বিষয়: এসএসসি পরীক্ষার্থীদের অর্থনীতি সাজেশন, special short suggestion ssc suggestion economy
দেশের জিডিপি নির্ভর করে সেই দেশের ভূমি, প্রাকৃতিক সম্পদ, শ্রম, মূলধন ও প্রযুক্তি ইত্যাদি সম্পদের পরিমাণ এবং উৎপাদনশীলতার উপর”-উক্ত তথ্যের আলােকে বাংলাদেশের মােট জিডিপি পরিমাপের পদ্ধতিগুলাের ব্যাখ্যাসহ মাথাপিছু জিডিপি পরিমাপের সূত্রটি উদাহরণসহ উপস্থাপন;
নির্দেশনা:
- ১. জিডিপির সংজ্ঞা ব্যাখ্যা
- ২. জিডিপি পরিমাপের পদ্ধতি বর্ণনা
- ৩. বাংলাদেশের জিডিপি পরিমাপের পদ্ধতি বর্ণনা
- ৪. সূত্রের সাহায্যে মাথাপিছু জিডিপি নির্ণয়
উত্তর : লিংক
কোভিট-১৯ পরিস্থিতিতে মাস্কের বিভিন্ন দামে চাহিদা ও যােগানের পরিমাণ।
মাস্কের দাম(টাকায়) | চাহিদার পরিমান(সংখ্যায়) | যোগানের পরিমান(সংখ্যায়) |
৩০০ | ৬ | ১০ |
২০০ | ৮ | ৮ |
১০০ | ১০ | ৬ |
উক্ত সূচি অনুযায়ী চাহিদা রেখা, যােগান রেখা, ভারসাম্য দাম ও পরিমাণ নির্ণয়সহ পছন্দমতাে দ্রব্যের একটি চাহিদা সূচি নিয়ে চাহিদা রেখা অংকন;
নির্দেশনা
- চাহিদা
- চাহিদা সূচি
- চাহিদা রেখা
- যােগান
- যােগান সূচি
- যােগান রেখা
- ভারসাম্য দাম ও পরিমাণ
উত্তর : লিংক
‘একটি নির্দিষ্ট সময়ে একের পর এক ফুচকা খেলে ফুচকার উপযােগ ক্রমেই কমতে থাকে—উক্তিটি পাঠ্যপুস্তকে উল্লেখিত বিধির সাথে সম্পর্কযুক্ত সুচি ও রেখার। সাহায্যে বিশ্লেষণ -সকল ক্ষেত্রে বিধিটি কার্যকর কিনা তা সম্পর্কে মতামত প্রদান।
নির্দেশনাঃ
- উপযােগ মােট উপযােগ প্রান্তিক উপযােগ।
- উপযােগ সুচি সূচি থেকে রেখা অংকন।
- বিধির্টির কার্যকারিতা ব্যাখ্যা।
সাজেশন সম্পর্কে প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে Google News <>YouTube : Like Page ইমেল : assignment@banglanewsexpress.com
উত্তর : লিংক
সূর্যের আলাে ভূমি, নদীর পানি এগুলাের কোনটি সম্পদ বা সম্পদ নয় তা অর্থনৈতিক দৃষ্টিকোন থেকে বৈশিষ্ট্য উল্লেখ পূর্বক ব্যাখ্যা প্রদান এবং উৎপত্তির ভিত্তিতে সম্পদের শ্রেণিকরণ।
নির্দেশনা (সংকেত/ধাপ/পরিধি):
১. অর্থনৈতিক সম্পদের ধারণা।
২. সম্পদের ৪টি বৈশিষ্ট্যের ব্যাখ্যা।
৩. সম্পদের ৪টি বৈশিষ্ট্যের আলােকে ভূমি, নদীর পানি, সূর্যের আলাে এগুলাের সম্পদ বা সম্পদ নয় তা ব্যাখ্যা।
৪. উৎপত্তির ভিত্তিতে সম্পদের শ্রেণিকরণ।
উত্তর : লিংক
