ssc business entrepreneur suggestion (pdf) 2022, ব্যবসায় উদ্যোগ সাজেশন (pdf) এসএসসি ২০২২, ssc /এসএসসি ব্যবসায় উদ্যোগ সংক্ষিপ্ত সাজেশন ২০২২, ফাইনাল সাজেশন এসএসসি ব্যবসায় উদ্যোগ ২০২২, ssc business entrepreneur suggestion 100% common guaranty

বিষয়: এসএসসি পরীক্ষার্থীদের ব্যবসায় উদ্যোগ সাজেশন, special short suggestion ssc suggestion business entrepreneur

বাংলাদেশে ব্যবসায় সম্প্রসারণে ব্যবসায় পরিবেশের প্রভাব বিশ্লেষণ।

নির্দেশনা (সংকেত/ধাপ/পরিধি):

১. প্রয়ােজনে এবং সম্ভব হলে শিক্ষক/ সহপাঠী/পরিচিত ব্যবসায়ী /পরিজনের (মােবাইল ইন্টারনেটের সাহায্যে) ব্যবসায় পরিবেশ সংক্রান্ত অভিজ্ঞতা জেনে নেয়া যেতে পারে।
২. ব্যবসায়ের ধারণা ব্যাখ্যা করতে হবে।
৩. ব্যবসায়ের প্রকারভেদ ছকে প্রদর্শন করে ব্যাখ্যা করতে হবে।
৪. ব্যবসায় পরিবেশ এর ধারণা ব্যাখ্যা করতে হবে।
৫. বাংলাদেশে ব্যবসায়িক পরিবেশ এর উপাদানগুলি ব্যাখ্যা করতে হবে।

উত্তর : লিংক

বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে ব্যবসায় উদ্যোগ এর ভূমিকা নিরূপণ

শিখনফল/ বিষয়বস্তু:

ব্যবসার ধারণা ব্যাখ্যা করতে পারবো

ব্যবসার প্রকারভেদ বর্ণনা করতে পারব

ব্যবসার উপর প্রভাব বিস্তারকারী পরিবেশের উপাদানগুলো চিহ্নিত করতে পারব

উপরোক্ত এসাইনমেন্ট সম্পন্ন করার সময় তোমরা যে সকল নির্দেশনা সমূহ অনুসরণ করতে হবে বা যে সকল প্রশ্নের উত্তর দিতে হবে তাহল-

১. উদ্যোগ ও ব্যবসায় উদ্যোগ এর ধারণা নিতে হবে;
২. ব্যবসা উদ্যোগ গড়ে ওঠার অনুকূল পরিবেশ বর্ণনা দিতে হবে;
৩. ব্যবসায় উদ্যোগ এর বৈশিষ্ট্য বর্ণনা করতে হবে;
৪. আর্থসামাজিক উন্নয়নে ব্যবসা উদ্যোগের গুরুত্ব ব্যাখ্যা করতে হবে;

সাজেশন সম্পর্কে প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে Google News <>YouTube : Like Page ইমেল : assignment@banglanewsexpress.com

উত্তর : লিংক

ব্যবসায় উদ্যোগ সৃষ্টিতে আত্মকর্মসংস্থানের ভূমিকা নিরূপণ।

নির্দেশনাঃ

  1. ব্যবসায় উদ্যোগের ধারণা উদাহরণসহ ব্যাখ্যা করতে হবে।
  2. ব্যবসায় উদ্যোগের বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে হবে।
  3. উদাহরণসহ আত্মকর্মসংস্থানের ধারণা ব্যাখ্যা করতে
  4. আত্মকর্মসংস্থান ও উদ্যোগের মধ্যে সম্পর্ক যুক্তিসহ ব্যাখ্যা করতে হবে।
  5. ব্যবসায় উদ্যোগের কার্যাবলী ব্যাখ্যা কমত হন।

উত্তর : লিংক

বাংলাদেশের নিরসনে আত্মকর্মসংস্থানের ভূমিকা নিরূপণ;

নির্দেশনা (সংকেত/ধাপ/পরিধি):

ক) আত্মকর্মসংস্থানের ধারণা;

খ) আত্মকর্মসংস্থানের উপযুক্ত ও লাভজনক ক্ষেত্র;

গ) আত্মকর্মসংস্থানে উদ্বুদ্ধকরণের উপায়;

ঘ) আত্মকর্মসংস্থানের গুরুত্ব;

উত্তর : লিংক

বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে সমবায় সমিতির গুরুত্ব বিশ্লেষণ; ।

নির্দেশনা (সংকেত/ধাপ/পরিধি):

  • আর্থ-সামাজিক উন্নয়নের ধারণা ব্যাখ্যা করতে হবে;
  • সমবায় সমিতির ধারণা উদাহরণসহ ব্যাখ্যা করতে হবে;
  • সমবায় সমিতির প্রকারভেদ ব্যাখ্যা করতে হবে;
  • বাংলাদেশে সমবায় ব্যবসায়ের সমস্যা ও সম্ভাবনা যুক্তিসহ ব্যাখ্যা করতে হবে;

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

উত্তর : লিংক

প্রাচীনতম ও জনপ্রিয় ব্যবসায় সংগঠন হিসাবে একমালিকানা ব্যবসায় এখনাে অপ্রতিদ্বন্দ্বীবক্তব্যের যথার্থতা নিরূপণ।

নির্দেশনা (সংকেত/ধাপ/পরিধি):

ক• একমালিকানা ব্যবসায়ের ধারণা।

খ• একমালিকানা ব্যবসায়ের বৈশিষ্ট্য।

গ• একমালিকানা ব্যবসায়ের উপযুক্ত ক্ষেত্রসমূহ।

ঘ• একমালিকানা ব্যবসায়ের জনপ্রিয়তার কারণ।

উত্তর : লিংক

দেশের আর্থ সামাজিক উন্নয়নে ব্যবসায় উদ্যোগের ভূমিকা নিরূপণ।।

নির্দেশনাঃ

  1. গড়ে উঠার অনুকূল পরিবেশ
  2. ব্যবসায় উদ্যোগের গুরুত্ব
  3. ব্যবসায় উদ্যোগ ব্যবসায় উদ্যোগ ও ঝুঁকির সম্পর্ক
  4. আর্থ সামাজিক উন্নয়নের ধারণা

উত্তর : লিংক

বাংলাদেশের শিল্পের ওপর ব্যবসায়িক পরিবেশের উপাদান এর প্রভাব।

উত্তর : লিংক

SSC business entrepreneurship MCQ & Question Model Test -1

SSC business entrepreneurship MCQ & Question Model Test -2

SSC business entrepreneurship MCQ & Question Model Test -3

SSC business entrepreneurship MCQ & Question Model Test -4

SSC business entrepreneurship MCQ & Question Model Test -5


আরো ও সাজেশন:-

অধ্যায় ১: ব্যবসায় পরিচিতি

সৃজনশীল প্রশ্ন ১ : জনাব রফিক দীর্ঘদিন সরকারি চাকরি করার পর সম্প্রতি অবসর নিয়েছেন। তিনি পেনশন বাবদ যে টাকা পেয়েছেন তা এমন একটি জায়গায় রাখতে চান যেখান থেকে ব্যাংকের সুদের থেকে বেশি মুনাফা পাওয়া যাবে। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে পরামর্শ করে তিনি একটি ব্যবসায় প্রতিষ্ঠানে টাকা বিনিয়োগের প্রস্তাব করলেন। তিনি কোনো ঝুঁকি নিবেন না বরং মাস শেষে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা নেওয়ার শর্তে টাকা বিনিয়োগ করার চুক্তি করলেন।

