hsc/এইচএসসি হিসাববিজ্ঞান ১ম পত্র সংক্ষিপ্ত সাজেশন, ফাইনাল সাজেশন এইচএসসি হিসাববিজ্ঞান ১ম পত্র, hsc physics 2nd paper suggestion 100% common guaranty, special short suggestion hsc suggestion physics 2nd paper
এইচএসসি হিসাববিজ্ঞান ১ম পত্র সাজেশন ২০২৫
উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) সুপার সাজেশন ২০২৫ বিজ্ঞান-মানবিক-বাণিজ্য বিভাগ এইচএসসি [ ২০২৫ এর সিলেবাস অনুযায়ী] হিসাববিজ্ঞান ১ম পত্র (Accounting 1st Paper) সুপার সাজেশন ২০২৫ subject code: 253 |
২০২৫ এর এইচএসসি ১০০% কমন সাজেশন |
হিসাববিজ্ঞান ১ম পত্র এইচএসসি সাজেশন, চূড়ান্ত সাজেশন এইচএসসি হিসাববিজ্ঞান ১ম পত্র, hsc হিসাববিজ্ঞান ১ম পত্র সাজেশন pdf, এইচএসসি ১০০% কমন হিসাববিজ্ঞান ১ম পত্র সাজেশন,
এইচএসসি পরীক্ষার সাজেশন ২০২৫ (PDF) লিংক
সর্বশেষ সংশোধিত ও সাজেশন টি আপডেটের করা হয়েছে ২০২৫
হিসাববিজ্ঞান ১ম পত্র এইচএসসি সাজেশন ২০২৫
Honors Suggestion Links | প্রশ্ন সমাধান সমূহ |
Degree Suggestion Links | BCS Exan Solution |
HSC Suggestion Links | 2016 – 2025 জব পরীক্ষার প্রশ্ন উত্তর |
SSC Suggestion Links | বিষয় ভিত্তিক জব পরিক্ষার সাজেশন |
হিসাববিজ্ঞান ১ম পত্র এইচএসসি সুপার সাজেশন pdf download ২০২৫
নগদ অর্থের স্বচ্ছতা নিশ্চিতকরণে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুতকরণঃ
সহায়ক তথ্যঃ
২০২১ সালের ৩০ জুন তারিখে সবুজ ট্রেডার্সের | নগদান বই এবং ব্যাংক বিবরণীর উদৃত্তের মধ্যে গরমিল পরিলক্ষিত হয়। নিম্নে এ সংক্রান্ত প্রয়ােজনীয় তথ্য উপস্থাপন করা হলাে:
১। নগদান বই অনুযায়ী ব্যাংক জমাতিরিক্তের পরিমান ৬০,০০০ টাকা।
২। ১৫,০০০ টাকা ও ২০,০০০ টাকার দুইটি ইস্যুকৃত চেকের মধ্যে ২য় চেকটি ৩০ জুনের | মধ্যে পরিশােধের জন্য ব্যাংকে উপস্থাপিত হয়নি।
৩। ১০,০০০ টাকা ও ৯,০০০ টাকার দুইটি চেক আদায়ের জন্য ব্যাংকে জমা দেয়া হয়েছিল। ৩০ জুনের মধ্যে ১ম চেকটি ব্যাংক কর্তৃক আদায় হয়নি।
৪। ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায় ৫,০০০ টাকা নগদান বইতে লেখা হয়নি।
৫। প্রদেয় হিসাবের ১০,০০০ টাকা ব্যাংক কর্তৃক পরিশােধিত হয়েছে। যা নগদান বইতে লেখা হয়নি।
৬। প্রাপ্য হিসাবের নিকট থেকে প্রাপ্ত ২,০০০ টাকার একখানি চেক নগদান বইতে ভুলে দুইবার ক্রেডিট করা হয়েছে অথচ ব্যাংক বিবরণীতে যথারীতি ক্রেডিট করা হয়েছে।
৭। ব্যাংক জমাতিরিক্তের সুদ ৫,০০০টাকা নগদান বইয়ে লেখা হয়নি।
নির্দেশনাঃ
- ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করার উদ্দেশ্য বর্ণনাকরণ।
- নগদান বই ও ব্যাংক বিবরণীর উদ্বৃত্তের গরমিলের কারণ চিহ্নিতকরণ।
