মিথ কী?,মনা কি?,গোত্র কী?,পরিবার গঠনের পূর্বশর্ত কী?,যাদুবিদ্যা কী?,স্বজাতিকেন্দ্রিকতা কী?,এমিক দৃষ্টিভঙ্গি কী?,ব্যক্তিত্ব কী?,আধুনিক নৃবিজ্ঞানের জনক কে?,নৃবিজ্ঞানের যে কোনো ১টি স্কুলের নাম লিখ

প্রশ্ন সমাধান: মিথ কী?,মনা কি?,গোত্র কী?,পরিবার গঠনের পূর্বশর্ত কী?,যাদুবিদ্যা কী?,স্বজাতিকেন্দ্রিকতা কী?,এমিক দৃষ্টিভঙ্গি কী?,ব্যক্তিত্ব কী?,আধুনিক নৃবিজ্ঞানের জনক কে?,নৃবিজ্ঞানের যে কোনো ১টি স্কুলের নাম লিখ

প্রারম্ভিক নৃবিজ্ঞান সাজেশন

ক-বিভাগ: অতিসংক্ষিপ্ত প্রশ্নের উত্তর

১. “নৃবিজ্ঞান হলো মানুষ ও তার সংস্কৃতির পাঠ”- উক্তিটি কার?
উত্তর : “নৃবিজ্ঞান হলো মানুষ ও তার সংস্কৃতির পাঠ”- উক্তিটি নৃবিজ্ঞানী E. A. Hoebel এর।

২. মর্গান ‘Ancient Society’ গ্রন্থে সমগ্র মানব সমাজের বিবর্তনের ইতিহাসকে কয়টি ভাগে ভাগ করেছেন?
উত্তর : মর্গান ‘Ancient Society’ গ্রন্থে সমগ্র মানব সমাজের বিবর্তনের ইতিহাসকে ৩টি ভাগে ভাগ করেছেন। যথা : ১. বন্যদশা, ২. বর্বরদশা ও ৩. সভ্যদশা।

৩. Ethnology শব্দটির অর্থ কী?
উত্তর : Ethnology শব্দটির অর্থ মানবজাতি তত্ত্ব।

৪. নব্য বিবর্তনবাদ কী?
উত্তর : বিবর্তনবাদের দুর্বল দিকগুলো সংশোধন করে বিবর্তনবাদের যে নতুন তাত্ত্বিক ব্যাখ্যা প্রদান করা হয়, তাকে নব্য বিবর্তনবাদ বলে ।

৫. সরোরেট কী?
উত্তর : কোনো ব্যক্তির স্ত্রী মারা গেলে সেই ব্যক্তি তার মৃত স্ত্রীর যে কোনো বোনকে বিবাহ করলে তাকে সরোরেট বিবাহ বলে।

৬. মাতৃপ্রধান পরিবার বাংলাদেশের কোন সমাজে দেখা যায়?
উত্তর : মাতৃপ্রধান পরিবার বাংলাদেশের ‘গারো’ সমাজে দেখা যায় ।

৭. Decent বলতে কী বোঝ?
উত্তর : সাধারণত Decent বলতে কোন ব্যক্তির সাথে তার পূর্ব পুরুষের সম্পর্ককে বুঝায় ।

৮. ময়টি কী?
উত্তর : ময়টি হলো একটি বহির্বিবাহভিত্তিক গোষ্ঠী যার সদস্যরা জানেন যে, তাঁরা একই পূর্বসূরির সদস্য কিন্তু সূত্রিতার ব্যাপারে সুনির্দিষ্ট তথ্য তাঁদের জানা নেই।

৯. বণ্টন এবং বিনিময়কে কয় ভাগে ভাগ করা যায় ও কী কী?
উত্তর : তিন ভাগে ভাগ করা যায়। যথা : ক. পারস্পরিক আদানপ্রদান, খ. পুনর্বণ্টন, গ. বাজার ব্যবস্থা।

১০. কুলারিং কী?
উত্তর : কুলারিং এক ধরনের বিনিময়।

১১. পোর্টল্যাচ কী?
উত্তর : পোর্টল্যাচ উত্তর আমেরিকার অধিবাসীদের এক ধরনের উৎসব।

১২. ‘The Primitive Culture’ গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর : ‘The Primitive Culture’ গ্রন্থটির রচয়িতা E: B. Tylor.

