সমগ্র মানবসমাজ কয় ভাগে বিভক্ত?, নারী ও রাজনীতি কোন বিজ্ঞানের গুরুত্বপূর্ণ শাখা?, বিনা আগরওয়াল নারী ও রাজনীতির বিষয়বস্তু হিসেবে কোন বিষয়গুলোকে চিহ্নিত করেছেন?
সমগ্র মানবসমাজ কয় ভাগে বিভক্ত?
উত্তর : সমগ্র মানবসমাজ দুই ভাগে বিভক্ত। যথা : নারী ও পুরুষ সমাজ।
নারী ও রাজনীতি কোন বিজ্ঞানের গুরুত্বপূর্ণ শাখা?
উত্তর : নারী ও রাজনীতি সামাজিক বিজ্ঞানের গুরুত্বপূর্ণ শাখা।
বিনা আগরওয়াল নারী ও রাজনীতির বিষয়বস্তু হিসেবে কোন বিষয়গুলোকে চিহ্নিত করেছেন?
উত্তর : বিনা আগরওয়াল নারী ও রাজনীতির বিষয়বস্তু হিসেবে যে বিষয়গুলোকে চিহ্নিত করেছেন সেগুলো নিম্নরূপ :
ক. চাকরি, শিক্ষা ও প্রশিক্ষণে নারীর অংশগ্রহণের সুযোগ; খ. নারী এবং কৃষি ও শিল্পে পরিবর্তনশীল প্রযুক্তির প্রয়োগ;
গ. নারী এবং কৃষি ও শিল্পে উন্নয়নের সার্বিক কৌশল; ঘ. নারী ও দারিদ্র্য; ঙ. নারী ও অভিপ্রয়ান (Migration);
চ. নারী এবং ব্যষ্টি ও সামষ্টিক পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণ ও নীতিনির্ধারণ; ছ. নারী সংগ্রাম ও সংগঠন; জ. নারী ও পরিবার; ঝ. রাষ্ট্রনীতি ও আর্থসামাজিক পরিকল্পনায় নারী এবং ঞ. আন্তর্জাতিক অর্থনীতিতে নারী।
নারীবাদ সম্পর্কে নারীবাদী তাত্ত্বিকগণ যেসব তত্ত্ব দিয়েছেন সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য কোনগুলো?
উত্তর : নারীবাদ সম্পর্কে নারীবাদী তাত্ত্বিকগণ যেসব তত্ত্ব দিয়েছেন সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো : উদারপন্থি নারীবাদ, র্যাডিক্যাল নারীবাদ, মার্কসীয় নারীবাদ ও সমাজতান্ত্রিক নারীবাদ।
জাতিসংঘ নারীর প্রতি বৈষম্য দূর করার লক্ষ্যে কত সালকে “বিশ্ব নারী বর্ষ” হিসেবে পালন করেন?
উত্তর : জাতিসংঘ নারীর প্রতি বৈষম্য দূর করার লক্ষ্যে ১৯৭৫ সালকে “বিশ্ব নারী বর্ষ” হিসেবে পালন করেন।
১৯৭৬ – ৮৫ সালকে কী দশক হিসেবে পালন করা হয়?
উত্তর : ১৯৭৬ – ৮৫ সালকে বিশ্ব নারী দশক হিসেবে পালন করা হয়।
নারীর অধিকার রক্ষার জন্য ১৯৭৯ সালে কোন সনদ প্রণয়ন করা হয়?
উত্তর : নারীর অধিকার রক্ষার জন্য ১৯৭৯ সালে সিডও সনদ প্রণয়ন করা হয়।
কোন সময়কালকে আন্তর্জাতিক নারীদশক বলা হয়?
উত্তর : ১৯৭৬-১৯৮৫ সালকে।
কত তারিখে সিডও সনদ গৃহীত হয়?
উত্তর : ৮ ডিসেম্বর, ১৯৭৯ সাল।
সিডও সনদকে সামনে রেখে বিভিন্ন দেশ নারীর জন্য কী তৈরি করেছে?
