হিসাববিজ্ঞান রেওয়ামিল থেকে নিয়োগ পরীক্ষায় আসা প্রশ্ন সমাধান, নিয়োগ পরিক্ষার জন্য ১০০% কমন হিসাববিজ্ঞান রেওয়ামিল এক সাথে

বিষয়: হিসাববিজ্ঞান রেওয়ামিল থেকে নিয়োগ পরীক্ষায় আসা প্রশ্ন সমাধান

রেওয়ামিল কাকে বলে?
উওর: একটি উল্লিখিত সময়ে হিসাবসমূহে জের সংবলিত তালিকাকে রেওয়ামিল বলে।

রেওয়ামিল হিসাবচক্রের কততম ধাপ?
উওর: পঞ্চম ধাপ।

রেওয়ামিলের ইংরেজি শব্দ কি?
উওর: Trial Balance.

Trial শব্দের অর্থ কি?
উওর: বারবার পরীক্ষা করা।

Balance শব্দের অর্থ কি?
উওর: উদ্বৃত্ত নির্ণয় করা।

Trial Balance শব্দের অর্থ কি?
উওর: হিসাবসমূহের উদ্বৃত্ত সংশোধনের পূর্ব পর্যন্ত বারবার পরীক্ষা করা।

রেওয়ামিল খতিয়ান হিসাব জেরের কি?
উওর: তালিকা।

রেওয়ামিল তৈরির উদ্দেশ্য কি?
উওর: ডেবিট ক্রেডিটের গাণিতিক সমতা যাচাই করা।

একটি রেওয়ামিল প্রস্তুত করার প্রাথমিক উদ্দেশ্য কি?
উওর: খতিয়ানে স্থানান্তরের পর ডেবিট এবং ক্রেডিট এর গাণিতিক শুদ্ধতা প্রমাণ করা।

রেওয়ামিল প্রস্তুত করা হয় কখন?
উওর: চূড়ান্ত হিসাব প্রস্তুত এর পূর্বে।

হিসাবচক্রের রেওয়ামিল তৈরি করার কাজ কে কি বলে?
উওর: সংক্ষিপ্তকরণ।

কারবারের রেওয়ামিল কখন তৈরি করতে হয়?
উওর: নির্দিষ্ট দিনে।

রেওয়ামিল তৈরি করার পর ভুল আবিষ্কৃত হলে একতরফা ভুল সংশোধন করার জন্য ডেবিট বা ক্রেডিট করতে হয় কি দিয়ে?
উওর: অনিশ্চিত হিসাব দিয়ে।

অগ্রিম খরচকে কারবারের সম্পদ বলা হয় কেন?
উওর: ভবিষ্যতে সুবিধা পাওয়া যাবে‌ তাই।

কিসের ব্যালেন্স নির্ণয় ও অনিশ্চিত হিসাব ধাপটি অন্তর্ভুক্ত করা হয়?
উওর: রেওয়ামিল।

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল (বাংলা নিউজ এক্সপ্রেস)]

অনিশ্চিত হিসাব কত সময়ের জন্য প্রদত্ত হয়?
উওর: সাময়িক।

রেওয়ামিলের ছকে ঘর কয়টি?
উওর: পাঁচটি।

রেওয়ামিলে কলামে খ.পৃ. লেখা হয় কেন?
উওর: হিসাবের জের ডেবিট করার জন্য।

সকল প্রকার খরচ রেওয়ামিলের কোন দিকে বসে?
উওর: ডেবিট।

বহিঃপরিবহন রেওয়ামিলের কোন দিকে বসে?
উওর: ডেবিট দিকে।

আন্তঃফেরত হিসাব সর্বদা কোন উদ্বৃত্ত প্রকাশ করে?
উওর: ডেবিট।

প্রাপ্ত বাট্টা রেওয়ামিলে কোন পাশে বসে?
উওর: ক্রেডিট।

অনিশ্চিত হিসাব রেওয়ামিলে কোন পাশে বসে?
উওর: ডেবিট ও ক্রেডিট যে পাশে প্রয়োজন।

Paragraph & Composition/Application/Emali উত্তর লিংক ভাবসম্প্রসারণ উত্তর লিংক
আবেদন পত্র/প্রতিবেদন/ চিঠি ও ইমেল উত্তর লিংক প্রবন্ধ, অনুচ্ছেদ রচনা উত্তর লিংক

এখানে সকল প্রকাশ শিক্ষা বিষয় তথ্য ও সাজেশন পেতে আমাদের সাথে থাকুন ।

প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে ইমেল : info@banglanewsexpress.com

আমরা আছি নিচের সামাজিক মাধ্যম গুলোতে ও

Leave a Comment