প্রশ্ন সমাধান: পরিবেশ ও জীব বৈচিত্র সংরক্ষণ ও উন্নয়ন সম্পর্কে সংবিধানের কোন অনুচ্ছেদে কী বলা হয়েছে?,ডেল্টা প্লান-২১০০ বলতে কী বুঝেন? সামাজিক বনায়ন বলতে কী বুঝেন? ,সুন্দরবনের অবদান সম্পর্কে সংক্ষেপে লিখুন
পরিবেশ ও জীব বৈচিত্র সংরক্ষণ ও উন্নয়ন সম্পর্কে সংবিধানের কোন অনুচ্ছেদে কী বলা হয়েছে?
উত্তর: পরিবেশ, প্রতিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণের উপর বিশেষ গুরুত্বারোপ করে বাংলাদেশের সংবিধানে রাষ্ট্র পরিচালনার মূলনীতি অধ্যায়ের ২য় ভাগের ১৮(ক) অনুচ্ছেদে বলা হয়েছে যে-“রাষ্ট্র বর্তমান ও ভবিষ্যৎ নাগরিকদের জন্য পরিবেশ সংরক্ষণ ও উন্নয়ন করিবেন এবং প্রাকৃতিক সম্পদ, জীববৈচিত্র্য, জলাভূমি, বন ও বন্যপ্রাণির সংরক্ষণ ও নিরাপত্তা বিধান করিবেন।” তাই, জীববৈচিত্র্য এবং প্রতিবেশ সংরক্ষণ এখন আমাদের সাংবিধানিক বাধ্যবাধকতা এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের আওতায় পরিবেশ অধিদপ্তর এ বাধ্যবাধকতা বাস্তবায়নে নির্মোহভাবে কাজ করে যাচ্ছে।
আরো ও সাজেশন:-
২. ডেল্টা প্লান-২১০০ বলতে কী বুঝেন?
উত্তর: ডেল্টা প্ল্যান-২১০০ হলো ২০১৮ সালে বাংলাদেশ সরকার কর্তৃক প্রণীত একটি ব্যাপক উন্নয়ন পরিকল্পনা যা অর্থনৈতিক প্রবৃদ্ধি, পরিবেশ সংরক্ষণ এবং বর্ধিত জলবায়ু স্থিতিস্থাপকতার উপর দৃষ্টি নিবদ্ধ করে। ডেল্টা পরিকল্পনা হল দীর্ঘমেয়াদি, একক এবং সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা।
১. দীর্ঘমেয়াদি বলতে বোঝায় পরিকল্পনার লক্ষ্য – ২১০০। একক হল দেশের সব পরিকল্পনার আন্তযোগাযগের মাধ্যমে একক ডেল্টা।
২.সমন্বিত বলতে বোঝায় পানি সম্পর্কিত সকল খাতকে একটি পরিকল্পনায় নিয়ে আসা।
৩.জলবায়ু পরিবর্তনের প্রেক্ষিতে পানিসম্পদ ব্যবস্থাপনা, খাদ্য ও পানির নিরাপত্তা এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় তৈরি হওয়া শত বছরের ব-দ্বীপ পরিকল্পনা বা ডেল্টা প্লান ।
ডেল্টা পরিকল্পনা, কৌশল সমূহের টেকসই উন্নয়নের মাধ্যমে ডেল্টা ভিশনে পৌঁছাতে সাহায্য করে। জলবায়ু পরিবর্তন এ সময়ে খুবই আলোচিত বিষয়, যার প্রভাবের ফলাফল আমরা এখন তিক্ততা নিয়ে প্রতিনিয়ত ভোগ করছি। আর এই কারণেই বাংলাদেশ বদ্বীপ পরিকল্পনা (A Bangladesh Delta Plan)।
জলবায়ু পরিবর্তনের প্রভাব মাথায় রেখে বাংলাদেশ সরকারের নেওয়া প্রকল্পটি হলো — Towards a Bangladesh Delta Plan’। এই প্রকল্পের ফলাফল রচিত হবে ৫০ থেকে ১০০ বছরের একটি সমন্বিত এবং টেকসই পরিকল্পনার কাজের উপর ভিত্তি করে। এই প্রকল্পের প্রধান উদ্দেশ্য, আমাদের নিরাপদ জীবন-জীবিকা নিশ্চিত করা এবং দেশের অর্থনীতির চাকাকে সচল রাখা।
[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
৩. সামাজিক বনায়ন বলতে কী বুঝেন? সুন্দরবনের অবদান সম্পর্কে সংক্ষেপে লিখুন ।
