সমাজবিজ্ঞান-১ম পত্র
অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলী
১. সমাজ বিজ্ঞানের জনক কে?
উত্তর : সমাজ বিদ্যার জনক অগাস্ট কোঁৎ।
২. Sociology শব্দটি কে প্রথম ব্যবহার করেন?
উত্তর : Sociology শব্দটি সর্বপ্রথম অগাস্ট কোঁৎ ব্যবহার করেন।
৩. কত সালে অগাস্ট কোঁৎ সোশিয়লজি শব্দটির স্মরণ করেন?
উত্তর : ১৮৩৯ সালে অগাস্ট কোঁৎ সোসিওলজি শব্দটি চয়ন করেন।
৪. Sociology শব্দটি কোন দুটি শব্দের সমাহার ও কোন দেশীয় শব্দ?
উত্তর : socius ও logos শব্দের সমাহার। ল্যাটিন ও গ্রীক দেশিও শব্দ।
৫. socius শব্দটি কোন ভাষার শব্দ?
উত্তর : ল্যাটিন শব্দ যার অর্থ সমাজ।
৬. সমাজবিজ্ঞান কত সালে প্রতিষ্ঠিত হয় ?
উত্তর : একটি স্বতন্ত্র বিষয় হিসেবে সমাজবিজ্ঞান ১৮৩৯ সালে প্রতিষ্ঠিত হয়।
৭. ক্রিয়া বাদের জনক বলা হয় কাকে?
উত্তর : বিখ্যাত দার্শনিক ডেকার্টকে কি আমাদের ক্রিয়া বাদের জনক বলা হয়।
৮. দুজনে ক্রিয়াবাদী সমাজ বিজ্ঞানীর নাম লিখ ?
উত্তর : দুজন ক্রিয়াবাদী সমাজ বিজ্ঞানীর নাম হল মেলিনষ্কি এবং রেডক্লিফ ব্রাউন
৯. ‘সমাজবিজ্ঞান হচ্ছে প্রতিষ্ঠানের বিজ্ঞান’ উক্তিটি কে প্রদান করেছেন?
উত্তর : সমাজ বিজ্ঞানী এমিল ডুর্খেইম।
১.০. অগাস্ট কোঁৎ সমাজবিজ্ঞান কে কোন দুটি ভাগে বিভক্ত করেন?
উত্তর : অগাস্ট কোঁৎ সমাজ বিজ্ঞানকে social staties এবং social dynamics এ দু’ভাগে বিভক্ত করেন ।
১১. দৃষ্টবাদের প্রবক্তা কে?
উত্তর : অগাস্ট কোঁৎ |
১২. সমাজবিজ্ঞান একমাত্র বিজ্ঞান যা সমাজ ও সামাজিক সম্পর্ক নিয়ে আলোচনা করে উক্তিটি কার ?
উত্তর : উক্তিটি ম্যাকাইভার ও পেজের।
১৩. সমাজবিজ্ঞান বিকাশে কোন দুইটি বিপব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে?
উত্তর : ফরাসি বিপ্লব ও শিল্প বিপ্লব।
১৪. সামাজিক বিবর্তন তত্ত্ব কে দিয়েছেন?
উত্তর : সমাজবিজ্ঞানী হারবার্ট স্পেনসার ।
১৫. যান্ত্রিক সংহতি কি?
উত্তর : ডুর্খেইম যান্ত্রিক সংহতি বলতে এমন সংহতি কি বুঝিয়েছেন যেখানে সভ্যদের মধ্যে অন্যান্য সাদৃশ্য বিদ্যমান ।
১৬. ডুর্খেইম আত্মহত্যা কে কয় ভাগে ভাগ করেছেন?
উত্তর : তিন ভাগে ভাগ করেছেন যথা 1 আত্মকেন্দ্রিক আত্মহত্যা 2 কোন অর্থমূলক আত্মহত্যা 3 নৈরাজ্যজনক আত্মহত্যা।
১৭. দুজন জার্মান সমাজ বিজ্ঞানীর নাম লেখ?
উত্তর : কাল মার্কস ও ম্যাক্স ওয়েবার ।
১৮. das capital গ্রন্থটি কার?
উত্তর : কাল মার্কস এর।
১৯. the social ordar গ্রন্থটি কার?
উত্তর :আর বেস্ট ট্রিড।
২০. বিজ্ঞান কি ?
