“কাঁদতে না পারার ব্যথায় কাঁদি”
শ্যামল বণিক অঞ্জন
সত্য লিখতে গেলে থামি
সত্য বলতে গেলে ঘামি।
অন্যায়টা দেখলে পরে
চুপিসারে ঢুকি ঘরে!
মুখে রাখি কুলুপ এঁটে
কি হবে আর এসব ঘেঁটে?
ন্যায়নীতিহীন কাণ্ড দেখে
পর্দাতে চোখ রাখি ঢেকে।
আদর্শটা দিয়ে বলি
চোরের সাথেও মিশে চলি!
শক্তিমানের করে পূজো
মেরুদণ্ড আজ যে কুঁজো।
কোমড়টা তাই হয়না সোজা
ঘাড়ে শত দায়ের বোঝা।
মেজাজ হৃদয় সুঁতোয় বাঁধি
কাঁদতে না পারার ব্যথায় কাঁদি
- মার্চেন্ট ব্যাংকের কার্যাবলি আলোচনা কর, মার্চেন্ট ব্যাংকের কার্যক্রম বর্ণনা কর
- সপ্তাহে কতবার সহবাস সন্তান ধারণের জন্য উপযোগী?, সপ্তাহে কতবার যৌন মিলন সম্পর্ক গভীর করে?
- যেভাবে সহবাস করলে বাচ্চা হয় বিস্তারিত,মহিলারা গর্ভবতী হবার জন্য কখন যৌনমিলনে লিপ্ত হবেন,গর্ভধারণের জন্য সেরা সেক্স পজিশন
- বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় কি কি ব্যবস্থা প্রচলিত আছে বিস্তারিত লিখুন
- সোয়াপ (SWAP) কাকে বলে? , সোয়াপ (SWAP) কতো প্রকার বিস্তারিত আলোচনা করো