- নগদান বইয়ে লেনদেন লিপিবদ্ধকরণ। *ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্ততকরণ।
উত্তরঃ লিংক
তিস্তা বিপনি বিতানের নির্দিষ্ট খতিয়ানের ৩১ মে, ২০২১ তারিখের উদ্বৃত্তসমূহ যথাক্রমে নগদ ৩২,০০০ টাকা, অফিস সরঞ্জাম ৩০,০০০ টাকা, প্রাপ্য হিসাব ২৫,০০০ টাকা, প্রদেয় হিসাব ১৮,০০০ টাকা।
জুন, ২০২১ইং মাসে সংঘটিত ঘটনাসমূহ নিম্নে উল্লেখ করা হলাে:
জুন-২: মালিক নগদ ১০,০০০ টাকা ও ৩০,০০০ টাকার অফিস সরঞ্জাম ব্যবসায় বিনিয়ােগ করলাে।
জুন-৫: ৪০,০০০ টাকার পণ্য বিক্রয় করা হলাে যার ৬০% নগদে।
জুন-৯: ভাড়া পরিশােধ ৮,০০০ টাকা।
জুন-১২: চলতি মাসের ৫ তারিখের ধারে বিক্রয়ের টাকা পাওয়া গেল এবং ৫০০ টাকা বাট্টা মঞ্জুর করা হলো।
জুন-১৭: মালিক ব্যক্তিগত সম্পদ ১,০০,০০০ টাকায় বিক্রয় করে নিজ ব্যবহারের জন্য ৫০,০০০ টাকা দিয়ে একটি ল্যাপটপ ক্রয় করলাে।
জুন-২০: ঘােষ এন্ড সন্সের নিকট থেকে পণ্য ক্রয় ৯,০০০ টাকা, যার ৫০% ধারে।
জুন-২৩: ঘােষ এন্ড সন্সকে তার পাওনা পরিশােধ করা হলাে এবং ২০০ টাকা বাট্টা পাওয়া গেল।
জুন-২৬: ৩০,০০০ টাকার পণ্য নগদে বিক্রয় করা হলাে।
জুন-৩০: ম্যানেজারের বেতন প্রদান করা হলাে ১০,০০০ টাকা।
শিখনফল বিষয়বস্তু:
১. দু’তরফা দাখিলা পদ্ধতি ব্যাখ্যা করতে পারবে;
২. ডেবিট-ক্রেডিট নির্ণয় করতে পারবে;
৩. হিসাব চক্রের ধাপ সমূহের গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে;
৪. হিসাবের প্রাথমিক বইসমূহের প্রকারভেদ বর্ণনা করতে পারবে হিসাববের পাকা বই খতিয়ান প্রস্তুত করতে পারবে;
৫. খতিয়ানের জের নির্ণয় করতে পারবে;
৬. নগদান বই, নগদ প্রাপ্তি জাবেদা ও নগদ প্রদান জাবেদা প্রস্তুত করতে পারবে;
নির্দেশনা (সংকেত/ধাপ/পরিধি):
১. হিসাবচক্রের ধাপ অনুসরণ করতে হবে।
২. ঘটনা হতে লেনদেন শনাক্ত করতে হবে।
৩. হিসাব সমীকরণে লেনদেনের প্রভাব বর্ণনা করতে হবে।
৪. খতিয়ান পােস্টিং ও জের নির্ণয় করতে হবে।
৫. নগদান বই প্রস্তুত করতে হবে।
উত্তরঃ লিংক
প্রিমিয়াম জেনারেল স্টোর এর হিসাবের বই থেকে ৩১ ডিসেম্বর, ২০২০ তারিখে নিম্নে উল্লিখিত খতিয়ানের জের সংগ্রহ করা হয়:
- মূলধন ৩০,০০০ টাকা; বিক্রয় খতিয়ানের জের ২০,০০০ টাকা।
- নগদ তহবিল (১-১-২০২০) ১০,০০০ টাকা।
- ভাড়া খরচ ১৭,০০০ টাকা;
- ব্যাংক জমা (৩১-১২-২০২০) ৮,০০০ টাকা, নগদ তহবিল (৩১-১২-২০২০) ১২,০০০ টাকা।
- কমিশন আয় ২০,০০০ টাকা।
- ক্রয় খতিয়ানের জের ১৬,০০০ টাকা; যন্ত্রপাতি ২৪,০০০ টাকা।
- প্রারম্ভিক মজুদ পণ্য ৮,০০০ টাকা; সাধারণ সঞ্চিতি ২২,০০০ টাকা।
- ক্রয় ৩৭০০০ টাকা; বিক্রয় ৫৭,০০০ টাকা।
- নমুনা পণ্য বিতরণ ১২,০০০ টাকা।
- সমাপনী মজুদ পণ্য ৪,০০০ টাকা।
