চূড়ান্ত সাজেশন অনার্স ৪র্থ বর্ষের আন্তর্জাতিক বাণিজ্য, অনার্স ৪র্থ বর্ষের ১০০% কমন আন্তর্জাতিক বাণিজ্য সাজেশন,
অনার্স ৪র্থ বর্ষের আন্তর্জাতিক বাণিজ্য সাজেশন 2024
জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স পাস এবং সার্টিফিকেট কোর্স ৪র্থ বর্ষের BA, BSS, BBA & BSC অনার্স ৪র্থ বর্ষের [২০১৩-১৪ এর সিলেবাস অনুযায়ী] আন্তর্জাতিক বাণিজ্য (International Trade ) সুপার সাজেশন Department of : Management & Other Department Subject Code: 242611 |
২০২৪ এর অনার্স ৪র্থ বর্ষের ১০০% কমন সাজেশন |
আন্তর্জাতিক বাণিজ্য অনার্স ৪র্থ বর্ষ সাজেশন, চূড়ান্ত সাজেশন অনার্স ৪র্থ বর্ষের আন্তর্জাতিক বাণিজ্য, অনার্স ৪র্থ বর্ষের আন্তর্জাতিক বাণিজ্য ব্যতিক্রম সাজেশন pdf, অনার্স ৪র্থ বর্ষের ১০০% কমন আন্তর্জাতিক বাণিজ্য সাজেশন,
অনার্স ৪র্থ বর্ষের পরীক্ষার সাজেশন ২০২৪ (PDF) লিংক
সর্বশেষ সংশোধিত ও সাজেশন টি আপডেটের করা হয়েছে ২০২৪
আন্তর্জাতিক বাণিজ্য অনার্স ৪র্থ বর্ষ সাজেশন 2024
ক-বিভাগ: অতিসংক্ষিপ্ত প্রশ্নের উত্তর
১. আন্তর্জাতিক বাণিজ্য কি?
উত্তর : দুই বা ততোধিক স্বাধীন দেশের মধ্যে দ্রব্য বা সেবার বৈধ বিনিময়কে আন্তর্জাতিক বাণিজ্য বলে।
২. মুক্ত বাণিজ্য বলতে কী বুঝ?
উত্তর : দুই বা ততোধিক দেশের মধ্যে কোনো প্রকার রাষ্ট্রীয় হস্তক্ষেপ বা নিয়ন্ত্রণ ছাড়া অবাধে বাণিজ্য পরিচালিত হলে তাকে মুক্ত বা অবাধ বাণিজ্য বলে।
৩. শুষ্ক বলতে কী বুঝ?
উত্তর : বৈদেশিক পণ্য ক্রয়ে যে Tariff বা Tax ধরা হয় তাকে শুল্ক বলে।
৪. কোটা কী?
উত্তর : Quota means international trade to help regulate the volume of trade between two countries.
৫. GATT-এর এব্রিভিয়েশন কর।
উত্তর : ১৯৪৭ সালে হাভানা সম্মেলনে শুল্ক ও বাণিজ্য সংক্রান্ত সাধারণ সমঝোতা স্বাক্ষরিত হয় যা সংক্ষেপে এঅঞঞ নামে পরিচিত।
৬. Forward Exchange rate-এর সংজ্ঞা দাও।
উত্তর : Forward Exchange rate is the exchange rate at which a bank agree to exchange one currency for another at a future date when it enters into a forward contract with on investor.
৭. মুদ্রাবাজার বলতে কী বুঝ?
উত্তর : স্বল্পমেয়াদি তহবিলের যোগানদাতা ও সংগ্রহকারীদের মধ্যে আর্থিক সম্পর্ক সৃষ্টি করাকে মুদ্রা বাজার বলে।
৮. ঋণপত্র কী?
উত্তর : ঋণপত্র হচ্ছে কোম্পানি কর্তৃক ঋণের বিপরীত ইস্যুকৃত প্রামাণ্য দলিল বিশেষ।
৯. মেটস রসিদ কী?
