এইচএসসি মনোবিজ্ঞান ১ম পত্র সাজেশন ২০২৫
উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) সুপার সাজেশন ২০২৫ বিজ্ঞান-মানবিক-বাণিজ্য বিভাগ এইচএসসি [ ২০২৫ এর সিলেবাস অনুযায়ী] মনোবিজ্ঞান ১ম পত্র (Psychology 1st Paper) সুপার সাজেশন ২০২৫ subject code: 123 |
২০২৫ এর এইচএসসি ১০০% কমন সাজেশন |
মনোবিজ্ঞান ১ম পত্র এইচএসসি সুপার সাজেশন pdf download ২০২৫
এইচএসসি পরীক্ষার সাজেশন ২০২৫ (PDF) লিংক
সর্বশেষ সংশোধিত ও সাজেশন টি আপডেটের করা হয়েছে ২০২৫
মনোবিজ্ঞান ১ম পত্র এইচএসসি সাজেশন ২০২৫
মনোবিজ্ঞান ১ম পত্র ১ম অধ্যায়
১. ছবি একটি সরকারি প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক। তিনি শিক্ষার্থী, শিক্ষক এবং শিক্ষা পরিবেশের উপর জোর দেন। অন্যদিকে মিতার কোম্পানিতে কর্মসন্তুষ্টি এবং কাজের সঠিক মূল্যায়ন হওয়ায় উৎপাদন বেড়েছে। তাদের বন্ধু বিজয় ও মানসিক সমস্যাগ্রস্তদের সমস্যা সমাধানের জন্য নিয়মিত কাজ করেন।
ক মনোবিজ্ঞানের সংজ্ঞা দাও।
খ. মনোবিজ্ঞানের জ্ঞান কিভাবে মানুষের সমাজে খাপ খাওয়াতে সাহায্য করে?
গ. ছবির কাজটি মনোবিজ্ঞানের কোন শাখায় আলোচনা করা হয় – ব্যাখ্যা করো।
ঘ. মিতা এবং বিজয়ের কাজের মধ্যে কোনটি অধিকতর গুরুত্বপূর্ণ? বিশ্লেষণ করো।
২. কলেজ বিতর্ক প্রতিযোগিতা চলছিল। প্রথম দলের দলনেতা সৌমেন। সন্দর করে গুছিয়ে কথা বলতে পারে। দ্বিতীয় দলের দলনেতা শফিক বক্তব্যের শুরুতে ঘামতে শুরু করলো এবং দ্রুত শ্বাস নিচ্ছিলো। সৌমেন যক্তি সহকারে, হাত নেড়ে, মাথা ঝাকিয়ে চমৎকার বক্তব্য উপস্থাপন করলো। সে শ্রেষ্ঠ বিতার্কিক নির্বাচিত হলো ।
ক. ঐচ্ছিক আচরণ কী?
খ. শিক্ষকের শ্রেণিতে পাঠদান একটি সামগ্রিক আচরণÑ ব্যাখ্যা কর।
গ. শফিকের ক্ষেত্রে কোন ধরনের আচরণ প্রকাশ পেয়েছে? ব্যাখ্যা কর।
ঘ. সৌমেনের শ্রেষ্ঠ বিতার্কিক নির্বাচিত হবার ক্ষেত্রে সংঘটিত আচরণগুলো বিশ্লেষণ কর।
৩. দৃশ্যকল্প-১: শিক্ষকের কঠোরতার কারণে সীমার আচরণে এক ধরনের অস্বাভাবিকতা দেখা দেয়। সে এখন বই-খাতা দেখলে ভয় পায় ।বিষয়টি নিয়ে তার বাবা মা ভীষণ দুশ্চিন্তায় পড়েন। বাবা-মা তাকে নিয়ে একজন মনোবিজ্ঞানীর শরণাপন্ন হন। এতে সীমা ক্রমেই সুস্থ হয়ে উঠে।
দৃশ্যকল্প-২: বাবা ছেলেকে বলেন, সূর্য পৃথিবীর চারদিকে ঘোরে। পূর্বের এই ভুল ধারণাটি বিজ্ঞানী গ্যালিলিও সর্বপ্রথম প্রমাণ উপস্থাপন করে বলেন, পৃথিবীই সূর্যের চারদিকে ঘোরে। ধারণাটি পরবর্তীতে সকলেই গ্রহণ করে স্বাভাবিক জীবনযাপনের পথকে সাবলিল করেছে।
ক. বিজ্ঞান কী?
খ. প্রাণীর আচরণ মনোবিজ্ঞানের বিষয়বস্তুর অন্তর্গত কেন?
