প্রশ্ন সমাধান: প্রশাসনের ও ব্যবস্থাপনা কাকে বলে,প্রশাসনের ও ব্যবস্থাপনা পরিসর নিয়ে আলোচনা করো, POSDCORB ব্যাখা,প্রশাসন এবং ব্যবস্থাপনার ধারণা, প্রশাসনিক ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করো, বাংলাদেশের ব্যবসায় প্রশাসন ও ব্যবস্থাপনা গুরুত্ব
প্রশাসনের ধারণা
প্রশাসন শব্দটি বহু প্রাচীন। যখন থেকে মানুষ দলবদ্ধ হয়ে বসবাস করতে শিখল, তখন থেকেই প্রশাসনের প্রয়োজনীয়তা পরিলক্ষিত হল। যেখানেই কোন দল বা সংগঠন বিদ্যমান, সেখানেই প্রশাসনের উপস্থিতি লক্ষ্য করা যায়। প্রশাসনের ইংরেজি প্রতিশব্দ Administration। Ad থেকে বিচ্ছিন্ন করে Ministration শব্দটির ব্যুৎপত্তিগত অর্থের দিকে তাকালে আমরা দেখতে পাব এর অর্থ হচ্ছে ‘কারো জন্য মনোযোগ দেয়া’ বা ‘যত্ন করা’। এই অর্থে প্রশাসনকে আমরা সেবামূলক কাজ বা প্রক্রিয়া বলতে পারি। কোন প্রতিষ্ঠান বা সংগঠনের লক্ষ্য বা উদ্দেশ্য অর্জনের জন্য কাজ করাকে বোঝায়। অপরদিকে, বাংলা প্রশাসন শব্দের অর্থ করলে দাঁড়ায় প্র + শাসন। এখানে শাসন শব্দটি শাস্তি প্রদানের ইঙ্গিত বহন করে। অধ্যাপক নিউম্যান (Newman) এর মতে “প্রশাসন হচ্ছে একটি সাধারণ উদ্দেশ্য অর্জনার্থে কোন জনগোষ্ঠীর সহযোগিতা লাভের লক্ষ্যে তাদের নেতৃত্ব, নির্দেশনা ও নিয়ন্ত্রণ করা”। অন্যদিকে সিমন (Simon)-এর মতে “প্রশাসন হচ্ছে সংগঠনের উদ্দেশ্য অর্জনের লক্ষ্যে মানবিক ও বস্তুগত সম্পদের ব্যবহার করা”। যদিও প্রশাসনে নিয়ম, নীতি ও শৃঙ্খলার প্রশ্ন জড়িত, তথাপি
আধুনিক অর্থে প্রশাসনের সেবামূলক দিকটিই প্রাধান্য পেয়ে আসছে। সংগঠন মাত্রই উদ্দেশ্যমুখী। প্রতিটিসংগঠন কিছু নির্দিষ্ট লক্ষ্যরে দিকে ধাবমান। লক্ষ্য বা উদ্দেশ্য অর্জনের জন্য গৃহীত সুনিয়ন্ত্রিত ও সুপরিচালিত ব্যবস্থার নামই প্রশাসন।
প্রশাসনের পরিসর
কোনো প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জনের লক্ষ্যে যাবতীয় কর্মসূচিকে বাস্তবায়িত করা, নীতি নির্ধারণ করা এবং প্রয়োজনীয় সম্পদের সুষ্ঠু ব্যবহারের মাধ্যমে অভীষ্ট লক্ষ্যে পৌঁছানোর সামগ্রিক প্রক্রিয়াকে প্রশাসন বলা হয়।
প্রশাসন সুচিন্তিত উপায়ে প্রতিষ্ঠানের যাবতীয় কর্মসূচির পরিকল্পনা প্রণয়ন, কর্মী নিয়োগ ও নির্দেশনা, প্রতিষ্ঠানের মানবিক ও বস্তুগত সম্পদ ও উপাদানের মধ্যে সমন্বয় সাধন ও পরিকল্পনা মোতাবেক সকল কাজের সুষ্ঠু সমাধান নিশ্চিত করে। লুথারগুলিক মনে করেন যে, প্রশাসন হলো সংগঠন ও ব্যবস্থাপনার একটি সাধারণ বিজ্ঞান।
আরো ও সাজেশন:-
POSDCORB
লুথার গুলিক সকল প্রশাসনিক সংগঠনের কর্মকান্ড বিশেষ করে তাদের ব্যবস্থাপনা কর্মকান্ডের বর্ণনা ও ব্যখ্যা করার জন্য “POSDCORB” কথাটির ব্যবহার করেছেন। লুথার গুলিক POSDCORB-এর পূর্ণরূপ হলো—
