ অর্থ বছরের বাজেটের আকার কত টাকা?

উত্তরঃ ৫২৩১৯০ কোটি টাকা

৭) বাংলাদেশের মানচিত্র প্রথম কে আঁকেন?

উত্তরঃ মেজর জেমস রেনেল

৮) OIC এর বর্তমান সদস্য সংখ্যা কত?

উত্তরঃ ৫৭

৯) মুক্তিযুদ্ধকালীন ভারত, বাংলাদেশ যৌথবাহিনী কবে গঠন হয়?

উত্তরঃ ২১ নভেম্বর, ১৯৭১

১০) ডিজিটাল নিরাপত্তা আইন কবে পাশ হয়?

উত্তরঃ ১৯ সেপ্টেম্বর ২০১৮

১১) জাতিসংঘ সাধারণ পরিষদের কততম অধিবেশনে বঙ্গবন্ধু প্রথম বাংলায় ভাষণ প্রদান করেন?

উত্তরঃ ২৯ তম অধিবেশনে

১২) জাতীয় সংসদের প্রথম স্পীকার কে ছিলেন ?

উত্তরঃ শাহ আব্দুল হামিদ

১৩) রেডক্রস ও রেডক্রিসেন্টের সদস্য সংখ্যা কতটি?

উত্তরঃ ১৯০ 

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

বিভিন্ন সরকারি অফিস সমুহে প্রায়ই নিয়োগ দিয়ে থাকে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে। কম শিক্ষাগত যোগ্যতায় সহজেই এসব চাকরী তে আবেদন করা যায় বলে এই সব চাকরীর বিপরীতে প্রচুর লোকজন আপ্লাই করে। ফলে এই সব ছোট পোস্ট এর বেলাতেও হয় প্রচন্ড প্রতিযোগিতা। তবে পরীক্ষায় ভাল করার জন্য নিমোক্ত প্রশ্নসমুহ এর রিলেটেড প্রশ্ন ভাল করে দেখে যেতে পারেন। চাকরি প্রার্থীদের কথা চিন্তা করে বিগত ২০১৮ সালে অনুষ্ঠিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের “অফিস সহকারি কাম — কম্পিউটার মুদ্রাক্ষরিক” পদে ৭০ নম্বরের পরীক্ষার প্রশ্ন ও উত্তর নিচে দেওয়া হল:

ব্যাকরণ অংশ:

১. নিচের কোন বানান শুদ্ধ নয়? — উর্দ্ধ

২. নিচের কোনটি অঘোষ অল্পপ্রাণ ধ্বনি? — চ

৩. নিচের কোন শব্দ গঠনে বাংলা উপসর্গ ব্যবহার হয়েছে? — অনাবৃষ্টি

৪. নিচের কোন শব্দটি প্রত্যয় সাধিত? — খণ্ডিত

৫. ‘বন্ধন’ শব্দের সঠিক অক্ষর বিন্যাস কোনটি? — বন্ + ধন্

৬. নিচের কোন শব্দে ণত্ব বিধি অনুসারে “ণ” ব্যবহার হয়েছে? — প্রবণ

৭. কোনটি অপপ্রয়োগের দৃষ্টান্ত? — একত্রিত

৮. দক্ষিণ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি? — উত্তর

৯. পর্বত এর সমার্থক শব্দ কোনটি? — নগ

১০. যে নারীর পতি নেই , পুত্রও নেই এক কথায় কি বলে? — অবীরা

১১. “বিপদে মোরে রক্ষা কর এ নহে মোর প্রার্থনা” এটি কোন শ্রেণীর বাক্য? — সরল বাক্য

১২. কোনটি নিত্য সমাস? — জলমাত্র

১৩. রাজার দুয়ারে হাতি বাধা,’দুয়ারে” পদটি কোন কারক? — অধিকরণ

১৪. শৈশব এর প্রকৃতি ও প্রত্যয় কোনটি? — শিশু+ ষ্ণ

১৫. নিদাঘ শব্দে ‘ নি’ উপসর্গ কি অর্থে ব্যবহৃত হয়েছে? — অতিশয্য

১৬. সচিব কোন ধরনের শব্দ? — পারিভাষিক

১৭. দ্বৈপায়ন শব্দের শুদ্ধ সন্ধিবিচ্ছেদ? — দ্বীপ+অয়ন

১৮. ব্যুৎপত্তিগত ব্যাকরণ শব্দের অর্থ কি? — বিশেষভাবে বিশ্লেষণ

১৯. মা শিশুকে দুধ খাওয়াচ্ছেন বাক্যটিতে খাওয়াচ্ছেন কোন ক্রিয়া পদের উদাহরণ — দ্বিকর্মক

২০. ‘সে নাকি আসবে না’ এ বাক্যে না অব্যয়টি কী অর্থে ব্যবহৃত হয়েছে? — সংশয়

ইংরেজি অংশ:

২১. A synonym of the word ‘Anguish’? — Suffering

২২. My parents always stand — my decision. — by

২৩. Despite his wealth, he remains —. — humble

২৪. How did he come — this expensive watch? — to

২৫. An antonym of the word ‘Tedious’ is? — Refreshing

২৬. Choose the correctly spelt word. — Dilemma

২৭. He does not have — money to buy a computer. — too

২৮. Which word is correctly spelt? — Questionnaire

২৯. Students had better — the schedule of the examination. — Check

৩০. A synonym for the word ‘Impediment’ is? — Barrier

৩১. A stitch in time — nine. — saves

৩২. What is the antonym of Apex? — base

৩৩. Which one is singular number? — Phenomenon

৩৪. The load is too heavy — carry. — to

৩৫. The teacher make the students — hard. — work

গনিত অংশ:

৩৬. ১২ থেকে ৯৬ এর মধ্যে ৪ দ্বারা বিভাজ্য সংখ্যা কয়টি? উত্তর: ২২

৩৭. টাকায় 3 টি করে লেবু কিনে টাকায় দুটি করে বিক্রি করলে শতকরা কত লাভ হবে? উত্তর: ৫০%

৩৮. একটি সংখ্যা ৩০১ থেকে যত বড় ৩৮১ থেকে তত ছোট সংখ্যাটি? উত্তর: ৩৪১

৩৯. কতগুলো ঘন্টা একত্রে বাজার পর ১০, ১৫, ২০ এবং ২৫ সেকেন্ড পরপর বাজতে থাকলো। এগুলো আবার কতক্ষণ পর একত্রে বাজবে? উত্তর: ৫মি.

