History 2nd paper Suggestion PDF 2024
জাতীয় বিশ্ববিদ্যালয় ডিগ্রী পাস এবং সার্টিফিকেট কোর্স ১ম বর্ষের BA, BSS, BBA & BSC ডিগ্রী ১ম বর্ষের [২০১৩-১৪ এর সিলেবাস অনুযায়ী] দক্ষিণ এশিয়ার ইতিহাস (History of South Asia) সুপার সাজেশন ইতিহাস ২য় পত্র সাজেশন ডিগ্রী ১ম বর্ষের History 2nd paper Suggestion Degree 1st year Subject Code: 111505 |
History 2nd paper Degree 1st Year Exam Suggestion PDF, Degree History 2nd paper Suggestion PDF Download, PDF Download History 2nd paper Degree 1st Year suggestion
ডিগ্রী ১ম বর্ষের ইতিহাস ২য় পত্র পরীক্ষার সাজেশন 2024(PDF) লিংক
সর্বশেষ সংশোধিত সাজেশন আপডেটের করা হয়েছে 2024
চূড়ান্ত সাজেশন ডিগ্রী ১ম বর্ষের ইতিহাস ২য় পত্র 2024
ডিগ্রি ১ম বর্ষ: ইতিহাস ২য় পত্র উত্তরসহ
ক বিভাগ– অতিসংক্ষিপ্ত প্রশ্নের উত্তর
১. ‘তুজুক-ই বাবর’ কার লেখা?
উত্তর: ‘তুজুক-ই বাবর’ গ্রন্থটি সম্রাট বাবরের লেখা।
২. ‘হুমায়ননামা’ গ্রন্থের রচয়িতা কী?
উত্তর: ‘হুমায়ননামা’ গ্রন্থের রচয়িতা গুলবদন বেগম।
৩. লোদী বংশের শেষ সুলতান কে ছিলেন?
উত্তর: লোদী বংশের শেষ সুলতান ছিলেন ইব্রাহীম লোদী।
৪. ইব্রাহীম লোদী কে?
উত্তর: ইব্রাহীম লোদী ছিলেন লোদী বংশের শেষ সুলতান।
৫. পানিপথের প্রথম যুদ্ধ কত সালে সংঘটিত হয়?
উত্তর: পানিপথের প্রথম যুদ্ধ ১৫২৬ সালে সংঘটিত হয়।
৬. ‘হুমায়ুন’ শব্দের অর্থ কী?
উত্তর: ‘হুমায়ুন’ শব্দের অর্থ ভাগ্যবান।
৭. শের শাহের বাল্য নাম কী ছিল?
উত্তর: শের শাহের বাল্য নাম ছিল ফরিদ।
৮. মাহাম আনাগা কে ছিলেন?
উত্তর: মাহাম আনাগা ছিলেন সম্রাট আকবরের ধাত্রীমাতা।
৯. মানসিংহ কে ছিলেন?
উত্তর: মানসিংহ ছিলেন আকবরের সেনাপতি।
১০. ‘মনসবদার’ কথাটির অর্থ কী?
উত্তর: ‘মনসবদার’ কথাটির অর্থ পদমর্যাদা।
১১. নূর জাহানের পূর্ব নাম কী?
উত্তর: নূর জাহানের পূর্ব নাম মেহেরুন্নেসা।
১২. মমতাজমহল কে ছিলেন?
উত্তর: সম্রাট শাহজাহানের স্ত্রীর নাম মমতাজমহল।
১৩. তাজমহল কোথায় অবস্থিত?
উত্তর: তাজমহলের দিল্লীর আগ্রার যমুনা নদীর তীরে অবস্থিত।
১৪. তাজমহলের প্রধান স্থাপতি কে ছিলেন?
উত্তর: তাজমহলের প্রধান স্থাপতি ছিলেন ওস্তাদ ঈসা খান।
১৫. শিবাজী কে ছিলেন?
উত্তর: শিবাজী ছিলেন মারাঠা বংশের শ্রেষ্ঠ নরপতি।
১৬. কোন মুঘল সম্রাটকে জিন্দাপীর বলা হয়?
উত্তর: মুঘল সম্রাটকে অওরঙ্গজেবকে জিন্দাপীর বলা হয়।
১৭. সর্বশেষ মুঘল সম্রাট কে ছিলেন?