- P = Planning (পরিকল্পনা)
- O = Organisation (সংগঠন)
- S = Staffing (কর্মী সংগঠন)
- D = Directing (নির্দেশনা)
- Co = Coordination (সমন্বয়)
- R = Reporting (প্রতিবেদন লিখন)
- B = Budgeting (বাজেট প্রণয়ণ)
[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
ব্যবস্থাপনার ধারণা
ইংরেজি Management শব্দটি ইতালীয় শব্দ Maneggiare শব্দ থেকে উৎপত্তি হয়েছে বলে অনেকের ধারণা। যার অর্থ “To train up the horse”— ঘোড়াকে পরিচালনা করা। আবার অনেকের মতে এটি ফরাসি শব্দ “Manager I Manage” শব্দদ্বয় থেকে উৎপত্তি হয়েছে। যার অর্থ যথাক্রমে পরিচালনা করা (To direct the household) ও প্রদর্শন কাজ (An act of guiding or leading)। সাধারণভাবে বলতে গেলে কোন নির্দিষ্ট
লক্ষ্য অর্জনের উদ্দেশ্যে অন্যদের দ্বারা প্রয়োজনীয় কাজ করিয়ে নেয়ার কৌশলকে ব্যবস্থাপনা বলে। ব্যবস্থাপনার ধারণাটি উদ্ভব হয়েছে ব্যবসায়ী সমাজের ব্যবসা পরিচালনা পদ্ধতি থেকে। নিউম্যানের মতে, “ব্যবস্থাপনা হচ্ছে এমন একটি কার্যক্রম যা প্রশাসন কর্তৃক গৃহীত নীতিমালা ও পরিকল্পনা অনুযায়ী কার্য সম্পাদন করে”। ব্যবস্থাপনা হচ্ছে এমন একটি বৈজ্ঞানিক প্রক্রিয়া বা কৌশল যাতে সকল ধরনের জনবল ও উপকরণ সম্মিলিতভাবে কাজে লাগিয়ে লক্ষ্য অর্জনের প্রচেষ্টা চালানো হয়।
Paragraph/Composition/Application/Email/Letter/Short Stories | উত্তর লিংক |
ভাবসম্প্রসারণ/প্রবন্ধ, অনুচ্ছেদ/ রচনা/আবেদন পত্র/প্রতিবেদন/ চিঠি ও ইমেল | উত্তর লিংক |
ব্যবস্থাপনার পরিসর
ব্যবস্থাপনা হচ্ছে একটি বিজ্ঞানসম্মত মানবীয় সামাজিক প্রক্রিয়া। উদ্দেশ্যকে কেন্দ্র করেই ব্যবস্থাপনা কার্য আবর্তিত হয়। ব্যবস্থাপনা প্রতিষ্ঠান বা সংস্থার সাথে সম্পর্কিত। ব্যবস্থাপনার উদ্দেশ্য বিশেষভাবে প্রতিষ্ঠান বা সংস্থার উদ্দেশ্যেও সাথে ওতপ্রোতভাবে জড়িত। কোন ব্যবসায়ী সংস্থার উদ্দেশ্য হলো সর্বোচ্চ মুনাফা অর্জন করা। এ উদ্দেশ্যের সাথে সহযোগী নানাবিধ উদ্দেশ্যও প্রতিষ্ঠানের থাকতে পারে। এই সহযোগী উদ্দেশ্যের যথাযথ বাস্তবায়ন প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য অর্জনের পথকে প্রশস্ত করে। ব্রেকের (Breck) মতে, “Management is concerned with seeing that the job gets done”. অর্থাৎ দক্ষতার সঙ্গে কাজটি সম্পাদিত হয়েছে কিনা তা যাচাই করা হলো ব্যবস্থাপনার কাজ”।
প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে ইমেল : info@banglanewsexpress.com
আমরা আছি নিচের সামাজিক যোগাযোগ মাধ্যমে গুলোতে ও
- কোম্পানি সচিবের বিধিবদ্ধ দায়িত্বসমূহ বর্ণনা করো
- কিং কোড কি?