৪০. কোন দ্রব্যের মূল্য ৬% বৃদ্ধি পেলে ওই দ্রব্যের ব্যবহার কি পরিমাণ কমালে ওই দ্রব্যের জন্য ব্যয় বৃদ্ধি পাবে না? উত্তর: ৫.৬৬%

৪১. কোন মূলধন 10 বছরে দ্বিগুণ হয় ওই মূলধন তিনগুণ হবে কত বছরে? উত্তর: ২০ বছর

৪২. দুই অংক বিশিষ্ট একটি সংখ্যা অংক স্থান বিনিময়ের ফলে ৫৪ বৃদ্ধি পায়। অংক দুটির যোগফল 12 হলে সংখ্যাটি কত? উত্তর: ৩৯

৪৩. একটি সোনার গহনার ওজন ১৬ গ্রাম। এতে সোনা ও তামার অনুপাত ৩:১ । এদিক কি পরিমাণ সোনা মিশালে অনুপাত ৪:১ হবে। উত্তর: ৪ গ্রাম

৪৪. কোন ভগ্নাংশটি ২/৩ থেকে বড়? উত্তর: ১৩/১৭

৪৫. কোন ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব? উত্তর: ৫, ৬, ৭

৪৬. ত্রিভুজ ABC এ AC2 = AB2+BC2 হলে ∆ABC=? উত্তর: ৯০ ডিগ্রি

৪৭. A+b = ১২, a-b = ২ হলে 2ab=? উত্তর: ৭০

৪৮. কোন সংখ্যার ৪০% এর সাথে ৪৫ যোগ করলে যোগফল যদি ঐ সংখ্যাটিই হয়, তাহলে সংখ্যাটি কত? উত্তর: ৭৫

৪৯. একটি বর্গের কর্ণের দৈর্ঘ্য ৪ ফুট হলে বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল কত? উত্তর: ৮ বর্গফুট

৫০. কোন সংখ্যার বর্গমূলের সাথে 10 যোগ করলে যোগফল 4 এর বর্গ হবে — উত্তর: ৩৬

সাধারণ জ্ঞান অংশ:

৫১. লাহোর প্রস্তাব কে উত্থাপন করেন? — শেরে বাংলা এ কে ফজলুল হক

৫২. পদ্মা নদী বাংলাদেশের কোন স্থানে মেঘনা নদীর সাথে মিলিত হয়েছে? — চাঁদপুর জেলায়

৫৩. ইউনেস্কোর কততম সম্মেলনে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয়? — ৩১তম

৫৪. ইরাটম কী? — উন্নত জাতের ধান

৫৫. দ্য গল কোন দেশের প্রাচীন নাম? — ফ্রান্স

৫৬. Fair Fax কি? — গোয়েন্দা সংস্থা

৫৭. সুয়েজ খাল কোন দেশে অবস্থিত? — মিশর

৫৮. আগামী পরশুর পরের দিন যদি বুধবার হয় তাহলে গতকাল কি বার দিন? — শনিবার

৫৯. বাংলাদেশ স্কয়ার কোথায় অবস্থিত? — লাইবেরিয়া

৬০. মীনা দিবস পালন করা হয় কবে? — ২৪ সেপ্টেম্বর

৬১. আন্তর্জাতিক শ্রম সংস্থা কত সালে প্রতিষ্ঠিত হয়? — ১৯১৯ সালে

৬২. ডেঙ্গু জ্বরের ফলে শরীরে – — রক্তের Platelet (প্লাটিলেট) কমে যায়

৬৩. মায়ের দুধে গরুর দুধের চাইতে কোন উপাদান বেশি থাকে? — মিনারেলস

৬৪. সুষম খাদ্যের উপাদান কয়টি? — ৬টি

৬৫. জাতীয় টিকা কর্মসূচি মোট কয়টি প্রতিষেধক টিকা দেয়া হয়? — ৬ টি (ডিপথেরিয়া, হুপিংকফ, ধনুষ্টংকার, যক্ষ্মা, পোলিও এবং হাম)

৬৬. একজন সাধারন মানুষের দেহে মোট কত টুকরা হাড় থাকে? — ২০৬

৬৭. যশোর জেলার প্রাচীন কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল — প্রশ্নে ভুল আছে (সঠিক উত্তর বঙ্গ )

৬৮. রাখাইন প্রদেশের পূর্ব নাম কি ছিল? — আরাকান

৬৯. পৃথিবীর কোন শহর দুই মহাদেশে অবস্থিত? — ইস্তাম্বুল

৭০. বাংলাদেশ ও বঙ্গবন্ধু গ্রন্থের রচয়িতা কে? — প্রশ্নে ভুল (মোনায়েম সরকার) । যদি বলতো বঙ্গবন্ধু ও বাংলাদেশ কার লেখা উত্তর হতো রফিকুজ্জামান হুমায়ুন।

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

৪। সন্ধি বিচ্ছেদঃ

ক) সন্ধি- সম্ + ধি

খ) নিরাময়- নির + আময়

গ) মৃন্ময়- মৃৎ + ময়

ঘ) দ্যুলোক- দিব্‌+লোক

ঙ) স্বাধীন- স্ব+অধীন

English Part:

৫। Write a paragraph n “Computer”.

৬। Change the Voice.

Active voicePassive voice
a. I may help you.You may be helped by me.
b. I gave him a book.A book was given him by me.or, He was given me a book.
c. He killed himself.He was killed by himself.
d. He made me do the work.I was made do the work by him.
e. I saw him reading a book.He was seen reading a book by me. or, A book was seen reading him by me.

৭। Idioms and phrases with sentence making.

a. A far cry- My house is in far cry, so I was late to go to college.

b. Apple of discord- Apple of discord Two pieces of land are the apple of discord between two brothers

c. Come into force- After having food, he comes into force.

d. Call in- My mother is sick now, please call in a doctor.

e. Black and white- Rahim is black and white honest man.

৮। Filling gaps with appropriate prepositions:

a. The teaching staff of an academy is subordinate to the principal.

b. Mohsin is famous for his kindness.

c. We should not laugh at the poor.

d. The cow lives on grass.

e. Bangladesh is rich with natural gas.

৯। Translate into English.

ক. সাঁতার একটি ভাল ব্যায়াম- Swimming is a good exercise.

খ. তুমি এ কাজটি কি করে করলে? How did you do this work?

গ. তোমাকে অথবা আমাকে সেখানে যেতে হবে- Either you or I have to go.

