চূড়ান্ত সাজেশন অনার্স ৪র্থ বর্ষের উন্নয়নের সমাজবিজ্ঞান, অনার্স ৪র্থ বর্ষের ১০০% কমন উন্নয়নের সমাজবিজ্ঞান সাজেশন, অনার্স ৪র্থ বর্ষ উন্নয়নের সমাজবিজ্ঞান সাজেশন, honors 4th year sociology of development special short suggestions, অনার্স ৪র্থ বর্ষ উন্নয়নের সমাজবিজ্ঞান ১০০% কমন সাজেশন
অনার্স ৪র্থ বর্ষের উন্নয়নের সমাজবিজ্ঞান সাজেশন ২০২৪
জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স পাস এবং সার্টিফিকেট কোর্স ৪র্থ বর্ষের BA, BSS, BBA & BSC অনার্স ৪র্থ বর্ষের [২০১৩-১৪ এর সিলেবাস অনুযায়ী] উন্নয়নের সমাজবিজ্ঞান (Sociology of Development) সুপার সাজেশন ২০২৪ Department of : Sociology & Other Department Subject Code: 242003 |
২০২৪ এর অনার্স ৪র্থ বর্ষের ১০০% কমন সাজেশন |
অনার্স ৪র্থ বর্ষের উন্নয়নের সমাজবিজ্ঞান সাজেশন,উন্নয়নের সমাজবিজ্ঞান অনার্স ৪র্থ বর্ষ সাজেশন, চূড়ান্ত সাজেশন অনার্স ৪র্থ বর্ষের উন্নয়নের সমাজবিজ্ঞান, অনার্স ৪র্থ বর্ষের উন্নয়নের সমাজবিজ্ঞান ব্যতিক্রম সাজেশন pdf, অনার্স ৪র্থ বর্ষের ১০০% কমন উন্নয়নের সমাজবিজ্ঞান সাজেশন,
অনার্স ৪র্থ বর্ষের পরীক্ষার সাজেশন ২০২৪ (PDF) লিংক
সর্বশেষ সংশোধিত ও সাজেশন টি আপডেটের করা হয়েছে ২০২৪
উন্নয়নের সমাজবিজ্ঞান অনার্স ৪র্থ বর্ষ সাজেশন ২০২৪
ক-বিভাগ: অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
১. ‘Sociology of the Third World’ গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর : ‘Sociology of the Third World’ গ্রন্থটির রচয়িতা হলেন জে. ই. গোল্ডথ।
২. ‘Development Theory and the Three Worlds’ গ্রন্থটির লেখক কে?
উত্তর : ‘Development Theory and the Three Worlds’ গ্রন্থটির লেখক হলেন বিজন হেটনি।
৩. টেকসই উন্নয়ন কী?
উত্তর : টেকসই উন্নয়ন হলো এমন এক ধরনের উন্নয়ন যা অধিকতর নিরপেক্ষ অর্থনৈতিক অগ্রগতি আনয়নে অবদান রাখে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য স্থায়ী ও বিশ্ব পরিবেশকে সংরক্ষণ করে জীবনমানের উন্নয়ন ঘটায়।
৪. আন্দ্রে গুন্ডার ফ্রাঙ্কের মতে ‘মেট্রোপলিস’ কী?
উত্তর : বিশিষ্ট উন্নয়ন তাত্ত্বিক আন্দ্রে গুন্ডার ফ্রাঙ্ক উন্নয়ন প্রক্রিয়ার ক্ষেত্রে মেট্রোপলিস বলতে কেন্দ্রকে নির্দেশ করেছেন। উন্নত দেশগুলো মেট্রোপলিস হলে অনুন্নত দেশগুলো স্যাটেলাইট বা প্রান্ত। অনুরূপভাবে শহর মেট্রোপলিস হলে গ্রাম স্যাটেলাইট।
৫. বিশ্ব ব্যবস্থা তত্ত্বের মূল প্রবক্তা কে?
উত্তর : বিশ্ব ব্যবস্থা তত্ত্বের মূল প্রবক্তা ইমানুয়েল ওয়ালারস্টাইন।
৬. তৃতীয় বিশ্বের এলিটদেরকে এ. জি. ফ্রাঙ্ক কী নামে অভিহিত করেছেন?
উত্তর : তৃতীয় বিশ্বের এলিটদেরকে এ. জি. ফ্রাঙ্ক তল্পিবাহক বা Comprador নামে অভিহিত করেছেন।
৭. ‘The Modern World System’ গ্রন্থটি কার?
