অনার্স ৩য় বর্ষের বাংলাদেশে কর ব্যবস্থা সাজেশন 2025
বাংলাদেশে কর ব্যবস্থা অনার্স ৩য় বর্ষ সাজেশন, চূড়ান্ত সাজেশন অনার্স ৩য় বর্ষের বাংলাদেশে কর ব্যবস্থা, অনার্স ৩য় বর্ষের বাংলাদেশে কর ব্যবস্থা ব্যতিক্রম সাজেশন pdf, অনার্স ৩য় বর্ষের ১০০% কমন বাংলাদেশে কর ব্যবস্থা সাজেশন,
জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স পাস এবং সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষের BA, BSS, BBA & BSC অনার্স ৩য় বর্ষের [২০১৩-১৪ এর সিলেবাস অনুযায়ী] বাংলাদেশে কর ব্যবস্থা/ বাংলাদেশের করবিধি (Taxation in Bangladesh) সুপার সাজেশন Department of : Management & Other Department Subject Code: 232607 |
2025 এর অনার্স ৩য় বর্ষের ১০০% কমন সাজেশন |
বাংলাদেশের করবিধি অনার্স ৩য় বর্ষ সাজেশন, অনার্স বাংলাদেশের করবিধি সাজেশন , চূড়ান্ত সাজেশন অনার্স ৩য় বর্ষের বাংলাদেশের করবিধি, অনার্স ৩য় বর্ষের বাংলাদেশের করবিধি ব্যতিক্রম সাজেশন pdf, ইমরান সাজেশন অনার্স ৩য় বর্ষের বাংলাদেশের করবিধি সাজেশন
অনার্স ৩য় বর্ষের পরীক্ষার সাজেশন 2025 (PDF) লিংক
সর্বশেষ সংশোধিত ও সাজেশন টি আপডেটের করা হয়েছে 2025
বাংলাদেশে কর ব্যবস্থা অনার্স ৩য় বর্ষ সাজেশন 2025
ক বিভাগ
- কর অবকাশ কি
- করের সংজ্ঞা দাও
- এডাম স্মিথ উল্লেখিত করের চারটি নীতি লেখ
- আয়কর আইনের দৃষ্টি কোণ হতে আয় বলতে কি বুঝায়
- করাঘাত কি
- কর সঞ্চালন কি
- করপাত কি
- প্রগতিশীল কর কি
- আয়কর কাকে বলে
- আয়কর কোন প্রকৃতির কর
- শুল্ক কি
- কর অগ্রিম সরকারি সিকিউরিটি কি
- আয়কর অধ্যাদেশ কত সালে জারি হয়
- ১৩-১৪ করবর্ষ ব্যক্তি করদাতার নূন্যতম কত
- করমুক্ত আয় কি
- অনাবর্তক আয় কি
- গৃহ সম্পত্তির বার্ষিক মূল্য বলতে কি বুঝ
- করবর্ষ কি
- অনাবাসিক করদাতা কাকে বলে
- করদাতাকে
- আনুতোষিক কি
- বার্ষিক বৃত্তি বলতে কি বুঝ
- গ্যাচুইটি কি
- জিরো কুপন বন্ড কি
- গৃহ সম্পত্তির বার্ষিক মূল্য কাকে বলে
- আয়ের বিবরণী দাখিলের ব্যর্থতার জন্য শাস্তি কি
- করের সমতার নীতি কি
- TiN এর পূর্ণরূপ লিখ
- কর নিরীক্ষা কি
- করদাতা মুক্তিযুদ্ধ হলেও কর ধার্য আয়ের সীমা কত
- বিনিয়োগ ভাতা কি
- অ্যাপিলেট ট্রাইবুনাল কি
- জাতীয় রাজস্ব বোর্ড কী
- এনআরবি এর পূর্ণরূপ কি
- পাবলিক ট্রেডড কোম্পানি কি
- লোকসান পূরূন বলতে কী বুঝ
- উৎস স্থলে কর কর্তন বলতে কি বুঝায়
Honors Suggestion Links | প্রশ্ন সমাধান সমূহ |
Degree Suggestion Links | BCS Exan Solution |
HSC Suggestion Links | 2016 – 2025 জব পরীক্ষার প্রশ্ন উত্তর |
SSC Suggestion Links | বিষয় ভিত্তিক জব পরিক্ষার সাজেশন |
বাংলাদেশে কর ব্যবস্থা অনার্স ৩য় বর্ষ সুপার সাজেশন PDF Download 2025
খ বিভাগ
- করের সংজ্ঞা দাও
- সরকারি রাজস্বের উৎসের নাম লেখ
- একটি উত্তম কর ব্যবস্থার বৈশিষ্ট্য সমূহ কি কি
- কর ঘাত কি
- করদাতা শ্রেণীবিভাগ বর্ণনা কর
- আয়কর আইনের দৃষ্টিতে আয়ের বৈশিষ্ট্য আলোচনা কর
- আয় কর ধার্যের আয়ের বৈশিষ্ট্যগুলো কী
- আয়করধার্য ও করধার্য আয়ের মধ্যে পার্থক্য লিখ
- অকর ধার্য ও কর ধার্য এর মধ্যে পার্থক্য লিখ
- বেতন পূরক বলতে কি বুঝ
- অনুমোদিত ভবিষ্যৎ তহবিলের জন্য অবশ্য পালনীয় শর্তগুলি লিখ
- গৃহসম্পত্তি খাতে অনুমোদনযোগ্য খরচ সমূহ কি কি
- কৃষি আয়ের অনুমোদনযোগ্য খরচ সমূহ কি কি
- কৃষিখাতে অকরধার্য সমূহ কি কি
- কর নির্ধারণ চক্র কি
- কোন কোন ক্ষেত্রে করদাতা কর ফেরত পেতে পারেন
- কোন কোন আয়ের এর উৎস স্থল কর কর্তন করা হয় লিখ
- জাতীয় রাজস্ব বোর্ড কাকে বলে
- আয়কর কর্তৃপক্ষ কারা
