PDF Download রাজনৈতিক সমাজবিজ্ঞান অনার্স ১ম বর্ষ সুপার সাজেশন | রাজনৈতিক সমাজবিজ্ঞান অনার্স ১ম বর্ষ সাজেশন পিডিএফ ডাউনলোড |রাজনৈতিক সমাজবিজ্ঞান সাজেশন অনার্স ১ম বর্ষের| অনার্স ১ম বর্ষ রাজনৈতিক সমাজবিজ্ঞান সাজেশন

PDF Download রাজনৈতিক সমাজবিজ্ঞান অনার্স ১ম বর্ষ সুপার সাজেশন | রাজনৈতিক সমাজবিজ্ঞান অনার্স ১ম বর্ষ সাজেশন পিডিএফ ডাউনলোড |রাজনৈতিক সমাজবিজ্ঞান সাজেশন অনার্স ১ম বর্ষের

জাতীয় বিশ্ববিদ্যালয়
BA, BSS, BBA & BSC অনার্স ১ম বর্ষের
[২০১৩-১৪ এর সিলেবাস অনুযায়ী]
রাজনৈতিক সমাজবিজ্ঞান সাজেশন অনার্স ১ম বর্ষের
 [Political Sociology] সাজেশন অনার্স ১ম বর্ষের
Department of : Sociology
Subject Code: 21005
2025 এর অনার্স ১ম বর্ষের ১০০% কমন সাজেশন

অনার্স ১ম বর্ষের পরীক্ষার সাজেশন 2025(PDF) লিংক

সর্বশেষ সংশোধিত সাজেশন আপডেটের করা হয়েছে 2025

PDF Download রাজনৈতিক সমাজবিজ্ঞান অনার্স ১ম বর্ষ সুপার সাজেশন | রাজনৈতিক সমাজবিজ্ঞান অনার্স ১ম বর্ষ সাজেশন পিডিএফ ডাউনলোড |রাজনৈতিক সমাজবিজ্ঞান সাজেশন অনার্স ১ম বর্ষের| অনার্স ১ম বর্ষ রাজনৈতিক সমাজবিজ্ঞান সাজেশন

বিষয়: রাজনৈতিক সমাজবিজ্ঞান, বিষয় কোড: ২১২০০৫।

রাজনৈতিক সমাজবিজ্ঞান সাজেশন

ক-বিভাগ: অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর

১. ‘‘রাজনৈতিক সমাজবিজ্ঞানে সামাজিক প্রেক্ষাপটে ক্ষমতার আলোচনা করা হয়।’’-উক্তিটি কার?
উত্তর: ‘‘রাজনৈতিক সমাজবিজ্ঞান সামাজিক পটভূমিতে ক্ষমতার আলোচনা করা হয়।’’-উক্তিটি বি. বটোমরের।

২. ‘Political Elites in Bangladesh’ গ্রন্থের রচয়িতা কে?
উত্তর: ‘Political Elites in Bangladesh’ গ্রন্থের রচয়িতা হলেন ড. রঙ্গলাল সেন।

৩. রাজনৈতিক সমাজবিজ্ঞান বিশ্লেষণে দুটি দৃষ্টিভঙ্গির নাম লেখ।
উত্তর:রাজনৈতিক সমাজবিজ্ঞান বিশ্লেষণে দুটি দৃষ্টিভঙ্গি হলো ১. আচরণবাদী দৃষ্টিভঙ্গি ২ ব্যবস্থাপক দৃষ্টিভঙ্গি।

৪. প্রণালীবদ্ধ দৃষ্টিভঙ্গি এর প্রবক্তা কে?
উত্তর: প্রণালী বদ্ধ দৃষ্টিভঙ্গি এর প্রবক্তা হলেন ডেভিড ইস্টন।

৫. রাজনৈতিক সংস্কৃতি কী?
উত্তর: সরকারি ব্যবস্থার রাজনৈতিক দল ও নির্বাচনের প্রতি ব্যক্তির মানসিক তার প্রকাশই হলো রাজনৈতিক সংস্কৃতি।

৬. ‘The Origin of the State’গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর: ‘The Origin of the State’গ্রন্থটির রচয়িতা আর এইচ লোঈ (R. H. Lowie).

