প্রশ্ন সমাধান: চাহিদা ধারণাটি ব্যাখ্যা কর। নারীদের অনুভূত চাহিদাগুলো উল্লেখ কর
ভূমিকা : মানুষ সামাজিক জীব। সমাজে তাকে বসবাস করতে হয়। সমাজে বসবাস ও জীবনধারণ ও জীবন বিকাশের জন্য তার কিছু কিছু জিনিসের প্রয়োজন হয়। এসব জিনিসকেই চাহিদা বলে।পৃথিবীর প্রায় প্রত্যেক জীবজন্তুরই কিছু কিছু চাহিদা রয়েছে। সৃষ্টির সেরা জীব হিসেবে মানুষের চাহিদা আরও বেশি। কারণ মানুষ প্রাণিকুলের মধ্যে সবচেয়ে উন্নত জীবনযাপন করে। নারীরাও মানুষ।তাদেরও রয়েছে নানাবিধ চাহিদা। তাছাড়া বর্তমানে নারীরা সমাজে নানা বৈষম্যের শিকার।কিন্তু নারীকে বাদ দিয়ে সমাজের, দেশের উন্নয়ন আশা করা যায় না। তাই নরনারীর সুষম উন্নয়ন দরকার। সেজন্য নারীদের চাহিদাগুলো পূরণ করা জরুরি।
চাহিদা : আগেই বলা হয়েছে মানবজীবনের জন্য অপরিহার্য ও অত্যাবশ্যকীয় বিষয়ই হল চাহিদা। অর্থাৎ জীবন ধারণ করতে মানুষ যার অভাব বোধ করে তাই চাহিদা।
প্রামাণ্য সংজ্ঞা : চাহিদা সম্পর্কে বিভিন্ন সমাজবিজ্ঞানী বিভিন্নভাবে তাঁদের মতামত ব্যাখ্যা করেছেন। নিম্নে তাঁদের কয়েকটি সংজ্ঞা উল্লেখ করা হল :
Meenaghan, R. O. Washington & R. M. Ryan তাঁদের ব্যাখ্যায় চাহিদা সম্পর্কে বলেছেন, “Any identifiable condition that limits a person as an individual on family member in meeting his or her full potential.” অর্থাৎ, চাহিদা হল এমন সব চিহ্নিত অবস্থা, যা মানুষ ব্যক্তি হিসেবে অথবা কোন পরিবারের সদস্য
হিসেবে নিজের পূর্ণ ক্ষমতা বিকাশে বাধাগ্রস্ত হয়।
Social Work Dictinary তে চাহিদার সংজ্ঞা দেওয়া হয়েছে এভাবে, “Social work dictionary define needs as physical, psychological,economical, cultural and social requirements for survival, wellbeing and fulfillment.” অর্থাৎ, সমাজকর্ম অভিধান চাহিদাকে সংজ্ঞায়িত করেছে দৈহিক, মনস্তাত্ত্বিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক এবং সামাজিক উপাদানসমূহ হিসেবে যা বেঁচে থাকার জন্য পূরণ করা অত্যাবশ্যক।
সুতরাং উপরের আলোচনা হতে একথা বলা যায় যে, চাহিদা হল এমন কিছু সামাজিক, আবেগীয়, অর্থনৈতিক, মনস্তাত্ত্বিক ও সাংস্কৃতিক উপাদানসমূহ যা মানবজীবনে একান্তভাবে পূরণের প্রয়োজন হয়ে পড়ে।
আরো ও সাজেশন:-
নারীদের চাহিদাসমূহ : নারীরা সমাজেরই অংশ। সর্বোপরি নারীরাও মানুষ। তাদেরও রয়েছে নানারকম চাহিদা। নিম্নে নারীদের যেসব চাহিদা আছে তা আলোচনা করা হল :
