HSC বাংলা ১ম পত্রের অভাগীর স্বর্গ এমসিকিউ, HSC Bangla 1st Paper অভাগীর স্বর্গ প্রবন্ধের MCQ,বহুনির্বাচনী HSC বাংলা ১ম পত্রের অভাগীর স্বর্গ প্রবন্ধের

HSC বাংলা ১ম পত্রের অভাগীর স্বর্গ এমসিকিউ, HSC Bangla 1st Paper অভাগীর স্বর্গ প্রবন্ধের MCQ,বহুনির্বাচনী HSC বাংলা ১ম পত্রের অভাগীর স্বর্গ প্রবন্ধের

প্রশ্ন-১. শরত্চন্দ্র চট্টোপাধ্যায় কোন গ্রামে জন্মগ্রহণ করেন?

উত্তর: শরৎচন্দ্র চট্টোপাধ্যায় দেবানন্দপুর গ্রামে জন্মগ্রহণ করেন ।

প্রশ্ন-২. শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কত সালে জন্মগ্রহণ করেন?

উত্তর: শরত্চন্দ্র চট্টোপাধ্যায় ১৮৭৬ সালে ১৫ই সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন।

প্রশ্ন-৩. শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কত সালে বার্মা যান?

উত্তর: শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ১৯০৩ সালে বার্মা যান।

প্রশ্ন-৪. “শরৎ সাহিত্যসমগ্র’ গ্রন্থের সম্পাদক কে?

উত্তর: ‘শরৎ সাহিত্যসমগ্র’ গ্রন্থের সম্পাদক সুকুমার সেন ।

প্রশ্ন-৫. কলকাতা বিশ্ববিদ্যালয় শরত্চন্দ্র চট্টোপাধ্যায়কে কোন পদক প্রদান করেছিল?

উত্তর: কলকাতা বিশ্ববিদ্যালয় শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে জগত্তারিণী পদক প্রদান করেছিল।

প্রশ্ন-৬. ‘গৃহদাহ’ উপন্যাস কার রচনা?

উত্তর: ‘গৃহদাহ’ উপন্যাসের রচয়িতা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়।

প্রশ্ন-৭. শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কত সালে মৃত্যুবরণ করেন?

উত্তর: শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ১৯৩৮ সালের ১৬ই জানুয়ারি মৃত্যুবরণ করেন ।

অভাগীর স্বর্গ জ্ঞানমূলক প্রশ্ন
মূলপাঠ

প্রশ্ন-৮. ঠাকুরদাস মুখুয্যের স্ত্রী কয়দিনের অসুখে মারা গেলেন?ঢা. বো. ১৭. সি. বো. ১৭.

উত্তর: ঠাকুরদাস মুখুয্যের স্ত্রী সাতদিনের অসুখে মারা গেলেন ।

প্রশ্ন-৯. ঠাকুরদাস মুখুয্যের সন্তান কতজন?

উত্তর: ঠাকুরদাস মুখুয্যের সন্তান সাতজন।

প্রশ্ন-১০. মুখোপাধ্যায় মহাশয়ের কীসের কারবার ছিল?

উত্তর: মুখোপাধ্যায় মহাশয়ের ধানের কারবার ছিল।

প্রশ্ন-১১. কাঙালীর মা কোথায় উঠে অন্ত্যেষ্টিক্রিয়া দেখতে লাগল?

উত্তর: কাঙালীর মা উঁচু ঢিপিতে উঠে অন্ত্যেষ্টিক্রিয়া দেখতে লাগল।

প্রশ্ন-১২. দূর থেকে শবযাত্রার সঙ্গী হয়েছিল কে?

উত্তর: দূর থেকে শবযাত্রার সঙ্গী হয়েছিল কাঙালীর মা।

প্রশ্ন-১৩.মেয়েরা কাঁদতে কাঁদতে মায়ের দুই পায়ে কী লেপে দিয়েছিল?

উত্তর: মেয়েরা কাঁদতে কাঁদতে মায়ের দুই পায়ে আলতা লেপে দিয়েছিল ।

প্রশ্ন-১৪. প্রজ্বলিত চিতার নীল রঙের ধোঁয়ার মধ্যে কাঙালীর মা কীসের চেহারা দেখতে পেয়েছিল?

উত্তর: প্রজ্বলিত চিতার নীল রঙের ধোঁয়ার মধ্যে কাঙালীর মা রথের চেহারা দেখতে পেয়েছিল।

প্রশ্ন-১৫. কাঙালীর মা কোন বংশের মেয়ে ছিল?