ক. ব্যবসায় কী?
খ. ব্যবসায়ে সেবার মনোভাব থাকা কেন প্রয়োজন?
গ. উদ্দীপকে রফিক সাহেব ব্যবসায়ের কোন কাজটি সম্পাদন করেছেন? আলোচনা কর।
ঘ. রফিক সাহেবকে একজন ব্যবসায়ী না বলাই যৌক্তিক- মূল্যায়ন কর।

সৃজনশীল প্রশ্ন ২ : মিসেস সুমাইয়া একজন বুটিক শিল্পের ক্ষুদ্র উৎপাদনকারী। তিনি তার কারখানায় বিভিন্ন ফ্যাশনের পোশাক তৈরি ও বিক্রয় করেন। তিনি তার ব্যবসায়ের প্রয়োজনে একটা আলমারি ক্রয় করেন ও অফিসে স্থান সংকুলান না হওয়ায় ক্রয়মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করে লাভবান হন।

ক. পণ্য বিনিময় কাকে বলে?
খ. ব্যবসায়ে উৎপাদনকারী শাখাকে কী বলে? ব্যাখ্যা কর।
গ. মিসেস সুমাইয়ার আলমারি ক্রয় ও বিক্রয় করে মুনাফা অর্জনে
ব্যবসায়ের কোন বৈশিষ্ট্যটি অনুপস্থিত? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে উল্লিখিত সুমাইয়ার লেনদেনটি ব্যবসায় কিনা তা মূল্যায়ন কর।

সৃজনশীল প্রশ্ন ৩ : জনাব আরিফ তার এলাকার উৎপাদিত পাটের উপর ভিত্তি করে স্কুল ব্যাগ, শিকা, দেওয়াল মাদুর তৈরি করে ইউরোপের বিভিন্ন দেশে বিক্রি করে। এই সকল পাটজাত দ্রব্য রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করছে। পণ্যদ্রব্য রপ্তানি কার্য যথাযথভাবে সম্পাদনে বেশকিছু বাধা মোকাবিলা করে পণ্য রপ্তানি করে থাকে।

ক. ব্যবসায়িক পরিবেশ কী?
খ. ব্যবসায় উদ্যোগের সাথে কীসের সম্পর্ক বিদ্যমান? ব্যাখ্যা কর।
গ. জনাব আরিফের পাটজাত দ্রব্য ইউরোপে রপ্তানি করার কাজকে কোন ধরনের ব্যবসায় বলে? ব্যাখ্যা কর।
ঘ. জনাব আরিফের ক্ষেত্রে পাটজাত দ্রব্য রপ্তানিতে কোন ধরনের বাধা মোকাবিলা করতে হয় বলে তুমি মনে কর? এ ব্যাপারে তোমার মতামত দাও।

সৃজনশীল প্রশ্ন ৪ : বাংলাদেশের বিভিন্ন শহরতলিতে সাধারণত নিম্ন আয়ের লোকজন বাস করে। তাদের অধিকাংশই রক্ষণশীল পরিবারের সদস্য। জনাব চান মিয়া চীন থেকে বিলাসজাত দ্রব্য কিনে তা বিভিন্ন শহরতলিতে বিক্রি করেন। তাতে তিনি লাভবান হতে পারছেন না।

ক. ব্যবসায় কী?
খ. প্রত্যক্ষ সেবা বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর।
গ. চান মিয়ার বিলাসজাত দ্রব্য আমদানি ব্যবসায়ের কোন শাখার অন্তর্ভুক্ত? ব্যাখ্যা কর।
ঘ. জনাব চান মিয়ার ব্যবসায় লাভবান না হওয়ার মূল কারণ কী বলে তুমি মনে কর? মতামত দাও।

সৃজনশীল প্রশ্ন ৫ : চট্টগ্রামের বাদল মিয়া একজন ফার্নিচার ব্যবসায়ী। তিনি কাঠ প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে আসবাবপত্র তৈরি করেন। তার পণ্যের চাহিদার কারণে দূর দূরান্তে পণ্য পাঠাতে হয় এবং প্রচুর অর্থের প্রয়োজন হয়। এ সমস্ত বাধা দূরীকরণে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করলেন এবং সফল হলেন।

ক. পর্তুগিজরা চট্টগ্রামকে কী নামে ডাকত?
খ. আইনগত পরিবেশ কী? উদাহরণসহ ব্যাখ্যা কর।
গ. বাদল মিয়ার কাজটি ব্যবসায়ের কোন প্রকারভেদের অন্তর্গত? বর্ণনা কর।
ঘ. বাদল মিয়ার সফলতার পেছনে কীসের ভূমিকা রয়েছে বিশ্লষণ কর।

সৃজনশীল প্রশ্ন ৬ : রুনা আক্তার ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করার পর তার কিছু ডাক্তার বন্ধুদের নিয়ে তাদের গ্রামে একটি ক্লিনিক স্থাপন করেন। এখন গ্রামে গরিব মানুষদের কম টাকায় চিকিৎসা সেবা দিচ্ছেন। এতে গ্রামের মানুষ তাকে খুব ভালোবাসে।

ক. তুরস্ক ও সিরিয়ার মধ্যকার সম্পর্ক কোন পরিবেশের অন্তর্গত
খ. Business to Business বলা হয় কাকে? ব্যাখ্যা কর।
গ. রুনা আক্তারের কাজটি কোন শিল্পের অন্তর্গত ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে উল্লিখিত শিল্পটি ছাড়াও আরো অনেক শিল্প মানবকল্যাণে বিদ্যমান- বিশ্লেষণ কর।

সৃজনশীল প্রশ্ন ৭ : রিপন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস বিভাগে এমএ পাস করার পর উৎপাদনমূলক কাজ করার সিদ্ধান্ত নেন। তিনি বাড়ির পাশে পতিত জমিতে চারা উৎপাদন শুরু করেন। উন্নতমানের চারা সরবরাহের মাধ্যমে জনপ্রিয়তা অর্জনের সাথে সাথে তার ব্যবসায় পরিধি যখন বৃদ্ধি পায় তখন তিনি কয়েকজন কর্মী নিয়োগ দেন।

ক. বিজ্ঞাপন কী?
খ. মুনাফা অর্জনই কি ব্যবসায়ের একমাত্র উদ্দেশ্য? ব্যাখ্যা কর।
গ. রিপনের কাজটি কোন শিল্পের অন্তর্গত? বর্ণনা কর।
ঘ. রিপনের কর্মকা- এলাকার আর্থ-সামাজিক উন্নয়নে কতটা ভূমিকা রাখতে পারবে বলে তুমি মনে কর? যুক্তিসহ লেখ।

অধ্যায় ২: ব্যবসায় উদ্যোগ ও উদ্যোক্তা

সৃজনশীল প্রশ্ন ১ : জনাব মিল্টন শরণখোলা থানার কচুয়া গ্রামে একটি মাছ প্রক্রিয়াজাতকরণ ফ্যাক্টরি দেন। এই গ্রামের শিক্ষিতদের অধিকাংশ চাকরির সন্ধানে শহরমুখী। এছাড়া স্থানীয় লোকজন আধুনিক যন্ত্রপাতি চালানোয় দক্ষ নয় এবং দক্ষ করে গড়ে তোলার কোনো সুব্যবস্থাও নেই। ফলে তাদের উৎপাদন বাধাগ্রস্ত হচ্ছে।

ক. ব্যবসায় প্রকল্প প্রতিবেদন কী?
খ. ব্যবসায় উদ্যোগ বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে জনাব মিল্টনকে কী বলা যায়? বর্ণনা কর।
ঘ. উদ্দীপকের জনাব মিল্টনের প্রতিষ্ঠানটির ব্যর্থতার কারণ বিশ্লেষণ কর।

