এইচএসসি ভূগোল ১ম পত্র এমসিকিউ সাজেশন,ভূগোল ১ম পত্র বহুনির্বাচনী এইচএসসি সাজেশন

এইচএসসি ভূগোল ১ম পত্র এমসিকিউ সাজেশন ২০২৪

উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) সুপার সাজেশন ২০২৪
বিজ্ঞান-মানবিক-বাণিজ্য বিভাগ এইচএসসি
[ ২০২৪ এর সিলেবাস অনুযায়ী]
ভূগোল ১ম পত্র (Geography 1st Paper) সুপার সাজেশন ২০২৪
subject code: 125
২০২৪ এর এইচএসসি ১০০% কমন সাজেশন

এইচএসসি পরীক্ষার সাজেশন ২০২৪ (PDF) লিংক

সর্বশেষ সংশোধিত ও সাজেশন টি আপডেটের করা হয়েছে ২০২৪

ভূগোল ১ম পত্র বহুনির্বাচনী এইচএসসি সাজেশন ২০২৪

ভূগোল ১ম পত্র ১ম অধ্যায় mcq : জ্ঞান বিজ্ঞানের যে শাখা স্থান ও সময়ের প্রেক্ষিতে মানুষের সাথে পরিবেশের বহুমুখী সম্পর্ক ব্যাখ্যা করে তাকে ভূগোল বলে। ভূগোল চর্চা দুইটি মূলধারায় বিভক্ত। যথা: প্রাকৃতিক ভূগোল ও মানব ভূগোল। ভূগোলকে ‘মানব-পরিবেশ মিথস্ক্রিয়ার’ বিজ্ঞানও বলা হয়।

সর্বপ্রথম ১৬৫০ সালে ভ্যারেনিয়াস তাঁর ‘Geographia Generalis’ গ্রন্থে প্রাকৃতিক ও মানব ভূগোলের পার্থক্য নির্দেশ করেছিলেন। এই ইউনিটে প্রাকৃতিক ভূগোলের প্রকৃতি, পরিধি, গুরুত্ব এবং প্রাকৃতিক ভূগোলের সাথে অন্যান্য শাস্ত্রের সম্পর্ক নিয়ে আলোচনা করা হয়েছে।

ভূগোল ১ম পত্র ১ম অধ্যায় mcq

১. প্রাকৃতিক ভূগোলের কোন শাখায় নদীর কার্য নিয়ে বর্ণনা রয়েছে?
ক. জলবায়ুবিদ্যা
● ভূমিরূপবিদ্যা
গ. বারিমণ্ডল
ঘ. জীবমণ্ডল

২. প্রাকৃতিক ভূগোলের কোন শাখায় নদ-নদীর উৎপত্তি নিয়ে আলোচনা করা হয়?
ক. পানিবিদ্যা
খ. জলবায়ুবিদ্যা
গ. সমুদ্র বিদ্যা
● ভূমিরূপবিদ্যা

৩. প্রাকৃতিক ভূগোলের পরিসরের অন্তর্ভুক্ত কোনটি?
ক. জনসংখ্যা ভূগোল
খ. বসতি ভূগোল
গ. কৃষি ভূগোল
● সমুদ্র ভূগোল

৪. প্রাকৃতিক ভূগোলের গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় কোনটি?
ক. মৃত্তিকা বিশ্লেষণ
খ. মহাকাশ গবেষণা
গ. জীবের উৎপত্তি
● বায়ুমণ্ডলীয় তাৎপর্য

৫. ভূমিধসের বিষয় আলোচনা করা হয়Ñ
ক. বাস্তুবিদ্যায়
● ভূমিরূপবিদ্যায়
গ. সমুদ্রবিদ্যায়
ঘ. জলবায়ুবিদ্যায়

৬. প্রাকৃতিক ভূগোলের উপাদান কোনটি?
● পানিচক্র
খ. বসতি
গ. নগরায়ন
ঘ. শিল্পায়ন

৭. ‘Geo’ শব্দের অর্থ কী?
● পৃথিবী
খ. বর্ণনা
গ. ভূগোল
ঘ. বায়ুমণ্ডল

৮. Geography শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন কে?
ক. রিচার্ড হার্টশোন
খ. ই.এ ম্যাকনি
● ইরাটসথেনিস
ঘ. ডাডলি স্ট্যাম্প

৯. প্রাকৃতিক ভূগোলের বৈশিষ্ট্য হলো কোনটি?
● পরিবর্তনশীলতা
খ. অপরিবর্তনশীলতা
গ. প্রাণী সম্পর্কে আলোচনা করা
ঘ. বৈজ্ঞানিক অনুসন্ধান

১০. প্রাকৃতিক ভূগোলের মূল প্রতিপাদ্য বিষয় হলো পৃথিবীর-
ক. নগর ও বসতি সম্পর্কে জানা
খ. প্রাকৃতিক অবয়ব অধ্যয়ন করা
গ. জনসংখ্যা ও বয়স কাঠামো জানা
● প্রাকৃতিক অবয়ব গঠন ও পরিবর্তন প্রক্রিয়া জানা

১১. নিচের কোনটি অশ্মমণ্ডলের অন্তর্ভুক্ত?
● শিলা ও খনিজ
খ. বায়ুর উপাদান
গ.সমুদ্রস্রোত
ঘ. মহীসোপান

১২. প্রাকৃতিক ভূগোলকে বিজ্ঞানের কোন শাখা হিসেবে বিবেচনা করা হয়?
ক. পদার্থবিজ্ঞান
খ. জীববিজ্ঞান
গ. রসায়ন বিজ্ঞান
● ভূবিজ্ঞান

১৩. বারিমন্ডলে আলোচ্য বিষয় কোনটি?
ক. মৃত্তিকা
খ. খনিজ
● সমুদ্রস্রোত
ঘ. প্রাণিজগৎ

১৪. মৃত্তিকার গঠন নিয়ে আলোচনা করে কোন ভূগোল?
ক. ভূমিরূপবিদ্যা
খ. সমুদ্রবিদ্যা
গ. জলবায়ুবিদ্যা
● মৃত্তিকা ভূগোল

১৫. সাগরতলের ভূপ্রকৃতি নিয়ে আলোচনা করা হয় কোন ভূগোল?
ক. ভূমিরূপবিদ্যা
খ. জলবায়ুবিদ্যা
● সমুদ্রবিদ্যা
ঘ. মৃত্তিকা ভূগোল

১৬. যে অদৃশ্য বায়ুরাশি পৃথিবীকে বেষ্টন করে আছে তাকে কী বলে?
● বায়ুমণ্ডল
খ. বারিমণ্ডল
গ. অশ্মমণ্ডল
ঘ. জীবমণ্ডল

১৭. বায়ুমণ্ডলের গুরুত্বপূর্ণ বিষয় কোনটি?
ক. নদনদী
● জলবায়ু
গ. ভূমিকম্প
ঘ. ভূআলোড়ন

১৮. গাঙ্গেয় সমভূমির মৃত্তিকা কীরূপ?
ক. এঁটেল।
● পলি
গ. বালি
ঘ. দোআঁশ

১৯. গাঙ্গেয় সমভূমি অঞ্চলের অধিকাংশ অধিবাসীদের পেশা কী?
● কৃষিজীবী।
খ. মৎস্যজীবী
গ. চাকরিজীবী।
ঘ. ব্যবসায়ী

২০. আগ্নেয়গিরি বিচূর্ণীভবন, নগ্নীভবন, ক্ষয়ীভবন কোন ভূগোলের বিষয়বস্তুর অন্তর্ভুক্ত?
● প্রাকৃতিক ভূগোল
খ. অর্থনৈতিক ভূগোল
গ. সামাজিক ভূগোল
ঘ. জীবভূগোল

২১. পৃথিবীর পরিবেশ মোট কয়টি উপাদান দ্বারা গঠিত?
ক. ২টি
খ. ৩টি
● ৪টি
ঘ. ৫টি

২২. পৃথিবীর বায়ুমণ্ডলের আনুমানিক বয়স কত?
ক. ২০ কোটি বছর
খ. ২৫ কোটি বছর
গ. ৩০ কোটি বছর
● ৩৫ কোটি বছর

২৩. অশ্মমণ্ডল, বারিমণ্ডল ও বায়ুমণ্ডল কোন ভূগোলের অন্তর্ভুক্ত?
● প্রাকৃতিক ভূগোল
খ. বাণিজ্যিক ভূগোল
গ. অর্থনৈতিক ভূগোল
ঘ. কোনোটি নয়

২৪. পৃথিবীর গতি কয়টি?
ক. ৮টি
খ. ৬টি
গ. ৪টি
● ২টি

২৫. আধুনিক শিল্পের কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয় কী?
● খনিজ পদার্থ
খ. জৈব পদার্থ
গ. রাসায়নিক পদার্থ
ঘ. অজৈব পদার্থ

২৬. প্রাণিজগৎ কীসের উৎস?
● খাদ্যের উৎস
খ. শিক্ষার উৎস
গ. চিকিৎসার উৎস
ঘ. সম্পদের উৎস

ভূগোল ১ম পত্র ১ম অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন

২৭. জীবমণ্ডল গঠিত হয়েছে ——- নিয়ে।
i. উদ্ভিদ
ii. মৃত্তিকা
iii. প্রাণী

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
● i, ii ও iii

২৮. প্রাকৃতিক ভূগোলের আওতাভুক্ত-
i. অশুমণ্ডল
ii. গুরুমণ্ডল
iii. বারিমণ্ডল

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
● i, ii ও iii

২৯. প্রাকৃতিক ভূগোলের উপাদান-
i. নদনদী
ii. মৃত্তিকা
iii. জলবায়ু

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
● i, ii ও iii

৩০. জলবায়ুবিদ্যার আলোচ্য বিষয়-
র. বায়ুর উপাদান
রর. হিমবাহের কার্য
ররর. বৃষ্টিপাত

নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
● র ও ররর
গ. রর ও ররর
ঘ. র, রর ও ররর

৩১. জীবভূগোলে আলোচনা করা হয়-
র. উদ্ভিদের উৎপত্তি
রর. উদ্ভিদের ক্রমবিকাশ
ররর. উদ্ভিদের বিন্যাস

নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
খ. র ও ররর
গ. রর ও ররর
● র, রর ও ররর

সুমনের ভাই পৃথিবীর জলবায়ু সম্পর্কে আলোচনা করতে গিয়ে বললেন পৃথিবীর জলবায়ু সম্পর্কে জানতে হলে প্রাকৃতিক ভূগোলের একটি শাখা অধ্যয়নের প্রয়োজন।
উপরের উদ্দীপকটি পড়ে ৩২ ও ৩৩ নং প্রশ্নের উত্তর দাও :

৩২. উদ্দীপকে সুমনের ভাই প্রাকৃতিক ভূগোলের কোন শাখার কথা বলেছেন?
ক. ভূমিরূপবিদ্যা
● জলবায়ুবিদ্যা
গ. সমুদ্রবিদ্যা
ঘ. জীব ভূগোল

৩৩. উক্ত শাখা অধ্যয়নে জানা যায়-
র. বায়ুমণ্ডলের গভীরতা
রর. বায়ুপ্রবাহের কারণ
ররর. বায়ুর শ্রেণিবিভাগ

নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
খ. র ও ররর
গ. রর ও ররর
● র, রর ও ররর

উদ্ভিদের উৎপত্তি, ক্রমবিকাশ, পরিবেশের ওপর উদ্ভিদের প্রভাব, কোথায় কোন ধরনের উদ্ভিদ ভালো জন্মে ইত্যাদি বিষয় প্রাকৃতিক ভূগোলের নির্দিষ্ট একটি শাখায় আলোচনা করা হয়।
উপরের উদ্দীপকটি পড়ে ৩৪ ও ৩৫ নং প্রশ্নের উত্তর দাও :

৩৪. উদ্দীপকে প্রাকৃতিক ভূগোলের কোন শাখার কথা বলা হয়েছে?
● জীবভূগোল।
খ. মৃত্তিকা ভূগোল
গ. ভূমিরূপবিদ্যা
ঘ. পরিবেশ ভূগোল

৩৫. ভূপৃষ্ঠের সাত ভাগের কত ভাগ পানিরাশি দ্বারা আবৃত্ত?
ক.৩ ভাগ
খ. ৪ ভাগ
● ৫ ভাগ
ঘ. ৭ ভাগ

বারিতত্ত্বে পানির উৎস ও বন্টন সম্পর্কে বর্ণনা করা হয়। পৃথিবীর সাগর ও মহাসাগরে মোট পানির অধিকাংশ পানিই বিরাজ করছে। বারিতত্ত্বে পৃথিবীর সম্পূর্ণ পানি নিয়ে যে পানিচক্র তা আলোচনা করা হয়।
উপরের উদ্দীপকটি পড়ে ৩৬ ও ৩৮ নং প্রশ্নের উত্তর দাও :

৩৬. পৃথিবীপৃষ্ঠের শতকরা কত ভাগ পানি?
ক. ৭৯
● ৭১
গ. ৬৮
ঘ. ৫০

৩৭. পানিচক্র বলতে কী বোঝায়?
● পানির রূপান্তরের মাধ্যমে স্থানান্তর
খ. খনিজ গঠন প্রক্রিয়া।
গ. সঞ্চয়জাত সমভূমি
ঘ. পর্বতের অবস্থান

৩৮. ভূপৃষ্ঠের পরিবর্তনের বিভিন্ন শক্তিসমূহের কার্যক্রম হলো-
র. ভূমিকম্প
রর. আগ্নেয়গিরি ও বিচূর্ণীভবন
ররর. জলবায়ু

নিচের কোনটি সঠিক?
● র ও রর
খ. র ও ররর
গ. রর ও ররর
ঘ. র, রর ও ররর

৩৯. কোনটি প্রাকৃতিক ভূগোলের অন্তর্গত?
ক. জনসংখ্যা
খ. পরিবার
● বায়ুপ্রবাহ
ঘ.পাট শিল্প

৪০. সমুদ্রবিদ্যার উপাদান নয় কোনটি?
ক. মহাসাগর
খ. মহীসোপান
● ভূমিকম্প
ঘ. সমুদ্রস্রোত

৪১. প্রাকৃতিক ভূগোল মূলত কয়টি শাখায় বিভক্ত?
ক. ২টি
খ. ৩টি
● ৪টি
ঘ. ৫টি

৪২. প্রাকৃতিক ভূগোলের পরিসরভুক্ত হলো-
র. পৃথিবীর কেন্দ্র হতে ভূত্বক পর্যন্ত
রর. ভূত্বক হতে উর্ধ্বে বায়ুমণ্ডলের শেষ সীমা পর্যন্ত
ররর. ভূমিরূপ ও ঘূর্ণিঝড়

নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
খ. র ও ররর
গ. রর ও ররর
● র, রর ও ররর

৪৩. কোন ভূগোলবিদ মানুষের জীবনযাত্রা নিয়ন্ত্রণে প্রাকৃতিক ভূগোলের ভূমিকার ওপর অধিক গুরুত্ব দেন?
ক. ইমানুয়েল কান্ট
খ. কার্ল রিটার
● র‍্যাটজেল এবং সেম্পল
ঘ. রিচার্ড হার্টশোন

৪৪. কোন ভূগোলকে ভূবিজ্ঞানের একটি শাখা হিসেবে বিবেচনা করা হয়?
ক. অর্থনৈতিক
● প্রাকৃতিক
গ. মানব
ঘ. রাজনৈতিক

৪৫. প্রাকৃতিক উপাদানসমূহের আঞ্চলিক তারতম্য বিশ্লেষণকে কী বলে?
ক. গাণিতিক ভূগোল
● প্রাকৃতিক ভূগোল
গ. মানব ভূগোল
ঘ. অর্থনৈতিক ভূগোল

৪৬. ভূতত্ত্বে কোনটি অধ্যয়ন করা হয়?
● ভূপৃষ্ঠ
খ. সমুদ্র তলদেশ
গ. তাপমাত্রা
ঘ. বার্ষিক গতি

৪৭. সোহানদের ভূগোল ক্লাসে আজ আলোচনার বিষয়বস্তু ছিল জোয়ারভাটা। এ বিষয়টি প্রাকৃতিক ভূগোলের কোন শাখার অন্তর্ভুক্ত?
ক. জলবায়ুবিদ্যা
খ. মৃত্তিকাবিজ্ঞান
● সমুদ্রবিজ্ঞান
ঘ. ভূমিরূপবিদ্যা

৪৮. ভূগোলবিদগণ প্রাকৃতিক বিষয়গুলোকে প্রকাশ করার জন্য পৃথক শাখা হিসেবে কোন ভূগোলের আত্মপ্রকাশ ঘটান?
ক. গাণিতিক
খ. আঞ্চলিক
গ. মানব
● প্রাকৃতিক

৪৯. প্রাকৃতিক ভূগোল অধ্যয়নের প্রধান প্রতিপাদ্য বিষয় কী?
● পৃথিবীর প্রাকৃতিক অবয়ব
খ. নগর সম্পর্কিত
গ. অর্থনীতি বিষয়ক
ঘ. মানব বসতি

৫০. ভূগোলের কোন অংশে ভূত্বকের ইতিহাস ও গঠন অনুসন্ধান করা হয়?
ক. জীবভূগোলে
খ. পরিবেশবিদ্যায়
● ভূমিরূপতত্ত্বে
ঘ. জলবায়ুবিদ্যায়

আরো ও সাজেশন:-

Honors Suggestion Linksপ্রশ্ন সমাধান সমূহ
Degree Suggestion LinksBCS Exan Solution
HSC Suggestion Links2016 – 2024 জব পরীক্ষার প্রশ্ন উত্তর
SSC Suggestion Linksবিষয় ভিত্তিক জব পরিক্ষার সাজেশন

ভূগোল ১ম পত্র এইচএসসি সুপার mcq সাজেশন pdf download ২০২৪

ভূগোল ১ম পত্র ২য় অধ্যায় mcq : গঠন প্রণালী অনুসারে আমাদের পৃথিবী সৌরজগতের একটি গরুত্বপূর্ণ মাঝারী আকারের গ্রহ। পৃথিবী সহ সূর্যের নয়টি গ্রহ ও তাদের উপগ্রহ নিয়ে সৌরজগৎ গঠিত। সৌরজগতে পৃথিবীর তুলনামূলক অবস্থান ও এর বৈশিষ্ট্যপূর্ণ আকার-আকৃতি এর ওপরি ভাগের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পৃথিবী মঙ্গল গ্রহের চেয়ে সূর্যের কাছাকাছি একটি কক্ষপথে পরিভ্রমণ করে।

বর্তমানে কক্ষপথের চেয়ে পৃথিবী যদি সূর্যের আরো কাছাকাছি পথে অতিক্রম করতো তাহলে পৃথিবীতে তরল পানির অস্তিত্ব থাকতো না, সমস্ত পানি বাস্পীভূত হয়ে যেত। আবার পৃথিবী যদি সূর্য থেকে আরে দূরে অবস্থিত হতো তাহলে সমস্ত পানি স্থায়ী ভাবে বরফ হয়ে থাকতো। তাছাড়া পৃথিবীর আয়তনগত বৈশিষ্ট্যের কারণে এর অভ্যন্তর ভাগ আধা গলিত অবস্থায় আছে যা আগেড়বয় পদার্থের অন্যতম উৎস। তাহলে দেখা যাচ্ছে যে, পৃথিবী সূর্যের সঙ্গে সরাসরি সম্পর্কিত।

ভূগোল ১ম পত্র ২য় অধ্যায় mcq

১. ভূপৃষ্ঠের কঠিন আবরণ কী নামে পরিচিত?
ক. শিলা
● ভূত্বক
গ. মৃত্তিকা
ঘ. প্রস্তর

২. হিমালয় পর্বতের ক্ষেত্রে কোনটি সঠিক?
ক. আগ্নেয় শিলায় গঠিত
খ. চ্যুতি-স্তূপ শ্রেণি
গ. জীবশ্ম পাওয়া যায় না
● ভাঁজবিশিষ্ট

