অনার্স ৪র্থ বর্ষের গ্রামীণ ও শহর সমষ্টি উন্নয়ন সাজেশন ২০২৪
জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স পাস এবং সার্টিফিকেট কোর্স ৪র্থ বর্ষের BA, BSS, BBA & BSC অনার্স ৪র্থ বর্ষের [২০১৩-১৪ এর সিলেবাস অনুযায়ী] গ্রামীণ ও শহর সমষ্টি উন্নয়ন (Rural and Urban Community Development) সুপার সাজেশন ২০২৪ Department of : Social Work & Other Department Subject Code: 242101 |
২০২৪ এর অনার্স ৪র্থ বর্ষের ১০০% কমন সাজেশন |
অনার্স ৪র্থ বর্ষের গ্রামীণ ও শহর সমষ্টি উন্নয়ন সাজেশন,গ্রামীণ ও শহর সমষ্টি উন্নয়ন অনার্স ৪র্থ বর্ষ সাজেশন, চূড়ান্ত সাজেশন অনার্স ৪র্থ বর্ষের গ্রামীণ ও শহর সমষ্টি উন্নয়ন, অনার্স ৪র্থ বর্ষের গ্রামীণ ও শহর সমষ্টি উন্নয়ন ব্যতিক্রম সাজেশন pdf, অনার্স ৪র্থ বর্ষের ১০০% কমন গ্রামীণ ও শহর সমষ্টি উন্নয়ন সাজেশন,
অনার্স ৪র্থ বর্ষের পরীক্ষার সাজেশন ২০২৪ (PDF) লিংক
সর্বশেষ সংশোধিত ও সাজেশন টি আপডেটের করা হয়েছে ২০২৪
গ্রামীণ ও শহর সমষ্টি উন্নয়ন অনার্স ৪র্থ বর্ষ সাজেশন ২০২৪
ক-বিভাগ : অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
১. পল্লি জনসমষ্টির দুটি বৈশিষ্ট্য লেখ।
উত্তর : পল্লি জনসমষ্টির দুটি বৈশিষ্ট্য হলো— ১. যৌথ পরিবার ব্যবস্থা ও ২. অধিকাংশ মানুষের পেশা কৃষি।
২. সামাজিক মর্যাদা কত প্রকার?
উত্তর : সামাজিক মর্যাদা দুই প্রকার।
৩. গ্রামে কোন পরিবার ব্যবস্থা বিদ্যমান?
উত্তর : গ্রামে যৌথ পরিবার ব্যবস্থা বিদ্যমান।
৪. ভূমিস্বত্ব ব্যবস্থা কী?
উত্তর : যেসব বিধিবিধান ও রীতিনীতি দ্বারা ভূমি নিয়ন্ত্রণ, অধিকার, ভূমিতে জনসাধারণ ও রাষ্ট্রের মালিকানা, ভোগদখল সংক্রান্ত বিভিন্ন স্বত্ব নির্ধারিত হয়, সেগুলোর সমষ্টিকেই ভূমিস্বত্ব ব্যবস্থা বলে।
৫. কোন সালে জমিদারি প্রথা চালু করা হয়?
উত্তর : ১৯৫০ সালে জমিদারি প্রথা চালু করা হয়।
৬. সামাজিক স্তরবিন্যাস কীসের ভিত্তিতে হয়?
উত্তর : সামাজিক স্তরবিন্যাস হয় সমাজের উঁচু-নীচ অবস্থানের ভিত্তিতে।
৭. ‘Introduction to Social Work Method’ বইটি কার লেখা?
উত্তর : ‘Introduction to Social Work Method’ বইটি এম. এন. হোসাইন ও এম. আলাউদ্দিন এর লেখা।
৮. V-Aid এর পূর্ণরূপ কী?
অথবা, V-AID এর পূর্ণরূপ লেখ।
উত্তর : V-Aid এর পূর্ণরূপ হলো Village Agricultural and Industrial Development.
৯. কুমিল্লা মডেলের উদ্ভাবক কে ছিলেন?
উত্তর : কুমিল্লা মডেলের উদ্ভাবক হলেন আখতার হামিদ খান।
১০. BARD এর পরিপূর্ণ রূপ কী?
উত্তর : BARD এর পরিপূর্ণ রূপ Bangladesh Academy for Rural Development.