সৃজনশীল প্রশ্ন ২ : উচ্চ শিক্ষিত মি. মুনসুর চিত্রা নদীর তীরে স্বল্পমূল্যে চল্লিশ একর জমি নিয়ে মনোরম পরিবেশে একটি পিকনিক স্পট প্রতিষ্ঠা করেন। তিনি বিভিন্ন সুযোগ-সুবিধা ও খেলার সামগ্রী দিয়ে স্পটটি সুন্দরভাবে সাজান। পরবর্তীতে জনপ্রতি ৩০ টাকা প্রবেশ ফি নির্ধারণ করেন। প্রথম কয়েক বছর স্পটে লোক সমাগম ছিল কম। তিনি আশাবাদী ছিলেন এবং হতাশ না হয়ে টেলিভিশনের বিভিন্ন চ্যানেলে বিজ্ঞাপন প্রচার করেন। ফলে প্রচুর দর্শনার্থী সমাগম হতে লাগল এবং স্পট থেকে আয়ের পরিমাণ বৃদ্ধি পেতে থাকে।

ক. উন্নত অবকাঠামোগত উপাদান কী?
খ. ব্যবসায়ের লাভ-লোকসান হ্রাস-বৃদ্ধি ঘটে কোন কারণে? ব্যাখ্যা কর।
গ. মি. মুনসুরের পিকনিক স্পট প্রতিষ্ঠার কাজটিকে কী বলে? বর্ণনা কর।
ঘ. উদ্দীপকে চিত্রা নদীর তীরে স্পট তৈরিতে উদ্যোক্তার কোন গুণটি ফুটে উঠেছে তার যথার্থতা মূল্যায়ন কর।

সৃজনশীল প্রশ্ন ৩ : মাহিমা ছোটবেলা থেকেই একা কিছু করার কথা ভাবতেন। বিএ পাস করার পর তিনি বুটিকের উপর প্রশিক্ষণ নিয়ে একটি বুটিক হাউস প্রতিষ্ঠা করেন। তার এই বুটিকের কাজের কাপড়ের বেশ চাহিদা থাকায় প্রতিবেশী আরও কয়েকজনকে প্রশিক্ষণ দিয়ে বড় করে একটি প্রতিষ্ঠান স্থাপন করেন। তিনি নতুন নতুন ডিজাইন করেন এবং প্রতিষ্ঠানের সকল কাজ সকল সময় তদারকি করেন। তিনি সবসময় উৎফুল্ল থাকেন।

ক. ব্যবসায় কী?
খ. ব্যবসায় উদ্যোগ উন্নয়নে বাধাগুলো কী কী?
গ. উদ্দীপকে মাহিমার বুটিক হাউস প্রতিষ্ঠার কাজকে কী বলে? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে মাহিমার মধ্যে একজন উদ্যোক্তা হিসেবে কী কী গুণাবলি লক্ষ করা যায় তা মূল্যায়ন কর।

সৃজনশীল প্রশ্ন ৪ : মেহদাদ ও নুহাস দুই বন্ধু দশ বছর বিদেশে অবস্থান করে সম্প্রতি দেশে ফিরেছেন। তাদের আর বিদেশ যাবার ইচ্ছা নেই। মেহদাদদের এলাকা চিড়া-মুড়ি তৈরির জন্য বিখ্যাত। সেজন্য মেহদাদ গ্রামের দক্ষ কারিগরদের একত্রিত করে বৃহৎ আকারে মানসম্মত চিড়া-মুড়ি তৈরির সিদ্ধান্ত গ্রহণ করলেন। এতে মেহদাদের উন্নতির পাশাপাশি কারিগরদেরও সচ্ছলতা বৃদ্ধি পেল। অন্যদিকে নুহাস গ্রামের ঐতিহ্যকে লালনের উদ্দেশ্যে তার নিজ বাড়িতে একটি পাঠাগার ও সংগ্রহশালা প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিলেন। এলাকাবাসী তাদের কর্মকাণ্ড খুশি।

ক. ম্যাটসুসিটা কোন দেশের কোম্পানি?
খ. ব্যবসায় উদ্যোক্তা বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর।
গ. নুহাসের গ্রামে পাঠাগার ও সংগ্রহশালা প্রতিষ্ঠা কোন ধরনের চিন্তা? ব্যাখ্যা কর।
ঘ. ‘মেহদাদের উদ্যোগ অন্যদের জন্য অনুকরণীয় হতে পারে’- উক্তিটি মূল্যায়ন কর।

সৃজনশীল প্রশ্ন ৫ : রুনা ও রিনা দুইবোন। উভয়ে বাটিক ও বুটিকের কাজে পারদর্শী। রুনা নিজের পরিবারের চাহিদা মিটানোর জন্য বাটিক ও বুটিকের কাজ বাসায় করার উদ্যোগ নিল। কিন্তু রিনা মুনাফা অর্জনের লক্ষ্যে তার উৎপাদিত বাটিক ও বুটিকের পণ্য মার্কেটে শো-রুমের সাহায্যে বিক্রয় করে। রিনার প্রতিষ্ঠান লাভজনক হওয়ায় সে ব্যবসায় সম্প্রসারণ করার চিন্তাভাবনা করছে।

ক. ব্যবসায় উদ্যোগ কী?
খ. উদ্যোগ ও ব্যবসায় উদ্যোগের মধ্যে পার্থক্য তুলে ধর।
গ. উদ্দীপকের আলোকে উদ্যোগ ও ব্যবসায় উদ্যোগের পার্থক্য নির্ণয় কর।
ঘ. “ব্যবসায় প্রতিষ্ঠানকে লাভজনক করার ক্ষেত্রে উদ্যোক্তার ভূমিকাই মুখ্য”- উক্তিটি মূল্যায়ন কর।

সৃজনশীল প্রশ্ন ৬ : স্বল্পশিক্ষিত মিটুল জেলা শহরে একটি মোবাইল সার্ভিসিং-এর দোকানে স্বল্প বেতনে ৫ বছর মনোযোগসহকারে কাজ দেখে ও শিখে। পরবর্তীতে সে গ্রামে এসে একটি দোকান দেয়। প্রথমে আত্মীয়-স্বজন ও পরিচিতদের মোবাইল কম মজুরিতে মেরামত করে। সুনাম ছড়িয়ে পড়লে তার কাজের পরিধি ও মুনাফা বেড়ে যায়। ২ জন কর্মচারী নিয়ে বাতিল হওয়া মোবাইল ব্যাটারি দ্বারা সে চার্জ লাইট তৈরি করে বিক্রি করতে শুরু করে। এখন ইলেক্ট্রনিক্স পণ্যের ব্যবসায়ের পাশাপাশি গ্রামের অসহায় ও দরিদ্র শিক্ষার্থীদের চার্জার লাইট বিনামূল্যে বিতরণ শুরু করছে।

ক. বরিশালের লিবার্টি জেন্টস টেইলার্সের স্বত্বাধিকারী কে?
খ. প্রাক্কলিত নগদান প্রবাহ বিবরণী কী? ব্যাখ্যা কর।
গ. ৫ বছর স্বল্প বেতনের কর্মচারী হিসাবে কাজ করায় মিটুলের মধ্যে উদ্যোক্তার কোন গুণাবলি ফুটে উঠেছে তা বর্ণনা কর।
ঘ. মিটুলের মধ্যে উদ্যোক্তার যে সমস্ত বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়- তা মূল্যায়ন কর।

সৃজনশীল প্রশ্ন ৭ : মি. মানিক মিয়া বেশি পড়াশোনা করতে পারেননি। তাই তার ভালো কোনো চাকরিও হয়নি। কিন্তু তিনি ভেঙে না পড়ে বাড়ির পাশের এক খ- জমি লিজ নিয়ে নিয়ে সবজি চাষ শুরু করেন। প্রথম দিকে ভালো ফলন না হওয়ায় তার মন খারাপ হয়ে যায়। কিন্তু বারবার চেষ্টা করে অবশেষে সফল হন। এখন তার জমি, আয়, জীবনযাত্রার মান সবই বৃদ্ধি পেয়েছে। তিনি এখানে দৈনিক প্রায় ৪০ জন লোকের কাজের সুযোগ করে দিয়েছেন।

