Honors 2nd Year Social Statistics Suggestion 2024
Honors 2nd Year Social Statistics Suggestion, Social Statistics Suggestion PDF,Honors Social Statistics Suggestion,Social Statistics Honors 2nd Year Exam Suggestion PDF
জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স পাস এবং সার্টিফিকেট কোর্স ২য় বর্ষের BA, BSS, BBA & BSC অনার্স ২য় বর্ষের [২০১৩-১৪ এর সিলেবাস অনুযায়ী] সামাজিক পরিসংখ্যান (Social Statistics) সুপার সাজেশন Department of : Sociology & Other Department Subject Code: 222005 |
2024 এর অনার্স ২য় বর্ষের ১০০% কমন সাজেশন |
সামাজিক পরিসংখ্যান অনার্স ২য় বর্ষ সাজেশন, চূড়ান্ত সাজেশন অনার্স ২য় বর্ষের সামাজিক পরিসংখ্যান, অনার্স ২য় বর্ষের সামাজিক পরিসংখ্যান ব্যতিক্রম সাজেশন pdf, অনার্স ২য় বর্ষের ১০০% কমন সামাজিক পরিসংখ্যান সাজেশন
অনার্স ২য় বর্ষের পরীক্ষার সাজেশন 2024 (PDF) লিংক
সর্বশেষ সংশোধিত ও সাজেশন টি আপডেটের করা হয়েছে 2024
সামাজিক পরিসংখ্যান অনার্স ২য় বর্ষ সাজেশন 2024
ক-বিভাগ: অতিসংক্ষিপ্ত প্রশ্নের উত্তর
১. “পরিসংখ্যান হলো নিয়মতান্ত্রিকভাবে উপাত্ত সংগ্রহ, উপাত্ত যাচাই এবং উপাত্ত থেকে সিদ্ধান্ত গ্রহণ করার প্রক্রিয়া”- উক্তিটি কার?
উত্তর : “পরিসংখ্যান হলো নিয়মতান্ত্রিকভাবে উপাত্ত সংগ্রহ, উপাত্ত যাচাই এবং উপাত্ত থেকে সিদ্ধান্ত গ্রহণ করার প্রক্রিয়া” উক্তিটি হলো— পরিসংখানবিদ রুনিয়ন ও কোলম্যান।
২. পরমশূন্য কোন স্কেলে বিদ্যমান থাকে?
উত্তর : পরমশূন্য অনুপাতসূচক স্কেলে বিদ্যমান থাকে।
৩. কাই বর্গ কী ধরনের পরীক্ষা?
উত্তর : কাই বর্গ একটি সংখ্যাতাত্ত্বিক পরীক্ষা।
৪. নাস্তি কল্পনা কী?
উত্তর : যে পরিসংখ্যানিক কল্পনার সম্ভাব্য অসত্যতা যাচাই করা হয় তাকে নাস্তি কল্পনা বলে।
৫. শূন্য সহ-সম্পর্ক কী?
উত্তর : যদি দুটি চলকের মধ্যে একটি পরিবর্তিত হলে অন্যটি অপরিবর্তিত থাকে তাকে শূন্য সহ-সম্পর্ক বলে।
৬. নির্ভরণ প্রত্যয়টি সর্বপ্রথম কে ব্যবহার করেন?
উত্তর : নির্ভরণ প্রত্যয়টি সর্বপ্রথম ব্যবহার করেন স্যার ফ্রান্সিস গ্যালটন।
৭. ANOVA এর পূর্ণরূপ লিখ।
উত্তর : ANOVA এর পূর্ণরূপ হলো : Analysis of Variance.
৮. T-Test এর সূত্রটি কে উদ্ভাবন করেন?
উত্তর : T-Test এর সূত্রটি উদ্ভাবন করেন মি. গোসেট (Mr. Gossett).