১১. বার্ড কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তর : বার্ড ১৯৫৯ সালে প্রতিষ্ঠিত হয়।
১২. BRAC এর পূর্ণরূপ কী?
উত্তর : BRAC এর পূর্ণরূপ হলো Bangladesh Rural Advancement Committee.
১৩. RSS এর পূর্ণরূপ কী?
উত্তর : RSS এর পূর্ণরূপ হলো Rural Social Service.
১৪. গ্রামীণ সমাজসেবা কত সালে যাত্রা শুরু করে?
উত্তর : গ্রামীণ সমাজসেবার যাত্রা ১৯৭৪ সালে শুরু হয়।
১৫. গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা কে?
উত্তর : গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনূস।
১৬. বাংলাদেশের স্থানীয় সরকারের সর্বনিম্ন ইউনিট কোনটি?
উত্তর : বাংলাদেশের স্থানীয় সরকারের সর্বনিম্ন ইউনিট ইউনিয়ন পরিষদ।
১৭. বাংলাদেশে বর্তমানে সিটি কর্পোরেশন কয়টি?
উত্তর : বাংলাদেশে বর্তমানে সিটি কর্পোরেশন ১২টি।
১৮. Urbanization শব্দের অর্থ কী?
উত্তর : Urbanization শব্দের অর্থ হলো শহরায়ন বা নগরায়ণ।
১৯. সমকেন্দ্রিক অঞ্চল তত্ত্বের প্রবক্তা কে?
উত্তর : ‘Concentric Zone Theory’ এর প্রবক্তা হলেন আর্নেস্ট ডব্লিউ. বার্জেস।
২০. সেক্টর তত্ত্বের মূলকথা কী?
অথবা, সেক্টর তত্ত্বের মূল বিষয় কী?
উত্তর : সেক্টর তত্ত্বের মূলকথা হলো কেন্দ্রীয় ব্যবস্থা, উৎপাদন ও আবাসস্থল।
২১. ‘ঢাকা প্রজেক্ট’ এর যাত্রা শুরু কত সালে?
উত্তর : ‘ঢাকা প্রজেক্ট এর যাত্রা শুরু ১৯৫৫ সালে।
২২. দারিদ্র্যের দুষ্টচক্রের প্রবন্ধা কে?
উত্তর : দারিদ্র্যের দুষ্টচক্র তত্ত্বের প্রবন্ধা অর্থনীতিবিদ র্যাগনার নার্কস।
২৩. মাদকাসক্তি কী?
উত্তর : মাদকাসক্তি এমন একপ্রকার মানসিক প্রতিক্রিয়া যার মাধ্যমে ব্যক্তির মাদকদ্রব্যের প্রতি আসক্ত হওয়ার অসীম আগ্রহ, প্রবণতা ও দুর্দমনীয় ইচ্ছা জাগ্রত হয়।
২৪. পথশিশু কারা?
উত্তর : যেসব শিশু জীবন জীবীকার তাগিদে পরিবারহীন অবস্থায় আবাসস্থল ও আয়ের উৎস হিসেবে শহরের রাজপথকে বেঁছে নিতে বাধ্য হয় তারাই পথ শিশু।
২৫. ‘The City’ গ্রন্থের লেখক কে?
উত্তর : ‘The City’ গ্রন্থের লেখক হলেন অধ্যাপক ম্যাকাইভার।
২৬. বস্তি কী?
উত্তর : সাধারণত নগর এলাকার সহায়সম্বলহীন দরিদ্র ও দুস্থ লোকদের সমন্বয়ে গঠিত ঘিঞ্জি, নোংরা ও ঘনবসতিপূর্ণ এলাকাই হলো বস্তি।
২৭. ‘White Collar Crime’ গ্রন্থটির লেখক কে?
উত্তর : ‘White Collar Crime’ গ্রন্থটির লেখক অপরাধবিজ্ঞানী সাদারল্যান্ড।
২৮. UCD এর পূর্ণরূপ কী?
উত্তর : UCD এর পূর্ণরূপ হলো Urban Community Development.
২৯. শহর সমাজসেবার লক্ষ্যদল কারা?
উত্তর : শহরের অনগ্রসর ও দরিদ্র জনগোষ্ঠীরাই শহর সমাজসেবার লক্ষ্যদল।
৩০. প্রান্তিক কৃষক কী?