উত্তর : ‘The Modern World System’ গ্রন্থটি হলো— ইমানুয়েল ওয়ালারস্টাইন।
৮. কোন শতককে উপনিবেশবাদের স্বর্ণযুগ বলে?
উত্তর : ষোড়শ শতককে উপনিবেশবাদের স্বর্ণযুগ বলে।
৯. কখন সাম্রাজ্যবাদের পতন শুরু হয়?
উত্তর : প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তীকাল থেকে সাম্রাজ্যবাদের পতন শুরু হয়।
১০. বাংলাদেশের বর্তমানে জনসংখ্যা বৃদ্ধির হার কত?
উত্তর : বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার পঞ্চম আদমশুমারির চূড়ান্ত রিপোর্ট এবং অর্থনৈতিক সমীক্ষা- ২০২১ অনুযায়ী ১.৩৭%।
১১. কাম্য জনসংখ্যা কী?
উত্তর : একটি দেশের যে পরিমাণ জনসংখ্যা থাকলে সর্বোচ্চ মাথাপিছু আয় নিশ্চিত করা যায় তাই হচ্ছে কাম্য জনসংখ্যা।
১২. পৃথিবীর বৃহত্তম মেগাসিটি কোনটি?
উত্তর : পৃথিবীর বৃহত্তম মেগাসিটি জাপানের রাজধানী টোকিও শহর।
১৩. বর্তমানে ঢাকা শহরে বসবাসকারী লোকের সংখ্যা কত?
উত্তর : বর্তমানে ঢাকা শহরে বসবাসকারী লোকের সংখ্যা ১ কোটি ৩০ লক্ষ (ঢাকা সিটি কর্পোরেশনের হিসাব মতে)।
১৪. সুশীল সমাজের ধারণাটিকে কে, কখন সর্বপ্রথম ব্যবহার করেন?
অথবা, ‘সুশীল সমাজ’ প্রত্যয়টি সর্বপ্রথম কে ব্যবহার করেন?
উত্তর : সুশীল সমাজের ধারণাটি প্রখ্যাত দার্শনিক টমাস হবস সপ্তদশ শতাব্দীতে সর্বপ্রথম ব্যবহার করেন।
১৫. ‘An Eassay on the History of Civil Society’ গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর : ‘An Eassay on the History of Civil Society’ গ্রন্থটির রচয়িতা হলেন অ্যাডাম ফার্গুসন।
১৬. ECLA এর পূর্ণরূপ কী?
উত্তর : ECLA এর পূর্ণরূপ হলো Economic Commission for Latin America.
১৭. পণ্য সাহায্য কী?
উত্তর : পণ্যের মাধ্যমে প্রদত্ত বৈদেশিক সাহায্যকে পণ্য সাহায্য বলে।
১৮. OECD এর পূর্ণরূপ লেখ।
উত্তর : OECD এর পূর্ণরূপ হলো Organization of Economic Cooperation and Development.
১৯. বহুজাতিক সংস্থা কী?
উত্তর : সাধারণত যেসব সংস্থা বিশ্বের বহুজাতি ও দেশের মধ্যে তাদের কার্যক্রম বিস্তৃত করে সেগুলোই বহুজাতিক সংস্থা।
২০. সাংস্কৃতিক ব্যবধান তত্ত্বের প্রবক্তা কে?
অথবা, ‘সাংস্কৃতিক ব্যবধান’ তত্ত্বটির উদ্ভাবক কে?
উত্তর : সাংস্কৃতিক ব্যবধান তত্ত্বের প্রবক্তা হলেন সমাজবিজ্ঞানী ডব্লিউ. এফ. অগবার্ন।
Honors Suggestion Links | প্রশ্ন সমাধান সমূহ |
Degree Suggestion Links | BCS Exan Solution |
HSC Suggestion Links | 2016 – 2024 জব পরীক্ষার প্রশ্ন উত্তর |
SSC Suggestion Links | বিষয় ভিত্তিক জব পরিক্ষার সাজেশন |
উন্নয়নের সমাজবিজ্ঞান অনার্স ৪র্থ বর্ষ সুপার সাজেশন PDF Download ২০২৪
খ-বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্ন
১. সামাজিক উন্নয়ন বলতে কী বুঝ?