৯. “সম্ভাবনা হলো সম্ভাব্য বা অপ্রত্যাশিত ঘটনার পরিমাপ” উক্তিটি কার?
উত্তর : “সম্ভাবনা হলো সম্ভাব্য বা অপ্রত্যাশিত ঘটনার পরিমাপ” উক্তিটি মি. গিলব্রেথ (Mr. Gilbreth)-এর।
১০. “Business Stastistics” গ্রন্থটি কার?
উত্তর : “Business Stastistics” গ্রন্থটি S. P. Gupta এবং M. P. Gupta-এর।
১১. কে সর্বপ্রথম কাই-বর্গ পরীক্ষা ব্যবহার করে?
উত্তর : কার্ল পিয়ারসন (Karl Pearson) সর্বপ্রথম কাই-বর্গ পরীক্ষা ব্যবহার করে।
১২. কে, কখন পরিমাপের বিভিন্ন পর্যায়ের শ্রেণিকরণ উদ্ভাবন করেন?
উত্তর : S. S. Stevens ১৯৫১ সালে পরিমাপের বিভিন্ন পর্যায়ের শ্রেণিকরণ উদ্ভাবন করেন।
১৩. হার ও গতিবেগ নির্ণয়ের জন্য কোন গড় ব্যবহৃত হয়?
উত্তর : হার ও গতিবেগ নির্ণয়ের জন্য গড়/বিপরীত গড় তরঙ্গ ব্যবহৃত হয়।
১৪. বিস্তার পরিমাপকে দ্বিতীয় পর্যায়ের গড় বলা হয় কেন?
উত্তর : বিস্তার পরিমাপ কেন্দ্রীয় মান হতে অন্যান্য উপাত্তের পার্থক্য প্রকাশ করে বলে একে দ্বিতীয় পর্যায়ের গড় বলা হয়।
১৫. শেয়ার বাজারের দরকষাকষির জন্য বিস্তার পরিমাপের কোন পদ্ধতি উপযোগী?
উত্তর : শেয়ার বাজারের দরকষাকষির জন্য বিস্তার পরিমাপের পরিসর পদ্ধতি উপযোগী।
১৬. কাই-বর্গ শব্দটি প্রথম কে এবং কত সালে ব্যবহার করেন?
উত্তর : কাই-বর্গ শব্দটি প্রথম ‘কার্ল পিয়ারসন ১৯০০ সালে’ ব্যবহার করেন।
১৭. নির্ভরণ রেখা কী?
উত্তর : একটি চলকের গড় মানগুলোর বিপরীতে অন্য একটি চলকের সম্ভাব্য গড় মানগুলোকে প্রদর্শন করে যে রেখা অংকন করা হয় তাকে নির্ভরণ রেখা বলে ।
১৮. গামা কী?
উত্তর : গামা হলো সম্পর্কের পরিমাপের ক্ষেত্রে একটি তাৎপর্যপূর্ণ পরীক্ষা।
১৯. Z-Test পদ্ধতিটি কে প্রবর্তন করেন?
উত্তর : Z-Test পদ্ধতিটি ‘Prof. R. A Fisher’ প্রবর্তন করেন।
২০. বিন্যাস কী?
উত্তর : নির্দিষ্ট সংখ্যক কতকগুলো বড্ড হতে কয়েকটি বা সবগুলো একত্রে নিয়ে বিভিন্ন প্রকারে সাজালে প্রত্যেক প্রকারের সাজানোকে বস্তুগুলোর এক একটি বিন্যাস বলে।
২১. নমুনা ভ্রান্তি কী?
উত্তর : সমগ্রক থেকে নমুনার ব্যবধানের মাত্রাকে নমুনা ভ্রান্তি বলে ।
২২. সসীম সমগ্রক কী?
উত্তর : যে সমগ্রকের উপাদানগুলোকে গণনা করা যায় তাকে সসীম সমগ্রক বলে।
২৩. “পরিমাপ হলো কোন নিয়ম অনুসারে বস্তু বা ঘটনাতে সংখ্যা আরোপ করা”-উক্তিটি কার?