- উত্তম কর্পোরেট গভর্নেন্স চর্চার উদ্দেশ্যমূলক কোড সমূহ আলোচনা কর
- OECD এর নীতিমালা শেয়ার হোল্ডারদের অসুবিধা সমূহ বর্ণনা কর
- OECD এর নীতিমালা শেয়ার হোল্ডার টি সুবিধা সমূহ বর্ণনা কর
- OECD নীতি শেয়ার হোল্ডারদের অধিকারের তালিকা সমূহ লিখ
Betrikorm Suggestion pdf download Difference Dikdorshon Suggestion PDF Imran Suggestion Pdf Renaissance pdf download Rocket Suggestion PDF অনার্স বিএসএস ৪র্থ বর্ষের হিসাববিজ্ঞান তত্ত্ব পরীক্ষার সাজেশন অনার্স বিএসসি ৪র্থ বর্ষের হিসাববিজ্ঞান তত্ত্ব পরীক্ষার সাজেশন অনার্স বিবিএ ৪র্থ বর্ষের হিসাববিজ্ঞান তত্ত্ব পরীক্ষার সাজেশন অনার্স ৩য় বর্ষের ১০০% কমন নিরীক্ষা ও নিশ্চয়তা সাজেশন অনার্স ৪র্থ বর্ষ সাজেশন পিডিএফ ডাউনলোড অনার্স ৪র্থ বর্ষ সুপার সাজেশন অনার্স ৪র্থ বর্ষের পরীক্ষার রুটিন ২০১৯ অনার্স ৪র্থ বর্ষের সাজেশন 2022 অনার্স ৪র্থ বর্ষের ১০০% কমন হিসাববিজ্ঞান তত্ত্ব সাজেশন ইমরান সাজেশন অনার্স ৪র্থ বর্ষের সাজেশন পিডিএফ ইমরান সাজেশন পিডিএফ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এইচএসসি ব্যবসায় বিভাগ এর ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র এসাইনমেন্ট উত্তর এইচএসসি পরীক্ষার্থীদের জন্য প্রণীত অ্যাসাইনমেন্ট সংক্রান্ত নির্দেশনা বাস্তবায়ন এসএসসি পরীক্ষার্থীদের জন্য ৪র্থ সপ্তাহের এ্যাসাইনমেন্ট প্রকাশ ২০২১ ক বিভাগ অতি সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর সমাজকর্ম ৬ষ্ঠ পত্র সাজেশন ২০২১ খ বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন) ১ গত কয়েক মাসে বিভিন্ন নিয়োগ পরীক্ষায় আসা ইংরেজি Word Meaning গ রচনামূলক প্রশ্ন ও উত্তর সাজেশন ২০২১ চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সন্ধি বিচ্ছেদ চূড়ান্ত সাজেশন অনার্স ৩য় বর্ষের নিরীক্ষা ও নিশ্চয়তা চূড়ান্ত সাজেশন অনার্স ৪র্থ বর্ষের হিসাববিজ্ঞান তত্ত্ব জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স রেজাল্ট জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ৪র্থ বর্ষের (বিশেষ) মৌখিক/ব্যবহারিক পরীক্ষার রুটিন ২০২০ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রী ৩য় বর্ষ ইংরেজী পরিক্ষার প্রশ্ন ও সমাধান 2021 জেএসসি পরীক্ষার্থীদের জন্য অনুচ্ছেদ মুজিব বর্ষ সম্পর্কে দিকদশন অনার্স ৪র্থ বর্ষের সাজেশন PDF দিকদশন সাজেশন PDF পার্থক্য পিডিএফ অ্যাসাইনমেন্ট উত্তর ২০২২ এসএসসি হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা প্রশ্ন ও সমাধান উত্তর অনার্স ১ম বর্ষের স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস প্রশ্ন ও সমাধান উত্তর ডিগ্রী ৩য় বর্ষের ব্যবস্থাপনা ৫ম পত্র বিশেষ সংক্ষিপ্ত সাজেশন অনার্স প্রথম বর্ষের স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস বাধ্যতামূলক বিশেষ সংক্ষিপ্ত সাজেশন ডিগ্রী তৃতীয় বর্ষের ইংরেজি বাধ্যতামূলক ব্যতিক্রম সাজেশন pdf download ব্যতিক্রম সাজেশন অনার্স ৩য় বর্ষ ১০০% কমন সাজেশন pdf বিষয়: পোর্টফোলিও ব্যবস্থাপনা রকেট অনার্স ৪র্থ বর্ষের সাজেশন PDF রকেট সাজেশন PDF রেনেসাঁ pdf download স্পেশাল শর্ট সাজেশন অনার্স ১ম বর্ষ স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস