‘আরব’ কোন শব্দ থেকে এসেছে, পৃথিবীর অন্যতম বৃহত্তম উপদ্বীপের নাম কী, ‘জাজিরাতুল আরব’ এর অর্থ কি, Arabia felix বা ‘সৌভাগ্য আরব’ কী
‘আরব’ কোন শব্দ থেকে এসেছে?
উত্তর : ‘আরব’ শব্দটি আরবাতুন শব্দ থেকে এসেছে।
পৃথিবীর অন্যতম বৃহত্তম উপদ্বীপের নাম কী?
উত্তর : পৃথিবীর অন্যতম বৃহত্তম উপদ্বীপের নাম আরব উপদ্বীপ ।
‘জাজিরাতুল আরব’ এর অর্থ কি?
উত্তর : জাজিরাতুল আরব’ -এর অর্থ আরব উপদ্বীপ ।
Arabia felix বা ‘সৌভাগ্য আরব’ কী?
উত্তর : হাযরামাউত, ইয়েমেন এবং ওমান নিয়ে গঠিত দক্ষিণ আরবকে প্রাচীনকালে Arabia felix বা ‘সৌভাগ্য আরব’ বলা হতো।
আরবের তৎকালীন বিখ্যাত মেলার নাম কি?
উত্তর : উকাজ মেলা ।
গোত্রকে আরবিতে কি বলা হতো?
উত্তর : গোত্রকে আররিতে কাবিলা বলা হয়।
আরবের কোন প্রদেশ খেজুরের জন্য বিখ্যাত?
উত্তর : আরবের হেজাজ প্রদেশ খেজুরের জন্য বিখ্যাত।
‘আসাবিয়া’ কী?
উত্তর : আসাবিয়া অর্থ গোত্রপ্রীতি। বেদুইন সমাজের ভিত্তি ছিল গোত্রীয় সংগঠন। আসাবিয়া ছিল তাদের গোত্রের মূলমন্ত্র ।
বেদুঈন কারা?
উত্তর : মরুময় আরবের অধিবাসীদের মধ্যে যারা মরুভূমিতে বসবাস করতো এবং ভ্রাম্যমাণ জীবন- যাপন করতো তাদের বেদুঈন বা যাযাবর বলা হতো ।
‘আইয়াম’ শব্দের অর্থ কী? অথবা, ‘আইয়াম’ এবং ‘জাহেলিয়া’ শব্দের অর্থ কী?
উত্তর : ‘আইয়াম’ শব্দের অর্থ যুগ এবং ‘জাহেলিয়া’ শব্দের অর্থ অজ্ঞতা বা অন্ধকার ।
ইমরুল কায়েস কে ছিলেন?
উত্তর : প্রাক-ইসলামি আরবের একজন বিখ্যাত কবি ।
প্রাক্-ইসলামি আরবের দুজন প্রসিদ্ধ কবির নাম লেখ ।
উত্তর : প্রাক্-ইসলামি আরবের দু’জন প্রসিদ্ধ কবির নাম হলো- ১. আনতাবা ও ২. ইমরুল কায়েস।
[ বি:দ্র: উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
ইসলাম-পূর্ব যুগে কাবাগৃহে কয়টি মূর্তি ছিল?
উত্তর : ৩৬০টি।
কাকে মরুভূমির জাহাজ বলা হয়?
উত্তর : উটকে মরুভূমির জাহাজ বলা হয়।
আল মালা শব্দের অর্থ কি?
উত্তর : আল-মালা শব্দের অর্থ মন্ত্রণা পরিষদ ৷
কাকে আরবের সেক্সপিয়ার বলা হয়?
ত্তর : কবি ইমরুল কায়েসকে।
কুসিদ প্রথা কি?
উত্তর : প্রাক ইসলামি যুগে ইহুদিদের মাঝে সুদের যে ঘৃণ্যপ্রথার প্রচলন ছিল তাই কুসিদ প্রথা।
সাব-আ-মুয়াল্লাকাত’ কি?
উত্তর : মক্কার কাবাগৃহে ঝুলন্ত সাতটি কবিতাকে সাব- আ-মুয়াল্লাকাত বা ‘Seven Golden Odes’ বলে ।