অনার্স ২য় বর্ষের বাংলার ইতিহাস সাজেশন, honors 2nd year history of bengal special short suggestions , অনার্স ২য় বর্ষের বাংলার ইতিহাস ১০০% কমন সাজেশন, Honors 2nd year suggestions

অনার্স ২য় বর্ষের বাংলার ইতিহাস ১২০৪-১৭৬৫ সাজেশন 2024

জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স পাস এবং সার্টিফিকেট কোর্স ২য় বর্ষের
BA, BSS, BBA & BSC অনার্স ২য় বর্ষের
[২০১৩-১৪ এর সিলেবাস অনুযায়ী]
বাংলার ইতিহাস ১২০৪-১৭৬৫ (History of Bengal (1204-1765)) সুপার সাজেশন
Department of : History & Other Department
Subject Code: 221503
2024 এর অনার্স ২য় বর্ষের ১০০% কমন সাজেশন

বাংলার ইতিহাস ১২০৪-১৭৬৫ অনার্স ২য় বর্ষ সাজেশন, চূড়ান্ত সাজেশন অনার্স ২য় বর্ষের বাংলার ইতিহাস ১২০৪-১৭৬৫, অনার্স ২য় বর্ষের বাংলার ইতিহাস ১২০৪-১৭৬৫ ব্যতিক্রম সাজেশন pdf, অনার্স ২য় বর্ষের ১০০% কমন বাংলার ইতিহাস ১২০৪-১৭৬৫ সাজেশন,

অনার্স ২য় বর্ষের বাংলার ইতিহাস সাজেশন, honors 2nd year history of bengal special short suggestions , অনার্স ২য় বর্ষের বাংলার ইতিহাস ১০০% কমন সাজেশন, Honors 2nd year suggestions

অনার্স ২য় বর্ষের পরীক্ষার সাজেশন 2024 (PDF) লিংক

সর্বশেষ সংশোধিত ও সাজেশন টি আপডেটের করা হয়েছে 2024

বাংলার ইতিহাস ১২০৪-১৭৬৫ অনার্স ২য় বর্ষ সাজেশন 2024

ক-বিভাগ: অতিসংক্ষিপ্ত প্রশ্নের উত্তর

১. ইবনে বতুতার ভ্রমণবিষয়ক গ্রন্থের নাম কী?
উত্তর : ইবনে বতুতার ভ্রমণবিষয়ক গ্রন্থের নাম ‘কিতাবুল রেহেলা’ ।

২. ‘মনসা মঙ্গল’ কাব্যের রচয়িতা কে?
উত্তর : ‘মনসা মঙ্গল’ কাব্যের রচয়িতা বিজয়গুপ্ত ।

৩. চৈতন্যদেব কে ছিলেন?
উত্তর : চৈতন্যদেব বৈষ্ণব মতবাদের প্রবক্তা ছিলেন ।

৪. রাজা গণেশ কোথাকার জমিদার ছিলেন?
উত্তর : রাজা গণেশ ভাতুরিয়ার জমিদার ছিলেন ।

৫. বাংলার সর্বশেষ নবাব কে ছিলেন?
উত্তর : বাংলার সর্বশেষ নবাব নাজিম-উদ-দৌলা ছিলেন।

৬. বাংলার কোন সুলতানের সাথে পারস্যের কবি হাফিজের যোগাযোগ ছিল?
উত্তর : বাংলার সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের সাথে পারস্যের কবি হাফিজের যোগাযোগ ছিল ।

৭. গৌড়ের ‘ছোট সোনা মসজিদ’ কে নির্মাণ করেন?
উত্তর : গৌড়ের ‘ছোট সোনা মসজিদ’ সুলতান আলাউদ্দিন হোসেন শাহ নির্মাণ করেন ।

৮. সম্রাট হুমায়ুন গৌড় দখল করে এর নাম কি রাখেন?
উত্তর : সম্রাট হুমায়ুন গৌড় দখল করে এর নাম জান্নাতাবাদ রাখেন ।

৯. মাহুয়ান কে ছিলেন?
উত্তর : মাহুয়ান ‘চৈনিক পর্যটক ও দোভাষী’ ছিলেন।

১০. বক্সারের যুদ্ধ কত সালে সংঘটিত হয়?
উত্তর : বক্সারের যুদ্ধ ১৭৬৪ সালের ২২ অক্টোবর সংঘটিত হয়।