উত্তর : যুক্তিনির্ভর পদ্ধতি অনুসরণ করে পর্যবেক্ষণ পরীক্ষণ ডিউটিতে অর্জিত সুসংহত জ্ঞান-বিজ্ঞান এক কথায় প্রমাণ সমর্থিত জ্ঞান কে বিজ্ঞান বলে ।
২১. সামগ্রিকভাবে বিজ্ঞান বলতে কি বুঝায়?
উত্তর : সামগ্রিকভাবে বিজ্ঞান বলতে একটি বিমূর্ত ধারণা বোঝায়।
২২. বৈজ্ঞানিক পদ্ধতি কি?
উত্তর : যৌক্তিক পদ্ধতি ও সামাজিক ও প্রাকৃতিক বিষয়ে বলে বর্ণনা ব্যাখ্যা ও বিশ্লেষণ এর মাধ্যমে গবেষক বিজ্ঞানী কোন সাধারন তত্ত প্রতিষ্ঠিত করেন তাকে সাধারণভাবে বৈজ্ঞানিক পদ্ধতি বলে।
২৩. বৈজ্ঞানিক পদ্ধতির প্রথম ধাপ কোনটি?
উত্তর : সমস্যা নির্বাচন ও চিহ্নিত করন।
২৪. নমুনায়ন কত প্রকার?
উত্তর : নমুনায়ন দুই প্রকার।
২৫. সমগ্রক কি?
উত্তর : অভিন্ন গুণ-বৈশিষ্ট্য অধিকার জনগোষ্ঠীর বিষয়বস্তু বা ঘটনাকে সমগ্রক বলে।
২৬. সমাজতাত্ত্বিক গবেষণার প্রথম পর্যায় কোনটি?
উত্তর : গবেষণা সমস্যা নির্বাচন করা।
২৭. সংস্কৃতি সংজ্ঞা দাও?
উত্তর : সমাজের সদস্য হিসেবে অর্জিত আচার-আচরণ রীতি নীতি আদর্শ মূল্যবোধ ইত্যাদির সমষ্টিকে সংস্কৃত বলে ।
২৮. সাংস্কৃতিক ব্যবধান তত্ত্বটি প্রবক্তা কে?
উত্তর : সাংস্কৃতিক ব্যবধান তত্ত্বের প্রবক্তা হলেন সমাজবিজ্ঞানী অগবার্ন এবং নিমকফ w.f.ogburn and nimkoff।
২৯. সংস্কৃতির উপাদান সমূহ কি?
উত্তর : সংস্কৃতির উপাদান সমূহ হচ্ছে ১. ভাষা ২. কথা বিহীন যোগাযো ৩. আদর্শ বা শ্রেয়োবোধ. ৪. নৈতিক অনুমোদন ও ৫. মূল্যবোধ।
৩০. আমরা যা তা সংস্কৃতি সংজ্ঞাটি কে দিয়েছেন?
উত্তর : ম্যাকাইভার।
ডিগ্রি ১ম বর্ষ সমাজবিজ্ঞান সাজেশন্স ২০১৯
৩১. কালচার শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন ?
উত্তর : কালচার শব্দটির ষোল শতকের শেষার্ধে ফ্রান্সিস বেকন প্রথম ব্যবহার করেন।
৩২. আদর্শ norms কি??
উত্তর : আদর্শ বা norms হচ্ছে গোষ্ঠীর বা সমাজের আচরণের মানদন্ড।
৩৩. মর্যাদা কি?
উত্তর : সমাজের সদস্যদের দ্বারা সমষ্টিগত হবে সমর্থিত একটি মাপকাঠির যার সাহায্যে সমাজের সদস্যরা নিজেদের আবেগ আচার ব্যবহারের যত যোগ্যতার মূল্যায়ন করে তাকে সামাজিক দৃষ্টিতে মর্যাদা বলে।
৩৪. লোকাচার কি?
উত্তর : প্রচলিত আচার-আচরণকে লোকাচার বলে।
৩৫. সামাজিক মূল্যবোধ কি?
উত্তর : সমাজ রাষ্ট্র ব্যক্তিবর্গের সত্য মিথ্যা নয় অন্যায় উচিত-অনুচিত কাঙ্ক্ষিত অনাকাঙ্খিত ইত্যাদি বিষয় সম্পর্কে ধারণা আদর্শ রূপ হচ্ছে মূল্যবোধ।
৩৬. নৈতিক অনুমোদন কি?
