প্রশ্ন সমাধান: আর্থ-সামাজিক উন্নয়নে এসএমই ফাউন্ডেশন, এসএমই ফাউন্ডেশনের ভূমিকা বর্ণনা কর, এসএমই ফাউন্ডেশনের তাৎপর্য তুলে ধর,শিল্পায়নে এসএমই ফাউন্ডেশনের ভূমিকা
এস.এম.ই ফাউন্ডেশন শিল্পায়নে নারী ও সকল শ্রেণির এস.এম.ই উদ্যোক্তাদের উৎসাহিত, উদ্বুদ্ধ এবং জাতীয় পর্যায়ে সুসংগঠিতকরণসহ এস.এম.ই উন্নয়নে কাজ করে যাচ্ছে। উন্নয়নশীল বিশ্বে জাতীয় অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে টেকসই শিল্পায়নের ক্ষেত্রে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের ভূমিকা ঐতিহাসিকভাবে সমাদৃত। এস.এম.ই ফাউন্ডেশনের ভূমিকা : নিম্নে এস.এম.ই ফাউন্ডেশনের ভূমিকা আলােচনা করা হলাে
১. নারী উদ্যোক্তা উন্নয়ন : ট্রেডবডিসমূহের প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি, নারী উদ্যোক্তাদের অর্থায়নে ব্যাংকার উদ্ধৃদ্ধকরণ কর্মসূচি, নারী উদ্যোক্তা বিষয়ক স্টাডি পরিচালনা, নারী উদ্যোক্তা সম্মেলন আয়ােজন, জাতীয় এস.এম.ই নারী উদ্যোক্তা পুরস্কার প্রতিযােগিতা আয়ােজন, নারী উদ্যোক্তা পণ্য মেলা আয়ােজন প্রভৃতি উন্নয়নের মূল স্রোতধারায় নারী উদ্যোক্তাদের নিয়ে আসা এবং তাদের ক্ষমতায়ন নিশ্চিত করার লক্ষ্যে উদ্যোগ গ্রহণ করা ফাউন্ডেশনের অন্যতম প্রধান কাজ।
২. প্রযুক্তি উন্নয়ন ও ব্যবহার : এ ফা এস.এম.ইদের গ্রিন টেকনােলজি এবং এনার্জির দক্ষ ২ উপর নানামুখী কাজ করে আসছে। এস.এম.ইদের উন্নয়নে আধুনিক প্রযুক্তির ব্যবহার, প্রযুক্তি উন্নয়ন, আমা প্রযুক্তি গ্রহণ, রিভার্স ইঞ্জিনিয়ারিং এবং প্রেডাক্ট কম সার্টিফিকেশনের মাধ্যমে এই খাতের উন্নয়নে ফাউন্ডেশন বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করে থাকে।
[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
৩. দক্ষতা উন্নয়ন ও ক্যাপাসিটি বিল্ডিং : এই কয়, সক্ষণ ইনস্টিটিউট অথবা এস.এম.ই সংশিই শনের সাথে সংশ্লিষ্ট হয়ে এস.এম.ই ফাউন্ডেশন বিভিন্ন প্রশিক্ষণ কার্যসূচির আয়ােজন করে থাকে। এস এম উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি ও নতুন উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে বিভি ধরনের কর্মসূচি পরিচালনা ফাউন্ডেশনের একটি অন্যতম কাজ। |
৪. একসেস টু ইনফরমেশন : এই সেক্টরের প্রসারের লক্ষ্যে স্থানীয় ও আন্তর্জাতিক পর্যায়ের এস.এম.ই সংক্রান্ত বিভিন্ন তor উপাত্ত টেকনােলজি ইত্যাদি বিষয়ক একটি তথ্য ভান্ডার প্রতিষ্ঠার কাজ এস.এম.ই নিয়মিত করে যাচ্ছে। এস.এম.ই ফাউন্ডেশনের নিজস্ব ওয়েব পাের্টাল Www.Smef.Org.bd এর মাধ্যমে । এস.এম.ই সংশ্লিষ্ট অন্যান্য প্রতিষ্ঠানসমূহের ব্যবহারের উদ্দেশ্যে হালনাগাদ তথ্য ও উপাত্ত উপস্থাপন করে থাকে।
