PDF Download মৌলিক গণিত অনার্স ১ম বর্ষ সুপার সাজেশন | মৌলিক গণিত অনার্স ১ম বর্ষ সাজেশন পিডিএফ ডাউনলোড

PDF Download মৌলিক গণিত অনার্স ১ম বর্ষ সুপার সাজেশন | মৌলিক গণিত অনার্স ১ম বর্ষ সাজেশন পিডিএফ ডাউনলোড |মৌলিক গণিত সাজেশন অনার্স ১ম বর্ষের| অনার্স ১ম বর্ষ মৌলিক গণিত সাজেশন

জাতীয় বিশ্ববিদ্যালয়
BA, BSS, BBA & BSC অনার্স ১ম বর্ষের
[২০১৩-১৪ এর সিলেবাস অনুযায়ী]
মৌলিক গণিত সাজেশন অনার্স ১ম বর্ষের
 [Fundamentals of Mathematics] সাজেশন অনার্স ১ম বর্ষের
Department of : পদার্থ বিজ্ঞান ও অন্য সকল বিভাগের
Subject Code: 212709
2024 এর অনার্স ১ম বর্ষের ১০০% কমন সাজেশন

অনার্স ১ম বর্ষের পরীক্ষার সাজেশন 2024(PDF) লিংক

সর্বশেষ সংশোধিত সাজেশন আপডেটের করা হয়েছে 2024

PDF Download মৌলিক গণিত অনার্স ১ম বর্ষ সুপার সাজেশন | মৌলিক গণিত অনার্স ১ম বর্ষ সাজেশন পিডিএফ ডাউনলোড |মৌলিক গণিত সাজেশন অনার্স ১ম বর্ষের| অনার্স ১ম বর্ষ মৌলিক গণিত সাজেশন,

ক-বিভাগ: অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর

১. মৌলিক বা প্রাইম সংখ্যা কি?
উত্তর: যেসব পূর্ণসংখ্যা এবং সংখ্যা ব্যতীত অন্য কোন সংখ্যা দ্বারা বিভাজ্য নয় সেসব পূর্ণ সংখ্যা মৌলিক সংখ্যা বলে।

২. প্রকৃত বাস্তব সংখ্যা কি?
উত্তর: মূলদ এবং অমূলদ সংখ্যাগুলোকে একত্রে প্রকৃত বা বাস্তব সংখ্যা বলে।

৩. বাহ্যিক চলক কি?
উত্তর: অর্থনৈতিক পদ্ধতিতে ব্যবহৃত চলকগুলোর মান যদি মডেলর পদ্ধতি দ্বারা নির্ণয় করা না যায় এবং উক্ত পদ্ধতি বহির্ভূত অন্যকোনো পদ্ধতিতে নির্ণীত হয় তবে ঐ সব চলককে বাহ্যিক চলক বলে। যেমন একজন ভোক্তার ব্যয় বিশ্লেষণের ক্ষেত্রে দাম P বাহ্যিক চলক।

৪. পরামিতি কি?
উত্তর: পরামিতি প্যারোমিটার এক ধরনের অজ্ঞাত রাশি। পরামিতিযখন কোনো মান গ্রহণ করে তখন তা ধ্রুবক হয়ে যায়। সাধারণত a, b, a, b, ইত্যাদি দ্বারা নির্দেশিত হয়।

৫. এই প্রশ্নোত্তরটি PDF উত্তরমালায় দেখানো হয়েছে।

৬. অভেদ কাকে বলে?
উত্তর: দুটি বীজগাণিতিক রাশি সমতা চিহ্ন দ্বারা (=) যুক্ত হয়েছে গাণিতিক সম্পর্ক সৃষ্টি করে তা যদি চলরাশির যে কোন মানের জন্য সত্য হয় তাহলে তাকে অভেদ বলে। যেমন– Y=C+ I +G একটি কেইনসীয় অভেদ।

৭. এই প্রশ্নোত্তরটি PDF উত্তরমালায় দেখানো হয়েছে।

৮.প্রকৃত উপসেট কাকে বলে?
উত্তর: যদি A এবং B দুটি সেট হয় এবং B সেটের প্রতিটি উপাদান A সেটেও উপাদান হয়, কিন্তু A সেটের অন্তত একটি উপাদান না হয় তখন B সেটকে A সেটের প্রকৃত উপসেট বলে। প্রকৃত উপসেট বুঝানোর জন্য —চিহ্নটি ব্যবহার করা হয়।

৯. দেওয়া আছে, A= {1,2}, প্রদত্ত A সেটে কয়টি সাব সেট আছে লেখ।
উত্তর: এই প্রশ্নোত্তরটি PDF উত্তরমালায় দেখানো হয়েছে।

১০. সেটের আইডেন্টিটি লেখ।
উত্তর: এই প্রশ্নোত্তরটি PDF উত্তরমালায় দেখানো হয়েছে।

১১. A= {2, 4, 6, 8}, A আমার এখানে সেটের কতটি উপসেট আছে?
উত্তর: এই প্রশ্নোত্তরটি PDF উত্তরমালায় দেখানো হয়েছে।

১২. C= 10 + 0.6y হলে প্রান্তিক সঞ্চয় প্রবণতার MPS বের কর।
উত্তর: MPS= 0.4

১৩. ব্যয়যোগ্য আয় কি?
উত্তর: ব্যক্তিগত আয় থেকে কর ও অন্যান্য ব্যয়সমূহ বাদ দিয়ে অবশিষ্টাংশ শুধুমাত্র ভোগের জন্য ব্যয়িত হয় তাকে ব্যক্তিগত ব্যয়যোগ্য আয় বলে।

