প্রশ্ন সমাধান: বাংলাদেশের সমাজজীবনে স্তরবিন্যাসের পরিবর্তনে কী কী প্রভাব পড়েছে তা বর্ণনা কর।,বাংলাদেশের সমাজজীবনে স্তরবিন্যাসের পরিবর্তনের প্রভাব আলোচনা কর,বাংলাদেশের সমাজজীবনে শ্রেণিবিন্যাসের পরিবর্তনের প্রভাব বর্ণনা কর,বাংলাদেশের সমাজজীবনে স্তরবিন্যাসের পরিবর্তনের প্রভাব বর্ণনা কর
ভূমিকা : আমরা জানি, যে কোনো দেশের সমাজের ধরন, শ্রেণিবিন্যাস ও জীবনপ্রণালি জানতে হলে অবশ্যই ঐ সমাজের স্তরবিন্যাস সম্পর্কে সম্যক জ্ঞান থাকতে হবে। সামাজিক স্তরবিন্যাস এমনই একটি বিষয় যা, প্রত্যেক সমাজে বিদ্যমান। অর্থাৎ, এমন কোনো সমাজ নেই যে সমাজে স্তরবিন্যাস নেই। আদিম সমাজের স্তরবিন্যাস ছিল, বর্তমানের আধুনিক সমাজেও স্তরবিন্যাস আছে। বাংলাদেশে সামাজিক স্তরবিন্যাস প্রচলিত আছে অনেক দিন থেকেই।
প্রত্যেক সমাজের স্তরবিন্যাস সবসময় একই রকম থাকে না। সময়, সভ্যতার পরিবর্তনের সাথে সাথে সামাজিক স্তরবিন্যাসেও ব্যাপক পরিবর্তন হয়। বাংলাদেশের স্তরবিন্যাস আদিম যুগে যেমন ছিল, মধ্যযুগে তেমন ছিল না। আবার মধ্যযুগে যেমন ছিল, বর্তমানে সেরূপ নেই। অতএব, স্তরবিন্যাস সর্বদা পরিবর্তনশীল। আর এ পরিবর্তনের ছোঁয়া সমাজব্যবস্থাকে স্পর্শ করে। বাংলাদেশের সমাজে স্তরবিন্যাসের পরিবর্তনের ফলে অনেকভাবে প্রভাব বিস্তার করেছে।
বাংলাদেশের সমাজ জীবনের উপর স্তরবিন্যাসের পরিবর্তনের প্রভাবসমূহ : বাংলাদেশের সমাজ জীবনে স্তরবিন্যাসের পরিবর্তনের প্রভাব বহুমুখী। নিম্নে সেগুলো আলোচনা করা হলো :
১. অসম সমাজব্যবস্থা গড়ে উঠেছে : বাংলাদেশের সমাজ জীবনে স্তরবিন্যাসের পরিবর্তনের ফলে সবচেয়ে বেশি যে প্রভাব পড়েছে সেটা হলো অসম সমাজব্যবস্থা গড়ে উঠেছে। বাংলাদেশের সমাজের দিকে তাকালে আমরা দেখতে পাই যে, এ দেশে ধনী ও গরিবের পার্থক্য খুব বেশি। একদিকে মানুষ চৌদ্দ তলায় বিলাসবহুলভাবে রাত কাটায়, অন্যদিকে মানুষ রাস্তাঘাটে, ফুটপাতে অনাহারে রাত কাটায়।
২. অর্থনৈতিক বৈষম্য বৃদ্ধি পেয়েছে : বাংলাদেশে সামাজিক স্তরবিন্যাসের ব্যাপক পরিবর্তনের ফলে অর্থনৈতিক বৈষম্য বৃদ্ধি পেয়েছে। ধনী আরো ধনী হয়েছে, আর গরিব হয়েছে আরো গরিব। কেউ সম্পদের পাহাড় গড়েছে। আর কেউ সম্পদ চোখেও দেখেনি। সেজন্য আমরা জানি, বাংলাদেশের মোট সম্পদের শতকরা ৯০ ভাগের মাত্র ১০ ভাগ লোকের হাতে আর বাকি ১০ ভাগ সম্পদ ৯০ ভাগ মানুষের হাতে। ফলে অর্থনৈতিক বৈষম্য বৃদ্ধি পেয়েছে মারাত্মকভাবে ।
আরো ও সাজেশন:-
৩. নির্যাতনের হার বেড়েছে : বাংলাদেশে স্তরবিন্যাসের পরিবর্তনের ফলে ব্যাপকমাত্রায় নির্যাতন বেড়েছে। কারণ উপার্জনক্ষম ব্যক্তি কর্তৃক অধীনস্থদের নির্যাতন। স্বামী কর্তৃক স্ত্রীকে নির্যাতন, ধনীর দ্বারা গরিবদের নির্যাতন যতই সম্ভব হয়েছে তা স্তরবিন্যাসের জন্য। কারণ সমাজের উঁচু শ্রেণির মানুষ নিচু শ্রেণিদের নির্যাতন করতে পারলে তাদের কর্তব্য পালন হয় বলে মনে করে।