বাংলাদেশের অর্থব্যবস্থায় ব্যক্তিগত ও সরকারি উদ্যোগ সম্মিলিতভাবে কাজ করে। উক্তিটিতে নির্দেশিত অর্থব্যবস্থার বৈশিষ্ট্য উল্লেখপূর্বক বিভিন্ন অর্থ ব্যবস্থার তুলনামূলক সুবিধা ও অসুবিধা মূল্যায়ন।
নির্দেশনাঃ
বিভিন্ন ধরনের অর্থনৈতিক ব্যবস্থার ধারণা।
মিশ্র অর্থব্যবস্থা এর বৈশিষ্ট্য। বিভিন্ন অর্থ ব্যবস্থার তুলনামূলক সুবিধা ও অসুবিধা মূল্যায়ন।
কোন অর্থনৈতিক ব্যবস্থা টি ভালো তার স্বপক্ষে যুক্তি।
উত্তর : লিংক
মি. রবিন একটি পরিবহণ কোম্পানি প্রতিষ্ঠা করেছেন; সরকারি পরিবহণ সংস্থা পরিচালিত বাসের টিকিটের মূল্যের তুলনায় তার বাসের টিকিটের মূল্য কিছুটা বেশি; তা সত্ত্বেও তার কোম্পানির ব্যবসা বেশ সফল মি. রবিন যে ধরনের অর্থনৈতিক ব্যবস্থায় ব্যবসায় পরিচালনা করছেন তার সাথে তােমার পাঠ্যবইয়ের পঠিত অন্যান্য অর্থনৈতিক ব্যবস্থার সাথে সাদৃশ্য ও বৈসাদৃশ্য নিরূপন কর।
নির্দেশনা (সংকেত/ধাপ/পরিধি):
বিভিন্ন ধরনের অর্থব্যবস্থার ধারণা মিঃ রবিনের ব্যবসাটির অর্থনৈতিক ব্যবস্থা চিহ্নিতকরণ চিহ্নিত ব্যবস্থার সাথে অন্যান্য অর্থব্যবস্থাটির তুলনামূলক মূল্যায়ন একটি ছকের সাহায্যে দেখানাে বাংলাদেশের জন্য কোন অর্থনৈতিক ব্যবস্থা গ্রহণযােগ্য তা যুক্তিসহ বর্ণনা;
উত্তর : লিংক
আরো ও সাজেশন:-
সৃজনশীল প্রশ্ন ১ : রফিক একজন সম্ভ্রান্ত কৃষক। তিনি ৮০০ টাকা দরে ১৫০ মণ ধান বিক্রি করলেন। ধানের দাম বৃদ্ধি পেয়ে ১০০০ টাকা হওয়ায় তিনি আরও ২৫০ মণ ধান বিক্রি করলেন। আনোয়ার একজন ধনী ব্যবসায়ী। তার একটি গাড়ি কেনার খুব ইচ্ছে। গাড়ি কিনতে গিয়ে তার সহকারীসহ দাম যাচাই করে সহকারীকে বললেন, এত টাকা দিয়ে গাড়ি কেনার থেকে এই টাকা ব্যবসায় বিনিয়োগ করাই ভাল
ক. প্রকাশ ব্যয় কি?
খ. চাহিদা রেখা ডানদিকে নিুগামী হয় কেন?
গ. উদ্দীপকে কৃষক রফিকের ক্ষেত্রে কোন বিধি কার্যকর? ব্যাখ্যা কর।
ঘ. আনোয়ারের গাড়ি কোনার ইচ্ছাকে চাহিদা বলা যাবে কি? তোমার উত্তরের স্বপক্ষে যুক্তি দাও।
সৃজনশীল প্রশ্ন ২ : আমিনুল ইসলাম তার ছেলের জন্য একটি শার্ট ক্রয় করতে দোকানে গিয়েছেন। দোকানদার শার্টের দাম ৫০০ টাকা চাইলে তিনি তার দাম ৪০০ টাকা বললেন। কিন্তু এই দামে দোকানদার শার্টটি বিক্রি করতে রাজি হলেন না। অবশেষে দর কষাকষির মাধ্যমে আমিনুল ইসলাম ৪৫০ টাকায় শার্টটি ক্রয় করতে সমর্থ হলেন।
ক. যোগান বিধি কী?