উত্তর: সামাজিক বনায়ন হলো স্থানীয় দরিদ্র জনগণকে উপকারভোগী হিসেবে সম্পৃক্ত করে পরিচালিত বনায়ন কার্যক্রম যার প্রত্যক্ষ সুফলভোগীও উপকারভোগী হয়ে থাকেন। বনায়ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন, বৃক্ষরোপণ ও পরিচর্যা, বনজ সম্পদের নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা, লভ্যাংশ বন্টন ও পুনঃবনায়ন সব কাজেই তারা ওতোপ্রোতভাবে জড়িত থাকে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা প্রদত্ত সামাজিক বনায়নের সংজ্ঞা হচ্ছে ‘বনায়ন কার্যক্রমে জনগণকে সরাসরি সম্পৃক্তকরণের যেকোন পরিস্থিতি’।
সুন্দরবনের অবদান: দেশের অর্থনীতিতে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সুন্দরবনের অবদান প্রতিবছর প্রায় সাড়ে পাঁচ হাজার কোটি টাকা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স (আইএফইএস) পরিচালিত এক জরিপে এ তথ্য উঠে এসেছে।
Paragraph/Composition/Application/Email/Letter/Short Stories | উত্তর লিংক |
ভাবসম্প্রসারণ/প্রবন্ধ, অনুচ্ছেদ/ রচনা/আবেদন পত্র/প্রতিবেদন/ চিঠি ও ইমেল | উত্তর লিংক |
সুন্দরবনের মাধ্যমে পর্যটনসেবা: সুন্দরবনের জীববৈচিত্র্যের প্রতি আকৃষ্ট হয়ে প্রতিবছর দেশি ও বিদেশি অনেক পর্যটক এখানে ঘুরতে আসেন। বিশেষ করে ঐতিহ্যবাহী অনুষ্ঠান ‘রাস মেলা’ ও ‘বন বিবির মেলা’ উপলক্ষে লাখো পর্যটকদের সমাগম ঘটে এখানে।
সুন্দরবনের মাধ্যমে সুরক্ষাসেবা: বঙ্গোপসাগরে সৃষ্ট সাইক্লোন থেকে বাংলাদেশের দক্ষিণাঞ্চলকে প্রাকৃতিক সুরক্ষা দিচ্ছে সুন্দরবন । সাম্প্রতিক দুই বিধ্বংসী ঘূর্ণিঝড় ‘সিডর’ ও ‘আইলা’র ধ্বংসযজ্ঞ থেকেও বাংলাদেশকে অনেকটা রক্ষা করেছে সুন্দরবন।
সুন্দরবনের সম্পদের ওপর মানুষের নির্ভরতা: স্থানীয় লাখ লাখ মানুষের জীবন-জীবিকার প্রধান উৎস সুন্দরবন। বিশেষ করে কাঠ (আসবাবপত্রের কাঠ, জ্বালানি কাঠ এবং গোলপাতা) এবং বনজ সম্পদের (মৎস্য, মধু, কাঁকড়া ও ঔষধি গাছ) ওপর নির্ভরশীল স্থানীয়রা |
সুন্দরবনের প্রকৃত মূল্য জরিপের সম্ভাব্য মূল্যের চেয়ে অনেক বেশি। এ বনকে আমরা যতভাবে বাঁচাতে উদ্যোগ নেব, এ বন তার চেয়ে অনেক গুণ ফিরিয়ে দেবে আমাদের।
প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে ইমেল : info@banglanewsexpress.com
আমরা আছি নিচের সামাজিক যোগাযোগ মাধ্যমে গুলোতে ও
- তুলনামূলক আলোচনা:কর্পোরেট গভর্নেন্স ও কর্পোরেট ব্যবস্থাপনা আলোচনা কর্পোরেট গভর্নেন্স
- কর্পোরেট গভর্নেন্স ও কর্পোরেট ব্যবস্থাপনা পার্থক্য, কর্পোরেট গভর্নেন্স vs কর্পোরেট ব্যবস্থাপনা পার্থক্য
- কর্পোরেট পরিচালনার সীমাবদ্ধতা কী কী?, কর্পোরেট পরিচালনার অসুবিধা লিখ ?
- বাংলাদেশ ব্যাংকের ব্যবস্থাপনার ক্ষেত্রে কর্পোরেট পরিচালনা বর্ণনা কর, বাংলাদেশ ব্যাংকের ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত লেখ
- ইজারা অর্থায়ন পরিকল্পনা ভালো দিক আলোচনা কর,ইজারা অর্থায়ন পরিকল্পনা মন্দ দিক আলোচনা কর
- কর্পোরেট পরিচালনার গুরুত্ব আলোচনা কর,একটি প্রতিষ্ঠানের জন্য কর্পোরেট গভার্নেন্স এর প্রয়োজনীয়তা ব্যাখ্যা কর