- আয়কর কর্তৃপক্ষ সাংগঠনিক কাঠামো উত্থাপন কর
PDF Download বাংলাদেশে কর ব্যবস্থা অনার্স ৩য় বর্ষ সুপার সাজেশন 2025
গ বিভাগ
করে নীতিমালা গুলো কি কি
একটি দেশের অর্থনৈতিক উন্নয়নে করের ভূমিকা বর্ণনা কর
- ক করপাত বলতে কি বুঝায়
- খ করঘাত ও করপাত এর মধ্যে পার্থক্য লিখ
বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে আয়করের ভূমিকা আলোচনা কর
আয় কর ধার্যের উদ্দেশ্য যায় শ্রেণীবিভাগ দেখাও নির্ধারণের প্রভাব দেখাও
বিভিন্ন করদাতার আবাসিক মর্যাদা তুমি কিভাবে নির্ণয় করবে
বেতনের উপাদান সমূহের বর্ণনা দাও
কর অবকাশ সুবিধা লাভের জন্য পালনীয় শর্তাবলী বর্ণনা কর
কর অবকাশ স্কিম কি? এর দুটি সুবিধা উল্লেখ কর
- ক কর অবকাশের সংজ্ঞা দাও
- খ কর অবকাশ সুবিধা লাভের জন্য পালনীয় শর্তাবলী বর্ণনা কর
- ক কর ফাঁকি কাকে বলে
- খ কর ফাঁকির পদ্ধতি সমূহ আলোচনা কর
জাতীয় রাজস্ব বোর্ডের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা কর
কোন কোনায় এর ক্ষেত্রে উৎস স্থলে কর কর্তন করা হয়
লোকসানের জের টানা বলতে কি বুঝ? কৃষি ও ব্যবসায় ও পোশ খাতের লোকসানের জের টানা আইনগত বিধান বর্ণনা কর
মূল্য সংযোজন কর পরিশোধের সময় ও পদ্ধতি আলোচনা কর
জনাব হুমায়ুন কোভিদ একজন সরকারি চাকরিজীবী। ২০১৬: সালের ৩০ জুন সমাপ্ত বছরে তার বেতন খাতে আয় ছিল নিম্নরূপ জাতীয় বিশ্ববিদ্যালয় 15
মি রনি বেসরকারি বীমা কোম্পানির একজন কর্মকর্তা। ৩০ জুন ১৫ তারিখে সমাপ্ত বছরে তার আয় সংক্রান্ত তথ্যাবলী নিম্নরূপ জাতীয় বিশ্ববিদ্যালয় 12
জনাব সুমন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক ।১৬ সালের ৩০ জুন সমাপ্ত বছরের তারা আয়ের উৎস নিম্নরূপ ১৪
মিস্টার খান একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ১৬; সালের ৩০ জুন সমাপ্ত বছরের আই তারা এর উৎস নিম্নরূপ ছিল জাতীয় বিশ্ববিদ্যালয় 16
নিম্নলিখিত তথ্যাবলী হতে জনাব বাহার এর ১৩-১৪: আই বর্ষে সিকিউরিটির শুধু তে মোট আয় নির্ণয় কর ১৩
নিম্নলিখিত তত্ত্বাবলী হতে মিস্টার রাজিব এর ১২-১৩ আয় বর্ষে সিকিউরিটি সুদ খাতে মোট আয় নির্ণয় কর জাতীয় বিশ্ববিদ্যালয় ১২.১৮
নিম্ন জনাব ইমরানের ১৩-১৪; আই বর্ষে সিকিউরিটি উৎখাতে তথ্য জমা দেয়া হল জাতীয় বিশ্ববিদ্যালয় ১৪
নিম্নলিখিত তত্ত্বাবলী হতে জনাব আয়েশার ১৫-১৬ আই বর্ষের অন্যান্য উৎস খাতে আয় নির্ণয় কর জাতীয় বিশ্ববিদ্যালয় 16
জনাব যুবায়ের হাসান ঢাকার খিলগাঁও থেকে বাড়ি আছে । বাড়িটির অর্ধেক মাসিক 30 হাজার টাকায় ভাড়া দেওয়া হয়েছে এবং অপর অর্ধাংশ তিনি নিজে বাস করেন। বাড়িটির মূল্য 60 লক্ষ টাকা ঐ বছরে বাড়ির খরচ ছিল নিম্নরূপ জাতীয় বিশ্ববিদ্যালয় ১৩
জামাল চৌধুরীর উত্তরা একটি দোতলা বাড়ি আছে। তিনি প্রথম তলায় পরিবার নিয়ে বসবাস করেন এবং উন্নয়ন কর্তৃপক্ষের নিকট মাসে ৩২ হাজার টাকায় ভাড়া দেন. সরকারি কর্তৃপক্ষ 5 পার্সেন্ট কর কর্তন করার তার ভাড়া পরিশোধ করেন বাড়িটির পৌরমূল্য 8 লক্ষ 40 হাজার টাকা বিশ্ববিদ্যালয় 15
মিস্টার শহিদের ঢাকার মিরপুরে একটি বাড়ি আছে বাড়িতে অর্ধেক মাসিক 15 হাজার টাকায় ভাড়া দেয়া হয়েছে এবং অপর অংশে তিনি নিজে বসবাস করেন বাড়িটির পৌরমূল্য লক্ষ আশি হাজার টাকা। বাড়িটির নিম্নরূপ খরচ ছিল
ভূমি উন্নয়ন কর ১ হাজার টাকা মেরামত খরচ 18000 টাকা টাকা দারোয়ানের বেতন ৬০ হাজার টাকা. হাউজ বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন এর সুদ 36000 টাকা পৌরকর 6000 টাকায় বৈদ্যুতিক সংযোগ স্থাপন হাজার টাকা। বাড়িটি বছর 1 মাস খালি থাকে জাতীয় বিশ্ববিদ্যালয় 12
নিম্নলিখিত তথ্যাবলী হতে জনাব করিমের 15-16 আয়বর্ষে কৃষি খাতের মোট ব্যয় নির্ণয় কর জাবি 16
নিম্নলিখিত তথ্যাবলী হতে জনাব মাহমুদের পুনরায় বর্ষের অন্যান্য উৎস খাতে মোট আয় নির্ণয় কর জাতীয় বিশ্ববিদ্যালয়ের 13 15
বনা প্রমানের 15-16 বছরের আয়ের নিম্নরূপ জাবি 03/06/09/10/11
ডেল্টা কোম্পানি লিমিটেড ১৬ সালের ৩০ জুন সমাপ্ত বছরের লাভ-লোকসান নিম্নে দেওয়া হল জাতীয় 15
সান কোম্পানি লিমিটেড ১৪ সালের ৩০ জুন সমাপ্ত বছরের লাভ লোকসান হিসাব নিম্নে দেয়া হল জাতীয় বিশ্ববিদ্যালয় 13
নাবিদ নাকি ভাই ভাই কোম্পানি লিমিটেড এর 2 জন অংশীদার। উক্ত ফার্মের ১৩ সালের 30 শে জুন বছরের লাভ লোকসান হিসাব নিম্নে প্রদত্ত হলো ১২
সিগমা লিমিটেড একটি উৎপাদনকারী প্রতিষ্ঠান। ১২ সালের ৩১ ডিসেম্বর্য উক্ত কোম্পানীর উৎপাদন ও বিক্রয় সংক্রান্ত তথ্যাবলী নিম্নে প্রদত্ত হলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের 12
ABC লি এর ১২ সালের ৩০ জুন সমাপ্ত বছরের পণ্য উৎপাদন ব্যয় ও বিক্রয় সংক্রান্ত তথ্যাবলী নিম্নে দেওয়া হল জাবি 15
[ বি:দ্র: উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
ক-বিভাগ: অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
১. সরকারি অর্থব্যবস্থা কী?
উত্তর : সরকারের আর্থিক নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়নের কৌশলকে সরকারি অর্থব্যবস্থা বলে।
২. অর্থ আইন কী?
উত্তর : সরকার প্রতি বছর জাতীয় বাজেট প্রণয়ন করার সময় করের হার, ন্যূনতম করযোগ্য সীমা, নতুন কর আরোপ বা কর অব্যাহতি ইত্যাদি ঘোষণা করে থাকে। আয়কর সংক্রান্ত এ সকল সংশোধন ও কার্যকর করার জন্য প্রতি বছর সরকার যে আইন করে তাকে অর্থ আইন বলে।
৩. কর অবকাশ কী?
উত্তর : কিছু কিছু নির্দিষ্ট শ্রেণির শিল্প প্রতিষ্ঠান নতুনভাবে স্থাপন করলে তার আয়ের উপর জাতীয় রাজস্ব বোর্ড একটি নির্ধারিত সময়কালের জন্য প্রয়োজনীয় শর্তসাপেক্ষে আয়কর অব্যাহতি দিয়ে থাকে। কর অব্যাহতি প্রাপ্ত ঐ সময় কালকে কর অবকাশ বলে।
৪. উত্তম কর ব্যবস্থা কী?
উত্তর : যে কর ব্যবস্থা সমাজে ন্যায় নীতি প্রতিষ্ঠা করে উৎপাদন, বিনিয়োগ ইত্যাদি বৃদ্ধিতে সহায়তা করে এবং যা তুলনামূলক সহজ, সরল ও উৎপাদনশীল তাকে উত্তম কর ব্যবস্থা বলে।
৫. ফি কাকে বলে?
উত্তর : সরকার কোনো ব্যক্তিকে বিশেষ সুবিধা দানের মাধ্যমে তার নিকট হতে যে অর্থ আদায় করে তাকে ফি বলে। যেমন : কোর্ট ফি, রেজিস্ট্রেশন ফি, মোটরগাড়ি লাইসেন্স ফি ইত্যাদি।
৬. করঘাত কী?
উত্তর : করদাতার সাথে করের প্রথম ঘাতকে করঘাত বলে।
৭. করঘাত ও করপাতের মধ্যে পার্থক্য কী?
উত্তর : করঘাত করদাতার সাথে প্রথম স্পর্শ বিন্দু। করঘাত যার উপর পড়ে পরোক্ষ করের ক্ষেত্রে সে করের বোঝা অন্যের উপর সরাতে পারে। পক্ষান্তরে, করপাত করের চূড়ান্ত আশ্রয়স্থল। করপাত যার উপর বর্তায় সে করের বোঝা অন্যের উপর সরাতে পারে না।
৮. করপাত কী?
অথবা, করপাত বলতে কী বুঝ?
উত্তর : করপাত হচ্ছে করের চূড়ান্ত আশ্রয়স্থল। যদি কর সঞ্চালন বা স্থানান্তর করা যায় তবে চূড়ান্তভাবে করের আর্থিক ভার অন্যের উপর বর্তায়। করের সর্বশেষ আর্থিক দায়ভারকে করপাত বলে।
৯. প্রগতিশীল কর কী?
উত্তর : যে কর ব্যবস্থায় উচ্চস্তরের আয় হতে ক্রমবর্ধমান হারে কর আদায় করার নীতি অনুসরণ করা হয় তাকে প্রগতিশীল কর ব্যবস্থা বলে।
১০. আয় কী?
উত্তর : কোনো সম্পত্তি বা বিশেষ গুণ বা ব্যক্তিগত দক্ষতা ও মেধা ব্যবহার বা দৈহিক অথবা মানসিক পরিশ্রমের জন্য ব্যবহারকারীর নিকট হতে নির্দিষ্ট সময় অন্তর যে অর্থ পাওয়া যায় তাকে সাধারণ দৃষ্টিতে আয় বলে।
১১. টার্নওভার কর কী?