২. উন্নয়নের পরিমাপক হিসেবে মানব উন্নয়নের নির্দেশকসমূহ ব্যাখ্যা কর।
অথবা, মানব উন্নয়নের সূচকসমূহ উল্লেখ কর।
৩. নব্য মার্কসবাদ কাকে বলে?
৪. নব্য মার্কসীয় দৃষ্টিভঙ্গির গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যাবলি উল্লেখ কর।
৫. নব্য উপনিবেশবাদ বলতে কী বুঝ?
অথবা, নব্য উপনিবেশবাদ ব্যাখ্যা কর।
৬. সাম্রাজ্যবাদের সংজ্ঞা দাও।
৭. জনসংখ্যা বৃদ্ধি বলতে কী বুঝ?
৮. শিল্পায়ন কাকে বলে?
৯. বাংলাদেশে শিল্পায়নের বাধাসমূহ কী কী?
১০. নগরায়ণের উপাদানসমূহ উল্লেখ কর।
[ বি:দ্র: উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
১১. তৃতীয় বিশ্বে অতি নগরায়নের কারণসমূহ উল্লেখ কর।
১২. স্থানীয় সরকার বলতে কী বুঝ?
১৩. সুশীল সমাজ কী?
১৪. বহুজাতিক সংস্থা কী?
১৫. বহুজাতিক সংস্থার বৈশিষ্ট্যাবলি লেখ।
১৬. বিশ্বায়ন বলতে কী বুঝ?
১৭. বিশ্বায়নকে নয়া সম্রাজ্যবাদ বলা হয় কেন?
১৮. সাংস্কৃতিক পরিবর্তনশীলতা বলতে কী বুঝায়?
১৯. সাংস্কৃতিক বিশ্বায়ন কী?
PDF Download উন্নয়নের সমাজবিজ্ঞান অনার্স ৪র্থ বর্ষ সুপার সাজেশন ২০২৪
গ-বিভাগ: রচনামূলক প্রশ্ন
১. উন্নয়ন সমাজবিজ্ঞানের বিষয়বস্তু আলোচনা কর।
২. ডব্লিউ, ডব্লিউ, রস্টোর আধুনিকীকরণ তত্ত্বটি পর্যালোচনা কর।
৩. আন্দ্রে গুন্ডার ফ্রাঙ্কের নির্ভরশীলতা তত্ত্বটি পর্যালোচনা
৪. ঔপনিবেশিক দেশসমূহের উন্নয়নে উপনিবেশবাদের প্রভাব আলোচনা কর।
৫. সাম্রাজ্যবাদ কী? সাম্রাজ্যবাদের উদ্ভব ও বিকাশের কারণসমূহ আলোচনা কর।
৬. ‘জনসংখ্যা বিস্ফোরণ অনুায়নের কারণ নয়।’ – আলোচনা কর।
৭. ‘দ্রুত জনসংখ্যা বৃদ্ধি পরিবেশগত ভারসাম্যের দিক থেকে একটি মারাত্মক হুমকি’ – ব্যাখ্যা কর।
৮. বাংলাদেশের সমাজ ও সংস্কৃতিতে শিল্পায়নের প্রভাব আলোচনা কর।
৯. বাংলাদেশে তৈরি পোশাক শিল্পের গুরুত্ব আলোচনা কর।
১০. অতিনগরায়ণ কী উন্নয়নশীল দেশসমূহের আর্থ-সামাজিক উন্নয়নকে বাধাগ্রস্ত করে? বাংলাদেশের প্রেক্ষিতে আলোচনা কর।
১১. বাংলাদেশের নগরায়ণের প্রকৃতি উপযুক্ত উদাহরণসহ আলোচনা কর।
১২. আধুনিক রাষ্ট্রে আমলাতন্ত্রের ভূমিকা আলোচনা কর।
১৩. ম্যাক্স ওয়েবারের আমলাতন্ত্র আলোচনা কর।
১৪. পল্লি উন্নয়নে স্থানীয় সরকারের ভূমিকা আলোচনা কর।
১৫. বৈদেশিক সাহায্য কী? বৈদেশিক সাহায্যের প্রভাবসমূহ আলোচনা কর।
অথবা, উন্নয়নশীল দেশের অর্থনীতিতে বৈদেশিক সাহায্যের প্রভাব আলোচনা কর।
১৬. বাংলাদেশের সমাজ ও সংস্কৃতির ওপর বিশ্বায়নের প্রভাব আলোচনা কর।
অনার্স ৪র্থ বর্ষের ১০০% কমন উন্নয়নের সমাজবিজ্ঞান সাজেশন ২০২৪
ক বিভাগ
- উন্নয়ন সমাজবিজ্ঞান বলতে কী বুঝ?