উত্তর : নৈতিক অনুমোদন হচ্ছে সামাজিক আদর্শের সাথে সম্পৃক্ত মানুষের আচরণ নিয়ন্ত্রণ ও পুরস্কার ব্যবস্থা।
৩৭. সভ্যতার ইংরেজি প্রতিটি সিভিলাইজেশন শব্দটি উৎপত্তি কোন শব্দ হতে?
উত্তর : সিভিলাইজেশন শব্দটি উৎপত্তি ল্যাটিন শব্দ Civilis থেকে।
৩৮. উপ সংস্কৃতির প্রধান উপাদান সমূহ কি?
উত্তর : বৃহত্তর সমাজ ব্যবস্থার মধ্যে প্রাধান্য সংস্কৃতির উপাদান সমূহ যেমন অবশ্য পালনীয় রীতিনীতি প্রথা বিশ্বাস আদর্শ মূল্যবোধ ইত্যাদি ক্ষেত্রে ভিন্নতা এই ভিন্নতা সংস্কৃতির অংশকে বলা হয় উপসংস্কৃতি।
৩৯. উপ সংস্কৃতির প্রধান উপাদান সমূহ কি?
উত্তর : ভাষা ভাবনা আহার বিহার পোশাক পরিচ্ছদ ।
৪০. পাল্টা সংস্কৃতি কি?
উত্তর : সংস্কৃতি যখন সংস্কৃতির বিরোধিতা করে তার প্রধান মূল্যবোধ এর নীতিমালা কে বাতিল করে তার বিপরীত মূল্যবোধ ও জীবনাচরণকে গ্রহণ করে তখন তাকে পাল্টা সংস্কৃতি বলে।
৪১. সংস্কৃতির ভিন্নতা কি?
উত্তর : স্থান কাল জাতভেদে মানুষের জীবন যাত্রার ভিন্নতায় হতে সংস্কৃতির ভিন্নতা।
৪২. বিপরীত সংস্কৃতি কি?
উত্তর : অপসংস্কৃতি যদি ভুল সংস্কৃতির বিরুদ্ধাচারণ করে তার প্রধান মূল্যবোধ তোমাকে বাতিল করে তার বিপরীত মূল্যবোধ ও জীবনাচরণ গ্রহণ করে তখন তাকে বিপরিত পাল্টা সংস্কৃতি বলে।
৪৩. বস্তুগত সংস্কৃতি কি?
উত্তর : মানুষের অর্জিত কিংবা তৈরিকৃত দ্রব্যের সমষ্টি হল বস্তুগত সংস্কৃতি।
সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্র
সামাজিক ইতিহাস ও নৃবিজ্ঞান
অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলী
১. সামাজিক ইতিহাস কি বা কাকে বলে?
উত্তর : সামাজিক ইতিহাস হল সমাজস্থ মানুষের আর্থসামাজিক, ধর্মীয়, রাজনৈতিক কার্যকলাপ, পরিবর্তনশীল সমাজ কাঠামো এবং বিশ্বাস ও মূল্যবোধের যুক্তি-প্রমাণ নির্ভর বিজ্ঞানভিত্তিক অধ্যায়ন।
২. সামাজিক ইতিহাস সম্পর্কে ভিকো এর সংজ্ঞাটি কি?
উত্তর : সামাজিক ইতিহাস হচ্ছে সমাজের বিভিন্ন ঘটনা যেমন প্রথা, আচার, জীবনযাপন প্রণালী, অনুষ্ঠান, প্রতিষ্ঠান ইত্যাদি সমন্বয়ে গঠিত ইতিহাস।
৩. প্রশ্ন : political economy বইটি কার লেখা?
উত্তর : political economy বইটি লিখেন কার্ল মার্কস (karl Marx).
৪. আকবর নামা ও আইন-ই-আকবরী গ্রন্থের রচয়িতা কে?
উত্তর : আবুল ফজল।
৫. ‘কিতাবুল হিন্দ’ গ্রন্থের রচয়িতা কে?
উত্তর : আল বিরুনী।
৬. প্রশ্ন: ancient society গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর : এল এইচ মরগান।
৭. culture বা সংস্কৃতি কি?
উত্তর : Culture অর্থ – কর্ষণ বা চাষ. ইহা একটি জনগোষ্ঠীর সামগ্রিক জীবনের রূপরেখা।
৮. প্রস্তর যুগ কি?
উত্তর : সমাজ বিবর্তনের যে যুগে মানুষ পাথরের হাতিয়ারের মাধ্যমে আত্মরক্ষা করতো তাকে বলা হয় প্রস্তর যুগ।
৯. কোন যুগকে feudalism এর যুগ বলা হয়?