১৩. নৃবিজ্ঞানের প্রধান শাখাগুলো কী কী?
উত্তর : নৃবিজ্ঞানের প্রধান শাখাগুলো হলো- i. দৈহিক নৃবিজ্ঞান এবং ii. সাংস্কৃতিক নৃবিজ্ঞান ।

১৪. ‘The Golden Bough’ গ্রন্থের রচয়িতা কে?
উত্তর : ‘The Golden Bough’ -গ্রন্থের রচয়িতা James Frazer.

১৫. ‘জীবন ছিল হয় ভূরিভোজ নয় উপবাস’- উক্তিটি কার?
উত্তর : ‘জীবন ছিল হয় ভূরিভোজ নয় উপবাস’- উক্তিটি ভারতীয় নৃবিজ্ঞানী মিনু মাসানির।

১৬. ‘Rights of Passage’ প্রত্যয়টি সর্বপ্রথম কে এবং কখন ব্যবহার করেন?
উত্তর : ‘Rights of Passage’ প্রত্যয়টি সর্বপ্রথম ভ্যান গেনেপ (Van Gennep) ১৯০৯ সালে ব্যবহার করেন।

১৭. মিথ কী?
উত্তর : মিথ হলো পৌরাণিক কাহিনি।

১৮. মনা কি?
উত্তর : মনা এক প্রকার নৈর্ব্যক্তিক শক্তি।

১৯. গোত্র কী?
উত্তর : গোত্র একটি একপার্শ্বিক বৃহত্তর আত্মীয়ের দল যারা পৌরাণিক এক পূর্বপুরুষ থেকে উদ্ভূত বলে মনে করে।

২০. পরিবার গঠনের পূর্বশর্ত কী?
উত্তর : পরিবার গঠনের পূর্বশর্ত হলো ‘বিবাহ’।


আরো ও সাজেশন:-

২১. যাদুবিদ্যা কী?
উত্তর : যাদুবিদ্যা হলো অতিপ্রাকৃত শক্তিকে বশে এনে স্বীয় স্বার্থ চরিতার্থ করা।

২২. স্বজাতিকেন্দ্রিকতা কী?
উত্তর : নিজের ভাষা, জীবনধারা তথা সংস্কৃতিকে উৎকৃষ্ট মনে করাই হলো স্বজাতিকেন্দ্রিকতা।

২৩. এমিক দৃষ্টিভঙ্গি কী?
উত্তর : কোনো সংস্কৃতিকে তার নিজস্ব ভাষা, রীতিনীতির পরিপ্রেক্ষিতে অনুধাবন করাই হলো এমিক দৃষ্টিভঙ্গি।

২৪. ব্যক্তিত্ব কী?
উত্তর : ব্যক্তিত্ব হলো আচরণের রূপ বা বহিঃপ্রকাশ।

২৫. আধুনিক নৃবিজ্ঞানের জনক কে?
উত্তর : আধুনিক নৃবিজ্ঞানের জনক ‘ক্লাউড লেভিস্ট্রস’ ।

২৬. নৃবিজ্ঞানের যে কোনো ১টি স্কুলের নাম লিখ।
উত্তর : নৃবিজ্ঞানের যে কোনো ১টি স্কুলের নাম ‘বিবর্তনবাদ’ ।

২৭. ‘নৃবিজ্ঞান হচ্ছে মানুষ ও তার সংস্কৃতির বৈজ্ঞানিক অধ্যয়ন’- উক্তিটি কার?
উত্তর : ‘নৃবিজ্ঞান হচ্ছে মানুষ ও তার সংস্কৃতির বৈজ্ঞানিক অধ্যয়ন’ উক্তিটি হোবেল-এর।

২৮. ‘Ancient Society’ গ্রন্থের রচয়িতা কে?
উত্তর : ‘Ancient Society’ গ্রন্থের রচয়িতা L. H. Morgan.