উত্তর: সর্বশেষ মুঘল সম্রাট ছিলেন দ্বিতীয় বাহাদুর শাহ জাফর।
১৮. মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহকে কোথায় নির্বাসন দেওয়া হয়?
উত্তর: মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহকে ইয়াঙ্গুনে (রেঙ্গুন) নির্বাসন দেওয়া হয়।
১৯. কোন ইউরোপীয় বণিকদল প্রথম ভারতবর্ষে আসে?
উত্তর: পর্তুগীজ ইউরোপীয় বণিকদল প্রথম ভারতবর্ষে আসে।
২০. কত খ্রিষ্টাব্দে পর্তুগীজরা ভারতবর্ষে আগমন করে?
উত্তর: ১৪৯৮ খ্রিষ্টাব্দে পর্তুগীজরা ভারতবর্ষে আগমন করে।
২১. কে ভারতবর্ষে আসার জলপথ প্রথম আবিস্কার করেন?
উত্তর: পর্তুগীজ নাবিক ভাস্কোদাগামা ভারতবর্ষে আসার জলপথ প্রথম আবিস্কার করেন।
২২. কত খ্রিষ্টাব্দে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয়?
উত্তর: ১৬০০ খ্রিষ্টাব্দে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয়।
২৩. কলকাতা নগরী কে প্রতিষ্ঠা করেন?
উত্তর: কলকাতা নগরী যব চার্নক প্রতিষ্ঠা করেন।
২৪. ডুপ্লে কে ছিলেন?
উত্তর: ডুপ্লে ছিলেন পণ্ডিচেরীর ফরাসী গভর্নর।
২৫. বাংলার শেষ নবাব কে ছিলেন?
উত্তর: বাংলার শেষ নবাব ছিলেন সিরাজদ্দৌলা।
২৬. কে ছিলেন ‘অন্ধকূপ হত্যা কাহিনী’ রচনা করেন?
উত্তর: ইংরেজ কর্মচারী হলওয়েল ‘অন্ধকূপ হত্যা কাহিনী’ রচনা করেন।
২৭. পলাশির যুদ্ধ কত খ্রিষ্টাব্দে সংঘটিত হয়?
উত্তর: পলাশির যুদ্ধ ১৭৫৭ সালের ২৩ জুন সংঘটিত হয়।
২৮. পলাশি কোথায় অবস্থিত?
উত্তর: পলাশি ভাগিরথী নদীর তীরে অবস্থিত।
২৯. মীর কাসিম কে ছিলেন?
উত্তর: মীর কাসিম ছিলেন মীর জাফরের জামাতা।
৩০. দ্বৈত শাসন প্রবর্তন করেন কে?
উত্তর: লর্ড ক্লাইভ দ্বৈত শাসন প্রবর্তন করেন।
Degree History 2nd paper Suggestion 2024
১। মুঘল সম্রাজ্যের প্রতিষ্ঠাকা কে? উঃ সম্রাট বাবর।
২। “হুমায়ুননামা” গ্রন্থের রচয়িতা কে? উঃ গুলবদন বেগম।
৩। “গ্রান্ড ট্রাঙ্ক রােড কে নির্মাণ করেন? উঃ সম্রাট শের শাহ।
৪। বৈরাম খানের উপাধি কি ছিল? উঃ খান -ই- খানান। ইতিহাস ২য় পত্র পরীক্ষার সাজেশন
৫। নূরজাহান শব্দের অর্থ কি? উঃ জগতের আলাে।
৬। তাজমহলের প্রধান স্থপতি কে ছিলেন? উঃ ঈসা খান।
৭। কোন মুঘল সম্রাটকে “জিন্দাপীর বলা হয়? উঃ আওরঙ্গজেব।
৮। শিবাজী কে ছিলেন? উঃ মারাঠাদের নেতা।
৯। পলাশী কোথায় অবস্থিত? উঃ ভাগীরথী নদীর তীরে।
১০। বক্সারের যুদ্ধ কত সালে সংঘটিত হয়? উঃ ১৭৬৪ সালে।
১১। পানিপথের দ্বিতীয় যুদ্ধ কত সালে সংঘটিত হয়? ১৯৬৫।
১২। কত সালে ইংরেজি ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয়? উঃ ১৬০০ খ্রিস্টাব্দে। আসাদস্যার।
১৩। মীর কাশিম কে ছিলেন? উঃ মীর জাফরের জামাতা।
১৪। বাবর কে ছিলেন? উঃ মুঘল সম্রাজ্যের প্রতিষ্ঠাতা।