উত্তর : ইউরোপের ইতিহাসে মধ্যযুগ কে feudalism এর যুগ বলা হয়।
১০. revolution of Neolithic age এর প্রবক্তা কে?
উত্তর : ভি গর্ডন চাইল্ড।
১১. কখন তামার আবিষ্কার হয়?
উত্তর : নব্য প্রস্তর যুগের শেষের দিকে।
১২. কৃষি কাজের আবিষ্কারক কারা?
উত্তর : কৃষিকাজের আবিষ্কারক হলো নারীরা।
১৩. neolithic শব্দটির উৎপত্তি কোন শব্দ হতে?
উত্তর : neolithic শব্দটি এসেছে গ্রিক শব্দ Neo যার অর্থ নব বা নতুন এবং Lithas যার অর্থ পাথর এর সমন্বয়ে।
১৪. civitas অর্থ কি?
উত্তর : civitas অর্থ হলো নগর বা নাগরিক।
১৫. ভারতীয় উপমহাদেশের দুইটি প্রাচীন সভ্যতা কি কি?
উত্তর : হরপ্পা ও মহেঞ্জোদারো।
১৬. a study of history গ্রন্থের লেখক কে?
উত্তর : a study of history গ্রন্থের লেখক আর্নল্ড টয়েনবি।
১৭. মিশরীয়দের প্রধান ভাষার নাম কি?
উত্তর : মিশরীয়দের প্রধান ভাষার নাম আরবি ভাষা, যার লিখন পদ্ধতি হলো হায়ারোগ্লিফিক।
১৮. heliopolis কি?
উত্তর : heliopolis হল সংযুক্ত মিশরের রাজধানী।
১৯. মিশরে এখন পর্যন্ত কতটি পিরামিড টিকে আছে?
উত্তর : মিশরে এখন পর্যন্ত 70 টি পিরামিড আছে।
২০. পিরামিড শব্দের অর্থ কি?
উত্তর : গ্রীক ভাষায় পিরামিড শব্দের অর্থ হলো খুব উচ্চ।
২১. প্রশ্ : ব্যাবিলন শব্দের অর্থ কি?
উত্তর : ব্যাবিলন শব্দের অর্থ দেবতার নগর।
২২. ব্যাবিলনীয়দের প্রধান দেবতার নাম কি ছিল?
উত্তর : মারডক।
২৩. হোয়া অর্থ কি?
উত্তর : হোয়া অর্থ ফুল।
২৪. চীনের সর্বশ্রেষ্ঠ দার্শনিক কে?
উত্তর : চীনের সর্বশ্রেষ্ঠ দার্শনিক হলেন কনফুসিয়াস।
২৫. হোমার কে ছিলেন?
উত্তর : গ্রিক মহাকবি ও সাহিত্যিক।
২৬. রোমান আইন কি নামে পরিচিত ছিল?
উত্তর : রোমান আইন নাগরিকদের জনগণদের আইন নামে পরিচিত.
২৭. এপিটাফ কি?
উত্তর : এপিটাফ হলো – জীবনধারার সাক্ষী, সমাজ চিত্রের দর্শন।
২৮. manorial system বলতে কি বুঝ?
উত্তর : manor হচ্ছে সামন্ত যুগের কৃষিভিত্তিক সমাজের একটি অর্থনৈতিক সংগঠন।
২৯. ম্যানর প্রথা কি বা ম্যানর বলতে কী বোঝো?
উত্তর : ম্যানর মূলত একটি অর্থনৈতিক একক।
৩০. রেনেসাঁ কি?
উত্তর : চতুর্দশ শতাব্দীতে ইউরোপের শিল্প ও সংস্কৃতি জগতে যে পুনর্জাগরণ শুরু হয় তাই ইতিহাসে রেনেসাঁ নামে পরিচিত।
ডিগ্রি ১ম বর্ষ সমাজবিজ্ঞান সাজেশন্স
৩১. রেনেসাঁ শব্দের অর্থ কি?
উত্তর : রেনেসাঁ শব্দের অর্থ পুনর্জাগরণ।
৩২. পুঁজিবাদ কি?
উত্তর : পুঁজিবাদ হলো এমন একটি উৎপাদন ব্যবস্থা যেখানে উৎপাদন ব্যবস্থা ব্যক্তিগত মালিকানার উপর ভিত্তি করে গড়ে ওঠে।
৩৩. নৃবিজ্ঞান কাকে বলে?