উত্তর : সিডও সনদকে সামনে রেখে বিভিন্ন দেশ নারীর জন্য তৈরি করেছে আইন ও নীতি।
রাজনৈতিক প্রক্রিয়ায় নারীর অবস্থান কেমন?
উত্তর : রাজনৈতিক প্রক্রিয়ায় নারীর অবস্থান প্রান্তিক।
Women’s Liberation Movement কোথায় ও কখন শুরু হয়?
উত্তর : ১৯৬০ ও ৭০ এর দশকে আমেরিকা ও ইউরোপে।
“আমাদের অবস্থান আমরা চিন্তা না করিলে, আর কেউ আমাদের জন্য ভাবিবে না।” কোন নারীবাদী চিন্তাবিদ এই উক্তিটি করেছেন?
উত্তর : “আমাদের অবস্থান আমরা চিন্তা না করিলে, আর কেউ আমাদের জন্য ভাবিবে না।” নারীবাদী চিন্তাবিদ বেগম রোকেয়া এই উক্তিটি করেছেন।
নারীর ক্ষমতায়নের জন্য যা সবচেয়ে বেশি জরুরি তা কী?
উত্তর : নারীর ক্ষমতায়নের জন্য যা সবচেয়ে বেশি জরুরি তা হলো শিক্ষা, অর্থনৈতিক মুক্তি এবং রাজনৈতিক ক্ষমতা।
নারীর প্রতি বৈষম্য ও শোষণের বাস্তবতা সম্পর্কে সচেতনতাকে কী বলা হয়?
উত্তর : নারীর প্রতি বৈষম্য ও শোষণের বাস্তবতা সম্পর্কে সচেতনতাকে নারীবাদ বলা হয়।
নারীবাদ কী?
উত্তর : নারীবাদ হচ্ছে জ্ঞান, চিন্তা ও মতবাদের একটি সমষ্টি, যা নারীবাদী পণ্ডিত, চিন্তাবিদ ও লেখকদের দ্বারা তৈরি।
নারীবাদ কিসের উপর প্রতিষ্ঠিত?
উত্তর : ঐতিহাসিক এবং সংস্কৃতিগতভাবে মূর্ত বাস্তবতা, সচেতনতা, উপলব্ধি ও কার্যকলাপের উপর নারীবাদ প্রতিষ্ঠিত।
নারীবাদ শব্দটির ইংরেজি প্রতিশব্দ কী?
উত্তর : নারীবাদ শব্দটির ইংরেজি প্রতিশব্দ ‘Feminism’.
ইংরেজি ‘Feminism’ শব্দটি কোন শব্দ হতে এসেছে?
উত্তর : ফরাসি শব্দ ‘Femme’ থেকে ইংরেজি ‘Feminism’ শব্দটি এসেছে।
‘Femme’ শব্দের অর্থ কী?
উত্তর : ‘Femme’ শব্দের অর্থ নারী (Women).
‘Femme’ শব্দের সাথে ‘Ism’ বা বাদ কথাটি সংযুক্ত হয়ে কী রূপলাভ করেছে?
উত্তর : ‘Femme’ শব্দের সাথে ‘Ism’ বা বাদ কথাটি সংযুক্ত হয়ে ‘Feminism’ নারীবাদ রূপ লাভ করেছে।
কিসের অনুকরণে ‘Feminism’ এর অনুবাদ না হয় ‘নারীবাদ’?
উত্তর : সাম্যবাদ, সমাজবাদ, পুঁজিবাদ, বর্ণবাদ, জাতীয়তাবাদ, ফ্যাসিবাদ ইত্যাদির অনুকরণে ‘Feminism’ এর অনুবাদ করা হয় ‘নারীবাদ’।
কোন শতাব্দীতে সর্বপ্রথম ‘Feminism’ শব্দটির আবিষ্কার হয়?
উত্তর : ঊনবিংশ শতাব্দীতে সর্বপ্রথম ‘Feminism’ শব্দটির আবিষ্কার হয়।
সর্বপ্রথম কে ‘Feminism’ শব্দটি আবিষ্কার করে?