উত্তর : “পরিমাপ হলো কোন নিয়ম অনুসারে বস্তু বা ঘটনাতে সংখ্যা আরোপ করা” উক্তিটি পরিসংখ্যানবিদ ক্যাম্পবেল (Campbell) এর।
২৪. ক্রমযোজিত গণসংখ্যা প্রদর্শিত রেখাচিত্রকে কি বলে?
উত্তর : ক্রমযোজিত গণসংখ্যা প্রদর্শিত রেখাচিত্রকে অজিভ রেখা বলে।
২৫. একটি পূর্ণাঙ্গ গণসংখ্যা নিবেশনের কয়টি অংশ?
উত্তর : একটি পূর্ণাঙ্গ গণসংখ্যা নিবেশনের পাঁচটি অংশ থাকে ।
২৬. শ্রেণি সংখ্যা নির্ধারণে পরিসংখ্যানবিদ ‘Struges’ এর সূত্রটি লিখ।
উত্তর : শ্রেণি সংখ্যা নির্ধারণে পরিসংখ্যানবিদ ‘Struges’ এর সূত্রটি হলো শ্রেণিসংখ্যা (k) = 1 + 3.322 LogN .
২৭. কেন্দ্রীয় প্রবণতার কোন পরিমাপটি বীজগাণিতিক পরিগণনার জন্য অধিক উপযোগী?
উত্তর : কেন্দ্রীয় প্রবণতার গাণিতিক গড় পরিমাপটি বীজগাণিতিক পরিগণনার জন্য অধিক উপযোগী।
২৮. পরিসর কী?
উত্তর : কোনো তথ্যসারির সর্বোচ্চ ও সর্বনিম্ন মানের পার্থক্যই হলো পরিসর।
২৯. ব্যবধানাংক কী?
উত্তর : কোনো তথ্য সারির পরিমিত ব্যবধানকে গাণিতিক গড় দ্বারা ভাগ করে প্রাপ্ত ভাগফলকে ১০০ দ্বারা গুণ করলে যে সংখ্যামান পাওয়া যায় তাকে ব্যবধানাংক বলে।
৩০. নিম্নের উপাত্তের মধ্যমা নির্ণয় কর ৮, -৪, ৫, ১০, ০, ১২
উত্তর : নিম্নের উপাত্তের মধ্যমা হলো ৬.৫।
৩১. ‘Introduction to Social Research’ গ্রন্থটি কার?
উত্তর : ‘Introduction to Social Research’ গ্রন্থটির রচয়িতা Salauddin M. Aminuzzaman.
৩২. নমুনায়ন কী?
উত্তর : যে প্রক্রিয়ায় নমুনা বাছাই করা হয় তাকে নমুনায়ন বলে।
৩৩. “যে কোন অনুসন্ধানের ক্ষেত্রে প্রাপ্ত তথ্যের সংখ্যাত্মক বর্ণনাই হলো পরিসংখ্যান।”- উক্তিটি কার?
উত্তর : “যে কোন অনুসন্ধানের ক্ষেত্রে প্রাপ্ত তথ্যের সংখ্যাত্মক বর্ণনাই হলো পরিসংখ্যান।” উক্তিটি এ.এল.বাউলী (A. L. Bowley)-এর।
৩৪. ‘Statistical Reasoning in Sociology’ গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর : ‘Statistical Reasoning in Sociology’ গ্রন্থটির রচয়িতা Mueller and Schuessler.
৩৫. পরিমাপের পর্যায়গুলো কী কী?
উত্তর : পরিমাপের পর্যায়গুলো হলো – ১. নামসূচক ২. ক্রমসূচক ৩. ব্যাপ্তিসূচক এবং ৪. অনুপাতসূচক।
৩৬. কখন গড় মধ্যমা ও প্রচুরকের মান সমান হয়?