১১. পান্ডুয়ার ‘আদিনা মসজিদ’ কে নির্মাণ করেন?
উত্তর : পান্ডুয়ার ‘আদিনা মসজিদ’ সুলতান সিকান্দার শাহ নির্মাণ করেন ।

১২. অন্ধকূপ হত্যা কাহিনির প্রচারক কে ছিলেন?
উত্তর : অন্ধকূপ হত্যা কাহিনির প্রচারক হলওয়েল।

১৩. ‘তবকাত- ই- নাসিরি’ গ্রন্থের রচয়িতা কে?
উত্তর : ‘তবকাত- ই- নাসিরি’ গ্রন্থের রচয়িতা মিনহাজ উস সিরাজ ।

১৪. নৃপতি তিলক কার উপাধি?
উত্তর : নৃপতি তিলক ‘সুলতান আলাউদ্দিন হোসেন শাহের ‘উপাধি ছিল ।

১৫. ইবনে বতুতা বাংলায় কোন সুলতানের সময়ে আসেন?
উত্তর : ইবনে বতুতা বাংলায় ‘ফখরউদ্দিন মুবারক শাহের’ সময়ে আসেন ।

১৬. “রিয়াজ উস সালাতিন” কার রচনা?
উত্তর : “রিয়াজ উস সালাতিন” গোলাম হোসেন সলীম এর রচনা ।

১৭. ‘গুণরাজ খান’ কার উপাধি ছিল?
উত্তর : ‘গুণরাজ খান’ মালাধর বসুর উপাধি ছিল।

১৮. পরিবিবির কবর কোথায়?
উত্তর : পরিবিবির কবর ঢাকায় লালবাগ কেল্লার অভ্যন্তরে।

১৯. বখতিয়ার খলজি কোন অঞ্চলের মধ্য দিয়ে বাংলায় প্রবেশ করেন?
উত্তর : বখতিয়ার খলজি ঝাড়খন্ডের গহীন অরণ্যাঞ্চলের মধ্য দিয়ে বাংলায় প্রবেশ করেন ।

২০. ‘শাহ-ই-বাঙালা’ কার উপাধি ছিল?
উত্তর : ‘শাহ-ই-বাঙালা’ সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহের উপাধি ছিল ।

২১. ‘কিরান -উস-সাদাইন’ গ্রন্থের লেখক কে?
উত্তর : ‘কিরান -উস-সাদাইন’ গ্রন্থের লেখক আমীর খসরু ।

২২. গৌড়ের ‘ছোট সোনা মসজিদ’ কে নির্মাণ করেন?
উত্তর : গৌড়ের ‘ছোট সোনা মসজিদ’ সুলতান আলাউদ্দিন হোসেন শাহ নির্মাণ করেন ।

২৩. নবাব মীর কাসিম কোথায় রাজধানী স্থানান্তর করেন?
উত্তর : ‘নবাব মীর কাসিম’ মুঙ্গের নামক স্থানে রাজধানী স্থানান্তর করেন ।

২৪. দনুজমর্দন কার উপাধি?
উত্তর : দনুজমর্দন ‘রাজা গণেশের’ উপাধি ছিল।

২৫. ‘ঢাকা গেইট’ কে নির্মাণ করেন?
উত্তর : ‘ঢাকা গেইট’ মীর জুমলা নির্মাণ করেন।

২৬. ‘রিয়াজ-উস-সালাতিন’ গ্রন্থের রচয়িতা কে?
উত্তর : ‘রিয়াজ-উস-সালাতিন’ গ্রন্থের রচয়িতা গোলাম হোসেন সলীম।

২৭. মা-হুয়ান কোন দেশের অধিবাসী ছিলেন?
উত্তর : মা-হুয়ান চীন দেশের অধিবাসী ছিলেন।

২৮. ‘টোডর মল’ কে ছিলেন?
উত্তর : ‘টোডর মল’ সম্রাট আকবরের রাজস্ব মন্ত্রী বা প্রধান দিউয়ান ছিলেন ।

২৯. “গুণরাজ খান ” কার উপাধি?
উত্তর : “গুণরাজ খান” মালাধর বসুর উপাধি ছিল।

৩০. একডালা দুর্গ কে নির্মাণ করেন?
উত্তর : একডালা দুর্গ ‘সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহ’ নির্মাণ করেন।