ক. PDB এর পূর্ণরূপ কী?
খ. বণ্টনপ্রণালি বলতে কী বোঝায়?
গ. মি. মানিক মিয়ার মধ্যে উদ্যোক্তার কোন ধরনের গুণাবলি প্রকাশ পেয়েছে? ব্যাখ্যা কর।
ঘ. মি. মানিক মিয়াকে কী ব্যবসায় উদ্যোক্তা বলা যায়? বিশ্লেষণ কর।

অধ্যায় ৩: আত্মকর্মসংস্থান

সৃজনশীল প্রশ্ন ১ : জনাব রাজা যুব উনড়বয়ন কেন্দ্র থেকে স্বল্পমেয়াদি প্রশিক্ষণ গ্রহণ করেন। তিনি কিছু জমি লিজ নিয়ে নিজস্ব অর্থায়নে সরিষা চাষ শুরু করেন। বাজারে সরিষার চাহিদা থাকায় তিনি লাভবান হলেন। তিনি সরিষা চাষের পাশাপাশি মৌ চাষ শুরু করেন। এতেও তিনি লাভবান হলেন। তার প্রতিবেশীরা উৎসাহিত হয়ে তারাও মৌ চাষ শুরু করেন। তাদের উৎপাদিত সরিষা ও মধু দেশের চাহিদা মেটাতে অনেকাংশে সক্ষম হন।

ক. ‘নট্রামস’ কোন মন্ত্রণালয় কর্তৃক পরিচালিত?
খ. দরিদ্র ও জমি নেই এমন নারী-পুরুষের কর্মসংস্থানে সাহায্যকারী সংস্থার বর্ণনা দাও।
গ. রাজার কাজটি কোন ধরনের? ব্যাখ্যা কর।
ঘ. মি. রাজা দেশের অর্থনীতিতে কী অবদান রাখছে তার সপক্ষে যুক্তি দাও।

সৃজনশীল প্রশ্ন ২ : জনাব ইমরান বিকম পাস করে দীর্ঘদিন কোনো চাকরি না পেয়ে গ্রামে চলে আসেন। সেখানে তিনি তার ব্যবসায়ী বন্ধু ইলিয়াসের পরামর্শে কিছু পুঁজি নিয়ে ‘মিতু কনফেকশনারি’ নামে একটি ব্যবসা শুরু করেন। এ কাজে তাহাকে সহায়তা করার জন্য তিনি দক্ষ ও অভিজ্ঞ দুজন কর্মী নিয়োগ করেন। কয়েক বছরের মধ্যেই এলাকায় প্রতিষ্ঠানটি সুনাম ছড়িয়ে পড়ে।

ক. নিজস্ব চিন্তা, বুদ্ধিমত্তা ও সম্পদকে কাজে লাগিয়ে জীবিকা অর্জনের ব্যবস্থাকে কী বলে?
খ. চাকরির বিকল্প হিসেবে আত্মকর্মসংস্থানের জনপ্রিয়তা অর্জনের কারণ বর্ণনা কর।
গ. উদ্দীপকে ‘মিতু কনফেকশনারি’ কোন ধরনের ব্যবসায়? বর্ণনা কর।
ঘ. “জনাব ইমরানের কর্মসংস্থানের প্রয়োজনীয়তা অপরিসীম”- উক্তিটি বিশ্লেষণ কর।

সৃজনশীল প্রশ্ন ৩ : জনাব হাবিব যুব উন্নয়ন অধিদপ্তর হতে প্রশিক্ষণ ও বাবার নিকট হতে অর্থ নিয়ে পোল্ট্রি খামার স্থাপন করেন। প্রথমে ২০০ মুরগি নিয়ে খামার শুরু করলেও ২ বছরের মধ্যে তার খামারের মুরগির সংখ্যা দাঁড়ায় ২৫০০টি। তার সাফল্যে অনুপ্রাণিত হয়ে গ্রামের বেকার যুবকরা মুরগির খামার স্থাপনে আগ্রহী হচ্ছে। হাবিব আগ্রহী যুবকদের পোল্ট্রি খামার স্থাপনের ব্যাপারে বিভিন্ন পরামর্শ দিচ্ছেন।

ক. ব্যবসায়ের স্থান নির্বাচনে বিবেচ্য বিষয় কী?
খ. প্রশিক্ষণ প্রয়োজন কেন? ব্যাখ্যা কর।
গ. জনাব হাবিবের কর্মসংস্থানের ধরনটি ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকের আলোকে কর্মসংস্থান সৃষ্টিতে হাবিবের ভূমিকা মূল্যায়ন কর।

সৃজনশীল প্রশ্ন ৪ : জনাব আমিরুল ইসলাম আত্মকর্মসংস্থানের লক্ষ্যে যুব প্রশিক্ষণ কেন্দ্র থেকে দুগ্ধ খামারের ওপর প্রশিক্ষণ গ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে তিনি লক্ষ্য স্থির করে দেশি ও বিদেশি ১০টি গাভি দিয়ে খামার শুরু করেন। খামার করতে গিয়ে বিভিনড়ব প্রতিকূলতার সম্মুখীন হলেও তিনি সেগুলো মোকাবিলা করে আজ স্বাবলম্বী।

ক. আত্মকর্মসংস্থান বেছে নেওয়ার পূর্বে কোনটি নির্ধারণ করা আবশ্যক?
খ. ‘যুব প্রশিক্ষণ কেন্দ্র আত্মকর্মসংস্থানে সহায়ক’- ব্যাখ্যা কর।
গ. আত্মকর্মসংস্থানের জন্য কোন কোন প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ নেওয়া যেতে পারে। দিকনির্দেশনা দাও।
ঘ. প্রশিক্ষণের প্রয়োজনীয়তা মূল্যায়ন কর।

সৃজনশীল প্রশ্ন ৫ : রায়সা, আশিতা এবং নেহা তিনজন সম্প্রতি বিকম পাস করেছে। নেহা এখন ভবিষ্যৎ সিদ্ধান্ত করতে পারেনি। কারণ তার বাবার ইচ্ছে সে মধ্যপ্রাচ্যের কোনো দেশে চলে যাক। কিন্তু মেধাবী নেহা চায় দেশেই কিছু করতে। এজন্য সে হাঁস মুরগি পালনের ওপর দু’মাসের প্রশিক্ষণ গ্রহণ করেন। এতে তার মনোবল বেড়ে যায়। বিদেশ যাবার টাকা দিয়ে সে বাড়িতে হাঁস-মুরগির খামার প্রতিষ্ঠা করে। প্রশিক্ষণলব্ধ জ্ঞান প্রয়োগ করে নিজের চেষ্টায় আজ সে স্বাবলম্বী।

ক. ইওগ এর পূর্ণরূপ কী?
খ. ন্যূনতম ঝুঁকি বলতে কী বোঝায়?
গ. নেহার হাঁস মুরগির খামার প্রতিষ্ঠা কোন ধরনের কাজের অন্তর্ভুক্ত? ব্যাখ্যা কর।
ঘ. স্বাবলম্বী হওয়ার পেছনে কোন গুণটি নেহাকে বেশি প্রভাবিত করছে বলে তুমি মনে কর? বিশ্লেষণ কর।

সৃজনশীল প্রশ্ন ৬ : জনাব বাতেন বি এ পাস করেও ভালো চাকরি না পেয়ে উপজেলা কৃষি অফিসারের পরামর্শে বাড়ির আশেপাশে পতিত জমিতে সবজি চাষ শুরু করেন। সবজি আবাদ করে তিনি বেকারত্ব ঘুচিয়েছেন।