উত্তর : যে সব ব্যক্তি বা প্রতিষ্ঠানের বার্ষিক বিক্রয় ৪০ লাখ টাকার কম সে সব ব্যক্তি বা প্রতিষ্ঠান ১৫% হারে মূল্য সংযোজন করের পরিবর্তে ৪% হারে যে কর প্রদান করে তাকে টার্নওভার কর বলে।
১২. NBR এর পূর্ণরূপ কী?
উত্তর : NBR এর পূর্ণরূপ হলো— National Board of Revenue.
১৩. মূলধনী লাভ কী?
উত্তর : মূলধনী লাভ বলতে মূলধনী সম্পত্তির হস্তান্তরজনিত লাভকে বুঝায়।
১৪. আয়বর্ষ কী?
উত্তর : আয়কর আইন অনুযায়ী একটি নির্দিষ্ট বছরের আয়ের ওপর ঠিক তার পরবর্তী বছরে আয়কর ধার্য করা হয়। যে বছরের আয়ের ওপর আয়কর ধার্য করা হয় তাকে আয়বর্ষ বা হিসাববর্ষ বলে।
১৫. করযোগ্য আয় কী?
উত্তর : করদাতার যে আয় করযোগ্য সীমা ও করের হার নির্ধারণে মোট আয়ের সাথে যুক্ত হয় এবং চূড়ান্তভাবে যে আয়ের উপর একজন করদাতাকে কর প্রদান করতে হয় তাক করযোগ্য আয় বলে।
১৬. করদাতা কে?
উত্তর : যে ব্যক্তি কোনরূপ প্রত্যক্ষ সুবিধার প্রত্যাশা না করে। সরকারকে বাধ্যতামূলকভাবে কর, জরিমানা ফি ও অন্যান্য বাধ্যতামূলকভাবে ধার্যকৃত অর্থ পরিশোধে বাধ্য থাকে তাকে করদাতা বলে।
১৭. বেতন পূরক কী?
উত্তর : কর্মচারী নিয়োগকর্তার নিকট হতে চাকরির শর্তানুসারে আয়বর্ষে বেতন ছাড়াও যে সকল সুযোগ সুবিধা পায় বা ভোগ করে থাকে তাকে বেতন পূরক বলে।
১৮. গৃহ সম্পত্তির বার্ষিক মূল্য কাকে বলে?
উত্তর : যুক্তিসঙ্গতভাবে ভাড়া দিয়ে বার্ষিক প্রত্যাশিত ভাড়ামূল্য এবং প্রকৃত ভাড়া মূল্য এই দুটির মধ্যে যেটি বড় তাকে বার্ষিক মূল্য বা Annual Value বলে।
১৯. শুধুমাত্র কৃষি আয়ের ক্ষেত্রে করযোগ্য আয়ের সীমা কত?
উত্তর: ২,০০,০০০ টাকা।
২০. পেশা বলতে কী বুঝ?
উত্তর : মানুষের দীর্ঘদিনের সাধনা, ত্যাগ, অধ্যবসায় ও অনুশীলনের দ্বারা অর্জিত বিশেষ গুণ যাকে কাজে লাগিয়ে অর্থ উপার্জন করা হয় তাকে পেশা বলে।
২১. বিনিয়োগ ভাতা কী?
উত্তর : করদাতার যে সকল আয় তার করযোগ্য সীমা ও করের হার নির্ধারণে মোট আয়ের মধ্যে যুক্ত হয় কিন্তু পরবর্তীতে শর্ত সাপেক্ষে নির্দিষ্ট হারে করবেয়াত পাওয়া যায় তাকে কর। রেয়াতযোগ্য আয় বা বিনিয়োগ ভাতা বলে।
ব্যবস্থাপনা ৩য় বর্ষ বাংলাদেশের করবিধি
২২. লোকসান পূরণ বলতে কী বুঝ?
উত্তর : আয়বর্ষে কোনো করদাতার এক বা একাধিক খাতে। লোকসান একই খাতের অন্য উৎসের লাভ দ্বারা বা অন্য খাতের আয় দ্বারা পূরণ করা যায়। এরূপ একখাতের লোকসান একই খাতের অন্যান্য উৎসের আয় দ্বারা বা অন্য খাতের আয় দ্বারা পূরণ করাকে লোকসান পূরণ বলা হয়।
২৩. TIN এর পূর্ণরুপ লেখ।
উত্তর : TIN এর পূর্ণরূপ Tax payers Identification Number.
২৪. অকরধার্য আয়ের সীমা কত?
অথবা, করদাতা গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা হলে অকরধার্য আয়ের সীমা কত?
উত্তর : অকরধার্য আয়ের সীমা ৪,২৫,০০০ টাকা ২০১৭-১৮ করবর্ষ।
২৫. বিনিয়োগ ভাতা কী?
উত্তর : করদাতার যে সকল আয় তার করযোগ্য সীমা ও করের হার নির্ধারণে মোট আয়ের মধ্যে যুক্ত হয় কিন্তু পরবর্তিতে শর্ত সাপেক্ষে নির্দিষ্ট হারে কর রেয়াত পাওয়া যায় তাকে বিনিয়োগ ভাতা বলে।
২৬. উৎসে কর কর্তন বলতে কী বুঝ?
উত্তর : আয় প্রদানকারী ব্যক্তি বা প্রতিষ্ঠান কর্তৃক আয় প্রদানের সময় আয়কর কেটে রাখাকে উৎসস্থলে কর কর্তন বলে।
২৭. আয়কর রিটার্ন কী?
উত্তর : অধ্যাদেশের ৭৫(২) ধারা অনুসারে আয়কর রিটার্ন প্রস্তুত করতে হয়। বিধি ২৪ অনুসারে স্বাভাবিক আয়কর রিটার্ন ফরম ও নির্ধারণী আয়কর রিটার্ন ফরম নামে ভিন্ন ভিন্ন দু’ধরনের ফরম আছে।
২৮. পাবলিক ট্রেডেড কোম্পানি কী?
উত্তর : যে কোম্পানি স্টক একচেঞ্জে তালিকাভুক্ত হয়েছে তাকে পাবলিক ট্রেডেড কোম্পানি বলে।
২৯. অ্যাপিলেট ট্রাইবুনাল কী?
উত্তর : আয়কর অধ্যাদেশের ১১ ধারা অনুসারে প্রয়োজনীয় সংখ্যক বিচার বিভাগীয় ও হিসাব বিভাগীয় সদস্য নিয়ে গঠিত হয়। গণপ্রজাতন্ত্রী | বাংলাদেশ সরকারের আইন মন্ত্রণালয় কর্তৃক সদস্যগণ নিয়োগপ্রাপ্ত হন। এটি আয়কর সংক্রান্ত সর্বোচ্চ বিচার বিভাগীয় কর্তৃপক্ষ।
৩০. VAT কী?
অথবা, মূল্য সংযোজন কর কাকে বলে?
অথবা, মূল্য সংযোজন কর কী?
উত্তর : কোনো উৎপাদিত পণ্য বা সেবার সংযোজিত মূল্যের উপর যে কর প্রদান করা হয় তাকে মূল্য সংযোজন কর বলে।
2025 বাংলাদেশে কর ব্যবস্থা অনার্স ৩য় বর্ষ সাজেশন পিডিএফ ডাউনলোড
খ-বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্ন
১. উত্তম কর ব্যবস্থার বৈশিষ্ট্যসমূহ কী কী?
অথবা, উত্তম কর ব্যবস্থার বৈশিষ্ট্য বর্ণনা কর।
২. করঘাত কী?
অথবা, করঘাতের সংজ্ঞা দাও।
৩. করদাতার শ্রেণিবিভাগ আলোচনা কর।
অথবা, করদাতার শ্রেণিবিভাগ বর্ণনা কর।
৪. প্রত্যক্ষ কর এবং পরোক্ষ করের মধ্যে পার্থক্য দেখাও।
৫. বৈধ করদাতা বলতে কী বুঝ?
অথবা, আইনসম্মত করদাতা বলতে কী বুঝ?
৬. কর ধার্য আয় ও অ-করধার্য আয়ের মধ্যে পার্থক্য কী লিখ।
৭. আয়কর কর্তৃপক্ষ কারা?
অথবা, আয়কর কর্তৃপক্ষ বলতে কী বুঝ ।
৮. অকরধার্য আয় এবং রেয়াতযোগ্য আয়ের মধ্যে পার্থক্য দেখাও।
৯. বেতন পূরক বলতে কী বুঝ?
অথবা, ১৯৯৮ সনের আয়কর অধ্যাদেশের বিধান অনুযায়ী বেতন পূরক কী?
১০. অনুমোদিত ভবিষৎ তহবিলের জন্য অবশ্য পালনীয় শর্তাবলিগুলো কী।
১১. গৃহসম্পত্তির বার্ষিক মূল্য কী বার্ষিক মূল্য নিরূপণের পদ্ধতি বর্ণনা কর।
১২. কৃষি আয়ের অনুমোদনযোগ্য খরচসমূহ কী?
১৩. কর নির্ধারণী চক্র কী?
১৪. কোন কোন আয়ের উৎসস্থলে কর কর্তন করা হয় লিখ।
১৫. উৎসে কর কর্তন বলতে কী বুঝ?
১৬. মূল্য সংযোজন করের জন্য নিবন্ধন পদ্ধতি লিখ।
2025 জাতীয় বিশ্ববিদ্যালয়ের এর 2025 অনার্স ৩য় বর্ষের বাংলাদেশের করবিধি পরীক্ষার সাজেশন, 2025 অনার্স তৃতীয় বর্ষ বাংলাদেশের করবিধি সাজেশন
গ-বিভাগ: রচনামূলক প্রশ্ন
১. একটি দেশের অর্থনৈতিক উন্নয়নে করের ভূমিকা বর্ণনা কর।
অথবা, অর্থনৈতিক উন্নয়নে করের ভূমিকা আলোচনা কর।
২. বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে আয়করের ভূমিকা আলোচনা কর।
৩. আয়কর ধার্যের উদ্দেশ্যে আয়ের শ্রেণিবিভাগ দেখাও। আয়কর নির্ধারণে এদের প্রভাব দেখাও।
৪. জাতীয় রাজস্ব বোর্ডের ক্ষমতা ও কার্যাবলি আলোচনা কর।
৫. অকরধার্য আয় এবং করমুক্ত আয়ের পার্থক্য লেখ।
অথবা, অকরধার্য এবং করমুক্ত আয়ের মধ্যে পার্থক্য দেখাও।
৬. করদায়ের উপর করদাতার আবাসিক মর্যাদার প্রভাব আলোচনা কর।
৭. কোন কোন ক্ষেত্রে করদাতার শনাক্তকরণ নম্বর প্রয়োজন? নতুন করদাতার টিআইএন প্রাপ্তির পদ্ধতি আলোচনা কর।
৮. গৃহসম্পত্তির বার্ষিক মূল্য কী বার্ষিক মূল্য নিরূপণের পদ্ধতি বর্ণনা কর।
৯. জনাব হুমায়ুন কবির একজন সরকারি চাকরিজীবী। ২০১৬ সালের ৩০ জুন সমাপ্ত বছরে তাঁর বেতন খাতে আয় ছিল নিম্নরূপ :
i. মূল বেতন মাসিক ৩২,০০০ টাকা।
ii. মহার্ঘভাতা মূল বেতনের ২০%।
iii. দুটি উৎসব বোনাস – প্রতিটি ১ মাসের মূল বেতনের সমান।
iv. তাঁকে বিনা ভাড়ায় একটি সুসজ্জিত বাসস্থান দেওয়া হয়েছে। যার বার্ষিক মূল্য ১,০০,০০০ টাকা।
v. তাঁকে একটি গাড়ি দেওয়া হয়েছে যা তিনি অফিস ও ব্যক্তিগত কাজে ব্যবহার করেন।
vi. চিকিৎসা ভাতা মাসিক ১,০০০ টাকা।
vii. চলতি বছরে তিনি ভ্রমণভাতা পান ১৫,০০০ টাকা।
viii. তিনি সাধারণ প্রভিডেন্ট ফান্ডে মূল বেতনের ১০% দান করেন।
ix. আয়বর্ষে তিনি ১২.৫% হারে উক্ত ফান্ড থেকে সুদ পান ৫,০০০ টাকা।
x. গৃহপরিচারিকা ভাতা বাবদ তাকে সরকার ২,৫০০ টাকা দেয়।
xi. তিনি গ্রুপ বিমায় মূল বেতনের ১% দান করেন।
xii. তিনি ডিপোজিট পেনশন স্কীমে মাসিক ৭,০০০ টাকা দান করেন।
সংশ্লিষ্ট বছরে বেতন খাতে তাঁর মোট আয় ও বিনিয়োগ ভাতা নির্ণয় কর।
১০. জনাব সুমন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক। ২০১৬ সালের ৩০ জুন সমাপ্ত বছরে তাঁর আয়ের উৎস নিম্নরূপ—
ক. বেতন খাতে আয় :
i. মূল বেতন প্রাপ্তি প্রতি মাসে ৩৬,০০০ টাকা।
ii. মহার্ঘভাতা মূল বেতনের ২০%।
iii. আপ্যায়ন ভাতা প্রতিবছর ৯,০০০ টাকা।
iv. যাতায়াত ভাতা প্রতিবছর ৩৬,০০০ টাকা।
v. মাসিক চিকিৎসা ভাতা ৩,০০০ টাকা।
vi. উৎসব বোনাস ৪ মাসের মূল বেতনের সমান।
মি. সুমনকে একটি সুসজ্জিত বাড়ি দেয়া হয়েছে। ইহার বার্ষিক ভাড়া মূল্য ১,৫০,০০০ টাকা। তিনি মূল বেতনের ১০% অনুমোদিত ভবিষ্যৎ তহবিলে জমা রাখেন। সমপরিমাণ টাকা নিয়োগকর্তা উক্ত তহবিলে জমা করেন।
খ. অন্যান্য আয় :
i. রেড ক্রিসেন্ট লটারির প্রাইজ প্রাপ্তি ২,০০,০০০ টাকা।
ii. সঞ্চয়ী ব্যাংকের সুদ ৫,৪০০ টাকা।
iii. ডাকঘর সঞ্চয়পত্রের সুদ ৫,৪০০ টাকা।
iv. লভ্যাংশ ৫৯,৪০০ টাকা।
v. কাঠ বিক্রয় থেকে আয় ১,৫২,০০০ টাকা।
গ. মি. সুমন ১৮,০০০ টাকা জীবন বিমা প্রিমিয়াম প্রদান করেন এবং বই ক্রয় করেন ৬,০০০ টাকা। মিঃ সুমনের করদায় নির্ণয় কর।
১১. জনাব শাকিল আহমেদ একটি বেসরকারি ব্যাংকের মুখ্য কর্মকর্তা। ২০১২ সালের ৩০ জুন তারিখে তার আয় ছিল নিম্নরূপ :
মাসিক মূল বেতন ২৫,০০০ টাকা।
মহার্ঘভাতা মূল বেতনের ২০%।
চিকিৎসাভাতা মাসিক ১,০০০ টাকা।
উৎসব বোনাস দুই মাসের মূল বেতনের সমপরিমাণ।
আপ্যায়ন ভাতা মাসিক ১,৫০০ টাকা (প্রকৃত খরচ ১২০০ ঢাকা)।
বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের ৬০%।
যাতায়ত ভাতা মাসিক ৩,০০০ টাকা।
তিনি তার মূল বেতনের ১০% অনুমোদিত ভবিষ্যৎ তহবিলে জমা দেন, তার নিয়োগকর্তাও সমপরিমাণ অর্থ উক্ত তহবিলে প্রদান করেন। উক্ত বছরের তার খরচ ও বিনিয়োগ ছিল নিম্নরূপ :
ক. পারিবারিক ব্যয় ১,২৫,০০০ টাকা।
খ. জীবন বিমার প্রিমিয়াম (পলিসিমূল্য ১,৫০,০০০ টাকা) ১০,০০০ টাকা।
গ. তালিকাভুক্ত কোম্পানির শেয়ার ক্রয় ২০,০০০ টাকা।
ঘ. প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দান ৫,০০০ টাকা।
করণীয় : জনাব আহমেদের মোট আয় ও করদায় নির্ণয় কর।
১২. জনাব জাবের একটি বেসরকারি কোম্পানিতে ২০,০০০ – ১,০০০ × ১০ – ৩০,০০০ টাকা বেতন স্কেলে চাকরি করেন। ২০১৪ সালের ৩০ জুন তারিখে তার মূল বেতন ছিল ২৫,০০০ টাকা। তার বেতন বৃদ্ধির তারিখ ১ জানুয়ারি। চিকিৎসা ও আপ্যায়ন ভাতা হিসেবে তিনি মাসিক ৩,০০০ টাকা ও ২,০০০ টাকা প্রাপ্ত হন। উৎসব বোনাস হিসেবে তিনি দুই ঈদে এক মাসের মূল বেতনের সমান একটি করে দুইটি বোনাস পান। জনাব জাবেরকে ভাড়ামুক্ত একটি সুসজ্জিত বাড়ি দেয়া হয় যেটির ভাড়া মূল্য ৯৬,০০০ টাকা। তাকে পূর্ণকালীন ব্যক্তিগত ব্যবহারের জন্য একটি গাড়িও প্রদান করা হয়। তিনি তার মূল বেতনের ১০% অনুমোদিত ভবিষ্যৎ তহবিলে জমা দেন। তার নিয়োগকর্তাও সমপরিমাণ অর্থ উক্ত তহবিলে প্রদান করেন। উক্ত বছরে তার বিনিয়োগ ও খরচসমূহ নিম্নরূপ ছিলঃ
