আজকের বিষয়: সূরা হাক্কাহ সকল তথ্য আল কোরআন ও হাদিসের আলোতে,পৃথিবীর জানা অজানা কিছু তথ্য আল হাক্কাহ আলমল ও ফজিলত, সূরা হাক্কাহ কতো বার পাঠ করলে কোন আলম ও ফজিলত, সূরা হাক্কাহ নাযিলের কারন গুলো কি কি ,কুরআন ৬৯ সূরা আল – হাক্কাহ
নামকরণ
সূরার প্রথমে শব্দটিকেই এর নাম হিসেবে নির্দিষ্ট করা হয়েছে।
নাযিল হওয়ার সময়-কাল
এ সুরাটিরও মক্কী জীবনের প্রাথমিক যুগে অবতীর্ণ সূরাসমূহের একটি। এর বিষয়বস্তু থেকে বুঝা যায়,সূরাটি যে সময় নাযিল হয়েছিলো তখন রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বিরোধিতা শুরু হয়েছিলো ঠিকই কিন্তু তখনো তা তেমন তীব্র হয়ে ওঠেনি। মুসনাদে আহমাদ হাদীস গ্রন্থে হযরত উমর (রা) থেকে বর্ণিত হয়েছে। তিনি বলেছেনঃ ইসলাম গ্রহণের পূর্বে একদিন রসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লামকে কষ্ট দেয়ার উদ্দেশ্যে আমি বাড়ি থেকে বের হলাম। কিন্তু আমার আগেই তিনি মসজিদে হারামে পৌছে গিয়েছিলেন। আমি সেখানে পৌছে দেখলাম তিনি নামাযে সূরা আল হাক্কাহ পড়ছেন। আমি তাঁর পেছনে দাঁড়িয়ে গেলাম, শুনতে থাকলাম। কুরআনের বাচনভঙ্গি আমাকে বিস্ময়ে অভিভূত করে ফেলেছিলো। সহসা আমার মন বলে উঠলো, লোকটি নিশ্চয়ই কবি হবে। কুরাইশরাও তো তাই বলে। সে মহূর্তেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মুখে একথাগুলোর উচ্চারিত হলোঃ “এ একজন সম্মানিত রসূলের বাণী। কোন কবির কাব্য নয়।” আমি মনে মনে বললামঃ কবি না হলে গণক হবেন। তখনই পবিত্র মুখে উচ্চারিত হলোঃ “এ গণকের কথা ও নয়।তোমরা খুব কমই চিন্তা-ভাবনা করে থাকো। একথা তো বিশ্ব-জাহানের রব বা পালনকর্তার পক্ষ থেকে নাযিলকৃত।” এসব কথা শোনার পর ইসলাম আমার মনের গভীরে প্রভাব বিস্তার করে বসলো। হযরত উমরের (রা) এ বর্ণনা থেকে জানা যায়, সূরাটি তাঁর ইসলাম গ্রহণের অনেক আগে নাযিল হয়েছিলো। কারণ এ ঘটনার পর বেশ কিছুকাল পর্যন্ত তিনি ইসলাম গ্রহণ করেননি। তবে বিভিন্ন সময়ের কিছু ঘটনা তাঁকে ক্রমান্বয়ে ইসলামের প্রতি আগ্রহী করে তুলছিলো। অবশেষে তাঁর মনের ওপর চূড়ান্ত আঘাত পড়ে তাঁর আপন বোনের বাড়ীতে। আর এ ঘটনাই তাকে ঈমানের মনযিলে পৌছিয়ে দেয়। (বিস্তারিত জানার জন্য দেখুন, তাফহীমুল কোরআন, সূরা মারয়ামের ভূমিকা; সূরা ওয়াকিয়ার ভুমিকা)
বিষয়বস্তু ও মূল বক্তব্য
সূরাটির প্রথম রুকূ’তে আখেরাত সম্পর্কে বর্ণনা করা হয়েছে। আর দ্বিতীয় রুকু’তে কুরআনের আল্লাহর পক্ষ থেকে নাযিল হওয়া এবং হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম যে, আল্লাহর রসূল তার সত্যতা সম্পর্কে বর্ণনা করা হয়েছে।
কিয়ামত ও আখেরাতের কথা দিয়ে প্রথম রুকূ’ শুরু হয়েছে। কিয়ামত ও আখেরাত এমন একটি সত্য যা অবশ্যই সংঘটিত হবে। আয়াত ৪ থেকে ১২ তে বলা হয়েছে যে, যেসব জাতি আখেরাত অস্বীকার করেছে শেষ পর্যন্ত তারা আল্লাহর আযাবের উপযুক্ত বলে বিবেচিত হয়েছে। অতপর ১৭ আয়াত পর্যন্ত কিয়ামত কিভাবে সংঘটিত হবে তার চিত্র পেশ করা হয়েছে। যে উদ্দেশ্যে মহান আল্লাহ দুনিয়ার বর্তমান জীবন শেষ হওয়ার পর মানুষের জন্য আরেকটি জীবনের ব্যবস্থা করেছেন ১৮ থেকে ২৭ আয়াতে সে মূল উদ্দেশ্যটি বর্ণনা করা হয়েছে। বলা হয়েছে , সেদিন সব মানুষ তার রবের আদালতের হাজির হবে। সেখানে তাদের কোন বিষয়ই গোপন থাকবে না। প্রত্যেকের আমলনামা তার নিজের হাতে দিয়ে দেয়া হবে। পৃথিবীতে যারা এ উপলব্দি ও বিশ্বাসের ভিত্তিতে জীবন যাপন করেছিলো যে, একদিন তাদেরকে আল্লাহর কাছে নিজ নিজ কাজের হিসেব দিতে হবে, যারা দুনিয়ার জীবনে নেকী ও কল্যাণের কাজ করে আখেরাতের কল্যাণ লাভের জন্য অগ্রীম ব্যবস্থা করে রেখেছিলো তার সেদিন নিজের হিসেব পরিষ্কার ও নিরঝঞ্ঝাট দেখে আনন্দিত হবে। পক্ষান্তরে যেসব লোক আল্লাহ তা’আলার হকেরও পারোয়া করেনি, বান্দার হকও আদায় করেনি, তাদেরকে আল্লাহর পাকড়াও থেকে রক্ষা করার মত কেউ থাকবে না। তারা জাহান্নামের আযাব ভোগ করতে থাকবে।
দ্বিতীয় রুকূ’তে মক্কার কাফেরদেরকে বলা হয়েছে। এ কুরআনকে তোমরা কবির কাব্য ও গণকের গণনা বলে আখ্যায়িত করছো। অথচ তা আল্লাহর নাযিলকৃত বাণী। তা উচ্চারিত হচ্ছে একজন সম্মানিত মুখ থেকে। এ বাণীর মধ্যে নিজের পক্ষ থেকে একটি শব্দও হ্রাস বা বৃদ্ধি করার ইখতিয়ার রসূলের নেই। তিনি যদি এর মধ্যে তাঁর মনগড়া কোন কথা শামিল করে দেন তাহলে আমি তার ঘাড়ের শিরা (অথবা হৃদপিণ্ডের শিরা) কেটে দেবো। এ একটি নিশ্চিত সত্য বাণী। যারাই এ বাণীকে মিথ্যা বলবে শেষ পর্যন্ত তাদের অনুশোচনা করতে হবে।
আল কোরআনের সূরা সমূহ বাংলা অনুবাদ, ফজিলত, আয়ত, রুকু আরবি ও বাংলা উচ্চারণ
- “লা আদওয়া” সংক্রমন নেই!হাদীসটি কী বুঝায়?
- রমজানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার যত পরামর্শ
- ডায়াবেটিস রোগীরা যেভাবে রোজা রাখবেন
- আজহারী: কোন ইনজেকশন নিলে রোজা ভাঙে
- রমজান মাসের ৯টি ফজিলত
৬৯ . আল হাক্কাহ – (الـحاقّـة) | নিশ্চিত সত্য
মাক্কী, মোট আয়াতঃ ৫২
بِسْمِ اللَّهِ الرَّحْمَـٰنِ الرَّحِيمِ
২৩
قُطُوۡفُہَا دَانِیَۃٌ
কুতূফুহা- দা-নিয়াহ।
মুফতী তাকী উসমানী
যার ফল থাকবে ঝুঁকে (নিকটবর্তী)।
মাওলানা মুহিউদ্দিন খান
তার ফলসমূহ অবনমিত থাকবে।
ইসলামিক ফাউন্ডেশন
যার ফলরাশি অবনমিত থাকবে নাগালের মধ্যে।
Mufti Taqi Usmani
the fruits of which will be close at hand.
Sherif Ahmeti
Pemët e tij i ka krejt afër.
২৪
کُلُوۡا وَاشۡرَبُوۡا ہَنِیۡٓـئًۢا بِمَاۤ اَسۡلَفۡتُمۡ فِی الۡاَیَّامِ الۡخَالِیَۃِ
কুলূওয়াশরাবূহানীআম বিমাআছলাফতুম ফিল আইয়া-মিল খা-লিয়াহ।
মুফতী তাকী উসমানী
(বলা হবে) তোমরা বিগত দিনগুলোতে যেসব কাজ করেছিলে, তার বিনিময়ে খাও ও পান কর স্বাচ্ছন্দ্যে।
মাওলানা মুহিউদ্দিন খান
বিগত দিনে তোমরা যা প্রেরণ করেছিলে, তার প্রতিদানে তোমরা খাও এবং পান কর তৃপ্তি সহকারে।
ইসলামিক ফাউন্ডেশন
তাদেরকে বলা হবে, ‘পানাহার কর তৃপ্তির সঙ্গে, তোমরা অতীত দিনে যা করেছিলে তার বিনিময়ে।’
Mufti Taqi Usmani
(It will be said to such people,) “Eat and drink with pleasure, as a reward for what you did in advance during past days.”
Sherif Ahmeti
(E thuhet) Hani e pini shijshëm, ngase në ditët e kaluara ju e përgatitët këtë.
২৫
وَاَمَّا مَنۡ اُوۡتِیَ کِتٰبَہٗ بِشِمَالِہٖ ۬ۙ فَیَقُوۡلُ یٰلَیۡتَنِیۡ لَمۡ اُوۡتَ کِتٰبِیَہۡ ۚ
ওয়া আম্মা-মান ঊতিয়া কিতা-বাহূবিশিমা-লিহী ফাইয়াকূলুইয়া- লাইতানী লাম ঊতা কিতা-বিয়াহ।
মুফতী তাকী উসমানী
আর সেই ব্যক্তি, যার আমলনামা দেওয়া হবে তার বাম হাতে; সে বলবে, আহা! আমাকে যদি আমলনামা দেওয়াই না হত!
মাওলানা মুহিউদ্দিন খান
যার আমলনামা তার বাম হাতে দেয়া হবে, সে বলবেঃ হায় আমায় যদি আমার আমল নামা না দেয়া হতো।
ইসলামিক ফাউন্ডেশন
কিন্তু যার ‘আমলনামা তার বাম হস্তে দেওয়া হবে, সে বলবে, ‘হায়! আমাকে যদি দেওয়াই না হত আমার ‘আমলনামা,
Mufti Taqi Usmani
As for him who will be given his book in his left hand, he will say, “ Oh, would that I had not been given my book,
Sherif Ahmeti
Ndërkaq, kujt i jepen librat e veta nga e majta, ai thotë: “O i mjeri unë, të mos më jepej fare libri im.