৭. রাষ্ট্রের উপাদান গুলো কী কী?
উত্তর: অধ্যাপক গার্নারের মতে রাষ্ট্রের উপাদান চারটি যথা ১. জনসমষ্টি, ২. নির্দিষ্ট ভূখণ্ড, ৩. সরকার ও ৪. সার্বভৌমত্ব।

৮. মহাপ্রাণবাদ তত্ত্বের প্রবক্তা কে?
উত্তর: মহাপ্রানবাদ মতবাদের জনক হলেন নৃবিজ্ঞানী আর আর ম্যারেট।

৯. নির্বাচক মন্ডলী কারা?
উত্তর: সাধারণত রাষ্ট্রের যে সকল নাগরিক ভোটাধিকার প্রাপ্ত এবং প্রতিনিধি নির্বাচনে অংশগ্রহণ করে তারাই নির্বাচক মন্ডলী।

১০ ‘class For itself’ কী?
উত্তর: কাল মার্কস ‘class For itself’ বলতে রাজনৈতিক চেতনা সম্পন্ন ওই শ্রেণিকে বুঝিয়েছেন যারা নিজেদের আর্থসামাজিক অধিকার সম্পর্কে সচেতন।

১১. চাপ সৃষ্টিকারী গোষ্ঠী কারা?
উত্তর: সাধারণ তো যে সংগঠন বা গোষ্ঠীর সদস্যরা একই লক্ষ্য ও উদ্দেশ্য আবদ্ধ এবং যারা নীতি নির্ধারণের বিষয়টিকে প্রভাবিত করে নিজেদের অনুকূলে আনতে উদ্যোগী হয় তারাই চাপ সৃষ্টিকারী গোষ্ঠী।

১২. ‘Class in itself’ প্রত্যয়টি কার?
উত্তর: ‘Class in itself’ প্রত্যয়টি কাল মার্কসের।

১৩. সম্মোহনী নেতৃত্ব কী?
উত্তর: যে ধরনের নেতৃত্বে নেতা তার অসামান্য ব্যক্তিগত গুণাবলী আদর্শ ও মূল্যবোধ দ্বারা অন্যের কাছে গভীর শ্রদ্ধা ও আনুগত্য সৃষ্টি করে তাকে ঐন্দ্রজালিক নেতৃত্ব বলে

১৪. এলিট চক্রাকার মতবাদে প্রবর্তক কে?
উত্তর: এলিট চক্রাকার মতবাদের প্রবর্তক ডিলফ্রেডো প্যারেটো।

১৫. আমলাতন্ত্রের জনক কে?
উত্তর: আমলাতন্ত্রের জনক ম্যাক্স ওয়েবার।

১৬. রক্ষণশীল মতবাদের প্রবক্তা কে?
উত্তর: রক্ষণশীল মতবাদের প্রবক্তা এডমন্ড বার্ক।

১৭. রুশ বিপ্লব কত সালে সংঘটিত হয়?
উত্তর: রুশ বিপ্লব 1917 সালের সংঘটিত হয়।

১৮. সাম্যবাদের মূল বক্তব্য কী?
উত্তর: সাম্যবাদের মূল বক্তব্য হলো প্রত্যেককে তার সামর্থ্য অনুসারে কাজ করবে এবং প্রয়োজনানুসারে ভোগ করবে।

১৯. জেন্ডার কী?
উত্তর: জেন্ডার হলো নারী ও পুরুষের মধ্যকার সমাজ সৃষ্ট পার্থক্য।

২০. WID এর পূর্ণরূপ লেখ।
উত্তর: WID এর পূর্ণরূপ হল: Women In Development.

২১. ক্ষমতার দুটি উৎস উল্লেখ কর।
উত্তর: ক্ষমতার দুটি উৎস হলো এক মর্যাদা দুই অর্থ বা সম্পদ।

২২. ওয়েবারের মতে ক্ষমতা কী?
উত্তর: ম্যাক্স ওয়েবারের মতে ক্ষমতা হলো অপরের আচরণ নিয়ন্ত্রণ করার সামর্থ।

২৩. ‘সুশীল সমাজ’ প্রত্যয়টির পথিকৃৎ কে?
উত্তর: ‘সুশীল সমাজ’ প্রত্যয়টির পথিকৃৎ হল টমাস হবস।

