hsc Production Management and Marketing 1st Paper suggestion

Production Management and Marketing 1st Paper hsc exam suggestion pdf, hsc Production Management and Marketing 1st Paper suggestion pdf download, pdf download Production Management and Marketing 1st Paper hsc suggestion,

hsc Production Management and Marketing 1st Paper suggestion 2025

hsc Production Management and Marketing 1st Paper suggestion, Production Management and Marketing 1st Paper suggestion pdf, short suggestion hsc Production Management and Marketing 1st Paper, Production Management and Marketing 1st Paper suggestion hsc, suggestion hsc Production Management and Marketing 1st Paper ,

এইচএসসি উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ১ম পত্র সাজেশন ২০২৫

উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) সুপার সাজেশন ২০২৫
বিজ্ঞান-মানবিক-বাণিজ্য বিভাগ এইচএসসি
[ ২০২৫ এর সিলেবাস অনুযায়ী]
উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ১ম পত্র (Production Management and Marketing 1st Paper) সুপার সাজেশন ২০২৫
subject code: 286
২০২৫ এর এইচএসসি ১০০% কমন সাজেশন

উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ১ম পত্র এইচএসসি সাজেশন, চূড়ান্ত সাজেশন এইচএসসি উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ১ম পত্র, hsc উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ১ম পত্র সাজেশন pdf, এইচএসসি ১০০% কমন উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ১ম পত্র সাজেশন

এইচএসসি পরীক্ষার সাজেশন ২০২৫ (PDF) লিংক

সর্বশেষ সংশোধিত ও সাজেশন টি আপডেটের করা হয়েছে ২০২৫

উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ১ম পত্র এইচএসসি সাজেশন ২০২৫

1
2
3
4
5
6
7
8

আরো ও সাজেশন:-

Honors Suggestion Linksপ্রশ্ন সমাধান সমূহ
Degree Suggestion LinksBCS Exan Solution
HSC Suggestion Links2016 – 2025 জব পরীক্ষার প্রশ্ন উত্তর
SSC Suggestion Linksবিষয় ভিত্তিক জব পরিক্ষার সাজেশন

উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ১ম পত্র এইচএসসি সুপার সাজেশন pdf download ২০২৫

দেশের অর্থনৈতিক উন্নয়ন ও সমৃদ্ধি অর্জনের ক্ষেত্রে উৎপাদনশীলতার ভূমিকা নিরূপণ।

শিখনফলঃ

  • উৎপাদনের ধারণা ব্যাখ্যা করতে পারবে।
  • উৎপাদনে গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে।
  • উৎপাদনের আওতা ব্যাখ্যা করতে পারবে।
  • উৎপাদনশীলতা এবং এর গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে।

নির্দেশনাঃ

  • উৎপাদনের ধারণা।
  • অর্থনৈতিক দৃষ্টিকোণে উৎপাদনের গুরুত্ব।
  • উৎপাদনশীলতার ধারণা
  • উৎপাদনশীলতা পরিমাপের পদ্ধতি ছকে উপস্থাপনসহ ব্যাখ্যা
  • উৎপাদনশীলতার গুরুত্ব বিশ্লেষণ।

উত্তর: লিংক

উৎপাদন ও এর উপকরণসমূহের সম্পর্ক।

শিখনফল/বিষয়বস্তু :

  • ১. উৎপাদনের উপকরণ হিসেবে ভূমির ধারণা ও বৈশিষ্ট্যগুলাে চিহ্নিত করতে পারবে;
  • ২. উৎপাদনের উপকরণ হিসেবে শ্রমের ধারণা ও বৈশিষ্ট্যগুলাে চিহ্নিত করতে পারবে; 
  • ৩. শ্রমবিভাগের ধারণা ব্যাখ্যা করতে পারবে; 
  • ৪. উৎপাদনের উপকরণ হিসেবে মূলধনের ধারণা ও বৈশিষ্ট্যগুলাে ব্যাখ্যা করতে পারবে; 
  • ৫.উৎপাদনের উপকরণ হিসেবে সংগঠনের ধারণা ও বৈশিষ্ট্যগুলাে ব্যাখ্যা করতে পারবে;