ক. আত্মকর্মসংস্থান কী?
খ. যুব, তরুণ ও আগামী প্রজন্মকে আত্মকর্মসংস্থানে উদ্বুদ্ধ করতে ৪টি পদক্ষেপ লেখ।
গ. আমাদের দেশের বেকার যুবসমাজ কোন ধরনের কাজে নিয়োজিত থেকে আত্মকর্মসংস্থান গড়ে তুলতে পারে বলে তুমি মনে কর?
ঘ. বেকারত্ব ঘোচানোর জন্য বাতেনের সিদ্ধান্তের যৌক্তিকতা মূল্যায়ন কর।

সৃজনশীল প্রশ্ন ৭ : কক্সবাজারের জনাব জুবায়ের দারিদ্র্যতার কারণে এসএসসি পাসের পর সে স্থানীয়ভাবে শামুক ও ঝিনুক দিয়ে বিভিন্ন জিনিস তৈরির প্রশিক্ষণ নেন। সাগরপাড় থেকে নানা আকারের ঝিনুক ও শামুক সংগ্রহ করে তা দিয়ে সে ঝাড়বাতি, গহনা, শো-পিচ ও খেলনা তৈরি করেন। তার তৈরিকৃত সামগ্রী পর্যটকদের নিকট বিক্রয় করেন। এছাড়াও দেশের বিভিন্ন অঞ্চলে মেলা ও প্রদর্শনীতে পণ্য সরবরাহ করে মুনাফা অর্জন করছেন।

ক. নট্রামসের প্রধান কাজ কী?
খ. শুধুমাত্র মহিলাদের কর্মসংস্থানের নিমিত্তে সরকারি সংস্থাটির কার্যক্রম- ব্যাখ্যা কর।
গ. জনাব জুবায়ের এর কর্মসংস্থানটি কোন ধরনের? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকের ব্যবসায়টির আর্থ-সামাজিক অবস্থা বিবেচনায় উপযুক্ত ক্ষেত্র নির্বাচনের যৌক্তিকতা মূল্যায়ন কর।

অধ্যায় ৪: মালিকানার ভিত্তিতে ব্যবসায়

সৃজনশীল প্রশ্ন ১ : যশোরের জনাব জসীম একজন বেকার যুবক। চাকরির সন্ধান না করেই লেখাপড়া শেষে স্বল্প পুঁজি নিয়ে একটি মুদি দোকান শুরু করেন। জনগণের ব্যাপক চাহিদার কথা ভেবে তিনি ব্যবসাটিকে বড় করতে চাইলেন। এজন্য তিনি তার এক বন্ধুকে চুক্তির ভিত্তিতে ব্যবসায়ে সংযুক্ত করলেন।

ক. কোনটিকে আধুনিক যুগের ব্যবসায় টু ব্যবসায় বলে অভিহিত করা হয়?
খ. উৎপাদনের বাহন কোনটি? ব্যাখ্যা কর।
গ. জনাব জসীমের প্রম ব্যবসায়টি মালিকানা ভিত্তিতে কোন ধরনের? ব্যাখ্যা কর।
ঘ. জনাব জসীমের ব্যবসায় সম্প্রসারণের জন্য গৃহীত পদক্ষেপটি মূল্যায়ন কর।

সৃজনশীল প্রশ্ন ২ : শিহাব ও তার বন্ধু সোহান একত্রে একটি অংশীদারি ব্যবসায় শুরু করেন। তারা যাবতীয় শর্ত চুক্তিপত্রে উল্লেখ করেন।

ক. অংশীদারি ব্যবসায় কাকে বলে?
খ. অংশীদারি ব্যবসায়ের দুটি বৈশিষ্ট্য ব্যাখ্যা কর।
গ. চুক্তিই অংশীদারি ব্যবসায়ের মূল ভিত্তি- ব্যাখ্যা কর।
ঘ. শিহাব ও সোহানের ব্যবসায়ের চুক্তিপত্রে কোন কোন বিষয় উল্লেখ করা উচিত?

সৃজনশীল প্রশ্ন ৩ : রনি, জনি ও তাদের আরও ৫ বন্ধু মিলে সমঝোতার ভিত্তিতে একটি কম্পিউটার ব্যবসায় শুরু করলেন। সুমি কম্পিউটার বিষয়ক জ্ঞানে পারদর্শী। সে কারণে এ ব্যবসায়ে তাকে অন্তর্ভুক্ত করা হয়। কিন্তু সুমি কোনো মূলধন সরবরাহ করেনি। হঠাৎ রনি পাগল হয়ে গেলে তাদের ব্যবসায়টি জটিলতার সম্মুখীন হয়।

ক. ঘুমন্ত অংশীদার কাকে বলে?
খ. নাবালক কী অংশীদার হতে পারে? ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে সুমি কোন ধরনের অংশীদার? ব্যাখ্যা কর।
ঘ. রনির পাগল হওয়ায় ব্যবসায়টির কীরূপ বিলোপসাধন ঘটবে? তোমার মতামত দাও।

সৃজনশীল প্রশ্ন ৪ : মুন এবং রবি সাদ ট্রেডার্স নামে একটি অংশীদারি ব্যবসায় চালান। রাফি নামে তাদের বন্ধু প্রায়ই তাদের ব্যবসায় প্রতিষ্ঠানে আসে। তাকেও ব্যবসায়টির একজন অংশীদার বলে মনে হয়। মাঝে মাঝে সে নিজেকে একজন অংশীদার বলে পরিচয় দেয়। কিছুদিন পরে আশিক ট্রেডার্স নামে একটি ব্যবসায় প্রতিষ্ঠান সাদ ট্রেডার্সের কাছে ৩০,০০০ টাকা দাবি করে। রাফি টাকাটা নিয়েছিল। এটা সত্যি ছিল কিন্তু সাদ ট্রেডার্স সে অর্থ দিতে নারাজ।

ক. অংশীদারি কারবারের মূলভিত্তি কী?
খ. অংশীদারদের অসীম দায় বলতে কী বোঝ?
গ. সাদ ট্রেডার্সে রাফি কোন ধরনের অংশীদার? ব্যাখ্যা কর।
ঘ. আশিক ট্রেডার্স কি আইনগতভাবে অর্থ ফেরত পাবে? কীভাবে পেতে পারে ব্যাখ্যা কর।

সৃজনশীল প্রশ্ন ৫ : জিসান, জারিফ এবং শাফিন চুক্তিবদ্ধ হয়ে ‘বিসমিল্লাহ এন্টারপ্রাইজ’ নামে একটি ব্যবসায় স্থাপন করেন। চুক্তিতে মূলধন সরবরাহ, লাভ-লোকসান বণ্টনের অনুপাত ও ব্যবসায় পরিচালনার বিস্তারিত বিবরণ লিপিবদ্ধ হয়েছে। প্র ম দিকে তারা ব্যবসায়টি নিবন্ধিত করে নি। পরবর্তীতে তারা বেশকিছু সুবিধা প্রাপ্তির আশায় নিবন্ধকের নিকট থেকে নিবন্ধনপত্র পেতে যথাযথভাবে ফরম পূরণ করে আবেদন করেছে।

ক. আচরণে অনুমিত অংশীদার কাকে বলে?
খ. অংশীদারি ব্যবসায়ের চুক্তিপত্রের বিষয়বস্তু ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের অংশীদারি ব্যবসায়টির নিবন্ধন প্রক্রিয়া বর্ণনা কর।
ঘ. “নিবন্ধিত অংশীদারি ব্যবসায় অনিবন্ধিত অংশীদারি ব্যবসায় অপেক্ষা উত্তম”- মূল্যায়ন কর।

