প্রশ্ন সমাধান: ফিশারের বিনিময় সমীকরণ লিখ,কালো টাকা কি? ,গ্রেশামের বিধিটি কি? , ঐচ্ছিক মুদ্রা কি?,M₁ কি?,M₂ কি? ,M₃ কি? ,শক্তিশালী মুদ্রা কি? ,অর্থ গুণক কি ?,অর্খ গুণকের সূত্রটি লিখ,অর্থের যোগান কি? ,অর্থের যোগানের উপাদানগুলো কি?,অর্থের প্রচলন গতি কি? ,অর্থের চাহিদা আমানত কি?, অর্থের চাহিদার দুটি নির্ধরক লিখ,অর্থের চাহিদা কত প্রকার ও কি কি? ,অর্থের লেনদেনজনিত চাহিদা কি? ,অর্থের সতর্কতাজনিত চাহিদা কি? ,অর্থের ফটকা চাহিদা কি? ,তারল্য ফাঁদ কি?
অর্থ কী?
অথবা কারেন্সি কি?
উত্তরঃ যা বিনিময়ের মাধ্যম, মূল্যের পরিমাপক, সঞ্চয়ের বাহন এবং ঋণ পরিশোধের মাধ্যম হিসেবে সকলের নিকট সমানভাবে গ্রহনযোগ্যতাকে অর্থ বা কারেন্সি বলে।
অর্থের মূল্য কি?
উত্তরঃ অর্থের ক্রয় ক্ষমতাকেই বলা হয় অর্থের মূল্য।
মুদ্রাভিত্তিক অর্থনীতি কি কাকে বলে?
উত্তরঃ মুদ্রাভিত্তিক অর্থনীতি বলতে সেই অর্থনীতিকে বুঝানো হয়, যেখানে লেনদেন সম্পন্ন করতে মুদ্রা অবাধে এবং প্রসারিত উপায়ে ব্যবহৃত হয়।
অর্থ সম্পর্কিত ক্রাউবারের সজ্ঞাটি লিখ-
উত্তরঃ যা বিনিময়ের মাধ্যম, মূল্যের পরিমাপক ও সঞ্চয়ের বাহন হিসেবে সকলের নিকট গ্রহনীয় তাই অর্থ।
ওয়াকারের মতে অর্থ কি?
উত্তরঃ ওয়াকারের মতে, Money is what money does.
অর্থের কার্যাবলি দুই ধরনের যথা- ১) স্থিতিশীল কার্যাবলি ও ২) গতিশীল কার্যাবলি।
বিহিত মুদ্রা কি?
উত্তরঃ যে অর্থ সরকারি আইন দ্বারা স্বীকৃত এবং প্রচলিত লেনদেনের ক্ষেত্রে জনগণ গ্রহনে বাধ্য তাই বিহিত মুদ্রা।
প্রায় মুদ্রা বা আধা মুদ্রা কি?
উত্তরঃ যা বিনিময়ের মাধ্যম হিসেবে ব্যবহৃত হয় কিন্তু কেউ গ্রহণ করতে বাধ্য নয় তাকে প্রায় মুদ্রা বলে।
প্রকৃত মুদ্রা কি?
উত্তরঃ যার মাধ্যমে দৈনন্দিন জীবনের সকল ধরনের অর্থনৈতিক লেনদেন সম্পন্ন হয় তাকে প্রকৃত মুদ্রা বলে।
প্রাইজ বন্ড, চেক এগুলো কোন ধরনের মুদ্রা?
উত্তরঃ এগুলো প্রায় মুদ্রা।
সংকীর্ণ মুদ্রা কি?
উত্তরঃ জনগণের হাতের নগদ মুদ্রা ও ব্যাংকে জমাকৃত চাহিদা আমানতের সমষ্টিকে সংকীর্ণ মুদ্রা বলে।
বিস্তৃত মুদ্রা কি?
উত্তরঃ সংকীর্ণ মুদ্রা, মেয়াদি আমানত ও ব্যাংকের রিজার্ভের সমষ্টিকে বিস্তৃত মুদ্রা বলে।
উৎকৃষ্ট মুদ্রা কি?
উত্তরঃ যে সকল মুদ্রার বিনিময় মূল্য বাজার মূল্যের চেয়ে বেশি তাকে উৎকৃষ্ট মুদ্রা বলে।
নিকৃষ্ট মুদ্রা কি?
উত্তরঃ যে সকল মুদ্রার বিনিময় মূল্য বাজার মূল্য অপেক্ষা কম তাকে নিকৃষ্ট মুদ্রা বলে।
উত্তম মুদ্রার ৩টি বৈশিষ্ট্য লিখ-
উত্তরঃ ১) এটি মূল্যের পরিমাপক, ২) সঞ্চয়ের বাহন, ৩) এটি ঋণ পরিশোধের উপায় হবে।
অর্থের কার্যাবলি কি কি?