i. পারিবারিক ব্যয় ২,০০,০০০ টাকা;
ii. বিমা সেলামি (পলিসির মূল্য ৪,০০,০০০ টাকা) ৫০,০০০ টাকা;
iii. প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দান ১০,০০০ টাকা;
iv. তালিকাভুক্ত কোম্পানির প্রাথমিক শেয়ার ক্রয় ২০,০০০ টাকা;
v. অতালিকাভুক্ত কোম্পানির শেয়ার ক্রয় ১৫,০০০ টাকা, জনাব জাবেরের ২০১৩-২০১৪ আয় বর্ষের জন্য মোট আয় ও করদায় নির্ণয় কর।
১৩. নিম্নলিখিত তথ্যাবলি হতে জনাব বাহার এর ২০১৩-২০১৪ আয়বর্ষে সিকিউরিটির সুদ হতে মোট আয় নির্ণয় কর:
i. করমুক্ত সরকারি সিকিউরিটির সুদ ৩২,০০০ টাকা;
ii. করবাদ সরকারি সিকিউরিটির সুদ ২৪,০০০ টাকা;
iii. কর অগ্রিম সরকারি সিকিউরিটির সুদ ১০,০০০ টাকা;
iv. ১০% অনুমোদিত বাণিজ্যিক সিকিউরিটির সুদ ৩০,০০০ টাকা;
v. ১২% অনুমোদিত বাণিজ্যিক সিকিউরিটির ২,০০,০০০ টাকা;
vi. জিরো কুপন বন্ডের সুদ ২৪,০০০ টাকা;
উপরোক্ত সুদসমূহ আদায়ের জন্য ব্যাংক ৬,৫২০ টাকা চার্জ করেছে।
১৪. নিম্নলিখিত তথ্যাবলি হতে মি. রাজীব এর ২০১২-২০১৩ আয়বর্ষে সিকিউরিটির সুদ খাতে মোট আয় নির্ণয় কর :
i. ১০% করমুক্ত সরকারি সিকিউরিটি ৬৫,০০০ টাকা।
ii. কর অগ্রিম সরকারি সিকিউরিটির সুদ ৫,০০০ টাকা।
iii. অনুমোদিত বাণিজ্যিক সিকিউরিটির সুদ ১৫,০০০ টাকা।
iv. অননুমোদিত বাণিজ্যিক সিকিউরিটির সুদ ১০,০০০ টাকা।
v. জিরো কুপন বন্ডের আয় ২০,০০০ টাকা।
করমুক্ত ও কর অগ্রিম সরকারি সিকিউরিটির সুদ এবং জিরো কুপন বন্ডের সুদ আদায়ের জন্য ব্যাংক চার্জ যথাক্রমে ১৭৫ টাকা, ২২৫ টাকা ও ৩০০ টাকা। বাণিজ্যিক সিকিউরিটির সুদ আদায়ের কমিশন বাবদ ব্যাংক ৭০০ টাকা কর্তন করে। এ ছাড়াও অনুমোদিত বাণিজ্যিক ঋণপত্র ক্রয়ের জন্য ব্যাংক হতে ৬% সুদে ১,২০,০০০ টাকা ঋণ গ্রহণ করা হয়।
১৫. সেলিম সাহেবের বনানীতে দু’তলা একটি বাড়ি আছে। তিনি একটি ফ্লোরে থাকেন এবং অন্যটি একজন বিদেশি ভাড়াটিয়ার নিকট মাসিক ৭৫,০০০ টাকায় ভাড়া দেন। বাড়িটির পৌরমূল্য ২০,০০,০০০ টাকা। ২০১২-২০১৩ আয় বর্ষে গৃহ খাতে নিম্নোক্ত খরচ সম্পাদিত হয় :
১. মেরামত খরচ ১,৮০,০০০ টাকা।
২. পৌরকর ৩০,০০০ টাকা।
৩. অগ্নি বিমার প্রিমিয়াম ১২,০০০ টাকা।
৪. নৈশ প্রহরীর বেতন ৩০,০০০ টাকা।
৫. বৈদ্যুতিক সংস্থাপন ব্যয় ২৫,০০০ টাকা। চলতি বছরে জনাব সেলিম হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের ১২% সুদে ২০,০০,০০০ টাকা ঋণের মধ্যে ৩,০০,০০০ টাকা কিস্তি পরিশোধ করেন। চুক্তি অনুযায়ী মালিককে ভাড়াটিয়ার পানি ও গ্যাস বিল বাবদ প্রতি বছর ৬০,০০০ টাকা পরিশোধ করতে হয়। ২০১৫ সালের ৩০ জুন তারিখে গৃহ খাতে আয় নির্ণয় কর।
১৬. জনাব আমির হোসেন একজন সরকারি কর্মকর্তা। ঢাকা শহরে তার একটি বাড়ি আছে। বাড়িটির দোতলায় তিনি বসবাস করেন এবং নীচতলা থেকে বার্ষিক ৪,৭৫, ৯৮০ টাকা ভাড়া পান। ভাড়াটিয়া মালিকের পৌর কর বাবদ পরিশোধ করেছেন ৩,০০০ টাকা। বাড়িটির মিউনিসিপ্যাল মূল্য ৮,০০,০০০ টাকা। বাড়ি সংক্রান্ত অন্যান্য খরচসমূহ নিম্নরূপ :—
i. মেরামত ৪০,০০০ টাকা;
ii. ভূমি উন্নয়ন কর ১০,০০০ টাকা;
iii. ভূমির খাজনা ৩,০০০ টাকা;
iv. ভূমির ভাড়া ৭,০০০ টাকা;
v. ঋণের সুদ ১০,০০০ টাকা;