গ. সীমার বিষয়টি মনোবিজ্ঞানের কোন শাখার আলোচিত হয়? ব্যাখ্যা কর।
ঘ. বাবার বক্তব্য বিজ্ঞানের কোন কোন শাখার বৈশিষ্ট্যে সাথে সম্পৃক্ত? বিশ্লেষণ কর।
৪. বিওশালী চৌধুরী সাহেব শহরে থাকেন তাঁরা গ্রামের লোকের শিক্ষার লক্ষ্যে ১০ বছর পূর্বে একটি স্কুল প্রতিষ্ঠা করেন। কিন্তু শিক্ষার্থী, শিক্ষক এবং যথাযথ শিক্ষা পরিবেশের অভাবে সেটি আজ বন্ধ হওয়ার পথে। চৌধুরী সাহেবের বন্ধু গাজী সাহেব অসহায় বৃদ্ধা মানুষের কল্যাণের জন্য ঢাকার অদূরে একটি মানসম্পন্ন বৃদ্ধাশ্রম স্থাপন করেন। টিভিতে একটি অনুষ্ঠানে দেখা গেল এক বৃদ্ধ হাত নাড়িয়ে গাজী সাহেবের প্রশংসা করে সাক্ষাৎকার দিচ্ছেন।
১. ছবি একটি সরকারি প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক। তিনি শিক্ষার্থী, শিক্ষক এবং শিক্ষা পরিবেশের উপর জোর দেন। অন্যদিকে মিতার কোম্পানিতে কর্মসন্তুষ্টি এবং কাজের সঠিক মূল্যায়ন হওয়ায় উৎপাদন বেড়েছে। তাদের বন্ধু বিজয় ও মানসিক সমস্যাগ্রস্তদের সমস্যা সমাধানের জন্য নিয়মিত কাজ করেন।
ক মনোবিজ্ঞানের সংজ্ঞা দাও।
খ. মনোবিজ্ঞানের জ্ঞান কিভাবে মানুষের সমাজে খাপ খাওয়াতে সাহায্য করে?
গ. ছবির কাজটি মনোবিজ্ঞানের কোন শাখায় আলোচনা করা হয় – ব্যাখ্যা করো।
ঘ. মিতা এবং বিজয়ের কাজের মধ্যে কোনটি অধিকতর গুরুত্বপূর্ণ? বিশ্লেষণ করো।
২. সেতুর বয়স ১০। তার শারীরিক ও মানসিক বিকাশ নিয়ে বাবা-মা খুব চিহ্নিত। কারণ তার ক্রেটিনিজম রোগ হয়েছে। সেতুর বড় ভাই তীতুর বয়স ১৪ হলেও সে খুব খাটো। এদিকে তাদের মায়ের তৃতীয় সন্তান প্রসব হবে আগামী সপ্তাহে। ডাক্তার তাকে সাবধানে থাকতে বলেন কেননা তার বহুমূত্র রোগ হয়েছে।
ক. হরমোন কী?
খ. ডায়াবেটিস নিয়ন্ত্রণে প্রভাব বিস্তারকারী হরমোনের প্রভাব ব্যাখ্যা কর।
গ. সেতুর অসুস্থতার জন্য কোন গ্রন্থি দায়ী? ব্যাখ্যা কর।
ঘ. তীতু ও তার মায়ের ক্ষেত্রে একাধিক হরমোনের প্রভাব পড়লেও মূলত তা একই গ্রন্থির Ñ বিশ্লেষণ কর।
৩. তমাল সাহেব একজন অফিস কর্মকর্তা। একদিন ছোট একটি ঘটনায় তার অধীনস্থ কর্মকর্তাকে গালাগাল করে। এতে কর্মচারীরা অসন্তুষ্ট হয়। পরবর্তীতে তিনি তার ভুল বুঝতে পেরে লজ্জিত হন।
ক. আবেগের সংজ্ঞা দাও।
খ. আবেগ ও অনুভূতির মধ্যে একটি পার্থক্য ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের বর্ণিত ঘটনায় তমাল সাহেবের আবেগ প্রকাশের ধরনগুলো ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকের ঘটনা এড়াতে তোমার পরামর্শ প্রদান কর।
৪. শাওন এর মা একদিন তাকে বাজার থেকে চাল, ডাল, তেল, লবণ, সাবান এবং আলু আনতে পাঠাল। সে যাতে ভুলে না যায় তাই মুখস্থ বলতে বলতে বাজারের দিকে যাচ্ছিল। চাচিদের বাড়ি হয়ে যাওয়ার সময় রান্নাঘর থকে তার চাচি তাকে ডেকে বলল বাবা আমাদের জন্য রসুন, পিয়াজ, আদা এবং কাপড় কাচার সাবান আনবে। পরের জিনিসগুলোও সে মুখস্থ করা শুরু করলে পরবর্তীতে দেখা গেল নিজেদের তেল, লবণ এবং সাবান ছাড়াই সে বাজার করে এনেছে।
ক. প্যাভলভ কে?