২৪. সুশীল সমাজ প্রত্যয়টির উদ্ভব কোন শতকে?
উত্তর: সুশীল সমাজ প্রত্যয়টির উদ্ভব সতেরো শতকে।

২৫. সুশীল সমাজ কোন শ্রেণীর অন্তর্ভুক্ত?
উত্তর: সুশীল সমাজ এলিট শ্রেণীর অন্তর্ভুক্ত।

২৬. গণতন্ত্র শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন?
উত্তর: ঐতিহাসিক থুমিডাইডিস সর্বপ্রথম গণতন্ত্র শব্দটি ব্যবহার করেন।

২৭. ‘গণতন্ত্র হলো আলাপ আলোচনার মাধ্যমে পরিচালিত সরকার।’- উক্তিটি কার?
উত্তর: ‘গণতন্ত্র হলো আলাপ আলোচনার মাধ্যমে পরিচালিত সরকার।’- উক্তিটি অধ্যাপক বার্কারের।

২৮. গণভোট কী?
উত্তর: গণভোট বলতে আইন প্রণয়ন কিংবা সংবিধান সংশোধন সংক্রান্ত বিষয়ে জনগণের মতামত বা ভোট গ্রহণ করাকে বুঝায়।

২৯. গণতন্ত্রের সফলতা দুটি শর্ত লেখ।
উত্তর: গণতন্ত্রকে সফল করার দুটি শর্ত হলো ১. ব্যাপক শিক্ষা, ২ বিচার বিভাগের স্বাধীনতা।

৩০. বাংলাদেশে গণতান্ত্রিক মূল্যবোধ বিকাশের প্রধান তিনটি অন্তরায় চিহ্নিত কর।
উত্তর: বাংলাদেশের গণতান্ত্রিক মূল্যবোধ বিকাশে প্রধান তিনটি অন্তরায় হল ১. শিক্ষার অভাব, ২. রাজনৈতিক দলগুলোর আস্থা হীনতা ও ৩. সেনাবাহিনীর হস্তক্ষেপ।

খ-বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্নাবলী

১. রাজনৈতিক সমাজবিজ্ঞানের প্রকৃতি আলোচনা কর।
২. রাজনৈতিক সামাজিকীকরণ কী?
অথবা, রাজনৈতিক সামাজিকীকরণ বলতে কী বুঝ?
৩. রাজনৈতিক যোগাযোগ বলতে কী বুঝ?
৪. রাজনৈতিক আধুনিকীকরণের সংজ্ঞা দাও।
অথবা, রাজনৈতিক আধুনিকীকরণ বলতে কী বুঝ?

৫. রাজনৈতিক উন্নয়নের সংজ্ঞা দাও।
৬. বহুত্ববাদী তত্ত্বের বৈশিষ্ট্যসমূহ উল্লেখ কর।
৭. রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত ইবনে খালদুনের তত্ত্বটি মূল্যায়ন কর।
৮. রাষ্ট্র ও শিক্ষার মধ্যে পার্থক্য কী?
৯. রাজনৈতিক এলিট কারা?
১০. চাপ সৃষ্টিকারী গোষ্ঠী কী?
অথবা, চাপ সৃষ্টিকারী গোষ্ঠী কাকে বলে?

১১. নেতৃত্বের সংজ্ঞা দাও।
১২. আমলাতন্ত্র কী?
অথবা, আমলাতন্ত্র বলতে কী বুঝ?
১৩. উদারনীতিবাদ বলতে কী বুঝ?
অথবা, উদারনীতিবাদের সংজ্ঞা দাও।
অথবা, উদারতা বাদের সংজ্ঞা দাও।

১৪. সমাজতন্ত্রের মূল বৈশিষ্ট্যসমূহ লেখ।
১৫. জেন্ডার অসমতা ব্যাখ্যা কর।
১৬. সংখ্যালঘু বলতে কী বুঝায়?
অথবা, সংখ্যালঘু গোষ্ঠী বলতে কী বুঝ?
১৭. শ্রেণীর কাঠামোর বৈশিষ্ট্যসমূহ সংক্ষেপে উল্লেখ কর।

১৮. ক্ষমতার উৎস গুলো কী কী?
১৯. সুশীল সমাজের প্রধান বৈশিষ্ট্যাগুলো কী?
অথবা, সুশীল সমাজের বৈশিষ্ট্যগুলো আলোচনা কর।
অথবা, সুশীল সমাজের বৈশিষ্ট্য আলোচনা কর।
২০. গণতন্ত্রের মৌলিক পূর্ব শর্তগুলো লিখ।