উত্তর : পণ্যসামগ্রী জাহাজে বোঝাই করার পর জাহাজের ক্যাপ্টেন পণ্যসামগ্রী বুঝে পেয়ে যে রসিদ জাহাজ কর্তৃপক্ষের নিকট প্রদান কর তাকে মেটস রসিদ বলা হয়। মেটস রসিদের রপ্তানিকৃত পণ্যসামগ্রীর পূর্ণ বিবরণ উপস্থাপনা করা হয়ে থাকে।
১০. মুদ্রার অবমূল্যায়ন বলতে কী বুঝায়?
উত্তর : কোনো দেশের অবমূল্যায়ন বলতে সংশ্লিষ্ট দেশের সরকার কর্তৃক স্বতঃপ্রণোদিত ভাবে বিদেশি মুদ্রায় দেশীয় মুদ্রার বিনিময় মূল্য কমিয়ে দেয়াকে বুঝায়।
১১. বাণিজ্য ঘাটতি কী?
উত্তর : বাণিজ্য ঘাটতি বলতে বাণিজ্যের টানাপোড়েনকে বুঝায়।
১২. WTO এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
উত্তর : সুইজারল্যান্ডের রাজধানী জেনেভায়।
১৩. আন্তর্জাতিক বাণিজ্য বলতে কী বুঝায়?
উত্তর : দুই বা ততোধিক স্বাধীন দেশের মধ্যে দ্রব্য বা সেবার বৈধ বিনিময়কে আন্তর্জাতিক বাণিজ্য বলে।
১৪. OPEC এর সদর দপ্তর কোথায়?
উত্তর : OPEC এর সদরদপ্তর ভিয়েনা।
১৫. OPEC এর সদস্য দেশ কয়টি?
উত্তর : ১২টি।
১৬. OPEC এর পূর্ণরূপ কি?
উত্তর : OPEC এর পূর্ণরূপ হলো- Organization of Petroleum Exporting Countries.
১৭. উৎপাদনের তুলনামূলক সুবিধা কি?
উত্তর : অন্য দেশের তুলনায় একটি দ্রব্য উৎপাদনে ব্যয় কম হলে বিবেচ্য দেশ তখন উৎপাদনের তুলনামূলক সুবিধা অর্জন করে।
১৮. বিশ্বায়ন বলতে কী বুঝ?
উত্তর : বিশ্বায়নের ধরন তিনটি যথা : ১. অর্থনৈতিক বিশ্বায়ন, ২. রাজনৈতিক এবং ৩. সাংস্কৃতিক বিশ্বায়ন।
১৯. এডাম স্মিথের পরম ব্যয় সুবিধা কী?
উত্তর : আন্তর্জাতিক বাণিজ্যের ভিত্তি হিসেবে সর্বপ্রথম অর্থনীতির জনক অধ্যাপক এ্যাডাম স্মিথ পরম বা পূর্ণাঙ্গ ব্যয়-সুবিধা তত্ত্বটি উপস্থাপন করেন।
২০. রপ্তানি প্রক্রিয়াকরণ (ইপিজেট) বলতে কী বুঝ?
উত্তর : রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা বলতে এমন একটি সুনির্দিষ্ট সীমানা পরিবেষ্টিত এলাকাকে বুঝানো হয় যেখানে হ্রাসকৃত শুল্কে পণ্যসামগ্রী আমদানি, উৎপাদন এবং বিশেষ সুবিধা সম্বলিত রপ্তানি নীতির আওতায় উৎপাদিত পণ্য বিদেশে পাঠানোর জন্যে জাহাজিকরণের ব্যবস্থা গ্রহণ করা হয়।
২১. ASEAN এর সদর দপ্তর কোথায়?
উত্তর : জাকার্তা, ইন্দোনেশিয়া।
২২. বাণিজ্য ভারসাম্যের সমতার সূত্রটি লিখ।
উত্তর : বাণিজ্য ভারসাম্যের সমতার সূত্রটি হলোÑ
Ev = Iv
এখানে, Ev = Export Value.
Iv = Import Value.
২৩. বৈষম্যমূলক একমুখী কোটা কী?
উত্তর : যদি নির্দিষ্ট এক বা একাধিক দেশ থেকে পণ্য দ্রব্যাদির আমদানির অনুমতি দেয়া হয় তাহলে কোটার ধরন হবে বৈষ্যমূলক একমুখী কোটা।
২৪. কোটার ফলাফল কী?