২৯. পোটলাচ কী?
উত্তর : পোটলাচ হচ্ছে উত্তর আমেরিকার অধিবাসীদের এক ধরনের উৎসব।

৩০. শামান কী?
উত্তর : শামান বলতে ধর্ম বিশেষজ্ঞকে বুঝায়।

৩১. প্রত্নতত্ত্ব কী?
উত্তর : প্রত্নতত্ত্ব হচ্ছে প্রাগৈতিহাসিক সংস্কৃতির অধ্যয়ন।

৩২. ‘সম্পত্তি হচ্ছে চৌৰ্য্যবৃত্তির ফল’- উক্তিটি কার?
উত্তর : ‘সম্পত্তি হচ্ছে চৌয্যবৃত্তির ফল’- উক্তিটি পিয়ের জোসেফ প্রুধোঁ-র।

৩৩. টোটেম ও ট্যাবু কী?
উত্তর : টোটেম বলতে বুঝায় এমন কোনো বৃক্ষ বা জন্তু বা অন্য কিছু যাকে আদিম জনগোষ্ঠী কুসংস্কার বশে পূজা করে থাকে। ট্যাবু হচ্ছে বর্বর যুগের ধর্ম বিশ্বাসের অঙ্গ এবং বস্তুর অন্তর্নিহিত নৈর্ব্যক্তিক অতিপ্রাকৃত শক্তি ও বিধিনিষেধের সম্পর্ক।

৩৪. ব্যান্ড কী?
উত্তর : আদিম সমাজে বিদ্যমান ছোট ছোট গোষ্ঠীকে ব্যান্ড বলে।

৩৫. জীবাশ্ম কী?
উত্তর : মাটির বিভিন্ন স্তরে খুঁড়ে পাওয়া গাছপালা ও প্রাণী দেহের নিদর্শন বা ধ্বংসাবশেষই ফসিল বা জীবাশ্ম।

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

৩৬. মর্গানের মতে মানব সমাজের বিবর্তনের ধাপ কয়টি?
উত্তর : ‘মর্গানের মতে মানব সমাজের বিবর্তনের ধাপ ‘তিনটি’ ।

৩৭. অবাধ যৌনাচার ধারণাটি কার?
উত্তর : অবাধ যৌনাচার ধারণাটি L. H. Morgan এর।

৩৮. আদিম সমাজে কত ধরনের রাজনৈতিক সংগঠন ছিল?
উত্তর : আদিম সমাজে দুই ধরনের রাজনৈতিক সংগঠন ছিল।

৩৯. মাতৃসূত্রীয় পরিবার কী?
উত্তর : যে পরিবারে রক্ত বা বংশধারা মাতার দিক থেকে বিবেচনা করা হয় এবং মাতাই পরিবারের প্রধান তাকে মাতৃসূত্রীয় পরিবার বলে।

৪০. টোটেম কী?
উত্তর : টোটেম বলতে বুঝায় এমন কোনো বৃক্ষ, জন্তু বা অন্য কিছু যাকে আদিম জনগোষ্ঠী কুসংস্কার বলে পূজা করতো।

৪১. জুমচাষ কী?
উত্তর : জুমচাষ হচ্ছে পাহাড়ের ঢালে পর্যায়ক্রমিকভাবে এক বিশেষ ধরনের চাষাবাদ পদ্ধতি।

৪২. “ক্রস কাজিন” বিবাহ কী?
উত্তর : মামাতো এবং ফুফাতো ভাইবোনদের মধ্যে বিবাহকে ‘ক্রস-কাজিন বিবাহ’ বলে।

প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে ইমেল : info@banglanewsexpress.com

আমরা আছি নিচের সামাজিক যোগাযোগ মাধ্যমে গুলোতে ও

Leave a Comment