সৃজনশীল প্রশ্ন ৬ : জনাব তুহিন পাঁচ বন্ধুসহ ‘জননী টেক্সটাইল’ নামে একটি কোম্পানি প্রতিষ্ঠার উদ্যোগ নেন। তারা যথাযথ পরিকল্পনা এবং প্রয়োজনীয় দলিলপত্র দাখিল করে নিবন্ধনপত্র সংগ্রহ করেন। নিবন্ধনপত্র পেয়েই প্রতিষ্ঠানটি কার্যক্রম শুরু করতে পারলো। ব্যবসায় সম্প্রসারণের জন্য মূলধন উত্তোলনে শেয়ার বিক্রয় করতে গিয়ে কোম্পানিটি আইনগত ঝামেলার সম্মুখীন হলো।

ক. সীমাবদ্ধ দায় কী?
খ. সমবায় সমিতি গঠনের প্রম পর্যায়টি ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে বর্ণিত জননী টেক্সটাইল কোন ধরনের কোম্পানি? বর্ণনা কর।
ঘ. উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠানটির শেয়ার বিক্রয়ে ঝামেলা এড়ানোর করণীয় সম্পর্কে তোমার মতামত দাও।

সৃজনশীল প্রশ্ন ৭ : জনাব সালাম একটি প্রতিষ্ঠানের শেয়ারহোল্ডার। তবে তাদের প্রতিষ্ঠান শেয়ার বা ঋণপত্র ক্রয়ের জন্য জনগণের নিকট আবেদন করতে পারে না। এ প্রতিষ্ঠান চিরন্তন অস্তিত্বসম্পন্ন এবং সদস্যদের দায় সীমিত। গঠন প্রক্রিয়ায় তাদের প্রতিষ্ঠানের সাথে সমিতির কিছু মিল ও অমিল রয়েছে।

ক. অংশীদারি আইনের কোন কোন ধারায় বিলোপসাধনের কথা বলা হয়েছে?
খ. রাষ্ট্রীয় মালিকানায় ব্যবসা প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা কী?
গ. জনাব সালামের প্রতিষ্ঠানের ধরন চিহ্নিত কর।
ঘ. জনাব সালামের প্রতিষ্ঠান “চিরন্তন অস্তিত্বসম্পন্ন এবং সদস্যদের দায় সীমিত”-ব্যাখ্যা কর।

অধ্যায় ৮: ব্যবসায় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা

সৃজনশীল প্রশ্ন ১ : জনাব আলী কুষ্টিয়ার বিভিন্ন শপিং কমপ্লেক্সে হাতের তৈরি পোশাক বিক্রয় করেন। তিনি বছরের শুরুতেই বিক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে কার্যক্রম শুরু করেন। কোন দোকানে কী পরিমাণ, কীভাবে, কখন পোশাক দিবে তা আগে থেকে ঠিক করে নেয়। তার ব্যবসায়ের অগ্রগতির জন্য বিভিন্ন সময়ে দক্ষতাসম্পন্ন ব্যক্তির প্রয়োজন হয়।

ক. ব্যবসায়ের জন্য অর্থ সংগ্রহের প্রধান উৎস কী?
খ. জেন্ডার সচেতনতা বলতে কী বোঝায়?
গ. জনাব আলী শুরুতেই ব্যবস্থাপনার কোন কাজটি সম্পাদন করেছেন? ব্যাখ্যা কর।
ঘ. জনাব আলীর ব্যবসায়ের অগ্রগতি ব্যবস্থাপনার কোন কার্য দ্বারা সম্ভব হবে বলে তুমি মনে কর?

সৃজনশীল প্রশ্ন ২ : মি. রহমত তালুকদার ১৫ বছর বয়স থেকেই তার পিতার ব্যবসায় দেখাশুনা করে আসছেন এবং যথেষ্ট দক্ষ হয়েছেন। সেজন্য তিনি তার প্রতিষ্ঠিত কর্মকর্তা ও শ্রমিকদের সঠিকভাবে পরিচালনা করতে সফল হয়েছেন। পিতার আদেশও তাকে অনুপ্রাণিত করেছে।

ক. ব্যবসায় পরিচালনার ক্ষেত্রে কোনটি দিকনির্দেশনা দলিল?
খ. বাংলাদেশে আত্মকর্মসংস্থান জরুরি কেন? ব্যাখ্যা কর।
গ. মি. রহমত তালুকদার তার পিতার ব্যবসায় থেকে কোনটি অর্জন করেছেন? বর্ণনা কর।
ঘ. মি. রহমত তালুকদারের ব্যবসায় সফলতার কারণটি বিশ্লেষণ কর।

সৃজনশীল প্রশ্ন ৩ : সংঘবদ্ধ মানবজীবনে ব্যবস্থাপনা এক অপরিহার্য বিষয়। মানবসভ্যতার শুরু হতেই ব্যবস্থাপনার অস্তিত্ব রক্ষা করা যায়। কয়েকজন ব্যক্তি যখন কোনো সাধারণ উদ্দেশ্য অর্জনের জন্য একত্রিত হয় তখন তাদের সঠিকভাবে পরিচালনার প্রয়োজন পড়ে। তাই একদল মানুষকে তাদের লক্ষ্যপানে এগিয়ে নেওয়ার কার্যকর শক্তিই হলো ব্যবস্থাপনা। আর ব্যবস্থাপনা হলো কাজের ধারাবাহিক প্রক্রিয়া।

ক. ব্যবস্থাপনা কী?
খ. ব্যবস্থাপনার বৈশিষ্ট্যগুলো উল্লেখ কর।
গ. প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জনে ব্যবস্থাপনার অবদান চিহ্নিত কর।
ঘ. ব্যবস্থাপনা একটি ধারাবাহিক প্রক্রিয়া- বিশ্লেষণ কর।

সৃজনশীল প্রশ্ন ৪ : তাজিন ফ্যাশনের মালিক জনাব জান্নাতুল তার প্রতিষ্ঠানের অধস্তন কর্মীদের সাথে আলাপ-আলোচনার মাধ্যমে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করে থাকেন। তিনি কর্মীদের মতামতও গ্রহণ করেন। যার ফলশ্রুতিতে সকল কর্মী কাজে মনোনিবেশ করেন। কিন্তু তার পার্শ্বর্তী আজগর ফ্যাশনের মালিক জনাব আজগর কর্মীদের কাজের দায়িত্ব দিয়ে নিশ্চিন্তে থাকেন। কর্মীদের কাজের জন্য জবাবদিহিতা করেন না। কর্মীরা তাদের ইচ্ছামতো কাজ করেন বিধায় কাজে বিশৃঙ্খলা দেখা দেয়।

ক. আধুনিক ব্যবস্থাপনার জনকের সংজ্ঞাটি কী?
খ. ব্যবস্থাপনার কোন কাজটির দ্বারা কর্মীদের কাজের প্রতি আগ্রহী করে তোলা হয়? ব্যাখ্যা কর।
গ. জনাব জানড়বাতুল এর মধ্যে কোন ধরনের নেতৃত্ব বিরাজমান রয়েছে? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে আজগর ফ্যাশন তাজিন ফ্যাশন-এর চেয়ে বেশি সফলতা লাভ না করার কারণ কী? তোমার মতামত দাও।

সৃজনশীল প্রশ্ন ৫ : জনাব রাকিব একটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপক হিসাবে কর্মরত আছেন। তিনি তার কর্মীদের কাছে কোনো জবাবদিহি করেন না এবং তাদের সামর্থ্যরে ওপর আস্থা রাখেন না। কর্মীদের সবসময় চাপের মুখে রাখেন ফলে শ্রমিকরা কাজের প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছে এবং দিন দিন প্রতিষ্ঠানটি ক্ষতির সম্মুখীন হচ্ছে।

ক. আধুনিক ব্যবস্থাপনার জনক কে?
খ. ব্যবস্থাপনার প্রথম কাজ কোনটি? ব্যাখ্যা কর।
গ. জনাব রাকিব কোন ধরনের নেতৃত্ব অনুসরণ করেছেন? ব্যাখ্যা কর।
ঘ. “প্রাতিষ্ঠানিক উন্নয়নে প্রেরষণার গুরুত্ব অপরিসীম।”- উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর।