ঘ. অসময়ের বন্ধুই প্রকৃত বন্ধু- A friend in need is a friend indeed. 

ঙ. সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে- It has been drizzling since morning.

[ বি:দ্র:এই সাজেশন যে কোন সময় পরিবতনশীল ১০০% কমন পেতে পরিক্ষার আগের রাতে সাইডে চেক করুন এই লিংক সব সময় আপডেট করা হয় ]

এখানে ১-১৫ পর্যন্ত কম্পিউটার পরীক্ষার প্রশ্ন পাবেন। উত্তর দেখতে প্রশ্নগুলো ভালভাবে দেখে সবার শেষে ফলো করুন। 

১। বিশ্বগ্রামের প্রতিষ্ঠার মূল বিষয় কোনটি ? 

ক) হার্ডওয়্যার খ) সফটওয়ার গ) ডেটা ঘ) ইন্টারনেট 

২। নিচের কোনটি Octal number নয়?

ক) ১৯ খ) ৭৭ গ) ১৫ ঘ) ১০১ 

৩। অন্যের লেখা বা গবেষণালব্ধ তথ্য নিজের নামে চালিয়ে দেওয়াকে বলে 

ক) সাইবার চুরি খ) হ্যাকিং গ) পাইরেসি ঘ) প্লেজারিজম 

৪। Bluetooth কিসের উদাহরণ? 

ক) LAN খ) PAN গ) VPN ঘ) কোনটিই নয় 

৫। টেলিকনফারেন্সিং এর উদ্ভাবক কে ? 

ক) বিল গেটস খ) জাকারবার্গ গ) মরি টারফ ঘ) রেডমন্ডস 

৬। মােবাইল ফোনে কোন Mood এ যােগাযােগ হয় ?

(ক) Simplex (খ) Full Duplex (গ) Half Duplex (ঘ) কোনটি নয় 

৭। রােবটের অ্যাকচুয়েটর বলতে কি বুঝায়? 

ক) মেরুদন্ড খ) পেশি গ) মস্তিষ্ক ঘ) হার্ট 

৮। বাংলাদেশের প্রথম কম্পিউটার বর্তমানে কোথায় সংরক্ষিত আছে ?

ক) বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে। খ) ঢাকা বিশ্ববিদ্যালয়ে গ) জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরে

ঘ) জাতীয় যাদুঘরে 

৯। নিচের কোন প্রােগ্রামটি একটি সম্পূর্ণ প্রােগ্রামকে একবারে ‘অনুবাদ ও সম্পাদনা করে?

(ক) Interpreter (খ) Compiler , (গ) Emulator (ঘ) Simulator 

১০। Wi-MAX কোন ধরনের নেটওয়ার্ক ?

ক) WAN খ) LAN গ) MAN ঘ) PAN 

১১। নিচের কোনটি IC চিপ দিয়ে তৈরি প্রথম ডিজিটাল কম্পিউটার ?

ক) IBM-160) খ) I গ) Intel 8080 ঘ) IBM System-360 

১২। Social Networking te এ যােগাযােগে কোন মিডিয়া ব্যবহৃত হয়?

(ক) Audio (খ) Video | (গ) Text (ঘ) উপরের সবগুলাে 

১৩। প্রথম প্রােগ্রামার হলেন 

ক) বিল গেটস খ) চার্লস ব্যাবেজ গ) অ্যাডা অগাস্টা ঘ) কোনটিই নয়

১৪। একটি লজিক গেট এর আউটপুট 1 হয় যখন এর সব ইনপুট 0 থাকে। এই গেটটি – 

(ক) AND (খ) OR (গ) XOR (ঘ) NAND 

১৫। ইউনিকোডে মােট কতগুলাে ভিন্ন অক্ষরকে কোডভুক্ত করা যায় ? 

ক) 256 খ) 16 গ) ৪ ঘ) 65536

কম্পিউটার পরীক্ষার প্রশ্ন এর উত্তরঃ

১-ঘ, ২-ক, ৩-ঘ, ৪-খ, ৫-গ, ৬-খ, ৭-খ, ৮-গ, ৯-খ, ১০-গ, ১১-ঘ, ১২-ঘ, ১৩-গ১৪-ঘ, ১৫-ঘ। 

কম্পিউটার পরীক্ষার প্রশ্ন ২০২১ঃ

এখানে ১-১৫ পর্যন্ত কম্পিউটার পরীক্ষার প্রশ্ন ২০২১ পাবেন। উত্তর দেখতে প্রশ্নগুলো ভালভাবে দেখে সবার শেষে ফলো করুন। 

১। কম্পিউটারের ট্রানজিস্টার আবিষ্কৃত হয় কত সালে? 

ক) ১৯৫১ খ) ১৯৪৮ গ) ১৯৬৪ ঘ) ১৯৭০ 

২। কম্পিউটার নেটওয়ার্কে OSI মডেলের স্তর কয়টি ? 

(ক) ৭ খ) ৫ (গ) ৯ ঘ) ৮ 

৩। Cryo কোন ধরনের শব্দ থেকে এসেছে ? 

ক) ইংরেজি | খ) আরবি গ) গ্রিক ঘ) ফারসি 

৪। কম্পিউটারে ইন্টারনেট সংযােগের জন্য কি প্রয়ােজন হতে পারে ? 

ক) পেন ড্রাইভ খ) মডেম গ) RAM ঘ) ডিভিডি রম ড্রাইভ 

৫। কোন ধরনের bus ব্যবহৃত হয় না ? 

(ক) address bus (খ) input-reader bus (গ) data bus (ঘ) control bus 

৬। VIRUS এর নামকরণ করেন কে ?

ক) ফেড কোহেন খ) ফেড গালফ। গ) বিল গেটস ঘ) মারশাল ফাইনম্যান 

৭। আইসি (IC) চিপস কোন প্রজন্মের কম্পিউটারে প্রথম ব্যবহৃত হয় ? 

ক) ১ম | খ) ২য় গ) ৩য় ঘ) ৪র্থ 

৮। ROM ভিত্তিক প্রােগ্রামের নাম কি ?

(ক) Malware (খ) Firmware (91) Virus (ঘ) Lip-lop 

৯। কাকে ন্যানােপ্রযুক্তির জনক বলা হয় ? 

ক) Richard Feynman খ) Richard Berned গ) K. Eric Drexler ঘ) Richard Mandal Also read

১০। Deep Blue’ is : ক) a car model খ) deepest point in Pacific Ocean গ) an IBM Supercomputer ঘ) None of these 

১১। কোনটি মাইক্রোসফটের এ প্রােগ্রাম?