উত্তর : প্রতিসম চলক বা নিবেশনের ক্ষেত্রে গড়, মধ্যমা ও প্রচুরকের মান সমান হয়।
৩৭. ৫% যথার্থ সীমার অর্থ কি?
উত্তর : ৫% যথার্থ সীমার অর্থ হলো শতকরা ৫টি ক্ষেত্রে আমাদের ভুল সিদ্ধান্তে উপনীত হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ শতকরা ৯৫টি সিদ্ধান্ত সঠিক বলে গণ্য করা হয়।
৩৮. গুচ্ছ নমুনায়ন কি?
উত্তর : যে নমুনায়ন পদ্ধতিতে সমগ্রককে কতকগুলো গুচ্ছে বিভক্ত করে নমুনার জন্য প্রয়োজনীয় সংখ্যক গুচ্ছ দৈবচয়িত নমুনায়নের মাধ্যমে নির্বাচন করা হয় এবং নির্বাচিত গুচ্ছসমূহের প্রতিটি একক থেকে তথ্য সংগ্রহ করা হয়, তাকে গুচ্ছ নমুনায়ন বলে।
৩৯. r এর মান কখন ১ হতে পারে?
উত্তর : দুটি চলকের মাঝে পূর্ণ ধনাত্মক সহসম্পর্ক সহগ বিদ্যমান থাকলে r এর মান ১ হতে পারে।
Honors Suggestion Links | প্রশ্ন সমাধান সমূহ |
Degree Suggestion Links | BCS Exan Solution |
HSC Suggestion Links | 2016 – 2024 জব পরীক্ষার প্রশ্ন উত্তর |
SSC & JSC Suggestion Links | বিষয় ভিত্তিক জব পরিক্ষার সাজেশন |
সামাজিক পরিসংখ্যান অনার্স ২য় বর্ষ সুপার সাজেশন PDF Download 2024
খ-বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্ন
১. পরিসংখ্যানের প্রকৃতি ব্যাখ্যা কর।
২. উপাত্তের লৈখিক উপস্থাপনের সীমবদ্ধতা আলোচনা কর।
৩. গণসংখ্যা নিবেশনের গুরুত্ব আলোচনা কর।
৪. বিস্তার পরিমাপের উত্তম পরিমাপক কোনটি এবং কেন?
৫. নির্ভরণ ও সহ-সম্পর্কের মধ্যে পার্থক্য দেখাও।
৬. পরিমিত রেখার বৈশিষ্ট্যাবলি সংক্ষেপে আলোচনা কর।
৭. কাই বর্গ পরীক্ষা ও টি পরীক্ষার মধ্যে পার্থক্য নির্ণয় কর।
৮. সমগ্রক ও নমুনার মধ্যে পার্থক্য নির্ণয় কর।
৯. সহ-সম্পর্ক সহগ কি? উদাহরণসহ ব্যাখ্যা কর।
১০. গণসংখ্যা নিবেশন বলতে কী বোঝ?
১১. গড় ব্যবধান ও পরিমিত ব্যবধানের মধ্যে পার্থক্য লিখ।
১২. নিম্নের উপাত্ত হতে ভেদাংক নির্ণয় কর : ১০, ১২, ১৮, ৩০, ৩৫, ৪০, ৪৭, ৫০।
১৩. পরিমিত রেখার বৈশিষ্ট্যগুলো লিখ।
১৪. সমগ্রক ও নমুনায়নের মধ্যে পার্থক্য নির্ণয় কর।
১৫. উদাহরণসহ গুণন সম্ভাবনা ও সমষ্টি সম্ভাবনা ব্যাখ্যা কর।
১৬. একটি পরিবারে ৩টি শিশু আছে যার মধ্যে কমপক্ষে ১জন বালক, পরিবারে ২জন বালক থাকার সম্ভাবনা নির্ণয় কর।
১৭. সামাজিক পরিসংখ্যানের ব্যবহার লিখ।
১৮. গণসংখ্যা নিবেশনের ধাপগুলি কী কী?