৩. বাংলাদেশের কোন অঞ্চল সোপান শ্রেণির ভূমিরূপের অন্তর্গত?
ক. পঞ্চগড়
● নওগাঁ
গ. বরগুনা
ঘ. রাঙামাটি

৪. সিয়াল (SIAL) স্তর কোনটি?
ক. কেন্দ্রমণ্ডল
খ গুরুমণ্ডল
● অশ্মমণ্ডল
ঘ. বারিমন্ডল

৫. ইন্দোনেশিয়ার জাভা মালভূমি কোন শ্রেণির?
ক. ক্ষয়জাত
● আগ্নেয়জাত
গ. পর্বত-মধ্যবর্তী
ঘ. মহাদেশীয় শিল্ডস

৬. হাওয়াই দ্বীপের মনালোয়া কোন ধরনের পর্বত?
● আগ্নেয়
খ. জঙ্গিল
গ. গম্বুজ
ঘ. ক্ষয়জাত

৭. স্রোতজ সমভূমি কোনটি?
ক. মেঘনা অববাহিকা
খ. যমুনার চরাঞ্চল
গ. ফরিদপুর অঞ্চল
● সুন্দরবন অঞ্চল

৮. পামীর মালভূমি কোন মহাদেশে অবস্থিত?
ক. অস্ট্রেলিয়া
খ. আফ্রিকা
গ. ইউরোপ
● এশিয়া

৯. জাপানের ফুজিয়ামা কোন ধরনের পর্বত?
ক. জঙ্গিল
খ. ক্ষয়জাত
● সঞ্চয়জাত
ঘ. ল্যাকোলিথ

১০. বাংলাদেশের গারো পাহাড় অবস্থিত-
র. রাঙ্গামাটিতে
রর. ময়মনসিংহে
ররর. শেরপুরে

নিচের কোনটি সঠিক
ক. র ও রর
খ. র ও ররর
● রর ও ররর
ঘ. র, রর ও ররর

১১. অশন্ডল ও গুরুমণ্ডল বিচ্ছেদকারী তাকে কী বলে?
ক. কনরাড বিযুক্তি
● মোহা বিযুক্তি
গ. উইচার্ট বিযুক্তি
ঘ. গুটেনবার্গ বিযুক্তি

১২. হিমালয় কোন ধরনের পর্বত?
● ভঙ্গিল
খ. আগ্নেয়
গ. চ্যুতি-স্তূপ
ঘ. ক্ষয়জাত

রায়াদের বাড়ী বাংলাদেশের মধ্যাঞ্চলে যা আনুমানিক এক লক্ষ বছর পূর্ব গঠিত সোপান ভূমি। এখানে আনারস, কলা ও কাঁঠাল অধিক উৎপন্ন হয়।
উপরের উদ্দীপকটি পড়ে ১৩ ও ১৪ নং প্রশ্নের উত্তর দাও:

১৩. রায়াদের বাড়ি কোন যুগে গঠিত?
● প্লাইস্টোসিন
খ. ওলিগোসিন
গ. মায়োসিন
ঘ. ইয়োসিন

১৪. উদ্দীপকে ইঙ্গিতকৃত অঞ্চলের মূল বৈশিষ্ট্য হচ্ছে-
র. প্লাবন ভূমি
রর. মৃত্তিকা লালচে বর্ণের
ররর. গজারি বন দ্বারা আবৃত

নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
খ. র ও ররর
● রর ও ররর
ঘ. র, রর ও ররর

১৫. কোনটি ইউরোপের পর্বতমালা?
● আল্পস্
খ. আন্দিজ
গ. রকি
ঘ. হিমালয়

১৬. লালমাই পাহাড়ের আয়তন কত বর্গকিলোমিটার?
ক. ১৪
খ. ২৪
● ৩৪
ঘ. ৪৪

১৭. মোচাকৃতি পর্বত কোনটি?
ক. ভঙ্গিল পর্বত
● আগ্নেয় পর্বত
গ. পর্বত
ঘ. ল্যাকোলিত পর্বত

১৮. ভূত্বকের শিলাস্তর কত প্রকার?
● ২
খ. ৩
গ. ৪
ঘ. ৫

১৯. সৌরজগতের তৃতীয় নিকটতম গ্রহ কোনটি?
ক. বুধ
খ. শুক্র
● পৃথিবী
ঘ. মঙ্গল

২০. পৃথিবীর কেন্দ্রের উত্তাপ কত ডিগ্রি সেন্টিগ্রেড?
ক. ২৫০০°
খ. ৩০০০°
গ. ৪৫০০°
● ৬০০০°

২১. মোহোররাভিসিক বিযুক্তিরেখা কখন আবিষ্কৃত হয়?
ক. ১৯২১
● ১৯০৯
গ. ১৯১২
ঘ. ১৯১৫

২২. বলিভিয়া কোন জাতীয় মালভূমি?
● পর্বতবেষ্টিত
খ. পাদদেশীয়
গ. মহাদেশীয়
ঘ. ক্ষয়প্রাপ্ত

২৩. কেন্দ্রমণ্ডলের প্রধান উপাদান কোনটি?
● নিকেল ও লোহা
খ. সিলিকন ও ম্যাগনেসিয়াম
গ. অ্যালুমিনিয়াম ও ম্যাগনেসিয়াম
ঘ. অ্যালুমিনিয়াম ও সিলিকন

২৪. পর্বত সাধারণত কত মিটারের বেশি উঁচু হয়?
ক. ৫০০
খ. ৬০০
গ. ৭০০
● ১০০০

ভূগোল ১ম পত্র ২য় অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

২৫. পৃথিবীর বৃহত্তম বদ্বীপ কোনটি?
ক অস্ট্রেলিয়া
● বাংলাদেশ
গ. ফিনল্যান্ড
ঘ. মালদ্বীপ

২৬. কিলিমানজারো পর্বতের শীর্ষদেশ বরফাবৃত্ত কেন?
ক. অক্ষাংশের জন্য
খ. ভূমির ঢালের জন্য
● উচ্চতার কারণে
ঘ. সমুদ্র থেকে দূরত্বের কারণে

২৭. কোন জাতীয় পর্বতের চ্যুতিরেখা দেখা যায়?
● ভঙ্গিল পর্বত
খ. আগ্নেয় পর্বত
গ. স্কুপ পর্বত
ঘ. ল্যাকোলিথ পর্বত

২৮. হেনরি ও ব্ল্যাক হিলস কোন জাতীয় পর্বত?
ক. ভাজ পর্বত
খ. সঞ্চয়জাত পর্বত
গ. স্কুপ পর্বত
● ল্যাকোলিথ পর্বত

২৯. পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি চ্যুতিকূপ পর্বত দেখা যায়-
ক. উত্তর আফ্রিকায়
● পূর্ব আফ্রিকায়
গ. উত্তর আমেরিকায়
ঘ. দক্ষিণ আমেরিকায়

৩০. দুটি চ্যুতির মধ্যবর্তী উন্নত ভূভাগকে বলে-
ক. ভাজ পর্বত।
● চ্যুতি-স্তূপ পর্বত
গ. সঞ্চয়জাত পর্বত
ঘ. ল্যাকোলিথ পর্বত

৩১. কোনটি লাভা গঠিত মালভূমি?
ক. ফিজেন্ড
খ. তিব্বত
গ. কলোরাডো
● কলম্বিয়া

৩২. কলম্বিয়া মালভূমি কোথায়?
ক. উত্তর আমেরিকা
● দক্ষিণ আমেরিকা
গ. ভারত
ঘ. পশ্চিম আফ্রিকা

৩৩. সমভূমি উন্নীত মালভূমি-
● তিব্বত মালভূমি
খ. কলম্বিয়া মালভূমি
গ. সাহারা মালভূমি
ঘ. ফিজেন্ড মালভূমি

৩৪. কলোরাডো মালভূমি কোথায়?
● উত্তর আমেরিকা
খ. দক্ষিণ আমেরিকা
গ. আফ্রিকা
ঘ. ভারত

৩৫. তিব্বত মালভূমির আয়তন কত?
ক. ৬ লক্ষ বর্গ মাইল
খ. ৭ লক্ষ বর্গ মাইল
● ৮ লক্ষ বর্গ মাইল
ঘ. ৯ লক্ষ বর্গ মাইল

৩৬. ভূত্বকের বহির্ভূত উপাদান হলো-
র. অক্সিজেন
রর. সিলিকন
ররর. কার্বন ডাইঅক্সাইড

নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
খ. র ও ররর
● রর ও ররর
ঘ. র, রর ও ররর

৩৭. ল্যাকোলিথ পর্বতের বৈশিষ্ট্য-
র. গম্বুজাকৃতির
রর. শৃঙ্গ থাকে না
ররর. ঢাল খাড়া হয়

নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
খ. র ও ররর
গ. রর ও ররর
● র, রর ও ররর

৩৮. আগ্নের পর্বতের বৈশিষ্ট্য-
র. মোচাকৃতি
রর. ঢাল মাঝারি
ররর. চ্যুতি রেখা

নিচের কোনটি সঠিক?
● র ও রর
খ. র ও ররর
গ. রর ও ররর
ঘ. র, রর ও ররর

৩৯. মালভূমি সৃষ্টির কারণ-
র. ভূআন্দোলন
রর. ভূপৃষ্ঠের ক্ষয়সাধন
ররর. ভূপৃষ্ঠে লাভা সঞ্চয়

নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
খ. র ও ররর
গ. রর ও ররর
● র, রর ও ররর

৪০. মহাদেশীয় মালভূমি হলো-
র. স্পেন
রর. অস্ট্রেলিয়া
ররর. গ্রিনল্যান্ড

নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
খ. র ও ররর
গ. রর ও ররর
● র, রর ও ররর

৪১. ক্ষয়জাত সমভূমির বৈশিষ্ট্য হলো-
র. মৃত্তিকার আবরণ বেশি পুরু হয় না
রর. কৃষি কাজের জন্য উপযোগী নয়
ররর. বিশাল এলাকা জুড়ে বিস্তৃত থাকে

নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
খ. র ও ররর
গ. রর ও ররর
● র, রর ও ররর

৪২. পলি সঞ্চিত সমভূমি-
র. মিসিসিপি অববাহিকা
রর. নীল নদের অববাহিকা
ররর. হোয়াংহো অববাহিকা

নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
খ. র ও ররর
গ. রর ও ররর
● র, রর ও ররর

৪৩. প্লাবন সমভূমির উদাহরণ-
র. সিন্ধু
রর. গঙ্গা
ররর. হোয়াংহো

নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
খ. র ও ররর
গ. রর ও ররর
● র, রর ও ররর

৪৪. ভূত্বক কোন দুটি স্তরে বিভক্ত?
● সিয়াল ও সিমা
খ. সিমা ও ক্রোফেসিয়া
গ. সিমা ও নিফেসিয়া
ঘ. ক্রোফেসিয়া ও নিফেসিয়া

৪৫. কেন্দ্রমণ্ডলের প্রধান উপাদান কী কী?
● নিকেল ও লোহা
খ. সিলিকন ও অ্যালুমিনিয়াম
গ. সিলিকন ও ম্যাগনেসিয়াম
ঘ. অ্যালুমিনিয়াম ও ম্যাগনেসিয়াম

৪৬. গুরুমণ্ডলীয় স্তরটি কত কিলোমিটার পুরু?
ক. ২২৭০ কিমি.
খ. ১২১৬ কিমি.
● ২৮৮৫ কিমি,
ঘ. ৩৪৮৬ কিমি.
৪৭. কেন্দ্রমণ্ডলের পুরুত্ব বা ব্যাসার্ধ কত?
ক. ২২৭০ কিমি.
খ. ২২০০ কিমি.
গ. ২৮৮৫ কিমি.
● ৩৪৮৬ কিমি.

৪৮. সমুদ্র সমতল হতে অতি উচ্চ বিস্তীর্ণ সমভূমিকে কী বলে?
ক. পর্বত
● মালভূমি
গ. সমভূমি
ঘ. ল্যাকোলিথ পর্বত

৪৯. কোন ধরনের পর্বত স্তর ও জীবাশ্মবিশিষ্ট?
● ভঙ্গিল পর্বত
খ. ক্ষয়জাত পর্বত
গ. ল্যাকোলিথ পর্বত
ঘ. আগ্নেয় পর্বত

৫০. সমোন্নতি রেখা সমান দূরত্বে অবস্থান করলে কীরূপ ঢাল হয়?
ক. উত্তল
খ. অবতল
● সুসম ঢাল
ঘ. তরঙ্গিত ঢাল

ভূগোল ১ম পত্র ৩য় অধ্যায় mcq : প্রাকৃতিক ভূগোলের অন্যতম শাখা হলো ভূমিরূপ বিদ্যা। ভূমিরূপ বিদ্যা হলো সেই বিদ্যা যেখানে অশ্মমন্ডলের উপরিভাগ অর্থাৎ ভূ-ত্বকের উৎপত্তি ও ইতিহাসের ব্যাখ্যা দান করা হয়। সহজভাবে বলা যায়, ভূমিরূপ বিদ্যা পৃথিবীর পৃষ্ঠ দেশের (সমুদ্রের তলদেশসহ) নানা রকম ভূ-প্রাকৃতিক দৃশ্যের বা রূপের নিয়মতান্ত্রিক বিজ্ঞান ভিত্তিক বর্ণনা। এই বর্ণনায় ভূমিরূপ উদ্ভব প্রক্রিয়ার নানা প্রকার ব্যাখ্যা ও বিশ্লেষণ স্থান পায়।

ভূগোল ১ম পত্র ৩য় অধ্যায় mcq

১. নদীর গভীরতা বৃদ্ধির কারণ কোনটি?
ক. পার্শ্বক্ষয়ের ফলে
● তলদেশ ক্ষয়ের দরুন
গ. স্রোতের বেগ কমলে
ঘ. ঢাল হ্রাসের ফলে

২. লৌহ কোন রাসায়নিক প্রক্রিয়ায় বিচূর্ণীভূত হয়?
● অক্সিডেশন
খ. সলিউশন
গ. কার্বনেশন
ঘ. হাইড্রেশন

৩. যমুনা নদীর উৎপত্তি কোথায়?
ক. গঙ্গোত্রী হিমবাহে
খ. নাগা-মনিপুরে
গ. লুসাই পাহাড়ে
● মানস সরোবরে

৪. বাংলাদেশের কোন অঞ্চলে বদ্বীপ অবস্থিত?
ক. উত্তর-পূর্ব
খ. উত্তর-পশ্চিম
গ. দক্ষিণ-পূর্ব
● দক্ষিণ-পশ্চিম

৫. পার্বত্য এলাকায় নদীর পানি হঠাৎ খাড়া ঢালে নিচে পতিত হলে তাকে কী বলে?
ক. কাসকেড
খ. খরস্রোত
● জলপ্রপাত
ঘ. গিরিখাত

৬. পৃথিবীর ভূত্বক কয়টি বৃহৎ প্লেট দ্বারা গঠিত?
ক. ৫
● ৭
গ. ৯
ঘ. ১১

৭. সাঙ্গু নদী বাংলাদেশের কোন ভূপ্রকৃতি অঞ্চলের অন্তর্গত?
ক. উপকূলীয় ভূমি
খ. বরেন্দ্র ভূমি
গ. প্লাবন ভূমি
● পাহাড়ি ভূমি

আলী মিয়া তার গ্রামের বাড়িতে এবং কৃষিজমিতে প্রায়ই কিছু ছোট ছোট গর্ত দেখতে পায় এবং গর্তগুলোর চারপাশে মাটি জমানো থাকে।
উপরের উদ্দীপকটি পড় এবং ৮ ও ৯ নং প্রশ্নের উত্তর দাও:

৮. উদ্দীপকের প্রক্রিয়াটি-
ক. নগ্নীভবন
● বিচূর্ণীভবন
গ. ক্ষয়ীভবন
ঘ. অপসারণ

৯. উদ্দীপকে প্রক্রিয়াটির ভূমিকা পালনকারী প্রভাবক হচ্ছে-
র. অণুজীব
রর. কীটপতঙ্গ
ররর. জীবজন্তু

নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
● র ও ররর
গ. রর ও ররর
ঘ. র, রর ও ররর

১০. সমভূমি অঞ্চলের নদী উপত্যকা-
র. প্রশস্ত হয়
রর. গভীর হয়
ররর. সংকীর্ণ হয়

নিচের কোনটি সঠিক?
● র
খ. রর
গ. ররর
ঘ. র, রর ও ররর

১১. পদ্মা নদীর উৎপত্তি কোথায়?
ক. মানস সরোবরে
খ. লুসাই পাহাড়ে
গ. নাগা-মনিপুরে
● গাঙ্গোত্রী হিমবাহে

১২. পাত-সঞ্চলন মতবাদ প্রদান করেন কে?
● লি পিনচন
খ. ডাললি স্ট্যাম্প
গ. ইরাটসথেনিস
ঘ. রিচার্ড হার্টশোন

১৩. ফরাসি ভূবিজ্ঞানী জেভিয়ার লি পিনচন কত সালে পাত-সঞ্চালন মতবাদ প্রদান করেন?
ক. ১৯৬১
খ. ১৯৬৩
গ. ১৯৬৭
● ১৯৬৮

১৪. ভূমিকম্পের তীব্রতা পরিমাপক যন্ত্র কে আবিষ্কার করেন?
ক. জেভিয়ার লি পিনচন
খ. আলেকজান্ডার হামবোল্ড
● রিখটার
ঘ. হার্টশোন

১৫. রিখটার স্কেলের মাধ্যমে কী পরিমাপ করা হয়?
ক. বারিপাত
● ভূমিকম্পের তীব্রতা
গ. বায়ুপ্রবাহের গতি
ঘ. স্রোতের তীব্রতা

১৬. নিচের কোন অঞ্চলে ভূমিকম্প বেশি হয়?
● ভঙ্গিল পর্বত ও আগ্নেয়গিরি
খ. বনভূমি ও পাহাড়ি
গ. সমভূমি ও মালভূমি
ঘ. বনভূমি ও সমভূমি

১৭. সুনামি শব্দের অর্থ কী?
● ঢেউ
খ. চোখ
গ. ঝড়
ঘ. বন্যা

১৮. পৃথিবীতে কতটি আগ্নেয়গিরি রয়েছে?
ক. ৩৫০
খ. ৫০০
গ. ৫১৬
● ৫২৯

১৯. দুটি পাত স্থানচ্যুত হলে তাদের সীমান্তে ভূপৃষ্ঠের চাপ কেমন হয়?
● কমে যায়
খ. বেড়ে যায়
গ. অপরিবর্তিত থাকে
ঘ. কমতে কিংবা বাড়তে পারে

২০. পৃথিবীর ভূমিরূপ বিন্যাসে প্লেটের কোন গতির ভূমিকা গুরুত্বপূর্ণ?
ক. সম্প্রসারণ গতি
● সংকোচন গতি
গ. পার্শ্বীয় গতি
ঘ. উর্ধ্বগতি

২১. মহাদেশীয় প্লেট যদি মিলানো যায় তাহলে দক্ষিণ আমেরিকার পূর্ব প্রান্তের সাথে মিলবে-
● আফ্রিকার পশ্চিম প্রান্ত
খ. ইউরোপের পশ্চিম প্রান্ত
গ. আফ্রিকার পূর্ব প্রান্ত
ঘ. ইউরোপের পূর্ব প্রান্ত