উত্তর : যেসব কৃষকদের জমির পরিমাণ খুবই অল্প, নিজেরাই নিজেদের জমি চাষ করে এবং পাশাপাশি বর্গাচাষও করে তাদেরকে প্রান্তিক কৃষক বলে।
Honors Suggestion Links | প্রশ্ন সমাধান সমূহ |
Degree Suggestion Links | BCS Exan Solution |
HSC Suggestion Links | 2016 – 2024 জব পরীক্ষার প্রশ্ন উত্তর |
SSC Suggestion Links | বিষয় ভিত্তিক জব পরিক্ষার সাজেশন |
গ্রামীণ ও শহর সমষ্টি উন্নয়ন অনার্স ৪র্থ বর্ষ সুপার সাজেশন PDF Download ২০২৪
খ-বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্ন
১. বাংলাদেশের গ্রামীণ সমষ্টির বৈশিষ্ট্যগুলো উল্লেখ কর।
২. গ্রামীণ জনগণের সামাজিক ক্ষেত্রে সমস্যাসমূহ কী কী?
৩. বাংলাদেশে ভূমিব্যবস্থার বৈশিষ্ট্যগুলো উল্লেখ কর।
৪. গ্রামীণ ক্ষমতা কাঠামোর উপাদান কী কী?
৫. পল্লি উন্নয়ন বলতে কী বুঝ?
৬. কুমিল্লা পদ্ধতি কী?
অথবা, কুমিল্লা মডেল কী?
৭. গ্রামীণ সমাজসেবার উদ্দেশ্যগুলো লেখ।
৮. স্থানীয় সরকারের বৈশিষ্ট্য কী কী?
৯. ইউনিয়ন পরিষদের গঠন কাঠামো লেখ।
১০. জেলা পরিষদের কার্যাবলি লেখ।
১১. শহরায়ণ কী?
১২. নগরায়ণের বৈশিষ্ট্য লেখ।
১৩. নগরায়ণের উপাদানগুলো বর্ণনা কর।
১৪. নগর দারিদ্র্য বলতে কী বুঝ?
১৫. মাদকাসক্তির চারটি কারণ লেখ।
১৬. বাংলাদেশে শহরাকালে ভাসমান জনসংখ্যা বৃদ্ধির কারণগুলো চিহ্নিত কর।
১৭. পারিবারিক বিশৃঙ্খলা বলতে কী বুঝ?
১৮. রাজউক কী?
১৯. বাংলাদেশের গ্রামাঞ্চলের উন্নয়নে সমাজকর্মের ভূমিকা আলোচনা কর।
২০. শহর সমাজসেবা কী?
PDF Download গ্রামীণ ও শহর সমষ্টি উন্নয়ন অনার্স ৪র্থ বর্ষ সুপার সাজেশন ২০২৪
গ-বিভাগ: রচনামূলক প্রশ্ন
১. গ্রামীণ জনসমষ্টি বলতে কী বুঝ? বাংলাদেশের গ্রামীণ জনসমষ্টির আর্থসামাজিক সমস্যাবলি আলোচনা কর।
২. ভূমিব্যবস্থা বলতে কী বুঝ? বাংলাদেশে ভূমিব্যবস্থার গুরুত্ব বর্ণনা কর।
৩. সামাজিক স্তরবিন্যাসের সংজ্ঞা দাও। সমাজজীবনে সামাজিক স্তর বিন্যাসের প্রভাবগুলো সংক্ষেপে লেখ।
৪. পল্লি উন্নয়ন কী? পল্লি উন্নয়নের ঐতিহাসিক পটভূমি আলোচনা কর।
৫. বাংলাদেশের গ্রামীণ উন্নয়নে অতীত প্রচেষ্টার সংক্ষিপ্ত বিবরণ দাও।
৬. পল্লি উন্নয়নে সরকারি ও বেসরকারি প্রক্রিয়া ও কৌশলসমূহ আলোচনা কর।
৭. বার্ড কী? বার্ডের কার্যাবলি আলোচনা কর।
৮. বিআরডিবি কী? বাংলাদেশে পল্লি উন্নয়ন বোর্ডের কার্যক্রম আলোচনা কর।
৯. জাতীয় উন্নয়নে গ্রামীণ ব্যাংকের ভূমিকা ব্যাখ্যা কর।