৫. ফাইন্যান্সিয়াল সার্ভিস : এস.এম.ই খাতে অর্থায়ন বৃদ্ধিকল্পে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন বিভাগ/জেলা শহরে নিয়মিতভাবে এস.এম.ই ঋণ মেলা ব্যাংকার উদ্যোক্তা সম্মেলন, সেমিনার ঋণ সম্পর্কিত ম্যাচমেকিং, ব্যাংকারদের প্রশিক্ষণ ইত্যাদি কর্মসূচি আয়ােজন করা হয়। মূলত নির্বাচিত ব্যাংক এবং নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে এ ঋণ প্রদান করা হয়। ফাউন্ডেশন হতে সরাসরি কোনাে ঋণ প্রদান করা হয় না।
৬. পলিসি এ্যাডভােকেসি ও গবেষণা : ফাউন্ডেশন। এস.এম.ই উন্নয়নে স্বল্পমেয়াদি, দীর্ঘমেয়াদি এবং প্রেক্ষিত পরিকল্পনা প্রণয়নে সহায়তা প্রদানের জন্য গবেষণা এবং কেস স্টাডি পরিচালনা করে থাকে। গবেষণা ও পলিসি এ্যাডভােকেসি কার্যক্রমের প্রদান লক্ষ্য হচ্ছে সুষ্ঠুভাবে ব্যবসা পরিচালনার ক্ষেত্রে এসএমই বান্ধন পরিবেশ সৃষ্টিতে সহায়তা করা।
উপসংহার : পরিশেষে বলা যায় যে, সরকার কর্তৃক গৃহীত ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এস.এম.ই) উন্নয়ন নীতিকৌশল বাস্তবায়নে সার্বিক সহায়তা প্রদান করা এস.এম.ই ফাউন্ডেশনের পালন করে থাকে।
ন্যতম প্রধান দায়িত্ব। এছাড়াও উপরের আলােচ্য কর্মসূচিগুলাে।
এসএমই ফাউন্ডেশনঃ উদ্যোক্তাদের যেভাবে সহায়তা করে
এসএমই ফাউন্ডেশন
এসএমই ফাউন্ডেশন হলো সরকারের শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন একটি স্বাধীন প্রতিষ্ঠান। এটি কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান নয়। দেশের ক্ষুদ্র এবং মাঝারি শিল্প উদ্যোক্তাদের উন্নয়নে এবং তাদের সহায়তা করতে কাজ করে এসএমই ফাউন্ডেশন। এ ক্ষেত্রে প্রতিষ্ঠানটি ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের উদ্যোক্তাদের উৎপাদনমুখী কার্যক্রমকে সহজ করার লক্ষে সহজ শর্তে ঋণের ব্যবস্থা করে দেয়। তবে প্রতিষ্ঠানটি নিজ থেকে কোনো ঋণ দেয় না। তারা গ্রাহককে ব্যাংকের সঙ্গে সংযুক্ত করে দেয়, যাতে গ্রাহক সহজে ব্যাংক থেকে চাহিদা অনুযায়ী ঋণ পেতে পারেন। এ বিষয়ে দেশের বাণিজ্যিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে এসএমই ফাউন্ডেশনের চুক্তি রয়েছে।
এসএমই ফাউন্ডেশনের সুপারিশে বিভিন্ন দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের ৫০ হাজার থেকে ২০ লাখ টাকা পর্যন্ত জামানতবিহীন ঋণ দেয়। এ ঋণের সুদের হার ৯ শতাংশ। এ ক্ষেত্রে অন্য কোনো ফি নেওয়া হয় না। উদ্যোক্তা নিজস্ব উদ্যোগে ঋণ নিতে গেলে নানা ধরনের ফি দিতে হয়। এর পাশাপাশি প্রতিষ্ঠানটির আওতায় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো উৎপাদনমুখী ক্ষুদ্র বা মাঝারি কাস্টার বেইজড (চার-পাঁচ কিলোমিটার এলাকার মধ্যে একই ধরনের ৪০-৫০টি প্রতিষ্ঠান থাকলে তাকে কাস্টার বেইজড শিল্পাঞ্চল বলে) শিল্পে ৫ লাখ থেকে ৩০ কোটি টাকা পর্যন্ত ঋণ দেয়। জামানতবিহীন এ ঋণেরও সুদের হার ৯ শতাংশ।