২২. সৃষ্টির শুরুতে পৃথিবী কোন অবস্থায় ছিল?
ক. কঠিন
খ. তরল
● বায়বীয়

ঘ. কঠিন ও বায়বীয়

২৩. নিচের কোনটির কারণে ভূমিরূপের আকস্মিক পরিবর্তন সংঘটিত হয়?
● আগ্নেয়গিরি
খ. হিমবাহ
গ. সমুদ্রস্রোত
ঘ. তুহিন

২৪. নিচের কোন শক্তির প্রভাবে ভূমিরূপের ধীর পরিবর্তন হয়?
ক. আগ্নেয়গিরি
খ. ভূমিকম্প
গ. ভূগর্ভের চাপ
● তুহিন

ভূগোল ১ম পত্র ৩য় অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

২৫. রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা মাপা যায় কত পর্যন্ত?
ক. ১ থেকে ৮
খ. ১ থেকে ৯
● ১ থেকে ১০
ঘ. ১ থেকে ১২

২৬. মার্সেলির স্কেলের সাহায্যে ভূমিকম্পের তীব্রতা মাপা যায় কত পর্যন্ত?
ক. ১ থেকে ৮
খ. ১ থেকে ৯
গ. ১ থেকে ১০
● ১ থেকে ১২

২৭. সি.এফ রিখটার ভূমিকম্পের তীব্রতা নির্ণয়ের স্কেল আবিষ্কার করেন কত সালে?
ক. ১৯৩০
খ. ১৯৩১
● ১৯৩৫
ঘ. ১৯৩৬

২৮. মার্সেলি ভূমিকম্পের তীব্রতা নির্ণয়ের স্কেল আবিষ্কার করেন কত সালে?
ক. ১৯৩০
● ১৯৩১
গ. ১৯৩৫
ঘ. ১৯৩৬

২৯. পৃথিবীর শতকরা ৫০ ভাগ ভূমিকম্প সংঘটিত হয় কোন এলাকায়?
● ভঙ্গিল পার্বত্য এলাকা
খ. খাড়া উপকূলীয় অঞ্চল
গ. প্রণব ভূমি অঞ্চল
ঘ. সমুদ্রগর্ভে

৩০. ভিসুভিয়াস আগ্নেয়গিরি কোথায়?
ক. জাপান
● ইতালি
গ. চীন
ঘ. ইন্দোনেশিয়া

৩১. জাপানের ফুজিয়ামা কোন ধরনের আগ্নেয়গিরি?
ক. সক্রিয় বিস্ফোরক
খ. সক্রিয় অবিরাম
গ. সক্রিয় সবিরাম
● সুপ্ত আগ্নেয়গিরি

৩২. ক্রাকাতোয়া আগ্নেয়গিরি কোথায়?
● ইন্দোনেশিয়া
খ. জাপান
গ. ইতালি
ঘ. মেক্সিকো

৩৩. যেসব আগ্নেয়গিরি হতে বহুকাল অগ্ন্যুৎপাত হয়নি এবং হবে না তাকে বলে-
ক. সুপ্ত আগ্নেয়গিরি
● মৃত আগ্নেয়গিরি
গ. শান্ত সক্রিয়
ঘ. শান্ত মৃত

৩৪. সক্রিয় সবিরাম আগ্নেয়গিরির উদাহর-
ক. লাসেন পিক
● ভিসুভিয়াস
গ. ফুজিয়ামা
ঘ. ম্যানোলোয়া

৩৫. পৃথিবীর সর্ববৃহৎ আগ্নেয় পর্বত মাউন্টনোয়া কোন মণ্ডলে?
● প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল
খ. ইউরোশিয়া অঞ্চল
গ. আটলান্টিক অঞ্চল
ঘ. ভারত মহাসাগরীয় অঞ্চল

৩৬. আগ্নেয় মেঘলা মালার মতো ঘিরে রেখেছে কোনটিকে?
ক. আটলান্টিক মহাসাগরকে
● প্রশান্ত মহাসাগরকে
গ. ইউরেশিয়া অঞ্চলকে
ঘ. ভারত মহাসাগরকে

৩৭. ভিসুভিয়াস আগ্নেয় পর্বতমালা কোন বলয়ে?
ক. প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল
● ইউরেশিয়া অঞ্চল
গ. আটলান্টিক অঞ্চল
ঘ. ভারত মহাসাগরীয় অঞ্চল

৩৮. সমুদ্র তলদেশে ভূমিকম্প সংঘটিত হলে তাকে কী বলে?
ক. ভূআলোড়ন
● সুনামি
গ. অগ্ন্যুৎপাত
ঘ. ভূমিকম্প

৩৯. সুনামি শব্দটি কোন দেশী শব্দ?
● জাপানি
খ. দেশি
গ. চীনা
ঘ. ওলন্দাজ

৪০. প্লাবন সমভূমি এলাকা কোনটি?
ক. চট্টগ্রাম
খ. দিনাজপুর
● যশোর
ঘ. ময়মনসিংহ

৪১. পদ্মা নদীর উৎপত্তিস্থল-
ক. আসামের লুসাই পাহাড়
খ. মিজোরামের লুসাই পাহাড়
গ. কৈলাশ শৃঙ্গের মানস সরোবর
● হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ

৪২. পদ্মার শাখা নদী কোনটি?
● মধুমতি
খ. ধলেশ্বরী
গ. বুড়িগঙ্গা
ঘ. ব্রহ্মপুত্র

৪৩. যমুনা নদীর উৎপত্তিস্থল কোথায়?
ক. হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ
খ. আসামের লুসাই পাহাড়
● কৈলাশ শৃঙ্গের মানস সরোবর
ঘ. তিব্বতের কৈলাশ শৃঙ্গের মানস সরোবর

৪৪. বুড়িগঙ্গা কোন নদীর শাখা নদী?
ক. পদ্মা
খ. মেঘনা
● যমুনা
ঘ. ব্রহ্মপুত্র

৪৫. মেঘনা নদীর উপনদী কোনটি?
● ধলেশ্বরী
খ. করতোয়া
গ. তিস্তা
ঘ. মহাগগা

৪৬. বাংলাদেশের জলসীমায় উৎপত্তি লাভ করে বাংলাদেশের জলসীমায় সমাপ্তি ঘটেছে কোন নদী?
ক. গোমতি
খ. কর্ণফুলী
গ. ডাকাতিয়া
● হালদা

৪৭. নদীর সয়জাত ভূমিরূপ নয় কোনটি?
ক. প্লাবন সমভূমি
খ. পলল কোণ
গ. পলল পাখা
● জলপ্রপাত

৪৮. আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের সময় নির্গত হয়-
র. প্রবলবেগে লাভা
রর. প্রবলবেগে কাদা
ররর. প্রবলবেগে বাম্প

নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
খ. র ও ররর
গ. রর ও ররর
● র, রর ও ররর

৪৯. প্লেটের গতির কারণ-
র. পরিচলন স্রোত
রর. ধাক্কা পদ্ধতি
ররর. আকর্ষণ পদ্ধতি

নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
খ. র ও ররর
গ. রর ও ররর
● র, রর ও ররর

৫০. পৃথিবীর অভ্যন্তরীণ ক্রিয়াকলাপের ফলে ভূঅভ্যন্তরের উপরিভাগে যে ধরনের পরিবর্তন তা হলো-
র. ভূআলোড়ন
রর. ভূমিকম্প
ররর. ভূমিধস

নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
খ. র ও ররর
গ. রর ও ররর
● র, রর ও ররর

pdf download ভূগোল ১ম পত্র এইচএসসি সুপার নৈবিত্তিক সাজেশন ২০২৪

গোল ১ম পত্র ৪র্থ অধ্যায় mcq : পৃথিবী পৃষ্ঠের চারপাশে বেষ্টন করে যে অদৃশ্য বায়বীয় আবরণ রয়েছে তাকে বায়ুমন্ডল বলে। এটি ভূ-পৃষ্ঠ হতে উপরের দিকে স্তরে স্তরে সজ্জিত রয়েছে এবং বায়ুমন্ডলের উপাদানগুলো সর্বত্র সমান নয়। বায়ু অদৃশ্য হলেও প্রাণি ও উদ্ভিদের অস্তিত্ব্রে জন্য অত্যাবশ্যকীয় উপাদান। বায়ুমন্ডলসহ প্রাকৃতিক পরিবেশের আরো কয়েকটি গুরুত্বপূর্ণ উপাদান মানুষের বহুমুখী কর্মকান্ডের ফলে দূষিত হচ্ছে। ফলে বিনষ্ট হচ্ছে পরিবেশের ভারসাম্য। এই ইউনিটে আমরা বায়ুমন্ডলসহ পানি দূষণ, শব্দ দূষণ, মৃত্তিকা দূষণ প্রভৃতি নিয়ে আলোচনা করব।

ভূগোল ১ম পত্র ৪র্থ অধ্যায় mcq

১. ট্রপোমন্ডলের বৈশিষ্ট্য কোনটি?
ক. বায়ুর উষ্ণতা দ্রুত বৃদ্ধি
খ. বেতার তরঙ্গের প্রতিফলন
গ. অতি বেগুনি রশ্মি শোষণ
● উচ্চতা বৃদ্ধির সাথে তাপের হ্রাস

২. সৌরপর্দা বলা হয় কোন স্তরকে?
● ওজোন
খ. নাইট্রোজেন
গ. হিলিয়াম
ঘ. হাইড্রোজেন

৩. বায়ুদূষণের কারণ হলো
র. গাছপালা আগুনে পোড়ানো
রর. তেজস্ক্রিয় পদার্থ নির্গমন
ররর. প্রাকৃতিক গ্যাস উত্তোলন

নিচের কোনটি সঠিক?
● র ও রর
খ. র ও ররর
গ. রর ও ররর
ঘ. র, রর ও ররর

৪. বায়ুতে অক্সিজেনের শতকরা হার কত?
ক. ১৫
খ. ১৭
গ. ১৯
● ২১

৫. বায়ুদূষণ প্রতিরোধে কার্যকরী হলো
র. বনায়ন কার্যক্রম জোরদার করা
রর. জীবাশ্ম জ্বালানির ব্যবহার বৃদ্ধি করা
ররর. যানবাহন নির্গত দূষিত গ্যাস নিয়ন্ত্রণ করা

নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
খ. র ও ররর
● রর ও ররর
ঘ. র, রর ও ররর

৬. বায়ুমণ্ডলের ভূপৃষ্ঠ সংলগ্ন স্তর কোনটি?
● ট্রপোস্ফিয়ার
খ. স্ট্রাটোস্ফিয়ার
গ. থার্মোস্ফিয়ার
ঘ. এক্সোস্ফিয়ার

৭. কোনটি বায়ুদূষণের স্থির উৎস নয়?
ক. রেফ্রিজারেটর শিল্প
খ. তাপবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র
গ. শিল্প প্রক্রিয়াকরণ
● পরিবহন স্থল, জল ও আকাশপথে

৮. বায়ুমণ্ডলের রাসায়নিক গঠন ও বিভিন্ন গ্যাসের অনুপাত যেখানে প্রায় সমান থাকে তাকে কী বলে?
● সমমণ্ডল
খ. বিষমমণ্ডল
গ. ওজোননাস্ফিয়ার
ঘ. মেসোস্ফিয়ার

৯. উদ্ভিদ ও জীবজগতের জন্য বায়ুমণ্ডলের কোন স্তরটি উত্তম?
● ট্রপোস্ফিয়ার
খ. স্ট্রাটোস্ফিয়ার
গ. থার্মোস্ফিয়ার
ঘ. এক্সোস্ফিয়ার

১০. কোন দুটি গ্যাস বায়ুমণ্ডলের ৯৯ ভাগ স্থান দখল করে আছে?
ক. অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড
● নাইট্রোজেন ও অক্সিজেন
গ. নাইট্রোজেন ও কার্বন ডাইঅক্সাইড
ঘ. অক্সিজেন ও আরগন

১১. বায়ুমণ্ডলে বিষমমণ্ডলের অবস্থান কোথায়?
ক. ৬০-৬৫ কি. মি. ঊর্ধ্বে
খ. ৭০-৭৫ কি. মি. ঊর্ধ্বে
গ. ৮০-৮৫ কি. মি. ঊর্ধ্বে
● ৮৫-৯০ কি. মি. ঊর্ধ্বে

১২. ভূপৃষ্ঠ থেকে কত কি. মি. পর্যন্ত বায়ুমণ্ডলের গঠনকারী গ্যাসের অনুপাত প্রায় সমান থাকে?
ক. ৭০ কি. মি. উর্ধ্বে
খ. ৭৫ কি. মি. ঊর্র্ধ্বে
গ. ৮০ কি. মি. ঊর্ধ্বে
● ৯০ কি. মি. ঊর্ধ্বে

১৩. তাপমাত্রার তারতম্য অনুসারে বায়ুমন্ডলকে কত ভাগে ভাগ করা যায়?
ক. ২
খ. ৩
● ৫
ঘ. ৬

১৪. কোনটি বায়ুমণ্ডলের দ্বিতীয় স্তর?
ক. ট্রপোস্ফিয়ার
● স্ট্রাটোস্ফিয়ার
গ. থার্মোস্ফিয়ার
ঘ. এক্সোস্ফিয়ার

১৫. কোনটি নিস্ক্রিয় গ্যাস?
ক. নাইট্রোজেন
খ. অক্সিজেন
গ. কার্বন ডাইঅক্সাইড
● আর্গন

১৬. বায়ুমণ্ডলের কোন স্তরের কারণে সূর্যের অতিবেগুনি রশ্মি সরাসরি ভূপৃষ্ঠে আসতে পারে না?
● ওজোনোস্ফিয়ার
খ. মেসোস্ফিয়ার
গ. থার্মোস্ফিয়ার
ঘ. এক্সোস্ফিয়ার

১৭. বেতার তরঙ্গ প্রতিফলিত হয় কোন স্তরের কারণে?
ক. ওজোনোস্ফিয়ার
খ. মেসোস্ফিয়ার
গ. থার্মোস্ফিয়ার
● আয়নোস্ফিয়ার

১৮. অণু-পরমাণুগুলো সবসময় ঊধর্ব দিকে উখিত হয় বলে ঝরনা স্তর বলে-
ক. ম্যাগনেটোস্ফিয়ারকে
● এক্সোস্ফিয়ারকে
গ. ওজোনোস্ফিয়াকে
ঘ. মেসোস্ফিয়ারকে

১৯. ইলেকট্রন ও প্রোটন আয়নগুলো বলয়াকারে অবস্থান করে
ক স্টাটোস্ফিয়ার স্তরে
খ. থার্মোস্ফিয়ার স্তরে
গ. এক্সোস্ফিয়ার স্তরে
● ম্যাগনেটোস্ফিয়ার স্তরে

২০. মৃত্তিকা দূষিত হয় কোন দূষক দ্বারা?
● ধূলিকণা ও ভাইরাস
খ. মিথাইল আয়োডাইড
গ. কার্বন মনোঅক্সাইড
ঘ. নাইট্রোজেন অক্সাইড

২১. নাইট্রোজেন অক্সাইড-এর সংকেত কোনটি?
ক. CO
● NO2
গ. SO2
ঘ. NO

২২. এমফাইসিমার প্রধান কারণ কোনটি?
● ধূমপান
খ. অতিরিক্ত পরিশ্রম
গ. ওজন গ্যাস
ঘ. সালফার অক্সাইড

২৩. জীবাশ্ম জ্বালানি কোনটি?
ক. সৌরশক্তি
খ. বায়ুশক্তি
● প্রাকৃতিক গ্যাস
ঘ. জৈব গ্যাস

২৪. বায়ুমণ্ডলের মূল উপাদান কয়টি?
● ৩
খ. ৪
গ. ৫
ঘ. ৬

২৫. পৃথিবীর আবহাওয়া ও জলবায়ুর জন্য দায়ী কোনটি?
ক. অশ্মমণ্ডল
খ. বারিমণ্ডল
● বায়ুমণ্ডল
ঘ. জীবমণ্ডল

ভূগোল ১ম পত্র ৪র্থ অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

২৬. বায়ুমন্ডলে CO2 গ্যাসের পরিমাণ কত শতাংশ?
ক. ০.০৯%
● ০.০৩%
গ. ০.০৫%
ঘ. ০.০৪%

২৭. ওজোন গ্যাসের সংকেত কোনটি?
ক. N2
খ. O2
● O3
ঘ. CO2

২৮. স্ট্রাটোস্ফিয়ারের ঊর্ধ্বসীমাকে কী বলা হয়?
ক. ঐপোসীমা
● স্ট্রাটোসীমা
গ. মেসোপজ
ঘ. ট্রলোপজ

২৯. মহাকাশ থেকে যেসব উল্কা পৃথিবীর দিকে ছুটে আসে সেগুলো কোন স্তরে এসে ভস্মীভূত হয়?
ক. স্ট্রটোস্ফিয়ার
● মেসোস্ফিয়ার
গ. থার্মোস্ফিয়ার
ঘ. এক্সোস্ফিয়ার

৩০. বায়ুমন্ডলে কোন স্তরটিতে চার্জিত কণিকার উপস্থিতি রয়েছে?
ক. ট্রপোস্ফিয়ার
খ. ওজোন স্তর
গ. মেসোস্ফিয়ার
● অক্সিজেন স্তর

৩১. বায়ুর উষ্ণতা দ্রুত বৃদ্ধি পায় বলে আয়নোস্কিয়ারকে কী বলা হয়?
● থার্মোস্ফিয়ার
খ. ম্যাগনেটোস্ফিয়ার
গ. মেসোস্ফিয়ার
ঘ. এক্সোস্ফিয়ার

৩২. গ্লোবাল ওয়ার্মিং-এ মুখ্য ভূমিকা পালন করছে কোন গ্যাস?
ক. O2
খ. CO
গ. O3
● CO2

৩৩. সালোকসংশ্লেষণে কোনটি প্রয়োজন হয়?
ক. অক্সিজেন
খ. নাইট্রোজেন
● কার্বন ডাইঅক্সাইড
ঘ. পানি

৩৪. কিছু কিছু ব্যাকটেরিয়া বায়ু থেকে কোন উপাদান সংগ্রহ করে?
ক. NO2
খ. CO2
● N2
ঘ. O2

৩৫. কোন গ্যাসটি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না?
ক. কার্বন মনোঅক্সাইড
● আর্গন
গ. কার্বন ডাইঅক্সাইড
ঘ. ফসফরাস

৩৬. জলীয়বাম্পের পরিমাণ স্থান ও ঋতুভেদে কত পরিবর্তিত হয়?
ক. ৫-১২%
খ. ১০-১৫%
গ. ১৪-২০%
● ০-৫%

৩৭. কোন গ্যাস বায়ুর আয়তন বৃদ্ধি ও অক্সিজেনকে পাতলা করতে সহায়তা করে?
● নাইট্রোজেন
খ. কার্বন ডাইঅক্সাইড
গ. ওজোন
ঘ. অক্সিজেন

৩৮. বায়ুমন্ডলে শতকরা কত ভাগ নাইট্রোজেন ও অক্সিজেন-
ক. ৯২
● ৯৯
গ. ৭৮
ঘ. ২৫

৩৯. বায়ুমণ্ডলের নিম্নস্তরে অবস্থান করে-
ক. লবণ কণিকা
খ. ধূলিকণা
● জলীয়বাষ্প
ঘ. জৈব ও অজৈব কণিকা

৪০. তাপমাত্রা বেশি হলে জলীয়বাষ্পের পরিমাণ কীরূপ হবে?
ক. বাড়ে
● কমে
গ. পরিবর্তন হয়
ঘ. একই থাকে

৪১. কোনটির উপস্থিতে বায়ুমণ্ডলের ঘনীভবন প্রক্রিয়া চলে?
ক. লবণ কণিকার
খ. জৈব ও অজৈব কণিকার
● জলীয়বাষ্পের
ঘ. ধূলিকণার

৪২. বায়ুম-লের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হলো-
● জলীয়বাষ্প
খ. অক্সিজেন
গ. নাইট্রোজেন
ঘ. কার্বন ডাইঅক্সাইড

৪৩. ঊর্ধ্ব বায়ুস্তরে O3 (ওজোন) গ্যাসের অবস্থান কোথায়?
ক. ৮০-১২০ কিমি. এর মধ্যে
খ. ৩০-৫০ কিমি এর মধ্যে
● ৩০-৬০ কিমি. এর মধ্যে
ঘ. ৭০-৮০ কিমি. এর মধ্যে

৪৪.কাঠ, কয়লা, খনিজ তেল ইত্যাদি জ্বালানি হিসেবে ব্যবহার করায় বায়ুমন্ডলের কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ
ক. স্থির থাকে
● বেড়ে যায়
গ. কমে যায়
ঘ. স্বাভাবিক থাকে

৪৫. বায়ুমণ্ডলের মূল উপাদান
ক. ৭টি
খ. ৫টি
● ৩টি
ঘ. ৮টি

৪৬. সমমণ্ডল ভূপৃষ্ঠ থেকে উপরে কত কিলোমিটার পর্যন্ত বিস্তৃত?
● ৯০ কিমি.
খ. ৮০ কিমি.
গ. ৭০ কিমি
ঘ. ৬০ কিমি.

