নেইতো কোন গতি
শ্যামল বণিক অঞ্জন
ক্ষুধার আগুন
পোড়ায় যাদের
নিত্য বসত ঘর,
দারিদ্রতার দস্যু ধাওয়া
করে জীবনভর,
আয়েশ করার সুযোগ যাদের
নেই তো একরতি
কর্ম ছাড়া তাঁদের কি আর
আছে কোন গতি?
ঘুরালে হাত
জুটবেও ভাত
রোজই কাজে গেলে,
থাকলে ঘরে
উপোস করে
স্ত্রী কন্যা ও ছেলে।
জুটাবে কি আর
মুখের আহার
কোন সমাজপতি?
কর্ম ছাড়া তাঁদের তো হায়
নেই কোন আর গতি!
[] শুভ হোক আগামী[]
- শেয়ার বিক্রয় প্রাথমিক কার্যাবলী আলোচনা কর, শেয়ার বিক্রয়ের পদ্ধতি আলোচনা কর
- পাবলিক ইস্যুর বিধানাবলি আলোচনা কর
- কন্টেন্ট মার্কেটিং করে ইনকাম করুন,কন্টেন্ট মার্কেটিং করে কিভাবে আয় করা যায়?
- গর্ভাবস্থায় ভুল ধারণা
- সিকিউরিটি এন্ড এক্সচেঞ্জ কমিশন আইন ১৯৯৩ সম্পর্কে আলোচনা কর