৩১. বলগাকপুর শব্দের অর্থ কি?
উত্তর : বলগাকপুর শব্দের অর্থ ‘বিদ্রোহীর নগরী’ ।

৩২. ‘ঈসা খাঁ’ কোন অঞ্চলের জমিদার ছিলেন?
উত্তর : ‘ঈসা খাঁ’ সোনারগাঁ এর জমিদার ছিলেন।

৩৩. রাজা গনেশ কোথাকার জমিদার ছিলেন?
উত্তর : রাজা গনেশ ‘ভাতুরিয়ার’ জমিদার ছিলেন।

৩৪. পলাশীর যুদ্ধ কত সালে সংঘটিত হয়?
উত্তর : পলাশীর যুদ্ধ ১৭৫৭ সালের ২৩ জুন সংঘটিত হয়।

৩৫. মীর কাশিম কে ছিলেন?
উত্তর : মীর কাশিম বাংলার নবাব ছিলেন।

৩৬. ইষ্ট ইন্ডিয়া কোম্পানি কত সালে বাংলা বিহার উড়িষ্যার দেওয়ানী লাভ করে?
উত্তর : ইষ্ট ইন্ডিয়া কোম্পানি ১৭৬৫ সালের ১২ আগস্ট বাংলা বিহার উড়িষ্যার দেওয়ানী লাভ করে।

৩৭. কত খ্রিস্টাব্দে বখতিয়ার নদীয়া জয় করেছিলেন?
উত্তর : ১২০৪ খ্রিস্টাব্দে বখতিয়ার নদীয়া জয় করেছিলেন।

৩৮. ‘কিরান-উস-সাদাইন’ কে রচনা করেন?
উত্তর : ‘কিরান-উস-সাদাইন’ আমীর খসরু রচনা করেন।

৩৯. বাংলায় প্রথম কে নৌবাহিনী গঠন করেন?
উত্তর : বাংলায় প্রথম নৌবাহিনী গঠন করেন ‘সুলতান গিয়াসউদ্দিন ইওজ খলজী’ ।

৪০. কত খ্রিস্টাব্দে বাংলায় ‘হোসেন শাহী বংশ’ প্রতিষ্ঠিত হয়?
উত্তর : ১৪৯৩ সালে বাংলায় ‘হোসেন শাহী বংশ’ প্রতিষ্ঠিত হয়।

৪১. ইবনে বতুতার ভারত আগমনের সময় দিল্লির সুলতান কে ছিলেন?
উত্তর : ইবনে বতুতার ভারত আগমনের সময় দিল্লির সুলতান ‘মুহাম্মাদ বিন তুঘলক’ ছিলেন।

৪২. বিজয়গুপ্ত রচিত মনসামঙ্গল কাব্যে হোসেন শাহকে কী নামে আখ্যায়িত করা হয়েছে?
উত্তর : বিজয়গুপ্ত রচিত মনসামঙ্গল কাব্যে হোসেন শাহকে ‘নৃপতি তিলক’ বলে আখ্যায়িত করা হয়েছে।

৪৩. ‘আলাউদ্দিন হোসেন শাহ’ কোথায় রাজধানী স্থানান্তর করেন?
উত্তর : “আলাউদ্দিন হোসেন শাহ’ একডালা নামক স্থানে রাজধানী স্থানান্তর করেন।

৪৪. বাংলায় সর্বপ্রথম কে নবাবী শাসনের সূচনা করেছিলেন?
উত্তর : বাংলায় সর্বপ্রথম ‘মুর্শিদ কূলী খান’ নবাবী শাসনের সূচনা করেছিলেন ।

আরো ও সাজেশন:-

Honors Suggestion Linksপ্রশ্ন সমাধান সমূহ
Degree Suggestion LinksBCS Exan Solution
HSC Suggestion Links2016 – 2024 জব পরীক্ষার প্রশ্ন উত্তর
SSC ‍& JSC Suggestion Linksবিষয় ভিত্তিক জব পরিক্ষার সাজেশন

বাংলার ইতিহাস ১২০৪-১৭৬৫ অনার্স ২য় বর্ষ সুপার সাজেশন PDF Download 2024

খ-বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্ন

১. মাহুয়ানের পরিচয় লিখ।
২. শায়েস্তা খানের পরিচয় দাও।
৩. বাংলার সমকালীন রাজনীতিতে রাজা গণেশের ভূমিকা কি ছিল?
৪. বারোভূঁইয়া কারা?
৫. আলীবর্দী খান কিভাবে মারাঠা আক্রমণ মোকাবিলা করেন?

৬. সুলতানি আমলে বাংলার অর্থনৈতিক অবস্থার বিবরণ দাও।
৭. ভক্তিবাদ বলতে কি বুঝ?
৮. পলাশী যুদ্ধে সিরাজের পরাজয়ের কারণ কী?
৯. মধ্যযুগে বাংলার ইতিহাসের উৎসগুলোর বিবরণ দাও।
১০. মা-হুয়ান কে ছিলেন?
১১. ইবনে বতুতার পরিচয় দাও।

১২. দ্বৈত শাসন বলতে কী বুঝ?
১৩. ভক্তিবাদ কী ?
১৪. মালজামিনী ব্যবস্থা কী?
১৫. মধ্যযুগে বাংলার নারীদের সামাজিক মর্যাদা সম্পর্কে একটি টীকা লিখ।
১৬. সুফিবাদ কী?

১৭. মধ্যযুগের বাংলার ইতিহাসের উৎসসমূহ বর্ণনা কর।
১৮. রাজা গণেশ কে ছিলেন?
১৯. বার ভূইয়া কারা?
২০. ভক্তিবাদ প্রচারে শ্রীচৈতন্যের অবদান লিখ।

২১. সুলতানী আমলে বাংলার অর্থনৈতিক অবস্থার বিবরণ দাও।
২২. পলাশীর যুদ্ধে সিরাজের পরাজয়ের কারণ কি?
২৩. মধ্যযুগে বাংলার ইতিহাসে উৎস হিসেবে সাহিত্যকর্মের গুরুত্ব লিখ।
২৪. হোসেন শাহী যুগকে বাংলার ইতিহাসে স্বর্ণযুগ বলা হয় কেন?

PDF Download বাংলার ইতিহাস ১২০৪-১৭৬৫ অনার্স ২য় বর্ষ সুপার সাজেশন 2024

গ-বিভাগ: রচনামূলক প্রশ্ন

১. মাহুয়ানের বিবরণীর আলোকে বাংলার আর্থ-সামাজিক অবস্থা ব্যাখ্যা কর।
২. গিয়াসউদ্দিন ইওয়াজ খলজির কৃতিত্ব মূল্যায়ন কর।
৩. সম্রাট আকবরের বাংলা বিজয়ের বর্ণনা দাও।
৪. মীর জুমলার কৃতিত্ব আলোচনা কর ।
৫. সুবাদার ইসলাম খানের কৃতিত্ব মূল্যায়ন কর।

৬. বক্সারের যুদ্ধের গুরুত্ব ও তাৎপর্য বিশ্লেষণ কর।
৭. পলাশী যুদ্ধের কারণ ও ফলাফল আলোচনা কর।
৮. মুঘল আমলে বাংলার শাসনব্যবস্থা পর্যালোচনা কর।
৯. মধ্যযুগে বাংলার ইতিহাস পূনর্গঠনের উৎসমূহ আলোচনা কর ।
১০. বাংলার স্বাধীন সুলতান হিসেবে শামসুদ্দিন ইলিয়াস শাহের কৃতিত্ব বর্ণনা কর।

১১. সুলতান আলাউদ্দিন হোসেন শাহের কৃতিত্ব মল্যায়ন কর।
১২. বাংলার বার ভূঁইয়াদের উপর একটি নিবন্ধ লেখ।
১৩. মুর্শিদ কুলী খানের রাজস্ব ব্যবস্থা পর্যালোচনা কর।
১৪. রাজা গণেশ কে ছিলেন? তার সম্পর্কে বিস্তারিত লিখ।
১৫. আলীবর্দী খানের সঙ্গে মারাঠাদের সংঘর্ষের বিবরণ দাও।

১৬. দেওয়ানী কী? দেওয়ানী লাভের পটভূমি আলোচনা কর।
১৭. বখতিয়ার খলজির বঙ্গ বিজয়ের বর্ণনা দাও।
১৮. গিয়াসউদ্দীন ইওজ খলজির কৃতিত্ব মূল্যায়ন কর।
১৯. বাংলার সুবাদার হিসাবে শায়েস্তা খানের কৃতিত্ব লিখ।