৪৭. ভূপৃষ্ঠ থেকে ঊর্ধ্বে কত হতে কত কিমি. পর্যন্ত স্ট্রাটোস্ফিয়ার বিস্তৃত?
ক. ১৮-৯০
● ১৮-৮০
গ. ১৮-৭০
ঘ. ১৮-৬০

৪৮. সকল গ্যাসের পরিমাণ সমান থাকে-
ক. ওজোনমণ্ডলে
খ. আয়নমণ্ডলে
গ. বিষমমণ্ডলে
● সমমণ্ডলে

৪৯. কোন অঞ্চলে বিমান চলাচল করে?
● সমোষ্ণ অঙুলে
খ. স্ট্রাটোপজ অলে
গ. উষ্ণ অঞ্চলে
ঘ. ট্রপোপজ অঞ্চলে

৫০. বায়ু স্থির থাকে কোন অংশে?
ক. ম্যাগনেটোস্ফিয়ারে
● ট্রলোপজে
গ. মেসোপজে
ঘ. স্ট্রাটোসীমায়

[ বি:দ্র: উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

ভূগোল ১ম পত্র ৫ম অধ্যায় mcq : পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের প্রাকৃতিক বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। বায়ুমন্ডল ও তার গঠনকারী উপাদানভেদেও বায়ুমন্ডলের বৈশিষ্ট্য ও ভূ-প্রাকৃতিক অঞ্চল বৈচিত্র্যময় হয়। বায়ুমন্ডলের নিম্নস্তরে চাপ, তাপ, আর্দ্রতা ও বায়ুপ্রবাহের পার্থক্য তৈরি হলেই প্রতিদিনের বায়ুপ্রবাহ, বায়ুতাপ ও চাপের পার্থক্য লক্ষ্য করা যায়।

আবহাওয়া হলো কোনো স্থানের দৈনন্দিন বায়ুর তাপ, চাপ, বায়ুপ্রবাহের বৈশিষ্ট্য, বায়ুর আর্দ্রতা, বারিপাত ইত্যাদি উপাদানের গড় অবস্থা অর্থাৎ কোনো নির্দিষ্ট স্থানের স্বল্পকালীন সময়ের বায়ুমন্ডলের উপাদানসমূহের গড় অবস্থাকে বলা হয় আবহাওয়া। জলবায়ু হলো কোনো একটি অঞ্চলের অনেক বছরের আবহাওয়ার সামগ্রিক গড় অবস্থা। সাধারণত ৩০ থেকে ৪০ বছরের আবহাওয়ার গড়কে জলবায়ু বলে।

ভূগোল ১ম পত্র ৫ম অধ্যায় mcq

১. সবচেয়ে উঁচুতে গঠিত মেঘ কোনটি?
ক. স্তর
● পালক
গ. স্তূপ
ঘ. পুঞ্জ

২. বিভিন্ন স্থানের জলবায়ুর ভিন্নতার কারণ-
র. অক্ষাংশগত অবস্থান
রর. প্রাণিকুলের আধিক্য
ররর. উচ্চতার প্রভাব

নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
● র ও ররর
গ. রর ও ররর
ঘ. র, রর ও ররর

৩. বায়ুতে কীসের উপস্থিতি আর্দ্রতা নির্দেশ করে?
● জলীয়বাষ্প
খ. কুয়াশা
গ. মেঘ
ঘ. তুষার

৪. কোনটি আবহাওয়ার উপাদান নয়?
ক. বায়ুর তাপ
খ. আর্দ্রতা
● অক্ষাংশ
ঘ. বৃষ্টিপাত

৫. ‘ক’ অঞ্চলের বায়ুপ্রবাহের নাম
● অয়ন বায়ু
খ. মৌসুমি বায়ু
গ. মেরু বায়ু
ঘ. পশ্চিমা বায়ু

৬. ‘ক’ অঞ্চলের বায়ুপ্রবাহের বৈশিষ্ট্য-
র. উত্তর-পূর্ব দিক থেকে প্রবাহিত হয়
রর. দক্ষিণ-পূর্ব দিক থেকে প্রবাহিত হয়
ররর. বাণিজ্য বায়ু বলা হয়

নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
খ. র ও ররর
গ. রর ও ররর
● র, রর ও ররর

৭. আবহাওয়ার দীর্ঘদিনের গড় অবস্থাকে কী বলে?
● জলবায়ু
খ. বায়ুর তাপ
গ. বায়ুর চাপ
ঘ. বায়ুর আর্দ্রতা

৮. বায়ুতে জলীয়বাষ্পের উপস্থিতিকে কী বলে?
ক. বৃষ্টিপাত
খ. ঘনীভবন
● বায়ুর আর্দ্রতা
ঘ. বায়ুর চাপ

৯. নিয়ত বায়ুপ্রবাহকে কত ভাগে ভাগ করা যায়?
ক. ২
● ৩
গ. ৪
ঘ. ৫

১০. দক্ষিণ-পশ্চিম দিক থেকে জলীয়বাষ্পপূর্ণ আগত মৌসুমি বায়ু হিমালয় পাহাড়ে বাধা পাওয়ার ফলে-
● বৃষ্টিপাত সংঘটিত হয়
খ. বৃষ্টিপাত সংঘটিত হতে পারে না
গ. শীত অনুভূত হয়
ঘ. গরম অনুভূত হয়

১১. নরওয়ের উপকূলে বছরের কোনো সময় বরফ না জমার কারণ কী?
● উষ্ণ উপসাগরীয় স্রোত
খ. শীতল স্রোতের প্রভাব
গ. লাব্রাডর স্রোতের প্রভাব
ঘ. উষ্ণ ও শীতল উভয় স্রোতের প্রভাব

১২. নিরক্ষরেখার উভয় পাশে ৫° থেকে ১০° অক্ষাংশের মধ্যে কোন চাপবলয় অবশ্বিত?
ক. উপক্রান্তীয় উচ্চচাপ
খ. উপক্রান্তীয় নিম্নচাপ
● নিরক্ষীয় নিম্নচাপ
ঘ. মেরুদেশীয় উচ্চচাপ

১৩. কর্কটীয় উচ্চচাপ বলয় হতে যে বায়ু নিরক্ষীয় প্রদেশের দিকে প্রবাহিত হয় তাকে বলে-
● উত্তর-পূর্ব অয়ন
খ. দক্ষিণ-পূর্ব অয়ন
গ. পশ্চিমা
ঘ. মেরুদেশীয়

১৪. ভূমির বন্ধুরতার কারণে যে বৃষ্টিপাত সংঘটিত হয় তাকে কী বলে?
ক. পরিচলন
● শৈলোৎক্ষেপ
গ. ঘূর্ণিবাত
ঘ. সংঘর্ষ

১৫. কুমেরু বৃত্ত থেকে কুমেরু বিন্দু পর্যন্ত প্রসারিত অঞ্চলকে কী বলে?
ক. উত্তর নাতিশীতােষ্ণমণ্ডল
খ. দক্ষিণ নাতিশীতােষ্ণমণ্ডল
গ. উত্তর হিমমণ্ডল
● দক্ষিণ হিমমণ্ডল

১৬. চাপ বলয়কে প্রধানত কত ভাগে ভাগ করা যায়?
● ২
খ. ৩
গ. ৪
ঘ. ৫

১৭. দুটি চাপ বলয়ের উপর ভিত্তি করে পৃথিবীকে কতটি চাপ বলয়ে ভাগ করা হয়েছে?
ক. ৩
খ. ৪
গ. ৫
● ৭

১৮. নিরক্ষরেখার উভয় পাশে ৫°-১০° অক্ষাংশের মধ্যে কোন চাপ বলয় অবস্থিত?
● নিরক্ষীয় নিম্নচাপ
খ. মেরুবৃত্তের নিম্নচাপ
গ. কর্কটীয় উচ্চচাপ
ঘ. মকরীয় উচ্চচাপ

১৯. কোনটি নিরক্ষীয় শান্ত বলয়?
● নিরক্ষীয় নিম্নচাপ বলয়
খ. মেরুবৃত্তের নি¤ম্নচাপ বলয়
গ. কর্কটীয় উচ্চচাপ বলয়
ঘ. মকরীয় উচ্চচাপ বলয়

২০. উপক্রান্তীয় উচ্চচাপ বলয়ের অক্ষাংশীয় অবস্থান কোথায়?
● ২৫° উত্তর ও ২৫° দক্ষিণ অক্ষাংশের মধ্যে
খ. ৬০° থেকে ৬৫° উত্তর ও দক্ষিণ অক্ষাংশের মধ্যে
গ. ৯০° উত্তর ও ৯০° দক্ষিণ অক্ষাংশের মধ্যে
ঘ. ২৫° হতে ৩৫° উত্তর অক্ষাংশের মধ্যে

২১. উত্তর মেরুর উচ্চচাপ অঞ্চলকে কী বলে?
● সুমেরু উচ্চচাপ বলয়
খ. কুমেরু উচ্চচাপ বলয়
গ. মেরুবৃত্তের নিম্নচাপ বলয়
ঘ. মকরীয় উচ্চচাপ বলয়

২২. কানাডা ও মার্কিন যুক্তরাষ্ট্রের উষ্ণ ও শুষ্ক বায়ুকে বলে-
ক. ফন্
● চিনুক
গ. খামসীন
ঘ. সাইমুম

২৩. শীতকালে ফ্রান্সের কোন নদীর উপত্যকা দিয়ে যে বায়ু দক্ষিণের সমভূমি অঞ্চলের দিকে প্রবাহিত হয় তাকে বলে
ক. বোরা
● মিস্ট্রাল
গ. সাইমুম
ঘ. খামসীন

২৪. হারমাটন কোন দেশের বায়ু?
ক. ফ্রান্স
● আফ্রিকা
গ. ইটালি
ঘ. কানাডা

২৫. সাহারা ও আরব মরুভূমিতে প্রবাহিত বায়ু কোনটি?
ক. ফন্
● সাইমুম
গ. খামসীন
ঘ. চিনুক

ভূগোল ১ম পত্র ৫ম অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

২৬. খামসীন কোন দেশের স্থানীয় বায়ু।
ক. আরব
খ. কানাডা
গ. ইটালি
● মিশর

২৭. খামসীন বায়ু কখন প্রবাহিত হয়?
ক. জানুয়ারি হতে মার্চ
● এপ্রিল হতে জুন
গ. জুলাই হতে সেপ্টেম্বর
ঘ. অক্টোবর হতে ডিসেম্বর

২৮. ‘খামসীন’ শব্দের অর্থ কী?
● পাঞ্চাশ
খ. শুষ্ক
গ. উষ্ণ
ঘ. ত্রিশ

২৯. নিম্ন আকাশের মেঘ কোনটি?
ক. সিরোস্ট্যাটাস
খ. অল্টোকিউমুলাস
গ. অল্টোস্ট্যাটাস
● নিম্বস্ট্রাটাস

৩০. উচ্চ আকাশের মেঘ ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায় ভেসে বেড়ায়?
ক. ২০০০ মিটার উচ্চতার মধ্যে
খ. ২০০০ মিটার থেকে ৬০০০ মিটারের মধ্যে
গ. ৫০০০ থেকে ৭০০০ মিটারের বেশি
● ৬০০০ থেকে ১০০০০ মিটারের মধ্যে

৩১. নিরক্ষীয় অঞ্চলে ৫°-১০° উত্তর ও দক্ষিণ অক্ষাংশের মধ্যে কোন ধরনের বৃষ্টিপাত সংঘটিত হয়?
● পরিচলন
খ. শৈলোৎক্ষেপ
গ. ঘূর্ণিবৃষ্টি
ঘ. সংঘর্ষ বৃষ্টি

৩২. ক্রান্তীয় ও নাতিশীতোষ্ণ অঞ্চলে কোন ধরনের বৃষ্টিপাত হয়?
ক. পরিচলন
খ. শৈলোৎক্ষেপ
● ঘূর্ণিবৃষ্টি
ঘ. সংঘর্ষ বৃষ্টি

৩৩. কালবৈশাখী ঝড়ের উৎপত্তি হয় কোন দিকে?
ক. দক্ষিণ-পশ্চিম দিক হতে
● উত্তর-পশ্চিম দিক হতে
গ. পূর্ব-পশ্চিম দিক হতে
ঘ. উত্তর-পূর্ব দিক হতে

৩৪. নিচের কোন এলাকায় সাইক্লোন সংঘটিত হয়?
● ভারত মহাসাগরে
খ. চীন ও জাপান উপকূলে
গ. ফিলিপাইন উপকূলে
ঘ. অস্ট্রেলিয়ার উপকূলে

৩৫. ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ ও মেক্সিকো উপসাগর অঞ্চলে কোনটি সংঘটিত হয়-
ক. সাইক্লোন
খ. টাইফুন
গ. বাগুইও
● হ্যারিকেন

৩৬. সমুদ্র হতে আগত জলীয়বাষ্পপূর্ণ বায়ু যে অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হয় সে অঞ্চলে-
র. বৃষ্টিপাত সংঘটিত হয়
রর. তাপমাত্রা হ্রাস পায়
ররর. বায়ু উষ্ণ হয়

নিচের কোনটি সঠিক?
● র ও রর
খ. র ও ররর
গ. রর ও ররর
ঘ. র, রর ও ররর

৩৭. পর্বত কোনো দেশ বা অঞ্চলের নিয়ন্ত্রণ করে
র. বায়ুর গতি
রর. উষ্ণতা
ররর. বৃষ্টিপাত

নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
খ. র ও ররর
গ. রর ও ররর
● র, রর ও ররর

জলীয়বাষ্পপূর্ণ বায়ু পর্বত বা উচ্চভূমিতে বাধাপ্রাপ্ত হয়ে এক ধরনের বৃষ্টিপাত ঘটায়।
উপরের উদ্দীপকটি পড়ে এবং ৩৮ ও ৩৯ নং প্রশ্নের উত্তর দাও:

৩৮. উদ্দীপকে কোন বৃষ্টিপাতের কথা বলা হয়েছে?
ক. পরিচলন
● শৈলোৎক্ষেপ
গ. ঘূর্ণি বৃষ্টি
ঘ. সংঘর্ষ বৃষ্টি

৩৯. বাংলাদেশের কোন অঞ্চলে উক্ত বৃষ্টিপাত সংঘটিত হয়?
● রাঙামাটি
খ. রাজশাহী
গ. দিনাজপুর
ঘ. ময়মনসিংহ

৪০. জলবায়ুর উপাদান হলো-
ক. উচ্চতা
খ. অক্ষাংশ
● তাপমাত্রা
ঘ. বনভূমি

৪১. উত্তর গোলার্ধে অয়ন বায়ু প্রবাহিত হয়-
● উত্তর-পূর্ব দিক হতে
খ. পশ্চিম দিক হতে
গ. দক্ষিণ-পশ্চিম দিক থেকে
ঘ. দক্ষিণ-পূর্ব দিক থেকে

৪২. দক্ষিণ গোলার্ধে অয়ন বায়ু প্রবাহিত হয়-
● দক্ষিণ-পূর্ব দিক থেকে
খ. দক্ষিণ-পশ্চিম দিক থেকে
গ. সোজা পশ্চিম দিক থেকে
ঘ. উত্তর-পূর্ব দিক থেকে

৪৩. উভয় গোলার্ধে (বা মধ্য অক্ষাংশে) পশ্চিমা বায়ু কত হতে কত ডিগ্রি অক্ষাংশের মধ্যে প্রবাহিত হয়?
ক. ০°-১০°
● ২৫°-৩৫°
গ. ৩৫°-৬০°
ঘ. ৫০°-৭০°

৪৪. পৃথিবীর অধিকাংশ মরুভূমি মহাদেশের পশ্চিমাংশে অবস্থিত কেন?
ক. অয়ন বায়ুর জন্য
● পশ্চিমা বায়ুর জন্য
গ. মেরু বায়ুর জন্য
ঘ. সমুদ্র বায়ুর জন্য

৪৫. জলবায়ু বলতে সাধারণত কয় বছরের আবহাওয়ার উপাদানগুলোর গড় অবস্থাকে বোঝায়?
ক. ১০-১৫
খ. ১৫-২০
গ. ২৫-৩০
● ৩০-৩৫

৪৬. অতীতকালে স্বাভাবিক জলবায়ুর অবস্থা কীরূপ ছিল?
ক. চরমভাবাপন্ন
● মৃদুভাবাপন্ন
গ. সমভাবাপন্ন
ঘ. আর্দুভাবাপন্ন

৪৭. বায়ুমণ্ডলে সূর্যতাপের তারতম্য ঘটে কী কারণে?
ক. কর্কটক্রান্তি ও মকরক্রান্তি
খ. আহ্নিক গতি
গ. বার্ষিক গতি
● সূর্যের অবস্থান ও অক্ষাংশভেদে

৪৮. বাংলাদেশ কোন জলবায়ু অঞ্চলের অন্তর্ভুক্ত?
● ক্রান্তীয় মৌসুমি
খ. ক্রান্তীয় মেরুদেশীয়
গ. নিরক্ষীয় মৌসুমি
ঘ. নিরক্ষীয় মেরুদেশীয়

৪৯. কোন এলাকায় রাতে প্রচণ্ড শীত অথচ দিনে খুব গরম?
ক. মালভূমি
খ. পার্বত্য
● মরুভূমি
ঘ. সমভূমি

৫০. পৃথিবীর আহ্নিক গতির ফল কোনটি?
ক. ঋতু পরিবর্তন
খ. সূর্যতাপের তারতম্য
গ. মৌসুমি বায়ুপ্রবাহ
● দিবারাত্রি সংঘটন

২০২৪ নৈবিত্তিক ভূগোল ১ম পত্র এইচএসসি সাজেশন পিডিএফ ডাউনলোড

ভূগোল ১ম পত্র ৬ষ্ঠ অধ্যায় mcq : জলবায়ু বলতে সাধারণত ৩০ থেকে ৪০ বছরের আবহাওয়ার উপাদানগুলোর গড় অবস্থাকে বুঝায়। পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বিভিন্ন প্রকার জলবায়ু পরিলক্ষিত হওয়ায় জলবায়ু বিজ্ঞানীগণ একে বিভিন্নভাবে বিভক্ত করেছেন। এর মধ্যে জলবায়ু বিজ্ঞানী ভ্লাদিমির কোপেন এর শ্রেণিবিভাগ অন্যতম।

