Honors 2nd Year Developmental Psychology-1 Suggestion 2024
Honors 2nd Year Developmental Psychology-1 Suggestion, Developmental Psychology-1 Suggestion PDF, short suggestion Honors 2nd year Developmental Psychology-1, Developmental Psychology-1 suggestion Honors 2nd year, Suggestion Honors 2nd year Developmental Psychology-1
জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স পাস এবং সার্টিফিকেট কোর্স ২য় বর্ষের BA, BSS, BBA & BSC অনার্স ২য় বর্ষের [২০১৩-১৪ এর সিলেবাস অনুযায়ী] বিকাশ মনোবিজ্ঞান-১ (Developmental Psychology-1) সুপার সাজেশন Department of : Psychology & Other Department Subject Code: 223401 |
2024 এর অনার্স ২য় বর্ষের ১০০% কমন সাজেশন |
অনার্স ২য় বর্ষের বিকাশ মনোবিজ্ঞান-১ সাজেশন,বিকাশ মনোবিজ্ঞান-১ অনার্স ২য় বর্ষ সাজেশন, চূড়ান্ত সাজেশন অনার্স ২য় বর্ষের বিকাশ মনোবিজ্ঞান-১, অনার্স ২য় বর্ষের বিকাশ মনোবিজ্ঞান-১ ব্যতিক্রম সাজেশন pdf, অনার্স ২য় বর্ষের ১০০% কমন বিকাশ মনোবিজ্ঞান-১ সাজেশন,
অনার্স ২য় বর্ষের পরীক্ষার সাজেশন 2024 (PDF) লিংক
সর্বশেষ সংশোধিত ও সাজেশন টি আপডেটের করা হয়েছে 2024
Developmental Psychology-1 Honors 2nd Year Suggestion PDF 2024
ক-বিভাগ: অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর
১. বিকাশ কী?
উত্তর: বায়োবৃদ্ধির বিভিন্ন স্তরে মানুষের দৈহিক, মানসিক, সামাজিক, আবেগীয়, ভাষাগত দিকের যে ইতিবাচক পরিবর্তন সূচিত হয় তাই বিকাশ।
২. জীবনচক্রে কয়টি ধাাপ আছে?
উত্তর: জীবনচক্রে দশটি ধাাপ আছে।
৩. মনোসামাজিক তত্ত্বের প্রবক্তা কে?
উত্তর: মনোসামাজিক তত্ত্বের প্রবক্তা মনোবিজ্ঞানী এরিকসন।
৪. ‘Developmental Psychology’ গ্রন্থটির লেখক কে?
উত্তর: ‘Developmental Psychology’ গ্রন্থটির লেখক ই. বি. হারলক।
৫. আঁতুড়কালের দুটি বৈশিষ্ট্য উল্লেখ কর।
উত্তর: আঁতুড়কালের দুটি বৈশিষ্ট্য হলো- ১. আঁতুড়কালে বিকাশ দ্বারা শ্লথগতি হয়ে থাকে ও ২. আঁতুড়কাল বিকাশমূলক পর্যায়ের সংক্ষিপ্ত সময়।
৬. জিন কী?
উত্তর: ক্রোমোসোমের ক্ষুদ্রাতিক্ষুদ্র একক বা বংশগতির বাহককে জিন বলে।
৭. Meiosis কী?
উত্তর: Meiosis হলো একটি বিশেষ ধরনের কোষ বিভাজন প্রক্রিয়া যাতে মাতৃকোষের নিউক্লিয়াসটি উপর্যুপরি দুইবার বিভাজিক হলেও ক্রোমোসের বিভাজন ঘেেট মাত্র একবার। ফলে অপত্য কোষে ক্রোমোসোমের সংখ্যা অর্ধেক হয়ে যায়।
৮. জন্মপূর্বকালীন বিকাশের স্তর তিনটির নাম লেখ।
উত্তর: জন্মপূর্বকালীন বিকাশের স্তর তিনটির নাম হলো- ১. জাইগোট পর্যায় বা প্রস্ফুটিত ডিম্বকাল, ২. ভ্রƒণকাল ও ৩. ফেটাস পর্যায়।
৯. মরুলা কী?
উত্তর: যখন এককোষী জাইগোট ফ্যালোপিয়ান টিউব দিয়ে নামার সময় কোষ বিভাজনের মাধ্যমে একগুচ্ছ কোষের র্সষ্টি করে তখন তাকে মরুলা বলে।
১০. Blastocyst কী?
উত্তর: মরুলাওক গ্রহণ করার জন্য জরায়ুর পাত্র একটু স্ফীত হয়ে ওঠে এবং যখন মরুলা জরায়ুতে প্রবেশ করে তখন তাকে ব্লাস্টোসিস্ট বলে।
১১. ভ্রুণকোষ কী?