খ. বাজার চাহিদা ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে আমিনুল ইসলামের শার্ট কেনার পর্যায়টিকে ব্যাখ্যা কর।
ঘ. চাহিদা ও যোগানের কোন পর্যায়ে আমিনুল ইসলাম শার্টটি ক্রয় করতে সমর্থ হয়েছেন বলে তুমি মনে কর? মতামত দাও।
সৃজনশীল প্রশ্ন ৩ : জনাব শাহীন একজন ব্যবসায়ী। তিনি সকল দ্রব্য একই সময়ে বিক্রি করেন না। কিছু দ্রব্য বিক্রয় করেন এবং কিছু দ্রব্য মজুদ করে রাখেন। দ্রব্যের দাম যখন বৃদ্ধি পায় তখন তিনি দ্রব্যের যোগানের পরিমাণ বাড়িয়ে দেন। তবে অনেক ক্ষেত্র বিভিন্ন পারিপার্শ্বিক অবস্থার কারণে অথবআ ভবিষ্যতে দাম বৃদ্ধি পেতে পারে এমন সম্ভাবনা থাকলে, বর্তমানে দাম বৃদ্ধি পেলেও যোগানের পরিমাণ বাড়ান না।
ক. যোগান কী?
খ. অর্থনীতিতে যোগান ও মজুদ একই অর্থে ব্যবহার হয় কিনা, ব্যাখ্যা কর।
গ. জনাব শাহীনের দ্রব্যের যোগানের আলোকে একটি তালিকার উদ্ভূদ বিধি ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকের শেষোক্ত লাইন ‘বর্তমানে দাম বৃদ্ধি পেলেও যোগানের পরিমাণ বাড়ান না’ – দ্বারা কী নির্দেশ হয় বলে তুমি মনে কর?
সৃজনশীল প্রশ্ন ১ : ব্যবসায়ী আদনান সাহেব কাঠের ব্যবসা করেই নিজের অবস্থান পরিবর্তন করতে সক্ষম হয়েছেন। প্রত্যন্ত এলাকা থেকে কাঠ কিনে এনে সেই কাঠ দিয়ে শহরে বিশাল ফার্নিচারের দোকান দিয়েছেন তিনি। প্রায় ২০ জন কর্মী তার দোকানে কাজ করছে। বন-জঙ্গল থেকে কিনে আনা কাঠ দিয়ে কর্মীরা সুন্দর সুন্দর আসবাবপত্র তৈরি করছে, যার চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সম্প্রতি নিজ দোকানে তৈরিকৃত আসবাবপত্রের একটি প্রদর্শনী করেছেন তিনি।
ক. ভূমি কী?
খ. উৎপাদন বলতে কী বোঝায়?
গ. ব্যবসায়ী আদনান সাহেবের কাজে উৎপাদন প্রক্রিয়ার কোন দিকগুলো লক্ষণীয়? ব্যাখ্যা কর।
ঘ. ব্যবসায়ী আদনান সাহেবকে একজন সফল সংগঠক বলা যায় কি? যুক্তিসহ মতামত দাও।
সৃজনশীল প্রশ্ন ২ : কবির একজন ব্যবসায়ী। দেশের বিভিন্ন স্থানে তাঁর কয়েকটি ফার্নিচারের দোকান আছে। তিনি ৩০ জন কর্মচারীর সাহায্যে কাঠ থেকে বিভিন্ন ধরনের আসবাবপত্র তৈরি করে দোকানে সরবরাহ করেন। প্রতিটি দোকানের জন্য তিনি আলাদা লোক নিয়োগ করেন। পণ্যের বাজার বিস্তৃত করার জন্য তিনি প্রদর্শনীতে অংশ নিয়ে থাকেন। বাজারে তার আসবাবপত্রের চাহিদা দিন দিন বেড়েই চলছে।
ক. শ্রম কাকে বলে?
খ. ক্রমহ্রাসমান উৎপাদন বিধি বলতে কী বুঝায়?
গ. কবিরের উপযোগ সৃষ্টির প্রক্রিয়াটি তোমার পাঠ্যবইয়ের আলোকে ব্যাখ্যা কর।
ঘ. কবিরকে কি একজন সফল সংগঠক বলা যায়? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।
সৃজনশীল প্রশ্ন ৩ : গণেশ পদ্মা পাড়ের জেলে। এখন পদ্মায় প্রচুর ইলিশ পাওয়া যায়। ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে ইলিশ। তবুও গণেশের চোখে-মুখে হতাশার ছাপ। সে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্যে ভালো দাম পায় না। দিনেশ বাবুর পরামর্শে গণেশ ইলিশ ঢাকায় নিয়ে যায় এবং ভালো দামে বিক্রয় করে।
ক. উৎপাদন কাকে বলে?