এই ইউনিটে জলবায়ুর শ্রেণিবিভাগ, নিরক্ষীয় জলবায়ু অঞ্চল, ভূ-মধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল, মৌসুমী জলবায়ু অঞ্চল, বাংলাদেশের জলবায়ু, গ্রিনহাউজ প্রভাব ও বিশ্ব উষ্ণায়ন, জলবায়ু পরিবর্তন ও বাংলাদেশ প্রেক্ষিত প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে।

এছাড়া ব্যবহারিক হিসেবে সমতাপ রেখা, সমচাপ রেখা ও সমবর্ষণ রেখা অংকন এবং সমতাপ, সমচাপ ও সমবর্ষণ রেখা মানচিত্রে বিশ্লেষণসহ বৃষ্টিপাত উপাত্তের সাহায্যে রেখাচিত্র অংকন ও বাংলাদেশের ঋতু বা মাসভিত্তিক বৃষ্টিপাতের পরিমাণ বিশ্লেষণ করা হয়েছে।

ভূগোল ১ম পত্র ৬ষ্ঠ অধ্যায় mcq

১. ভ্লাদিমির কোপেন সর্বপ্রথম কত সালে জলবায়ুর শ্রেণিবিভাগ প্রকাশ করেন?
● ১৯০১
খ. ১৯১৮
গ. ১৯৩১
ঘ. ১৯৩৬

২. ঋতু পরিবর্তনের সাথে যে বায়ুর দিক পরিবর্তন হয় তাকে কী বলে?
ক. বাণিজ্যিক
খ. সাময়িক
গ. স্থানীয়
● মৌসুমি

৩. ভূমধ্যসাগরীয় জলবায়ুর অন্যতম বৈশিষ্ট্য হলো কোনটি?
● বৃষ্টিবহুল শীতকাল এবং বৃষ্টিহীন গ্রীষ্মকাল
খ. বৃষ্টিবহুল গ্রীষ্মকাল এবং বৃষ্টিহীন শীতকাল
গ. নিরক্ষীয় নিম্নচাপ বলয় দ্বারা নিয়ন্ত্রিত
ঘ. ঋতু পরিবর্তনের সাথে সাথে বায়ুর গতি পরিবর্তিত হয়

৪. নিচের কোনটি নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের অন্তর্গত?
● দক্ষিণ আমেরিকার আমাজান নদীর অববাহিকা
খ. বলকান উপদ্বীপ যুগোশ্লাভিয়ার পশ্চিম ও দক্ষিণাংশ
গ. দক্ষিণ-পশ্চিম আফ্রিকার কেপটাউন
ঘ. মাদাগাস্কার দ্বীপ পূর্ব আফ্রিকার উপকূল অঞ্চল

৫. মৌসুমি জলবায়ু কোন অঞ্চলে দেখা যায়?
ক. ৫° থেকে ১০° উত্তর ও দক্ষিণ অক্ষাংশের মধ্যে
● ১৫° থেকে ৩০° উত্তর ও দক্ষিণ অক্ষাংশের মধ্যে
গ. ৩০° থেকে ৪০° উত্তর ও দক্ষিণ অক্ষাংশের মধ্যে
ঘ. ২৩° থেকে ৬৬° উত্তর ও দক্ষিণ অক্ষাংশের মধ্যে

৬. নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের ভৌগোলিক অবস্থান কোথায়?
● ৫° থেকে ১০° উত্তর ও দক্ষিণ অক্ষাংশের মধ্যে
খ. ১৫° থেকে ৩০° উত্তর ও দক্ষিণ অক্ষাংশের মধ্যে
গ. ৩০° থেকে ৪০° উত্তর ও দক্ষিণ অক্ষাংশের মধ্যে
ঘ. ২৩° থেকে ৬৬° উত্তর ও দক্ষিণ অক্ষাংশের মধ্যে

৭. আবহাওয়ার কত দিনের গড় অবস্থাকে জলবায়ু বলে?
ক. ১০ থেকে ২০ বছরের
খ. ১৫ থেকে ২৫ বছরের
গ. ২০ থেকে ৩০ বছরের
● ৩০ থেকে ৪০ বছরের

৮. নিরক্ষীয় অঞ্চলে শীত কখন অনুভূত হয়?
ক. সকালে
খ. দিনের মধ্যভাগে
গ. সন্ধ্যায়
● রাতে

৯. নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে আকাশ মেঘে ছেয়ে যায় কখন?
ক. দিনের শুরুতে
খ. দিনের শেষ ভাগে
● দুপুরের পর
ঘ. মধ্যরাতে

১০. নিরক্ষীয় অঞ্চলে অধিক বৃষ্টিপাত সংঘটিত হয় কখন?
ক. মার্চ মাসে
খ. মে মাসে
● জুন মাসে
ঘ. সেপ্টেম্বর মাসে

১১. সেল্ভা বনভূমি কোথায় দেখা যায়?
● আমাজান নদীর অববাহিকায়
খ. কঙ্গো নদীর অববাহিকায়
গ. ব্রাজিলের উত্তরাংশে
ঘ. গায়নার উপকূলভাগে

১২. নিচের কোন দেশটি ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের অন্তর্ভুক্ত?
ক. থাইল্যান্ড
খ. ভিয়েতনাম
● ফ্রান্স
ঘ. মালয়েশিয়া

১৩. ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্জলে সর্বাধিক বৃষ্টিপাত হয় কোন মাসে?
● জানুয়ারি
খ. ফেব্রুয়ারি
গ. জুন
ঘ. জুলাই

১৪. মৌসুমি জলবায়ু অঞ্চলে অধিক বৃষ্টিপাত হয় কোন মাসে?
ক. জানুয়ারি
খ. জুন
● জুলাই
ঘ. অক্টোবর

১৫. মৌসুমি জলবায়ু অঞ্চলে বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ কত?
ক. ২৫ থেকে ৭৫ সেমি.
● ১২৫ থেকে ২০৩ সেমি.
গ. ১৫০ থেকে ২০০ সেমি.
ঘ. ১৫০ থেকে ৩০০ সেমি.

১৬. সরলবর্গীয় বৃক্ষের বনভূমি দেখা যায় কোন অঞ্চলে?
ক. নিরক্ষীয়
খ. ভূমধ্যসাগরীয়
● মৌসুমি
ঘ. নাতিশীতোষ্ণ

১৭. বাংলাদেশ কোন জলবায়ু অঞ্চলের অন্তর্গত?
ক. নিরক্ষীয়
খ. ভূমধ্যসাগরীয়
গ. নাতিশীতোষ্ণ
● ক্রান্তীয় মৌসুমি

১৮. বাংলাদেশের উত্তরে ভারতের কোন রাজ্য?
ক. ত্রিপুরা
খ. মিজোরাম
গ. মিয়ানমার
● আসাম

১৯. বাংলাদেশে কোন মাস সবচেয়ে শীতলতম?
ক. ডিসেম্বর
● জানুয়ারি
গ. ফেব্রুয়ারি
ঘ. মার্চ

২০. বাংলাদেশের তাপমাত্রার গড় হিসেবে উষ্ণতম মাস কোনটি?
ক. মার্চ
● এপ্রিল
গ. মে
ঘ. জুন

২১. বাংলাদেশের মোট বৃষ্টিপাতের শতকরা কত ভাগ বর্ষাকালে সংঘটিত হয়?
ক. ৭০ ভাগ
খ. ৭৫ ভাগ
● ৮০ ভাগ
ঘ. ৮৫ ভাগ

২২. নাইট্রাস অক্সাইড এর সংকেত কোনটি?
ক. NO
● N2O
গ. NO2
ঘ. CO2

২৩. একই উচ্চতাবিশিষ্ট স্থানগুলোকে যে রেখা দ্বারা সংযুক্ত করা তাকে বলে-
● সমতাপ রেখা
খ. সমচাপ রেখা
গ. সমবর্ষণ রেখা
ঘ. প্রধান উষ্ণ রেখা

২৪. নিচের কোন জেলায় বৃষ্টিপাত বেশি হয়?
ক. খুলনা
খ. রাজশাহী
গ. রংপুর
● মৌলভীবাজার

ভূগোল ১ম পত্র ৬ষ্ঠ অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

২৫. বায়ুপ্রবাহ নির্ণয়ের যন্ত্র কোনটি?
ক. হাইগ্রোমিটার
● বাতপতাকা
গ. অ্যামিটার
ঘ. ব্যারোমিটার

২৬. নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের অন্তর্ভুক্ত-
র. আমাজান নদীর অববাহিকা
রর. কঙ্গো নদীর অববাহিকা
ররর. গিনি উপকুল

নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
খ. র ও ররর
গ. রর ও ররর
● র, রর ও ররর

২৭. নিরক্ষীয় জলবায়ুর বৈশিষ্ট্য-
র. নিরক্ষীয় নিম্নচাপ বলয় দ্বারা নিয়ন্ত্রিত
রর. ঋতু পরিবর্তন দেখা যায় না
ররর. দিন-রাত্রির দৈর্ঘ্য সমান

নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
খ. র ও ররর
গ. রর ও ররর
● র, রর ও ররর

২৮. নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে মাটির বৈশিষ্ট্য-
র. উর্বর নয়
রর. ক্ষয়ের মাত্রা বেশি
ররর. মৃত্তিকার রং লাল

নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
খ. র ও ররর
গ. রর ও ররর
● র, রর ও ররর

২৯. নিরক্ষরেখার সন্নিকটবর্তী দেশগুলোতে কী ধরনের জলবায়ু পরিলক্ষিত হয়?
● নিরক্ষীয়
খ. ক্রান্তীয়
গ. মৌসুমি
ঘ. ভূমধ্যসাগরীয়

৩০. মহাদেশসমূহের পূর্ব প্রান্তে ৩০°-৪৫° উত্তর ও দক্ষিণ অক্ষাংশের মধ্যে কোন জলবায়ু পরিলক্ষিত হয়?
ক. ভূমধ্যসাগীয় উষ্ণ ও আর্দ্র
● উপক্রান্তীয় পূর্ব ও উপকূলীয় আর্দ্র
গ. নিরক্ষীয় উষ্ণ ও বৃষ্টিবহুল
ঘ. মহাদেশীয় শীতল ও শুষ্ক

৩১. সাধারণত কত ডিগ্রি অক্ষাংশে মৌসুমি জলবায়ু পরিলক্ষিত হয়?
ক. ১২-১৫
● ১৫-৩০
গ. ২৫-৬০
ঘ. ৫৫-৭০

৩২. কোন জলবায়ুকে সুদানি জলবায়ু বলা হয়?
ক. মৌসুমি
খ. ক্রান্তীয় সমুদ্র উপকূলীয়
● ক্রান্তীয় মহাদেশীয়
ঘ. ক্রান্তীয় মরুদেশীয়

৩৩. মেরুদেশীয় তুষারাবৃত জলবায়ুর বৈশিষ্ট্য কোন অঞ্চলে দেখা যায়?
ক. মেরুবৃত্তীয়
● উচ্চভূমি
গ. নিম্নভূমি
ঘ. সমভূমি

৩৪. নাতিশীতোষ্ণ অঞ্চলের আর্দ্র জলবায়ুতে পর্বতের প্রতিবাত পার্শ্বে কোন ধরনের বৃষ্টিপাত হয়?
ক. ঘূর্ণি
খ. সংঘর্ষ
● শৈলোৎক্ষেপ
ঘ. পরিচলন

৩৫. নিরক্ষীয় শান্তবলয়ের দিকে বায়ুর গতিবেগ কেমন থাকে?
● বৃদ্ধি পায়
খ. ক্রমশ কমে
গ. হ্রাস পায়
ঘ. ধীরে ধীরে বাড়ে

৩৬. নিরক্ষীয় অঞ্চলে সারাবছর কোন ঋতু থাকে?
ক. শরৎ
খ. শীত
● গ্রীষ্ম
ঘ. বসন্ত

৩৭. ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল কত ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষাংশে অবস্থিত?
ক. ২২°-৪২°
খ. ৩৬°-৪৫°
● ৩০°-৪০°
ঘ. ৩৫°-৫০°

৩৮. কোন জলবায়ুতে আঙুর, আপেল, কমলালেবু, আখরোট ও খুরানী প্রচুর জন্মে?
● ভূমধ্যসাগরীয়
খ. মহাদেশীয়
গ. মেরুদেশীয়
ঘ. মৌসুমি

পৃথিবীর একটি জলবায়ু অঞ্চলে সারাবছর অধিক তাপমাত্রা ও প্রচুর বৃষ্টিপাত সংঘটিত হয়। দিন ও রাতের দৈর্ঘ্য প্রায় সমান।
উপরের উদ্দীপকটি পড় এবং ৩৯ ও ৪০ নম্বর প্রশ্নের উত্তর দাও:

৩৯. উদ্দীপকে কোন জলবায়ুর ইঙ্গিত দেওয়া হয়েছে?
● নিরক্ষীয়
খ. ভূমধ্যসাগরীয়
গ. মৌসুমি
ঘ. ক্রান্তীয় মৌসুমি

৪০. উদ্দীপকে উল্লিখিত জলবায়ু অঞ্চলের বৈশিষ্ট্য-
র. সূর্য সারাবছর লম্বভাবে কিরণ দেয়
রর. বায়ুর ঊধ্বমুখী প্রবাহ
ররর. শীতকালে বৃষ্টিপাত হয়

নিচের কোনটি সঠিক?
● র ও রর
খ. র ও ররর
গ. রর ও ররর
ঘ. র, রর ও ররর

মি. জাফর একটি দেশে ভ্রমণে গিয়ে দেখলেন শীতকালে বৃষ্টিপাত হয়। এলাকাটি বৃষ্টিপ্রধান। খনিজ সম্পদে মােটামুটি সমৃদ্ধশালী।
উপরের উদ্দীপকটি পড় এবং ৪১ ও ৪২ নম্বর প্রশ্নের উত্তর দাও:

৪১. মি. জাফরের ভ্রমণকৃত দেশটি কোন জলবায়ু অঞ্চলের অন্তর্গত?
ক. নিরক্ষীয়
● ভূমধ্যসাগরীয়
গ. মৌসুমি
ঘ. নাতিশীতোষ্ণ

৪২. মি. জাফরের ভ্রমণকৃত দেশটি যে জলবায়ু অঞ্চলের অন্তর্গত তার বৈশিষ্ট্য-
র. তৃণভূমির পরিমাণ কম
রর. কয়লা পাওয়া যায় না
ররর. বৃহৎ কোনো যন্ত্রশিল্প কারখানা নেই

নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
খ. র ও ররর
গ. রর ও ররর
● র, রর ও ররর

৪৩. সারাবছর অধিক তাপ ও বৃষ্টিপাত কোন জলবায়ুর বৈশিষ্ট্য?
● নিরক্ষীয়
খ. ভূমধ্যসাগরীয়
গ. মৌসুমি
ঘ. মেরুদেশীয়

৪৪. বাংলাদেশে বর্ষাকালের সূচনা হয় কোন বায়ুপ্রবাহ দ্বারা?
● মৌসুমি
খ. মেরু
গ. ক্রান্তীয়
ঘ. অয়ন

৪৫. মেঘ থেকে জলকণার ভূপৃষ্ঠে পতনকে কী বলে?
ক. তুষারপাত
খ. তুহিনপাত
গ. শিশিরপাত
● বৃষ্টিপাত

৪৬. বেলনাকার পাত্র ও ফানেলের ব্যাস সমান হয় কোন বৃষ্টিমাপক যন্ত্রে?
● সাইমন
খ. অ্যাডাম
গ. আব্রাহাম
ঘ. লিংকন

৪৭. বায়ুর আর্দ্রতাকে ইংরেজিতে কী দ্বারা প্রকাশ করা হয়?
ক. Transpiration
খ. Evapotranspiration
● Humidity
ঘ. Osmosis

৪৮. বায়ুর আর্দ্রতা সাধারণত কোন এককে মাপা হয়?
ক. ডিগ্রি
খ. সেলসিয়াস
গ. সেন্টিগ্রেড
● গ্রেইন

৪৯. বায়ু যতই উষ্ণ হয় ততই কী ধারণ করতে পারে?
ক. ধূলিকণা
● জলীয়বাষ্প
গ. গ্যাসীয় কণা
ঘ. জৈব কণিকা

৫০. হাইগ্রোমিটার-এর সাহায্যে বায়ুর কোন উপাদানগত অবস্থা মাপা হয়?
● আর্দ্রতা
খ. তাপমাত্রা
গ. চাপ
ঘ. বায়ুপ্রবাহ

HSC /Alim Common Suggestion 2024

ভূগোল ১ম পত্র ৭ম অধ্যায় mcq : পৃথিবীপৃষ্ঠের মোট আয়তন ৫১ কোটি বর্গকিলোমিটার তম্মধ্যে এর পানি সঞ্চিত অংশসমূহকে বারিমন্ডল বলে। এই বারিমন্ডলের আয়তন প্রায় ৩৬ কোটি ২৫ লক্ষ বর্গকিলোমিটার যা ভূ-পৃষ্ঠের শতকরা ৭১ ভাগ জুড়ে বিস্তৃত রয়েছে। উত্তর এবং দক্ষিণ গোলার্ধে আবার বারিমন্ডলের ভিন্নতা রয়েছে।

যেমন উত্তর গোলার্ধে পানি রাশির পরিমাণ ৬০.৭ শতাংশ এবং দক্ষিণ গোলার্ধে পানি রাশির পরিমাণ ৮০.৯ শতাংশ। বারিমন্ডলের তলদেশের বৈচিত্র্যপূর্ণ গঠন এবং প্রাকৃতিক সম্পদের জন্য বারিমন্ডলের প্রতি মানুষের আগ্রহ বৃদ্ধি পাচ্ছে।

ভূগোল ১ম পত্র ৭ম অধ্যায় mcq

১. পৃথিবীপৃষ্ঠে সমুদ্রভাগের ক্ষেত্রফল কত মিলিয়ন বর্গকিলোমিটার?
ক. ৩৪১
● ৩৬১
গ. ৩৭১
ঘ. ৩৮১

২. শৈলশিরা দেখা যায় কোথায়?
ক. পর্বতমালায়
খ. মালভূমিতে
গ. উপকূলে
● মহাসাগরের তলে

৩. পৃথিবীর প্রায় এক-চতুর্থাংশ অঞ্চলে রয়েছে কোনটি?
● মহীসোপান
খ. আগ্নেয় দ্বীপ
গ. মহীঢাল
ঘ. শৈলশিরা

নিচের উদ্দীপকটি পড় এবং ৪ ও ৫ নম্বর প্রশ্নের উত্তর দাও: ভূগোল ক্লাসে শিক্ষক বললেন একটি মহাসাগরের দুইপাশে চারটি মহাদেশ রয়েছে।
৪. উদ্দীপকে ইঙ্গিতপূর্ণ মহাসাগর কোনটি?
ক. প্রশান্ত
খ. ভারত
● আটলান্টিক
ঘ. সুমেরু

৫. উদ্দীপকে উল্লিখিত মহাসাগরের তলদেশের বিশেষ ভূপ্রকৃতির আকৃতি কীরূপ?
● ইংরেজি S অক্ষরের মতো
খ. ইংরেজি W অক্ষরের মতো
গ. ইংরেজি H অক্ষরের মতো
ঘ. ইংরেজি N অক্ষরের মতো

৬. বঙ্গোপসাগরের সবচেয়ে উল্লেখযোগ্য ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য কোনটি?
● সোয়াচ অব নো গ্রাউন্ড
খ. নিকোবার ফ্যান
গ. বেঙ্গল ডিপ সি ফ্যান
ঘ. বার্মা ট্রেন্স

৭. জন্মগত পানি কোনটি?
● পাললিক শিলার পানি
খ. ভূপৃষ্ঠের পানি
গ. সামুদ্রিক পানি
ঘ. হিমবাহ গলা পানি

