প্রশ্ন সমাধান: আর্থিক সেবাদানকারীর ভবিষ্যতে চ্যালেঞ্জসমুহ বর্ণনা দাও,আর্থিক সেবাদানকারীর ভবিষ্যতে চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে? ,আর্থিক সেবাদানকারীর ভবিষ্যতে সমুহ আলােচনা কর, ভবিষ্যতের চ্যালেঞ্জ আর্থিক সেবাদানকারীর প্রতিষ্ঠানের,
বিগত ৮০ দশকে অনেক ঘটনা সংগ হয়েছে। যার মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন, অর্থনৈতিক। রূপান্তিরত হয়েছে। যুদ্ধ, আন্দোলন, প্রাকৃতিক দুর্যোগে স হয়েছে কর্মহীন।
ব্যবসায়িক ব্যর্থতা ও লােকসান বা অর্থনৈতিক মন্দার সৃষ্টি করেছে। সারা বিশ্বের এই অর্থনৈতিক মন্দাকালে আর্থিক সেবাদানকারী খাত স্বল্পতম আর্থিক প্রদান করেছে। নিম্নে আর্থিক সেবাদানকারীর ভবিষ্যতের চ্যালেঞ্জসমত আলােচনা করা হলাে :
আর্থিক সেবাদানকারীর ভবিষ্যৎ চ্যালেঞ্জসমূহ : অর্থনৈতিক মন্দাকালে স্বল্প আর্থিক সেবাদানকারী বেশ কিছু চ্যালেঞ্জের মােকাবিলা করতে হয়েছে। ভবিষ্যতেও আর্থিক সেবাদানকারীর কিছু চ্যালেঞ্জ আছে তা হলাে :
১. অর্থনৈতিক স্থিতিশীলতা : আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান চ্যালেঞ্জ বাজার অর্থনৈতিক স্থিতিশীল করা। আর্থিক বাজারে যদি স্থিতিশীলতা বজায় রাখা সম্ভব না হয় তাহলে অর্থনৈতিক মন্দা দূরীকরণ সম্ভব হবে না। তাই অর্থনৈতিক স্থিতিশীলতাই কাম্য, যা একটি বড় চ্যালেঞ্জ।
[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
২. মুদ্রাস্ফীতি হ্রাসকরণ : আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠানের অন্যতম একটি চ্যালেঞ্জ হলাে মুদ্রাস্ফীতি হ্রাসকরণ। কারণ বাজার ব্যবস্থায় মুদ্রাস্ফীতির কারণে মুদ্রার অবচয় ঘটে। আর্থিক ঋণ প্রদানের সঠিক নিয়মনীতি প্রয়ােগের মাধ্যমে বাজার স্থিতিশীল ও মুদ্রাস্ফীতি হ্রাসকরণ। একটি অন্যতম চ্যালেঞ্জ।
৩. বেকারত্ব হ্রাসকরণ : আর্থিক সেবাদানকারীর ভবিষ্যতের একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ বেকারত্ব হ্রাসকরণ। বেকারত্ব সমস্যা সমাজকে অনগ্রসর করে রাখে। অর্থনৈতিক মন্দার কারণে ব্যবসায়িক লােকসান মানুষকে বেকারতের দিকে ধাবিত করে। যদিও আর্থিক সেবাদানকারী খাত । আর্থিক সেবাপ্রদানের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করছে। কিন্তু একটি বৃহৎ বেকার শ্রেণিকে কর্মসংস্থানের সৃষ্টি করা চ্যালেঞ্জের ব্যাপার।
উপসংহার । পরিশেষে বলা যায় যে, আর্থিক সেবাদানকা প্রতিষ্ঠানসমূহই হচ্ছে মূল চালিকাশক্তি। যাদের মাধ্যমে সর অর্থনৈতিক পলিসির দ্বারা অর্থনৈতিক স্থিতিশীলতা, মার মুদ্রাস্ফীতি এবং বেকারত্ব হ্রাসের ক্ষেত্রে সগ্রামে লিপ্ত।
প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে ইমেল : info@banglanewsexpress.com
আমরা আছি নিচের সামাজিক যোগাযোগ মাধ্যমে গুলোতে ও
- সোয়াপ (SWAP) কাকে বলে? , সোয়াপ (SWAP) কতো প্রকার বিস্তারিত আলোচনা করো
- ব্যবসায়িক ঝুকি বলতে কি বুঝায় উদাহরণ সহ আলোচনা করো
- বিনিয়োগ ব্যাংকের ট্রেডিং ব্যবস্থা আলোচনা করো
- খিলাফত রাষ্ট্র ও আধুনিক মুসলিম রাষ্ট্র পার্থক্য । খিলাফত রাষ্ট্র vs আধুনিক মুসলিম রাষ্ট্র পার্থক্য
- What do you near by Business communication?, Explain the concept of business communication
- Describe the barriers to effective communication in business organization