১৯. পরিমাপের পর্যায় কী? পর্যায়গুলির নাম লিখ।
২০. নিম্নের তথ্য সারি থেকে বিভেদাংক নির্ণয় কর।
PDF Download সামাজিক পরিসংখ্যান অনার্স ২য় বর্ষ সুপার সাজেশন 2024
অধ্যায় ১
ক বিভাগ
- Statics শব্দটি সর্বপ্রথম কে এবং কখন ব্যবহার করেন
- যেকোনো অনুসন্ধানে ক্ষেত্রে প্রাপ্ত তত্ত্বের সংখ্যাতত্ত্ব বর্ণনায় হলো পরিসংখ্যান উক্তিটি কার
- Social statistics গ্রন্হ টি রচয়িতা কে
- The Domesday book কী
- পরিমাপের পর্যায় কয়টি
- statistics for social scientists গ্রন্হ টির লেখক কে
খ ও গ বিভাগ
- সামাজিক পরিসংখ্যানের সংজ্ঞা দাও
- সামাজিক পরিসংখ্যানের ব্যবহার লেখ
- সংক্ষেপে ক্রমসূচক স্কেলের বর্ণনা দাও
- সমাজবিজ্ঞানে পরিসংখ্যানের প্রকৃতি ব্যাখ্যা কর
- সামাজিক গবেষণায় পরিসংখ্যানের উপযোগী তা ও সীমাবদ্ধতা আলোচনা কর
- সমাজ বিজ্ঞানের সামাজিক পরিসংখ্যানের গুরুত্ব আলোচনা কর
অধ্যায় ২
ক বিভাগ
- অন্তর্ভুক্ত পদ্ধতি কি
- শ্রেণীর সংখ্যা নির্ণয়ের জন্য HG struges এর সূত্রটি লেখ
- প্রকৃত শ্রেণিসীমা কি
খ ও গ বিভাগ
- প্রাথমিক মাধ্যমিক উপাত্রের মধ্যে পার্থক্য লেখ
- উপাত্তের লৈখিক উপস্থাপন বলতে কি বুঝ
- গণসংখ্যা নির্বেশনের গুরুত্ব আলোচনা কর
- সামাজিক পরিসংখ্যান এর লেখচিত্রের গুরুত্ব ব্যাখ্যা কর
- গাণিতিক সমস্যা ও সমাধান সংকেত
- নিম্নের উপাত্ত থেকে সমান শ্রেণী ব্যক্তিসহ একটি গণসংখ্যা নিবেশন প্রস্তুত করো এবং এর ভিত্তিতে একটি গণসংখ্যা বহুভুজ অঙ্কন কর ২০১৪,২০১৫,২০১৬,২০১৭,২০১৮,২০১৯,২০২০,২০২১,২০২২ এর সালের গুলো পড়লেই হবে
- নিম্নে প্রদত্ত উপাত্ত থেকে উপযুক্ত শ্রেণী ব্যাপ্তি নিয়ে একটি গণসংখ্যা নিবেশন তৈরি করো এবং এটি আয়ত লেখার মাধ্যমে উপস্থাপন কর ২০১৪,২০১৫,২০১৬,২০১৭,২০১৮,২০১৯,২০২০,২০২১,২০২২ এর সালের গুলো পড়লেই হবে
- নিম নিরুপাত থেকে উপযুক্ত শ্রেণী ব্যাপ্তিসহ একটি গণসংখ্যা নিবেশন তৈরি করে এবং তা থেকে আয়তন লেখ অঙ্কন কর ২০১৪,২০১৫,২০১৬,২০১৭,২০১৮,২০১৯,২০২০,২০২১,২০২২ এর সালের গুলো পড়লেই হবে
অধ্যায় ৩
ক বিভাগ