৮. ভূগর্ভে অবস্থানের ওপর ভিত্তি করে পানিকে কত ভাগে ভাগ করা যায়?
ক. ২
খ. ৩
গ. ৪
● ৫

৯. আয়তন অনুসারে পৃথিবীর বৃহত্তম মহাসাগর কোনটি?
● প্রশান্ত
খ. আটলান্টিক
গ. ভারত
ঘ. উত্তর মহাসাগর

১০. কাস্পিয়ান মহাসাগর নিচের কোন মহাদেশে অবস্থিত?
● এশিয়া
খ. আফ্রিকা
গ. উত্তর আমেরিকা
ঘ. দক্ষিণ আমেরিকা

১১. এশিয়া ও আমেরিকার মধ্যবর্তী স্থানে অবস্থিত মহাসাগরটির নাম কী?
ক. আটলান্টিক
● প্রশান্ত
গ. উত্তর মহাসাগর
ঘ. দক্ষিণ মহাসাগর

১২. মহীঢালের পরবর্তী অংশ কোনটি?
ক. মহীসোপান
খ. তটদেশীয় অঞ্চল
● গভীর সমুদ্রের সমভূমি
ঘ. গভীর সমুদ্রখাত

১৩. পৃথিবীর গভীরতম খাত কোনটি?
● মারিয়ানা
খ. এমডেন
গ. টোঙ্গা
ঘ. মানসুউ

১৪. নিচের কোন মহাসাগরটির আকৃতি গোলাকার?
ক. প্রশান্ত মহাসাগর
খ. ভারত মহাসাগর
● সুমেরু মহাসাগর
ঘ. আটলান্টিক মহাসাগর

১৫. নিচের কোন মহাসাগরের নাম প্যাসিফিক?
ক. আটলান্টিক মহাসাগর
● প্রশান্ত মহাসাগর
গ. ভারত মহাসাগর
ঘ. দক্ষিণ মহাসাগর

১৬. ভারত মহাসাগরের আকৃতি ইংরেজি কোন অক্ষরের মতো?
ক. S
খ. V
গ. W
● M

১৭. ভিক্টোরিডা হ্রদের অবস্থান কোথাড?
ক. এশিডা
খ. উত্তর আমেরিকা
● আফ্রিকা
ঘ. দক্ষিণ আমেরিকা

১৮. বৈকাল হ্রদের অবস্থান কোথায়?
ক. উত্তর আমেরিকা
খ. দক্ষিণ আমেরিকা
● এশিয়া
ঘ. আফ্রিকা

১৯. আয়তনে বৃহত্তম হ্রদ কোনটি?
● ভিক্টোরিয়া
খ. হিউরন
গ. মিসিগান
ঘ. বৈকাল

২০. পৃথিবীর গভীরতম মহাসাগর কোনটি?
ক. আটলান্টিক মহাসাগর
● প্রশান্ত মহাসাগর
গ. ভারত মহাসাগর
ঘ. উত্তর মহাসাগর

২১. ভূপৃষ্ঠের সমগ্র জলভাগের কত শতাংশ প্রশান্ত মহাসাগর?
ক. ৩০%
খ. ৪০%
● ৪৫%
ঘ. ৫০%

২২. পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাসাগর কোনটি?
ক. প্রশান্ত মহাসাগর
● আটলান্টিক মহাসাগর
গ. ভারত মহাসাগর
ঘ. উত্তর মহাসাগর

২৩. আটলান্টিক মহাসাগরের পূর্বদিকে কোনটি অবস্থিত?
● ইউরোপ ও আফ্রিকা মহাদেশ
খ. উত্তর ও দক্ষিণ আমেরিকা মহাদেশ
গ. এশিয়া ও আফ্রিকা মহাদেশ
ঘ. ইউরোপ ও ওসেনিয়া মহাদেশ

২৪. ‘ব্রিটিশ দ্বীপপুঞ্জ’ কোন মহাসাগরে অবস্থিত?
ক. ভারত
● আটলান্টিক
গ. প্রশান্ত
ঘ. দক্ষিণ আফ্রিকা

২৫. ‘লাক্ষাদ্বীপ’ কোন মহাসাগরে?
● ভারত
খ. প্রশান্ত
গ. আটলান্টিক
ঘ. উত্তর মহাসাগর

২৬. পৃথিবীর ক্ষুদ্রতম মহাসাগর কোনটি?
ক. সুমেরু মহাসাগর
● কুমেরু মহাসাগর
গ. ভারত মহাসাগর
ঘ. প্রশান্ত মহাসাগর

২৭. মহীসোপানের সর্বোচ্চ গভীরতা কত?
ক. ১২০ মিটার
খ. ১৫০ মিটার
গ. ১৬০ মিটার
● ১৮০ মিটার

২৮. মৎস্যচারণ ক্ষেত্র কোনটি?
● মহীসোপান
খ. মহীপাল
গ. গভীর সমুদ্রের সমভূমি
ঘ. সমুদ্রের গভীর খাত

২৯. মধ্য আটলান্টিক শৈলশিরা কোন মহাসাগরে?
ক. ভারত মহাসাগরে
খ. প্রশান্ত মহাসাগরে
গ. উত্তর মহাসাগরে
● আটলান্টিক মহাসাগরে

ভূগোল ১ম পত্র ৭ম অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

৩০. ডলফিন ও চ্যালেঞ্জার শৈলশিরার মধ্যে অবস্থিত খাত কোনটি?
● রোমানসে খাত
খ. জাপান খাত
গ. কারমাডেক খাত
ঘ. দক্ষিণ স্যান্ডউইচ খাত

৩১. দক্ষিণ স্যান্ডউইচ খাতটি কোন মহাসাগরে?
ক. ভারত মহাসাগরে
● আটলান্টিক মহাসাগরে
গ. প্রশান্ত মহাসাগরে
ঘ. দক্ষিণ মহাসাগরে

৩২. টেলিগ্রাফ মালভূমির উচ্চতা কত?
ক. ২০০০ ফুটের অধিক
খ. ২৫০০ ফুটের অধিক
● ৩০০০ ফুটের অধিক
ঘ. ৩৫০০ ফুটের অধিক

৩৩. পৃথিবীর শতকরা কত ভাগ পানি সমুদ্র ধারণ করে?
ক. ৯০ ভাগ
খ. ৯৫ ভাগ
● ৯৭ ভাগ
ঘ. ৯৯ ভাগ

৩৪. বাষ্পীভবনের প্রধান নিয়ামক কোনটি?
● সৌরশক্তি
খ. বায়ুর চাপ
গ. বারিপাত
ঘ. ঘনীভবন

৩৫. জলীয়বাষ্প ঘনীভূত হওয়ার পর কীসে পরিণত হয়?
ক. বরফে পরিণত হয়
● পানি বিন্দুতে পরিণত হয়
গ. তুষারে পরিণত হয়
ঘ. মেঘে পরিণত হয়

৩৬. প্রস্বেদন প্রক্রিয়ায় নিচের কোনটির ভূমিকা গুরুত্বপূর্ণ?
● সূর্যের
খ. চন্দ্রের
গ. বৃষ্টিপাতের
ঘ. জলীয়বাষ্পের

৩৭. প্রস্বেদন প্রক্রিয়ার শতকরা কত ভাগ দিবাভাগে সংঘটিত হয়?
ক. ৮০ ভাগ
খ. ৮৫ ভাগ
গ. ৯০ ভাগ
● ৯৫ ভাগ

৩৮. পরিচলন এর ইংরেজি শব্দ কী?
ক. Transpiration
● Convection
গ. Infiltation
ঘ. Evaporation

৩৯. অসংখ্য পানি কণার মিলনে কী তৈরি হয়?
ক. বরফ
খ. বৃষ্টিপাত
● মেঘ
ঘ. তুষার

৪০. এশিয়ার পূর্ব উপকূলের সাগর হলো-
র. দক্ষিণ চীন সাগর
রর. জাপান সাগর
ররর. বেরিং সাগর

নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
খ. র ও ররর
গ. রর ও ররর
● র, রর ও ররর

৪১. কোনটি এশিয়ার পূর্ব উপকূলের সাগর-
র. জাপান সাগর
রর. ওখটস্ক সাগর
ররর. বেরিং সাগর

নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
খ. র ও ররর
গ. রর ও ররর
● র, রর ও ররর

৪২. কোন মহাসাগর ভূপৃষ্ঠের প্রায় এক-তৃতীয়াংশ স্থান জুড়ে আছে?
ক. আটলান্টিক
● প্রশান্ত
গ. ভারত
ঘ. উত্তর মহাসাগর

৪৩. সমুদ্রে মহীঢ়লের গভীরতা-
ক. ০-১৮০ মিটার
● ১৮০-৩৬০০ মিটার
গ. ১৮০-৫০০ মিটার
ঘ. ৩০০-৬০০ মিটার

৪৪. গভীর সমুদ্রের সমভূমির গড় গভীরতা-
ক. ১ কিমি. – ২ কিমি.
খ. ২ কিমি. – ৪ কিমি.
● ৩ কিমি. – ৫ কিমি.
ঘ. ৩ কিমি. – ১০ কিমি.

৪৫. কোন মহাসাগর আয়তনে প্রশান্ত মহাসাগরের প্রায় অর্ধেক?
ক. ভারত
● আটলান্টিক
গ. উত্তর মহাসাগর
ঘ. দক্ষিণ মহাসাগর

৪৬. সমুদ্রতলদেশের কোন অংশ খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাসের ভাণ্ডার?
ক. মহীসোপান
খ. মহীঢাল
● গভীর সমুদ্রের সমভূমি
ঘ. গভীর সমুদ্র খাত

৪৭. আটলান্টিক মহাসাগরের গভীরতম খাত কোনটি?
ক. ম্যারিয়ানা খাত
খ. এমডেন খাত
গ. মিন্ডানাও খাত
● পর্টোরিকো খাত

৪৮. মহাসাগর থেকে সাগর আংশিকভাবে বিচ্ছিন্ন থাকে কোনটি দ্বারা?
ক. জলপ্রপাত
খ. পানি বিভাজিকা
● প্রাকৃতিক ভূপ্রকৃতি
ঘ. হ্রদ

৪৯. আর্কটিক সাগরের শতকরা কত ভাগ অঞ্চল সারাবছরই বরফে আবৃত থাকে?
ক ৩০
খ. ৫০
● ৭০
ঘ. ৮০

৫০. আমাজান ও কঙ্গো নদীর প্রবাহিত পানি কোন সাগরে পতিত হয়ে আটলান্টিক মহাসাগরে মিলিত হয়েছে?
● আর্কটিক
খ. মেক্সিকো
গ. ক্যারিবিয়ান
ঘ. বাল্টিক

আজকের সাজেশস: চূড়ান্ত নৈবিত্তিক সাজেশন এইচএসসি ভূগোল ১ম পত্র ২০২৪

ভূগোল ১ম পত্র ৮ম অধ্যায় mcq : পৃথিবীর আবর্তনের ফলে সমুদ্রস্রোতের উৎপত্তি। আহ্নিক গতির জন্য পৃথিবী নিজ অক্ষের উপর সর্বদা পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে। পৃথিবীর এ আবর্তনের জন্য সমুদ্রের উপরিভাগের তরল পানি পশ্চিম থেকে পূর্ব দিকে অগ্রসর হয়ে সমুদ্রস্রোতের সৃষ্টি করে।

ভূগোল ১ম পত্র ৮ম অধ্যায় mcq

১. উত্তর আটলান্টিক মহাসাগরীয় স্রোত-
র. বেগুয়েলা স্রোত
রর. উপসাগরীয় স্রোত
ররর. সুমেরু স্রোত

নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
খ. র ও ররর
● রর ও ররর
ঘ. র, রর ও ররর

২. কোন স্থানে মুখ্য জোয়ার শুরু হওয়ার কত সময় পরে পুনরায় সেখানে মুখ্য জোয়ার শুরু হবে?
ক. ৬ ঘ. ১৩ মি.
খ. ১২ ঘ, ২৬ মি.
গ. ১৬ ঘ, ৩৯ মি.
● ২৪ ঘ. ৫২ মি.

৩. মুখ্য জোয়ার সংঘটিত হয় পৃথিবীর কোন অবস্থানের দিকে?
ক. সূর্য যে পার্শ্বে থাকে
খ. সূর্যের বিপরীত পার্শ্বে
● চন্দ্র যে পার্শ্বে থাকে
ঘ. চন্দ্রের বিপরীত পার্শ্বে

৪. তেজকটাল সংঘটিত হয়-
র. অমাবস্যায়
রর. পূর্ণিমায়
ররর. অষ্টমী তিথীতে

নিচের কোনটি সঠিক?
● র ও রর
খ. র ও ররর
গ. রর ও ররর
ঘ. র, রর ও ররর

৫. জোয়ার ভাটা সংঘটনের প্রধান কারণ-
ক. মহাকর্ষ শক্তি
খ. কেন্দ্রাতিক শক্তি
গ. সূর্যের আকর্ষণ
● চন্দ্রের আকর্ষণ

৬. উষ্ণ যোত কোনটি?
ক. কুমেরু স্রোত
খ. পশ্চিম গ্রীনল্যান্ড স্রোত
গ. ল্যাব্রাডার স্রোত
● গিনি স্রোত

৭. সমুদ্রস্রোতের প্রধান কারণ কোনটি?
● বায়ুপ্রবাহ
খ. পৃথিবীর আবর্তন গতি
গ. উষ্ণতার তারতম্য
ঘ. স্থলভাগের অবস্থান

৮. অষ্টমী তিথিতে কোন জোয়ার দেখা যায়?
ক. মুখ্য জোয়ার
খ. গৌণ জোয়ার
● মরা কটাল
ঘ. তেজকটাল

৯. চন্দ্র ও সূর্যের জোয়ার উৎপাদন করার ক্ষমতার অনুপাত কত?
ক. ১১ : ৪
● ১১ : ৫
গ. ১১ : ৬
ঘ. ১১ : ৭

১০. ভারত মহাসাগরীয় স্রোত কোনটি?
ক. ক্যানারী
খ. ইরমিনজার
গ. বাহামা
● আগুলহাস

১১. কোন কারণে সমুদ্রস্রোতের সৃষ্টি হয়?
র. পৃথিবীর আবর্তন
রর. বায়ুপ্রবাহ
ররর. উষ্ণতার তারতম্য

নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
খ. র ও ররর
গ. রর ও ররর
● র, রর ও ররর

১২. কোনটি উষ্ণ স্রোত?
ক. পশ্চিম গ্রীনল্যান্ড স্রোত
খ. পূর্ব গ্রীনল্যান্ড স্রোত
গ. ল্যাব্রাডর স্রোত
● উপসাগরীয় স্রোত

১৩. একটি মূল স্রোত থেকে আরেকটি স্রোতের সৃষ্টি কী কারণে হয়?
● ভূভাগের অবস্থান
খ. সমুদ্রের লবণাক্ততা
গ. বাষ্পীভবনের তারতম্য
ঘ. বায়ু চাপ

১৪. দক্ষিণ আটলান্টিক মহাসাগরীয় স্রোত কোনটি?
ক. ক্যানারি স্রোত
খ. উপসাগরীয় স্রোত
গ. ল্যাব্রাডর স্রোত
● কুমেরু স্রোত

১৫. উত্তর আটলান্টিক মহাসাগরীয় স্রোত কোনটি?
ক. কুমেরু স্রোত
খ. বেগুয়েলা স্রোত
গ. ব্রাজিল স্রোত
● ক্যানারি স্রোত

১৬. দক্ষিণ ভারত মহাসাগরীয় স্রোত কোনটি?
● মোজাম্বিক স্রোত
খ. সোমালি স্রোত
গ. মৌসুমি স্রোত
ঘ. শীতকালীন মৌসুমি স্রোত

১৭. উত্তর ভারত মহাসাগরীয় স্রোত কোনটি?
ক. কুমেরু স্রোত
খ. মাদাগাস্কার স্রোত
গ. মোজাম্বিক স্রোত
● সোমালি স্রোত

১৮. সূর্য চন্দ্র অপেক্ষা বড়-
ক. এক কোটি ষাট লক্ষ গুণ
● দুই কোটি ষাট লক্ষ গুণ
গ. তিন কোটি ষাট লক্ষ গুণ
ঘ. তিন কোটি আশি লক্ষ গুণ

১৯. পৃথিবীর তৃতীয় বৃহত্তম মহাসাগর কোনটি?
ক. আটলান্টিক মহাসাগর
● ভারত মহাসাগর
গ. প্রশান্ত মহাসাগর
ঘ. দক্ষিণ মহাসাগর

২০. প্রত্যয়ন বায়ু প্রবাহিত এলাকায় সমুদ্রস্রোত প্রবাহিত হয়-
ক. পূর্ব হতে পশ্চিমে
● পশ্চিম হতে পূর্বে
গ. উত্তর হতে দক্ষিণে
ঘ. পূর্ব হতে দক্ষিণে

২১. নিরক্ষীয় অঞ্চলের পানিরাশি অধিক উষ্ণ হওয়ার কারণ-
● সূর্য লম্বভাবে কিরণ দেয়
খ. সূর্য তীর্যকভাবে কিরণ দেয়
গ. সমুদ্রস্রোত প্রবাহিত হয়
ঘ. লবণাক্ততার তারতম্যের জন্য

২২. স্কটল্যান্ড ও গ্রিনল্যান্ডের সংযোগকারী শৈলশিরা কোনটি?
● ওরেভীল থমসন
খ. চ্যাগস
গ. ডলফিন
ঘ. চ্যালেঞ্জার

২৩. উপসাগরীয় স্রোতের উদ্ভব কোনটি থেকে?
ক. পশ্চিম গ্রিনল্যান্ড স্রোত থেকে
● দক্ষিণ নিরক্ষীয় স্রোত থেকে
গ. ক্যানারি স্রোত থেকে
ঘ. সুমেরু স্রোত থেকে

২৪. উষ্ণ উপসাগরীয় স্রোত কয়টি শাখায় বিভক্ত?
ক. ২টি
● ৩টি
গ. ৪টি
ঘ. ৫টি

ভূগোল ১ম পত্র ৮ম অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

২৫. নিচের কোনটি উষ্ণ উপসাগরীয় স্রোতের শাখা?
● ক্যানারি স্রোত
খ. সুমেরু স্রোত
গ. ল্যাব্রাডর স্রোত
ঘ. গিনি স্রোত

২৬. ব্রাজিল স্রোতটি নিচের কোন স্রোতের শাখা?
● দক্ষিণ নিরক্ষীয়
খ. কুমেরু স্রোত
গ. বেগুয়েলা স্রোত
ঘ. ফকল্যান্ড স্রোত

২৭. সোমালি স্রোতটি কোন মহাসাগরের?
● উত্তর ভারত মহাসাগরীয়
খ. দক্ষিণ ভারত মহাসাগরীয়
গ. উত্তর আটলান্টিক মহাসাগরীয়
ঘ. দক্ষিণ আটলান্টিক মহাসাগরীয়

২৮. কত সময় পরপর সমুদ্রের পানি নিয়মিতভাবে হ্রাস বৃদ্ধি ঘটে?
ক. প্রতি ৬ ঘন্টায়
খ. প্রতি সাড়ে ছয় ঘণ্টায়
গ. প্রতি ১২ ঘণ্টায়
● প্রতি সাড়ে বারো ঘন্টায়

২৯. চন্দ্রের আবর্তনের সময় পৃথিবীর যে অংশ চন্দ্রের সবচেয়ে নিকটবর্তী হয় সেখানে কী হয়?
● চন্দ্রের আকর্ষণ বেশি
খ. চন্দ্রের আকর্ষণ কম
গ. সূর্যের আকর্ষণ বেশি
ঘ. সূর্যের আকর্ষণ কম

৩০. অমাবস্যা তিথিতে একই সরল রেখায় অবস্থান করে কোনটি?
ক. চন্দ্র-সূর্য
● চন্দ্র, সূর্য ও পৃথিবী
গ. চন্দ্র ও পৃথিবী
ঘ. সূর্য ও পৃথিবী

৩১. চন্দ্র তার নিজের কক্ষপথে কত দিনে পৃথিবীকে একবার প্রদক্ষিণ করে?
ক. ২৭ দিনে
খ. ২৭ দিনে
গ. ২৯ দিনে
● ২৯ দিনে

৩২. নিচের কোনটি উপকূলবর্তী জেলা?
● বরগুনা
খ. রংপুর
গ. রাজশাহী
ঘ. পঞ্চগড়

৩৩. জোয়ারের পানি খাড়ি ও মোহনা দিয়ে দেশের অভ্যন্তরে প্রবেশ করলে তাকে কী বলে?
ক. স্রোত
খ. বন্যা
গ. সুনামি
● জোয়ারের বান

৩৪. নিরক্ষীয় বিপরীত স্রোতটি প্রবেশ করেছে-
ক. ক্যারিবিয়ান সাগরে
● গিনি উপসাগরে
গ. ভারত মহাসাগরে
ঘ. মেক্সিকো উপসাগরে

৩৫. ফকল্যান্ড স্রোতটি উত্তর দিকে প্রবাহিত হয়ে কোন স্রোতের সাথে মিশে যায়?
ক. বেগুয়েলা স্রোত
খ. কুমেরু স্রোত
● ব্রাজিল স্রোত
ঘ. দক্ষিণ নিরক্ষীয় স্রোত

৩৬. পৃথিবীর কেন্দ্র ও পানির উপরিভাগের ওপর চাঁদ ও সূর্যের আকর্ষণ শক্তির তারতম্যের কারণে কোনটি সংঘটিত হয়?
ক. ভূমিকম্প
খ. সুনামি
গ. জলোচ্ছ্বাস
● জোয়ারভাটা

৩৭. পৃথিবীর একবার আবর্তনের সময় চন্দ্র নিজ কক্ষে অগ্রসর হয়-
● ১৩° পথ
খ. ১৫° পথ
গ. ১৯° পথ
ঘ. ২৩° পথ

৩৮. সোমবার ১২ টায় মুখ্য জোয়ার হলে, একই স্থানে মঙ্গলবার মুখ্য জোয়ার হবে-
ক. ১২.০০ টায়
খ. ১২.০৬ মি.
গ. ১২.৩০ মি.
● ১২.৫২ মি.