খ. ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটি কী?
গ. গনেশের কাজটি কোন ধরনের উৎপাদন সৃষ্টি করছে? বিশ্লেষণ কর।
ঘ. তুমি কি মনে কর গণেশের সিদ্ধান্ত সঠিক ছিল? যুক্তিসহ মূল্যায়ন কর।
সৃজনশীল প্রশ্ন ১ : দশম শ্রেণির ছাত্র রানা তার বন্ধু সম্রাটকে বলে যে, সে বুঝতে পারে না কীভাবে দেশের মোটা আয় হিসেব করা সম্ভব। সম্রাট তাকে বুঝিয়ে বলে যে উৎপাদনরে চারটি উপকরণের আয় একত্রে করে মোট আয় নির্ণয় করা হয়।
ক. GDP কি?
খ. নিট জাতীয় উৎপাদন বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর।
গ. সম্রাট জাতীয় আয় নির্ণয়ের যে পদ্ধতির কথা বলেছে, তা আলোচনা কর।
ঘ. উদ্দীপকের উল্লেখিত পদ্ধতি ছাড়া জাতীয় আয় নির্ণয়ের অন্য কোন পদ্ধতি আছে কি? যদি থাকে, সেগুলো ব্যাখ্যা কর।
সৃজনশীল প্রশ্ন ৩ : সাইফুল দক্ষিণ কোরিয়ায় কর্মরত একজন বাংলাদেশি চাকরীজীবি। মি. স্মিথ বাংলাদেশে কর্মরত একজন কানাডিয়ান নাগরিক। তারা উভয়েই তাদের আয়ের একটি অংশ নিজ দেশে প্রেরণ করেন।
ক. CCA এর পূর্ণরূপ কি?
খ. নিট জাতীয় আয় বলতে কী বোঝায়?
গ. সাইফুলের আয় কীভাবে বাংলাদেশের জাতীয় আয়ে সম্পৃক্ত হবে? ব্যাখ্যা কর।
ঘ. মি. স্মিথের আয় কি বাংলাদেশের জাতীয় আয়কে প্রভাবিত করবে? তোমার উত্তরের স্বপক্ষে যুক্তি দাও।
সৃজনশীল প্রশ্ন ৩ : করিম সিলেটের হাওর-বিলে বেড়াতে গিয়ে সৌন্দর্য ও মাছ চাষ দেখে বিমোহিত। সে সেখানকার গাছপালা ও জীবজন্তু দেখতে পায়। সে জানতে পারে, একটি বিশেষ সংস্থা উক্ত এলাটিকে বিশেষ অঞ্চল হিসেবে ঘোষণা দিয়েছে।
ক. NNP – এর পূর্ণরূপ কী?
খ. মোট দেশজ উৎপাদন বলতে কী বোঝ?
গ. করিমের দেখা বিলটি অর্থনীতির কোন খাতের অন্তর্ভুক্ত? তা ব্যাখ্যা কর।
ঘ. করিমের দেখা বিলটির মাছ চাষ জাতীয় অর্থনীতিতে অবদান রাখছে। মতামত দাও।
সৃজনশীল প্রশ্ন ১ : বাংলাদেশের অধিকাংশ মানুষই কৃষিকাজের ওপর নির্ভরশীল। কৃষি ছাড়াও শিল্পকারখানা ও সরকারি-বেসরকারি বিভিন্ন চাকরি, বিভিন্ন ক্ষুদ্র ও কুটির শিল্পের কাজের সাথে মানুষ জড়িত। বাংলাদেশের মতো দরিদ্র দেশে মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ড বিচিত্র ধরনের।
ক. বাংলাদেশে কৃষিকাজে নিয়োজিত শ্রমিকের সংখ্যা শতকরা কত ভাগ?
খ. অর্থনৈতিক কার্যাবলি বলতে কী বোঝ?
