ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যগণের কার্যকাল কত সময়ের?,কোন আইন অনুসারে গ্রাম আদালত প্রতিষ্ঠিত হয়?,গ্রাম আদালত কিভাবে গঠিত হয়?
স্থানীয় শাসনের অর্থ কী?
উত্তর : স্থানীয় শাসন একটি জনসংগঠন যা কেন্দ্রীয় অথবা প্রাদেশিক সরকারের কোনো একটি ক্ষুদ্র এলাকায় সীমিত পরিসরে দায়িত্ব পালন করে।
স্থানীয় সরকার ব্যবস্থা কী?
উত্তর : স্থানীয় সরকার ব্যবস্থা বলতে একটি নির্দিষ্ট অপেক্ষাকৃত ক্ষুদ্র অঞ্চলের শাসন সংস্থাকে বুঝায়। কোনো নির্দিষ্ট অঞ্চলের জনগণের সুযোগ সুবিধা সৃষ্টি ও তাদের
খবিভিন্ন সেবা প্রদানের জন্যই স্থানীয় সরকারের সৃষ্টি। স্থানীয় স্বায়ত্তশাসন বলতে কী বুঝায়?
উত্তর : স্থানীয় স্বায়ত্তশাসন বলতে স্থানীয় সমস্যা সমাধানকল্পে স্থানীয় জনগণের নির্বাচিত প্রতিনিধি নিয়ে একটি নির্দিষ্ট ভূখণ্ড বা এলাকার শাসন পরিচালনাকে বুঝায়।
স্থানীয় স্বায়ত্তশাসিত সরকারের কোন ধরনের ক্ষমতা রয়েছে?
উত্তর : স্থানীয় স্বায়ত্তশাসিত সরকারের প্রশাসনিক, আইনানুগ ও নির্বাহী ক্ষমতা রয়েছে। তারাও জাতীয় আইনের সাথে সমন্বয় রেখে উপবিধি প্রণয়ন করতে পারে।৷ স্থানীয়
স্বায়ত্তশাসিত সরকার কোন ধরনের শাসনব্যবস্থা?
উত্তর : স্থানীয় স্বায়ত্তশাসিত সরকার হলো স্থানীয় এলাকার, স্থানীয় জনগণের প্রতিনিধি কর্তৃক পরিচালিত এক ধরনের শাসনব্যবস্থা।
স্থানীয় স্বায়ত্তশাসিত সরকারের তিনটি বৈশিষ্ট্য লিখ।
উত্তর : ১. স্থানীয় জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি; ২. নির্দিষ্ট এলাকা ও জনসমষ্টি; ৩. বিধিবদ্ধ সংস্থা।
Little Republic কাকে বলা হতো?
উত্তর : প্রাচীন ভারতবর্ষের গ্রামগুলোকে।
স্থানীয় ভিত্তিতে জনগণের সেবা প্রদানের প্রাথমিক প্রতিষ্ঠান কোনটি?
উত্তর : স্থানীয় স্বায়ত্তশাসিত সরকার।
স্থানীয় স্বায়ত্তশাসিত সরকার ও স্থানীয় সরকারের মূল পার্থক্য কী?
উত্তর : স্থানীয় স্বায়ত্তশাসিত সরকার নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা পরিচালিত অপরদিকে স্থানীয় সরকার সরকারি কর্মকর্তাদের দ্বারা পরিচালিত।
Deccntralization বলে অভিহিত করা হয় কোন প্রতিষ্ঠানকে?
উত্তর : স্থানীয় স্বায়ত্তশাসিত সরকারকে।
স্বায়ত্তশাসনের মূল কথা কোনটি?
উত্তর : স্ব-শাসন।
স্বায়ত্তশাসিত সরকারের অন্যতম প্রধান সমস্যা কোনটি?
উত্তর : আর্থিক সমস্যা।
স্বায়ত্তশাসিত সরকারের সাফল্য কিসের উপর নির্ভর করে?
উত্তর : স্বায়ত্তশাসিত সরকারের সাফল্য নির্ভর করে জনগণের অংশগ্রহণের উপর।
বর্তমানে বাংলাদেশে কয়, স্তরের স্থানীয় সরকার ব্যবস্থা কার্যরত আছে?
উত্তর : ৩ স্তরের।
বর্তমানে বাংলাদেশে ৩ স্তরের স্থানীয় সরকার ব্যবস্থাগুলো কী?
উত্তর : ক. ইউনিয়ন পরিষদ; খ. উপজেলা পরিষদ ও গ. জেলা পরিষদ।
বাংলাদেশের পূর্ণাঙ্গ স্থানীয় স্বায়ত্তশাসিত সরকার কোনটি?