উত্তর: কাঙালীর মা দুলে বংশের মেয়ে ছিল ।

প্রশ্ন-১৬.কাঙালীকে জলপানির জন্য প্রতিদিন কয় পয়সা দেওয়া হতো?

উত্তর: কাঙালীকে জল পানির জন্য প্রতিদিন দুই পয়সা দেওয়া হতো।

প্রশ্ন-১৭. কাঙালী কীসের কাজ শিখতে আরম্ভ করেছিল?

উত্তর: কাঙালী বেতের কাজ শিখতে আরম্ভ করেছিল।

প্রশ্ন-১৮. বামুন মা রথে চড়ে কোথায় যাচ্ছেন?

উত্তর: বামুন মা রথে চড়ে স্বর্গে যাচ্ছেন।

প্রশ্ন-১৯.মাকে বিশ্বাস করা কার অভ্যাস?

উত্তর: মাকে বিশ্বাস করা কাঙালীর অভ্যাস।

প্রশ্ন-২০. কীসের প্রস্তাব কাঙালীর ভালো লাগত?

উত্তর: কাজ কামাই করার প্রস্তাব কাঙালীর ভালো লাগত।

অভাগীর স্বর্গ জ্ঞানমূলক প্রশ্ন

প্রশ্ন-২১.কার মতো সতী-লক্ষ্মী দুলে পাড়ায় আর নেই?

উত্তর: কাঙালীর মা’র মতো সতী-লক্ষ্মী দুলে পাড়ায় আর নেই।

প্রশ্ন-২২. অভাগীর সন্তানের নাম কী?

উত্তর: অভাগীর সন্তানের নাম কাঙালী।

প্রশ্ন-২৩. কাঙালীর বাবার নাম কী?

উত্তর: কাঙালীর বাবার নাম- রসিক দুলে।

প্রশ্ন-২৪. কাঙালী কবিরাজকে কয় টাকা প্রণামী দিয়েছিল?

উত্তর: কাঙালী কবিরাজকে এক টাকা প্রণামী দিয়েছিল।

প্রশ্ন-২৫. কাঙালী ঘটি বাঁধা দিয়ে কী করেছিল?

উত্তর: কাঙালী ঘটি বাঁধা দিয়ে কবিরাজকে এক টাকা প্রণামী দিলো ।

আরো ও সাজেশন:-

প্রশ্ন-২৬. কবিরাজ কাঙালীকে কয়টি বড়ি দিয়েছিল?

উত্তর: কবিরাজ কাঙালীকে গোটা চারেক বড়ি দিয়েছিল।

প্রশ্ন-২৭. কাঙালীদের ঘরের আঙিনায় কী গাছ ছিল?

উত্তর: কাঙালীদের ঘরের আঙিনায় বেলগাছ ছিল।

প্রশ্ন-২৮.গ্রামে কে নাড়ি দেখতে জানত? (সকল বোর্ড-২০১৮, রা. বো. ১৭)

উত্তর: গ্রামে ঈশ্বর নাপিত নাড়ি দেখতে জানত ।

প্রশ্ন-২৯. জমিদারের দারোয়ান কাকে চড় মেরেছিল?

উত্তর: জমিদারের দারোয়ান রসিককে চড় মেরেছিল।

প্রশ্ন-৩০. কুটির প্রাঙ্গণে বেলগাছটা কে লাগিয়েছিল?

উত্তর: কুটির প্রাঙ্গণে বেলগাছটা লাগিয়েছিল কাঙালীর মা।

প্রশ্ন-৩১. দারোয়ান কোন জাতের ছিল?

উত্তর: দারোয়ান হিন্দুস্থানি ছিল।

প্রশ্ন-৩২. অধর রায় গাছের দাম কত টাকা দাবি করে?

উত্তর: অধর রায় গাছের দাম পাঁচ টাকা দাবি করে।

প্রশ্ন-৩৩. কাঙালীর কথায় কে বিস্মিত ও বিরক্ত হয়েছিল?

উত্তর: কাঙালীর কথায় মুখুয্যে মহাশয় বিস্মিত ও বিরক্ত হয়েছিল।

প্রশ্ন-৩৪. কাঙালীকে গলাধাক্কা দিয়েছিল কে?

