মাইয়া বংশের প্রতিষ্ঠাতা কে, উমাইয়া বংশ কতজন খলিফা ছিলেন, মুয়াবিয়া কত খ্রিস্টাব্দে দামেস্কের শাসনকর্তা নিযুক্ত হন
মাইয়া বংশের প্রতিষ্ঠাতা কে?
উত্তর : উমাইয়া বংশের প্রতিষ্ঠাতা মুয়াবিয়া।
উমাইয়া বংশ কতজন খলিফা ছিলেন?
উত্তর : ১৪ জন ।
মুয়াবিয়া কত খ্রিস্টাব্দে দামেস্কের শাসনকর্তা নিযুক্ত হন?
উত্তর : মুয়াবিয়া ৬৮ খ্রিস্টাব্দে দামেস্কের শাসনকর্তা নিযুক্ত হন।
মুয়াবিয়া কত খ্রিস্টাব্দে সমগ্র মুসলিম জাহানের একচ্ছত্র অধিপতি হন?
উত্তর : মুয়াবিয়া ৬৬১ খ্রিস্টাব্দে সমগ্র মুসলিম জাহানের একচ্ছত্র অধিপতি হন।
আরো ও সাজেশন:-
দামেস্কের উমাইয়া খিলাফত সময়কাল কত?
উত্তর : দামেস্কের উমাইয়া খিলাফতের স্থায়িত্বকাল ৬৬১- ৭৫০ খ্রিস্টাব্দ পর্যন্ত।
কোন মুসলিম খলিফা প্রথম রাজবংশ প্রতিষ্ঠা করেন? অথবা, কে রাজতন্ত্রের সূচনা করেন?
উত্তর : মুয়াবিয়া প্রথম রাজবংশ প্রতিষ্ঠা করেন।
কে সর্বপ্রথম মুসলিম নৌবাহিনী গঠন করেন?
উত্তর : উমাইয়া খলিফা মুয়াবিয়া ।
আলেকজান্ডার’ কার উপাধি ছিল?
উত্তর : ওকবা ইবনে নাফির উপাধি।
আরবরা কত খ্রিস্টাব্দে সিন্ধু জয় করেন?
উত্তর : ৭১২ খ্রিস্টাব্দে ।
কত খ্রিস্টাব্দে কারবালার মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছিল?
উত্তর : ৬৮০ খ্রিস্টাব্দে ১০ মহররম কারবালার মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছিল।
কারবালা কোথায়?
উত্তর : কারবালা ইরাকে, ফোরাত নদীর অদূরে।
‘আল-আকসা মসজিদ’ কোথায় অবস্থিত?
উত্তর : ‘আল-আকসা মসজিদ’ জেরুজালেমে অবস্থিত।
[ বি:দ্র: উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
উমাইয়া বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা কাকে বলা হয়?
উত্তর : আব্দুল মালিককে উমাইয়া বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয় ।
মুসলিম প্রশাসনকে আরবীয়করণ করেন কে?
উত্তর : খলিফা আব্দুল মালিক ।
কোন উমাইয়া খলিফাকে ‘Father of kings’ বা রাজেন্দ্র বলা হয়?
উত্তর : উমাইয়া খলিফা আব্দুল মালিককে ‘Father of kings’ বা রাজেন্দ্র বলা হয়।
স্পেন বিজয়ী বীরের নাম কী?
উত্তর : স্পেন বিজয়ী বীরের নাম তারিক-বিন-জিয়াদ ও মুসা-বিন-নুসাইর ৷
উমাইয়া কোন খলিফাকে “The Key of blessing” বা “আশীর্বাদের চাবি” বলা হয় ।
উত্তর : উমাইয়া খলিফা সুলাইমানকে “The Key of blessing” “আর্শীবাদের চাবি” বলা হয় ।
টুরস্-এর যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংঘটিত হয়?
উত্তর : ৭৩২ খ্রিস্টাব্দের অক্টোবর মাসে টুরস্-এর যুদ্ধ সংঘটিত হয়।
ইসলামের সর্বশ্রেষ্ঠ রণকৌশলীর নাম কি?
উত্তর : খালিদ-বিন-ওয়ালিদ ।
কুব্বাতুস সাখরা কে নির্মাণ করেন?
উত্তর : খলিফা আবদুল মালিক ।
কাকে কুরাইশদের বাজপাখি’ বলা হয়?
উত্তর : আব্দুর রহমান আদ দাখিলকে ‘কুরাইশদের বাজপাখি’ বলা হয় ।
কাকে ইসলামের পঞ্চম খলিফা বলা হয়?
উত্তর : ওমর বিন আব্দুল আজিজকে ইসলামের পঞ্চম খলিফা বলা হয় ।
উমাইয়া বংশের সর্বশেষ খলিফা কে ছিলেন?
উত্তর : উমাইয়া বংশের সর্বশেষ খলিফা দ্বিতীয় মারওয়ান ।