১৫| আইন ই আকবরী গ্রন্থের রচয়িতা কে? উঃ আবুল ফজল।
১৬। টোডরমল কে ছিলেন? উঃ আকবরের রাজস্ব মন্ত্রী।
১৭। নূরজাহানির পূর্ব নাম কি? উঃ মেহেরউন্নিসা।
১৮। কে ভারতবর্ষে আসার জলপথ প্রথম আবিষ্কার করেন? উঃ ভাস্কো – দা গামা এবং আসাদস্যার।
১৯। মানসিংহ কে ছিলেন? উঃ আকারের সেনাপতি।
২০। বাংলার শেষ নবাব কে ছিলেন? উঃ নবাব সিরাজদ্দৌলা।
২১। তাজমহল কোথায় অবস্থিত? উঃ আগ্রার যমুনা নদীর তীরে।
২২। পলাশীর যুদ্ধ কত সালে সংঘটিত হয়? উঃ ১৭৫৭ সালের ৩৩ শে জুন।
২৩। পানিপথের প্রথম যুদ্ধ কত সালে সংঘটিত হয়? উঃ ১৫২৬।
২৪। ইংরেজরা প্রথম বাণিজ্যকুঠি কোথায় স্থাপন করেন? উঃ ভারতের সুরাটে আসাদস্যার।
২৫। কবুলিয়ত ও পাট্রা প্রথার প্রচলন করেন কে? উঃ শের শাহ।
History 2nd paper Degree 1st Year Suggestion PDF 2024
খ বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্নাবলি
১. মুঘল ইতিহাসের উৎস কী কী?
২. ‘তুজুক-ই বাবরী’ সম্পর্কে কী জান?
৩. বাবরের পরিচয় দাও।
৪. বাবরের ভারত আক্রমণের প্রধান কারণগুলো লেখ।
৫. কবুলিয়াত ও পাট্টা বলতে কী বোঝ?
৬. সম্রাট আকবরের রাজত্ব সংস্কার সম্পর্কে লেখ।
৭. মনসবদারি প্রথা কী? বা মনসবদার প্রথা সম্পর্কে একটি টীকা লেখ।
৮. তাজমহলের ওপর একটি টীকা লেখ।
৯. জাহাঙ্গীরের ওপর নূর জাহানের প্রভাব কী ছিল?
১০. মুঘল যুগের শিক্ষা ও সাহিত্যের বিবরণ দাও।
১১. পর্তুগিজ কারা?
১২. অন্ধকূপ হত্যা বলতে কী বোঝ?
১৩. পলাশির যুদ্ধে সিরাজউদ্দৌলার পরাজয়ের কারণ কী?
Degree 1st Year History 2nd paper Suggestion 2024
১। মুঘল ইতিহাসের উতসসমূহ কি কি? ১০০%
২। পানিপথের প্রধান যুদ্ধের গুরুত্ব লিখ। ১০০%
৩। দীন – ই – ইলাহীর মূলকথা কি? ১০০%
৪। মুঘল সম্রাজ্যের পতনের চারটি কারণ লিখ। ১০০%
৫। ডুপ্লে কে ছিলেন? তাঁর সম্পর্কে কি জান? ১০০%
৬। অন্ধকূপ হত্যা কাহিনী সম্পর্কে টীকা লিখ। ১০০%
৭। উত্তরাধিকার যুদ্ধে আওরঙ্গজেবের সাফ্যলের কারণ ব্যাখ্যা কর। ১০০%
৮। হুমায়ুন ও শের শাহের সংঘর্ষে হুমায়ুনের ব্যর্থতার কারণ কি? ১০০%
৯। আলীগড় সন্ধির বর্ণনা দাও। ৯৯%
১০। পলাশী যুদ্ধে সিরাজউদ্দৌলার পরাজয়ের কারণ কি?৯৯%
১১। নূরজাহান চক্র কি? পুর্তগীজ কারা? বার ভুঁইয়া কারা?৯৯%
[ বি:দ্র: উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
১২। তুযুক – ই – বাবর সম্পর্কে কি জান? ৯৮%
ইতিহাস ২য় পত্র চূড়ান্ত সাজেশন,ইতিহাস ২য় পত্র চূড়ান্ত সাজেশন 2024
গ বিভাগ: রচনামূলক প্রশ্নাবলি
১. মুঘল সম্রাজ্যের প্রতিষ্ঠাতা হিসেবে বাবরের কৃতিত্ব আলোচনা কর।
২. হুমায়ুন ও শের শাহ এর মধ্যকার বিরোধ আলোচনা কর। এতে হুমায়ুনের ব্যর্থতার কারণ কী?