ক্ষুদ্র এবং মাঝারী শিল্পের বিকাশে এবং মান উন্নয়নে এসএমই ফাউন্ডেশন একটি গুরুত্বপূর্ন ভূমিকা পালন করে থাকে। ক্ষুদ্র এবং মাঝারী শিল্প উদ্যোক্তা এবং বিশেষ করে নারী উদ্যোক্তাদের জন্য এটি সংশ্লিষ্ট বিষয়ে বিভিন্ন প্রশিক্ষণমূলক কর্মসূচী আয়োজন করে থাকে। দেশের ক্ষুদ্র এবং মাঝারী শিল্প যাতে দেশের দারিদ্র্যতা নিরসনে এবং অর্থনৈতিক উন্নয়নে বড় অবদান রাখতে পারে সেজন্য এসএমই ফাউন্ডেশন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে থাকে। ২০০৭ সালে ৩০ মে আনুষ্ঠানিকভাবে এসএমই ফাউন্ডেশন প্রতিষ্ঠা লাভ করে। এটি একটি স্বাধীন এবং অলাভ জনক প্রতিষ্ঠান।
ঠিকানা এবং অবস্থান
এসএমই ফাউন্ডেশনস্মল এন্ড মিডিয়াম এন্টারপ্রাইজ ফাউন্ডেশন | |
রয়েল টাওয়ার, ৪ পান্থপথ,ঢাকা ১২১৫, বাংলাদেশ।ফোন: ৮১৪২৯৮৩, ৯১৪২৯০৭ফ্যাক্স: ৮১৪২৪৬৭ | ইমেইল: info@smef.org.bdওয়েব সাইট: www.smef.org.bd |
এসএমই ফাউন্ডেশনের কার্যাবলী (সংক্ষেপে)
-বাংলাদেশ সরকার কর্তৃক গৃহীত এসএমই পলিসিকে বাস্তবায়ন করা;
-এসএমই ফাউন্ডেশনের সহজ পলিসিগুলো গ্রহণ করতে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় এবং এজেন্সীকে অনুরোধ করা;
-ক্ষুদ্র এবং মাঝারী শিল্প উদ্যোক্তাদের বিভিন্ন ক্ষেত্রে ব্যবসায়িক সাপোর্ট প্রদান করা;
-নতুন এসএমই ব্যবসায়ীদের প্রয়োজনীয় তথ্য এবং গাইড লাইন প্রদান করা;
-বিভিন্ন সরকারী এবং বেসরকারী আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে এসএমই ব্যবসায়ীদের বিভিন্ন মেয়াদী ঋনের ব্যবস্থা করা;
-এসএমই ব্যবসায়ীদের দক্ষতা আনয়নে বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচীর আয়োজন করা;
-এসএমই ব্যবসায়ীদের তাদের প্রস্তুতকৃত পণ্য বাজারজাত করণে সহযোগীতা করা;
-নারী উদ্যোক্তাদের প্রথম সারিতে নিয়ে আসা এবং তাদেরকে প্রয়োজনীয় প্রশিক্ষন প্রদান করে এসএমই ব্যবসায়ে আগ্রহী করে তোলা।
-নারী উদ্যোক্তাদের এসএমই ব্যবসায়ে বিভিন্ন ঋণের ব্যবস্থা করা;
-এসএমই ব্যবসায়ে কম্পিউটার, ইন্টারনেটসহ নিত্য নতুন প্রযুক্তির সন্মিলন ঘটানো;
-এসএমই ব্যবসায় বিদেশী উদ্যোক্তাদের আকৃষ্ট করা;
নারী উদ্যোক্তা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কোর্স
এসএমই ফাউন্ডেশন নারী উদ্যোক্তা সৃষ্টি এবং নারী উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি ও উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন ধরণের প্রশিক্ষণ কর্মসূচীর আয়োজন করে থাকে। প্রশিক্ষণ কর্মসূচীগুলো ঢাকাসহ দেশের বিভিন্ন বিভাগীয় শহরে আয়োজন করা হয়।
ক্রমিক নং | প্রশিক্ষণের নাম | বিবরণ |