সৃজনশীল প্রশ্ন ৬ : তপন চৌধুরী সততা গ্রুপ অব কোম্পানীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। কোন বিষয় সিদ্ধান্ত নেয়ার সময় তিনি অধস্তনের কাছ থেকে তথ্য সংগ্রহ করে জবাবদিহিতা নিশ্চিত করেন। এতে প্রতিষ্ঠানের সফলতা অব্যাহত থাকে।

ক. ব্যবস্থাপনা কী?
খ. কর্মীসংস্থান বলতে কী বুঝ?
গ. তপন চৌধুরী কোন ধরনের নেতৃত্ব প্রদান করেন তা বর্ণনা কর।
ঘ. তপন চৌধুরীর নেতৃত্ব প্রতিষ্ঠানের জন্য কতটা মঙ্গলজনক? বিশ্লেষণ কর।

সৃজনশীল প্রশ্ন ৭ : শহিদ সাহেবের ভালুকায় শার্ট ও জিন্স প্যান্ট তৈরির গার্মেন্টস রয়েছে। সুইডিস একটি বায়িং হাউসের মাধ্যমে অর্ডার সম্পন্ন করার মাধ্যমে অর্ডার সম্পাদন করেন। তিনি পরিকল্পনা করেন চলতি বছর বিগত বছরের তুলনায় অধিক অর্ডার সম্পনড়ব করার মাধ্যমে ব্যবসায়কে আরও প্রসারিত করবেন। তাই অধস্তনদের পরামর্শ গ্রহণের মাধ্যমে প্রতিষ্ঠানের পরিকল্পনা বাস্তবায়ন করেন।

ক. কর্মীদের কাজে উদ্দীপ্ত করার নাম কী?
খ. পরিকল্পনা বলতে কী বোঝ?
গ. শহিদ সাহেবের প্রতিষ্ঠানের নেতৃত্বের ধরনটি ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকের প্রতিষ্ঠানটি সাফল্য লাভের পেছনে ব্যবস্থাপনার কোন কাজটি অধিকতর গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে তুমি মনে কর? বিশ্লেষণ কর।

অধ্যায় ৯: বিপণন

সৃজনশীল প্রশ্ন ১ : জনাব আলম সাতক্ষীরা হতে বিভিন্ন পণ্যসামগ্রী ক্রয় করে নিজ প্রতিষ্ঠান আলম স্টোরসে পণ্যের গুণাগুণ, ওজন ওআকৃতি অনুযায়ী শ্রেণিবিন্যাস করেন। বিক্রয় কাজে সুবিধার জন্য আসাদ নামে এসএসসি পাসকৃত অন্য প্রতিষ্ঠানে চাকরি করত এমন একজন বিক্রয়কর্মী নিয়োগ দেন। আসাদ ক্রেতা ও ভোক্তাদের সাথে সদা হাসিমুখে কথা বলেন, কোনো কথায় বিরক্তবোধ করেন না। ভোক্তারা আসাদের সততায় মুগ্ধ। এ ছাড়া তিনি বয়স্ক নারী-পুরুষের সাথে অত্যন্ত সচেতনতার সাথে পণ্য বিক্রয় করেন। ফলে অল্প সময়ে আলম স্টোরস সফলতা লাভ করে।

ক. বিজ্ঞাপন কী?
খ. গ্রীষ্মকালের উৎপাদিত পণ্য শীতকালে ব্যবহার বিপণনের কোন কার্যাবলির দ্বারা সম্ভব? ব্যাখ্যা কর।
গ. জনাব আলমের ১ম পর্যায়ের কাজটি বিপণনের কোন কার্যাবলির অন্তর্ভুক্ত? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকের জনাব আসাদকে একজন আদর্শ বিক্রয়কর্মী হিসেবে মূল্যায়ন কর।

সৃজনশীল প্রশ্ন ২ : জনাব নাবিলের জমিতে প্রচুর পরিমাণে কলা উৎপাদন হওয়ায় সে দোকানে দোকানে বিক্রয় করার মনস্থির করল। বিক্রয় করার পূর্বে কলাগুলোকে ছোট-বড় বিভিন্ন শ্রেণিতে ভাগ করলেন। এতে বিক্রয় সহজতর হয়।

ক. মধ্যস্থ ব্যবসায়িগণ কাদের মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করে?
খ. ‘মেলামেশার ক্ষমতা’ বিক্রয়কর্মীর কোন ধরনের গুণাবলি? ব্যাখ্যা কর।
গ. জনাব নাবিলের কলা দোকানে সরবরাহ করার ক্ষেত্রে বিপণনের কোন কাজটির অন্তর্ভুক্ত? ব্যাখ্যা কর।
ঘ. ‘জনাব নাবিলের গৃহীত পদক্ষেপ কলা বিক্রয়ের অন্যতম সহজ কৌশল’- মতামত দাও।

সৃজনশীল প্রশ্ন ৩ : মি. জুলফিকার রাজশাহীতে একটি আমের বাগান গড়ে তোলেন। উৎপাদন মৌসুমে তিনি তার বাগানের আম ঢাকাসহ দেশের বড় বড় শহরের ফলের দোকানে সরবরাহ করেন। কিন্তু এ বছর আমের দাম কমে যাওয়ায় তিনি ১,৫০০ কুইন্টাল আম সংরক্ষণের ব্যবস্থা করেন। এতে তার দুশ্চিন্তা অনেকটা কমে যায়।

ক. বিজ্ঞাপন কী?
খ. ‘মোড়কিকরণ পণ্যকে ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা করে’ ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে প্রাথমিক পর্যায়ে বিপণনের কোন কাজের কথা বলা হয়েছে? ব্যাখ্যা কর।
ঘ. মি. জুলফিকারের দুশ্চিন্তা কমাতে সহায়তাকারী বিপণন কাজটি বিশ্লেষণ কর।

সৃজনশীল প্রশ্ন ৪ : দশম শ্রেণির ছাত্র জনাব রাফসান সরাসরি রাজশাহী থেকে আম কিনে এনে তার কলেজের সকলের কাছে বিক্রয় করার ব্যবস্থা করল। সে তার কেনা আমগুলো ছোট, বড় ও মাজারি শ্রেণিতে ভাগ করে এবং কিছু কর্মী নিয়োগ করে পণ্যগুলো বিক্রি করে। আশেপাশের মানুষও তার কাছ থেকে আম ক্রয় করতে থাকে। এতে তার বিক্রয় ও মুনাফা বেড়ে যায়। সে অতিরিক্ত লাভ করার জন্য বিভিন্ন জাতের আম মিশ্রণ করে বিক্রয় করতে লাগল। এতে আমের গুণগত মান নিয়ে সকলে প্রশড়ব তোলেন। এতে বিক্রয় কমে যায়।

ক. বিপণনের প্রম ও প্রধান কাজ কী?
খ. বিপণনে “Customer is the King” বলা হয় কেন? ব্যাখ্যা কর।
গ. জনাব রাফসানের বিক্রয় বেড়ে যাওয়া এবং বিক্রয় কমে যাওয়ার কারণটি ব্যাখ্যা কর।
ঘ. জনাব রাফসান কীভাবে কর্মসংস্থান তৈরি করতে ভূমিকা রাখেন বলে তুমি মনে কর।

সৃজনশীল প্রশ্ন ৫ : জনাব লিখন নিজ জমিতে কৃষিপণ্য ও মাছ চাষ করেন। সারা বছর ভোগ করা যায় এমন পণ্যগুলো তড়িঘড়ি করে বিক্রয় করতে গিয়ে কিছু পণ্য নষ্ট হয়। ফলে মুনাফার পরিমাণ কমে যায়। পরবর্তীতে তিনি স্থানীয় প্রচার মাধ্যমে পণ্যের গুণাগুণ তুলে ধরায় পণ্য বিক্রি পরিমাণ বহুগুণে বেড়ে যায়। বর্তমানে তিনি একজন সফল চাষি হিসেবে পুরস্কৃত হন।