গ. বাংলাদেশের অধিকাংশ মানুষ কৃষিকাজের ওপর নির্ভরশীল কেন? ব্যাখ্যা কর।
ঘ. দরিদ্র দেশে মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ড বিচিত্র ধরনের – উক্তিটি মূল্যায়ন কর।
সৃজনশীল প্রশ্ন ২ : গণি মিয়া একজন কৃষক। সে তার ১ বিঘা জমিতে ১০ জন শ্রমিক নিয়োগ করে ৬০০ কুইন্টাল ধান উৎপাদন করেন। পরের মৌসুমে ১১ জন শ্রমিক নিয়োগ করে ৬৫০ কুইন্টাল ধান উৎপাদন করে।
ক. উদ্যোক্তা কী?
খ. সংগঠন বলতে কী বোঝায় ব্যাখ্যা কর।
গ. গণি মিয়ার জমিতে ধানের মোট উৎপাদন গড় উৎপাদন ও প্রান্তিক উৎপাদন নির্ণয় করে তা ব্যাখ্যা কর।
ঘ. গড় ও প্রান্তিক উৎপাদনের মধ্যে কোনো সম্পর্ক আছে কি? উদ্দীপকের আলোকে ব্যাখ্যা কর।
সৃজনশীল প্রশ্ন ৩ : তামান্না জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এমএ পাস করেছে। তার এখনও কোনো চাকরি হয়নি। ইদানীং সে তার মায়ের পরিচালিত হস্তশিল্পে তার মাকে কাজে সাহায্য করে। মায়ের কাছ থেকে তার সময় ভালো কাটে কিন্তু তাদের হস্তশিল্পের উৎপাদন বা আয় পূর্বের অবস্থায় রয়েছে।
ক. বেকারত্ব কাকে বলে?
খ. কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচির ব্যাখ্যা কর।
গ. অর্থনীতিতে তামান্নার কাজের ধরন ব্যাখ্যা কর।
ঘ. বাস্তবভিত্তিক শিক্ষা তামান্নাকে উক্ত অবস্থা থেকে উত্তরণ ঘটাতে পারে- মূল্যায়ন কর।
[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
SSC economics MCQ & Question Model Test -1
পরীক্ষার পরে আমাদের সাইটে প্রশ্ন সমাধান দেয়া হবে
১.বুকার পুরস্কার ২০২১ পেয়েছেন – ড্যামন গ্যালগাট ( দক্ষিণ আফ্রিকা) উপন্যাস :দি প্রমিস
২.ইন্টারন্যাশনাল বুকার পুরস্কার ২০২১ পেয়েছেন -ডেভিড ডিওপ ( ফ্রান্স)
উপন্যাস” At Night All Blood is Black”
৩. পুলিৎজার পুরস্কার দেয়া হয়- সাংবাদিকতায়
৪. স্বাধীনতা পুরস্কার২০২১ পেয়েছেন- ৯ জন ব্যক্তি ও একটি প্রতিষ্ঠান
(* বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল)
৪. উইমেন অফ দা ডিকেড” পুরস্কারে ভূষিত হয়েছেন – স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী
৫. কান চলচ্চিত্র উৎসব ২০২১ এর জায়গা পাওয়া একমাত্র বাংলাদেশী চলচ্চিত্র- রেহেনা মরিয়ম নূর (পরিচালক :আব্দুল্লাহ মোহাম্মদ সাদ)
৬. বাংলা একাডেমি পুরস্কার ২০২১-
৭. একুশে পদক ২০২১ পেয়েছেন- ২১জন ব্যক্তি
৮. বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার ২০২১- ২৭ জন ব্যক্তি ও ৫টি প্রতিষ্ঠান
৯.৭৪ তম কান চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ চলচ্চিত্র – তিতান ।পরিচালক :লেন্ডি জোনস (অভিনেতা :লিও কায়া)
১০. র্্যমন ম্যাগসেসে পুরস্কার ২০২১ জয়ী বাংলাদেশি ১২ তম নারী: ডক্টর ফেরদৌসী কাদরী।
১১. উনিশতম গান্ধী শান্তি পুরস্কার২০২০ পেয়েছেন: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