২৬
وَلَمۡ اَدۡرِ مَا حِسَابِیَہۡ ۚ
ওয়া লাম আদরি মা-হিছা-বিয়াহ।
মুফতী তাকী উসমানী
আর আমি জানতেই না পারতাম, আমার হিসাব কী?
মাওলানা মুহিউদ্দিন খান
আমি যদি না জানতাম আমার হিসাব!
ইসলামিক ফাউন্ডেশন
‘এবং আমি যদি না জানতাম আমার হিসেব !
Mufti Taqi Usmani
and I had never known what my account is!
Sherif Ahmeti
Dhe të mos dijsha fare se çka është llogaria ime.
২৭
یٰلَیۡتَہَا کَانَتِ الۡقَاضِیَۃَ ۚ
ইয়া-লাইতাহা- কা-নাতিল কা-দিয়াহ।
মুফতী তাকী উসমানী
আহা! মৃত্যুতেই যদি আমার সব শেষ হয়ে যেত!
মাওলানা মুহিউদ্দিন খান
হায়, আমার মৃত্যুই যদি শেষ হত।
ইসলামিক ফাউন্ডেশন
‘হায়! আমার মৃত্যুই যদি আমার শেষ হত।
Mufti Taqi Usmani
Oh, would that it (death) had been the end of the matter!
Sherif Ahmeti
Ah, sikur të kishte qenë ajo (vdekja e parë) mbarim i amshueshëm për mua.
২৮
مَاۤ اَغۡنٰی عَنِّیۡ مَالِیَہۡ ۚ
মা আগনা- ‘আন্নী মা- লিয়াহ।
মুফতী তাকী উসমানী
আমার অর্থ-সম্পদ আমার কোন কাজে আসল না!
মাওলানা মুহিউদ্দিন খান
আমার ধন-সম্পদ আমার কোন উপকারে আসল না।
ইসলামিক ফাউন্ডেশন
‘আমার ধন-সম্পদ আমার কোন কাজেই এলো না।
Mufti Taqi Usmani
My wealth has not been of any use to me.
Sherif Ahmeti
Pasuria ime nuk më bëri fare dobi.
২৯
ہَلَکَ عَنِّیۡ سُلۡطٰنِیَہۡ ۚ
হালাকা ‘আন্নী ছুলতা-নিয়াহ।
মুফতী তাকী উসমানী
আমার থেকে আমার সব ক্ষমতা লুপ্ত হয়ে গেল!
মাওলানা মুহিউদ্দিন খান
আমার ক্ষমতাও বরবাদ হয়ে গেল।
ইসলামিক ফাউন্ডেশন
‘আমার ক্ষমতাও বিনষ্ট হয়েছে।’
Mufti Taqi Usmani
My power has gone from me for good.”
Sherif Ahmeti
U hoq prej meje çdo kompetencë imja.
৩০
خُذُوۡہُ فَغُلُّوۡہُ ۙ
খুযূহু ফাগুললূহ।
মুফতী তাকী উসমানী
(এরূপ ব্যক্তি সম্পর্কে হুকুম দেওয়া হবে) ধর ওকে এবং ওর গলায় বেড়ি পরিয়ে দাও।
মাওলানা মুহিউদ্দিন খান
ফেরেশতাদেরকে বলা হবেঃ ধর একে গলায় বেড়ি পড়িয়ে দাও,
ইসলামিক ফাউন্ডেশন
ফেরেশতাদেরকে বলা হবে, ‘ধর একে, এর গলদেশে বেড়ি পরিয়ে দাও।
Mufti Taqi Usmani
(Then it will be said to angels,) “Seize him, then put a collar around his neck,
Sherif Ahmeti
U thuhet zebanive: Kapnie atë, vënja prangat!