উত্তর : যে বিজ্ঞান মানুষের দৈহিক ও সাংস্কৃতিক বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করে তাকে নিয়ে বিজ্ঞান বলে।
৩৪. নৃবিজ্ঞানের জনক বলা হয় কাকে?
উত্তর : E.B. Tylor কে সামাজিক নিম বিজ্ঞানের জনক বলা হয়।
L.H. Morgan কে আধুনিক নৃবিজ্ঞানের জনক বলা হয়।
৩৫. গোত্র কি?
উত্তর : রক্ত সম্পর্কের ভিত্তিতে গঠিত আদিম মাতৃসূত্রীয় সংগঠনের নাম গোত্র বা কৌম।
৩৬. পরিবার কি?
উত্তর : পরিবার হল একত্রে বসবাস কারী ব্যক্তি সমষ্টি যারা বিবাহ সূত্রে, আত্মীয়তার সূত্রে, পিতা-মাতা সূত্রে আবদ্ধ একটি সামাজিক গোষ্ঠী। এটা হল ঘনিষ্ঠ সম্পর্কে আবদ্ধ ক্ষুদ্র গোষ্ঠী।
৩৭. বিবাহ কি?
উত্তর : বিবাহ হচ্ছে সন্তান উৎপাদন ও প্রতি পালনের নিমিত্তে একটি চুক্তি।
৩৮. কে সর্বপ্রথম কুলারিং ধারণাটি আলোচনা করেন?
উত্তর : ব্রিটিশ বিজ্ঞানী ম্যালিনোস্কি।
৩৯. সম্পত্তি কাকে বলে?
উত্তর : কোন কিছুর মালিকানা বা এর নিরঙ্কুশ অধিকারকেই সম্পত্তি বলে।
৪০. কারা সর্বপ্রথম লিখিত আইন প্রণয়ন করেন?
উত্তর : ব্যাবিলনীয় সভ্যতায় রাজা হাম্বুরাবি সর্ব প্রথম লিখিত আইন প্রণয়ন করেন।
৪১. ধর্ম কি?
উত্তর : ধর্ম হচ্ছে মানুষের চেয়ে উচ্চতর এমন শক্তির সন্তুষ্টিবিধানের প্রচেষ্টা যা মানব জীবন ও প্রকৃতি ধারাকে নিয়ন্ত্রণ ও পরিচালনা করে।
৪২. ব্যান্ড কি?
উত্তর : ক্ষুদ্র ও অস্থায়ী মানব সংগঠন কে ব্যান্ড বলে।
৪৩. মহাপ্রানবাদ কি?
উত্তর : মহাপ্রানবাদ ধর্মবিশ্বাস সংক্রান্ত একটি মতবাদ।
৪৪. ট্যাবু কি?
উত্তর : ধর্মের আধ্যাত্মিক ও অতি প্রাকৃতিক বস্তু প্রভৃতিতে বিশ্বাস স্থাপন করা. এরূপ অসাধারণ কিছু বিশ্বাস করা হয়. এসব অসাধারণ কিছু বস্তুর প্রতি বিশ্বাস স্থাপন ও ট্যাবু।
৪৫. মমি কি?
উত্তর : প্রাচীন মিশরীয়রা মৃতদেহ কে সংরক্ষণের জন্য মমিতে পরিণত করত।
৪৬. ট্যাবু শব্দটির অর্থ কি?
উত্তর : নিষিদ্ধ।
৪৭. টোটেম কি?
উত্তর : টোটেম ঈশ্বরের প্রতীক।
৪৮. রূপকথা কি?
উত্তর : রূপকথা হল কাল্পনিক কাহিনী অর্থাৎ লোকসংস্কৃতি একটি বিশেষ রূপ।
৪৯. এথনিক গ্রপ কি?
উত্তর : এথনিক গ্রুপ হচ্ছে এমন একটি জনগোষ্ঠী যার সদস্যরা পরস্পর কোন সংস্কৃতি ও ঐতিহ্যের কারণে পরিচিত।
৫০. বাংলাদেশের চারটি উপজাতির নাম লিখ?
উত্তর : সাঁওতাল, চাকমা, গারো ও ত্রিপুরা।
৫১. চাকমা সমাজের প্রধান কে?
