মায়ের মৃত্যু ও একটি চিকিৎসা ফোরাম
-মোঃ ফিরোজ খান
সরল ছেলেরা সকলে চলতো ভালো পথে
ডাক্তার হয়ে ছিলো মায়ের ছেলেরা সকলে
ভালো পথে ছিলো ছেলেরা দেশের সেবায়
হঠাৎ অসুস্থ হলেন মা একদিন সকালে।
ছেলেরা হয়ে গেলো যেনো পাগলের মতো
মাকে নিয়ে বিভিন্ন হসপিটালে সবাই ছুটল
করোনা বলে ডাক্তাররা মাকে রুটলো
ছেলেরা এ কথা শুনে হতাশায় পরলো।
মায়ের ছিলো কোনো করোনা ভাইরাস
চিকিৎসায় অবহেলা দেখে মা হলেন হতাশ
মা পেলোনা সঠিকভাবে নিতে অক্সিজেন
হঠাৎই ছড়িয়ে পরলো শোকের বাতাস।
মা যে ছিলো ছেলেদের সুখের ভান্ডার
ন্যায়ের পথে দেখা যায় শুধু অন্ধকার
বিনা চিকিৎসায় মা চলে গেলেন ওপারে
ছেলেরা যেনো পরলো গভীর সাগরে।
বিনা চিকিৎসার জন্য মাকে হারিয়ে
ছেলেরা দিশেহারা হয়ে কাঁদছে অধরে
ভাবছে বসে ছেলেরা মায়ের কথা
কি দোষে মাকে হারিয়েছি আঁধারে?
ন্যায় নীতি মেনে সবার চলছিল জীবন
মায়ের আদরে সবাই ছিলো ভালো
হাসিখুশীতে থাকতো মিলেমিশে সবাই
মা ছিলেন সবার সুখ জীবনের আলো।
হঠাৎ করে জীবন হলো এলোমেলো
অন্যায়ের সঙ্গে তবু করিনি কেউ আপোষ
ভুল চিকিৎসকের বিরুদ্ধে ঘুরে দাড়িয়ে
খুঁজতে ছিলো সেই চিকিৎসকের দোষ।
একত্রিত অনলাইনে করলো আলোচনা
এভাবে গঠন হল একটি চিকিৎসা ফোরাম
মায়ের মৃত্যুর কথা দেশ বিদেশে ছড়ালো
চিকিৎসকদের ঘুম হয়ে গেলো হারাম।
মায়ের কথা নিয়ে লেখালেখি গনমাধ্যমে
অনলাইনে মাধ্যমে গঠন হলো পাশ আইন
কোনো মা যেনো বিনা চিকিৎসায় না মরে
চিকিৎসা ফোরাম অবশ্যই করবে সাইন।
মায়েরা আর মরবেনা বিনা চিকিৎসায়
মা বোন সহ সকলের চিকিৎসার জন্য
পরিবর্তন করতে হবে চিকিৎসা ক্ষেত্র
মায়ের জন্য চিকিৎসা ফোরাম হলো ধন্য।
লেখক সাংবাদিক
মোঃ ফিরোজ খান
গাজীপুর বাংলাদেশ
- মার্চেন্ট ব্যাংকের কার্যাবলি আলোচনা কর, মার্চেন্ট ব্যাংকের কার্যক্রম বর্ণনা কর
- সপ্তাহে কতবার সহবাস সন্তান ধারণের জন্য উপযোগী?, সপ্তাহে কতবার যৌন মিলন সম্পর্ক গভীর করে?
- যেভাবে সহবাস করলে বাচ্চা হয় বিস্তারিত,মহিলারা গর্ভবতী হবার জন্য কখন যৌনমিলনে লিপ্ত হবেন,গর্ভধারণের জন্য সেরা সেক্স পজিশন
- বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় কি কি ব্যবস্থা প্রচলিত আছে বিস্তারিত লিখুন
- সোয়াপ (SWAP) কাকে বলে? , সোয়াপ (SWAP) কতো প্রকার বিস্তারিত আলোচনা করো