নগদ প্রবাহ বিবরণী কাকে বলে?, আন্তর্জাতিক নগদ প্রবাহ কী?, মুক্ত নগদ প্রবাহ কি?, নগদ বহিঃপ্রবাহ কি?, নগদ প্রবাহ কত প্রকার ও কি কি?, নগদ আন্তঃপ্রবাহ কি?

প্রশ্ন সমাধান: নগদ প্রবাহ বিবরণী কাকে বলে?, আন্তর্জাতিক নগদ প্রবাহ কী?, মুক্ত নগদ প্রবাহ কি?, নগদ বহিঃপ্রবাহ কি?, নগদ প্রবাহ কত প্রকার ও কি কি?, নগদ আন্তঃপ্রবাহ কি?

নগদ প্রবাহ বিবরণী কাকে বলে?
উত্তর : একটি কোম্পানির নগদ আন্তঃপ্রবাহ ও বহিঃপ্রবাহের সার সংক্ষেপকে নগদ প্রবাহ বিবরণী বলে ।

আন্তর্জাতিক নগদ প্রবাহ কী?
উত্তর : যে বিবরণী মাধ্যেমে কোন প্রতিষ্ঠানের একটি নির্দিষ্ট সময়ের অর্থাৎ একটি অর্থ বছরের মোট নগদ আন্তঃপ্রবাহ ও বহিঃপ্রবাহের হিসাব প্রদর্শন করা হয় তাকে নগদ প্রবাহ বলে ।

মুক্ত নগদ প্রবাহ কি?
উত্তর : একটি ফার্মের সকল প্রকার বিনিয়োগ চাহিদা প্রেরণ করার পর যে নগদ অর্থ অবশিষ্ট থাকে মুক্ত নগদ প্রবাহ বলে।

নগদ বহিঃপ্রবাহ কি?
উত্তর : কোনো প্রকল্পে ভবিষ্যৎ প্রাপ্তির প্রত্যশায় বর্তমানে যে অর্থ বিনিয়োগ করা হয় বা প্রতিষ্ঠানের যাবতীয় স্বল্পমেয়াদি ও দীর্ঘমেয়াদি খরচে সমষ্টিকে নগদ বহিঃপ্রবাহ বলে ।

নগদ প্রবাহ কত প্রকার ও কি কি?
উত্তর : দুই প্রকার। যথা- ১. নগদ আন্তঃপ্রবাহ ও ২. নগদ বহিঃপ্রবাহ।

নগদ আন্তঃপ্রবাহ কি?
উত্তর : কোনো প্রকল্পের বিনিয়োগ থেকে প্রতিবছর বা নির্দিষ্ট সময়ান্তে যে নগদ অর্থের আগমন ঘটে তাকে নগদ আন্তঃপ্রবাহ বলে ।


আরো ও সাজেশন:-

নগদ বাজেট কি?
উত্তর : একটি নির্দিষ্ট সময়ের জন্য নগদ অর্থের আদান প্রদানের সংখ্যাত্বক পরিকল্পনাকে নগদ বাজেট বলে ।

নগদ প্রবাহ কাকে বলে?
উত্তর : নগদ প্রবাহ বলতে কোন হিসাবকালের মধ্যে মোট নগদ আগমন এবং মোট নগদ নিগমনকে বুঝায় ।

পরিচালন নগদ প্রবাহ কাকে বলে?
উত্তর : পণ্য দ্রব্য ও সেবার উৎপাদন এবং বিক্রয়ের মাধ্যমে যে নগদ প্রবাহ সৃষ্টি করা হয় তাকে পরিচালন নগদ প্রবাহ বলে।

FCF নির্ণয়ের সূত্রটি লিখ ।
উত্তর : FCF নির্ণয়ের সূত্রটি OCF – NFAI – NCAI.

আয় বিবরণী কাকে বলে?
উত্তর : একটি ফার্মের বা প্রতিষ্ঠানের রাজস্ব জাতীয় আয় ও ব্যযসমূহ যে বিবরণীতে দেখানো হয় তাকে আয় বিবরণী বলে।

[ বি:দ্র: উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

অনগদ খরচ কাকে বলে?
উত্তর : যে সমস্ত ব্যয়ের জন্য এখনই কোনো নগদ বহিঃপ্রবাহের প্রয়োজন হয় না তাকে অনগদ খরচ বলে ।

নগদ প্রবাহ বিবরণীর দুটি সুবিধা লিখ ?
উত্তর : ১. নগদ ব্যবস্থাপনা ২. নগদ পরিকল্পনার সফলতা।

নগদ প্রবাহ বিবরণীর দুটি অসুবিধা লিখ।
উত্তর : ১. পূর্ণাঙ্গ তথ্য দেয় না ২. ব্যাখ্যা করার জটিলতা।

নগদ বাজেট কি স্বল্পমেয়াদি না দীর্ঘমেয়াদি?
উত্তর : নগদ বাজেট হলো স্বল্পমেয়াদি।

ইউরো কী?
উত্তর : ইউরো হলো ইউরোপীয় অর্থনৈতিক ধারা পরিচালিত একটি মুদ্রার নাম।


রচনা ,প্রবন্ধউত্তর লিংক ভাবসম্প্রসারণউত্তর লিংক Paragraphউত্তর লিংক
আবেদন পত্র ও Applicationউত্তর লিংক অনুচ্ছেদ রচনাউত্তর লিংক Compositionউত্তর লিংক
চিঠি Letterউত্তর লিংক প্রতিবেদনউত্তর লিংক CVউত্তর লিংক
ইমেলEmailউত্তর লিংক সারাংশ ও সারমর্মউত্তর লিংক Seen, Unseenউত্তর লিংক
Essayউত্তর লিংকCompleting Storyউত্তর লিংকDialog/সংলাপউত্তর লিংক
অনুবাদউত্তর লিংকShort Stories/Poems/খুদেগল্পউত্তর লিংকSentence Writingউত্তর লিংক

আপনার জন্য আমাদের ক্যাটাগরি


প্রশ্ন সমাধান
সাজেশন
চাকরি
ধর্ম
মতামত
শিক্ষা
শিক্ষা সংবাদ
নিয়োগ পরীক্ষা
জানা অজানা
Writing Side
অনার্স ও মাস্টার্স
এইচ এস সি
এসএসসি
ডিগ্রি ও উন্মুক্ত
স্বাস্থ্য
উদ্ভিদ ও প্রাণী
ঔষধি গুন
গোপন সমস্যা
রূপচর্চা
রেসিপি
রোগ প্রতিরোধ

প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে ইমেল : info@banglanewsexpress.com

আমরা আছি নিচের সামাজিক যোগাযোগ মাধ্যমে গুলোতে ও

Leave a Comment