১২. ৯৩ তম অস্কার পুরস্কার বিজয়ী চলচ্চিত্র :নোম্যাডল্যান্ড, (পরিচালক :কলিও ঝাও) (ছবি :দা ফাদার -অভিনেতা অ্যান্থনি হপকিন্স)
১৪. কিড অফ দ্যা ইয়ার ২০২১ জিতেছেন :মার্কিন কিশোরী গীতাঞ্জলি রাও
১৫. SDG প্রগ্রেস আওয়ার্ড ২০২১ পেয়েছেন : মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা(SDSN কর্তৃক)
১৬. নোবেল পুরস্কার ২০২১: ১৩ জন ব্যক্তি (একজন নারী)
সাহিত্যে: আব্দুল রাজাক গুর্না (তানজানিয়া) প্যারাডাইস উপন্যাসের জন্য।
১৭.অর্থনীতিতে: ডেবিট কার্ড,জোশুয়া ডি এ্যঙরিস্ট, গুইডো ডব্লিউ ইমবেন্স
১৮.শান্তিতে: মারিয়া রেসা (ফিলিপাইন )ও দিমিত্রি মুরাতভ (রাশিয়া)
মত প্রকাশের স্বাধীনতার জন্য।
১৯.চিকিৎসায় নোবেল পেয়েছেন :ডেভিড জুলিয়াস ও আর্ডেম পাটাপুটিয়ান
২০. শান্তিতে নোবেলজয়ী ২০২০:ওয়ার্ল্ড ফুড প্রোগ্র্যাম (WFP)
- ডিগ্রি ৩য় বর্ষের সাজেশন (১০০% কমন ডাউনলোড করুন), ডিগ্রি ৩য় বর্ষের পরীক্ষার সাজেশন [নিশ্চিত ১০০% কমন সকল বিষয়ে]
- hsc/এইচএসসি যুক্তিবিদ্যা ১ম পত্র সংক্ষিপ্ত সাজেশন, ফাইনাল সাজেশন এইচএসসি যুক্তিবিদ্যা ১ম পত্র, hsc logic 1st paper suggestion 100% common guaranty, special short suggestion hsc suggestion logic 1st paper
- প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার সুপার সাজেশন ও উত্তর, প্রাথমিক শিক্ষক নিয়োগ বিষয়ভিত্তিক সাজেশন,প্রাথমিক শিক্ষক নিয়োগ বিষয়ভিত্তিক প্রস্তুতি, প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার সংক্ষিপ্ত সাজেশন,কম সময়ে প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি, প্রাথমিকের শিক্ষক নিয়োগে প্রস্তুতি নেবেন যেভাবে
[বিশেষ দ্রষ্টব্য : সরবরাহকৃত বহুনির্বাচনি অভীক্ষার উত্তরপত্রে প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে প্রদত্ত বর্ণসংবলিত বৃত্তসমূহ হতে সঠিক/ সর্বোৎকৃষ্ট উত্তরের বৃত্তটি বল পয়েন্ট কলম
দ্বারা সম্পূর্ণ ভরাট কর। প্রতিটি প্রশ্নের মান ১। প্রশ্নপত্রে কোনো প্রকার দাগ/চিহ্ন দেওয়া যাবে না।]
১. Wealth of Nations গ্রন্থটি কত সালে প্রকাশিত হয়?
ক. ১৭০০ সালে
খ. ১৭৭৫ সালে
গ. ১৭৭৬ সালে
ঘ. ১৮০০ সালে
উত্তরঃ খ. ১৭৭৫ সালে
২. ধনতান্ত্রিক অর্থব্যবস্থার প্রথম প্রচলন হয় কোথায়?
ক. আমেরিকায়
খ. ইউরোপে
গ. চীনে
ঘ. অস্ট্রেলিয়ায়
উত্তরঃ ক. আমেরিকায়
৩. অর্থনৈতিক. সমস্যার ক্ষেত্রে তুমি যেটিকে সমর্থন করবে-
i. দুষ্প্রাপ্যতা
ii. চাহিদা
iii. অসীম অভাব
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তরঃ ঘ. i, ii ও iii
৪. ‘বাইন’ কোন বনভূমির বৃক্ষ?
ক. সুন্দরবন
খ. চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম
গ. সিলেটের
ঘ. বরেন্দ্র
উত্তরঃ ক. সুন্দরবন
৫. অপর্যাপ্ত দ্রব্য হচ্ছে-
i. প্রাকৃতিক, গ্যাস
ii. ভূমি
iii. নদীর পানি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তরঃ ক. i ও ii
৬. বাসনপত্র, সেনিটারি দ্রব্য তৈরিতে কোনটি ব্যবহৃত হয়?