উত্তর : ইউনিয়ন পরিষদ।
ইউনিয়ন পরিষদ কীভাবে গঠিত হয়?
উত্তর : ইউনিয়ন পরিষদ ১ (এক) জন চেয়ারম্যান ও ১২ (বার) জন সদস্য নিয়ে গঠিত যাদের ৯ (নয়) জন সাধারণ আসনের সদস্য ও ৩ (তিন) জন সংরক্ষিত আসনের সদস্য।
ইউনিয়ন পরিষদের ৩ (তিন) টি আসন কাদের জন্য সংরক্ষিত থাকবে?
উত্তর : শুধুমাত্র মহিলাদের জন্য।
কোন ব্যক্তির নামে ইউনিয়নের নামকরণ করা যাবে কী?
উত্তর : কোন ব্যক্তির নামে ইউনিয়নের নামকরণ করা যাবে না।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যগণের কার্যকাল কত সময়ের?
উত্তর : ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যগণের কার্যকাল সংশ্লিষ্ট পরিষদের প্রথম সভা অনুষ্ঠানের তারিখ হতে ৫ (পাঁচ) বছর সময়ের জন্য।
কোন আইন অনুসারে গ্রাম আদালত প্রতিষ্ঠিত হয়?
উত্তর : গ্রাম আদালত আইন, ২০০৬ অনুসারে।
গ্রাম আদালত কিভাবে গঠিত হয়?
উত্তর : একজন চেয়ারম্যান এবং উভয়পক্ষ কর্তৃক মনোনীত দুইজন করে মোট চারজন সদস্য নিয়ে গ্রাম আদালত গঠিত হয়।
গ্রাম আদালতের চেয়ারম্যান কে হবেন?
উত্তর : ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।
গ্রাম আদালতের ক্ষমতা উল্লেখ কর।
উত্তর : গ্রাম আদালত ফৌজদারি মামলাসমূহের ক্ষেত্রে কোনো ব্যক্তিকে কেবলমাত্র অনধিক পঁচিশ হাজার টাকা
ক্ষতিপূরণ প্রদানের আদেশ এবং দেওয়ানি মামলাসমূহের ক্ষেত্রে প্রাপ্য অর্থ প্রদানের আদেশ কিংবা সম্পত্তির প্রকৃত মালিককে সম্পত্তি বা তার দখল প্রত্যার্পণ করবার জন্য আদেশ প্রদান করতে পারবে।
গ্রাম আদালত আইনজীবী নিয়োগের কী বিধান রয়েছে?
উত্তর : গ্রাম আদালতে দায়েরকৃত কোন মামলা পরিচালনার জন্য কোন পক্ষ কোন আইনজীবী নিয়োগ করতে পারবেন না।
উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান নির্বাচিত হবার যোগ্যতা কী?
উত্তর : ক. তিনি বাংলাদেশের নাগরিক হবেন; খ. তাঁর বয়স পঁচিশ বছর পূর্ণ হবে; গ. সংশ্লিষ্ট এলাকার ভোটার তালিকাভুক্ত হতে হবে।
উপজেলা চেয়ারম্যানদের অপসারণের ক্ষেত্রে অসদাচরণ বলতে কী বুঝায়?
উত্তর : অসদাচরণ বলতে নির্দেশনা অনুযায়ী সম্পত্তি সম্পর্কিত ঘোষণা প্রদান না করা কিংবা অসত্য হলফনামা দাখিল করা, আইন ও বিধির পরিপন্থি কার্যকলাপ, দুর্নীতি, অসদুপায়ে ব্যক্তিগত সুবিধা গ্রহণ, পক্ষপাতিত্ব, স্বজনপ্রীতি, ইচ্ছাকৃত অপশাসন ইত্যাদি বুঝাবে।
নৈতিক স্খলনজনিত অপরাধ বলতে কী বুঝায়?
উত্তর : দণ্ডবিধিতে সংজ্ঞায়িত চাঁদাবাজি, চুরি, দস্যুতা, ডাকাতি, ছিনতাই, সম্পত্তি আত্মসাৎ, বিশ্বাস ভঙ্গ, ধর্ষণ, হত্যা, খুন ইত্যাদি।
উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, সদস্য বা মহিলা সদস্যদের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব কখন আনয়ন করা যাবে?
উত্তর : উপজেলা পরিষদ আইনের কোনো বিধান লঙ্ঘন বা গুরুতর অসদাচরণের অভিযোগে বা শারীরিক বা মানসিক অসামর্থ্যের কারণে অনাস্থা প্রস্তাব আনয়ন করা যাবে।
উপজেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা কে? তাঁর কাজ কী?