- বিনষ্ট উপাত্ত থেকে তৃতীয় চতুর্থক Q3 নির্ণয় সূত্রটি লেখ জাতীয় বিশ্ববিদ্যালয় ২০১৮
- চতুর্থক ব্যবধাঙ্ক নির্ণয়ের সূত্রটি লেখ
- নিন্মের উপাত্ত গুলোর মধ্যে কোনটি মধ্যমা বের কর ৮.০.১২.-৮.-৩.৭.৫
খ ও গ বিভাগ
- জোজিত গড়কে কেন্দ্রীয় প্রবণতার আদর্শ পরিমাপক বলা হয় কেন
- গাণিতিক সমস্যা ও সমাধান সংকেত
- নিম্নের তথ্য শাড়ি থেকে গাণিতিক গড় মধ্যমা ও প্রচারক নির্ণয় কর ২০১৪,২০১৫,২০১৬,২০১৭,২০১৮,২০১৯,২০২০,২০২১,২০২২ এর সালের গুলো পড়লেই হবে
- নিম্নের তথ্য শাড়ি থেকে গাণিতিক গড় ও মধ্যমা নির্ণয় কর ২০১৪,২০১৫,২০১৬,২০১৭,২০১৮,২০১৯,২০২০,২০২১,২০২২ এর সালের গুলো পড়লেই হবে
- নিম্নের উপাত্ত হতে মধ্যমা নির্ণয় কর এবং অজিফ রেখা অঙ্কন করে মধ্যমার অবস্থান দেখাও জাতীয় বিশ্ববিদ্যালয় 17
- নিম্নের উপাধ্য থেকে ৬ শ্রেণী ব্যাপ্তি নিয়ে একটি গণসংখ্যা সারণী তৈরি করো এবং তা থেকে অর্জিত রেখা অঙ্কন ২০১৪,২০১৫,২০১৬,২০১৭,২০১৮,২০১৯,২০২০,২০২১,২০২২ এর সালের গুলো পড়লেই হবে
- নিম্নের উপাত্ত থেকে গাণিতিক গড় নির্ণয় কর২০১৪,২০১৫,২০১৬,২০১৭,২০১৮,২০১৯,২০২০,২০২১,২০২২ এর সালের গুলো পড়লেই হবে
- নিম্নে প্রদত্ত গণসংখ্যা নিবেশনটির প্রচারক নির্ণয় কর এবং লেখচিত্রে প্রচুরকের অবস্থান দেখাও ২০১৪,২০১৫,২০১৬,২০১৭,২০১৮,২০১৯,২০২০,২০২১,২০২২ এর সালের গুলো পড়লেই হবে
অধ্যায় ৪
ক বিভাগ
- বিস্তার পরিমাপের একটি আপেক্ষিক পরিমাপকের নাম লেখ
- পরিমিত রেখা কি
- ভেদাঙ্ক বিশ্লেষণ কি
- বিস্তার পরিমাপের আদর্শ পরিমাপক কোনটি
- বিস্তারের আদর্শ পরিমাপক কোনটি
খ ও গ বিভাগ
- বিস্তার পরিমাপের উত্তম পরিমাপক কোনটি এবং কেন
- বিস্তার পরিমাপক কে কেন দ্বিতীয় নিয়মের গড় বলা হয়
- বিস্তার পরিমাপক কে কেন দ্বিতীয় পর্যায়ের গড় বলা হয়
- গাণিতিক সমস্যা ও সমাধান সংকেত ২০১৪,২০১৫,২০১৬,২০১৭,২০১৮,২০১৯,২০২০,২০২১,২০২২ এর সালের গুলো পড়লেই হবে
- নিম্ন রুপা থেকে গড় ব্যবধান নির্ণয় কর ২০.২৫.৩৭.৩০.৪৮.৪৫
- নিম্নের উপাত্ত থেকে পরিমিত বব্যবধানাঙ্ক ব্যবধান অংক নির্ণয় কর ২০১৪,২০১৫,২০১৬,২০১৭,২০১৮,২০১৯,২০২০,২০২১,২০২২ এর সালের গুলো পড়লেই হবে