উত্তরঃ অর্থের কার্যাবলি হলো- ১) বিনিময়ের মাধ্যম, ২) সঞ্চয়ের বাহন, ৩) মূল্যের পরিমাপক, ৩) ঋণ পরিশোধের মাধ্যম হিসেবে কাজ করে।
দ্রব্য বিনিময় প্রথা কি?
উত্তরঃ কোনো একটি নির্দিষ্ট পরিমাণ দ্রব্যের জন্য অপর একটি দ্রব্যের আদান-প্রদান করাকে দ্রব্য বিনিময় প্রথা বলে।
ফিশারের বিনিময় সমীকরণ লিখ-
উত্তরঃ অর্থের পরিমাণ তত্ত্ব সম্পর্কীয় ফিশারের বিনিময় সমীকরনটি হলো, MV = PT এখানে, M = অর্থের প্রচলিত পরিমাণ, V = প্রচলিত অর্থের গতিবেগ, P = সাধারণ দামস্তর, T = দ্রব্য ও সেবার লেনদেনের পরিমাণ।
কালো টাকা কি?
উত্তরঃ নির্দিষ্ট আয় সীমার উর্ধ্বে যে সকল অর্থ আয়কর বিবরণীর অন্তর্ভূক্ত হয় না সে সকল অর্থকে কালো টাকা বলে।
গ্রেশামের বিধিটি কি?
উত্তরঃ নিকৃষ্ট মুদ্রা উৎকৃষ্ট মুদ্রাকে বাজার থেকে বিতাড়িত করে।
ঐচ্ছিক মুদ্রা কি?
উত্তরঃ যে সকল মুদ্রা লেনদেন কার্যে সহায়তা করে কিন্তু লেনদেন ক্ষেত্রে কাউকে গ্রহণ করতে বাধ্য করা যায় না তাকে ঐচ্ছিক মুদ্রা বলে।
M₁ কি?
উত্তরঃ M₁ বলতে কারেন্সি এবং ব্যাংকের চাহিদা আমানতের যোগফলকে বুঝায়।
M₂ কি?
উত্তরঃ M₂ = M₁ + সঞ্চয়ী ও মেয়াদি আমানত।
M₃ কি?
উত্তরঃ M₃ = M₂ + ব্যাংকের রিজার্ভের পরিমাণ।
শক্তিশালী মুদ্রা কি?
উত্তরঃ কারেন্সি, চাহিদা আমানত, সঞ্চয়ী আমানত, মেয়াদি আমানত ব্যাংকের রিজার্ভের সমষ্টিকে শক্তিশালী মুদ্রা বলে।
অর্থ গুণক কি ?
উত্তরঃ শক্তিশালী মুদ্রার পরিবর্তনের ফলে অর্থের যোগানের যে গুণিতক পরিবর্তন হয় তাকে অর্থ গুণক বলে।
অর্খ গুণকের সূত্রটি লিখ-
উত্তরঃ Km = Ms/Hm; এখানে, Ms = অর্থের যোগন; Hm = শক্তিশালী মুদ্রা।
অর্থের যোগান কি?
উত্তরঃ একটি দেশে একটি নির্দিষ্ট সময়ে প্রচলিত অর্থে ও চাহিদা আমানতের সমষ্টিকে অর্থের যোগান বলে।
অর্থের যোগানের উপাদানগুলো কি?
অর্থের যোগানের উপাদানগুলো হলো- ১) কারেন্সি, ২) চাহিদা আমানত, ৩) মেয়াদি আমানত, ইত্যাদি
অর্থের প্রচলন গতি কি?
উত্তরঃ কোনো নির্দিষ্ট পরিমাণ অর্থ যতবার হাত বদল হয় তাই অর্থের প্রচলন গতি।
অর্থের চাহিদা আমানত কি?
উত্তরঃ একটি নির্দিষ্ট সময়ে আয় ও সুদের হারের ভিত্তিতে জনগণ যে পরিমাণ অর্থ নগদ আকারে হাতে রেখে দিতে চায় তাই অর্থের চাহিদা।
অর্থের চাহিদার দুটি নির্ধরক লিখ-
উত্তরঃ ১) আর্থিক আয় ও ২) ব্যয়ের ধরন।
অর্থের চাহিদা কত প্রকার ও কি কি?
উত্তরঃ তিন প্রকার। যথা- ১) অর্থের লেনদেনজনিত চাহিদা, ২) অর্থের সতর্কতাজনিত চাহিদা, ৩) অর্থের ফটকাজনিত চাহিদা।
অর্থের লেনদেনজনিত চাহিদা কি?