উত্তর: পুরুষ ও স্ত্রীর যৌন মিলনে একটি শুক্রকিট মাত্র একটি ডিম্বাণুতে প্রবেশ করে যে যে ভ্রুণ তৈরি করে তাই ভ্রুণকোষ।
১২. গর্ভকালীন বিকাশের দ্বিতীয় পর্যায়টির নাম কী?
উত্তর: গর্ভকালীন বিকাশের দ্বিতীয় পর্যায়টির নাম ভ্রুণপর্যায়/কাল।
১৩. গর্ভকালীন বিকাশের তৃতীয় পর্যায়টির নাম কী?
উত্তর: গর্ভকালীন বিকাশের তৃতীয় পর্যায়টির নাম ফেটাস পর্যায়।
১৪. ফেটাস কী?
উত্তর: গর্ভধারণের ৮ সপ্তাহের শেষ ভাগ থেকে জন্মগ্রহণের পূর্ব পর্যন্ত সময়ই হলো ফেটাস।
১৫. জীবন প্রসারের কোন সময়কে ‘নবজাতক’ (ঘবড়হধঃব) কাল বলা হয়?
উত্তর: জীবন প্রসারের জন্মের পর থেকে দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত সময়কে ‘নবজাতক’ (ঘবড়হধঃব) কাল বলা হয়।
১৬. Myxedema কী?
উত্তর: মিক্সেডেমা ডার্মাটোলজিক্যাল পরিবর্তনকে বর্ণনা করার জন্য ব্যবহৃত হয়।
১৭. জন্মের সময় সাধারণত নবজাতকের ওজন কত থাকে?
উত্তর: জন্মের সময় সাধারণত নবজাতকের গড় ওজন হয় প্রায় ৩-৪ কেজি (প্রায় ৭.৫ পাউন্ড)।
১৮. বাল্যকালের পরিসর উল্লেখ কর।
উত্তর: বাল্যকালের পরিসর জন্মের ২য় সপ্তাহ থেকে ২বছর।
১৯. মনঃসমীক্ষণের প্রবক্তা কে?
উত্তর: মনঃসমীক্ষণের প্রবক্তা সিগমন্ড ফ্রয়েড।
২০. ব্যাবলিং কী?
উত্তর: শিশুর অর্থহীন শব্দের পুনরাবৃত্তিই হলো ব্যাবলিং।
২১. বাক ত্রুটি কত প্রকার ও কী কী?
উত্তর: বাক ত্রুটি ৪ প্রকার। যথা- ১. এপ্রাক্সিয়া (Apraxia), ২. ডিসর্থ্রিয়া (Dysarthria), ৩. সাটারিং (Sutering) ও, ৪. ভয়েস (Voice)।
২২. ফ্রয়েডের মতে ব্যক্তিত্বের উপাদান কয়টি?
উত্তর: ফ্রয়েডের মতে ব্যক্তিত্বের উপাদান ৩টি। ১. আদিসত্তা, ২. অহম ও ৩. অধিসত্তা।
২৩. দলগত বয়স কী?
উত্তর: জীবন প্রসারের ৭থেকে ১১ বছরের মধ্যে বয়সই দলগত বয়স।
২৪. ভাষা বিকাশের গুরুত্বপূর্ণ কৌশল দুটো কী?
উত্তর: ভাষা বিকাশের গুরুত্বপূর্ণ কৌশল দুটো হলো- ১. শব্দ উচ্চারণ, ২. বাক্য গঠন।
২৫. পাঁচটি নিস্ক্রয় খেলার নাম উল্লেখ কর।
উত্তর: পাঁচটি নিস্ক্রয় খেলার নাম উল্লেখ করা হলো- ১. টেলিভিশন দেখা, ২. গল্প শোনা, ৩. ছবি দেখা, ৪. গান শোনা, ৫. বই পড়া।
২৬. বয়ঃসন্ধিকালের দুটি মুখ্য যৌন বৈশিষ্ট্যের নাম লেখ।
উত্তর: বয়ঃসন্ধিকালের দুটি মুখ্য যৌন বৈশিষ্ট্যের নাম হলো-১. অ-াশয়ের পরিপক্কতা লাভ ও ২. জরায়ুর বৃদ্ধি।
২৭. মানবদেহে কয় জোড়া ক্রোমোসোম আছে?
উত্তর: মানবদেহে ২৩ জোড়া ক্রোমোসোম আছে।
২৮. ডাউন সিনড্রোম কী?