(F) Windows XP (31) Windows 98 (ST) MS DOS (T) Windows 7 

১২। কম্পিউটার এবং মাল্টিমিডিয়া প্রজেক্টরের মধ্যে ডেটা সঞ্চালন মােড কোনটি ?

ক) ফুল ডুপ্লেক্স খ) হাফ ডুপ্লেক্স গ) সিমপ্লেক্স। ঘ) মাল্টিকাস্ট 

১৩। ভয়েজ ব্যান্ড বেশি ব্যবহৃত হয় কোনটিতে?

ক) টেলিফোনে খ) স্যাটেলাইটে গ) টেলিগ্রাফে। ঘ) কম্পিউটারে 

১৪। What is iPod’?

ক) মােবাইল ফোন খ) কম্পিউটার | গ) মিডিয়া প্লেয়ার ঘ) কোনটিই নয় 

১৫। সর্বপ্রথম কত সালে ওয়্যারলেস কমিউনিকেশনের মাধ্যমে যােগাযােগ হয় ? 

ক) ১৯০৩ সালে খ) ১৯০১ সালে গ) ১৯০২ সালে। ঘ) ১৯০৪ সালে

কম্পিউটার পরীক্ষার প্রশ্ন ২০২১ এর উত্তরঃ 

১-খ, ২-ক, ৩-গ, ৪-খ, ৫-খ, ৬-ক, ৭-গ, ৮-খ, ৯-ক, ১০-গ, ১১-গ, ১২-গ, ১৩-ক, ১৪-গ, ১৫-খ। 

কম্পিউটার পরীক্ষার প্রশ্ন ও সমাধানঃ 

এখানে ১-১৫ পর্যন্ত কম্পিউটার পরীক্ষার প্রশ্ন ও সমাধান পাবেন। উত্তর দেখতে প্রশ্নগুলো ভালভাবে দেখে সবার শেষে ফলো করুন। 

১। ই-মেইল গ্রহণ করার অধিক ব্যবহৃত প্রােটোকল কোনটি ?

(ক) POP3 (খ) POP9 | (গ) HTML (ঘ) SMTP 

২। মােবাইল ফোনের জনক কে?

ক) স্টিভ জবস খ) জন ভন নিউম্যান গ) মার্টিন কুপার। ঘ) চার্লস ব্যাবেজ 

৩। মেমােরি ও এ এল ইউ (ALU) এর মাঝে সংযােগ স্থাপন করে কোনটি ? 

ক) র‍্যাম খ) কী বোর্ড গ) মাউস ঘ) কন্ট্রোল ইউনিট 

৪। ইন্টারনেট, টোকেন ও রিং নেটওয়ার্ককে কোনটি যুক্ত করতে পারে ?

ক) ব্রিজ খ) সুইচ গ) হাব ঘ) রাউটার 

৫। (10101111l)2এর 1’s complement কোনটি ? 

(ক) (1111 1111)2; (খ) (0000 0000)2 (গ) (0101 0000)2 (ঘ) (1100 001)2, 

৬। mail.yahoo.com কোন ধরনের ক্লাউডের উদাহরণ?

ক) পাবলিক খ) কমিউনিটি গ) প্রাইভেট ঘ) হাইব্রিড 

৭। কম্পিউটারে সিস্টেম সফটওয়্যার থাকে কোন ডিস্কে ? ক) ম্যাগনেটিক ডিস্কে

খ) কমপ্যাক্ট ডিস্কে। গ) হাইডেনসিটি ডিল্কে ঘ) স্টার্ট আপ ডিস্কে 

৮। নিচের কোনটি ইনপুট ডিভাইস?

(ক) OMR (খ) COM (গ) Plotter – Monitor 

৯। Inverter হিসেবে কাজ করে কোনটি ? 

ক) NAND খ) XOR গ) NOT ঘ) NOR 

১০। নিচের কোনটি কম্পিউটারের মেমােরি ডিভাইস নয়?

ক) ফ্লপি ডিস্ক খ) কম্প্যাক্ট ডিস্ক গ) হার্ড ডিস্ক ঘ) মমরি কার্ড 

১১। ইউনিকোডের মাধ্যমে সম্ভাব্য কত এলে চিহ্নকে নির্দিষ্ট করা যায় ? 

(ক) ২৫৬ টি ৪০৯৬ টি (গ) ৬৫৫৩৬ টি (ঘ) ৪২৯৪৯৬৭২৯৬টি 

১২। কাজের প্রকৃতি অনিবারে রেজিস্টার কত প্রকার ?

ক) ৫ খ) ৬ গ) ৪ ঘ) ৭ 

১৩। কম্পিউটারের সকল কার্যক্রম নিয়ন্ত্রন করে ?

ক) কন্ট্রোল ইউনিট খ) সেন্ট্রাল প্রসেসিং ইউনিট গ) এ এল ইউ ঘ) মেমােরি 

১৪। আইওএস (IOS) মােবাইল অপারেটিং সিস্টেমটি কোন প্রতিষ্ঠান বাজারজাত করে ? (ক) অ্যাপেল (খ) গুগােল (গ) মাইক্রোসফট (ঘ) আইবিএম 

১৫। বাইনারি সংখ্যা পদ্ধতির প্রথম ধারণা দেন ? 

ক) গটফ্রিজ লিবনিজ খ) আল জাবিন গ) আল খােয়ারিজমি ঘ) আল হাজেন

কম্পিউটার পরীক্ষার প্রশ্ন ও উত্তরঃ 

১-ক, ২-গ, ৩-ঘ ৪-ঘ, ৫-গ, ৬-খ, ৭-ঘ, ৮-ক, ৯-গ, ১০-ঘ, ১১-গ, ১২-ক, ১৩-খ, ১৪-ক, ১৫-ক।

অফিস সহকারী কম্পিউটার পরীক্ষার প্রশ্নঃ 

এখানে ১-১৫ পর্যন্ত অফিস সহকারী কম্পিউটার পরীক্ষার প্রশ্ন পাবেন। উত্তর দেখতে প্রশ্নগুলো ভালভাবে দেখে সবার শেষে ফলো করুন। 

১। ই-মেইল আদান প্রদানে ব্যবহৃত SMTP- এর পূর্ণরূপ কি?