ক. সিলিকা বালু
খ. চুনাপাথর
গ. গন্ধক
ঘ. চীনামাটি
উত্তরঃ ঘ. চীনামাটি
৭. যে ব্যক্তি ভোগ করে সে কী?
ক. ক্রেতা
খ. বিক্রেতা
গ. ভোক্তা
ঘ. উৎপাদক
উত্তরঃ ক. ক্রেতা
* উদ্দীপকটি পড়ে ৮ ও ৯ নং প্রশ্নের উত্তর দাও :
মনে কর, তুমি আম কিনে খেলে। তোমার আমের উপযোগ সূচি নিচে দেওয়া হলো-
দ্রব্যের একক ১ ,২ ,৩
মোট উপযোগ (টাকায়) ১৫,২০,২৩
প্রান্তিক উপযোগ (টাকায়) ১৫,৫,?
৮. তৃতীয় আমের ক্ষেত্রে প্রান্তিক উপযোগ কত?
ক. ১৫ টাকা
খ. ২০ টাকা
গ. ৩ টাকা
ঘ. ২ টাকা
উত্তরঃ খ. ২০ টাকা
৯. উক্ত আচরণে-
i. স্বাভাবিক. অবস্থা প্রকাশ পেয়েছে
ii. আমের প্রতি আকর্ষণ অপরিবর্তিত রয়েছে
iii. প্রান্তিক. উপযোগ. ক্রমান্বয়ে কমেছে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তরঃ ঘ. i, ii ও iii
১০. কী অনুসারে ব্যবসায়ের ভার আদর্শ করা হয়?
ক. মূলধন
খ. কর্তৃত্ব
গ. ক্ষমতা
ঘ. দক্ষতা
উত্তরঃ খ. কর্তৃত্ব
১১. ‘Mobility’ শব্দের অর্থ কী?
ক. নির্ধারক
খ. মূলধন
গ. সচলতা
ঘ. প্রযুক্তি
উত্তরঃ গ. সচলতা
১২. দুটি ভিন্নমুখী প্রবাহ থাকলে সংগঠন কী হয়?
ক. সফল হয়
খ. আন্তর্জাতিক মানের হয়
গ. দ্বন্দ্ব সংঘাত হয়
ঘ. ক্ষতির সম্মুখীন হয়
উত্তরঃ গ. দ্বন্দ্ব সংঘাত হয়
১৩. অর্থনীতিতে বাজারের ধারণা কোনটি?
ক. স্থান
খ. পণ্য
গ. মেলা
ঘ. প্রক্রিয়া
উত্তরঃ গ. মেলা
১৪. পূর্ণ প্রতিযোগিতামূলক. বাজারে প্রভাব বিস্তার করে না-
i. উৎপাদন
ii. কর
iii. ভর্তুকি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তরঃ খ. i ও iii
১৫. ঢাকা শহরের কোনটি একচেটিয়া বাজারের পণ্য?
ক. পানি
খ. ওষুধ
গ. বই
ঘ. জুতা
উত্তরঃ গ. বই
১৬. নিট জাতীয় আয় নির্ণয় করতে গেলে কোন সূত্রটি ব্যবহার করা হয়?
ক. NNI = GDP + CCA
খ. NNI = GNI – CCA
গ. NNI = GNP – GDP
ঘ. NNI = GDP – (X – M)
উত্তরঃ NNI = GDP + CCA
* উদ্দীপকটি পড়ে ১৭ ও ১৮ নং প্রশ্নের উত্তর দাও:
ফজর আলী তার ২ একর জমিতে সনাতন পদ্ধতিতে চাষ করে ৬০ মণ ধান পায়, পরের বছর একটি প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নিয়ে আধুনিক পদ্ধতিতে ধান চাষ করে ৮০ মণ ধান উৎপাদন করে।
১৭. উৎপাদন বৃদ্ধির ক্ষেত্রে ফজর আলী নিচের কোনটির সাহায্য নেয়?