- ব্যাংক জমাতিরিক্তি {১-১-২০২০) ৬,০০০ টাকা; উত্তোলন ৭,০০০ টাকা।
pdf download হিসাববিজ্ঞান ১ম পত্র এইচএসসি সুপার সাজেশন ২০২৫
১ ডিসেম্বর, ২০২০ তারিখে রেওয়ামিল প্রস্তুতের পর নিম্নের ভুলগুলাে উদঘাটিত হয়:
- ১) বিক্রয় হিসাবে ৪,৫০০ টাকা কম লেখা হয়েছে।
- ২} ক্যাশ বাক্স থেকে ১০,০০০ টাকা হারিয়ে যায়, যা হিসাবভূক্ত হয়নি।
- ৩) পণ্য ক্রয় ৭০০০ টাকা, ক্রয় হিসাবে ২,০০০ টাকা ডেবিট করা হয়েছে।
- ৪) ৯,০০০ টাকা মূল্যের যন্ত্রপাতি ক্রয়, ক্রয় হিসাবে হিসাবভূক্ত হয়েছে।
- ৫) ভাড়া ২,০০০ টাকা প্রদান করে, ভাড়া হিসাবে ক্রেডিট করা হয়েছে।
- ৬) মালিক কর্তৃক পণ্য উত্তোলন ৫০০ টাকা ভুলবশত উত্তোলন হিসাবে ৫,০০০ টাকা ডেবিট করা হয়েছে।
নির্দেশনা (সংকেত/ধাপ/পরিধি):
- ১. বিভিন্ন প্রকার ভুল সম্পর্কিত ধারণা অর্জন।
- ২. রেওয়ামিল প্রস্তুতকরণ
- ৩. অনিশ্চিত হিসাব সম্পর্কিত বাস্তব ধারণা অর্জন।
- ৪. রেওয়ামিল মিলে যাওয়া সত্বেও যে সকল ভুল ধরা পড়ে না সে সম্পর্কিত বাস্তব ধারণা অর্জন।
- ৫. সংশোধনী দাখিলা প্রস্তুতকরণ।
- ৬. সংশােধিত রেওয়ামিল প্রস্তুতকরণ।
উত্তরঃ লিংক
গৌতম এন্টারপ্রাইজ এর ৩১ জানুয়ারি ২০২১ সালের হিসাব উদ্বৃত্তগুলাে নিম্নরূপ ছিল ।
নগদ ৮০,০০০ টাকা, অফিস সরঞ্জাম ৩০,০০০ টাকা, দেনাদার ৪০,০০০ টাকা ও পাওনাদার ৪৫,০০০ টাকা । ফেব্রুয়ারি মাসে তার ব্যবসায়ে সংঘটিত ঘটনাগুলাে নিম্নরূপ:
২০২১
ফেব্রু ১: দক্ষ ম্যানেজার ২০,০০০ টাকা বেতনে যােগদান করেন।
ফেব্রু ৫: ১৩% প্রদেয় নােটে স্বীকৃতিদানের মাধ্যমে ব্যাংক থেকে ঋণ গ্রহণ ৫০,০০০ টাকা।
ফেব্রু ৬: তিন মাসের শাে-রুম ভাড়া অগ্রিম প্রদান করা হলাে ১৫,০০০ টাকা ।
ফেব্রু ১২: ইনস্যুরেন্স প্রিমিয়াম পরিশােধ করা হলাে ১,২০০ টাকা।
ফেব্রু ১৪: ১,০০,০০০টাকার অফিস সরঞ্জাম ক্রয়ের জন্য চুক্তি স্বাক্ষর করলেন।
ফেব্রু ১৬: ৩% কারবারি বাট্টায় পণ্য বিক্রয় করা হলাে ১,২০,০০০ টাকা (নগদে ৬০%,ধারে ৪০%)।
ফেব্রু ১৮: মালিক কর্তৃক নগদ উত্তোলন করা হলো ৩০,০০০ টাকা।
ফেব্রু ২০; একজন দেনাদারের নিকট থেকে ৩০,০০০ টাকা পাওয়া গেল।
ফেব্রু ২২: প্রাপ্য বিলের মাধ্যমে পণ্য বিক্রয় করা হলাে ৫,০০০ টাকা।
ফেব্রু ২৫: মালিকের বড় মেয়ের জীবন বিমার প্রিমিয়াম বাবদ পরিশােধ করা হলাে ১০,০০০ টাকা।
ফেব্রু ২৮: অগ্রিম প্রদত্ত ভাড়ার ০১ মাস অতিক্রান্ত হয়েছে।
প্রশ্ন:
ক. ৫, ৬, ১৬, ২৮ তারিখের লেনদেনগুলাে হিসাব সমীকরণে প্রভাব দেখাও।
খ. ১২, ১৮, ২২, ২৫ তারিখের লেনদেনগুলাে গৌতম এন্টারপ্রাইজ এর হিসাব বইতে লিপিবদ্ধ করাে। (ব্যাখ্যা ব্যতীত)
গ. সংশ্লিষ্ট খতিয়ান হিসাব প্রস্তুত করাে।
ঘ. হিসাবচক্র (চিত্রসহ)।
উত্তরঃ লিংক
নগদান বই ও ব্যাংক বিবরণীর উদ্বৃত্ত গরমিলের কারণ অনুসন্ধান করে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুতকরণ:
২০২১ সালের ৩১ মে তারিখে সাগর অ্যান্ড কোং এর নগদান বই মােতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত ৪৮,৬০০ টাকা। গরমিলের কারণসমূহ নিম্নরূপঃ
১। চেক ইস্যু করা হয়েছে কিন্তু ব্যাংক কর্তৃক ডেবিট হয়নি ৪,৫০০ টাকা।
২। আদায়ের জন্য ৮,৫০০ টাকার চেক ব্যাংকে জমা দেওয়া হয়েছে কিন্তু ব্যাংক বিবরণীতে এখনাে লেখা হয়নি।
৩। অন্য একজন গ্রাহক কর্তৃক ইস্যুকৃত ১০,৫০০ টাকার একটি চেক ব্যাংক ভুলবশত অত্র হিসাবে ডেবিট করেছে।
৪। ব্যাংক লভ্যাংশ বাবদ আদায় করেছে ১০,০০০ টাকা।
৫। ব্যাংক সার্ভিস চার্জ বাবদ ১,৫০০ টাকা ডেবিট করেছে।
৬। একজন পাওনাদারকে ১২,০০০ টাকার একটি চেক ইস্যু করে ভুলে নগদান বইতে ১,২০০ টাকা লেখা হয়েছে।
৭। আদায়ের জন্য ব্যাংকে প্রেরিত প্রাপ্য বিল বাবদ ব্যাংক ৫১,০০০ টাকা আদায় করেছে যা নগদানভুক্ত হয়নি; উক্ত বিলের লিখিত মূল্য ছিল ৫০,০০০ টাকা।
ক) উল্লেখিত লেনদেন থেকে গরমিলের কারণ –
খ) উপযুক্ত তথ্যের আলােকে প্রচলিত পদ্ধতিতে একটি ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করাে।
গ) উপযুক্ত তথ্যের আলােকে সংশােধিত জের পদ্ধতিতে একটি ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করাে।
শিখনফল/বিষয়বস্তু:
১. নগদান বই ও ব্যাংক হিসাবের উদ্বৃত্তের পার্থক্যের কারণ উদঘাটন করতে পারবে।
২. ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করতে পারবে। ৩. নগদ অর্থের স্বচ্ছতা নিশ্চিত করতে পারবে।
নির্দেশনা। (সংকেত/ধাপ/ পরিধি):
ক) ব্যাংক বিবরণী মােতাবেক ব্যাংক ডেবিট অর্থ ব্যাংক জমা হ্রাস।
খ) প্রচলিত ছক অনুযায়ী করতে হবে।
গ) খ এর ফলাফলের ভিত্তিতে করতে হবে।
উত্তরঃ লিংক
[ বি:দ্র: উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
২০২৫ হিসাববিজ্ঞান ১ম পত্র এইচএসসি সাজেশন পিডিএফ ডাউনলোড
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, রাজশাহী, যশোর, বরিশাল,সিলেট দিনাজপুর,বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড,মাদ্রাসা শিক্ষা বোর্ড, এর কমন সাজেশন ২০২৫
HSC /Alim Common Suggestion 2025
আজকের সাজেশস: ২০২৫ এইচএসসি হিসাববিজ্ঞান ১ম পত্র পরীক্ষার সাজেশন, ২০২৫ এইচএসসি বর্ষ হিসাববিজ্ঞান ১ম পত্র সাজেশন,
এইচএসসি হিসাববিজ্ঞান ১ম পত্র স্পেশাল সাজেশন ২০২৫, hsc Accounting 1st Paper suggestion 2025
প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে ইমেল : info@banglanewsexpress.com
আমরা আছি নিচের সামাজিক মাধ্যম গুলোতে ও