খ. স্মৃতি বলতে কী বোঝায়?
গ. শাওন এর তেল, লবণ এবং সাবান কেনার কথা ভুলে যাওয়া বিস্মৃতির কোন ধরনের কারণের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে শাওন এর স্মৃতিকে উন্নত করতে হলে তোমার মতামত বিশ্লেষণ কর।
৫. সোহেল, রুবেল এবং হেভেন তিন বন্ধু রাতের বেলা বাজার থেকে বাড়ি ফিরছিল। হঠাৎ সোহেল বলল, কেউ একজন আমাদের পিছন পিছন আসছে। অন্যরা বলল ও কিছু নয়। কিছুদূর অগ্রসর হয়ে রুবেল বলল, দেখ আকাশের চাঁদটি আমাদের সাথে সাথে হাঁটছে। পক্ষান্তরে হেভেন বলল, তাকিয়ে দেখ বিয়ে বাড়ির মরিচা বাতিগুলো কেমন চারদিকে ঘুরছে।
ক. Adaptation শব্দের অর্থ কী?
খ. মনোযোগ কীভাবে প্রত্যক্ষণকে প্রভাবিত করে? ব্যাখ্যা কর।
গ. সোহেলের ক্ষেত্রে সংঘটিত ঘটনাটি কী? ব্যাখ্যা কর।
ঘ. রুবেল এবং হেভেনের দেখা ঘটনা দু’টি এক না ভিন্ন? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।
৬. নবম শ্রেণিতে পড়ুয়া রবি হীনমন্যতায় ভোগে। আকারে ছোট হওয়ায় বন্ধুরা তাকে “বাবু” বলে ডাকে। রবির বড় বানে নাহার ৭ মাসের গর্ভবতী। ডাক্তারের কাছে পরীক্ষা-নিরীক্ষা করার পর জানতে পারল, তার এমন একটি হরমােেনর স্বল্পতা আছে, যা সন্তান প্রসবে বিঘœ ঘটায়। রবির অপর বানে সুমি গলগ- রোগে ভুগছে।
ক. স্নায়ুতন্ত্র কী?
খ. প্রতিবর্তী ক্রিয়া কীভাবে সংঘটিত হয়?
গ. রবির শারীরিক বৈশিষ্ট্যের ক্ষেত্রে কোন হরমােেনর প্রভাব রয়েছে? ব্যাখ্যা কর।
ঘ. নাহার ও সুমির শারীরিক অবস্থার জন্য দায়ী হরমোনগুলো তুলনামূলক বর্ণনা কর।
৭. প্রফেসর ড. শহীদুল্লাহ একটি গবেষণায় ক্ষুধার সাথে রক্তের শর্করার সম্পর্ক দেখতে চেয়েছিলেন। এর জন্য তিনি বিড়ালের রক্তের উপর পরীক্ষা চালিয়েছিলেন। তিনি ক্ষুধার্ত বিড়ালের রক্ত স্বাভাবিক বিড়ালের শরীরে প্রবেশ করিয়ে দেখতে পান স্বাভাবিক বিড়ালটির পাকস্থলীতে ক্ষুধার সময়ের মতো সংকোচন হচ্ছে।
ক. জৈবিক প্রেষণা কী?
খ. ক্ষুধা বলতে কী বোঝ?