উত্তর: কাঙালীকে গলাধাক্কা দিয়েছিল পাড়ে নামক জমিদারের এক কর্মচারী

প্রশ্ন-৩৫. ‘সব ব্যাটারাই এখন বামুন কায়েত হতে চায়’- কথাটি কে বলেছিল? (দি, বো. ১৭)

উত্তর: মুখোপাধ্যায় মহাশয়ের বড়ো ছেলে বলেছিল— ‘সব ব্যাটারাই এখন বামুন কায়েত হতে চায়’।

প্রশ্ন-৩৬. অভাগীকে নদীর চড়ায় মাটি দিতে বলেছিল কে? (ঢা. বো. ১৯)

উত্তর: অভাগীকে নদীর চড়ায় মাটি দিতে বলেছিল ভট্টাচার্য মহাশয়।

প্রশ্ন-৩৭. কে মুখুয্যে বাড়ির শ্রাদ্ধের আয়োজন তত্ত্বাবধান করেছিলেন?

উত্তর: বৃদ্ধ ঠাকুরদাস মুখুয্যে বাড়ির শ্রাদ্ধের আয়োজন তত্ত্বাবধান করেছিলেন।

প্রশ্ন-৩৮. পাড়ে কার নাম?

উত্তর: জমিদারের পেয়াদার নাম পাঁড়ে।

প্রশ্ন-৩৯. জমিদারের গোমস্তার নাম কী?

উত্তর: কাছারির গোমস্তার নাম অধর রায়।

অভাগীর স্বর্গ জ্ঞানমূলক প্রশ্ন

প্রশ্ন-৪০. জমিদারের কাছারির কর্তা কে?

উত্তর: জমিদারের কাছারির কর্তা অধর রায়।

[ বি:দ্র: উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

প্রশ্ন-৪১, কোথায় গর্ত খুঁড়ে অভাগীকে শোয়ানো হলো?

উত্তর: নদীর চরে গর্ত খুঁড়ে অভাগীকে শোয়ানো হলো ।

প্রশ্ন-৪২. ‘অভাগীর স্বর্গ’ গল্পে অভাগীর মৃতদেহ কী করা হয়েছিল?

উত্তর: ‘অভাগীর স্বর্গ’ গল্পে অভাগীর মৃতদেহ নদীর চরে গর্ত খুঁড়ে পুঁতে ফেলা হয়েছিল ।

প্রশ্ন-৪৩. কোন নদীর তীরে শ্মশানঘাট অবস্থিত?

উত্তর: গরুড় নদীর তীরে শশ্মশানঘাট অবস্থিত ।

প্রশ্ন-৪৪. কাঙালীর হাতে খড়ের আঁটি জ্বেলে দিলো কে?

উত্তর: কাঙালীর হাতে খড়ের আঁটি জ্বেলে দিলো রাখালের মা।

অভাগীর স্বর্গ জ্ঞানমূলক প্রশ্ন

■ শব্দার্থ ও টীকা

প্রশ্ন-৪৫. ‘ক্রোড়’ শব্দের অর্থ কী?

উত্তর: ‘ক্রোড়’ শব্দের অর্থ কোল ।

প্রশ্ন-৪৬. ‘অন্তরিক্ষ’ শব্দের অর্থ কী?অর্ঘ শব্দের অর্থ কি?

উত্তর: ‘অন্তরিক্ষ’ শব্দের অর্থ আকাশ বা গগন।

প্রশ্ন-৪৭. ‘ইন্দ্ৰজাল’ শব্দের অর্থ কী?

উত্তর: ‘ইন্দ্রজাল’ শব্দের অর্থ জাদুবিদ্যা।

প্রশ্ন-৪৮. ‘রোমাঞ’ শব্দের অর্থ কী?

উত্তর: ‘রোমাঞ’ শব্দের অর্থ শিহরণ।

প্রশ্ন-৪৯. প্রণামী কী ?

উত্তর: প্রণামী হচ্ছে পুরোহিত বা দেব-দেবীর উদ্দেশ্যে অর্পিত অর্থ সম্পদ।

প্রশ্ন-৫০, ‘মুষ্টিযোগ’ কী?

উত্তর:মুষ্টিযোগ হলো টোটকা চিকিৎসা।

প্রশ্ন-৫১. ‘অশন’ মানে কী?

উত্তর: ‘অশন’ মানে খাদ্যদ্রব্য ।

অভাগীর স্বর্গ জ্ঞানমূলক প্রশ্ন
পাঠ-পরিচিতি

প্রশ্ন-৫২. কাঙালী কোন শ্রেণির ছেলে?

উত্তর: গরিব-দুঃখী-নিচু শ্রেণির ছেলে কাঙালী।

Leave a Comment