বিশেষ্য পদ কাকে, বিশেষ্য পদের প্রকারভেদ,সংজ্ঞাবাচক বিশেষ্য কী, বস্তুবাচক বিশেষ্য কী,জাতিবাচক বিশেষ্য কী,সমষ্টিবাচক বিশেষ্য কী,গুণবাচক বিশেষ্য কী, ক্রিয়াবাচক বিশেষ্য কী
আমরা বিশেষ্য পদ কাকে বলে? এসম্পর্কে বিস্তারিত আলোচনা করব। পদের আলোচনা করতে গিয়ে দেখেছি বিভিন্ন প্রকার পদের মধ্যে বিশেষ্য পদ হলো অন্যতম একটি পদ।
তাহলে এখন স্বাভাবিক ভাবেই প্রশ্ন আসে বিশেষ্য পদ কাকে বলে? এবং এটি কয় প্রকার ও কি কি?
বিশেষ্য পদ কাকে :-
বিশেষ্য পদ কি? তা এককথায় বললে, যে পদের দ্বারা কোনো কিছুর নাম বোঝায় তাকে বিশেষ্য পদ বলে।
যেমন- শ্যামল, গোরু, বায়ু, সভা, দয়া, শমন, হিমালয় প্রভৃতি।
অথবা আমরা বলতে পারি, বাক্যের মধ্যে ব্যবহৃত যে কোন ব্যক্তি, বস্তু, গুণ, স্থান, কাল, ভাব ও ক্রিয়া ইত্যাদির নামকে বিশেষ্য পদ বা নাম পদ বলে।
আচ্ছা বিশেষ্য পদকে নাম-পদও বলা হয় অর্থাৎ বিশেষ্য পদের অপর নাম নাম পদ।
আরো ও সাজেশন:-
বিশেষ্য পদের প্রকারভেদ :-
বিশেষ্য পদকে ছয়টি শ্রেনীতে ভাগ করা যায় যথা –
১ – সংজ্ঞাবাচক বিশেষ্য। যেমন- রবীন্দ্রনাথ, সুভাষ, বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, গঙ্গা, রামায়ণ, কোরান, বাইবেল।
২ – বস্তুবাচক বিশেষ্য। উদাহরণ – তামা, রূপা, পাথর, মাটি, জল, দুধ, বই, কাগজ।
৩ – জাতিবাচক বিশেষ্য। যেমন – বৌদ্ধ, হিন্দু, খ্রিস্টান, মুসলমান, বাঙালি, বিহারি।
৪ – সমষ্টিবাচক বিশেষ্য। যেমন – দল, সভা, সমিতি, জনতা, বাহিনী।
৫ – গুণবাচক বিশেষ্য। যেমন – ভালো, দয়া, সাধুতা, সততা, মমতা, মহত্ব।
[ বি:দ্র: উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
৬ – ক্রিয়াবাচক বিশেষ্য। যেমন – ভ্রমণ, দর্শন, ভোজন, শয়ন, চলন, গমন।
নিন্মে এই সব বিশেষ্য পদের সংজ্ঞা আলোচনা করা হলো –
১ – সংজ্ঞাবাচক বা নামবাচক বিশেষ্য :-
যে বিশেষ্য দ্বারা ব্যক্তি, স্থান, পর্বত, নদী, গ্রন্থ প্রভৃতির নাম বোঝায় তাকেই সংজ্ঞাবাচক বা নামবাচক বিশেষ্য বলে।
যেমন– বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র, কলকাতা, মুম্বাই, দিল্লি, গঙ্গা, কাবেরী, কৃষ্ণা, মহানদী, হিমালয়, আন্দিজ, আত্মস, রকি, বাইবেল, রামায়ণ, মহাভারত ইত্যাদি।
২ – বস্তুবাচক বিশেষ্য :-
যে বিশেষ্য দ্বারা যে সমস্ত বস্তুর নামকে বোঝায় তাকে বস্তুবাচক বিশেষ্য বলে।
এখানে একটি বিষয় বস্তুবাচক বিশেষ্য দ্বারা কেবলমাত্র সেই বস্তুকেই বোঝায় যার পরিমাপ করা হয়, তবে সংখ্যাকে বোঝায় না।
যেমন – পাথর, গাছ, লোহা, তামা, জল, তেল, চাপাতি, মশলা, বই, পেন ইত্যাদি।
৩ – জাতিবাচক বিশেষ্য :-
যে বিশেষ্য দ্বারা এক জাতীয় সব প্রাণী বা বস্তুকে বোঝায় তাকে জাতিবাচক বিশেষ্য বলে।
যেমন – বাঘ, মহিষ, হাতি, জেব্রা, চিতা, হরিণ, বাঙালি, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, পারসিক, ইহুদি ইত্যাদি।
৪ – সমষ্টিবাচক বিশষ্য :-
যে বিশেষ্য দ্বারা কোনো কিছুর সমষ্টিকে বোঝায় তাকে সমষ্টিবাচক বিশেষ্য বলে।
যেমন—সভা, সমিতি, শ্রেণি, দল, ঝাঁক, জনতা বাহিনী, সম্প্রদায় প্রভৃতি।
৫ – গুণবাচক বিশেষ্য :-