গ. ড. শহীদুল্লাহর পরীক্ষণটির গবেষণালব্ধ ব্যাখ্যা দাও।
ঘ. উদ্দীপকের গবেষণা ব্যতীত আরও কোনো গবেষণা আছে কি, যা ক্ষুধার জন্য অন্য কিছুকে দায়ী করে? বিশ্লেষণ কর।
Honors Suggestion Links | প্রশ্ন সমাধান সমূহ |
Degree Suggestion Links | BCS Exan Solution |
HSC Suggestion Links | 2016 – 2025 জব পরীক্ষার প্রশ্ন উত্তর |
SSC Suggestion Links | বিষয় ভিত্তিক জব পরিক্ষার সাজেশন |
pdf download মনোবিজ্ঞান ১ম পত্র এইচএসসি সুপার সাজেশন ২০২৫
প্রথম অধ্যায়ঃ মনোবিজ্ঞান পরিচিতি
★মনোবিজ্ঞানের ধারনা
★মনোবিজ্ঞানের দৃষ্টিভঙিসমূহ
★মনোবিজ্ঞানের শাখা
দ্বিতীয় অধ্যায়ঃআচারন ও আচারনের বিকাশ
★আচারনের ধারনা
★বংশগতি
★আবেগীয়,সামাজিক,নৈতিক বিকাশ
★ইভটিজিং
★ দুর্নীতি
তৃতীয় অধ্যায়ঃআচারনের জৈবিক ভিত্তি
★স্নায়ুকোষ বা নিউরন
★স্নায়ুতন্ত্র
মানব মস্তিষ্ক
চতুর্থ অধ্যায়ঃপ্রেষনা ও আবেগ
★প্রেষনার শ্রেনীবিভাগ
★আবেগের সংঙা,শারীরিক আবেগ ও নয়ন্ত্রনের কৌশল
৫ম অধ্যায়ঃশিক্ষন ও স্রিতি
★শিক্ষনের সংঙা
★ শিক্ষনের উপাদান ও শ্রেনীবিভাগ
★স্মৃতির সংঙা,স্মৃতি উন্নত করার কৌশল
★ বিস্মৃতির কারন
ষষ্ঠ অধ্যায়ঃ সংবেদন ও প্রতাক্ষন
★সংবেদনের সংঙা
★ সংবেদনের সাথে প্রত্যাক্ষনের সম্পর্ক
★সংবেদনের সমতা
★প্রত্যাক্ষন,অধ্যাস,ও মনোযোগের সংঙা
★ মনোযোগের শর্ত
সপ্তম অধ্যায়ঃবয়োঃসন্ধিকাল ও মানসিক স্বাস্থ্য
★বয়োঃসন্ধিকালে শারীরিক পরিবর্তন
★বয়োঃসন্ধিকালের প্রভাব
★মানসিক স্বাস্থ্য
★ বাংলাদেশের মানসিক স্বাস্থের ঝুকিসমূহ
অষ্টম অধ্যায়ঃ পরিসংখ্যান পরিচিতি
★মনোবিজ্ঞানের পরিসংখ্যান পাঠের প্রয়োজনীয়তা
★ উপাত্ত
★মধ্যক
★প্রচুরক
★গড়
মনোবিজ্ঞান ১ম পত্র ১ম অধ্যায়ের mcq
১. মনোবিজ্ঞানের প্রথম গবেষণাগার কত সালে স্থাপিত হয়েছে?
ক. ১৭৮৯
● ১৮৭৯
গ. ১৯১৩
ঘ. ১৯৭৯
২. Psychology শব্দটির উৎপত্তি কোন ভাষা থেকে?
ক. ল্যাটিন
● গ্রিক
গ. জার্মান
ঘ. ফরাসি
৩. ”Psyche” এবং ”Logos” শব্দ দুটি কোন ভাষার শব্দ?
ক. ইটালিয়ান
খ. ল্যাটিন
● গ্রিক
ঘ. ইংরেজি
৪. ”Psyche” শব্দের অর্থ কী?
ক. মন
● আত্মা
গ. জ্ঞান
ঘ. পাগল
৫. আক্ষরিক অর্থে মনোবিজ্ঞানকে কী সম্বন্ধীয় বিজ্ঞান বলা হয়?
ক. মন
খ. আচরণ
● আত্মা
ঘ. ধারণা
৬. কত সালে মনোবিজ্ঞানের প্রথম পরীক্ষাগার স্থাপিত হয়?
ক. ১৮৭৫ সালে
খ. ১৮৬৭ সালে
● ১৮৭৫ সালে
ঘ. ১৯০৫ সালে
৭. উন্ড মনোবিজ্ঞানকে কীসের বিজ্ঞান হিসেবে ব্যাখ্যা করেন?
● চেতনার
খ. মানসিক কার্যকলাপের
গ. আচরণের
ঘ. মনের
৮. ইঁদুর নিয়ে গবেষণা করেন কে?
ক. প্যাভলভ
● ই. এল. থর্নডাইক
গ. কোলার
ঘ. রাউজার
৯. কুকুর নিয়ে গবেষণা করেন কোন বিজ্ঞানী?
ক. থর্নডাইক
খ. উন্ড
● প্যাভলভ
ঘ. স্কিনার
১০. শ্রেণিকক্ষে শিক্ষকের বক্তব্য কোন ধরনের আচরণ?
ক. খণ্ডিত আচরণ
খ. অভ্যন্তরীণ আচরণ
● সামগ্রিক আচরণ
ঘ. অনৈচ্ছিক আচরণ
মনোবিজ্ঞান ১ম পত্র ৩য় অধ্যায়ের mcq
১. উত্তেজনা অন্তর্মুখী স্নায়ুর মাধ্যমে কোথায় যায়?
