বিষয়: পুরুষের ব্রেস্ট ক্যান্সারের লক্ষণ, পুরুষের ব্রেস্ট ক্যান্সার, ৩ কারণে পুরুষেরও হতে পারে ব্রেস্ট ক্যান্সার,পুরুষের স্তন ক্যান্সার কীভাবে বুঝবেন?, পুরুষদের ব্রেস্ট ক্যান্সার,পুরুষের স্তন ক্যান্সার কিছু ধারণা ও সত্য তথ্য, পুরুষদের Breast cancer আরও অগ্রাসী ও ঝুঁকিপূর্ণ
স্তন ক্যান্সার সাধারণত নারীর মধ্যেই বেশি প্রচলিত। তবে পুরুষেরও কিন্তু এটি হওয়ার ঝুঁকি থাকে। আর আমরা নারীর স্তন ক্যান্সার সম্পর্কে সচেতন থাকলেও কিন্তু পুরুষের ক্ষেত্রে তেমন সচেতন হতে দেখা যায় না।
পুরুষের স্তন ক্যান্সার বিরল হলেও কিন্তু এমন নয় যে এটি হয়ই না। সম্ভাবনা কম থাকলেও এটি হতেই পারে।
তাই পুরুষের স্তন ক্যান্সার হওয়ার সম্ভাবনাকে একেবারে উড়িয়ে দেওয়া উচিত নয়। এ জন্য পুরুষের স্তন ক্যান্সারের লক্ষণ ও উপসর্গ সম্পর্কে নিজেকে সচেতন করা উচিত। জানুন পুরুষের স্তন ক্যান্সার কীভাবে বুঝবেন
১. একটি স্তনে ব্যথাহীন পিণ্ড
পুরুষের স্তন ক্যান্সার হলে একটি স্তনে ব্যথাহীন পিণ্ড দেখা যেতে পারে। এমনটি মনে হলে দ্রুতই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
২. স্তনবৃন্ত দেবে যাওয়া
স্তন ক্যান্সারের আরেকটি লক্ষণ হচ্ছে স্তনবৃন্ত দেবে যাওয়া। স্তন ক্যান্সার হলে আপনার স্তনে এমন পরিবর্তন দেখা দিতে পারে। আবার স্তনে পিণ্ড বা ফোলাভাবও দেখা দিতে পারে।
৩. স্তনের ত্বকে জ্বালা বা ডিম্পলিং
স্তনের ত্বকে জ্বালাপোড়া ও ডিম্পলিং দেখা দিতে পারে স্তন ক্যান্সার হলে।
৪. স্তনবৃন্ত স্রাব
স্তন ক্যান্সার হলে পুরুষেরও স্তনে স্তনবৃন্ত স্রাব দেখা যেতে পারে।
৫. স্তনের বোঁটা টেনে যাওয়া বা স্তনবৃন্তের জায়গায় ব্যথা হওয়া
স্তন ক্যান্সার হলে এটি আরেকটি উপসর্গ। এমনটি হলে স্তনের বোঁটা টেনে যাওয়া বা স্তনবৃন্তের জায়গায় ব্যথা হতে পারে।
এই লক্ষণগুলো হচ্ছে— স্তন ক্যান্সারের প্রাথমিক সতর্কীকরণ লক্ষণ। তবে কিছু লক্ষণ রয়েছে, যেগুলো থেকে আরও ভালোভাবে বোঝা যায় যে, ক্যান্সার ছড়িয়ে পড়ছে। যেমন— লিম্ফ নোড ফুলে যাওয়া, স্তনে ব্যথা এবং হাড়ের ব্যথা হলে সেটি আরও গুরুতর কিছু হতে পারে।
সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের মতে, বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে স্তন ক্যান্সারের ঝুঁকিও বাড়ে। বেশিরভাগ স্তন ক্যান্সার ৫০ বছর বয়সের পরে হয়ে থাকে বলে স্বাস্থ্য সংস্থা পরামর্শ দেয়। এ ছাড়া নিয়মিত স্তন স্ক্রিনিং পুরুষের মধ্যে স্তন ক্যান্সারের ঝুঁকির কোনো লক্ষণ শনাক্ত করার একটি কার্যকর উপায় হতে পারে।
এ কারণে নিয়মিত স্তন স্ক্রিনিং করা জরুরি। ফলে পুরুষদের মধ্যে স্তন ক্যান্সার প্রাথমিক অবস্থায় সনাক্ত করা সম্ভব।