৩. সম্রাট আকবরের ধর্মনীতি আলোচনা কর।
৪. আকবরের রাজপুত নীতি পর্যালোচনা কর।
৫. শিল্প ও স্থাপত্যর পৃষ্ঠপোষক হিসেবে সম্রাট শাহজাহানের কৃতিত্ব মূল্যায়ন কর।
৬. অওরঙ্গজেবের দাক্ষিণাত্য নীতি আলোচনা কর।
৭. অওরঙ্গজেবের চরিত্র ও কৃতিত্ব বিশ্লেষণ কর।
৮. মুঘল আমলের কেন্দ্রীয় শাসনব্যবস্থা সম্পর্কে আলোচনা কর।
৯. মুঘল সম্রাজ্যের পতনের কারণসমূহ আলোচনা কর।
১০. দাক্ষিণত্যে ইঙ্গ-ফরাসী দ্বন্দ্বের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও।
১১. বক্সারের যুদ্ধের কারণ ও ফলাফল আলোচনা কর।
১২. ইস্ট-ইন্ডিয়া কোম্পানির দেওয়ানি লাভের পটভূমি এবং এর গুরুত্ব কী ছিল আলোচনা কর।
Degree History 2nd paper Suggestion
#গ_বিভাগ : রচনামূলক প্রশ্ন
১। সম্রাট বাবরের আক্রমণের প্রাক্কালে উত্তর ভারতের রাজনৈতিক অবস্থার একটি বিবরণ দাও। ১০০%
২। সংস্কারক হিসেবে শের শাহের অবদান মূল্যায়ন কর। ১০০%
৩। আকবরের মনসবদারী প্রথার বৈশিষ্ট্যসমূহ লিখ। ১০০%
৪। সম্রাট জাহাঙ্গীরের উপর নূরজাহানের প্রভাব আলোচনা কর।১০০%
৫। শাহজাহানের পুত্রদের মধ্যে উত্তরাধিকার দ্বন্দ্বের বিবরণ দাও। ১০০%
৬। মুঘল আমলে কেন্দ্রীয় শাসন ব্যবস্থা সম্পর্কে আলোচনা কর।১০০%
৭। পলাশী যুদ্ধের কারণ ও ফলাফল আলোচনা কর। ১০০%
৮। রবার্ট ক্লাইভের দ্বৈত শাসনের বর্ণনা দাও। এর ফলাফল কী হয়েছিল? ১০০%
৯। আকবরের রাজপুত নীতি পর্যালোচনা কর। ৯৯%
১০। বাংলায় ইস্ট – ইন্ডিয়া কোম্পানির ক্ষমতা গ্রহণের পটভূমি আলোচনা কর। ৯৮% ডিগ্রী ইতিহাস ২য় পত্র সাজেশন
জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2024 এর ইতিহাস ২য় পত্র সাজেশন ডিগ্রী ১ম বর্ষের 2024, ডিগ্রী ১ম বর্ষ ইতিহাস ২য় পত্র সাজেশন 2024
Degree 1st year Common Suggestion 2024
আজকের সাজেশান্স: ইতিহাস ২য় পত্র সাজেশন ডিগ্রী ১ম বর্ষের ইতিহাস ২য় পত্র বা দক্ষিণ এশিয়ার ইতিহাস পরীক্ষার সাজেশন 2024, Degree 1st Year History 2nd paper Or History of South Asia suggestion 2024