১. শিক্ষার চাহিদা : শিক্ষাই জাতির মূল চাবিকাঠি। অথচ নারীরা আজ অনেক পিছিয়ে রয়েছে। এর প্রধান কারণ নারীরা শিক্ষা লাভ হতে বঞ্চিত হচ্ছে। অথচ বর্তমান যুগে শিক্ষা ছাড়া উন্নতি করা সম্ভব নয়। তাই নারীদের উন্নয়ন ও উন্নত জীবন লাভ, জীবন সম্পর্কে আধুনিক ও সঠিক ধারণা লাভের জন্য শিক্ষা অতি জরুরি। তাই শিক্ষা লাভের চাহিদা নারীদের প্রধান চাহিদা।
২. খাদ্যের চাহিদা : মোট জনসংখ্যার প্রায় অর্ধেক নারী। অথচ নারীরা পুরুষের মত খাদ্য গ্রহণ করে না। অনেক সময় নারীরা উপযুক্ত খাদ্য পায় না। বিশেষ করে বাড়ির পুরুষ সদস্যের খাওয়ার পরে নারীরা খায়। তাছাড়া গর্ভকালীন সময়ে প্রয়োজনীয় খাদ্য তারা পায় না। তাই খাদ্যের চাহিদা নারীদের অন্যতম চাহিদা।
৩. পুষ্টির চাহিদা : খাদ্য চাহিদার পাশাপাশি নারীদের পুষ্টির চাহিদাও রয়েছে। নারীরা পুষ্টিকর খাবার হতে বঞ্চিত।আবার অনেক অভিভাবক মেয়ে সন্তানদের ছেলেদের তুলনায় কম খাবার দেয়। তাছাড়া গর্ভকালীন সময়ে নারীদের অধিক পুষ্টিকর খাদ্যের দরকার হলেও তারা তা পায় না। তাই একথা বলা যায় যে, পুষ্টির চাহিদা রয়েছে নারীদের।
৪. বজ্রের চাহিদা : সমাজে ভালোভাবে বসবাস করতে হলে বস্ত্রের প্রয়োজনীয়তা রয়েছে। পোশাক আশাক মানুষের সৌন্দর্য ও ব্যক্তিত্বকে বিকশিত করে। নারীরা বস্ত্রের চাহিদা হতে বঞ্চিত।
৫. চিকিৎসা প্রাপ্তির চাহিদা : নারীদের চিকিৎসা প্রাপ্তির চাহিদা রয়েছে। নারীরা উপযুক্ত চিকিৎসা সেবা থেকে বঞ্চিত। তাছাড়া গর্ভকালীন সময় ও প্রসবকালীন সময়ে উপযুক্ত চিকিৎসার অভাবে অনেক নারীর মৃত্যু ঘটে। তাই উপযুক্ত চিকিৎসা প্রাপ্তি আজ নারীদের অধিকারে পরিণত হয়েছে।
৬. ন্যায্য মজুরি লাভের চাহিদা : নারীরা ন্যায্য মজুরি থেকে বঞ্চিত। অনেক সময় দেখা যায় একই কাজে নারীরা পুরুষের অর্ধেক মজুরি পেয়ে থাকে। কিন্তু ন্যায্য মজুরি প্রাপ্তি তাদের নৈতিক অধিকার।
৭. কর্মসংস্থান লাভের চাহিদা : নারীরা কর্মসংস্থান লাভের ক্ষেত্রে বঞ্চিত হচ্ছে। নারীরা শিক্ষিত হয়েও বেকার থাকছে। কারণ চাকরিতে নারীদের নিয়োগ দেওয়া হয় না। ফলে নারীরা কর্মসংস্থানের অভাবে জীবনমানের উন্নয়ন করতে পারছে না। তাই কর্মসংস্থানের চাহিদা রয়েছে নারীদের।
৮. বৈষম্য দূরীকরণের চাহিদা : নারীরা সমাজ, পরিবার ও দেশের অংশ হলেও তারা নানা বৈষম্যের শিকার।বিশেষ করে গ্রাম এলাকায় নারীরা নানা বৈষম্যের শিকার। বৈষম্যের কারণে পুরুষতান্ত্রিক সমাজে নারী বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হচ্ছে। তাই নারীদের বৈষম্য করা চলবে না।
[ বি:দ্র: উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