পুরুষের স্তন ক্যান্সরের কারণ
স্তন ক্যান্সারও জেনেটিক মিউটেশনের ফলাফল হতে পারে। পরিবারের কেউ স্তন ক্যান্সারে আক্রান্ত হলে অন্যান্যদেরও হতে পারে।
বিশেষ করে যেসব পুরুষের শরীরে অস্বাভাবিক বিআরসিএ-১ বা বিআরসিএ-২ জিন আছে তাদের স্তন ক্যান্সারের ঝুঁকি বেড়ে যেতে পারে।
শুধু জেনেটিক মিউটেশনই একমাত্র কারণ নয় বরং বিভিন্ন কারণে পুরুষরা স্তন ক্যান্সারে আক্রান্ত হতে পারে।
পুরুষের স্তন ক্যান্সারের লক্ষণ
পুরুষদের মধ্যে স্তন ক্যান্সারের অনেক লক্ষণ প্রকাশ পায়। আমেরিকান ক্যান্সার সোসাইটির (এসিএস) তথ্য অনুসারে, পুরুষদের স্তন ক্যান্সারের প্রাথমিক ৪ লক্ষণ অবহেলা করলেই বিপদ হতে পারে।
>> স্তনে ব্যথাহীন কোনো পিণ্ড দেখা দেওয়া
>> স্তনের নিপল দিয়ে তরল পদার্থ বের হওয়া
>> স্তনের আশেপাশে গর্তের মতো হওয়া
>> স্তন বা স্তনের ত্বক বিবর্ণ হয়ে যাওয়া।
এই লক্ষণগুলো স্তন ক্যান্সারের প্রাথমিক সতর্কীকরণ উপসর্গ হতে পারে। এ ছাড়াও লিম্ফ নোড ফুলে যাওয়া, স্তনে ব্যথা ও হাড়ের ব্যথাও এই ক্যান্সারের গুরুতর লক্ষণ হিসেবে প্রকাশ পায়।
পুরুষের স্তন ক্যান্সারের ধরন
সিডিসি’র তথ্য অনুসারে, পুরুষরা ৩ ধরনের স্তন ক্যান্সারে আক্রান্ত হতে পারেন-
>> ইনভেসিভ ডাক্টাল কার্সিনোমা: এই ধরনের স্তন ক্যান্সার নালীতে শুরু হয়। তারপর নালীর বাইরে স্তনের টিস্যুর অন্যান্য অংশে বৃদ্ধি পায়।
>> ইনভেসিভ লোবুলার কার্সিনোমা: ক্যান্সার কোষগুলো লোবুলে শুরু হয়। তারপরে স্তনের টিস্যুতে ছড়িয়ে পড়ে।
>> ডাক্টাল কার্সিনোমা ইন সিটু: মারাত্মক ধরনের স্তন ক্যান্সার এটি। এক্ষেত্রে নালীগুলোর আস্তরণে ক্যান্সার বাসা বাঁধলেও, অন্যান্য স্তন টিস্যুতে ছড়িয়ে পড়ে না।
ম্যামোগ্রাম, আল্ট্রাসাউন্ড, স্তনের স্রাব পরীক্ষা বা বায়োপসি করলেই এই ৩ ধরনের ক্যান্সার সনাক্ত করা সম্ভব।
চিকিৎসা
স্তনের টিউমারের আকারের উপর নির্ভর করে এর চিকিৎসা। প্রয়োজনের খাতিরে স্তন ক্যান্সারের চিকিত্সা হিসেবে সার্জারি, কেমোথেরাপি, রেডিয়েশন থেরাপি, হরমোন থেরাপি ও টার্গেটেড থেরাপি দেওয়া হয়।
প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে ইমেল : info@banglanewsexpress.com
আমরা আছি নিচের সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে ও
- যে কারণে পুরুষের গোপন অঙ্গের ক্ষমতা নষ্ট হয়
- হাঁপানি রোগী জন্য পরামর্শ ও হাঁপানি রোগীর ঘরোয়া চিকিৎসা উপায়গুলো
- পুরুষের যৌনাঙ্গের রহস্য
- করোনা কি ভাবে ফুসফুস আক্রান্ত করে এবং তার প্রতিকার বিস্তারিত
- সেক্স প্রশ্ন: লজ্জা নয় সেক্স- সর্ম্পকিত যা
- লেবু কি পারে করোনাধ্বংস করতে !!!