ক. হাতে
খ. পায়ে
গ. নাকে
● মস্তিষ্কে
২. আসমা রাগে উত্তেজিত হয়ে মায়াকে থাপ্পড় দিল- এটি কিসের উদাহরণ?
ক. সন্নিকর্ষের ক্রিয়া
খ. কার্যসম্পাদন
গ. স্নায়বিক ক্রিয়া
● প্রতিবর্তী ক্রিয়া
৩. কাজ অনুসারে স্নায়ুকোষ মূলত কত ধরনের?
ক. দুই
● তিন
গ. চার
ঘ. পাঁচ
৪. বাইরের উদ্দীপনা গ্রহণে নিউরনের কোন অংশ দায়ী?
ক. কোষদেহ
● স্নায়ুকেশ
গ. স্নায়ুশাখা
ঘ. প্রান্তগুচ্ছ
৫. স্নায়ুতন্ত্রের প্রধান অংশ কোনটি?
ক. গ্রন্থি
খ. নিউরন
● মস্তিষ্ক
ঘ. কলা
৬. মনোবিজ্ঞানের মূল আলোচ্য বিষয় কী?
ক. বুদ্ধি
খ. মন
গ. আবেগ
● আচরণ
৭. আচরণের জৈবিক ভিত্তি কোনটি?
ক. মস্তিষ্ক
● স্নায়ুতন্ত্র
গ. কলা
ঘ. নিউরন
৮. দেহের একক কী?
ক. কলা
● কোষ
গ. স্নায়ুতন্ত্র
ঘ. নিউরন
৯. খালি চোখে দেখা যায় না কোনটি?
ক. স্নায়ুতন্ত্র
খ. পাকস্থলী
● কোষ
ঘ. গ্রন্থি
১০. একই জাতীয় অনেকগুলো কোষ মিলে কী গঠিত হয়?
ক. গ্রন্থি
খ. তন্ত্র
গ. অঙ্গ
● কলা
মনোবিজ্ঞান ১ম পত্র ৪র্থ অধ্যায়ের mcq
১. প্রাণীর ব্যক্তিগত অভিজ্ঞতার নাম কী?
● অনুভূতি
খ. আগ্রহ
গ. অভিজ্ঞতা
ঘ. আবেগ
২. মানুষকে তার নির্দিষ্ট লক্ষে পরিচালিত করে কোনটি?
ক. আবেগ
খ. জ্ঞান
● প্রেষণা
ঘ. বুদ্ধি
৩. কোনটির জন্য মানুষের কর্মস্পৃহা পরিলক্ষিত হয়?
ক. সংবেদন
● প্রেষণা
গ. প্রত্যক্ষণ
ঘ. আবেগ
৪. কোনটি না থাকা মানে মানুষের জীবন নিষ্ক্রিয় হয়ে যাওয়া?
ক. প্রত্যক্ষণ
খ. আবেগ
গ. বুদ্ধি
● প্রেষণা
৫. মানুষ বা প্রাণী কেমন আচরণ করবে তা কীসের উপর নির্ভরশীল?
ক. বুদ্ধির উপর
● প্রেষণার উপর
গ. শিক্ষণের উপর
ঘ. আবেগের উপর
৬. প্রেষণা শব্দটি এসেছে কোন শব্দ থেকে?
ক. Motion
● Motive
গ. Desire
ঘ. Need
৭. ‘যা আমাদের আচরণের সূত্রপাত ঘটায়, সচল রাখে এবং পরিচালনা করে তাকে প্রেষণা বলে’- সংজ্ঞাটি কার?
ক. জন সি রাচ
খ. ক্রাইডার
● জন এল. ভোগেল
ঘ. সলোমন
৮. ব্যাপকার্থে, প্রেষণাকে আচরণের কারণ হিসেবে সংজ্ঞায়িত করা যায়। সংজ্ঞাটি দিয়েছেন কোন বিজ্ঞানী?
ক. ক্লাইডার
খ. গোথালস
গ. জন এল. ভোগেল
● উইলিয়াম বাসকিস্ট
৯. প্রাণীরা জীবনে যা কিছু করে সবকিছুর মৌলিক উৎস কোনটি?
ক. শিক্ষণ
● প্রেষণা
গ. জ্ঞান
ঘ. স্মৃতি
১০. প্রেষণা চক্র প্রেষণা চক্রের দ্বিতীয় ধাপ কোনটি?
ক. অভাববোধ
খ. উদ্দেশ্য সাধন
গ. করণ আচরণ
● তাড়না
মনোবিজ্ঞান ১ম পত্র ৫ম অধ্যায়ের mcq
১. অনুষঙ্গ কত প্রকার?