৪. নতুন নতুন শ্রেণির সৃষ্টি : আগে বাংলাদেশের সমাজে শ্রেণিবিন্যাস করা হতো ভূমি মালিক ও কৃষক হিসেবে। অথচ এখন স্তরবিন্যাসের পরিবর্তনের ফলে সমাজে অনেক পেশার জন্ম হয়েছে। সেজন্য একই সমাজে নতুন নতুন অনেক শ্রেণির সৃষ্টি হয়েছে। যেমন- উচ্চবিত্ত, উচ্চ মধ্যবিত্ত, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত ও নিম্নবিত্ত ইত্যাদি ।
৫. দৃষ্টিভঙ্গির পরিবর্তন হয়েছে : সামাজিক স্তরবিন্যাসের পরিবর্তনের ফলে মানুষের দৃষ্টিভঙ্গিগত ব্যাপক পরিবর্তন হয়েছে। কারণ আগে মানুষ অর্জিত মর্যাদাকে প্রাধান্য দিত। কিন্তু বর্তমানে অর্জিত মর্যাদা ব্যক্তির প্রধান পরিচালক হিসেবে পরিগণিত হচ্ছে। ফলে সব মানুষই নিজের যোগ্যতা, মেধা কাজে লাগিয়ে সমাজে প্রতিষ্ঠিত হচ্ছে।
৬. শিক্ষার হার বাড়ছে : সামাজিক স্তরবিন্যাসে পরিবর্তনের ফলে সমাজে শিক্ষিতের হার বাড়ছে। কারণ একজন কৃষকের ছেলেও শিক্ষিত হয়ে চাকরিজীবী হচ্ছে। আবার সে তার ছেলেকে পড়াশুনা শিখিয়ে ডাক্তার বানাচ্ছে। এভাবে দেখা যাচ্ছে, শিক্ষার মাধ্যমে অনেকে সমাজে প্রতিষ্ঠিত হচ্ছে। ফলে সবাই শিক্ষিত হয়ে সমাজে প্রতিষ্ঠিত হওয়ার প্রতিযোগিতায় লিপ্ত হচ্ছে। এভাবে শিক্ষার হার দিনদিন বেড়েই চলছে।
[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
৭. জীবনযাত্রার মান উন্নত হচ্ছে : বাংলাদেশের সামাজিক স্তরবিন্যাস ব্যবস্থায় পরিবর্তনের ফলে জীবনযাত্রার মান উন্নত হচ্ছে। মানুষ তার চেষ্টা, মেধা, শ্রম দ্বারা উন্নত জীবন লাভ করছে। কারণ সে দেখছে তার পাশে একজন লোক উন্নত জীবনযাপন করে। ছোটবেলা থেকে সেও এ ধরনের জীবন পেতে আগ্রহী হয়ে উঠে। আর সেজন্য যে মানুষ কঠোর পরিশ্রম করে সে জীবনে উন্নতি লাভ করে ।
৮. সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে : বাংলাদেশে সামাজিক স্তরবিন্যাস ব্যবস্থার পরিবর্তনের ফলে সমাজে শান্তি শৃঙ্খলা নষ্ট হচ্ছে। কারণ সবাই উন্নত জীবন লাভে আগ্রহী। সেজন্য যে কোনো উপায়ে সম্পদ সংগ্রহই তাদের মূল লক্ষ্য থাকে। তাই তারা ঘুস, দুর্নীতি, স্বজনপ্রীতি করে সমাজে শান্তিশৃঙ্খলা নষ্ট করে ।
৯. অবিচার বেড়েছে : বাংলাদেশে স্তরবিন্যাসের পরিবর্তনের ফলে ব্যাপক মাত্রায় অবিচার বেড়েছে। কারণ সমাজে প্রভাবশালী ও ধনীরাই বিচার পেয়ে থাকে। অন্যদিকে, গরিব ও অবহেলিত মানুষ বিচার পায় না। কারণ আমাদের থানা পুলিশ ঘুস খেয়ে ধনীদের পক্ষে তদন্ত করে। এছাড়া বিচারক ও উকিলরাও ঘুস খেয়ে বড় লোকদের পক্ষে রায় দেয়। ফলে বঞ্চিত ও অবহেলিত সাধারণ মানুষ সুবিচার থেকে বঞ্চিত হয়।