২০. সুবাদার হিসেবে ইসলাম খানের কৃতিত্ব মূল্যায়ন কর।
২১. হুসেন শাহী যুগকে বাংলার ইতিহাসে স্বর্ণযুগ বলা হয় কেন?
২২. বাংলার ‘বারো ভূঁইয়াদের’ সম্পর্কে একটি প্রবন্ধ লিখ।
২৩. সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের কৃতিত্ব মূল্যায়ন কর।
২৪. মোগল আমলে বাংলার শাসন ব্যবস্থা পর্যালোচনা কর।
২৫. বখতিয়ার খলজী কে ছিলেন? তাঁর বাংলা বিজয়ের বিবরণ দাও।

ক বিভাগ 

  • তবকাত ই নাসিরি বিখ্যাত কেন 
  • তবকাত ই নাসিরি গ্রন্হের রচয়িতা কে ছিলেন 
  • তারিখ ই ফিরোজশাহি গ্রন্হের রচয়িতা কে 
  • রিয়াজুজ সালাতিন গ্রন্হের রচয়িতা কে 
  • ইবনে বতুতা কে ছিলেন?
  • কার রাজত্বকালে ইবনে বতুতা বাংলায় ভ্রমন করেন 
  • মানসামঙ্গল কাব্যের রচয়িতা কে 
  • বখতিয়ার খলজি কোথায় জন্ম গ্রহন করেন 
  • কে প্রথম বাংলায় মুসলিম শাসন প্রতিষ্ঠাতা করেন 
  • বখতিয়ার খলজি কখন বাংলা জয় করেন 
  • বাংলায় স্বাধীন সুলতানির কে সুচনা করেন 
  • বলগাকপুর শব্দের অর্থ কী 
  • একডালা দূর্গ কোথায় অবস্হিত ছিল 
  • ভাঙারা কার উপাধি 
  • রাজা গণেশ কোথাকার জমিদার ছিলেন 
  • দনুজমর্দন কার উপাধি 
  • নৃপতি তিলক কার উপাধি ছিল 
  • গৌড়ের ছোট সোনা মসজিদ কে নির্মান করেন 
  • গুণরাজ খান কে ছিলেন 
  • ইসলাম খান কত খ্রিস্টাব্দে ঢাকায় রাজধানী স্হাপন করেন 
  • পরিবিবি কে ছিলেন 
  • পরিবিবিপ সমাধি সৌধ কোথায় অবস্হিত 
  • মালজামিনি প্রথা  কে প্রবর্তন করেন 
  • কে অন্ধকুপ হত্যা কাহিনী রচণা করেন 
  • আলিনগরের সন্ধি কবে সাক্ষরিত হয় 
  • পলাশি যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংঘটিত হয় 
  • নবাব মির কাসিম কোথায় রাজধানী স্হানান্তর করেন?
  • মির কাসিম কে ছিলেন 
  • বক্রারের যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংঘটিত হয় 
  • মুঘল আমলে প্রাদেশিক শাসন কর্তার পদবি কি ছিল 
  • পান্ডুয়ার আদিনা মসজিদ কে নির্মান করেন 
  • চৈতন্যদেব কে ছিলেন 

[ বি:দ্র: উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

খ বিভাগ 

  • মধ্যযুগের বাংলার ইতিহাসে উৎসগুলোর বিবরণ দাও
  • মধ্যযুগের বাংলার ইতিহাসে উৎস হিসেবে মূদ্রার গুরুত্ব লেখ 
  • সুলতান ফিরোজ শাহের কৃতিত্ব সংক্ষেপে আলোচনা কর
  • ফকরুদ্দিন মুবারক শাহ কী সোনার গাঁওয়ের স্বাধীন সুলতান ছিলেন 
  • ইবনে বতুতার পরিচয় দাও
  • সিকান্দার শাহের পরিচয় দাও
  • রাজাগণেশের পরিচয় দাও
  • আলাউদ্দিন হোসেন শাহকে নৃপতি তিলক বলা হয় কেন 
  • বারোভুঁইয়াদের পরিচয় দাও
  • ইসলাম খানের পরিচয় দাও
  • মির জুলমা  কে ছিলেন 
  • আলিবর্দী খান কীভাবে বাংলার মসনদ দখল করেন 
  • আলিবর্দী খান কীভাবে মারাঠা আক্রমন মোকাবিলা করেন 
  • মারাঠা কারা 
  • পালাশির যুদ্ধে নবার সিরাজ উদ্দোলার পরাজয়ের কারণসমূহ আলোচনা কর
  • বক্রারের যুদ্ধের ফলাফল বর্ণনা কর
  • দ্বৈতশাসন কী 
  • ছিয়াওরের মন্বন্তর কী 
  • ভক্তিবাদ বলতে কী বুঝ 
  • মধ্যযুগের বাংলার নারীবাদের সামাজিক মর্যাদা সম্পর্কে টীকা লিখ 
2024 বাংলার ইতিহাস ১২০৪-১৭৬৫ অনার্স ২য় বর্ষ সাজেশন পিডিএফ ডাউনলোড