নির্দেশনা (সংকেত/ ধাপ/ পরিধি): 

  • উৎপাদনের উপকরণ হিসেবে – ভূমির ধারণা ও বৈশিষ্ট্যগুলাে ব্যাখ্যা করতে হবে।
  • শ্রমের ধারণা ও বৈশিষ্ট্যগুলাে ব্যাখ্যা করতে হবে।
  • মূলধনের ধারণা ও বৈশিষ্ট্যগুলাে ব্যাখ্যা করতে হবে।
  • সংগঠনের ধারণা ও বৈশিষ্ট্যগুলাে ব্যাখ্যা করতে হবে।
  • উপকরণের সাথে উৎপাদনের সম্পর্ক বিশ্লেষণ করতে হবে।

উত্তর: লিংক

উৎপাদন এবং উৎপাদনশীলতার ধারণা ও গুরুত্ব বিশ্লেষণ

শিখনফল বিষয়বস্তুঃ

  • উৎপাদনের ধারণা ব্যাখ্যা করতে পারবে।
  • উৎপাদনের গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে।
  • আওতা ব্যাখ্যা করতে পারবে।
  • উৎপাদনশীলতা এবং এর গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে।

নির্দেশনাঃ

  1. উৎপাদনের ধারণা ব্যাখ্যা করতে হবে।
  2. উৎপাদনের গুরুত্ব আওতা তা ব্যাখ্যা করতে হবে।
  3. উৎপাদনশীলতা এবং এর গুরুত্ব ব্যাখ্যা করতে হবে তা ব্যাখ্যা করতে হবে।
  4. উৎপাদনশীলতা এবং এর গুরুত্ব ব্যাখ্যা করতে হবে

উত্তর: লিংক

উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ১ম পত্র সৃজনশীল | একাদশ ও দ্বাদশ শ্রেণির উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ১ম পত্র। এখানে আমরা প্রতিটি অধ্যায় থেকে মোট ২০ টি সৃজনশীল প্রশ্ন শেয়ার করেছি। তবে আমরা প্রতিটি অধ্যায় থেকেই আলাদা আলাদা অধ্যায় ভিত্তিক সাজেশান্স তৈরি করেছি। সবার নিচে দেয়া লিংকে ক্লিক কে প্রতিটি অধ্যায়ের উত্তরপত্র ডাউনলোড করে নাও।


উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ১ম পত্র সৃজনশীল

সৃজনশীল প্রশ্ন ১ : আমজাদ ডিগ্রি পাস করে যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র থেকে প্রশিক্ষণ নেয়। নিজস্ব দুই বিঘা জমির ওপর ৫০,০০০ টাকা ঋণ নিয়ে একটি নার্সারি করেন। এখানে উন্নতমানের ও উচ্চফলনশীল বিভিন্ন ধরনের ফলজ ও বনজ চারাগাছ উৎপাদন করা হয়। বিভিন্ন স্থান থেকে লোকজন এসে তার নার্সারি থেকে চারা কিনে নেয়। এতে তিনি আর্থিকভাবে লাভবান হন। তার নার্সারিতে আটজন দক্ষ শ্রমিক কাজ করে।

ক. উৎপাদনশীলতা কী?
খ. কীভাবে স্থানগত উপযোগ সৃষ্টি হয়? ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে আমজাদ উৎপাদনের কোন উপকরণ হিসাবে কাজ করেছেন? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকের আলোকে আমজাদের সৃষ্ট উপযোগের গুরুত্ব বিশ্লেষণ কর।