[ বি:দ্র: উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

গ-বিভাগ: রচনামূলক প্রশ্নাবলী

১. সংক্ষেপে রাজনৈতিক সমাজ বিজ্ঞানের উদ্ভাব ও ক্রমবিকাশ আলোচনা কর। অথবা রাজনৈতিক সমাজবিজ্ঞানের উদ্ভাব ও ক্রমবিকাশ আলোচনা কর।
২. রাজনৈতিক সমাজবিজ্ঞানের বিষয়বস্তু আলোচনা কর।
অথবা, রাজনৈতিক সমাজবিজ্ঞানের পরিধি আলোচনা কর।
৩. রাজনৈতিক সামাজিকীকরণের বিভিন্ন বাহন আলোচনা কর।
৪. উন্নয়নশীল দেশে রাজনৈতিক আধুনিকীকরণের সমস্যাসমূহ আলোচনা কর।অথবা, রাজনৈতিক আধুনিক আয়নের প্রধান সমস্যাসমূহ আলোচনা কর।

৫. রাষ্ট্রের উৎপত্তি ও বিকাশ সম্পর্কে মার্গানের তত্ত্বটি আলোচনা কর।
অথবা, রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত লুইস হেনরি মার্গানের পর্যালোচনা কর।
৬. রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত ইবনে খালদুনের তত্ত্বটি মূল্যায়ন কর।
৭. রাষ্ট্র ও আইনের মধ্যে সম্পর্ক আলোচনা কর।
৮. গণতান্ত্রিক রাষ্ট্রে রাজনৈতিক দলের ভূমিকা আলোচনা কর।
৯. বাংলাদেশের রাজনীতিতে সামরিক বাহিনীর হস্তক্ষেপের কারণ পরিণতি বিশ্লেষণ কর।

১০. চাপ সৃষ্টিকারী গোষ্ঠী ও রাজনৈতিক দলের মধ্যে পার্থক্য আলোচনা কর।
১১. প্যারেটোর এলিট চক্রাকার তত্ত্বটি পর্যালোচনা কর।
১২. রক্ষণশীলতা বাদ সম্পর্কে বিস্তারিত আলোচনা কর।
১৩. বাংলাদেশের নারী উন্নয়নের প্রতিবন্ধকতাসমূহ আলোচনা কর।
অথবা, বাংলাদেশের নারী উন্নয়নের প্রতিবন্ধক সমূহ কী? এর থেকে উত্তরণের উপায় বর্ণনা কর।

১৪. উন্নয়ন শীল সমাজে সুশীল সমাজের ভূমিকা আলোচনা কর।
১৫. শ্রেণি কী? শ্রেণি সম্পর্কে মার্কসী ও দৃষ্টিভঙ্গি আলোচনা কর।
১৬. বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনে সুশীল সমাজের ভূমিকা পর্যালোচনা কর।
১৭. উন্নয়নশীল সমাজে জেন্ডার রাজনীতি বিশদভাবে আলোচনা কর।
অথবা, উন্নয়নশীল সমাজে জেন্ডার রাজনীতি সম্পর্কে আলোচনা কর।

১৮. রাষ্ট্রীয় ক্ষমতা কাঠামোর ওপর সুশীল সমাজের প্রভাব আলোচনা কর।
১৯. উন্নয়নশীল সমাজে গণতন্ত্রের চ্যালেঞ্জসমূহ আলোচনা কর।
২০. বাংলাদেশের গণতন্ত্রের সমস্যা ও সম্ভাবনা আলোচনা কর।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2025 এর PDF Download রাজনৈতিক সমাজবিজ্ঞান অনার্স ১ম বর্ষ সুপার সাজেশন | রাজনৈতিক সমাজবিজ্ঞান অনার্স ১ম বর্ষ সাজেশন পিডিএফ ডাউনলোড |রাজনৈতিক সমাজবিজ্ঞান সাজেশন অনার্স ১ম বর্ষের| অনার্স ১ম বর্ষ রাজনৈতিক সমাজবিজ্ঞান সাজেশন

Honors 1st year Common Suggestion 2025

Leave a Comment