মাইয়া বংশের প্রতিষ্ঠাতা কে, উমাইয়া বংশ কতজন খলিফা ছিলেন, মুয়াবিয়া কত খ্রিস্টাব্দে দামেস্কের শাসনকর্তা নিযুক্ত হন

মাইয়া বংশের প্রতিষ্ঠাতা কে, উমাইয়া বংশ কতজন খলিফা ছিলেন, মুয়াবিয়া কত খ্রিস্টাব্দে দামেস্কের শাসনকর্তা নিযুক্ত হন

মাইয়া বংশের প্রতিষ্ঠাতা কে?
উত্তর : উমাইয়া বংশের প্রতিষ্ঠাতা মুয়াবিয়া।

উমাইয়া বংশ কতজন খলিফা ছিলেন?
উত্তর : ১৪ জন ।

মুয়াবিয়া কত খ্রিস্টাব্দে দামেস্কের শাসনকর্তা নিযুক্ত হন?
উত্তর : মুয়াবিয়া ৬৮ খ্রিস্টাব্দে দামেস্কের শাসনকর্তা নিযুক্ত হন।

মুয়াবিয়া কত খ্রিস্টাব্দে সমগ্র মুসলিম জাহানের একচ্ছত্র অধিপতি হন?
উত্তর : মুয়াবিয়া ৬৬১ খ্রিস্টাব্দে সমগ্র মুসলিম জাহানের একচ্ছত্র অধিপতি হন।


আরো ও সাজেশন:-

দামেস্কের উমাইয়া খিলাফত সময়কাল কত?
উত্তর : দামেস্কের উমাইয়া খিলাফতের স্থায়িত্বকাল ৬৬১- ৭৫০ খ্রিস্টাব্দ পর্যন্ত।

কোন মুসলিম খলিফা প্রথম রাজবংশ প্রতিষ্ঠা করেন? অথবা, কে রাজতন্ত্রের সূচনা করেন?
উত্তর : মুয়াবিয়া প্রথম রাজবংশ প্রতিষ্ঠা করেন।

কে সর্বপ্রথম মুসলিম নৌবাহিনী গঠন করেন?
উত্তর : উমাইয়া খলিফা মুয়াবিয়া ।

আলেকজান্ডার’ কার উপাধি ছিল?
উত্তর : ওকবা ইবনে নাফির উপাধি।

আরবরা কত খ্রিস্টাব্দে সিন্ধু জয় করেন?
উত্তর : ৭১২ খ্রিস্টাব্দে ।

কত খ্রিস্টাব্দে কারবালার মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছিল?
উত্তর : ৬৮০ খ্রিস্টাব্দে ১০ মহররম কারবালার মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছিল।

কারবালা কোথায়?
উত্তর : কারবালা ইরাকে, ফোরাত নদীর অদূরে।

‘আল-আকসা মসজিদ’ কোথায় অবস্থিত?
উত্তর : ‘আল-আকসা মসজিদ’ জেরুজালেমে অবস্থিত।

[ বি:দ্র: উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

উমাইয়া বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা কাকে বলা হয়?
উত্তর : আব্দুল মালিককে উমাইয়া বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয় ।

মুসলিম প্রশাসনকে আরবীয়করণ করেন কে?
উত্তর : খলিফা আব্দুল মালিক ।

কোন উমাইয়া খলিফাকে ‘Father of kings’ বা রাজেন্দ্র বলা হয়?
উত্তর : উমাইয়া খলিফা আব্দুল মালিককে ‘Father of kings’ বা রাজেন্দ্র বলা হয়।

স্পেন বিজয়ী বীরের নাম কী?
উত্তর : স্পেন বিজয়ী বীরের নাম তারিক-বিন-জিয়াদ ও মুসা-বিন-নুসাইর ৷

উমাইয়া কোন খলিফাকে “The Key of blessing” বা “আশীর্বাদের চাবি” বলা হয় ।
উত্তর : উমাইয়া খলিফা সুলাইমানকে “The Key of blessing” “আর্শীবাদের চাবি” বলা হয় ।

টুরস্-এর যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংঘটিত হয়?
উত্তর : ৭৩২ খ্রিস্টাব্দের অক্টোবর মাসে টুরস্-এর যুদ্ধ সংঘটিত হয়।

ইসলামের সর্বশ্রেষ্ঠ রণকৌশলীর নাম কি?
উত্তর : খালিদ-বিন-ওয়ালিদ ।

কুব্বাতুস সাখরা কে নির্মাণ করেন?
উত্তর : খলিফা আবদুল মালিক ।

কাকে কুরাইশদের বাজপাখি’ বলা হয়?
উত্তর : আব্দুর রহমান আদ দাখিলকে ‘কুরাইশদের বাজপাখি’ বলা হয় ।

কাকে ইসলামের পঞ্চম খলিফা বলা হয়?
উত্তর : ওমর বিন আব্দুল আজিজকে ইসলামের পঞ্চম খলিফা বলা হয় ।

উমাইয়া বংশের সর্বশেষ খলিফা কে ছিলেন?
উত্তর : উমাইয়া বংশের সর্বশেষ খলিফা দ্বিতীয় মারওয়ান ।

Leave a Comment