৩৯. বাংলাদেশের উপকূল রেখার দৈর্ঘ্য কত?
ক. ১৫৫ কি.মি.
● ৭১২ কি.মি.
গ. ৩৭১৫ কি.মি.
ঘ. ৪৭১৯ কি.মি.

৪০. সমুদ্রে মূলস্রোত সৃষ্টিতে প্রত্যক্ষভাবে প্রভাববিস্তার করে না-
ক. লবণাক্ততার তারতম্য
খ. বাষ্পীভবনের তারতম্য
গ. সমুদ্রের গভীরতা
● শৈলশিরায় অবস্থান

৪১. জোয়ারভাটার ফলে-
র. নদীর পানি নির্মল থাকে
রর. বদ্বীপ গঠনে বাধা পড়ে
ররর. নদীখাত গভীর হয়

নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
খ. র ও ররর
গ. রর ও ররর
● র, রর ও ররর

৪২. উষ্ণ পানি আয়তনে বৃদ্ধি পেয়ে-
র. হালকা হয়
রর. ঘনত্ব কমে
ররর. লবণাক্ত হয়

নিচের কোনটি সঠিক?
● র ও রর
খ. র ও ররর
গ. রর ও ররর
ঘ. র, রর ও ররর

৪৩. অধিক লবণাক্ত পানি কম লবণাক্ত পানি অপেক্ষা
র. ঘন
রর. ভারী
ররর. চাপ বেশি

নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
খ. র ও ররর
গ. রর ও ররর
● র, রর ও ররর

৪৪. উত্তর আটলান্টিক মহাসাগরীয় স্রোত-
র. সুমেরু স্রোত
রর. ল্যাব্রাডর স্রোত
ররর. গিনি স্রোত

নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
খ. র ও ররর
গ. রর ও ররর
● র, রর ও ররর

৪৫. দক্ষিণ আটলান্টিক মহাসাগরীয় স্রোত-
র. কুমেরু স্রোত
রর. বেগুয়েলা স্রোত
ররর. গিনি স্রোত

নিচের কোনটি সঠিক?
● র ও রর
খ. র ও ররর
গ. রর ও ররর
ঘ. র, রর ও ররর

৪৬. দক্ষিণ ভারত মহাসাগরীয় স্রোত-
র. মাদাগাস্কার
রর. মোজাম্বিক
ররর. আগুলহাস

নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
খ. র ও ররর
গ. রর ও ররর
● র, রর ও ররর

নিচের উদ্দীপকটি পড় এবং ৪৭ ও ৪৮ নং প্রশ্নের উত্তর দাও:
সাগর পশুর নদী দিয়ে সুন্দরবনের করমজল যাওয়ার পর বনের ভেতরে ছোট ছোট নদীতে দেখল কোনো পানি নেই। দুপুরের পর দেখল নদী পানিতে ভরে গেছে।

৪৭. দুপুরের পর নদী পানিতে ভরে যাওয়ার কারণ-
ক. জলোচ্ছাস
● জোয়ার
গ. ভাটা
ঘ. সুনামি

৪৮. উক্ত ঘটনার প্রভাবে-
র. নদীর পানি নির্মল হয়
রর. নদী নৌ চলাচলের যোগ্য থাকে
ররর. উপকূলীয় অঞ্চলে শিল্পকারখানা গড়ে উঠে

নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
খ. র ও ররর
গ. রর ও ররর
● র, রর ও ররর

নিচের উদ্দীপকটি পড় এবং ৪৯ ও ৫০ নং প্রশ্নের উত্তর দাও:
হাফিজ তার বোনের বাড়ি পটুয়াখালী বেড়াতে গিয়ে দেখল সেখানে বিশেষ পদ্ধতিতে পানি আটকিয়ে একটি চাষ হচ্ছে। সে তার দুলাভাইয়ের কাছে বিষয়টি জানতে চাইলে তিনি বললেন এ ধরনের চাষের জন্য লোনা পানি দরকার।

৪৯. উদ্দীপকে কোন চাষের কথা বলা হয়েছে?
● লবণ চাষ
খ. মাছ চাষ
গ. কাঁকড়া চাষ
ঘ. কুমির চাষ

৫০. উদ্দীপকে উল্লিখিত চাষটির জন্য প্রয়োজন-
র. লোনা পানি
রর. জোয়ারভাটা
ররর. সুলভ শ্রমিক

নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
খ. র ও ররর
গ. রর ও ররর
● র, রর ও ররর

ভূগোল ১ম পত্র ৯ম অধ্যায় mcq : জীবমন্ডল উদ্ভিদ ও প্রাণী জগত নিয়ে গঠিত। ভূ-পৃষ্ঠ এদের আবাসম্থল। ভূ-ত্বকের উপরিভাগের পানি ও মাটির মিলনস্থলে জীবের বিকাশ ঘটে । ভরের গুরুত বিবেচনায় বিশ্বব্যাপী মোট জৈব পদার্থের ওজন মাত্র ৮ ট্রিলিয়ন মেট্রিক টন, অথচ বায়ুমন্ডলের মোট ওজন ৫,১৪০ ট্রিলিয়ন মেট্রিক টন এবং বারিমন্ডলের মোট পানির ওজন ১,৫০০,০০০ ট্রিলিয়ন মেট্রিক টন। এই থেকে সহজেই অনুমেয় যে, অন্যান্য মন্ডলের তুলনায় জীবমন্ডলের ভর খুবই নগন্য ।

ভূগোল ১ম পত্র ৯ম অধ্যায় mcq

১. ইকোসিস্টেমের প্রধান উপাদান কয়টি?
● ২
খ. ৩
গ. ৪
ঘ. ৫

২. জীবমণ্ডলের বৃহৎ ভৌগোলিক একক হচ্ছে-
ক. ইকোসিস্টেম
খ. ইকোলজি
গ. বায়োমাস
● বায়োম

৩. রান বনভূমি রয়েছে কোন জেলায়?
ক. যশোর
খ. মাগুরা
● খুলনা
ঘ. কুষ্টিয়া

৪. গ্রিনল্যান্ড অঞ্চলে কোন বায়োম দেখা যায়?
ক. সাভানা
● তুন্দ্রা
গ. তৃণভূমি
ঘ. বনভূমি

৫. কলকারখানার ধোয়া থেকে নির্গত হয় কোনটি?
ক. নিয়ন
● কার্বন
গ. জেনন
ঘ. আর্গন

৬. বাংলাদেশে স্রোতজ বনভূমি দেখা যায় কোন জেলায়?
ক. টাংগাইল
খ. দিনাজপুর
● সাতক্ষীরা
ঘ. কুমিল্লা

৭. বনভূমির পরিমাণ বেশি কোন বিভাগে?
● চট্টগ্রাম
খ. খুলনা
গ. রাজশাহী
ঘ. সিলট

৮. জীবমন্ডলের কয়টি অংশ?
ক. ২টি
● ৩টি
গ. ৪টি
ঘ. ৫টি

৯. এ পর্যন্ত কত প্রকার জীবকে চিহ্নিত করা সম্ভব হয়েছে?
ক. ১৫:৫ লক্ষ
খ. ১৬.৫ লক্ষ
● ১৭.৫ লক্ষ
ঘ. ১৮.৫ লক্ষ

১০. ক্রান্তীয় চিরহরিৎ এবং পতনশীল পত্রযুক্ত বৃক্ষের বনভূমির আয়তন কত?
ক. ৯১৪ বর্গ কি.মি.
খ. ৬ হাজার ৭৮৬ বর্গ কি.মি.
গ. ১৪ হাজার ২৭১ বর্গ কি.মি.
● ১৫ হাজার ৩২৬ বর্গ কি.মি.

১১. স্রোতজ বনভূমি বাংলাদেশের কোন অঞ্চলে অবস্থিত?
ক. উত্তর-পূর্ব
● দক্ষিণ-পশ্চিম
গ. দক্ষিণ-পূর্ব
ঘ. উত্তর-পশ্চিম

১২. ক্রান্তীয় পত্র পতনশীল বৃক্ষের বনভূমিকে কত ভাগে ভাগ করা যায়?
● ২
খ. ৩
গ. ৪
ঘ. ৫

১৩. কোন জেলায় মধুপুর ও ভাওয়ালের বনভূমির পরিমাণ বেশি?
ক. ময়মনসিংহ
● টাঙ্গাইল
গ. গাজীপুর
ঘ. রংপুর

১৪. বরেন্দ্র বনভূমির অবস্থান কোথায়?
● রংপুর
খ. ময়মনসিংহ
গ. গাজীপুর
ঘ. খুলনা

১৫. সুন্দরবনের পশ্চিমে কোন নদী?
● রায়মঙ্গল
খ. বুড়িশ্বর
গ. দুধমুখো
ঘ. পশুর

১৬. জীবের মধ্যে বিদ্যমান সকল প্রকার বৈচিত্র্যময়তাকে কী বলে?
ক. পরিবেশ বৈচিত্র্য
খ. আবহাওয়াবৈচিত্র্য
● জীববৈচিত্র্য
ঘ. মৃত্তিকা বৈচিত্র্য

১৭. জীনগত, প্রজাতিগত এবং বাস্তুতান্ত্রিকগত কারণে যে বৈচিত্র্য সংঘটিত হয় তাকে কী বলে?
● জীববৈচিত্র্য
খ. পরিবেশ বৈচিত্র্য
গ. জলবায়ু বৈচিত্র্য
ঘ. মৃত্তিকা বৈচিত্র্য

১৮. মানুষের চুলের প্রকৃতি ও বর্ণ, নাক ও ঠোটের আকৃতি ও উচ্চতার দিক দিয়ে কীরূপ?
● অনেক পার্থক্য বিদ্যমান
খ. সবাই একই প্রকৃতির
গ. কোনাে পার্থক্য নেই
ঘ. সামান্য কিছু পার্থক্য আছে

১৯. ভিন্ন প্রজাতির জীবের মধ্যে বিরাজমান বৈচিত্র্যতাকে কী বলে?
● প্রজাতিগত বৈচিত্র্য
খ. জীনগত বৈচিত্র্য
গ. বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য
ঘ. পরিবেশিক বৈচিত্র্য

২০. কোনটি স্থলজ বায়োম?
● ক্রান্তীয় পাতাঝরা বনভূমির বায়োম
খ. মোহনা অঞ্চলের বায়োম
গ. দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বাওড়
ঘ. কিশোরগঞ্জ ও নেত্রকোনার হাওড়

২১. সুন্দরবনের একেবারে পশ্চিমাংশের মৃতপ্রায় বদ্বীপ এলাকা কীরূপ?
ক. লবণাক্ত নয়
খ. মৃদু লবণাক্ত
গ. পরিমিত লবণাক্ত
● চরম লবণাক্ত

২২. সুন্দরবনের উত্তরাংশ-
ক. লবণাক্ত নয়
● মৃদু লবণাক্ত
গ. পরিমিত লবণাক্ত
ঘ. চরম লবণাক্ত

২৩. সুন্দরবনের পরিমিত লবণাক্ত অঞ্চল কোনটি?
ক. উত্তরাংশ
● সমুদ্রের তীরবর্তী এলাকা
গ. পূর্বাংশ
ঘ. পশ্চিমাংশ

২৪. সুন্দরবনের ৯৯ ভাগ বনভূমি কোন এলাকায় অবস্থিত?
ক. পটুয়াখালী, বরগুনা, ভোলা
● সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট
গ. খুলনা, পটুয়াখালী, বরগুনা
ঘ. সাতক্ষীরা, পটুয়াখালী, বরগুনা

ভূগোল ১ম পত্র ৯ম অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

২৫. ভূপৃষ্ঠের কতভাগ স্থান দখল করে আছে সাগর?
● ৭০ ভাগ
খ. ৮০ ভাগ
গ. ৮৫ ভাগ
ঘ. ৯০ ভাগ

২৬. বায়োমকে কয়টি শ্রেণিতে ভাগ করা যায়?
● ২
খ. ৩
গ. ৪
ঘ. ৫

২৭. Arthur George Tansley কত সালে ইকোসিস্টেম শব্দটি ব্যবহার করেন?
● ১৯৩৫
খ. ১৯৩৭
গ. ১৯৩৯
ঘ. ১৯৪২

২৮. বৈশিষ্ট্য আলাদা হওয়াতে বাঘ এবং সিংহ একই প্রজাতির অন্তর্ভুক্ত নয়-
র. ক্রোমোসোম
রর. জীনসংখ্যা
ররর. মূল বৈশিষ্ট্য

নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
খ. র ও ররর
গ. রর ও ররর
● র, রর ও ররর

২৯. ওরিয়েন্টাল জীব অঞ্চলের অন্তর্গত-
র. ভারত
রর. শ্রীলঙ্কা
ররর. বাংলাদেশ

নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
খ. র ও ররর
গ. রর ও ররর
● র, রর ও ররর

৩০. ওরিয়েন্টাল অঞ্চলে জলবায়ু লক্ষ্য করা যায়-
র. নিরক্ষীয় জলবায়ু
রর. মৌসুমি জলবায়ু
ররর. ভূমধ্যসাগরীয় জলবায়ু

নিচের কোনটি সঠিক?
● র ও রর
খ. র ও ররর
গ. রর ও ররর
ঘ. র, রর ও ররর

নিচের উদ্দীপকটি পড় এবং ৩১ ও ৩২ নম্বর প্রশ্নের উত্তর দাও:
বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলে দেশের একটি উল্লেখযোগ্য জলজ বায়োম গড়ে উঠেছে। বায়োম অঞ্চলটি আবার দেশের বৃহৎ হাওড় হিসেবে পরিচিত।

৩১. উদ্দীপকে কোন জলজ বায়োমের কথা বলা হয়েছে?
● হাকালুকি হাওড়
খ. চলন বিল
গ. কর্ণফুলী লেক
ঘ. নেত্রকোনার হাওড়

৩২. উদ্দীপকে উল্লিখিত জলজ বায়োমটি কোন জেলায়?
ক. কিশোরগঞ্জ
● সিলেট
গ. ময়মনসিংহ
ঘ. নেত্রকোনা

নিচের উদ্দীপকটি পড় এবং ৩৩ ও ৩৪ নম্বর প্রশ্নের উত্তর দাও:
একাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীরা বাংলাদেশের দক্ষিণ-পূর্ব অঞ্চলে সফরে গেল। তারা সেখানে এক ধরনের বনাঞল দেখল এবং সে বনভূমির বিশেষ বৈশিষ্ট্য লক্ষ করল এবং সেখানকার একটি জেলায় বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ দেখে অভিভূত হলো।

৩৩. উদ্দীপকে ইঙ্গিতকৃত পর্বতশৃঙ্গটি বাংলাদেশের কোন জেলায়?
ক. চট্টগ্রাম
● বান্দরবান
গ. কক্সবাজার
ঘ. রাঙামাটি

৩৪. উদ্দীপকে উল্লিখিত বনাঞ্চলের বৈশিষ্ট্য-
র. গাছের পাতা বছরে একবার ঝরে যায়
রর. সকল পাতা এক সঙ্গে ঝরে পড়ে না
ররর. বনভূমির বৃক্ষগুলোর গোড়ায় শ্বাসমূল দেখা যায়

নিচের কোনটি সঠিক?
ক. র
● র ও রর
গ. রর ও ররর
ঘ. র, রর ও ররর

নিচের উদ্দীপকটি পড় এবং ৩৫ ও ৩৬ নম্বর প্রশ্নের উত্তর দাও:
হিমেল তার কয়েকজন বন্ধুকে নিয়ে হযরত শাহজালাল বিমানবন্দর দেখতে গেল। সেখানে পৃথিবীর বিভিন্ন দেশের বিমান উড্ডয়ন ও অবতরণ করছে। অনেক ধরনের যাত্রী আসা যাওয়া করছে।

৩৫. হিমেলের দেখা অধিকাংশ আমেরিকার মানুষের গায়ের রং কীরূপ?
ক. কৃষ্ণাঙ্গ
খ. বাদামি
● শ্বেতাঙ্গ
ঘ. ধূসর

৩৬. অধিকাংশ কৃষ্ণাঙ্গ মানুষ বাস করে-
র. ইথিওপিয়ায়
রর. সুদানে
ররর. কেনিয়ায়

নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
খ. র ও ররর
গ. রর ও ররর
● র, রর ও ররর

৩৭. নাইট্রেট প্রথমে কিসে পরিণত হয়?
ক. হিলিয়ামে
খ. আয়নে
গ. অক্সিজেনে
● অ্যামোনিয়াতে

৩৮. নাইট্রোজেন কিসের মাধ্যমে প্রাণিদেহে প্রবেশ করে?
ক. ঘামের
খ. রক্তের
● খাদ্যের
ঘ. বাতাসের

৩৯. ভিন্ন প্রজাতির জীবের বিরাজমান বৈচিত্র্যকে বলা হয়-
ক. জীনগত বৈচিত্র্য
● প্রজাতিগত বৈচিত্র্য
গ. বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য
ঘ. কোনোটাই সঠিক নয়