০১. | নতুন ব্যবসা শুরুর প্রশিক্ষণ | নতুন করে ব্যবসা শুরু করতে আগ্রহী যে কোন পেশার নারীরা আবেদন করতে পারেন। আবেদন করার যোগ্যতা: নূন্যতম এসএসসি পাশ। |
০২. | ন্যাচারাল ডাইং ট্রেইনিং | ফ্যাশন ডিজাইন / বুটিকসে ব্যবসা করছেন এবং ডাইং বিষয়ে আগ্রহী নারী উদ্যোক্তারা আবেদন করতে পারেন । আবেদন করার যোগ্যতা: বুটিকস ব্যবসার ট্রেড লাইসেন্সসহ কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। |
০৩. | ব্যাংক ঋণ প্রস্তাবনা তৈরীর প্রশিক্ষণ | ব্যবসার প্রয়োজনে ব্যাংক ঋণ পেতে চান এমন নারী উদ্যোক্তারা আবেদন করতে পারেন। আবেদন করার যোগ্যতা: নূন্যতম এসএসসি পাশ এবং ট্রেড লাইসেন্স থাকতে হবে। |
উপরে উল্লেখিত ৩টি বিষয় ছাড়াও অন্যান্য বিষয়ে প্রশিক্ষণের জন্য প্রশিক্ষণের নাম উল্লেখসহ আবেদন করা যাবে। সেক্ষেত্রে কেবলমাত্র প্রয়োজনীয় সংখ্যক আবেদনপত্র পাওয়া গেলে এবং ফাউন্ডেশনের ম্যান্ডেট অনুযায়ী তা যুক্তিযুক্ত বিবেচিত হলে প্রশিক্ষণসমূহ আয়োজন করা যেতে পারে।
আবেদন ফরমে যেসকল বিষয় উল্লেখ করতে হবে
আবেদন ফরমের নমুনা |
নাম: যোগাযোগের ঠিকানা: ব্যবসা প্রতিষ্ঠানের নাম / ঠিকানা (প্রযোজ্য ক্ষেত্রে): প্রশিক্ষণের নাম: ফোন / মোবাইল:ট্রেড লাইসেন্স নং (প্রযোজ্য ক্ষেত্রে): ব্যবসার ধরণ (প্রযোজ্য ক্ষেত্রে): উত্পাদিত পণ্য (প্রযোজ্য ক্ষেত্রে):ব্যবসার অভিজ্ঞতা (প্রযোজ্য ক্ষেত্রে): আবেদনকারী যে বিভাগীয় শহরে প্রশিক্ষণ গ্রহণে ইচ্ছুক: |
এসএমই ফাউন্ডেশনকে সহযোগীতাকারী প্রতিষ্ঠানসমূহ
-বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং জোন অথোরিটি
-বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেষ্টিং ইনষ্টিটিউশন (বিএসটিআই)
-বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)
-বোর্ড অফ ইনভেষ্টমেন্ট বাংলাদেশ
-চট্টগ্রাম সিটি কর্পোরেশন
-রপ্তানী উন্নয়ন ব্যূরো, বাংলাদেশ
-রেজিষ্ট্রার অফ জয়েন্ট স্টক কোম্পানীজ এন্ড ফার্মস
-সিকিউরিটি এন্ড এক্সচেঞ্জ কমিশন, বাংলাদেশ
বাংলাদেশ ব্যাংক এর অনুমোদিত বিভিন্ন সরকারী, বেসরকারী এবং বাংলাদেশে অবস্থিত বিদেশী ব্যাংকসমূহ
প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে ইমেল : info@banglanewsexpress.com
আমরা আছি নিচের সামাজিক যোগাযোগ মাধ্যমে গুলোতে ও
- লিভারেজ ইজারা বলতে কি বুঝ বিস্তারিত আলোচনা করো
- IAS 17 ও IFRS 16 পার্থক্য, IAS 17 vs IFRS 16 পার্থক্য, IAS 17 ও IFRS 16 মধ্যে পার্থক্য আলোচনা
- আইএফআরএস ১৬ ও আইএসি ১৭ পার্থক্য । আইএফআরএস ১৬ vs আইএসি ১৭ পার্থক্য
- আই এ এস (IAS) অনুযায়ী ইজারা গ্রহীতার হিসাববিজ্ঞানের নীতিসমূহ লেখ
- এসি কারেন্ট ও ডিসি কারেন্ট
- ইজারা সম্পদ বিক্রয়ের উপর করের প্রভাব বিস্তারিত আলোচনা কর