৩১
ثُمَّ الۡجَحِیۡمَ صَلُّوۡہُ ۙ
ছু ম্মাল জাহীমা সাললূহ।
মুফতী তাকী উসমানী
তারপর ওকে জাহান্নামে নিক্ষেপ কর।
মাওলানা মুহিউদ্দিন খান
অতঃপর নিক্ষেপ কর জাহান্নামে।
ইসলামিক ফাউন্ডেশন
‘এরপর একে নিক্ষেপ কর জাহান্নামে।
Mufti Taqi Usmani
and then, let him burn in the blazing fire.
Sherif Ahmeti
Pastaj atë shtinie në Xhehennem…
৩২
ثُمَّ فِیۡ سِلۡسِلَۃٍ ذَرۡعُہَا سَبۡعُوۡنَ ذِرَاعًا فَاسۡلُکُوۡہُ ؕ
ছু ম্মা ফী ছিলছিলাতিন যার‘উহা- ছাব‘ঊনা যিরা-‘আন ফাছলুকূহ।
মুফতী তাকী উসমানী
তারপর ওকে এমন শিকলে গেঁথে দাও, যার পরিমাণ হবে সত্তর হাত।
মাওলানা মুহিউদ্দিন খান
অতঃপর তাকে শৃঙ্খলিত কর সত্তর গজ দীর্ঘ এক শিকলে।
ইসলামিক ফাউন্ডেশন
‘পুনরায় তাকে শৃংখলিত কর সত্তর হস্ত দীর্ঘ এক শৃংখলে’,
Mufti Taqi Usmani
Thereafter, fasten him with a chain the measure of which is seventy hands.”
Sherif Ahmeti
Mandej, lidhne atë me një zingjirë të gjatë shtatëdhjetë kutë.
৩৩
اِنَّہٗ کَانَ لَا یُؤۡمِنُ بِاللّٰہِ الۡعَظِیۡمِ ۙ
ইন্নাহূকা-না লা-ইউ’মিনুবিল্লা-হিল ‘আজীম।
মুফতী তাকী উসমানী
সে মহান আল্লাহর উপর ঈমান রাখত না।
মাওলানা মুহিউদ্দিন খান
নিশ্চয় সে মহান আল্লাহতে বিশ্বাসী ছিল না।
ইসলামিক ফাউন্ডেশন
সে তো মহান আল্লাহ্ র প্রতি বিশ্বাসী ছিল না,
Mufti Taqi Usmani
Indeed, he did not believe in Allah, the Almighty,
Sherif Ahmeti
Pse ai ka qenë që nuk besoi All-llahun e madhëruar.
৩৪
وَلَا یَحُضُّ عَلٰی طَعَامِ الۡمِسۡکِیۡنِ ؕ
ওয়ালা-ইয়াহদ্দু ‘আলা- তা‘আ-মিল মিছকীন।
মুফতী তাকী উসমানী
এবং গরীবকে খাদ্য দানে উৎসাহ দিত না।
মাওলানা মুহিউদ্দিন খান
এবং মিসকীনকে আহার্য দিতে উৎসাহিত করত না।
ইসলামিক ফাউন্ডেশন
এবং অভাবগ্রস্তকে অন্নদানে উৎসাহিত করত না,
Mufti Taqi Usmani
and did not persuade (others) to feed the needy.
Sherif Ahmeti
Ai nuk nxiste për t’i ushqyer të varfërit.
৩৫
فَلَیۡسَ لَہُ الۡیَوۡمَ ہٰہُنَا حَمِیۡمٌ ۙ
ফালাইছা লাহুল ইয়াওমা হা-হুনা- হামীম।
মুফতী তাকী উসমানী
সুতরাং আজ এখানে তার নাই কোন বন্ধু
মাওলানা মুহিউদ্দিন খান
অতএব, আজকের দিন এখানে তার কোন সুহূদ নাই।
ইসলামিক ফাউন্ডেশন
অতএব এই দিন সেখানে তার কোন সুহৃদ থাকবে না,
Mufti Taqi Usmani
So, he has no friend here today,
Sherif Ahmeti
Ai sot nuk ka këtu ndonjë mik.