- উন্নয়ন সমাজ বিজ্ঞানের প্রাতিষ্টানিক চিন্তার সুএপাত হয় কখন?
- Sociology of the third World গ্রন্হটির রচয়িতা কে?
- উন্নয়নের দুটি অর্থনৈতিক সূচকের নাম উল্লেখ কর?
- ডব্লিউ ডব্লিউ রস্টোর আধুনিকায়ন তত্বের স্তর কয়টি?
- The stage of Economic Growht গ্রন্হে রস্টো উন্নয়ন শীল দেশকে কয়টি ধাপ অতিক্রম করার কথা বলেছে?
- তৃতীয় বিশ্ব কি?
- বিশ্ব ব্যবস্হা তত্বের মূল বক্তব্য কে?
- উপনিবেশ কী?
- কখন সাম্রাজ্যবাদের পতন শুরু হয়
- SEATO এর পূর্ণ রুপ কী?
- NATO এর পূর্ণরুুপটি লেখ?
- UNFPA এর পূর্ণ রুপ কী?
- বাংলাদেশের বর্তমানে জনসংখ্যা বৃদ্ধির হার কত?
- শিল্পায়ন কী?
- বাংলাদেশের প্রথম শিল্পনীতি প্রণীত হয় কত সালে?
- বৈদেশিক মূদ্রা কী?
- নগরায়ন কী?
- পৃথবীর বৃহওম মেগাসিটি কোনটি?
- অতি নগরায়ন কী?
- আমলাতন্ত্র ধারণাটির প্রধান প্রবক্তা কে?
- আমলা তন্ত্রের দুটি বৈশিষ্ট্য লেখ?
- বাংলাদেশে স্হানীয় সরকার ব্যবস্হার সর্বনিম্ন ধাপ কী?
- সুশীল সমাজের ধারণাটিকে কখন সর্বপ্রথম ব্যবহার করেন?
- বৈদেশিক সাহায্য কী?
- GSP এর পূর্ণরুপ কী?
- বহুজাতিক সংস্হার একটি বৈশিষ্ট্য উল্লেখ কর?
- দুটি জাতীয় এনজিওর নাম লেখ?
- Culture শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন?
- Primitive Culture শব্দটির লেখক কে?
- আধুনীকতা কি?
২০২৪ জাতীয় বিশ্ববিদ্যালয়ের এর অনার্স ৪র্থ বর্ষের উন্নয়নের সমাজবিজ্ঞান স্পেশাল সাজেশন 2024,Honors Sociology of Development Suggestion 2024
খ বিভাগ
- উন্নয়ন শীল সমাজ বিজ্ঞান কী?
- সামাজিক উন্নয়ন বলতে কী বুঝ?
- টেকসই উন্নয়ন কী?
- আধুনীকরণের সংজ্ঞা দাও?
- নির্ভরশীলতা তও্বের বৈশিষ্ট্যগুলো উল্লেখ কর?
- নব্য মার্কসবাদ কাকে বলে?
- নব্য উপনিবেশবাদ বলতে কী বুঝ?
- সাম্রাজ্যবাদের সংজ্ঞা দাও?
- জনসংখ্যা ও পরিবেশের মধ্যে সম্পর্ক কী?
- পরিবেশের ওপর জনসংখ্যা বৃদ্ধির প্রভাব সংক্ষেপে আলোচনা কর?
- শিল্পায়ন কাকে বলে?
- বৈদেশিক পুঁজি কী?
- নগরায়নের চারটি বৈশিষ্ট্য আলোচনা কর?
- অতি নগরায়ণ বলতে কি বুঝ?
- বাংলাদেশের নগর সমস্যা গুলো চিহৃত কর?
- স্হানীয় সরকার বলতে কী বুঝ?
- সুশীল সমাজের উদ্দেশ্যবলি কী কী?
- সুশীল সমাজের বৈশিষ্ট্য আলোচনা কর?
- বহুজাতিক সংস্হা কী?
- বিশ্বায়ন বলতে কী বুঝ?
- সাংস্কৃতিক পরিবর্তনশীলতা বলতে কী বুঝায়
- সাংস্কৃতিক বিশ্বায়ন কী?