● দুই
খ. তিন
গ. চার
ঘ. পাঁচ
২. অভিজ্ঞতার ফলে তাৎক্ষণিক বা সম্ভবনাসূচক আচরণের তুলনামূলক স্থায়ী পরিবর্তনকে শিক্ষণ হিসেবে সংজ্ঞায়িত করেছেন কারা?
● ক্রাইডার, গোথাল্স
খ. কোহলার, কোফ্কা
গ. মর্গান, স্কোপলার
ঘ. বাসকিস্ট, জারবিং
৩. শিক্ষণ কী?
ক. বই পড়া জ্ঞান
খ. টিভি দেখা জ্ঞান
● অনুশীলনের ফলে আচরণের পরিবর্তন
ঘ. অপরিবর্তিত আচরণ
২০২৫ মনোবিজ্ঞান ১ম পত্র এইচএসসি সাজেশন পিডিএফ ডাউনলোড
৪. আচরণ যা সম্ভাবনাসূচক আচরণের পরিবর্তন কোনটির কারণে ঘটে?
ক. ক্লান্তি
● পরিবেশগত অভিজ্ঞতা
গ. ঔষধ
ঘ. আঘাতজনিত কারণে
৫. শিক্ষণকে অভিজ্ঞতার উপর প্রতিষ্ঠিত আচরণের তুলনামূলক স্থায়ী পরিবর্তন হিসেবে সংজ্ঞায়িত করেন কে?
ক. জন সি. রাচ
খ. মর্গান
গ. ওয়াইনী ওয়াইটেন
● উইলিয়াম বাসকিস্ট
৬. শিক্ষণের সংজ্ঞায় কয়টি বিষয় সুস্পষ্টভাবে ফুটে উঠে?
ক. ২টি
● ৩টি
গ. ৪টি
ঘ. ৫টি
৭. শিক্ষণ হলে কী ঘটবে?
● আচরণের পরিবর্তন
খ. অপরিবর্তিত আচরণ দেখা যাবে
গ. দৈহিক বিকাশ
ঘ. জ্ঞানের ঘাটতি
৮. আচরণের পরিবর্তন কীসের ফলে হতে হবে?
ক. বই পড়ার ফলে
খ. জানার ফলে
গ. দেখার ফলে
● অনুশীলন বা অভ্যাসের ফলে
৯. আচরণের পরিবর্তন কেমন হতে হবে?
ক. স্বল্পস্থায়ী
● দীর্ঘস্থায়ী
গ. খুবই কম
ঘ. খুবই বেশি
১০. শিক্ষণের উপাদান বা শর্তসমূহ শিক্ষণের সূত্রপাত হয় কীভাবে?
ক. প্রেষণার ফলে
খ. চাওয়ার ফলে
● সমস্যাকে কেন্দ্র করে
ঘ. আবেগের ফলে
[ বি:দ্র: উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
মনোবিজ্ঞান ১ম পত্র ১ম অধ্যায়ের mcq
১. মনোবিজ্ঞানের প্রথম গবেষণাগার কত সালে স্থাপিত হয়েছে?
ক. ১৭৮৯
● ১৮৭৯
গ. ১৯১৩
ঘ. ১৯৭৯
২. Psychology শব্দটির উৎপত্তি কোন ভাষা থেকে?
ক. ল্যাটিন
● গ্রিক
গ. জার্মান
ঘ. ফরাসি
৩. ”Psyche” এবং ”Logos” শব্দ দুটি কোন ভাষার শব্দ?
ক. ইটালিয়ান
খ. ল্যাটিন
● গ্রিক
ঘ. ইংরেজি
৪. ”Psyche” শব্দের অর্থ কী?
ক. মন
● আত্মা
গ. জ্ঞান
ঘ. পাগল
৫. আক্ষরিক অর্থে মনোবিজ্ঞানকে কী সম্বন্ধীয় বিজ্ঞান বলা হয়?
ক. মন
খ. আচরণ
● আত্মা
ঘ. ধারণা
৬. কত সালে মনোবিজ্ঞানের প্রথম পরীক্ষাগার স্থাপিত হয়?
ক. ১৮৭৫ সালে
খ. ১৮৬৭ সালে
● ১৮৭৫ সালে
ঘ. ১৯০৫ সালে
৭. উন্ড মনোবিজ্ঞানকে কীসের বিজ্ঞান হিসেবে ব্যাখ্যা করেন?
● চেতনার
খ. মানসিক কার্যকলাপের
গ. আচরণের
ঘ. মনের
৮. ইঁদুর নিয়ে গবেষণা করেন কে?