উত্তর : চাকমা সমাজের প্রধান চাকমা রাজা।
আরো পড়ুন
১ম থেকে ৪৩তম বিসিএস প্রশ্ন ও সমাধান লিংক
Professor Primary Assistant Teacher book লিংক
নিয়োগ পরীক্ষার নৈবিত্তিক ও লিখিত প্রশ্ন সমাধান লিংক
ইংরেজি
ইংরেজি ব্যাকরণ
প্রশ্ন | পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর | প্রশ্ন | পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর |
Parts of Speech | প্রশ্ন ও উত্তর লিংক | Abbreviations or Elaboration Terms | প্রশ্ন ও উত্তর লিংক |
Article | প্রশ্ন ও উত্তর লিংক | One word Substitutions | প্রশ্ন ও উত্তর লিংক |
Appropriate Preposition | প্রশ্ন ও উত্তর লিংক | English literature | প্রশ্ন ও উত্তর লিংক |
Preposition | প্রশ্ন ও উত্তর লিংক | Sentence Correction | প্রশ্ন ও উত্তর লিংক |
Right forms of verb | প্রশ্ন ও উত্তর লিংক | Translation /Vocabulary | প্রশ্ন ও উত্তর লিংক |
Voice | প্রশ্ন ও উত্তর লিংক | Spelling | প্রশ্ন ও উত্তর লিংক |
Narration | প্রশ্ন ও উত্তর লিংক | Synonym-Antonym | প্রশ্ন ও উত্তর লিংক |
Phrase and Idioms | প্রশ্ন ও উত্তর লিংক | Word Meaning | প্রশ্ন ও উত্তর লিংক |
prefix and suffix | প্রশ্ন ও উত্তর লিংক | প্রায় ৩০০টি প্রশ্ন উত্তরসহ | প্রশ্ন ও উত্তর লিংক |
নিয়োগ পরীক্ষার নৈবিত্তিক ও লিখিত প্রশ্ন সমাধান লিংক
বাংলা
বাংলা ব্যাকরণ
প্রশ্ন | পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর | প্রশ্ন | পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর |
সন্ধি | প্রশ্ন ও উত্তর লিংক | শেখ হাসিনা | প্রশ্ন ও উত্তর লিংক |
বিপরীত শব্দ | প্রশ্ন ও উত্তর লিংক | বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান | প্রশ্ন ও উত্তর লিংক |
সমার্থক শব্দ | প্রশ্ন ও উত্তর লিংক | জাতীর ৪ নেতা | প্রশ্ন ও উত্তর লিংক |
শুদ্ধ বানান | প্রশ্ন ও উত্তর লিংক | বিভিন্ন চুক্তি বাংলাদেশের সাথে ভারতের সীমান্ত | প্রশ্ন ও উত্তর লিংক |
এককথায় প্রকাশ | প্রশ্ন ও উত্তর লিংক | মুক্তিযুদ্ধ সেক্টর | প্রশ্ন ও উত্তর লিংক |
তৎসম অর্ধতৎসম তদ্ভব বিদেশী ও দেশি শব্দ | প্রশ্ন ও উত্তর লিংক | রােহিঙ্গা সমস্যা | প্রশ্ন ও উত্তর লিংক |
উপসর্গ | প্রশ্ন ও উত্তর লিংক | বাংলাদেশের জনপদ | প্রশ্ন ও উত্তর লিংক |
সমাস | প্রশ্ন ও উত্তর লিংক | সংবিধান | প্রশ্ন ও উত্তর লিংক |
বাগধারা, প্রবাদ ও প্রবচন | প্রশ্ন ও উত্তর লিংক | মুক্তিযুদ্ধ | প্রশ্ন ও উত্তর লিংক |
কারক-বিভক্তি | প্রশ্ন ও উত্তর লিংক | বাংলাদেশের ভৌগলিক | প্রশ্ন ও উত্তর লিংক |
যুক্ত বর্ণের | প্রশ্ন ও উত্তর লিংক | কবি সাহিত্যিকের রচনা বা জন্ম মৃত্যু | প্রশ্ন ও উত্তর লিংক |
ধ্বনি, বর্ণ | প্রশ্ন ও উত্তর লিংক | উপন্যাস/রচনাসমগ্র | প্রশ্ন ও উত্তর লিংক |
বাক্য (সরল, জটিল, যৌগিক) | প্রশ্ন ও উত্তর লিংক | ভাষা আন্দোল | প্রশ্ন ও উত্তর লিংক |