উত্তর : সর্বপ্রথম ‘Feminism’ শব্দটি আবিষ্কার করেন ফরাসি সমাজতন্ত্রী চার্লস ফুরিয়ের (Charles Fourier)..
কোন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সর্বপ্রথম ‘Feminism’ শব্দটি ব্যবহার করেন?
উত্তর : ‘French Women’s Suffrage Society’-এর প্রতিষ্ঠাতা (হুবারটিন স্কলার্ট) সর্বপ্রথম ‘Feminism’ শব্দটি ব্যবহার করেন।
হুবারটিন অকলার্টের (Hubartin Auclert) প্রতিষ্ঠানের নাম কী?
উত্তর : হুবারটিন অকলার্টের (Hubartin Auclert) প্রতিষ্ঠানের নাম হলো ‘French Women’s Suffrage- Society’.
ঊনবিংশ শতাব্দীর শেষদিকে কোন দেশে নারীবাদ কথাটির চর্চা বা ব্যবহার শুরু হয়?
উত্তর : ঊনবিংশ শতাব্দীর শেষদিকে আমেরিকায় নারীবাদ কথাটির চর্চা বা ব্যবহার শুরু হয়।
কোন দশকে ফ্রান্সে নারীবাদ শব্দটির ব্যবহার শুরু হয়?
উত্তর : ১৮৮০-এর দশকে ফ্রান্সে নারীবাদ শব্দটির ব্যবহার শুরু হয়।
কত সালে ‘নারীবাদ’ এর ইংরেজি শব্দটি গৃহীত হয়?
উত্তর : ১৮৯৪ সালে ‘নারীবাদ’ এর ইংরেজি শব্দটি গৃহীত হয়।
নারীবাদের প্রধান ধারাগুলো কী কী?
উত্তর : উদার নারীবাদ, অস্তিত্ববাদী নারীবাদ, মার্কসীয় নারীবাদ, প্রগতিশীল বা র্যাডিকেল নারীবাদ উত্তর আধুনিক নারীবাদ পরিবেশ নারীবাদ।
১৯৩৩ সালে কোন অভিধানের পরিশিষ্টতে ‘Feminism’ এর প্রথম উল্লেখ পাওয়া যায়?
উত্তর : ১৯৩৩ সালে অক্সফোর্ড অভিধানের পরিশিষ্টতে ‘Feminism’ এর প্রথম উল্লেখ পাওয়া যায়।
নারীবাদ শব্দটির অর্থ কী?
উত্তর : নারীবাদ শব্দটির অর্থ হচ্ছে নারী সম্বন্ধীয় মতবাদ।
আভিধানিক অর্থে নারীবাদ কী?
উত্তর : আভিধানিক অর্থে নারীবাদ হচ্ছে একটি আন্দোলন, যা কিনা পুরুষের মতো একজন মানুষ হিসেবে নারীর পূর্ণ অধিকার দাবি করে।
বর্তমানে নারীবাদ বলতে কী বুঝায়?
উত্তর : বর্তমান যুগে নারীবাদ হচ্ছে সমতা, মর্যাদা এবং নারীদের স্বাধীনতা অর্জনের সংগ্রাম, ঘরে ও বাইরে নিজেদের জীবন ও দেহের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার সংগ্রাম।
মূলত নারীবাদ কী ধরনের ধারণা?
উত্তর : মূলত নারীবাদ বহুমাত্রিক একটি ধারণা।
[ বি:দ্র: উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
নারীবাদের মূলকথা কী?
উত্তর : নারীবাদের মূলকথা হচ্ছে একজন মানুষ হিসেবে নারীর পুরুষের ন্যায় পূর্ণ অধিকার দাবি।
এস্টেল বি. ফ্রিডম্যান (Estelle B. Freedman) কোন গ্রন্থে নারীবাদের সংজ্ঞা প্রদান করেন?