ক. বিক্রীয়তা কী?
খ. ভোক্তা বিশ্লেষণ বলতে কী বোঝায়?
গ. জনাব লিখনের ব্যবসায়ে প্রথম বিপণন কার্যাবলিতে কোনটির অভাব পরিলক্ষিত হয়? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে জনাব লিখনের সফল চাষি হিসেবে পুরস্কার প্রাপ্তিতে কোনটি সহায়ক ভূমিকা পালন করেছে? তোমার মতামত দাও।

সৃজনশীল প্রশ্ন ৬ : জনাব ইকবাল নতুন দোকান করেছেন। সেখানে মহিলা ও শিশুদের পোশাক পাওয়া যায়। তিনি একটি অটোরিকশায় মাইক লাগিয়ে শহরে দোকানের নাম প্রচার করছেন। তার বিক্রয়কর্মীও হাসি খুশি ও সুদর্শন। অল্পদিনেই তিনি বেশ ভালো সাড়া পাচ্ছেন।

ক. বিপণন কাকে বলে?
খ. পণ্য মোড়কীকরণ কেন প্রয়োজন হয়?
গ. জনাব ইকবাল সাহেব কীভাবে তার দোকানের বিজ্ঞাপন দিয়েছেন? বিজ্ঞাপনের গুরুত্ব বলতে কী বোঝায়?
ঘ. ইকবাল সাহেব কীভাবে ক্রেতা আকর্ষণ করেছেন? ক্রেতা ধরে রাখতে হলে তার কী কী কাজ অব্যাহত রাখা উচিত বলে তুমি মনে কর।

সৃজনশীল প্রশ্ন ৭ : মি. ঈমন তাঁতপল্লী থেকে কাপড় ক্রয় করে ব্যবহারকারীদের নিকট সুলভ মূল্যে বিক্রয় করেন। তিনি তার সুমিষ্ট হাসি দ্বারা ক্রেতাদের মন জয় করেন। অনেক ক্রেতা তাকে অগ্রিম অর্থ পরিশোধ করে থাকেন। সেক্ষেত্রে তিনি আত্মবিশ্বাসের সাথে যথাসময়ে কাপড় উক্ত ক্রেতার কাছে পৌঁছে দেন।

ক. বিজ্ঞাপন কী?
খ. ভোক্তা বিশ্লেষণ কেন প্রয়োজন? ব্যাখ্যা কর।
গ. মি. ঈমনের ক্ষেত্রে কোন বণ্টনপ্রণালি ব্যবহৃত হয়েছে? ব্যাখ্যা কর।
ঘ. মি. ঈমনকে আদর্শ বিক্রয়কর্মীর গুণাবলির আলোকে মূল্যায়ন কর।

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]


১. জমি ক্রয় বিক্রয়ের ব্যবসায় করতেন কোন সফল উদ্যোক্তা?

উত্তরঃ নায়ের আলী

২. বিনিময়ের মাধ্যম হিসাবে কোন যুগে কাগজী মুদ্রার প্রচলন হয় ?

উত্তরঃ মধ্যযুগে

৩. ব্যবসায় উদ্যোগ ব্যধাগ্রস্থ হয়

উত্তরঃ ঘ

৪. ডাঃ আসপেরিয়ার প্রাইভেট ক্লিনিকের আয় কোন ধরণের কাগ?

উত্তরঃ প্রত্যক্ষ সেবা

৫. কোন অংশীদার ব্যবসায়ে মুলধন বিনিয়োগ করে না ?

উত্তরঃ নামমাত্র অংশীদার

৬. বগুড়ার নায়ের আলী একজন সফল উদ্যোক্তা হিসাবে অনুকরনীয় কে ?

উত্তরঃ পরিশ্রম করে সফল হয়েছে বলে

৭. বুদ্ধি বৃত্তিক সম্পদ কোনটি ?

উত্তরঃ কপিরাইট

৮. কাযকর বিপণন কোনটি বৃদ্ধিতে সহায়তা করে ?

উত্তরঃ উৎপাদন

৯. বিজ্ঞানের মাধ্যম কোনটি

উত্তরঃ বানিজ্য মেলা

১০. শিল্পের আধুনিকায়নে কোন ধরণের সহায়তা প্রয়োজন ?

উত্তরঃ সমধনমূলক

১১. পরিবেশ দূষন বেড়ে যাওয়ার কারণ?

উত্তরঃ ঘ

১২. কোন সফস উদ্যোক্তা রত্নগভা মা অ্যাওয়াড চালু করেন ?

উত্তরঃ শাহিদা বেগম

১৩. ব্যবসায় কোন ধরণের প্রতিষ্টান ?

উত্তরঃ সামজিক

১৪. ক্ষুদ্র ও মাঝারি উদ্যাগে নারীক্তাদের সহজ শর্তে কোন প্রতিষ্ঠান অধিকতর ঝণ সুবিধা দিচ্ছে ?

উত্তরঃ বিডিবিএল

১৫. প্রতিষ্ঠানিক সাফল্য কোনটির ওপর নিভর করে ?

উত্তরঃ সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা

১৬. অবকাঠামোগত উপাদান কোনঠি ?

উত্তরঃ ঝণ

১৭. গ্রামীন মহিলাদের কমসংস্থানমুলক প্রকল্পের কাজ হলো ?

উত্তরঃ গ

১৮. জনাব সাদেকে র শিল্পে টি কোন ধরনের ?

উত্তরঃ  সেবা শিল্প

১৯. জনাব সাদেকের মধ্যে কোন ধরনের নেতৃত্ব প্রকাশ পেয়েছে ?

উত্তরঃ  আমলাতান্তিক

২০. জনাব সাদেক মাঝে মধ্যে যে ব্যাংক থেকে ঝণ গ্রহন করেন তা হলো?

উত্তরঃ কৃষি ব্যাংক

২১. কোন ধরণের অংশীদারদের দায় অসীম?

উত্তরঃ সীমিত অংশীদার

২২. রাস্তায় ডিম ভতি ভ্যান গাড়ি উল্টে যাওয়ার ক্ষতি পূরণের জন্য কোন বিমা যোজ্য ?

উত্তরঃ দুঘটনা বিমা

২৩. কোনটি পরিকল্পনা?

উত্তরঃ সুনির্দিষ্ঠ ‍দিক নিদেশনা

২৪. কোন টি সেবা শিল্প?

উত্তরঃ বস্ত তৈরি

২৫. কেনটি ফ্রানসাইজিং পদ্ধতির ব্যবসায় ?

উত্তরঃ কোহিনুর

২৬. ক্রেতাদের দৃস্টিভঞ্গি ও আগ্রহ মাইক্রোস্ননিং এর কোন উৎপাদান অন্তভুক্ত ?

উত্তরঃ কারিগরি দিক

২৭. বাংলাদেশে সম্ভাবনাময় আয়বধন বৃহৎ শিল্প কোনটি ?

উত্তরঃ তেরি পোশাক শিল্প

২৮. আত্নকমসংস্থানের সবচেয়ে বড় মলবান কোনটি ?

উত্তরঃ নিজের দক্ষতা

২৯. এই ব্যবসায় প্রতিষ্ঠানটির পুঁজি যোগানদাতা কে ?

উত্তরঃ ব্যবসায়ী পক্ষ

৩০. উদ্দীপকের ন্যায় ব্যবসায় প্রতিষ্ঠানের মুনাফার ক্ষেত্রে কোনটি ঘটবে ?

উত্তরঃ ঘ


প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে ইমেল : info@banglanewsexpress.com

আমরা আছি নিচের সামাজিক মাধ্যম গুলোতে ও

Leave a Comment