উত্তর : পণ্য দ্রব্যের মূল্য বাণিজ্য হার ইত্যাদি ক্ষেত্রে কোটার প্রভাব বা ফলাফলকে দু’ভাগে বিবেচনা করা হয়ে থাকে যথা : ১. কোটার মূল্য প্রভাব এবং ২. কোটার বাণিজ্য হারের প্রভাব।
Honors Suggestion Links | প্রশ্ন সমাধান সমূহ |
Degree Suggestion Links | BCS Exan Solution |
HSC Suggestion Links | 2016 – 2024 জব পরীক্ষার প্রশ্ন উত্তর |
SSC Suggestion Links | বিষয় ভিত্তিক জব পরিক্ষার সাজেশন |
আন্তর্জাতিক বাণিজ্য অনার্স ৪র্থ বর্ষ সুপার সাজেশন PDF Download 2024
খ-বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্ন
১. অভ্যন্তরীণ বাণিজ্য ও আন্তর্জাতিক বাণিজ্যের পার্থক্য দেখাও।
২. লিওনটিফ প্যারাডক্স কী? ব্যাখ্যা কর।
৩. “সংরক্ষিত বাণিজ্যের চেয়ে অবাধ বাণিজ্য ভাল” – ব্যাখ্যা কর।
৪. শুল্ক কীভাবে বাণিজ্যে প্রতিবন্ধকতা সৃষ্টি করে? সংক্ষেপে উত্তর দাও।
৫. ট্রানজিট ও ট্রানশিপমেন্ট এর মধ্যে পার্থক্য দেখাও।
৬. আর্থিক ব্যবস্থা বলতে কী বুঝ? আর্থিক ব্যবস্থার উপাদানসমূহ উল্লেখ কর।
৭. গ্রুপ ব্যাংকিং ও চেইন ব্যাংকিং এর মধ্যে পার্থক্য দেখাও।
৮. পাঁচটি পৃথক সংস্থা নিয়ে বিশ্বব্যাংক গঠিত, এব্রিভিয়েশনসহ সংস্থাগুলোর নাম লিখ।
৯. আন্তর্জাতিক বাণিজ্যের পাঁচটি বৈশিষ্ট্য লিখ।
১০. আন্তর্জাতিক বাণিজ্য উদ্ভবের কারণ লিখ।
১১. ডেভিড রিকার্ডোর তুলনামূলক ব্যয় সুবিধা তত্ত্বের অনুমিতিসমূহ কী কী?
১২. গ্যাট বলতে কী বুঝ ?
১৩. WTO বলতে কী বুঝ?
১৪. বৈদেশিক বিনিময় হার কীভাবে নির্ধারিত হয়?
১৫. বাংলাদেশের বৈদেশিক বাণিজ্যের গুরুত্ব আলোচনা কর।
১৬. আসিয়ান বলতে কী বুঝ?
PDF Download আন্তর্জাতিক বাণিজ্য অনার্স ৪র্থ বর্ষ সুপার সাজেশন 2024
গ-বিভাগ: রচনামূলক প্রশ্ন
১. (ক) বাংলাদেশে আমদানিকৃত প্রধানতম ১০টি পণ্যের নাম উল্লেখ কর।
(খ) বাংলাদেশের অর্থনীতিতে আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্ব আলোচনা কর।
২. (ক) পরম সুবিধা বলতে কী বুঝ?
(খ) আন্তর্জাতিক বাণিজ্যের তুলনামূলক সুবিধা তত্ত্বটি উদাহরণসহকারে আলোচনা কর।
৩. (ক) ডাম্পিং বলতে কী বুঝ?
(খ) একটি দেশের আমদানি সীমিতকরণের লক্ষ্যে কোটা ও শুল্কের আপেক্ষিক গুরুত্ব বর্ণনা কর।
৪. (ক) বাণিজ্যিক ভারসাম্য বলতে কী বুঝ?