ক. ভূমির
খ. শ্রমের
গ. মূলধনের
ঘ. প্রযুক্তির
উত্তরঃ ঘ. প্রযুক্তির
১৮. ফরজ আলীর উৎপাদন বৃদ্ধি অর্থনীতিতে ভূমিকা রাখে-
i. GDP বৃদ্ধি করে
ii. রেমিটেন্স জাতীয়
iii. GNP বৃদ্ধি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তরঃ খ. i ও iii
১৯. বাংলাদেশের প্রথম বেসরকারি ব্যাংক. কোনটি?
ক. উত্তরা ব্যাংক
খ. পূবালী ব্যাংক
গ. এবি ব্যাংক
ঘ. জনতা ব্যাংক
উত্তরঃ খ. পূবালী ব্যাংক
২০. বাংলাদেশে অসীম বিহিত অর্থ কোনটি?
i. ৫ টাকা
ii. ১০ টাকা
iii. ২০ টাকা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তরঃ ঘ. i, ii ও iii
২১. ‘সরকারের একটি বাড়ি একটি খামার’ প্রকল্পের অংশীদার কোন ব্যাংক?
ক. সমবায় ব্যাংক
খ. গ্রামীণ ব্যাংক
গ. কৃষি ব্যাংক
ঘ. উন্নয়ন ব্যাংক
উত্তরঃ খ. গ্রামীণ ব্যাংক
২২. বাংলাদেশে জনসংখ্যা বৃদ্ধির হার কত?
ক. ১.৩৭%
খ. ১.৩৪%
গ. ১.৮৩%
ঘ. ১.৮৯%
উত্তরঃ ক. ১.৩৭%
২৩. উত্তরবঙ্গের কোন জেলায় একটি ইপিজেড আছে?
ক. বগুড়া
খ. রংপুর
গ. নীলফামারী
ঘ. দিনাজপুর
উত্তরঃ গ. নীলফামারী
২৪. রূপকল্প ২০২১-এর উদ্দেশ্যগুলো-
i. উচ্চতর প্রবৃদ্ধি অর্জন
ii. দারিদ্র্য বিমোচন
iii. বাংলাদেশকে উচ্চ আয়ের দেশে পরিণত করা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তরঃ ঘ. i, ii ও iii
২৫. স্বনির্ভর বাংলাদেশ কত সালে আর্থ-সামাজিক উন্নয়নে কাজ শুরু করে?
ক. ১৯৭২
খ. ১৯৭৪
গ. ১৯৮০
ঘ. ১৯৮৫
উত্তরঃ খ. ১৯৭৪
২৬. মানবসম্পদ উন্নয়নে কোনটি জরুরি?
ক. অর্থ
খ. প্রশিক্ষণ
গ. শ্রমিক
ঘ. শিক্ষা
উত্তরঃ খ. প্রশিক্ষণ
২৭. কোনটি বেকারত্ব নিরসনের কৃষিভিত্তিক কাজ?
ক. রাস্তাঘাট নির্মাণ
খ. পুকুর সংস্কার
গ. বনসৃজন
ঘ. খাল সংস্কার
উত্তরঃ গ. বনসৃজন
২৮. বাংলাদেশে কত সালে ঠঅঞ চালু হয়?
ক. ১৯৮১
খ. ১৯৯১
গ. ১৯৯৫
ঘ. ২০০১
উত্তরঃ ক. ১৯৮১
২৯. Supplementary Duties এর অর্থ কীী?
ক. আবগারি শুল্ক
খ. আমদানি শুল্ক
গ. মূল্য সংযোজন কর
ঘ. সম্পূরক শুল্ক
উত্তরঃ ঘ. সম্পূরক শুল্ক
৩০. উদ্বৃত্ত বাজেটে মোট আয় ও ব্যয়ের পার্থক্য কীরূপ?
ক. ধনাত্মক
খ. ঋণাত্মক
গ. অসীম
ঘ. শূন্য
উত্তরঃ গ. অসীম
প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে ইমেল : info@banglanewsexpress.com
আমরা আছি নিচের সামাজিক মাধ্যম গুলোতে ও
- এসএসসি পরীক্ষা রেজাল্ট
- SSC Exam Result
- এসএসসি বিজ্ঞান স্পেশাল সাজেশন ২০২৩ , ssc Science suggestion (pdf) 2023, এসএসসি বিজ্ঞান সাজেশন (pdf) ২০২৩, এসএসসি বিজ্ঞান সংক্ষিপ্ত সাজেশন ২০২৩