উত্তর: যেসব শিশু ৪৭টি ক্রমোসোম নিয়ে জন্মগ্রহণ করে তাদের মানসিক ব্যাহত হয়, জিহ্বাস্ফীত হয়, চেহারা তেরছা থাকে, হৃৎপি-ের ক্রিয়া অস্বাভাবিক হয়। এসব বৈশিষ্ট্যসম্পন্ন শিশুর অবস্থাই ডাউন সিনড্রোম।
২৯. তারুণ্যের প্রথম পর্যায়কে কী নামে অখ্যায়িত করা হয়?
উত্তর: তারুণ্যের প্রথম পর্যায়কে প্রাক তারুণ্যে নামে অখ্যায়িত করা হয়।
৩০. কিশোর অপরাধ কী?
উত্তর: সাধরিণত ৭-১৬ বছর বয়সি কিশোরদ্বারা সংগঠিত অপরাধমূলক কাজকে কিশোর অপরাধ বলে।
Honors Suggestion Links | প্রশ্ন সমাধান সমূহ |
Degree Suggestion Links | BCS Exan Solution |
HSC Suggestion Links | 2016 – 2024 জব পরীক্ষার প্রশ্ন উত্তর |
SSC & JSC Suggestion Links | বিষয় ভিত্তিক জব পরিক্ষার সাজেশন |
খ বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)
১। বিকাশ মনোবিজ্ঞানের সংজ্ঞা দাও।
২। রক্তের Rh উপাদান কিভাবে গর্ভের শিশুকে প্রভাবিত করে।
৩। বিকাশ ও বৃদ্ধির মধ্যে পার্থক্য লিখ।
৪। ইমপ্লান্টেশন কী ?
৫। “ নাটকী খেলা ” ও “ গঠনমূলক খেলা ” বর্ণনা কর।
৬। বয়ঃসন্ধির চারটি বৈশিষ্ট্য আলোচনা কর।
৭। বিকাশ মনোবিজ্ঞানের গবেষণায় ব্যবহৃত সাক্ষাৎকার পদ্ধতি বর্ণনা কর ।
৮। গর্ভধারণের পর্যায়সমূহ বর্ণনা কর ।
৯। জীবন চক্রের ধাপসমূহ উল্লেখ কর।
১০। বাল্যকালকে সমগ্র জীবনের মূলভিত্তি বয়স হিসেবে ধরা হয় কেন ?
১১। জীবন চক্র নবজাতককাল এত গুরুত্বপূর্ণ কেন।
১২। সামাজিক বিকাশে সমবয়সী দলের ভূমিকা আলোচনা কর । গ – বিভাগ সাক্ষাৎকার পদ্ধতি বর্ণনা কর ।
১৩। প্রাক – শৈশবকে সমগ্র জীবনের মূল ভিত্তি বয়স হিসাবে ধরা হয় কেন ?
১৪। বিকাশ ও বর্ধনের মধ্যে পার্থক্য লিখ।
Suggestion Honors 2nd year Developmental Psychology-1 2024
খ. বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্নাবলি
১. বিকাশ মনোবিজ্ঞানের সংজ্ঞা দাও?
২. বিকাশ মনোবিজ্ঞানের লক্ষগুলো লেখ।
৩. প্রস্থচ্ছেদ পদ্ধতি ব্যাখ্যা কর।
৪. কেস স্টাডি পদ্ধতি কী?
৫. জীন ও ক্রোমোজম কী?
৬. জন্মপূর্ববর্তী বিকাশে প্রভাব বিস্তারকারী পরিবেশগত উপাদানগুলো সংক্ষেপে বর্ণনা কর।
৭. জন্মপূর্ববর্তী বিকাশে প্রভাব বিস্তারকারী মাতৃত্বজনিত উপাদানগুলো সংক্ষেপে বর্ণনা কর।
৮. জীবনচক্রে নবজাতককাল এত গুরুত্বপূর্ণ কেন?
৯. গর্ভধারনের পর্যায়সমূহ বর্ণনা কর।
১০. আঁতুরকালের বৈশিষ্ট্যসমূহ কী?
১১. বিকাশমূলক কার্যক্রম কী?
১২. প্রতিবর্তী ক্রিয়া কী?
১৩. প্রাক শৈশবকালের বৈশিষ্ট্যসমূহ লেখ।
১৪. জন্মের প্রকারভেদ উল্লেখ কর।
১৫. বয়ঃসন্ধিকালের প্রাথমিক যৌন বৈশিষ্ট্যগুলো বর্ণনা কর।
১৬. শৈশবকালীন ভাষা বিকাশের স্তরগুলো বর্ণনা কর।
১৭. শৈশবকালের আবেগের ধরন আলোচনা কর।
১৮. শৈশবে খেলা প্রয়োজন কেন?
১৯. বয়ঃসন্ধিকাল বলতে কী বুঝায়?