৩৬
وَّلَا طَعَامٌ اِلَّا مِنۡ غِسۡلِیۡنٍ ۙ
ওয়ালা- তা‘আ-মুন ইল্লা-মিন গিছলীন।
মুফতী তাকী উসমানী
এবং না কোন খাদ্য গিসলীন ৮ ছাড়া
মাওলানা মুহিউদ্দিন খান
এবং কোন খাদ্য নাই, ক্ষত-নিঃসৃত পুঁজ ব্যতীত।
ইসলামিক ফাউন্ডেশন
এবং কোন খাদ্য থাকবে না ক্ষতনিঃসৃত পুঁজ ব্যতীত,
Mufti Taqi Usmani
nor any food except that which comes out from wounds when washing,
Sherif Ahmeti
As ushqim tjetër përveç të të shplarave.
তাফসীরঃ
৮. ‘গিসলীন’ বলা হয় মূলত সেই পানিকে, যা কোন ক্ষতস্থান ধোয়ার সময় তা থেকে ঝরে পড়ে। কোন কোন মুফাসসির বলেন, এটা সম্ভবত জাহান্নামীদের কোন খাদ্য, যা ক্ষতস্থান থেকে ঝরা পানি-সদৃশ হবে।
৩৭
لَّا یَاۡکُلُہٗۤ اِلَّا الۡخَاطِـُٔوۡنَ ٪
লা-ইয়া’কুলুহূইল্লাল খা-তিঊন।
মুফতী তাকী উসমানী
যা পাপিষ্ঠরা ছাড়া কেউ খাবে না।
মাওলানা মুহিউদ্দিন খান
গোনাহগার ব্যতীত কেউ এটা খাবে না।
ইসলামিক ফাউন্ডেশন
যা অপরাধী ব্যতীত কেউ খাবে না।
Mufti Taqi Usmani
which is eaten by none but the sinners.
Sherif Ahmeti
Që atë nuk e ha kush, pos mëkatarëve.
৩৮
فَلَاۤ اُقۡسِمُ بِمَا تُبۡصِرُوۡنَ ۙ
ফালাউকছিমুবিমা-তুবসিরূন।
মুফতী তাকী উসমানী
আমি কসম করছি তোমরা যা দেখছ তার
মাওলানা মুহিউদ্দিন খান
তোমরা যা দেখ, আমি তার শপথ করছি।
ইসলামিক ফাউন্ডেশন
আমি কসম করছি এর, যা তোমরা দেখতে পাও,
Mufti Taqi Usmani
I swear by what you see,
Sherif Ahmeti
Pra Unë betohem në atë që e shihni!
৩৯
وَمَا لَا تُبۡصِرُوۡنَ ۙ
ওয়ামা-লা-তুবসিরূন।
মুফতী তাকী উসমানী
এবং তোমরা যা দেখছ না তারও, ৯
মাওলানা মুহিউদ্দিন খান
এবং যা তোমরা দেখ না, তার-
ইসলামিক ফাউন্ডেশন
এবং যা তোমরা দেখতে পাও না ;
Mufti Taqi Usmani
and what you do not see,
Sherif Ahmeti
Edhe në atë që nuk e shihni!