পদ নির্ণয় | প্রশ্ন ও উত্তর লিংক | বিখ্যাত স্থান | প্রশ্ন ও উত্তর লিংক |
দ্বিরুক্ত শব্দ/ দ্বন্দ্ব | প্রশ্ন ও উত্তর লিংক | স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস | প্রশ্ন ও উত্তর লিংক |
বাংলাদেশের চলচ্চিত্র | প্রশ্ন ও উত্তর লিংক | বাংলাদেশের কৃষ্টি ও সংস্কৃতি প্রত্নতাত্ত্বিক নিদর্শন | প্রশ্ন ও উত্তর লিংক |
নিয়োগ পরীক্ষার নৈবিত্তিক ও লিখিত প্রশ্ন সমাধান লিংক
গণিত
প্রশ্ন | পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর | প্রশ্ন | পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর |
দশমিকের (যোগ, বিয়োগ, গুণ*, ভাগ) | প্রশ্ন ও উত্তর লিংক | বীজগাণিতিক মান নির্ণয় | প্রশ্ন ও উত্তর লিংক |
শতকরা, লাভ-ক্ষতি, মুনাফা | প্রশ্ন ও উত্তর লিংক | উৎপাদক নির্ণয়, গড়, মধ্যক, প্রচুরক নির্ণয় | প্রশ্ন ও উত্তর লিংক |
ল.সা.গু, গ.সা.গু | প্রশ্ন ও উত্তর লিংক | ত্রিভুজক্ষেত্র, বর্গক্ষেত্র | প্রশ্ন ও উত্তর লিংক |
ঐকিক নিয়ম (কাজ, খাদ্য, সৈন্য) | প্রশ্ন ও উত্তর লিংক | আয়তক্ষেত্রের বেসিক সূত্রের অংকসমূহ, সরলরেখা | প্রশ্ন ও উত্তর লিংক |
অনুপাত:সমানুপাত | প্রশ্ন ও উত্তর লিংক | গাছের উচ্চতা/ মিনারের উচ্চতা | প্রশ্ন ও উত্তর লিংক |
সংখ্যা পদ্ধতি | প্রশ্ন ও উত্তর লিংক | মইয়ের দৈর্ঘ্য/সূর্যের উন্নতি | প্রশ্ন ও উত্তর লিংক |
বিগত সালে প্রশ্ন | প্রশ্ন ও উত্তর লিংক | পরিমাপ ও পরিমান | প্রশ্ন ও উত্তর লিংক |
নিয়োগ পরীক্ষার নৈবিত্তিক ও লিখিত প্রশ্ন সমাধান লিংক
কম্পিউটার
প্রশ্ন | পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর | প্রশ্ন | পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর |
তথ্য ও প্রযুক্তি লিখিত প্রশ্ন উত্তর | প্রশ্ন ও উত্তর লিংক | বাংলাদেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি | প্রশ্ন ও উত্তর লিংক |
কম্পিউটার | প্রশ্ন ও উত্তর লিংক | সেটেলাইট-১ | প্রশ্ন ও উত্তর লিংক |
LAN, WAN কম্পিউটার নেটওয়ার্ক | প্রশ্ন ও উত্তর লিংক | কম্পিউটার সংক্ষিপ্ত শব্দের পূর্ণরুপ | প্রশ্ন ও উত্তর লিংক |
গুগল | প্রশ্ন ও উত্তর লিংক | বিভিন্ন দেশের ইন্টারনেট স্পীড | প্রশ্ন ও উত্তর লিংক |
৩জি,৪জি, ৫ জি | প্রশ্ন ও উত্তর লিংক | ||
নিয়োগ পরীক্ষার নৈবিত্তিক ও লিখিত প্রশ্ন সমাধান লিংক
General Knowledge (GK) সাধারণ জ্ঞান ও বিজ্ঞান
প্রশ্ন | পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর | প্রশ্ন | পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর |
ইতিহাস , সভ্যতা ও সংস্কৃতি | প্রশ্ন ও উত্তর লিংক | পুরস্কার ও সম্মাননা | প্রশ্ন ও উত্তর লিংক |
গভর্নর জেনারেল ও ভাইসরয়দের তালিকা | প্রশ্ন ও উত্তর লিংক | খেলাধুলা | প্রশ্ন ও উত্তর লিংক |
বাংলার শাসন আমল | প্রশ্ন ও উত্তর লিংক | জিন-কোষ | প্রশ্ন ও উত্তর লিংক |
ভূপ্রকৃতি ও জলবায়ু | প্রশ্ন ও উত্তর লিংক | বিভিন্ন রোগব্যাধি | প্রশ্ন ও উত্তর লিংক |