সৃজনশীল প্রশ্ন ২ : জনাব তানসেন ‘ঝুমা ফ্যাশন’-এ উৎপাদন ব্যবস্থাপক হিসাবে যোগদান করেন। তার আগে তিনি ‘ঝর্ণা সোয়েটার’ কারখানায় ১০ বছর উপ-উৎপাদন ব্যবস্থাপক পদে সুনামের সাথে কাজ করেছেন। ঝুমা ফ্যাশন ১,০০,০০০ টি সোয়েটার উৎপাদনের সিদ্ধান্ত নেয়। জনাব তানসেন অতীত অভিজ্ঞতার আলোকে উক্ত সোয়েটার উৎপাদনের জন্য ২০,০০০ শ্রমঘণ্টা নির্ধারণ করেন। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে মাত্র ৮০% সোয়েটার তৈরি হয়। তিনি কম উৎপাদনের কারণ অনুসন্ধান করে দেখলেন শ্রমিকদের দক্ষতার অভাব, কারখানায় পর্যাপ্ত আলোবাতাসের অভাব এবং শ্রমিকদের স্বতঃস্ফূর্তভাবে কাজ করার আগ্রহ কম।

ক. মূলধন কী?
খ. “ভূমির উৎপাদন ব্যয় নাই” ব্যাখ্যা কর।
গ. জনাব তানসেন কোন ধরনের শ্রমের গতিশীলতা সৃষ্টি করেছেন? ব্যাখ্যা কর।
ঘ. ঝুমা ফ্যাশনের উৎপাদনশীলতা বৃদ্ধিতে কী করণীয় বলে তুমি মনে কর? মতামত দাও।

সৃজনশীল প্রশ্ন ৩ : জনাব কামরুল একটি সাইকেল প্রস্তুতকারী কারখানার মালিক। কারখানার প্রথম অংশে সাইকেলের বিভিন্ন যন্ত্রাংশ, টায়ার, টিউব, প্যাডেল, চাকা তৈরি হয়। এক্ষেত্রে শ্রমিকরা যন্ত্রাংশের ভিত্তিতে বিভিন্ন দলে ভাগ হয়ে কাজ করে। কারখানার দ্বিতীয় অংশে শ্রমিকরা বিভিন্ন যন্ত্রাংশ পর্যায়ক্রমে সংযোজন করে পূর্ণাঙ্গ সাইকেল প্রস্তুত করে।

ক. প্যাকিং ডিজাইন কী?
খ. “উত্তম বিন্যাস শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করে’ ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে কারখানার প্রম অংশে কোন বিন্যাস বিদ্যমান? ব্যাখ্যা কর।
ঘ. জনাব কামরুল কারখানার দ্বিতীয় অংশে যে লে-আউট অনুসরণ করেছেন তার যৌক্তিকতা বিশ্লেষণ কর।

সৃজনশীল প্রশ্ন ৪ : জনাব হাতেম আলী কক্সবাজারের “হোটেল সান-শাইন” এর ব্যবস্থাপক। তিনি নিজস্ব কৌশল অনুযায়ী কার্যক্রম পরিচালনা করায় গ্রাহকরা তেমন সন্তুষ্ট নয়। ফলে দিন দিন এর গ্রাহক সংখ্যা হ্রাস পায় এবং প্রতিষ্ঠানটি লোকসানের মুখে পতিত হয়। উক্ত অবস্থা হতে উত্তরণের জন্য হোটেল কর্তৃপক্ষ জনাব হাতেম আলীকে ‘হোটেল ব্যবস্থাপনা’ প্রশিক্ষণে পাঠান। প্রশিক্ষণ গ্রহণ করার পর জনাব হাতেম আলী তার নিজস্ব কৌশলের পরিবর্তে ক্রেতাদের পছন্দ, রুচি ও চাহিদা অনুসারে হোটেলের কার্যক্রম পরিচালনা করেন। বর্তমানে ‘সান-শাইন’ একটি সফল ব্যবসায় প্রতিষ্ঠান।

ক. দ্রব্য কী?
খ. বিক্রয়োত্তর সেবা বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকের প্রতিষ্ঠানটি উৎপাদনের কোন খাতের অন্তর্ভুক্ত? ব্যাখ্যা কর।
ঘ. ‘ক্রেতাকেন্দ্রিতার যথাযথ অনুসরণই উদ্দীপকের প্রতিষ্ঠানটির সফলতার মূল কারণ।’ তুমি কি একমত? মতামতের পক্ষে যুক্তি দাও।