(ক) Simple Message Transmission Protocol (খ) Strategic Mail Transfer Protocol (গ) Strategic Mail Transmission Protocol (ঘ) Simple Mail Transfer Protocol 

২। প্যারিটি বিট কত প্রকার ? ক) এক খ) তিন গ) দুই ঘ) চার 

৩। Wi-Fi কোন স্ট্যান্ডার্ড-এর উপর ভিত্তি করে কাজ করে?

(ক) IEEE 802.11 (খ) IEEE 804.1l (গ) IEEE 803.11 (ঘ) IEEE 806.৷৷ 

৪। নিচের কোনটি একটি অপটিক্যাল স্টোরেজ ডিভাইস? ক) সিপিইউ খ) রম। গ) সিডি রম

ঘ) হার্ড ডিস্ক 

৫। WiMAX- এর পূর্ণরূপ কি?

(ক) Worldwide Interoperability for Microwave Access (খ) Worldwide Internet for Microwave Access (ঘ) Worldwide Interconnection for Microwave Access (ঘ) কোনােটিই নয়। 

৬। কম্পিউটার পদ্ধতিতে এক মেগাবাইট = কত বাইট ?

ক) ১০০০ x ১০০০ খ) ১০২৪ x ১০২৪ গ) ১০০ x ১০০০ ঘ) কোনটিই 

৭। 2″ সংখ্যক ইনপুট থেকে n টি আউটপুট পাওয়া যায় কোন বর্তনীতে?

ক) ডিকোডার খ) মাল্টিপ্লেক্সার গ) এনকোডার। ঘ) কোডার

৮। কম্পিউটারের প্রধান মেমােরি কোথায় থাকে?

ক) মাইক্রোপ্রসেসর ও সিপিইউ এর মাঝখানে খ) মাইক্রোপ্রসের ভিতরে। গ) মাইক্রোপ্রসেসরের বাইরে

ঘ) সিপিইউর ভিতরে 

৯। কম্পিউটারের ক্ষেত্রে তথ্য পরিবহণের জন্য পরিবাহী পথকে ক) প্রিন্টার খ) মাউস।

ঘ) তথ্য হাইওয়ে 

১০। Plotter কোন ধরনের ডিভাইস?

(ক) ইনপুট (খ) আউটপুট (গ) মেমােরি (ঘ) কোনােটিই নয় 

১১। ইনপুটকৃত পালস এ গণনার কাজে ববত হয় কোনটি ?

ক) ক্যাপাসিটর খ)কটার গ) ট্রানজিস্টার ঘ) রেজিস্টার 

১২। নিচের কোনটি কম্পিউটার প্রাইমারী মেমােরি ?

(ক) RAM (খ) Hard Disk (গ) Pen Drive (ঘ) কোনােটিই নয় 

১৩। এইচটিএমল এর উদ্ভাবক কে? | ক) টিম বার্নাস লী খ) স্টিভ জবস গ) মাইকেল জুকারবার্গ ঘ) বিল গেইটস 

১৪। URL এর প্রথম অংশের নাম কি? 

ক) প্যারামিটার খ) প্রােটোকল গ) পাথ ঘ) হােস্টনেম 

১৫। Which of the following memories need refresh?

ক) DRAM খ) SRAM গ) ROM ঘ) PROM

অফিস সহকারী কম্পিউটার পরীক্ষার প্রশ্ন ও উত্তরঃ 

১-ঘ, ২-গ, ৩-ক, ৪-গ, ৫-ক, ৬-খ, ৭-গ, ৮-ক, ৯-গ, ১০-খ, ১১-খ, ১২-ক, ১৩-ক, ১৪-খ, ১৫-ক। 

চাকরির পরীক্ষায় আসা কম্পিউটার প্রশ্নঃ

এখানে ১-১৫ পর্যন্ত চাকরির পরীক্ষায় আসা কম্পিউটার প্রশ্ন পাবেন। উত্তর দেখতে প্রশ্নগুলো ভালভাবে দেখে সবার শেষে ফলো করুন। 

১। ASP এর পূর্ণরূপ কী ? 

ক) Active Server Pages খ) Active Security Page গ) Active Server Position

ঘ) Access Server Page 

২। নিচের কোনটি সবচেয়ে বেশি স্টোর করতে পারে?

ক) ম্যাগনেটো ডিস্ক খ) ফ্লপি ডিস্ক গ) হার্ড ডিস্ক ঘ) কমপ্যাক্ট ডিস্ক 

৩। কম্পিউটার সিস্টেম এ Scanner একটি কোন ধরনের যন্ত্র? 

ক) Input খ) Output গ) উভয়ই ঘ) কোনটিই নয় 

৪। URL-এ কতটি অংশ থাকে ? 

ক) ১ টি খ) ৩ টি গ) ৪ টি ঘ) ২ টি 

৫। কম্পিউটারের মস্তিষ্ক বলে পরিচিত কোনটি ? 

ক) মাইক্রোপ্রসেসর খ) হার্ড ডিস্ক গ) রম ঘ) র‍্যাম 

৬। MS Word – এ প্রিন্ট দেওয়ার কমান্ড কোনটি ? 

ক) Alt + P খ) Fn+ P গ) Print + P ঘ) Ctrl + P 

৭। Back up প্রােগ্রাম বলতে কী বােঝানাে হয় ? 

(ক) নির্ধারিত ফাইল কপি করা (খ) আগের প্রােগ্রামে ফিরে যাওয়া। (গ) সর্বশেষ পরিবর্তন Undo করা (ঘ) কোনটিই নয়। 

৮। কম্পিউটার মেমােরি থেকে সংরক্ষিত ডাটা উত্তোলনের পদ্ধতিকে কি বলে?

(ক) Read-out (খ) Read from (গ) Read (ঘ) উপরের সবগুলােই 

৯। কোনটি HTML এর কি-ওয়ার্ড কোনটি ? ক) tag খ) web page গ) http ঘ) www 

১০। কোনটি গ্রহণ মুখ নয় ? 

ক) বারকোড। | খ) কি-বাের্ড গ) ওএমআর ঘ) মনিটর 

১১। কোন ট্যাগের ending ট্যাগ থাকে না ?

| ক) empty tag খ) Chunl গ) container tag ঘ) <body> 

১২। MICR- এর পূর্ণরূপ কি?

ক) Magnetic Ink Character Reader (খ) Magnetic Ink Case Reader (গ) Magnetic Ink Code Reader (ঘ) কোনটিই নয় 

১৩। Formatting – এর কাজ হয় কোন সেকশনে? 