উত্তরঃ দৈনন্দিন জীবনে বিভিন্ন ব্যয় নির্বাহের জন্য অর্থের যে চাহিদা তাকে অর্থের লেনদেনজনিত চাহিদা বলে।
অর্থের সতর্কতাজনিত চাহিদা কি?
উত্তরঃ অনিশ্চিত ভবিষ্যতের মোকাবিলার জন্য মানুষ যে পরিমাণ অর্থ নগদ আকারে রেখে দিতে চায় তাই সতর্কতাজনিত চাহিদা।
অর্থের ফটকা চাহিদা কি?
উত্তরঃ ফটকা কারবারের উদ্দেশ্যে মানুষ যে পরিমাণ অর্থের চাহিদা সৃষ্টি করে তাই অর্থের ফটকা চাহিদা।
তারল্য ফাঁদ কি?
উত্তরঃ নূন্যতম যে সুদের হারে অর্থের ফটকা চাহিদা রেখা ভূমি অক্ষের সমান্তরাল হয় তখন যে অবস্থার সৃষ্টি হয় তাই তারল্য ফাঁদ।
[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
সুদ কি?
উত্তরঃ মূলধনের ব্যবহারের জন্য মূলধনের মালিককে যে অতিরিক্ত অর্থ প্রদান করা হয় তাকে সুদ বলে।
সুদ কত প্রকার ও কি কি?
উত্তরঃ সুদ ২ প্রকার । যথা- ১) মোট সুদ, ২) নিট সুদ।
মোট সুদ কি?
উত্তরঃ মূলধনের উৎপাদন ক্ষমতা ও অন্যান্য কারণে মূলধনের মালিককে অতিরিক্ত মোট যে অর্থ প্রদান করা হয় তাকে মোট সুদ বলে।
নিট সুদ কি ?
উত্তরঃ শুধুমাত্র মূলধন ব্যবহারের জন্য মূলধনের মালিককে প্রদানকৃত অর্থকে নিট সুদ বলে।
ভারসাম্য সুদের হার কাকে বলে?
উত্তরঃ মূলধনের চাহিদা ও যোগানের সমতার ভিত্তিতে যে সুদের হার নির্ধরিত হয় তাকে ভারসাম্য সুদের হার বলে।
চক্রবৃদ্ধি সুদ কি?
উত্তরঃ প্রতি বছর সুদ আসলের সাথে যোগ হয়ে বৃদ্ধিপ্রাপ্ত আসলের উপর নির্দিষ্ট হারে সুদ ধার্য করাকে Compounding interest বা চক্রবৃদ্ধি সুদ বলে।
রিজার্ভ মুদ্রা কি?
উত্তরঃ কোনো দেশে সময়ের ব্যবধানে বৈদেশিক মুদ্রার যে ভান্ডার গড়ে ওঠে তাকে রিজার্ভ মুদ্রা বলে।
রচনা ,প্রবন্ধ | উত্তর লিংক | ভাবসম্প্রসারণ | উত্তর লিংক |
আবেদন পত্র ও Application | উত্তর লিংক | অনুচ্ছেদ রচনা | উত্তর লিংক |
চিঠি ও Letter | উত্তর লিংক | প্রতিবেদন | উত্তর লিংক |
ইমেল ও Email | উত্তর লিংক | সারাংশ ও সারমর্ম | উত্তর লিংক |
Paragraph | উত্তর লিংক | Composition | উত্তর লিংক |
CV | উত্তর লিংক | Seen, Unseen | উত্তর লিংক |
Essay | উত্তর লিংক | Completing Story | উত্তর লিংক |
Dialog/সংলাপ | উত্তর লিংক | Short Stories/Poems/খুদেগল্প | উত্তর লিংক |
অনুবাদ | উত্তর লিংক | Sentence Writing | উত্তর লিংক |
প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে ইমেল : info@banglanewsexpress.com
আমরা আছি নিচের সামাজিক যোগাযোগ মাধ্যমে গুলোতে ও
- লিভারেজ ইজারার সুবিধা ও অসুবিধা সমূহ লিখ
- লিভারেজ ইজারা বলতে কি বুঝ বিস্তারিত আলোচনা করো
- IAS 17 ও IFRS 16 পার্থক্য, IAS 17 vs IFRS 16 পার্থক্য, IAS 17 ও IFRS 16 মধ্যে পার্থক্য আলোচনা
- আইএফআরএস ১৬ ও আইএসি ১৭ পার্থক্য । আইএফআরএস ১৬ vs আইএসি ১৭ পার্থক্য
- আই এ এস (IAS) অনুযায়ী ইজারা গ্রহীতার হিসাববিজ্ঞানের নীতিসমূহ লেখ
- এসি কারেন্ট ও ডিসি কারেন্ট