আল কোরআনের সূরা সমূহ বাংলা অনুবাদ, ফজিলত, আয়ত, রুকু আরবি ও বাংলা উচ্চারণ
তাফসীরঃ
৯. এর দ্বারা বিশ্ব-জগতের সৃষ্টিরাজিকে বোঝানো হয়েছে, যার কতক মানুষ দেখতে পায় এবং কতক দেখা যায় না, যেমন ঊর্ধ্বজগতের বস্তুরাজি। কোন কোন মুফাসসির বলেন, ‘তোমরা যা দেখছ’ দ্বারা বোঝানো হয়েছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আর ‘যা দেখছ না’ দ্বারা হযরত জিবরাঈল আলাইহিস সালামকে, যিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী নিয়ে আসতেন।
৪০
اِنَّہٗ لَقَوۡلُ رَسُوۡلٍ کَرِیۡمٍ ۚۙ
ইন্নাহূলাকাওলুরাছূলিন কারীম।
মুফতী তাকী উসমানী
এটা (অর্থাৎ কুরআন) এক সম্মানিত বার্তা বাহকের বাণী ১০
মাওলানা মুহিউদ্দিন খান
নিশ্চয়ই এই কোরআন একজন সম্মানিত রসূলের আনীত।
ইসলামিক ফাউন্ডেশন
নিশ্চয়ই এই কুরআন এক সম্মানিত রাসূলের বহনকৃত বার্তা।
Mufti Taqi Usmani
it is surely the speech of a noble Messenger, (that he conveys from Allah).
Sherif Ahmeti
Se me të vërtetë ai (Kur’ani) është fjalë (e Zotit) që e lexon i dërguari i ndershëm.
তাফসীরঃ
১০. এর দ্বারা উদ্দেশ্য কাফেরদেরকে রদ করা, যারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কখনও বলত কবি এবং কখনও অতীন্দ্রিয়বাদী, যাদের দাবি ছিল তারা গায়েব জানে।
৪১
وَّمَا ہُوَ بِقَوۡلِ شَاعِرٍ ؕ قَلِیۡلًا مَّا تُؤۡمِنُوۡنَ ۙ
ওয়ামা-হুওয়া বিকাওলি শা-‘ইরিন কালীলাম মা-তু’মিনূন।
মুফতী তাকী উসমানী
এটা কোন কবির বাণী নয়, (কিন্তু) তোমরা অল্পই ঈমান আন
মাওলানা মুহিউদ্দিন খান
এবং এটা কোন কবির কালাম নয়; তোমরা কমই বিশ্বাস কর।
ইসলামিক ফাউন্ডেশন
এটা কোন কবির রচনা নয়; তোমরা অল্পই বিশ্বাস কর,
Mufti Taqi Usmani
and it is not the speech of a poet, (but) little you believe,
Sherif Ahmeti
Ai nuk është fjalë e ndonjë poeti, po ju nuk besoni.
৪২
وَلَا بِقَوۡلِ کَاہِنٍ ؕ قَلِیۡلًا مَّا تَذَکَّرُوۡنَ ؕ
ওয়ালা-বিকাওলি কা- হিনিন কালীলাম মা-তাযাক্কারূন।
মুফতী তাকী উসমানী
এবং না কোন অতীন্দ্রিয়বাদীর বাণী, (কিন্তু) তোমরা অল্পই শিক্ষা গ্রহণ কর।
মাওলানা মুহিউদ্দিন খান
এবং এটা কোন অতীন্দ্রিয়বাদীর কথা নয়; তোমরা কমই অনুধাবন কর।
ইসলামিক ফাউন্ডেশন
এটা কোন গণকের কথাও নয়, তোমরা অল্পই অনুধাবন কর।
Mufti Taqi Usmani
nor is it the speech of a soothsayer, (but) little you heed to the advice.
Sherif Ahmeti
Nuk është as fjalë e ndonji falltori, po ju nuk besoni.
৪৩
تَنۡزِیۡلٌ مِّنۡ رَّبِّ الۡعٰلَمِیۡنَ
তানঝীলুম মিররাব্বিল ‘আ-লামীন।
মুফতী তাকী উসমানী
এ বাণী অবতীর্ণ করা হচ্ছে জগত-সমূহের প্রতিপালকের পক্ষ হতে।
মাওলানা মুহিউদ্দিন খান
এটা বিশ্বপালনকর্তার কাছ থেকে অবতীর্ণ।
ইসলামিক ফাউন্ডেশন
এটা জগতসমূহের প্রতিপালকের নিকট হতে অবতীর্ণ।
Mufti Taqi Usmani
It is a revelation from the Lord of the worlds.