ক) hyperlink section খ) head section গ) paragraph section ঘ) body section 

১৪। নিচের কোন স্মার্টফোন অপারেটিং সিস্টেমটি ওপেন সাের্স প্লাটফর্ম ? 

(ক) IOS (খ) Windows phone (গ) Android (ঘ) Symbian 

১৫। Dot Matrix is a kind of — 

ক) Software খ) Scanner গ) Printer ঘ) Operating System

চাকরির পরীক্ষায় আসা কম্পিউটার প্রশ্ন ও উত্তরঃ 

১-ক, ২-গ, ৩-ক, ৪-খ ৫-ক, ৬-ঘ, ৭-ক, ৮-গ, ৯-ক, ১০-ঘ, ১১-ক, ১২-ক, ১৩-ঘ, ১৪-গ, ১৫-গ। 

[ বি:দ্র:এই সাজেশন যে কোন সময় পরিবতনশীল ১০০% কমন পেতে পরিক্ষার আগের রাতে সাইডে চেক করুন এই লিংক সব সময় আপডেট করা হয় ]

বাংলা অংশ সমাধানঃ

১. সন্ধি বিচ্ছেদ করুন:

(ক) ক্ষুৎপিপাসা -ক্ষুধ্ + পিপাসা

(খ) উদ্ধার -উৎ + হার

(গ) শয়ন- শে +অন

(ঘ) সুবন্ত -সুপ্‌ + অন্ত

(ঙ) বনৌষধি -বন+ওষধি

২. বানান শুদ্ধ করে লিখুন:

(ক) নিলীমা- নীলিমা

(খ) তারুন্ন -তারুণ্য

(গ) মৃতবৎসা -মৃতবৎসা

(ঘ) অনুন্য -অন্যূন

(ঙ) নিরােপায় -নিরুপায়

৩. বাক্য সংকোচন করুন:

(ক) যে সকল অত্যাচারই সয়ে যায় -সর্বংসহা

(খ) যার বংশ পরিচয় এবং স্বভাব কেউই জানেনা -অজ্ঞাতকুলশীল

(গ) যে ভবিষ্যৎ না ভেবেই কাজ করে -অবিমৃষ্যকারী

(ঘ) যা বলা হয়নি -অনুক্ত

(ঙ) যে নারী জীবনে একমাত্র সন্তান প্রসব করেছে -কাকবন্ধ্যা

৪. বিশ্লেষণ করুনঃ

দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে হলে শিক্ষা গ্রহণের বিকল্প নেই।

শিক্ষা তখনই প্রকৃত শিক্ষা হয়ে ওঠে যখন তা মানব উন্নয়নে ভূমিকা রাখে এবং দারিদ্র্যমুক্ত দেশ গঠনে যুগোপযোগী হয়ে ওঠে। বর্তমান সরকার এ বিষয়ে সম্পূর্ণ সচেতন বলেই শিক্ষাক্ষেত্রে একের পর এক অগ্রগতি সাধিত হয়ে চলেছে। সেই অগ্রযাত্রাকে আরও বেগবান করার লক্ষ্যে সম্প্রতি সরকার গ্রহণ করেছে অনেক বড় প্রকল্প। মাধ্যমিক ও কারিগরি শিক্ষা উন্নয়নের মাধ্যমে দেশে যুগোপযোগী শিক্ষা নিশ্চিত করতে সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট (এসইডিপি) নামে প্রকল্পটি তার অন্যতম একটি প্রকল্প।

বলাবাহুল্য, দারিদ্র্যমুক্ত দেশ গড়তে হলে শিক্ষার উন্নয়ন জরুরী। তবে সেটি হতে হবে গুণগত মানসম্মত ও যুগোপযোগী শিক্ষা। তবেই আমাদের শিক্ষার্থীরা বিশ্বের দরবারে নিজের যোগ্যতা ও দক্ষতা প্রয়োগ করতে সক্ষম হবে। আমরা আগেও বলেছি, পরিমাণ নয় মানই গুরুত্বপূর্ণ। ভূরি ভূরি পাসের বিষয়টি তাৎক্ষণিকভাবে আমাদের ভাললাগার কারণ হয় বটে; কিন্তু কে না জানে শিক্ষায় মানটাই আসল কথা। শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে কোন ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করা হলে আমরা স্বস্তিবোধ করি। কারণ আজকের শিক্ষার্থীরাই ভবিষ্যতে দেশের হাল ধরবে। সেই ভবিষ্যত বিনির্মাণ গভীর সুবিবেচনাপ্রসূত হওয়াই কাঙ্ক্ষিত।  শিক্ষণীয় বিষয় এবং শিক্ষাদান পদ্ধতি দুটোই শিক্ষার্থীর জন্য কেমন হবে, কী হবে তার ওপরেই নির্ভর করে সত্যিকারের মানুষ হওয়ার বিষয়টি সাথে দারিদ্র্যমুক্ত দেশ গঠন বিষয়টি তো আছেই। । শিক্ষার মান বাড়ানোর সাথে সাথে দারিদ্র্যমুক্ত দেশ গঠনে বিগত বছরগুলোয় এ খাতে পরিবর্তন আনার চেষ্টা করেছে সরকার।

ইংরেজী অংশ সমাধানঃ

1. Fill in the blanks with the correct forms of verbs:

a)  Neither of the two pens (write) well. Ans: writes

b) Gymnastics (to be verb) my favorite sports. Ans: is

c) Having gone to market, I (buy) a pen. Ans: have bought

d) It is the proper time we (start) the work. Ans; started

e) I prefer riding (to swim). Ans: to swimming

2. Translate into English:

(a) এখন বৃষ্টি হচ্ছে-It is raining now

(b) পানির অপর নাম জীবন-Water is life

(C) আমি কলকাতা যাওয়ার পূর্বে বাড়ী গিয়েছিলাম-I had gone home before I went Kolkata.

(d) শিশুটি কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেল-The child went to sleep crying

(e) সে রুম থেকে যায় না কেন?-Why doesn’t he leave the room?

3. Fill in the blanks

a) The boy takes……his father. Ans: after

(b) I do not regret……the past. Ans:  to

(C) He insisted…… my going there. Ans:  on

(d) All his efforts ended…… smoke. Ans:  in

(e) He is dull…… hearing. Ans:  of

5. Write a paragraph on “Digital Bangladesh”

Digital Bangladesh means a technology based prosperous country where computers will be widely used. All the economic activities of the country will be monitored and controlled by the computer via internet. Internet facility will be reached to every nook and corner of the country. So that everyone may have easy access to the internet.