উত্তর : এস্টেল বি. ফ্রিডম্যান (Estelle B. Freedman) তার ‘No Thinking Back’ নামক গ্রন্থে নারীবাদের সংজ্ঞা প্রদান করেন।
এস্টেল বি. ফ্রিডম্যান (Estelle B. Freedman) নারীবাদের কোন সংজ্ঞাটি প্রদান করেন?
উত্তর : এস্টেল বি. ফ্রিডম্যান (Estelle B. Freedman) নারীবাদের সংজ্ঞা প্রদান করেন এভাবে, “নারীবাদ একটি বিশ্বাস যে, নারী ও পুরুষের অন্তর্নিহিত মূল্যমান সমান। যেহেতু অধিকাংশ সমাজব্যবস্থা পুরুষকে গোষ্ঠী হিসেবে অধিকতর সুযোগ সুবিধা প্রদান করে, কাজেই নারী ও পুরুষের মধ্যে সমতা প্রতিষ্ঠার জন্য সামাজিক আন্দোলন অত্যাবশ্যক।”
সাসকিয়া উইরিঙ্গা (Saskia Wieringa) নারীবাদের কোন সংজ্ঞাটি প্রদান করেন?
উত্তর : সাসকিয়া উইরিঙ্গা নারীবাদের যে সংজ্ঞা প্রদান করেন তা হলো, “নারীবাদ হচ্ছে একটি বিধ্বংসী প্রক্রিয়া, যা নারী সম্বন্ধে প্রচলিত ধারণা পাল্টে দিয়ে এর নতুন অর্থ খুঁজে বের করে; জেন্ডার সম্পর্কে প্রচলিত ধারণাকে বর্জন করে ব্যক্তিগত এবং সামগ্রিকভাবে নারীত্ব সম্পর্কে নতুন ধারণা প্রদান করে।”
নারীবাদের ইতিহাসের সূচনা কোন শতাব্দীতে?
উত্তর : নারীবাদের ইতিহাসের সূচনা পঞ্চদশ শতাব্দীতে।
ফরাসি গবেষক, লেখক ও বুদ্ধিজীবী সিমন দ্যা বুভোয়ার মতে, কোন নারী প্রথম নারীর সপক্ষে কলম তুলে ধরেছেন?
উত্তর : ফরাসি গবেষক, লেখক ও বুদ্ধিজীবী সিমন দ্যা বুড়োয়ার মতে খ্রিস্টিন ডি. পিজান প্রথম নারীর স্বপক্ষে কলম তুলে ধরেছেন।
১৪০৫ সালে প্রকাশিত ‘The Book of the City of Ladies’ গ্রন্থে খ্রিস্টিন ডি. পিজান কী দাবি করেন?
উত্তর : ১৪০৫ সালে প্রকাশিত ‘The Book of the City of Ladies’ গ্রন্থে খ্রিস্টিন ডি. পিজান দাবি করেন যে, “বিন্দুমাত্র সন্দেহ নেই যে, পুরুষ ও নারী উভয়ে ঈশ্বরের প্রজা এবং মানবজাতির অন্তর্ভুক্ত, নারী ভিন্ন প্রজাতি বা পুরুষের থেকে ভিন্ন নরগোষ্ঠী নয়; কাজেই নৈতিক শিক্ষা থেকে বাদ দেয়ার পক্ষে যুক্তি নেই।”
নারী সম্পর্কে পৃথিবীর ইতিহাসে প্রথম ঐতিহাসিক গ্রন্থ কোনটি?
উত্তর : নারী সম্পর্কে পৃথিবীর ইতিহাসে প্রথম ঐতিহাসিক গ্রন্থ হচ্ছে, ‘Book of the City of Ladies’.
খ্রিস্টিন ডি. পিজান কোন গ্রন্থ সাহিত্যে নারীর চরিত্রায়ন সম্পর্কে তুমুল বিতর্কের অবতারণা করেন?
উত্তর : খ্রিস্টিন ডি. পিজান ‘Letter of the God of Love’ গ্রন্থ সাহিত্যে নারীর চরিত্রায়ন সম্পর্কে তুমুল বিতর্কের অবতারণা করেন।