৪০. বাংলাদেশের মোট কাঠের প্রায় ৬০% কোন বনাঞ্চলে পাওয়া যায়?
ক. রংপুর ও দিনাজপুর বনাঞ্চলে
খ. মধুপুর ও ভাওয়ালের বনভূমি অঞ্চলে
গ. রাঙামাটি ও বান্দরবান অঞ্চলে
● গরান বা স্রোতজ বৃক্ষের বনভূমি অঞ্চলে

৪১. কার্বনচক্রে কী ছাড়া জৈব পদার্থ তৈরি হতে পারে না?
ক. অক্সিজেন
খ. নাইট্রোজেন
● কার্বন
ঘ. হাইড্রোজেন

৪২. নাইট্রোজেন চক্র কয়টি ধাপে সম্পন্ন হয়?
ক. ৩টি
খ. ৪টি
● ৫টি
ঘ. ৬টি

৪৩. জীববৈচিত্র্য সংঘটিত হয় কী কারণে?
র. জীনগত কারণে
রর. প্রজাতিগত কারণে
ররর. বাস্তুতান্ত্রিকগত কারণে

নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
খ. র ও ররর
গ. রর ও ররর
● র, রর ও ররর

৪৪. বাংলাদেশে ক্রান্তীয় পতনশীল পত্রযুক্ত বৃক্ষের বনভূমি অবস্থিত-
র. মধুপুর ও ভাওয়ালের গড়ে
রর. রংপুর ও দিনাজপুর অঞ্চলে
ররর. সুন্দরবন এলাকায়

নিচের কোনটি সঠিক?
● র ও রর
খ. র ও ররর
গ. রর ও ররর
ঘ. র, রর ও ররর

৪৫. বিশ্বের মোট বনভূমির আয়তন কত বর্গ কি.মি.
● ৮৩ লাখ ৪০ হাজার
খ. ৮৩ লাখ ৫৬ হাজার
গ. ৮৪ লাখ ২২ হাজার
ঘ. ৮৫ লাখ ৪০ হাজার

৪৬. কোনটি Endemic জীব?
ক. কুমির
খ. বাঘ
গ. ময়না
● কালো বানর

৪৭. কোন নদীর অববাহিকায় সবচেয়ে বড় বন অবস্থিত?
ক. কঙ্গো
খ. ব্রহ্মপুত্র
গ. নীলনদ
● আমাজান

৪৮. কোনটি তুন্দ্রা অঞ্চলের প্রাণী?
ক. ঘোড়া
খ. জিরাফ
গ. ঈগল
● খরগােশ

৪৯. মরুভূমির প্রাণীরা কখন চলাচল করে?
ক. সকালে
খ. দুপুরে
গ. বিকেলে
● রাতে

৫০. খাদক জীবনধারণের জন্যে কিসের ওপর নির্ভরশীল?
ক. সূর্য
খ. পরিবেশ
● উৎপাদক
ঘ. বিয়োজক

ভূগোল ১ম পত্র ১০ম অধ্যায় mcq : ভূগোল বিজ্ঞানের অত্যন্তগুর ত্বপূর্ণ উপাদান হচ্ছে মানচিত্র। মানচিত্রের মাধ্যমে ভূগোলের বিভিন্ন প্রপঞ্চ উপস্থাপনের জন্য মানচিত্রের ধারণা, উপাদান, ব্যবহার, শ্রেণিবিভাগ, সংকোচন, প্রসারণ, স্কেল ও স্কেলের শ্রেণিবিভাগ সম্পর্কে জ্ঞান থাকা প্রয়োজন। এগুলোর সবই ব্যবহারিক ভূগোলের প্রধান আলোচ্য বিষয়। পৃথিবীর মহাদেশ এবং মহাসাগরসমূহের বিভিন্ন অংশের সীমা, আয়তন, অবস্থান এবং তাদের মধ্যকার পারস্পরিক দূরত্ব বুঝানোর জন্য নির্দিষ্ট মাপনীর (Scale) প্রেক্ষিতে সমগ্র ভূ-পৃষ্ঠের অংশবিশেষের যে নকশা প্রস্তুত করা হয়, তাকে মানচিত্র বলে।

বিভিন্ন প্রকার সংকেত এবং রং (কালার) ব্যবহারের মাধ্যমে ভূ-পৃষ্ঠের বিভিন্ন স্থানগুলোর পারস্পরিক দূরত্ব, আয়তন ও সীমা ঠিক রেখে প্রাকৃতিক বিভিন্ন প্রপঞ্চ (যেমন : ভূ-প্রকৃতি, নদ-নদী, পাহাড়, সমুদ্র, সমুদ্র স্রোত) এবং অর্থনৈতিক বিষয়াদি (যেমন : ধান, পাট গম উৎপাদন) শিল্প-কারখানা এবং নগর বিষয়ক বিষয়াদী (যেমন : গ্রামীন বসতি, পৌরবসতি) প্রভৃতি মানচিত্রে বিভিন্ন সংকেতের মাধ্যমে দেখানো হয়। বিশেষ মান ভিত্তিক এ চিত্র অঙ্কিত হয় বলে একে মানচিত্র বলে। মানচিত্র অঙ্কনের জন্য সর্বপ্রথম প্রয়োজন স্কেল ও অভিক্ষেপ

ভূগোল ১ম পত্র ১০ম অধ্যায় mcq

১. নিচের কোনটি বৃহৎ স্কেলের মানচিত্র?
ক. দেয়াল মানচিত্র
খ. ভূচিত্রাবলির মানচিত্র
● মৌজা মানচিত্র
ঘ. পৃথিবীর মানচিত্র

২. প্রাকৃতিক মানচিত্র কোনটি?
● মৃত্তিফা মানচিত্র
খ. ভূমি ব্যবহার মানচিত্র
গ. উপাত্তের বণ্টন মানচিত্র
ঘ. ছায়াপাত মানচিত্র

৩. তথ্যভিত্তিক মানচিত্রকে কয় ভাগে ভাগ করা যায়?
● ২ ভাগে
খ. ৩ ভাগে
গ. ৪ ভাগে
ঘ. ৫ ভাগে

৪. নিচের কোন স্কেলটি পৃথিবীর সকল দেশে ব্যবহার উপযোগী?
ক. বর্ণনামূলক স্কেল
● প্রতিভূ অনুপাত স্কেল
গ. রৈখিক স্কেল
ঘ. কর্ণীয় স্কেলে

৫. কর্ণীয় স্কেলে কয়টি পর্যায়ের পাঠ গ্রহণ করা যায়?
ক. ২টি
● ৩টি
গ. ৪টি
ঘ. ৫টি

৬. মানচিত্রে স্কেল প্রদর্শনের পদ্ধতি কয়টি?
ক. ২টি
● ৩টি
গ. ৪টি
ঘ. ৫টি

৭. ১ ইঞ্জিতে ১ মাইল প্রতিভূ অনুপাত হবে-
ক. ১ : ১
খ. ১ : ৩৬
গ. ১ : ১৭৬০
● ১ : ৬৩৩৬০

৮. শ্রেণিকক্ষে কোন মানচিত্র ব্যবহার করা হয়?
ক. সাংস্কৃতিক মানচিত্র
খ. আন্তর্জাতিক মানচিত্র
গ. মৌজা মানচিত্র
● দেয়াল মানচিত্র

৯. যুদ্ধক্ষেত্রে শত্রুর অবস্থান জানতে কী ব্যবহৃত হয়?
ক. দূরবীণ
খ. ওয়্যারলেস
গ. বেতার যন্ত্র
● মানচিত্র

১০. এক ভাস্ট (Verst) সমান কত প্যালেজ?
ক. ৮৩,০০০
● ৮৪,০০০
গ. ৮৫,০০০
ঘ. ৮৬,০০০

১১. সরল স্কেলে কয়টি একক দেখানো যায়?
● ২টি
খ. ৩টি
গ. ৪টি
ঘ. ৫টি

১২. মানচিত্রের স্কেল লিখিত বিবৃতির মাধ্যমে প্রকাশ করা হলে তাকে কী বলে?
● বর্ণনামূলক স্কেল
খ. রৈখিক স্কেল
গ. প্রতিভূ ভগ্নাংশ
ঘ. প্রতিভূ অনুপাত

১৩. ঢাকা থেকে ২০ মাইল উত্তরে স্থান কোনটি?
ক. উত্তরা
খ. টঙ্গি
● সাভার
ঘ. মিরপুর

১৪. ঢাকা থেকে সাভারের দূরত্ব কত?
ক. ১৫ মাইল
● ২০ মাইল
গ. ২২ মাইল
ঘ. ২৫ মাইল

১৫. যখন কোনো চতুর্ভুজ বা বহুভূজ ক্ষেত্রের পরস্পর বিপরীত কোণদ্বয় সংযোজক সরল রেখার সাহায্যে পরিমাপ করা যায় তখন তাকে কী বলে?
● কর্ণীয় স্কেল
খ. রৈখিক স্কেল
গ. বর্ণনামূলক স্কেল
ঘ. প্রতিভূ অনুপাত স্কেল

১৬. কোন স্কেলের ডান দিকে গজ; বাম দিকে ফুট এবং উপরের দিকে ইজ্ঞি লিখতে হয়?
ক. সরল স্কেলের
● কর্ণীয় স্কেলের
গ. বর্ণনামূলক স্কেলের
ঘ. রৈখিক স্কেলের

১৭. কোন স্কেলের মাপনী নিচে প্র.অ. ১ ও ৩৬ লিখতে হবে?
ক. সরল স্কেলের
খ. রৈখিক স্কেলের
গ. প্রতিভূ অনুপাত স্কেলের
● কর্ণীয় স্কেলের

১৮. একই প্রকার ছোট বা বড় ত্রিভুজ অঙ্কন করে যখন মানচিত্রকে ছোট বা বড় করা হয় তখন তাকে কী বলে?
ক. ছক বা বর্গ পদ্ধতি
● সম-ত্রিভুজ পদ্ধতি
গ. যান্ত্রিক পদ্ধতি
ঘ. চতুর্ভুজ পদ্ধতি

১৯. কিসের মাধ্যমে পৃথিবী বা কোনো অঞ্চল সম্পর্কে সুস্পষ্ট জ্ঞান লাভ করা যায়?
● মানচিত্র
খ. বই
গ. রেডিও
ঘ. টেলিভিশন

২০. একটি মানচিত্রে বর্ণনামূলক স্কেল ১ ইঞ্চি সমান ২ মাইল হলে প্রতিভূ অনুপাত কত?
ক. ১ : ১৭৬০
খ. ১ : ৬০০০
● ১ : ১২৬৭২০
ঘ. ১ : ৬৩৩৬০

২১. নতুন মানচিত্রের স্কেল ও মূল মানচিত্রের স্কেলের অনুপাত ১ অপেক্ষা কম হলে নতুন মানচিত্রের কীরূপ পরিবর্তন হবে?
ক. কোনো পরিবর্তন হবে না
● মানচিত্র সংকুচিত হবে
গ. মানচিত্র প্রসারিত হবে
ঘ. মানচিত্র একই থাকবে

২২. মানচিত্র অঙ্কন করতে প্রয়োজন-
র. উন্নতমানের কাগজ
রর. স্কেল
ররর. অভিক্ষেপ

নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
খ. র ও ররর
● রর ও ররর
ঘ. র, রর ও ররর

২৩. মৌজা মানচিত্রে অঙ্কিত থাকে-
র. ভূসম্পত্তি, বাড়িঘর
রর. কৃষিক্ষেত্র, দালানকোঠা
ররর. নদনদী, বনজঙ্গল

নিচের কোনটি সঠিক?
● র ও রর
খ. র ও ররর
গ. রর ও ররর
ঘ. র, রর ও ররর

২৪. মানচিত্রে দেখানো হয়-
র. স্থলভাগের বন্ধুরতা
রর. পর্বতের উচ্চতা
ররর. সমবর্ষণ রেখা

নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
খ. র ও ররর
গ. রর ও ররর
● র, রর ও ররর

২৫. মানচিত্রের উপাদান-
র. নির্দিষ্ট স্কেল
রর. দিক-নির্দেশক চিহ্ন
ররর. অক্ষরেখা ও দ্রাঘিমারেখা

নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
খ. র ও ররর
গ. রর ও ররর
● র, রর ও ররর

ভূগোল ১ম পত্র ১০ম অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

নিচের উদ্দীপকটি পড় এবং ২৬ ও ২৭ নম্বর প্রশ্নের উত্তর দাও:
নিজাম তার গ্রামের বাড়িতে জমিজমা পরিমাপের জন্য এক ধরনের মানচিত্রের শরণাপন্ন হয়। এ মানচিত্র দ্বারা আবার সরকার ভূমির মালিকদের থেকে কর নিয়ে থাকে।

২৬. ক্যাডাস্ট্রাল মানচিত্রকে কী ধরনের মানচিত্র বলে?
● মৌজা মানচিত্র
খ. ভূচিত্রাবলি মানচিত্র
গ. প্রাকৃতিক বিষয়সংক্রান্ত মানচিত্র
ঘ. আন্তর্জাতিক মানচিত্র

২৭. নিজামের কাছে কোন ধরনের মানচিত্র রয়েছে?
ক. সাংস্কৃতিক মানচিত্র
খ. ভূচিত্রাবলি মানচিত্র
● মৌজা মানচিত্র
ঘ. দেয়াল মানচিত্র

নিচের উদ্দীপকটি পড় এবং ২৮ ও ২৯ নম্বর প্রশ্নের উত্তর দাও :
আসিফ তার আব্বার সাথে থানা নিবাহী কর্মকর্তার অফিসে গেল। সেখানে সে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিসহ নানা ধরনের জিনিস দেখতে পায়।

২৮. সরকারি ও বেসরকারি অফিসে কোন মানচিত্র ব্যবহৃত হয়?
● দেয়াল মানচিত্র
খ. মৌজা মানচিত্র
গ. সাংস্কৃতিক মানচিত্র
ঘ. আন্তর্জাতিক মানচিত্র

২৯. সামরিক দপ্তরে কোন মানচিত্র ব্যবহৃত হয়?
ক. মৌজা মানচিত্র
● দেয়াল মানচিত্র
গ. আন্তর্জাতিক মানচিত্র
ঘ. প্রাকৃতিক মানচিত্র

নিচের উদ্দীপকটি পড় এবং ৩০ ও ৩১ নম্বর প্রশ্নের উত্তর দাও :
আনিসার চাচা হােসাইন সাহেব অস্ট্রেলিয়ার নাগরিক। সে তার চাচার দেশে বেড়াতে যায়। সেখানে বাংলাদেশে প্রচলিত একটি স্কেলের ব্যবহার দেখতে পায়।

৩০. কোন দেশের মানচিত্রে প্যালেজ (Pale+3) থাকে?
ক. জাপানি
খ. জার্মানি
গ. নরওয়ে
● রাশিয়ান

৩১. আন্তর্জাতিক স্কেল কোনটি?
● প্রতীক ভগ্নাংশ স্কেল
খ. বর্ণনামূলক স্কেল
গ. রৈখিক স্কেল
ঘ. কর্ণ স্কেল

৩২. সাধারণত ফেল কয় প্রকার?
ক. ২ প্রকার
● ৩ প্রকার
গ. ৪ প্রকার
ঘ. ৫ প্রকার

৩৩. একটি মানচিত্রের বর্ণনামূলক স্কেল ১ ইঞি সমান ২ মাইল হলে প্রতিভূ অনুপাত কত?
ক. ১ : ৬৩০
খ. ১ : ৬০০০
● ১ : ১২৬৭২০
ঘ. ১ : ৬৩৩৬০

৩৪. মানচিত্রের সংকোচন ও সম্প্রসারণ করতে কয়টি পদ্ধতি ব্যবহৃত হয়?
ক একটি
● ২টি
গ. ৩টি
ঘ. ৪টি

৩৫. স্কেলের ভিত্তিতে মানচিত্র হলাে—
র. ক্ষুদ্র স্কেলের
রর. বৃহৎ স্কেলের
ররর. প্রাকৃতিক মানচিত্র

নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
খ. র ও ররর
● রর ও ররর
ঘ. র, রর ও ররর

৩৬. ল্যাটিন ভাষায় কাপড়ের টুকরাকে কী বলে?
ক. সধঢ়ধ
খ. সধঢ়
গ. সধঢ়ব
● সধঢ়ঢ়ধ

৩৭. ভূগোলবিদের প্রধান হাতিয়ার কোনটি?
ক. নকশা
● মানচিত্র
গ. কম্পিউটার
ঘ. স্কেল

৩৮. কোনো দেশের প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ ও ব্যবহারের জন্য কোনটি দুরকার?
● মানচিত্র
খ. নজরদারি
গ. বনায়ন
ঘ. ব্যবস্থাপনা

৩৯. সেনাবাহিনী কোন ধরনের মানচিত্র ব্যবহার করে?
ক. মৌজা
খ. প্রাকৃতিক বিষয়ক
● দেওয়াল
ঘ. স্থানীয়

৪০. যুদ্ধের সময় কোন মানচিত্রটির ব্যবহার সীমিত করা হয়?
ক. ভূচিত্রাবলি
● স্থানীয় বৈচিত্র্যসূচক
গ. মৌজা
ঘ. দেয়াল

৪১. তুলনামূলক মাপনী কয় প্রকার?
ক. ২
খ. ৩
● ৪
ঘ. ৫

৪২. উম্বের মাপনী কী কাজে ব্যবহৃত হয়?
● ক্যামেরার উচ্চতা নির্ধারণে
খ. গোলক অঙ্কনে
গ. বৃত্তলেখ অঙ্কনে
ঘ. ভূদৃশ্য অঙ্কনে

৪৩. মানচিত্রের কোনো দুটি স্থানের মধ্যস্থিত দূরত্ব কোন উপায়ে সহজে বুঝতে পারা যায়?
ক. বর্ণনার সাহায্যে
● রেখাচিত্র অঙ্কনের মাধ্যমে
গ. প্রতিভূ অনুপাতে
ঘ. সংখ্যাসূচক অগ্নাংশের মাধ্যমে

৪৪. প্রতিভূ অনুপাতের প্রথম অংশকে কী বলে?
ক. মুখ্য
খ. গৌণ
● লব
ঘ. হর

৪৫. ১ মাইল সমান কত ইঞ্জি?
ক. ৬৩,৩৬০
● ৬৩,৬৩০
গ. ৬৪,৩৬০
ঘ. ৭৪,৩২০

৪৬. মানচিত্রের প্রতিভূ অনুপাতকে ইংরেজিতে কোনটি দ্বারা প্রকাশ করা হয়ে থাকে?
ক. Represent Fraction
খ. Reported Fraction
● Representative Fraction
ঘ. Representitutive Fraction

৪৭. পরিমাপের সুবিধার জন্য মুখ্য বিভাগগুলো শূন্য (০) দাগের কোন দিকে অঙ্কন করতে হয়?
● ডান
খ. বাম
গ. মধ্য
ঘ. যেকোনো এক পাশে

৪৮. মানচিত্রের দুটি স্থানের দূরত্ব নির্ণয় করা যায় কিসের সাহায্যে?
● কর্ণীয় মাপনী
খ. চাদা
গ. কাঁটা কম্পাস
ঘ. পেন্সিল কম্পাস

৪৯. প্রত্যেক মানচিত্রে কোন ধরনের মাপনী থাকা উচিত?
● রৈখিক
খ. বর্গীয়
গ. ভার্নিয়ার
ঘ. কর্ণীয়

৫০. একটি সরল মাপনীর গৌণ বিভাগগুলোকে পুনরায় ভাগ করার পদ্ধতিকে কী বলে?
ক. রেখাচিত্র অঙ্কন
● কর্ণীয় মাপনী অঙ্কন
গ. ভার্নিয়ার স্কেল
ঘ. পদক্ষেপ মাপনী

প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে ইমেল : info@banglanewsexpress.com

আমরা আছি নিচের সামাজিক মাধ্যম গুলোতে ও

Leave a Comment