১০. শ্রেণি বিরোধ সৃষ্টি হয়েছে ও উন্নয়ন ব্যাহত হয়েছে : বাংলাদেশে স্তরবিন্যাসের ব্যাপক পরিবর্তনের ফলে শ্রেণি বিরোধ চরম আকার ধারণ করেছে এবং দেশের সার্বিক উন্নয়ন ব্যাহত হয়েছে। কারণ শিল্প মালিকরা তাদের শ্রমিকদেরকে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করেছে সবসময়। ফলে শ্রমিকরাও তাদের দাবিদাওয়া আদায়ের জন্য ধর্মঘট ডেকেছে। ফলে কলকারখানা অনেক দিন বন্ধ থেকেছে এবং উন্নয়ন ব্যাহত হয়েছে।
Paragraph/Composition/Application/Email/Letter/Short Stories | উত্তর লিংক |
ভাবসম্প্রসারণ/প্রবন্ধ, অনুচ্ছেদ/ রচনা/আবেদন পত্র/প্রতিবেদন/ চিঠি ও ইমেল | উত্তর লিংক |
১১. সৌহার্দ্য ও ভাতৃত্বপূর্ণ সম্পর্ক নষ্ট হয়েছে : বাংলাদেশে অনেক আগে মানুষের মধ্যে বন্ধুত্বপূর্ণ ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক বিরাজমান ছিল। তাদের মধ্যে কোনো শত্রুতা ছিল না। কিন্তু স্তরবিন্যাসে পরিবর্তনের ফলে সমাজে টিকে থাকার চরম প্রতিযোগিতায় মানুষকে লিপ্ত হতে হয়েছে। ফলে মানুষের মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক নষ্ট হয়ে গেছে।
১২. বর্ণবৈষম্য বেড়েছে : বাংলাদেশে সামাজিক স্তরবিন্যাস ব্যবস্থার পরিবর্তনের ফলে ব্যাপক মাত্রায় বর্ণবৈষম্য বেড়েছে। কারণ সমাজে অনেক পেশার জন্ম হয়েছে। এমনি অনেক ছোট ও ঘৃণিত পেশাও আছে। তবে সেগুলো কোনো না কোনো মানুষকে করতে হয়। আর এসব পেশার মানুষকে উচ্চ পেশার মানুষেরা প্রচণ্ডভাবে ঘৃণা করেছে।
১৩. দেশে অন্তর্দ্বন্দ্ব বেড়েছে : বাংলাদেশে সামাজিক স্তরবিন্যাস ব্যবস্থার পরিবর্তনের ফলে দেশে অন্তর্দ্বন্দ্ব বেড়ে গেছে। কারণ সব মানুষই শুধু অর্থ আয় করার কাজে লিপ্ত। আর এ কাজকে পিছনে ফেলবে সে প্রতিযোগিতা চলতে থাকে সব সময়। ফলে তাদের মধ্যে অন্তর্দ্বন্দ্বও বাড়ছে দিনদিন।
উপসংহার : উপর্যুক্ত আলোচনা হতে আমরা একথা বলতে পারি যে, প্রত্যেক সমাজেই স্তরবিন্যাস বিদ্যমান ছিল, আছে এবং থাকবে। তবে সমাজ, সভ্যতার পরিবর্তনের ফলে স্তরবিন্যাসেরও পরিবর্তন সাধিত হয়। আর এসব পরিবর্তনের ফলে সমাজব্যবস্থায় ইতিবাচক ও নেতিবাচক প্রভাব পড়ে। বহুকাল আগে থেকে বাংলাদেশের স্তরবিন্যাসে যে পরিবর্তন সূচিত হয়েছে, তার প্রভাব আমাদের সমাজ জীবনেও পড়েছে। তবে আমাদের সর্বাঙ্গীণ মঙ্গলের জন্য ইতিবাচক প্রভাব গ্রহণ করে নেতিবাচক প্রভাব দূরীকরণ করা হলেই দেশ ও জাতির উন্নয়ন হবে।
প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে ইমেল : info@banglanewsexpress.com
আমরা আছি নিচের সামাজিক যোগাযোগ মাধ্যমে গুলোতে ও
- ইজারা অর্থায়ন পরিকল্পনা সম্পর্কে আলোচনা কর
- লিভারেজ ইজারার সুবিধা ও অসুবিধা সমূহ লিখ
- লিভারেজ ইজারা বলতে কি বুঝ বিস্তারিত আলোচনা করো
- IAS 17 ও IFRS 16 পার্থক্য, IAS 17 vs IFRS 16 পার্থক্য, IAS 17 ও IFRS 16 মধ্যে পার্থক্য আলোচনা
- আইএফআরএস ১৬ ও আইএসি ১৭ পার্থক্য । আইএফআরএস ১৬ vs আইএসি ১৭ পার্থক্য
- আই এ এস (IAS) অনুযায়ী ইজারা গ্রহীতার হিসাববিজ্ঞানের নীতিসমূহ লেখ