ক. প্যাভলভ
● ই. এল. থর্নডাইক
গ. কোলার
ঘ. রাউজার
৯. কুকুর নিয়ে গবেষণা করেন কোন বিজ্ঞানী?
ক. থর্নডাইক
খ. উন্ড
● প্যাভলভ
ঘ. স্কিনার
১০. শ্রেণিকক্ষে শিক্ষকের বক্তব্য কোন ধরনের আচরণ?
ক. খণ্ডিত আচরণ
খ. অভ্যন্তরীণ আচরণ
● সামগ্রিক আচরণ
ঘ. অনৈচ্ছিক আচরণ
মনোবিজ্ঞান ১ম পত্র ৩য় অধ্যায়ের mcq
১. উত্তেজনা অন্তর্মুখী স্নায়ুর মাধ্যমে কোথায় যায়?
ক. হাতে
খ. পায়ে
গ. নাকে
● মস্তিষ্কে
২. আসমা রাগে উত্তেজিত হয়ে মায়াকে থাপ্পড় দিল- এটি কিসের উদাহরণ?
ক. সন্নিকর্ষের ক্রিয়া
খ. কার্যসম্পাদন
গ. স্নায়বিক ক্রিয়া
● প্রতিবর্তী ক্রিয়া
৩. কাজ অনুসারে স্নায়ুকোষ মূলত কত ধরনের?
ক. দুই
● তিন
গ. চার
ঘ. পাঁচ
৪. বাইরের উদ্দীপনা গ্রহণে নিউরনের কোন অংশ দায়ী?
ক. কোষদেহ
● স্নায়ুকেশ
গ. স্নায়ুশাখা
ঘ. প্রান্তগুচ্ছ
৫. স্নায়ুতন্ত্রের প্রধান অংশ কোনটি?
ক. গ্রন্থি
খ. নিউরন
● মস্তিষ্ক
ঘ. কলা
৬. মনোবিজ্ঞানের মূল আলোচ্য বিষয় কী?
ক. বুদ্ধি
খ. মন
গ. আবেগ
● আচরণ
৭. আচরণের জৈবিক ভিত্তি কোনটি?
ক. মস্তিষ্ক
● স্নায়ুতন্ত্র
গ. কলা
ঘ. নিউরন
৮. দেহের একক কী?
ক. কলা
● কোষ
গ. স্নায়ুতন্ত্র
ঘ. নিউরন
৯. খালি চোখে দেখা যায় না কোনটি?
ক. স্নায়ুতন্ত্র
খ. পাকস্থলী
● কোষ
ঘ. গ্রন্থি
১০. একই জাতীয় অনেকগুলো কোষ মিলে কী গঠিত হয়?
ক. গ্রন্থি
খ. তন্ত্র
গ. অঙ্গ
● কলা
মনোবিজ্ঞান ১ম পত্র ৪র্থ অধ্যায়ের mcq
১. প্রাণীর ব্যক্তিগত অভিজ্ঞতার নাম কী?
● অনুভূতি
খ. আগ্রহ
গ. অভিজ্ঞতা
ঘ. আবেগ
২. মানুষকে তার নির্দিষ্ট লক্ষে পরিচালিত করে কোনটি?
ক. আবেগ
খ. জ্ঞান
● প্রেষণা
ঘ. বুদ্ধি
৩. কোনটির জন্য মানুষের কর্মস্পৃহা পরিলক্ষিত হয়?
ক. সংবেদন
● প্রেষণা
গ. প্রত্যক্ষণ
ঘ. আবেগ
৪. কোনটি না থাকা মানে মানুষের জীবন নিষ্ক্রিয় হয়ে যাওয়া?
ক. প্রত্যক্ষণ
খ. আবেগ
গ. বুদ্ধি
● প্রেষণা
৫. মানুষ বা প্রাণী কেমন আচরণ করবে তা কীসের উপর নির্ভরশীল?
ক. বুদ্ধির উপর
● প্রেষণার উপর
গ. শিক্ষণের উপর
ঘ. আবেগের উপর
৬. প্রেষণা শব্দটি এসেছে কোন শব্দ থেকে?
ক. Motion
● Motive
গ. Desire
ঘ. Need
৭. ‘যা আমাদের আচরণের সূত্রপাত ঘটায়, সচল রাখে এবং পরিচালনা করে তাকে প্রেষণা বলে’- সংজ্ঞাটি কার?
ক. জন সি রাচ
খ. ক্রাইডার
● জন এল. ভোগেল
ঘ. সলোমন
৮. ব্যাপকার্থে, প্রেষণাকে আচরণের কারণ হিসেবে সংজ্ঞায়িত করা যায়। সংজ্ঞাটি দিয়েছেন কোন বিজ্ঞানী?