- নিম্নের উপাধ্য থেকে পরিমিত ব্যবধান ও বিভেদাঙ্ক নির্ণয় কর ২০১৪,২০১৫,২০১৬,২০১৭,২০১৮,২০১৯,২০২০,২০২১,২০২২ এর সালের গুলো পড়লেই হবে
- নিম্নের উপাত্ত থেকে গড় ব্যবধান ও পরিমিত ব্যবধান নির্ণয় কর ২০১৪,২০১৫,২০১৬,২০১৭,২০১৮,২০১৯,২০২০,২০২১,২০২২ এর সালের গুলো পড়লেই হবে
অধ্যায় ৫
ক বিভাগ
- কাই বর্গ পরীক্ষা কি
- ৫% যথার্থ সীমার অর্থ কি
- নির্ভরণ প্রত্যয় টি প্রবক্তা কে
- ANOVA এর পূর্ণরূপ কি
- সম্ভাব্য ভ্রান্তি নির্ণয়ের সূত্রটি লেখ
- কাই বর্গ পরীক্ষার মূল উপাদান কয়টি
খ ও গ বিভাগ
- কাই বর্গের বৈশিষ্ট্য গুলো কি কি
- সহ সম্পর্ক কি
- গুনানুক্রমিক সহ সম্পর্কে গুরুত্ব সম্পর্কে ব্যাখ্যা কর
- কাইবর্গের x2 সংজ্ঞা দাও ?কাই বর্গ বিন্দাসের স্বরূপ বর্ণনা কর
- গাণিতিক সমস্যা ও সমাধান সংকেত ২০১৪,২০১৫,২০১৬,২০১৭,২০১৮,২০১৯,২০২০,২০২১,২০২২ এর সালের গুলো পড়লেই হবে
- নিম্নের উপাত্ত থেকে কাই বর্গ নির্ণয় কর এবং ফলাফলের উপর মন্তব্য কর
- নিম্নের উপাধ্য থেকে সংশ্লেষাঙ্ক নির্ণয় কর এবং সম্ভাব্য ভ্রান্তির মাধ্যমে ফলাফল ব্যাখ্যা কর ২০১৪,২০১৫,২০১৬,২০১৭,২০১৮,২০১৯,২০২০,২০২১,২০২২ এর সালের গুলো পড়লেই হবে
- নিম্নতত্তশালী থেকে সহ সম্পর্ক নির্ণয় কর এবং প্রাপ্ত ফলাফল ব্যাখ্যা কর ২০১৪,২০১৫,২০১৬,২০১৭,২০১৮,২০১৯,২০২০,২০২১,২০২২ এর সালের গুলো পড়লেই হবে
- নিম নিরুপাত থেকে গুণানুক্রমিক সহ সম্পর্ক সহ নির্ণয় কর এবং ফলাফলের উপর মন্তব্য করুন ২০১৪,২০১৫,২০১৬,২০১৭,২০১৮,২০১৯,২০২০,২০২১,২০২২ এর সালের গুলো পড়লেই হবে
- নিম্ন তথ্য সারি থেকে র্যাঙ্ক সহ সম্পর্ক নির্ণয় কর ফলাফল ও ব্যাখ্যা কর ২০১৪,২০১৫,২০১৬,২০১৭,২০১৮,২০১৯,২০২০,২০২১,২০২২ এর সালের গুলো পড়লেই হবে
- নিম্নঃ সারণি থেকে কাইবর্গ নির্ণয় কর এবং ৫% সংশয় মাত্রা শিক্ষার সাথে দক্ষতা সম্পর্ক আছে কি না পরীক্ষা ২০১৪,২০১৫,২০১৬,২০১৭,২০১৮,২০১৯,২০২০,২০২১,২০২২ এর সালের গুলো পড়লেই হবে
অধ্যায় ৬
ক বিভাগ