১০. বাংলাদেশের দারিদ্র্য বিমোচনে গ্রামীণ ব্যাংকের ভূমিকা মূল্যায়ন কর।
১১. স্থানীয় সরকারের ধারণা লেখ। বাংলাদেশে স্থানীয় স্বায়ত্তশাসন পদ্ধতির বিবর্তনের বর্ণনা দাও।
১২. নগর পরিবেশ ধারাটি ব্যাখ্যা কর। নগরায়ণের পরিবেশগত প্রক্রিয়াসমূহ আলোচনা কর।
১৩. শহরায়নের বৈশিষ্ট্যসমূহ লেখ। বর্তমান বাংলাদেশে শহরায়নের গতিপ্রকৃতি ব্যাখ্যা কর ।
১৪. নগর বিকাশ সম্পর্কিত সেক্টর তত্ত্বটি আলোচনা কর।
১৫. শহর সমষ্টির উন্নয়নে সমাজকর্মীর ভূমিকা ও কার্যাবলি আলোচনা কর।
১৬. বস্তি বলতে কী বুঝায়? বস্তির সমস্যা সমাধানে সমাজকর্মীদের ভূমিকা উল্লেখ কর।
১৭. নগর দারিদ্র্য কী? বাংলাদেশের নগর দারিদ্র্যের স্বরূপ ব্যাখ্যা কর।
১৮. শহর সমষ্টি উন্নয়নে বাংলাদেশ সরকার কর্তৃক গৃহীত সেবাসমূহ বর্ণনা লেখ।
১৯. বাংলাদেশের শহর ও গ্রামাঞ্চলে সমষ্টি উন্নয়নে সমাজকর্মের ভূমিকা আলোচনা কর।
২০. সমষ্টি সংগঠন কী? বাংলাদেশে সমষ্টি সংগঠনের প্রয়োগ সম্পর্কে সংক্ষেপে লেখ।
[ বি:দ্র: উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
অধ্যায় ১ অনার্স ৪র্থ বর্ষের গ্রামীণ ও শহর সমষ্টি উন্নয়ন সাজেশন ২০২৪
ক বিভাগ
- গ্রামে কোন পরিবার ব্যবস্থা বিদ্যমান
- কোন সালে জমিদারি প্রথা চালু করা হয়
- সামাজিক স্তর বিন্যাস কিসের ভিত্তিতে হয়
- গ্রামীন ক্ষমতা কাঠামো তিনটি স্বাধীন চলক কি
- পল্লী জন সমষ্টির দুটি বৈশিষ্ট্য লেখ
- সামাজিক মর্যাদা কত প্রকা.
- Introduction to social work method বইটি কার লেখা
খ বিভাগ
- বাংলাদেশের গ্রামীণ সমষ্টির বৈশিষ্ট্য গুলো উল্লেখ কর
- সংক্ষেপে বাংলাদেশের ভূমি স্বত্ব ব্যবস্থা উল্লেখ কর
- সামাজিক স্তর বিন্যাস কাকে বলে
- গ্রামীন ক্ষমতা কাঠামোর উপাদান কি কি
- বাংলাদেশের গ্রামীণ জনসমষ্টির আর্থসামাজিক সমস্যা কি কি
গ বিভাগ
- সমাজকর্মীদের জন্য সামাজিক স্তরবিন্যাস অনুধ্যানের গুরুত্ব আলোচনা কর
- ক্ষমতা কাঠামো বলতে কি বুঝায় বাংলাদেশের গ্রামীণ ক্ষমতা কাঠামো আলোচনা কর
- গ্রামীন ক্ষমতা কাঠামো বলতে কি বুঝ বাংলাদেশের গ্রামীণ সমষ্টি উন্নয়নের গ্রামীণ ক্ষমতা কাঠামোর গুরুত্ব ব্যাখ্যা কর
- সামাজিক স্তরবিন্যাসের সংজ্ঞা দাও সমাজ জীবনে সামাজিক স্তরবিন্যাসের প্রভাবগুলো সংক্ষেপে লেখ
চূড়ান্ত সাজেশন অনার্স ৪র্থ বর্ষের গ্রামীণ ও শহর সমষ্টি উন্নয়ন ২০২৪
অধ্যায় ২ অনার্স ৪র্থ বর্ষের গ্রামীণ ও শহর সমষ্টি উন্নয়ন সাজেশন ২০২৪
ক বিভাগ
- কুমিল্লা মডেলের উদ্ভাবক কে ছিলেন