ক. ক্লাইডার
খ. গোথালস
গ. জন এল. ভোগেল
● উইলিয়াম বাসকিস্ট
৯. প্রাণীরা জীবনে যা কিছু করে সবকিছুর মৌলিক উৎস কোনটি?
ক. শিক্ষণ
● প্রেষণা
গ. জ্ঞান
ঘ. স্মৃতি
১০. প্রেষণা চক্র প্রেষণা চক্রের দ্বিতীয় ধাপ কোনটি?
ক. অভাববোধ
খ. উদ্দেশ্য সাধন
গ. করণ আচরণ
● তাড়না
মনোবিজ্ঞান ১ম পত্র ৫ম অধ্যায়ের mcq
১. অনুষঙ্গ কত প্রকার?
● দুই
খ. তিন
গ. চার
ঘ. পাঁচ
২. অভিজ্ঞতার ফলে তাৎক্ষণিক বা সম্ভবনাসূচক আচরণের তুলনামূলক স্থায়ী পরিবর্তনকে শিক্ষণ হিসেবে সংজ্ঞায়িত করেছেন কারা?
● ক্রাইডার, গোথাল্স
খ. কোহলার, কোফ্কা
গ. মর্গান, স্কোপলার
ঘ. বাসকিস্ট, জারবিং
৩. শিক্ষণ কী?
ক. বই পড়া জ্ঞান
খ. টিভি দেখা জ্ঞান
● অনুশীলনের ফলে আচরণের পরিবর্তন
ঘ. অপরিবর্তিত আচরণ
৪. আচরণ যা সম্ভাবনাসূচক আচরণের পরিবর্তন কোনটির কারণে ঘটে?
ক. ক্লান্তি
● পরিবেশগত অভিজ্ঞতা
গ. ঔষধ
ঘ. আঘাতজনিত কারণে
৫. শিক্ষণকে অভিজ্ঞতার উপর প্রতিষ্ঠিত আচরণের তুলনামূলক স্থায়ী পরিবর্তন হিসেবে সংজ্ঞায়িত করেন কে?
ক. জন সি. রাচ
খ. মর্গান
গ. ওয়াইনী ওয়াইটেন
● উইলিয়াম বাসকিস্ট
৬. শিক্ষণের সংজ্ঞায় কয়টি বিষয় সুস্পষ্টভাবে ফুটে উঠে?
ক. ২টি
● ৩টি
গ. ৪টি
ঘ. ৫টি
৭. শিক্ষণ হলে কী ঘটবে?
● আচরণের পরিবর্তন
খ. অপরিবর্তিত আচরণ দেখা যাবে
গ. দৈহিক বিকাশ
ঘ. জ্ঞানের ঘাটতি
৮. আচরণের পরিবর্তন কীসের ফলে হতে হবে?
ক. বই পড়ার ফলে
খ. জানার ফলে
গ. দেখার ফলে
● অনুশীলন বা অভ্যাসের ফলে
৯. আচরণের পরিবর্তন কেমন হতে হবে?
ক. স্বল্পস্থায়ী
● দীর্ঘস্থায়ী
গ. খুবই কম
ঘ. খুবই বেশি
১০. শিক্ষণের উপাদান বা শর্তসমূহ শিক্ষণের সূত্রপাত হয় কীভাবে?
ক. প্রেষণার ফলে
খ. চাওয়ার ফলে
● সমস্যাকে কেন্দ্র করে
ঘ. আবেগের ফলে
চূড়ান্ত সাজেশন এইচএসসি মনোবিজ্ঞান ১ম পত্র ২০২৫
এইচএসসি মনোবিজ্ঞান ১ম পত্র MCQ প্রশ্ন সমাধান ২০২৫
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, রাজশাহী, যশোর, বরিশাল,সিলেট দিনাজপুর,বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড,মাদ্রাসা শিক্ষা বোর্ড, এর কমন সাজেশন ২০২৫
HSC /Alim Common Suggestion 2025
আজকের সাজেশস: ২০২৫ এইচএসসি মনোবিজ্ঞান ১ম পত্র পরীক্ষার সাজেশন, ২০২৫ এইচএসসি বর্ষ মনোবিজ্ঞান ১ম পত্র সাজেশন,
এইচএসসি মনোবিজ্ঞান ১ম পত্র স্পেশাল সাজেশন ২০২৫, hsc Psychology 1st Paper suggestion 2025
প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে ইমেল : info@banglanewsexpress.com
আমরা আছি নিচের সামাজিক মাধ্যম গুলোতে ও