২০. বয়ঃসন্ধিতে অঙ্গপ্রত্যঙ্গের পরিবর্তন বর্ণনা কর।
short suggestion Honors 2nd year Developmental Psychology-1 2024
গ – বিভাগ (রচনামূলক প্রশ্ন)
১। বিকাশের নীতিসমূহ আলোচনা কর।
২। বিকাশের পরিবেশগত নির্ধারকসমূহ বর্ণনা কর।
৩। জন্ম প্রক্রিয়ার জটিলতাসহ বিভিন্ন প্রকার জন্ম প্রক্রিয়া বর্ণনা কর।
৪। জন্ম – পূর্ব বিকাশের প্রভাব বিস্তারকারী উপাদানসমূহ বর্ণনা কর।
৫। শৈশবকালের সামাজিক বিকাশে সমবয়সী দলের ভূমিকা আলোচনা কর।
৬। তরুন বয়সে দৈহিক পরিবর্তনসমূহ আলোচনা কর।
৭। শিশুর আবেগীয় বিকাশের উপর প্রভাব বিস্তারকারী উপাদানসমূহ আলোচনা কর।
৮। তারুণ্যে শারীরিক পরিবর্তনের ফলে কি কি মানসিক প্রভাব দেখা দেয় আলোচনা কর ।
৯। শৈশবের খেলার ধরনগুলো বর্ণনা কর ।
১০। শিশুর নৈতিক বিকাশে পুরষ্কার ও শাস্তির ভূমিকা আলোচনা কর।
১১। গর্ভকালীন বিকাশের স্তরসমূহ বর্ণনা কর ।
১২। কোহলবার্গ নৈতিকতার বিকাশকে কিভাবে ব্যাখ্যা করেছেন ?
১৩। বিকাশ মনোবিজ্ঞানে ব্যবহৃত যে কোনো দুটি পদ্ধতি আলোচনা কর ।
১৪। শিশুর ভাষা বিকাশ আলোচনা কর ।
[ বি:দ্র: উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
গ. বিভাগ: রচনামূলক প্রশ্নাবলি
১. বিকাশের নীতিসমূহ আলোচনা কর।
২. মানবীয় বিকাশ বলতে কী বুঝায়? মানবীয় বিকাশের পর্যায়সমূহ আলোচনা কর।
৩. গর্ভকালীন বিকাশের পর্যায়গুলো আলোচনা কর।
৪. শৈশবের খেলার ধরণগুলো বর্ণনা কর।
৫. বিকাশ মনোবিজ্ঞানে ব্যবহৃত সাক্ষাৎকার পদ্ধতি বর্ণনা কর।
2024 বিকাশ মনোবিজ্ঞান-১ অনার্স ২য় বর্ষ সাজেশন পিডিএফ ডাউনলোড
৬. জন্মপূর্ব বিকাশে প্রভাব বিস্তারকারী উপাদানগুলো আলোচনা কর।
৭. বিকাশের পুরবেশগত নিয়ামকসমূহ বর্ণনা কর।
৮. বয়ঃসন্ধিকালীন দৈহিক পরিবর্তনসমূহ বর্ণনা কর।
৯. শিশুর সামাজিক বিকাশে পরিবারের ভূমিকা আলোচনা কর।
১০. আঁতুরকালের শারীরিক বিকাশ ও কার্যাবলি বর্ণনা কর।
১১. নবজাতকের শারীরবৃত্তীয় কার্যাবলি আলোচনা কর।
১২. নবজাতকের প্রতিবর্তী ক্রিয়াসমূহ বর্ণনা কর।
১৩. বাল্যকালের আবেগীয় বিকাশ আলোচনা কর।
১৪. শিশুর নৈতিক বিকাশে পুরুস্কার ও শাস্তির ভূমিকা আলোচনা কর।
১৫. শৈশবকালীন আবেগের ধরন আলোচনা কর।
১৬. বাল্যকালের শারীরিক বিকাশ ও আবেগীয় বিকাশ আলোচনা কর।
১৭. শৈশবকালে আবেগ বিকাশের ধারা ও ধরন বর্ণনা কর।
১৮. তরুণ বয়সের মানসিক কার্যাবলি আলোচনা কর।
১৯. বয়ঃসন্ধিকালীন মুখ্য যৌন বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর।
২০. তারুণ্যের দৈহিক পরিবর্তন আলোচনা কর।
2024 জাতীয় বিশ্ববিদ্যালয়ের এর 2024 অনার্স ২য় বর্ষের বিকাশ মনোবিজ্ঞান-১ পরীক্ষার সাজেশন, 2024 অনার্স দ্বিতীয় বর্ষ বিকাশ মনোবিজ্ঞান-১ সাজেশন
Honors 2nd year Common Suggestion 2024
আজকের সাজেশান্স: Honors Developmental Psychology-1 Suggestion 2024,বিকাশ মনোবিজ্ঞান-১ চূড়ান্ত সাজেশন 2024