- কে সর্বপ্রথম টি পরীক্ষা ব্যবহার করেন
- F নিবেশন কি
- Z test পদ্ধতি কে প্রবর্তন করেন
[ বি:দ্র: উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
খ ও গ বিভাগ
- দ্বিপদী বিন্যাসের বৈশিষ্ট্য গুলো কি কি
- কাই বর্গ পরীক্ষা ও টি পরীক্ষার মধ্যে পার্থক্য নির্ণয় কর
- গাণিতিক সমস্যা ও সমাধান সংকেত ২০১৪,২০১৫,২০১৬,২০১৭,২০১৮,২০১৯,২০২০,২০২১,২০২২ এর সালের গুলো পড়লেই হবে
অধ্যায় ৭
ক বিভাগ
- নাস্তি কল্পনা কাকে বলে
- প্রকল্প যাচাই পদ্ধতি কয় প্রকার ও কি কি
- স্বাধীনতা মাত্রা কি
- একটি উত্তম পূর্বানুমানের বৈশিষ্ট্য গুলি লেখ
অধ্যায় ৮
ক বিভাগ
- কখন সম্ভাবনার ফল পূর্ণ এক হয়
- পরস্পর বর্জনশীল ঘটনা কি
খ ও গ বিভাগ
- উদাহরণসহ সম্ভাবনার সমষ্টি ও গুণক তথ্য ব্যাখ্যা কর
- গাণিতিক সমস্যা ও সমাধান সংকেত
- একটি থলিতে সাতটি নীল ৫ টি হলুদ তিনটি লাল বল আছে সেখান থেকে দুই বছরই তো ভাবে তিনটি বল তোলা হয় দেখাও
- একটি থলিতে ছয়টি সাদা পাঁচটি লাল এবং চারটি কালো বল আছে এটি হতে ভাবে তিনটি বল তোলা হয়
- দুটি নিরপেক্ষ ছক্কা, একই সঙ্গে নিক্ষেপ করা হলো ছক্কা দুটি ফলাফলের একটি সম্ভাবনা ছক তৈরি করে
চূড়ান্ত সাজেশন অনার্স ২য় বর্ষের সামাজিক পরিসংখ্যান 2024
অধ্যায় ৯
ক বিভাগ
কে সর্ব প্রথম কেন্দ্রীয় সীমা তত্ত্বের অবতারণা করেন
খ ও গ বিভাগ
- উদাহরণসহ সম্ভাবনার নমুনায়নের প্রকারভেদ আলোচনা কর
- গুচ্ছ নমুনায়ন ও স্তরিত নমুনায়েনের মধ্যকার পার্থক্য আলোচনা কর
- সম্ভাবনা ও নিঃসম্ভাবনা নমুনায়নের মধ্যে পার্থক্য কি
- সমগ্রক ও নমুনার মধ্যে পার্থক্য নির্ণয় কর
অধ্যায় ১০
ক বিভাগ
কে সর্বপ্রথম নমুনায়ন বিন্যাসের কেন্দ্রীয় সীমানা তত্ত্বের অবতারণা করেন
খ ও গ বিভাগ
2024 জাতীয় বিশ্ববিদ্যালয়ের এর 2024 অনার্স ২য় বর্ষের সামাজিক পরিসংখ্যান পরীক্ষার সাজেশন, 2024 অনার্স দ্বিতীয় বর্ষ সামাজিক পরিসংখ্যান সাজেশন
Honors 2nd year Common Suggestion 2024
আজকের সাজেশান্স: Honors Social Statistics Suggestion 2024,সামাজিক পরিসংখ্যান চূড়ান্ত সাজেশন 2024