বিখ্যাত উক্তি | প্রশ্ন ও উত্তর লিংক | পরিমাপক যন্ত্র | প্রশ্ন ও উত্তর লিংক |
সংক্ষিপ্ত রূপ বা বিস্তারিত শর্তাবলী | প্রশ্ন ও উত্তর লিংক | রসায়ন | প্রশ্ন ও উত্তর লিংক |
আন্তর্জাতিক সংস্থার সংক্ষিপ্ত নাম | প্রশ্ন ও উত্তর লিংক | ভূগোল | প্রশ্ন ও উত্তর লিংক |
আন্তর্জাতিক দিবস ও জাতীয় দিবস | প্রশ্ন ও উত্তর লিংক | পদার্থ বিজ্ঞান | প্রশ্ন ও উত্তর লিংক |
বিভিন্ন দেশের আয়তন ও রাজধানী | প্রশ্ন ও উত্তর লিংক | জীববিজ্ঞান | প্রশ্ন ও উত্তর লিংক |
বিভিন্ন দেশের মুদ্রা নাম | প্রশ্ন ও উত্তর লিংক | গাণিতিক পরিমাপের একক | প্রশ্ন ও উত্তর লিংক |
বাংলাদেশের আলােচিত ঘটনাবলী | প্রশ্ন ও উত্তর লিংক | সাধারণ বিজ্ঞান | প্রশ্ন ও উত্তর লিংক |
সাম্প্রতিক সোস্যাল মিডিয়া | প্রশ্ন ও উত্তর লিংক | ||
নিয়োগ পরীক্ষার নৈবিত্তিক ও লিখিত প্রশ্ন সমাধান লিংক
লিখিত পরীক্ষার প্রশ্ন ও সমাধান
গণিত লিখিত পরীক্ষার প্রশ্ন ও সমাধান | সমাধান / উত্তর লিংক | আন্তর্জাতিক বিষয়াবলী লিখিত পরীক্ষার প্রশ্ন ও সমাধান | সমাধান / উত্তর লিংক |
বাংলাদেশ লিখিত পরীক্ষার প্রশ্ন ও সমাধান | সমাধান / উত্তর লিংক | বিজ্ঞান ও প্রযুক্তি লিখিত পরীক্ষার প্রশ্ন ও সমাধান | সমাধান / উত্তর লিংক |
ইংরেজি লিখিত পরীক্ষার প্রশ্ন ও সমাধান | সমাধান / উত্তর লিংক | মানসিক দক্ষতা লিখিত পরীক্ষার প্রশ্ন ও সমাধান | সমাধান / উত্তর লিংক |
বাংলা ১ম ও ২য় পত্র লিখিত পরীক্ষার প্রশ্ন ও সমাধান | সমাধান / উত্তর লিংক |
Paragraph & Composition | উত্তর লিংক | ভাবসম্প্রসারণ, রচনা | উত্তর লিংক |
আবেদন পত্র/ Application form | উত্তর লিংক | প্রবন্ধ, অনুচ্ছেদ রচনা | উত্তর লিংক |
প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে ইমেল : info@banglanewsexpress.com
আমরা আছি নিচের সামাজিক যোগাযোগ মাধ্যমে গুলোতে ও
সবার আগে Google News আপডেট পেতে Follower ক্লিক করুন
- বাংলাদেশের সংবিধানের প্রনয়ণের প্রক্রিয়া শুরু হয় কবে? উত্তর-২৩ মার্চ, ১৯৭২,বাংলাদেশের সংবিধান কবে উত্থাপিত হয়? উত্তর- ১২ অক্টোবর, ১৯৭২,গনপরিষদে কবে সংবিধান গৃহীত হয়? উত্তর-০৪ নভেম্বর,১৯৭২,কোন তারিখে বাংলাদেশের সংবিধান বলবৎ হয়? উত্তর-১৬ ডিসেম্বর, ১৯৭২
- প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার সুপার সাজেশন ও উত্তর, প্রাথমিক শিক্ষক নিয়োগ বিষয়ভিত্তিক সাজেশন,প্রাথমিক শিক্ষক নিয়োগ বিষয়ভিত্তিক প্রস্তুতি, প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার সংক্ষিপ্ত সাজেশন,কম সময়ে প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি, প্রাথমিকের শিক্ষক নিয়োগে প্রস্তুতি নেবেন যেভাবে
- ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের লিখিত পরীক্ষার সাজেশন,ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের লিখিত পরীক্ষার প্রস্তুতি, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের লিখিত পরীক্ষার প্রশ্ন ও সমাধান