With the help of internet a man can have any information he needs sitting anywhere. He need not go to a place in person to have a service or an information. man’s workload will be lessened to a great extent by introducing computer use in every sector of man’s activities.

Health,education,banking,administration,transport and some other important sectors can be accelerated by the wide use of computers.

Thus accelerating the wheel of the economic activities the country will be lead to the flow of development and this is meant by Digital Bangladesh. To turn Bangladesh into ‘Digital Bangladesh’ is a much talked slogan of the present government of Bangladesh. In fact it was a pledge of the Awami League in its 9th parliamentary election manifesto.

গণিত অংশ সমাধানঃ

১. কোন শহরের বর্তমান জনসংখ্যা ৮0 লক্ষ। ঐ শহরের জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি হাজারে ৩0 হলে ৩ বছর পর ঐ জনসংখ্যা কত হবে?

সমাধান:

1K তে বৃদ্ধি পায় ৩০ জন    ( K= 1000)

8000K তে বৃদ্ধি পায় 8000*30=240000 জন

১ বছরে বৃদ্ধি পায় 240000 জন

৩ বছরে বৃদ্ধি পায় 240000*3 = 720000 জন

তাইলে ঐ শহরের ৩ বছর পরে জনসংখ্যা= 80,00,000 + 720000= 87,20,000 জন

উত্তরঃ 87,20,000 জন

২. একটি ঘরের মেঝের দৈর্ঘ্য ৪ মিটার এবং প্রস্থ ৩.৫  মিটার। ঘরটির উচ্চতা ৩ মিটার এবং দেয়ালগুলো ১৫ সেমি পুরু হলে চার দেয়ালের আয়তন কত?

সমাধান:

দেয়ালের পুরুত্ব = ১৫ সেমি. = ১৫/১০০ = ০.১৫ মিটার।

দৈর্ঘ্যের দিকে দুইটি দেয়ালের আয়তন = (৪+২×০.১৫)×৩×০.১৫×২ ঘনমিটার = ৪.৩×৩×০.১৫×২ ঘনমিটার = ৩.৮৭ ঘনমিটার।

প্রস্থের দিকে দুইটি দেয়ালের আয়তন = ৩.৫×৩×০.১৫×২ ঘনমিটার = ৩.১৫ ঘনমিটার

সুতরাং দেওয়ালগুলোর মোট আয়তন = ৩.৮৭+৩.১৫ = ৭.০২ ঘনমিটার।

সুতরাং নির্ণেয় আয়তন = ৭.০২ ঘনমিটার।

উত্তরঃ ৭.০২ ঘনমিটার।

৩. উৎপাদকে বিশ্লেষণ করুনঃ

i) x2+y2-2xy-1

(x-y)^2 – (1)^2

(x-y+1) (x-y-1) Ans:

ii) 27x^4 + 8xy^3

= 27x^4 + 8xy^3

= x (27x^3 + 8y^3)

= x ⟨ (3x)^3 + (2y)^3⟩

= x ⟨ ( 3x+2y) (9x^2-6xy + 4y^2) ⟩ Ans:

৪. যদি x-y =8 এবং xy=5 হয়, তবে x3-y3+8(x+y)2 এর মান কত?

সমাধানঃ

=x3-y3+8(x+y)2

= (x-y)^3 + 3xy (x+y) + 8 ⟨ (x-y)^2 +4xy⟩

= (8)^3 + 3*5 (8) + 8 ⟨ (8)^2 +4*5⟩

= 512 + 120 + 8( 64+20)

= 632 + 672

= 1304 ( Ans)

কম্পিউটার বিষয়ক সাধারণ জ্ঞান অংশ সমাধানঃ

১. পূর্ণরূপ লিখুনঃ

i) PDF-Portable Document Format

ii) EMS- Express Mail Service

iii) OMR-Optical mark recognition

iv) VoIP-Voice over Internet Protocol

V) RAM- Random access memory

২. ই-মেইল কি? ই-মেইল কি কাজে ব্যবহার করা হয়?

উত্তরঃ  ই-মেইল তথা ইলেক্ট্রনিক মেইল হল ডিজিটাল বার্তা যা কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে প্রেরণ করা হয়। ১৯৭২(RFC 561) খ্রিস্টাব্দে তদানিন্তন আরপানেটে সর্বপ্রথম ইলেক্ট্রনিক মেইল প্রেরণ করা হয়।

ই-মেইল এর অন্যতম কাজ  হল দ্রুততম সময়ে ও কমখরচে তথ্য আদানপ্রদান করা যায় ৷

৩. ভাইরাস কি? দুইটি ইনপুট ও দুটি আউটপুট ডিভাইসের নাম লিখুন?

উত্তরঃ  কম্পিউটার ভাইরাস হল এক ধরনের কম্পিউটার প্রোগ্রাম যা ব্যবহারকারীর অনুমতি বা ধারণা ছাড়াই নিজে নিজেই কপি হতে পারে। মেটামর্ফিক ভাইরাসের মত তারা প্রকৃত ভাইরাসটি কপিগুলোকে পরিবর্তিত করতে পারে অথবা কপিগুলো নিজেরাই পরিবর্তিত হতে পারে। একটি ভাইরাস এক কম্পিউটার থেকে অপর কম্পিউটারে যেতে পারে কেবলমাত্র যখন আক্রান্ত কম্পিউটারকে স্বাভাবিক কম্পিউটারটির কাছে নিয়ে যাওয়া হয়।

দুইটি ইনপুট ও দুটি আউটপুট ডিভাইসের নামঃ

কি বোর্ড, মাউস হল দুইটি ইনপুট ডিভাইস আর মনিটর ও প্রিন্টার হল দুটি আউটপুট ডিভাইস।

৪. মনিটরের কাজ কি?