[ বি:দ্র:এই সাজেশন যে কোন সময় পরিবতনশীল ১০০% কমন পেতে পরিক্ষার আগের রাতে সাইডে চেক করুন এই লিংক সব সময় আপডেট করা হয় ]
Honors 4th year Common Suggestion 2024
গ বিভাগ
- উন্নয়ন সমাজ বিজ্ঞানের প্রকৃতি ও পরিধি আলোচনা কর?
- উন্নয়ন সমাজবিজ্ঞানের বিষয়বস্তু আলোচনা কর?
- উন্নয়নশীল বিশ্বে টেকসই উন্নয়নের প্রকৃতি ব্যাখ্যা কর?
- আধুনীকায়ন ও নির্ভরশীলতা তও্বের তুলনা মূলক আলোচনা কর?
- ইমানু়য়েল ওয়ালারস্টেইনের বিশ্ব ব্যবস্হা তও্বটি পর্যালোচনা কর?
- ঔপনিবেশিক দেশসমূহের উন্নয়নে ঔপনিবেশবাদের প্রভাব আলোচনা কর?
- উদাহরণসহ নব্য উপনিবেশবাদের সাম্প্রতিক ধারা আলোচনা কর?
- সাম্রাজ্যবাদ কী? সাম্রাজ্যবাদের উদ্ভব ও বিকাশের ও কারণসমূহ আলোচনা কর?
- জনসখ্যাকে সম্পদে পরিণত করার কৌশল সমূহ আলোচনা কর?
- জনসংখ্যা বিস্ফোরণ অনুন্নয়নের কারণ নয় আলোচনা কর?
- বাংলাদেশের সমাজ ও সংস্কৃতিতে শিল্পায়নের প্রভাব আলোচনা কর?
- বাংলাদেশের শিল্পায়নে বৈদেশিক পুঁজির ভুমিকা আলোচনা কর?
- বাংলাদেশে নগরায়ণের প্রকৃতি উপযুক্ত উদাহরণসহ আলোচনা কর?
- উন্নয়ন আলোচনায় শিল্পায়ন ও নগরায়ণের সম্পর্ক পর্যালোচনা কর?
- উন্নয়নশীল দেশের উন্নয়ন প্রক্রিয়ায় রাজনৈতিক দলের ভূমিকা আলোচনা কর?
- পল্লি উন্নয়নে স্হানীয় সককারের ভূমিকা আলোচনা কর?
- বৈদেশিক সাহায্য কীভাবে তৃতীয় বিশ্বের দেশগুলোকে আরও নির্ভরশীল করে তুলছে? ব্যাখ্যা কর?
- উন্নয়নশীল দেশে বহুজাতিক সংস্হার ইতিবাচক ও নেতিবাচক প্রভাব আলোচনা কর?
- উন্নয়নশীল দেশসমূহে উন্নয়ন প্রক্রিয়ার সাংস্কৃতির ভূমিকা ব্যাখ্যা কর?
- সনাতন ও আধুনীত সমাজের মধ্যে পার্থক্য আলোচনা কর?
আজকের সাজেশস: 2024 অনার্স ৪র্থ বর্ষের উন্নয়নের সমাজবিজ্ঞান পরীক্ষার সাজেশন, 2024 অনার্স চতুর্থ বর্ষ উন্নয়নের সমাজবিজ্ঞান সাজেশন,
PDF Download উন্নয়নের সমাজবিজ্ঞান অনার্স ৪র্থ বর্ষ সুপার সাজেশন, উন্নয়নের সমাজবিজ্ঞান অনার্স ৪র্থ বর্ষ সাজেশন পিডিএফ ডাউনলোড, উন্নয়নের সমাজবিজ্ঞান সাজেশন অনার্স ৪র্থ বর্ষের, অনার্স ৪র্থ বর্ষ উন্নয়নের সমাজবিজ্ঞান সাজেশন, উন্নয়নের সমাজবিজ্ঞান অনার্স ৪র্থ বর্ষ সাজেশন,
প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে ইমেল : info@banglanewsexpress.com
আমরা আছি নিচের সামাজিক মাধ্যম গুলোতে ও
- ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স মেজারমেন্ট এন্ড মেজারিং ইন্সট্রুমেন্ট -১
- Hon‘s 2nd: Business Communication & Report Writing
- অনার্স ১ম বর্ষ বাংলা উপন্যাস-১ ১০০% কমন সাজেশন, Nu Super Suggestion Honors 1st Year বাংলা উপন্যাস-১ স্পেশাল শর্ট সাজেশন্স