১৪. চার সেক্টরভিত্তিক জাতীয় মডেলটি লেখ।
উত্তর: এই প্রশ্নোত্তরটি PDF উত্তরমালায় দেখানো হয়েছে।

১৫. উদ্দেশ্যমূলক অপেক্ষক কি?
উত্তর: একমাত্রিক কার্যক্ররম যে অপেক্ষকের কাম্য মান নির্ণয় করা হয় তাকে উদ্দেশ্যমূলক অপেক্ষক বলে।

১৬. বিপরীত অপেক্ষক কি?
উত্তর: যদি কোন অপেক্ষক থেকে অপর একটি অপেক্ষক বের করা যায় তবে দ্বিতীয় অপেক্ষকটিকে প্রথম অপেক্ষকের বিপরীত অপেক্ষক বলে।

১৭. Y= mx + C সমীকরণে C কী নির্দেশ করে?
উত্তর: Y= mx + C সমীকরণে, C একটি ধ্রুবক ঐ সমীকরণে ছেদক মান নির্দেশ করে। অর্থাৎ ওই অপেক্ষক থেকে প্রাপ্ত রেখাটি Y অক্ষের কোন অংশ থেকে উৎপত্তি কোন অংশে ছেদ করে তার নির্দেশ করে।

১৮. ডোমেইন কি?
উত্তর: কোন অপেক্ষক Y= f (x) এক্ষেত্রে স্বাধীন চলক যে নির্দিষ্ট পরিসরের পরিমাণগুলো গ্রহন করতে পারে তাই হলো ঐ অপেক্ষকের ডোমেইন। মনে করি, অপেক্ষকে x শূণ্য এর বেশি এবং 5 এর কম পরিসরের মান গ্রহণ করতে পারে তাহলে এক্ষেত্রে ডোমেইন হবে 0 < x < 5.

২০.স্থির অপেক্ষক কাকে বলে?
উত্তর: স্বাধীন চলক এর বিভিন্ন মানের ভিত্তিতে যদি অধীন চলকের একটিমাত্র মান পাওয়া যায়, তখন তা কিস্তির আপেক্ষক বলে।

২২. ভুজ ও কোটি কাকে বলে?
উত্তর: লেখচিত্রের ভূমি অক্ষকে বলা হয় ভুজ আর লম্ব অক্ষকে বলা হয় কোটি।

২৪. অনমনীয় বিন্দু শর্ত গুলো কি?
উত্তর: এই প্রশ্নোত্তরটি PDF উত্তরমালায় দেখানো হয়েছে।

২৫. আংশিক অন্তরক সহগ কাকে বলে?
উত্তর: কোন অপেক্ষকের দুই বা ততোধিক স্বাধীন চলক থাকলে অন্যান্য স্বাধীন চলক গুলোকে অপরিবর্তনশীল বিবেচনা করে যখন একটিমাত্র স্বাধীন চলকের সাপেক্ষে অন্তরকসহগ নির্ণয় করা হয় তখন তাকে আংশিক অন্তরকসহগ বলে। আংশিক অন্তরকসহগের ক্ষেত্রে (ডেল) চিহ্ন ব্যবহৃত হয়।

২৭. ল্যাগরেঞ্জ অপেক্ষক বলে?
উত্তর: শর্তসাপেক্ষ কাম্য মান নির্ণয়ের ক্ষেত্রে শর্তটিকে একটি স্থির মান ধারা গুণ করে এটিকে উদ্দেশ্যমূলক অপেক্ষকের সাথে যোগ করে যে নতুন অপেক্ষক পাওয়া যায় তাই ল্যাগরেঞ্জ অপেক্ষক।

২৮. চরম মান কাকে বলে?
উত্তর: অপেক্ষকের স্বাধীন চলকের বিভিন্ন মানে অধীন চলকের এক বা একাধিক সর্বোচ্চ বা সর্বনিম্ন মান রয়েছে। স্বাধীন চলকের মানের বিপরীতে অধীনচলকের এ সর্বোচ্চ বা সর্বনিম্ন মানগুলোকে গণিতের ভাষায় চরম মান (Extreme value) বলে।

10
11

[ বি:দ্র: উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

12
15

16

জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2024 এর PDF Download মৌলিক গণিত অনার্স ১ম বর্ষ সুপার সাজেশন | মৌলিক গণিত অনার্স ১ম বর্ষ সাজেশন পিডিএফ ডাউনলোড |মৌলিক গণিত সাজেশন অনার্স ১ম বর্ষের| অনার্স ১ম বর্ষ মৌলিক গণিত সাজেশন,

Honors 1st year Common Suggestion 2024

17

PDF Download মৌলিক গণিত অনার্স ১ম বর্ষ সুপার সাজেশন | মৌলিক গণিত অনার্স ১ম বর্ষ সাজেশন পিডিএফ ডাউনলোড |মৌলিক গণিত সাজেশন অনার্স ১ম বর্ষের| অনার্স ১ম বর্ষ মৌলিক গণিত সাজেশন,

Leave a Comment