উত্তরঃ   মনিটর বা ডিসপ্লে হল কম্পিউটারের জন্য একটি ইলেকট্রনিক দৃষ্টি সহায়ক প্রদর্শক। মনিটর হল সেই সরঞ্জাম যাতে সিস্টেমে চলমান প্রক্রিয়া সরাসরি দেখা যায়।

৫. ৩ টি জনপ্রিয় সার্চ ইঞ্জিনের নাম লিখুন

উত্তরঃ ৩ টি জনপ্রিয় সার্চ ইঞ্জিনের নাম গুগল, ইয়াহু, বিং

৬. ৩ টি জনপ্রিয় সামাজিক নেটওয়ার্কিং সাইট এর নাম লিখুন

উত্তরঃ ফেসবুক, টুইটার ও ইউটিউব ৩ টি জনপ্রিয় সামাজিক নেটওয়ার্কিং সাইট এর নাম।

৭. মাইক্রোসফট ওয়ার্ডে HEADER, WATER MARK BOLD,SPELLING AND GRAMMAR, PROGRAM POINTER কোন TOOL BAR হতে পাওয়া যায়–

উত্তরঃ মাইক্রোসফট ওয়ার্ডে HEADER, WATER MARK BOLD,SPELLING AND GRAMMAR, PROGRAM POINTERপাওয়া যায় Menu Bar হতে।

৮. PDA কোন ধরনের কম্পিউটার?

উত্তরঃ পার্সোনাল ডিজিটাল অ্যাসিসটেন্ট (পি ডি এ) বা পার্সোনাল ডেটা অ্যাসিসটেন্ট কম্পিউটার। এটি প্রায় সাইন্টিফিক ক্যালকুলেটর আকৃতির বহনযোগ্য ছোট ইলেকট্রনিক নোটবুক, যেখানে ডাইরির মত সব ধরনের তথ্য রাখা যায়। মোবাইল ফোনের ব্যাপক প্রসারের আগে প্রযুক্তি নির্ভরেরা এটি প্রচুর ব্যবহার করতেন। বর্তমানে পি ডি এ হল স্মার্ট ফোন। বর্তমানে পি ডি এ তে মানচিত্র, মেইল পড়া, ব্রাউজিং ইত্যাদি করা যায়। আবার কিছু কিছু পি ডি এ গুলোতে গেম খেলা যায়।

৯. ১ ন্যানাে সেকেন্ড হল এক সেকেন্ডের কত ভাগ?

উত্তরঃ ১ ন্যানাে সেকেন্ড হল এক সেকেন্ডের একশত কোটি ভাগের এক ভাগ।

১০. মাইক্রোপ্রসেসরের কাজ কী?

উত্তরঃ  মাইক্রোপ্রসেসরের প্রধান কাজগুলো নিম্নরূপঃ

ক. কম্পিউটারের স্মৃতিতে সঞ্চিত প্রোগ্রাম নির্বাহ করা ।

খ. গাণিতিক যুক্তির কাজ করা ।

গ. গাণিতিক যুক্তি অংশের তথ্য প্রক্রিয়াকরণের কাজ এবং অন্যান্য অংশের সঙ্গে তথ্য বিনিময়ের কাজ নিয়ন্ত্রণ করা ।

ঘ. ইনপুট ও আউটপুট অংশগুলোর সঙ্গে কাজের সমন্বয় বিধান করা ।

১১.  ইন্টেল কোন দেশের কোম্পানি?

উত্তরঃ  ইন্টেল কর্পোরেশন একটি আমেরিকান বৈশ্বিক প্রযুক্তি কোম্পানি এবং আয়ের উপর নির্ভর করে এটি বিশ্বের সর্ববৃহৎ সেমিকন্ডাক্টর চিপ প্রস্তুতকারক প্রতিষ্ঠান।

সবার আগে সাজেশন আপডেট পেতে Follower ক্লিক করুন

১। সন্ধি বিচ্ছেদ করুন
ক) মতৈক্য
উত্তর- মত + ঐক্য
খ) গৃহোর্ধ্ব
উত্তর- গৃহ+ঊর্ধ্ব
গ) গবেষণা
উত্তর- গো + এষণা

২। এক কথায় প্রকাশ করুন
ক) অহংকার নেই যার -নিরহংকার
খ) উপকারীর অপকার করে যে -কৃতঘ্ন
গ) উপকারীর উপকার স্বীকার করে -কৃতজ্ঞ

৩। যে কারক ও বিভক্তি:
ক) বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দিবো কিসে?
উত্তর-কর্তৃকারকে সপ্তমী
খ) ডাক্তার ডাকো
উত্তর- কর্মকারকে শূন্য
গ) জিজ্ঞাসিব জনে জনে
উত্তর- কর্মে ৭মী

৪। শব্দের বিপরীত অর্থ লিখুন
ক) অগ্র -পশ্চাৎ
খ) ইতর -ভদ্র

৫। Fill in the blanks:
ক) My sister has no interest __ music. Ans: in.
খ) He was accused __ theft. Ans: of.
গ) He left __ home. Ans: to.
ঘ) He prefers milk __ tea. Ans: to.
ঙ) You should abide __ the rules. Ans: by.
পাঁচটার মধ্যে চারটা রিপিট হয়েছে কে।

৬। Correct the sentences:
a) He is sleeping for two hours.
Ans: He has been sleeping for two hours.
b) Neither of the boys have returned.
Ans: Neither of the boys has returned.
c) I have seen him yesterday.
Ans: I saw him yesterday.
d) He speaks English like English.
Ans: He speaks English like the English.
e) we are eating rice everyday.
Ans: we eat rice everyday.

৭। মুজিবনগর সরকার কবে গঠিত হয়?
উত্তর: ১৯৭১ সালের ১০ই এপ্রিল।
৮। মুক্তিযুদ্ধের সময় সারা দেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল?
উত্তর: ১১ টি।
৯। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম তারিখ কত?
উত্তর: শেখ মুজিবুর রহমানের জন্ম ১৯২০ সালের ১৭ই মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়।
১০। মাছ উৎপাদনে বাংলাদশ বিশ্বে কততম?
উত্তর: দ্বিতীয়। 
১১। বাগদা চিংড়ি কোন পানিতে চাষ হয়?
উত্তর: লোনা পানিতে।

১২। ২৫ মিটার কাপড় যে মূল্যে ক্রয় করে ২০ মিটার কাপড় সে মূল্যে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে?
সমাধান: মনেকরি, ক্রয়মূল্য ক টাকা
২৫ মিটার কাপড়ের ক্রয়মূল্য ক টাকা
১ মিটার কাপড়ের ক্রয়মূল্য ক/২৫ টাকা

আবার, ২০ মিটার কাপড়ের বিক্রয়মূল্য ক টাকা
১ মিটার কাপড়ের বিক্রয়মূল্য ক/২০ টাকা

লাভ হয় =বিক্রয়মূল – ক্রয়মূল্য = (ক/২০-ক/২৫) =(৫ক-৪ক)/১০০ =ক/১০০ টাকা
শতকরা লাভ ={(ক/১০০)/(ক/২৫)}×১০০ =২৫%

চাকুরি

Leave a Comment