vi. আদায় খরচ ৭,০০০ টাকা,
vii. আইন খরচ ৪,০০০ টাকা;
viii. লিফটম্যান, সিঁড়ি ও পানি, দারোয়ানের বেতন ২০,০০০ টাকা;
ix. নিরাপত্তা প্রহরীর বেতন ১৪,০০০ টাকা;
x. বিদ্যুৎ, পানি ও পয়ঃকর ৪,০০০ টাকা;
xi. বাড়িটি এক মাস খালি ছিল;
xii. বৈদ্যুতিক সংস্থাপন ব্যয় ১০,০০০ টাকা;
xiii. পৌরকর ৩,০০০ টাকা। ২০১৫-১৬ আয় বর্ষে জনাব আমির হোসেনের গৃহ সম্পত্তিখাতে মোট আয় নির্ণয় কর।
১৭. জনাব সিরাজুল হকের ২০১৭-১৮ অর্থবছরের নিম্নবর্ণিত তথ্য হতে গৃহসম্পত্তি খাতে আয় নির্ণয় কর:
তার ঢাকা শহরে একটি তিনতলা বাড়ি রয়েছে। বাড়িটির তৃতীয় তলায় তিনি থাকেন এবং নিচতলা ও দোতলা একটি কোম্পানিকে ভাড়া প্রদান করেন। প্রতিষ্ঠানটি উৎস কর কর্তন করে তাকে মাসে। ৫০,০০০ টাকা ভাড়া প্রদান করে। বাড়িটির পৌরমূল্য নির্ধারণ করা হয়েছিল ৪,২০,০০০ টাকা। তিনি বাড়িটির জন্য নিম্নবর্ণিত | ব্যয় করেন (ক) মেরামত খরচ ১,৭০,০০০ টাকা, (খ) পৌরকর ৬০,০০০ টাক; (গ) অগ্নি বিমার প্রিমিয়াম ১০,০০০ টাকা; (ঘ) নৈশ প্রহরীর বেতন ৩৬,০০০ টাকা।
চলতি বছরে জনাব সিরাজুল হকের হাউজ বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের ১১% হার সুদে ১৮,০০,০০০ টাকা ঋণের মধ্যে ৩,০০,০০০ টাকা পরিশোধ করেন। বাড়িটি একমাস খালি ছিল।
১৮. নিম্নলিখিত তথ্যাবলি হতে জনাব সাদের ২০১৫- ২০১৬ আয়বর্ষে কৃষি খাতের মোট আয় নির্ণয় কর:
i. ধান বিক্রয় ৪০,০০০ টাকা;
ii. পাট বিক্রয় ৬০, ০০০ টাকা;
iii. বর্গা প্রদত্ত কৃষি জমি হতে নগদ প্রাপ্তি ১,০০,০০০ টাকা;
iv. চা বাগান হতে আয় ৫০,০০০ টাকা;
v. ডেইরী ফার্মের আয় ৩০,০০০ টাকা;
vi. কৃষি খাতের খরচগুলো হলো : স্থানীয় কর ৩,০০০ টাকা;
vii. বিমা সেলামি ৫,০০০ টাকা; ঋণের সুদ ২০,০০০ টাকা;
১৯. ২০১৪ সালের ৩০ জুন তারিখে জনাব গণির কৃষি আয় ছিলো নিম্নরূপ পাট বিক্রয় প্রতি মণ ৮০০ টাকা দরে ৪০০ মণ, ধান বিক্রয় প্রতি মণ ১,০০০ টাকা দরে ২০০ মণ, ইজারা দেয়া জমি হতে আয় ৪৮,০০০ টাকা, মাছ চাষ হতে নিট আয় ১,২০,০০০ টাকা উক্ত বছরে কৃষিখাতে খরচসমূহ ছিলো নিম্নরূপ—
ভূমি খাজনা প্রদান – ১২,০০০ টাকা
শস্য বিমা প্রিমিয়াম – ১১,৫০০ টাকা
ইউনিয়ন পরিষদ কর – ৬,৮০০ টাকা
কৃষি ঋণের সুদ – ২০,০০০ টাকা
জনাব গণির একটি ওজন মাপার যন্ত্র ছিল যা তিনি ১৮,০০০ টাকা মূল্যে ক্রয় করেছিলেন। এটি অপ্রচলিত হয়ে যাওয়ায় তিনি এটি ৯,৫০০ টাকায় বিক্রয় করেন। বিক্রয়ের সময় এর অবচিত মূল্য ছিল ১৩,০০০ টাকা। তাকে যথাযথ হিসাবের বই দেখাতে বলা হলে তিনি তা দেখাতে পারেননি অথচ তিনি উৎপাদন খরচ বাবদ ২,৫০,০০০ টাকা খরচ দাবি করেন। মি. গণির করযোগ্য আয় গণনা কর।
২০. জনাব শফিক আহমেদ একটি স্টেশনারি দোকানের মালিক। ০১-০৭-২০১৪ থেকে ৩০-০৬-২০১৫ তারিখ পর্যন্ত তাঁর আয়-ব্যয় ছিল নিম্নরূপ :
ক. মোট বিক্রয়ের পরিমাণ ১৫,০০,০০০ টাকা।
খ. বিক্রীত মালামালের ব্যয় ৯,০০,০০০ টাকা।
গ. কর্মচারীদের বেতন ৯০,০০০ টাকা।
ঘ. দোকান ভাড়া, পরিবহন ও অন্যান্য ১,৫০,০০০ টাকা।
ঙ. দোকানে ব্যবহারের জন্য আসবাবপত্র ক্রয় ৪৫,০০০ টাকা।
চ. গত বছরের লোকসানের পরিমাণ ছিল ১৫,০০০ টাকা।
করণীয় : ব্যবসায় খাতের মোট আয় নির্ণয় কর।
Honors 3rd year Common Suggestion 2025
আজকের সাজেশান্স: Honors Taxation in Bangladesh Suggestion 2025,বাংলাদেশের করবিধি চূড়ান্ত সাজেশন 2025