গ বিভাগ 

  • মধ্যযুগে বাংলার ইতিহাস পূর্ণগঠনের উৎসসমূহ আলোচনা কর
  • ইবনে বতুতার বিবরণী আলোকে বাংলার আর্থসামাজিক অবস্হা ব্যাখ্যা কর
  • বাংলার স্বাধীন সুলতান হিসেবে শামসুদ্দিন ইলিয়াস শাহের কৃতিত্ব বর্ণনা কর
  • গিয়াসউদ্দিন আজম শাহের রাজত্বকাল পর্যালোচনা কর
  • মাহুুয়ানের বিবরণী আলোকে  বাংলার আর্থসামাজিক অবস্হা ব্যাখ্যা কর
  • হোসেনশাহী বংশের রাজত্বকালকে বাংলার ইতিহাসে স্বর্ণযুগ বলা হয় কেন 
  • বাংলার বারোভুঁইয়াদের শাসনকাল সম্পর্কে আলোচনা কর
  • বারোভুঁইয়াদের দমনে সুবাদার ইসলাম খানের অবদান আলোচনা কর
  • সুবাদার হিসেবে ইসলাম খানের কৃতিত্ব মুল্যায়ন কর
  • সুবাদার হিসেবে শায়েস্তা খানের  অবদান মূল্যায়ন কর
  • মুর্শিদকুলী খানের রাজস্ব ব্যবস্হা পর্যালোচনা কর
  • ইস্ট ইন্ডিয়া কোম্পানি  ও সিরাজ উদ্দৌলার মধ্যে বিরোধের কারণ বিশ্লেষণ কর 
  • পলাশি যুদ্ধের কারণ ও ফলাফল আলোচনা কর
  • সুলতানি আমলে  বাংলার অর্থনৈতিক অবস্হার বিবরণ দাও
  • মুঘল আমলে বাংলার শাসন কাঠামো বর্ণনা কর
  • সুফিবাদের উৎপওি ও ক্রমবিকাশ আলোচনা কর
  • সুফিবাদ কী? সুফিবাদের মূলনীতি গুলো বর্ণনা কর
  • বৈষ্ঞব সম্পর্কে যা জান লেখ 

2024 জাতীয় বিশ্ববিদ্যালয়ের এর 2024 অনার্স ২য় বর্ষের বাংলার ইতিহাস ১২০৪-১৭৬৫ পরীক্ষার সাজেশন, 2024 অনার্স দ্বিতীয় বর্ষ বাংলার ইতিহাস ১২০৪-১৭৬৫ সাজেশন

Honors 2nd year Common Suggestion 2024

আজকের সাজেশান্স: চূড়ান্ত সাজেশন অনার্স ২য় বর্ষের বাংলার ইতিহাস ১২০৪-১৭৬৫ 2024

6 thoughts on “অনার্স ২য় বর্ষের বাংলার ইতিহাস সাজেশন, honors 2nd year history of bengal special short suggestions , অনার্স ২য় বর্ষের বাংলার ইতিহাস ১০০% কমন সাজেশন, Honors 2nd year suggestions”

    • প্রাচীন সভ্যতার ইতিহাস /অনার্স ২য় বর্ষ(কোডঃ২২১৫০৫) ২০২২ সালের

      সাজেশন চাই

      Reply
  1. অনার্স ৩য় বর্ষের ( বাংলার ইতিহাসের সাজেশন দেন ভাই)
    [ইতিহাস বিভাগ]

    Reply
    • সাজেশন পরে যা বুঝতে পারলাম সব গুলো বিগত বছরগুলোতে মানে ২০১৩.২০১৫.২০১৭.২০১৯.২০২০ সালে আসছিলো
      এখন আমরা ২০২১ এর স্টুডেন্ট
      এই প্রশ্নগুলো কি বার বার দেবে
      মানে প্রশ্ন গুলো কিন্তু একবছর পর পর দিছে
      সে অনুযায়ী ২০২১ এ কতটুকু দেওয়ার সম্ভব না আছে যদি প্লিজ জানাতেন

      Reply

Leave a Comment