(খ) বাংলাদেশের বাণিজ্যিক ভারসাম্যের ঘাটতি দূরীকরণের উপায়সমূহ বর্ণনা কর।
৫. (ক) মূলধন বাজার বলতে কী বুঝ?
(খ) বাংলাদেশে মুদ্রা বাজার উন্নয়নের উপায়সমূহ আলোচনা কর।
৬. (ক) ব্যাক টু ব্যাক লেটার অব ক্রেডিট বলতে কী বুঝ?
(খ) ঋণপত্র খোলার প্রক্রিয়াটি সংক্ষেপে বর্ণনা কর।
৭. (ক) বিনিময় অবনমন বলতে কী বুঝ?
(খ) মুদ্রার অবমূল্যায়নের কারণ বা উদ্দেশ্যসমূহ আলোচনা কর।
৮. (ক) বাণিজ্য শর্ত বলতে কী বুঝ?
(খ) বাণিজ্য হার ও অর্থনৈতিক কল্যাণের মধ্যে সম্পর্ক লেখচিত্রের সাহার্যে দেখাও ও বর্ণনা কর।
৯. আন্তর্জাতিক বাণিজ্য তত্ত্ব বলতে কী বুঝ? আন্তর্জাতিক বাণিজ্য তত্ত্বের প্রয়োজনীয়তা আলোচনা কর।
১০. বাণিজ্য ভারসাম্য বলতে কী বুঝ? বাণিজ্য ভারসাম্যের বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর।
১১. বাংলাদেশের রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলগুলোর নাম লিখ। রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল স্থাপনের উদ্দেশ্যসমূহ লিখ।
১২. ন্যাফটা বলতে কী বুঝ? ন্যাফটা এর বিষয়বস্তু আলোচনা কর।
১৩. ইউরোপিয়ান ইউনিয়ন বলতে কী বুঝ? ইউরোপিয়ান ইউনিয়নের উদ্দেশ্যসমূহ আলোচনা কর।
১৪. আন্তর্জাতিক মুদ্রা তহবিল বলতে কী বুঝ? আন্তর্জাতিক মুদ্রা তহবিলের উদ্দেশ্যসমূহ আলোচনা কর।
১৫. বিশ্বব্যাংক বলতে কী বুঝ? বিশ্ব বাণিজ্য সংস্থার কার্যাবলিসমূহ আলোচনা কর।
১৬. (ক) লেনদেনের ভারসাম্যের বৈশিষ্ট্যসমূহ লিখ।
(খ) মুদ্রার অবমূল্যায়নের ফলাফল বা প্রভাব আলোচনা কর।
[ বি:দ্র: উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
2024 আন্তর্জাতিক বাণিজ্য অনার্স ৪র্থ বর্ষ সাজেশন পিডিএফ ডাউনলোড
[ বি:দ্র:এই সাজেশন যে কোন সময় পরিবতনশীল ১০০% কমন পেতে পরিক্ষার আগের রাতে সাইডে চেক করুন এই লিংক সব সময় আপডেট করা হয় ]
২০২৪ জাতীয় বিশ্ববিদ্যালয়ের এর 2024 অনার্স ৪র্থ বর্ষের আন্তর্জাতিক বাণিজ্য পরীক্ষার সাজেশন, 2024 অনার্স চতুর্থ বর্ষ আন্তর্জাতিক বাণিজ্য সাজেশন
Honors 4th year Common Suggestion 2024
আজকের সাজেশস: অনার্স ৪র্থ বর্ষের আন্তর্জাতিক বাণিজ্য স্পেশাল সাজেশন 2024,Honors International Trade Suggestion 2024
PDF Download আন্তর্জাতিক বাণিজ্য অনার্স ৪র্থ বর্ষ সুপার সাজেশন, আন্তর্জাতিক বাণিজ্য অনার্স ৪র্থ বর্ষ সাজেশন পিডিএফ ডাউনলোড, আন্তর্জাতিক বাণিজ্য সাজেশন অনার্স ৪র্থ বর্ষের, অনার্স ৪র্থ বর্ষ আন্তর্জাতিক বাণিজ্য সাজেশন, আন্তর্জাতিক বাণিজ্য অনার্স ৪র্থ বর্ষ সাজেশন,