উত্তর : উপজেলা নির্বাহী অফিসার পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা হবেন এবং তিনি পরিষদকে সাচিবিক সহায়তা প্রদান করবেন।
উপজেলা পরিষদের উপদেষ্টা কে?
উত্তর : উপজেলা এলাকার সংশ্লিষ্ট সংসদ সদস্য উপজেলা পরিষদের উপদেষ্টা হবেন।
জেলা পরিষদ কাদের নিয়ে গঠিত হয়?
উত্তর : ক. একজন চেয়ারম্যান; খ. পনের জন সদস্য এবং গ. সংরক্ষিত আসনের পাঁচজন মহিলা সদস্য।
জেলা পরিষদের বাধ্যতামূলক কার্যাবলিসমূহ কী কী?
উত্তর : জেলার সকল উন্নয়ন কার্যক্রমের পর্যালোচনা, জনপথ, কালভার্ট ও ব্রিজ এর নির্মাণ রক্ষণাবেক্ষণ এবং উন্নয়ন, রাস্তার পার্শ্বে ও জনসাধারণের ব্যবহার্য স্থানে বৃক্ষরোপণ ও তার সংরক্ষণ।
[ বি:দ্র: উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
জেলা পরিষদের ঐচ্ছিক কার্যাবলিসমূহ উল্লেখ কর।
উত্তর : শিক্ষা, সংস্কৃতি, সমাজকল্যাণ, অর্থনৈতিক কল্যাণ, জনস্বাস্থ্য এবং গণপূর্ত ইত্যাদি।
শহর এলাকার শাসনব্যবস্থা গঠনের লক্ষ্যে কোন প্রতিষ্ঠান কার্যরত?
উত্তর : পৌরসভা।
পৌরসভা কিভাবে গঠিত হয়?
উত্তর : একজন মেয়র, নির্বাচিত কাউন্সিলর ও সংরক্ষিত আসনে নির্বাচিত মহিলা কাউন্সিলর।
পৌরসভা গঠনের উদ্দেশ্য কী?
উত্তর : শহর এলাকার সমস্যা স্থানীয় ভিত্তিতে সমাধানপূর্বক শহর জীবনের শ্রীবৃদ্ধি সাধন, গণ-সহায়তা বৃদ্ধি এবং শহরভিত্তিক দায়িত্বশীল নেতৃত্বের বিকাশ ঘটানো।
পৌরসভার সদস্যগণকে কী নামে অভিহিত করা হয়?
উত্তর : কাউন্সিলর ।
ইউনিয়ন পরিষদের মুখ্য উদ্দেশ্য কী?
উত্তর : পল্লি এলাকার সমস্যা সমাধানের মাধ্যমে পল্লির শ্রীবৃদ্ধি সাধন, গণসচেতনতা বৃদ্ধি, দায়িত্বশীল স্থানীয় নেতৃত্বের বিকাশ ঘটানো ইউনিয়ন পরিষদের মুখ্য উদ্দেশ্য।
ইউনিয়ন পরিষদের জনকল্যাণমূলক কার্যাবলিসমূহ কী কী?
উত্তর : জনকল্যাণের নিমিত্ত রাস্তাঘাটের সংরক্ষণ ও আলোর ব্যবস্থা, খেলার মাঠ, উদ্যান, গোরস্তান এবং শ্মশান নির্মাণ ও তত্ত্বাবধান, সাধারণ সম্পত্তির তত্ত্বাবধান, কূপ, নলকূপ, পুকুর সংরক্ষণ, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা, জন্ম মৃত্যু রেজিস্ট্রি-করণ ইত্যাদি।
ইউনিয়ন পরিষদের উন্নয়নমূলক কার্যাবলিসমূহ কী কী?
উত্তর : রাস্তাঘাট নির্মাণ, বৃক্ষরোপণ ও সংরক্ষণ, স্থানীয় শ্রম ও সম্পদের সুষম ব্যবহারের মাধ্যমে আর্থিক সুবিধা বিতরণ ও বৃত্তি প্রদানের ব্যবস্থা করা ইত্যাদি ।
ইউনিয়ন পরিষদ গ্রামীণ এলাকার শান্তিশৃঙ্খলা রক্ষার জন্য কী করে?
উত্তর : গ্রাম্য পুলিশ (চৌকিদার ও দফাদার) পরিচালনা করা।
বাংলাদেশে মোট কতটি সিটি কর্পোরেশন রয়েছে?
উত্তর : ১১টি।
বাংলাদেশের সিটি কর্পোরেশনগুলোর নাম উল্লেখ কর।
উত্তর : ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ, রাজশাহী, খুলনা, চট্টগ্রাম, সিলেট, নারায়ণগঞ্জ, কুমিল্লা, বরিশাল, রংপুর ও গাজীপুর ।