Sherif Ahmeti
Është zbritje prej Zotit të botëve!
৪৪
وَلَوۡ تَقَوَّلَ عَلَیۡنَا بَعۡضَ الۡاَقَاوِیۡلِ ۙ
ওয়ালাও তাকাওওয়ালা ‘আলাইনা-বা‘দাল আকা-বীল।
মুফতী তাকী উসমানী
আর যদি সে (অর্থাৎ রাসূল কথার কথা) কোন (মিথ্যা) বাণী রচনা করে আমার প্রতি আরোপ করত
মাওলানা মুহিউদ্দিন খান
সে যদি আমার নামে কোন কথা রচনা করত,
ইসলামিক ফাউন্ডেশন
সে যদি আমার নামে কোন কথা রচনা করে চালাতে চেষ্টা করত,
Mufti Taqi Usmani
Had he (the prophet) forged some statements in Our name,
Sherif Ahmeti
Sikur të trillonte ai (Muhammedi) për Ne ndonjë fjalë!
৪৫
لَاَخَذۡنَا مِنۡہُ بِالۡیَمِیۡنِ ۙ
লাআখাযনা-মিনহু বিলইয়ামীন।
মুফতী তাকী উসমানী
তবে আমি তার ডান হাত ধরে ফেলতাম
মাওলানা মুহিউদ্দিন খান
তবে আমি তার দক্ষিণ হস্ত ধরে ফেলতাম,
ইসলামিক ফাউন্ডেশন
আমি অবশ্যই তার দক্ষিণ হাত ধরে ফেলতাম,
Mufti Taqi Usmani
We would have certainly seized him by the right hand,
Sherif Ahmeti
Ne do ta kapim atë me fuqinë Tonë.
৪৬
ثُمَّ لَقَطَعۡنَا مِنۡہُ الۡوَتِیۡنَ ۫ۖ
ছু ম্মা লাকাতা‘না-মিনহুল ওয়াতীন।
মুফতী তাকী উসমানী
তারপর তার জীবন-ধমনি কেটে দিতাম।
মাওলানা মুহিউদ্দিন খান
অতঃপর কেটে দিতাম তার গ্রীবা।
ইসলামিক ফাউন্ডেশন
এবং কেটে দিতাম তার জীবন-ধমনী,
Mufti Taqi Usmani
and then severed his life-artery,
Sherif Ahmeti
প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে ইমেল : info@banglanewsexpress.com
আমরা আছি নিচের সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে ও
আল কোরআনের সূরা সমূহ বাংলা অনুবাদ, ফজিলত, আয়ত, রুকু আরবি ও বাংলা উচ্চারণ
আমাদের নতুন ইসলামিক নিউজ ও জিজ্ঞাসা ভিত্তিক সাইড
Islamic Info Hub ( www.islamicinfohub.com ) আজই ভিজিড করুন !!
- নামাজে আমরা যা বলি তার অর্থ জানলে নামাজে অন্য চিন্তা মাথায় আসবেনা !!
- ভাগে কোরবানির নিয়ম, অংশীদারির ভিত্তিতে কোরবানি করার নিয়ম, ভাগে কোরবানির যত বিধি বিধান
- কোরবানির অর্থনৈতিক ও সামাজিক গুরুত্ব,আরও একবার জানুন কোরবানির অর্থনৈতিক ও সামাজিক গুরুত্ব
- ইসলামে কুরবানীর গুরুত্ব ও বিধান,ইসলামে কোরবানির যত ফজিলত গুরুত্ব ও শিক্ষা
- বৃষ্টির নামাজের গুরুত্ব ও ফজিলত, বৃষ্টির নামাজের পর আমল
- ইসতিসকার নামাজের নিয়ম ও নিয়ত, ইসতিসকার নামাজের গুরুত্ব ও ফজিলত, ইসতিসকার নামাজের পর আমল