- বাংলাদেশের পল্লী উন্নয়ন একাডেমীর প্রতিষ্ঠাতা কে
- RSS এর লক্ষ্যভুক্ত জনগোষ্ঠী কারা
- BRAC এর পূর্ণরূপ কি
- গ্রামীণ ব্যাংকের দুটি বৈশিষ্ট্য লেখ
- গ্রামীণ সমাজসেবা কত সালে যাত্রা শুরু করে
খ বিভাগ
- পল্লী উন্নয়ন বলতে কি বুঝ
- ডি এইচ কর্মসূচির অক্ষর সমূহ উল্লেখ কর
- গ্রামীণ সমাজসেবার উদ্দেশ্য গুলো লেখ
- পল্লী উন্নয়নের কুমিল্লা মডেল সম্পর্কে কি জান
গ বিভাগ
- পল্লী উন্নয়ন কি পল্লী উন্নয়নের ঐতিহাসিক পটভূমি আলোচনা কর
- বাংলাদেশী গ্রামীণ উন্নয়নে অতীত প্রচেষ্টার সংক্ষিপ্ত বিবরণ দাও
- গ্রামীণ সমাজসেবা কি গ্রামীণ সমাজসেবা কর্মসূচি সমূহ সংক্ষেপে বর্ণনা কর
- বাংলাদেশ আর্থসামাজিক উন্নয়নে ব্র্যাকের ভূমিকা মূল্যায়ন করুন
- গ্রামীণ ব্যাংকের কার্যাবলী আলোচনা কর
- বাংলাদেশ দারিদ্র্য বিমেশনে গ্রামীণ ব্যাংকের ভূমিকা মূল্যায়ন কর
- বাংলাদেশের পল্লী উন্নয়ন কৌশল ব্যাখ্যা কর
- বিআরডিবি কি বাংলাদেশের পল্লী উন্নয়ন বোর্ডের কার্যক্রম আলোচনা কর
অধ্যায় ৩ অনার্স ৪র্থ বর্ষের গ্রামীণ ও শহর সমষ্টি উন্নয়ন সাজেশন ২০২৪
ক বিভাগ
- স্থানীয় সরকার অর্ডিন্যান্স জারি করা হয় কবে
- ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের মেয়াদ কত বছর
- বাংলাদেশের স্থানীয় সরকারের সর্বনিম্ন ইউনিট কোনটি
- বাংলাদেশের বর্তমান সিটি কর্পোরেশন কয়টি
খ বিভাগ
- স্থানীয় সরকার কি
- ইউনিয়ন পরিষদের গঠন কাঠামো লেখ
- উপজেলা পরিষদের গঠন আলোচনা কর
- স্থানীয় সরকারের বৈশিষ্ট্য কি কি
- জেলা পরিষদের কার্যাবলী লেখ
গ বিভাগ
- স্থানীয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠার হিসেবে ইউনিয়ন পরিষদের কার্যাবলী আলোচনা কর
- স্থানীয় স্বায়ত্তশাসিত সরকার বলতে কি বুঝ বাংলাদেশ গ্রামীণ জনগণের আর্থসামাজিক উন্নয়নে স্থানীয় স্বায়ত্তশাসিত সরকারের ভূমিকা আলোচনা কর
- স্থানীয় সরকারের ধারণা লেখক বাংলাদেশের স্থানের সাহিত্য শাসন পদ্ধতি বিবর্তনের বর্ণনা দাও
অধ্যায় ৪ অনার্স ৪র্থ বর্ষের গ্রামীণ ও শহর সমষ্টি উন্নয়ন সাজেশন ২০২৪
ক বিভাগ
- সেক্টর তত্ত্বের প্রবক্তা কে
- সেক্টর তত্ত্বের মূল কথা কি
- ঢাকা প্রজেক্ট এর যাত্রা শুরু হয় কত সালে
খ বিভাগ
- শহরায়ন কাকে বলে
- নগরায়নের উপাদান গুলো বর্ণনা কর
- প্রতিবেশ ধারণাটি ব্যাখ্যা কর
গ বিভাগ
- নগরায়নের সংজ্ঞা দাও বাংলাদেশের সমাজের উপর নগরায়নের প্রভাব আলোচনা কর