যে বিশেষ্য দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুর দোষ, গুণ, অবস্থা ও ভাবের নাম বোঝায় তাকে গুণবাচক বিশেষ্য বলে।
যেমন – মমতা, কাতর, সাধুতা, দয়া, সততা, বিনয়, মহত্ব, রোগ, শোক, শৈশব, যৌবন, বৃদ্ধ, বিদ্যা ইত্যাদি।
৬ – ক্রিয়াবাচক বিশেষ্য :-
যে বিশেষ্য দ্বারা কোনো কাজ বা কর্মের নামকে বোঝায় তাকে ক্রিয়াবাচক বিশেষ্য বলে।
যেমন – ভ্রমণ, দর্শন, ভোজন, শয়ন, গমন, পঠন, লিখন ইত্যাদি।
রচনা ,প্রবন্ধ | উত্তর লিংক | ভাবসম্প্রসারণ | উত্তর লিংক | Paragraph | উত্তর লিংক |
আবেদন পত্র ও Application | উত্তর লিংক | অনুচ্ছেদ রচনা | উত্তর লিংক | Composition | উত্তর লিংক |
চিঠি ও Letter | উত্তর লিংক | প্রতিবেদন | উত্তর লিংক | CV | উত্তর লিংক |
ইমেল ও Email | উত্তর লিংক | সারাংশ ও সারমর্ম | উত্তর লিংক | Seen, Unseen | উত্তর লিংক |
Essay | উত্তর লিংক | Completing Story | উত্তর লিংক | Dialog/সংলাপ | উত্তর লিংক |
অনুবাদ | উত্তর লিংক | Short Stories/Poems/খুদেগল্প | উত্তর লিংক | Sentence Writing | উত্তর লিংক |
প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে ইমেল : info@banglanewsexpress.com
আমরা আছি নিচের সামাজিক যোগাযোগ মাধ্যমে গুলোতে ও
- কার্যকর সুদের হার নির্ধারণের উপায় উপাদান সমূহ লেখকার্যকর সুদের হার (Effective Interest Rate – EIR) বা কার্যকর সুদের হার হলো এমন সুদের হার, যা সুদের উপর সুদ …
- সুদের হার অর্থকে তার সময় মূল্য দেয় ব্যাখ্যা করসুদের হার অর্থকে তার সময় মূল্য দেয় ব্যাখ্যা কর “সুদের হার অর্থের তার সময় মূল্য দেয়”—এই বাক্যটি অর্থনীতির একটি মৌলিক …
- বার্ষিক বৃত্তি Annuity উপাদান বা বৈশিষ্ট্য কী কী?বার্ষিক বৃত্তি Annuity উপাদান বা বৈশিষ্ট্য কী কী?, বার্ষিক বৃত্তি Annuity বৈশিষ্ট্যসমূহ আলোচনা করুন বার্ষিক বৃত্তি (Annuity) এর কিছু গুরুত্বপূর্ণ …
- বিজনেস ফাইন্যান্স ও কর্পোরেট ফাইন্যান্স মধ্যে পার্থক্য আলোচনাবিজনেস ফাইন্যান্স ও কর্পোরেট ফাইন্যান্স মধ্যে পার্থক্য আলোচনা ব্যবসায়ী অর্থায়ন/ মার্চেন্ট ফাইন্যান্স (Business Financing) এবং কর্পোরেট ফাইন্যান্স (Corporate Finance) দুটি …
- মুদ্রা বাজার ও মূলধন বাজার মধ্যে পার্থক্য কি?মুদ্রা বাজার (Money Market)মুদ্রা বাজার হলো একটি আর্থিক বাজার যেখানে স্বল্পমেয়াদী ঋণ এবং আর্থিক উপকরণ (যেমন ট্রেজারি বিল, বাণিজ্যিক পেপার, …
- মার্চেন্ট ফাইন্যান্স ও কর্পোরেট ফাইন্যান্স মধ্যে পার্থক্য কি?মার্চেন্ট ফাইন্যান্স ও কর্পোরেট ফাইন্যান্স মধ্যে পার্থক্য কি?,মার্চেন্ট ফাইন্যান্স ও কর্পোরেট ফাইন্যান্স বৈশিষ্ট্য ব্যবসায়ী অর্থায়ন/ মার্চেন্ট ফাইন্যান্স (Business Financing) এবং …
- বার্ষিক বৃত্তি বলতে কি বুঝায় উদাহরণসহ ব্যাখ্যা করবার্ষিক বৃত্তি (Annual Annuity) হলো এমন একটি আর্থিক চুক্তি যেখানে এক ব্যক্তি বা সংস্থা নির্দিষ্ট সময়কাল ধরে বার্ষিক ভিত্তিতে একটি …
- বাট্টাকরণ ও চক্রবৃদ্ধিকরণ পার্থক্যবাট্টাকরণ (Discounting):বাট্টাকরণ হলো ভবিষ্যতে প্রাপ্ত একটি নির্দিষ্ট অর্থের বর্তমান মূল্য নির্ধারণ করার প্রক্রিয়া। সহজ ভাষায়, এটি বর্তমান সময়ে ভবিষ্যতের অর্থের …