৯. নারীর ক্ষমতায়নের চাহিদা : দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী হলেও নারীরা ক্ষমতায় আরোহণ করতে পারে না।পুরুষরা ক্ষমতা দখল করে নারীদের নানাভাবে হয়রানি ও নির্যাতন করে থাকে। তাই নারীদের সঠিক উন্নয়নের জন্য নারীর ক্ষমতায়ন জরুরি।
১০. মাতৃত্বকালীন ছুটির চাহিদা : নারীদের মাতৃত্বকালীন ছুটির চাহিদা রয়েছে। যেসব কর্মজীবি নারী রয়েছে তারা প্রসবকালীন সময়ে চাকরি হারায়। বিশেষ করে গার্মেন্টসে অল্প কয়েক দিনের ছুটি দেওয়া হয়। কিন্তু নিরাপদ
মাতৃত্বের জন্য প্রসবের পূর্বে ও পরে দীর্ঘ ছুটি প্রয়োজন। তাই মাতৃত্বকালীন ছুটি নারীদের চাহিদায় পরিণত হয়েছে।
১১. নারী নির্যাতন রোধের চাহিদা : আমাদের সমাজে নারী নির্যাতন বিরোধী আইন থাকলেও নারী নির্যাতনের হার দিনদিন বেড়েই চলেছে। নির্যাতনের মাধ্যমে নারীহত্যাও করা হয় । তাই নারী নির্যাতন রোধের চাহিদা নারীদের রয়েছে।
১২. উপযুক্ত বিচার প্রাপ্তির চাহিদা : নারীরা নানারকম বৈষম্য ও নির্যাতনের শিকার হলেও উপযুক্ত বিচার পাচ্ছে না।কিন্তু উপযুক্ত বিচার লাভ তাদের সময়ের দাবি।
উপসংহার : উপরিউক্ত আলোচনার শেষে বলা যায় যে, আমাদের দেশের মোট জনসংখ্যার প্রায় অর্ধেক নারী।নানা কারণে নারীরা সমাজে উপেক্ষিত ও অবহেলিত। অথচ মানুষ হিসেবে নারীদেরও রয়েছে নানারকম চাহিদা। এসব চাহিদা পূরণ করতে পারলে আমাদের দেশের নারীরা সমাজ ও দেশের উন্নয়নে তাদের সঠিক ভূমিকা পালন করতে পারবে। তাই নারীদের চাহিদাসমূহ পূরণ করা আজ সময়ের দাবি।
রচনা ,প্রবন্ধ | উত্তর লিংক | ভাবসম্প্রসারণ | উত্তর লিংক | Paragraph | উত্তর লিংক |
আবেদন পত্র ও Application | উত্তর লিংক | অনুচ্ছেদ রচনা | উত্তর লিংক | Composition | উত্তর লিংক |
চিঠি ও Letter | উত্তর লিংক | প্রতিবেদন | উত্তর লিংক | CV | উত্তর লিংক |
ইমেল ও Email | উত্তর লিংক | সারাংশ ও সারমর্ম | উত্তর লিংক | Seen, Unseen | উত্তর লিংক |
Essay | উত্তর লিংক | Completing Story | উত্তর লিংক | Dialog/সংলাপ | উত্তর লিংক |
অনুবাদ | উত্তর লিংক | Short Stories/Poems/খুদেগল্প | উত্তর লিংক | Sentence Writing | উত্তর লিংক |
আপনার জন্য আমাদের ক্যাটাগরি
প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে ইমেল : info@banglanewsexpress.com
আমরা আছি নিচের সামাজিক যোগাযোগ মাধ্যমে গুলোতে ও
- কোম্পানি সচিবের বিধিবদ্ধ দায়িত্বসমূহ বর্ণনা করো
- কিং কোড কি?
- উত্তম কর্পোরেট গভর্নেন্স চর্চার উদ্দেশ্যমূলক কোড সমূহ আলোচনা কর
- OECD এর নীতিমালা শেয়ার হোল্ডারদের অসুবিধা সমূহ বর্ণনা কর
- OECD এর নীতিমালা শেয়ার হোল্ডার টি সুবিধা সমূহ বর্ণনা কর
- OECD নীতি শেয়ার হোল্ডারদের অধিকারের তালিকা সমূহ লিখ