- শহর প্রতি বেশ ধারণাটি ব্যাখ্যা করো বাংলাদেশের শহর পরিবেশগত পক্রিয়ার প্রভাবে সৃষ্ট সমস্যাবলী বর্ণনা কর
- নগরায়নের বৈশিষ্ট্য উল্লেখ কর বর্তমান বাংলাদেশের নগরানে গতিপ্রকৃতি উল্লেখ কর
- নগর বিকাশ সম্পর্কিত বহু কেন্দ্রিক তত্ত্বটি আলোচনা কর
- নগর বিকাশ সম্পর্কিত সেক্টর তত্ত্বটি আলোচনা কর
- নগর বিকাশের তথ্যসমূহ সংক্ষেপে আলোচনা কর
- নগর পরিবেশ ধারাটি ব্যাখ্যা কর নগরায়নের পরিবেশগত প্রক্রিয়াসমূহ আলোচনা কর
২০২৪ জাতীয় বিশ্ববিদ্যালয়ের এর অনার্স ৪র্থ বর্ষের গ্রামীণ ও শহর সমষ্টি উন্নয়ন স্পেশাল সাজেশন 2024,Honors Rural and Urban Community Development Suggestion 2024
অধ্যায় ৫ অনার্স ৪র্থ বর্ষের গ্রামীণ ও শহর সমষ্টি উন্নয়ন সাজেশন ২০২৪
ক বিভাগ
- পরিবেশ দূষণ কি
- শিশুশ্রম কি
- The city গ্রন্থের লেখক কে
- কে মৌলিক গণতন্ত্র চালু করে
- বর্তমানে বয়স্ক ভাতার পরিমাণ কত
- UCD এর পূর্ণরূপ কি
- পথশিশু কারা
খ বিভাগ
- শহর সমষ্টির উপাদান গুলো লেখ
- শহর সমষ্টির সমস্যা সমুহ উল্লেখ কর
- বাংলাদেশের শহর অঞ্চলে ভাসমান জনসংখ্যা বৃদ্ধির কারণ গুলো চিহ্নিত কর
- বাংলাদেশের শিশুশ্রম এর কারণ লেখ
- পারিবারিক বিশৃঙ্খলা বলতে কি বুঝ
- নগর দারিদ্রোর সংজ্ঞা দাও
- বস্তি সমস্যা সমাধানের সমাজকর্মী ভূমিকা লিখ
গ বিভাগ
- বস্তি বলতে কি বুঝায় বস্তির সমস্যার সমাধান সমাজকর্মীদের ভূমিকা উল্লেখ কর
- রাজউকের লক্ষ্য ও উদ্দেশ্য কি কি রাজউকের সমস্যা ও সীমাবদ্ধতা বর্ণনা কর
- সংস জনসমষ্টি কাকে বলে শহর সমষ্টি উন্নয়ন বাংলাদেশ সরকার কর্তৃক গৃহীত সেবা সমূহ বর্ণনা কর
- শহর জীবনের প্রধান বৈশিষ্ট্য কি শহর সমষ্টি উন্নয়নের সমাজকর্মের ভূমিকা বর্ণনা কর
Honors 4th year Common Suggestion 2024
আজকের সাজেশস: 2024 অনার্স ৪র্থ বর্ষের গ্রামীণ ও শহর সমষ্টি উন্নয়ন পরীক্ষার সাজেশন, 2024 অনার্স চতুর্থ বর্ষ গ্রামীণ ও শহর সমষ্টি উন্নয়ন সাজেশন,
PDF Download গ্রামীণ ও শহর সমষ্টি উন্নয়ন অনার্স ৪র্থ বর্ষ সুপার সাজেশন, গ্রামীণ ও শহর সমষ্টি উন্নয়ন অনার্স ৪র্থ বর্ষ সাজেশন পিডিএফ ডাউনলোড, গ্রামীণ ও শহর সমষ্টি উন্নয়ন সাজেশন অনার্স ৪র্থ বর্ষের, অনার্স ৪র্থ বর্ষ গ্রামীণ ও শহর সমষ্টি উন্নয়ন সাজেশন, গ্রামীণ ও শহর সমষ্টি উন্নয়ন অনার্স ৪র্থ বর্ষ সাজেশন,
প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে ইমেল : info@banglanewsexpress.com
আমরা আছি নিচের সামাজিক মাধ্যম গুলোতে ও