সৃজনশীল প্রশ্ন ৫ : কনক এন্টারপ্রাইজ হাঙ্গেরী থেকে বিভিন্ন ধরনের মোবাইল ফোন আমদানি করে বাংলাদেশে বাজারজাতকরণ করে। প্রতিষ্ঠানটি বাজার গবেষণা করে দেখেছে বাংলাদেশের মোবাইল ব্যবহারকারীদের মোবাইলে ইন্টারনেট ব্যবহারে মাত্রা দিন দিন বেড়ে যাচ্ছে। তাই প্রতিষ্ঠানটি এমন একটি মোবাইল ফোন আমদানির সিদ্ধান্ত নিয়েছে যাতে দ্রুতগতির ইন্টারনেট ব্যবহারের সুবিধা সংযুক্ত থাকবে।

ক. পণ্য ডিজাইন কী?
খ. কোন ডিজাইনে পণ্যের মান উনড়বত হয়? ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে আমদানিকৃত নতুন মোবাইল ফোন কোন ধরনের পণ্য ডিজাইনের অন্তর্ভুক্ত? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে কনক এন্টারপ্রাইজের নতুন মোবাইল ফোন আমদানির সিদ্ধান্তের যৌক্তিকতা বিশ্লেষণ কর।

সৃজনশীল প্রশ্ন ৬ : জনাব মিনা কুমিল্লার বিসিকে ২৫ লক্ষ টাকা বিনিয়োগ করে ব্যবসা শুরু করেন। তিনি ৫ লক্ষ টাকার কাঁচামাল, ১৫ লক্ষ টাকার যন্ত্রপাতি, ২ লক্ষ টাকা কারখানা ভাড়া ও ২ লক্ষ টাকার অন্যান্য উপকরণ ক্রয় করে ৫০ লক্ষ টাকার সুতা ও জাল উৎপাদন করেন। অপর দিকে জনাব হাশেম ৩০ লক্ষ টাকা বিনিয়োগ করে ১০ লক্ষ টাকার কাঁচামাল, ১৫ লক্ষ টাকার যন্ত্রপাতি, ২ লক্ষ টাকা কারখানা ভাড়া ও ২ লক্ষ টাকার অন্যান্য উপকরণ ক্রয় করে ৩৫ লক্ষ টাকার পণ্য উৎপাদন করেন।

ক. সংগঠন কী?
খ. ‘যৌথ উদ্যোগ বিশ্বব্যাপী পণ্য বিপণন করে’ ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে উল্লিখিত জনাব মিনার প্রতিষ্ঠানের উৎপাদনশীলতা নির্ণয় কর।
ঘ. উৎপাদনশীলতা বিবেচনায় উদ্দীপকের কোন প্রতিষ্ঠানটি লাভজনক? বিশ্লেষণ কর।

সৃজনশীল প্রশ্ন ৭ : তানিয়া ফ্যাশনস্ জয়দেবপুরের একটি প্রসিদ্ধ পোশাক উৎপাদনকারী প্রতিষ্ঠান। এতে দৈনিক সর্বোচ্চ ১৮০০০ একক পণ্য উৎপাদিত হতে পারে। কিন্তু ১৫০০০ এককের বেশি উৎপাদন করলে বিভিন্ন কারণে ব্যয় বেড়ে যায়। প্রতিষ্ঠানটিতে দৈনিক ৫৬০০০ মিটার কাপড় প্রয়োজন হয়। উৎপাদন ক্ষমতা বৃদ্ধির জন্য তানিয়া ফ্যাশনস্ সম্প্রতি কর্মীদের প্রশিক্ষণ ও যন্ত্রপাতি আধুনিকায়নের সিদ্ধান্ত নিয়েছে।

ক. প্রকৃত উৎপাদন কী?
খ. কীভাবে কার্যকর উৎপাদন ক্ষমতা পরিমাপ করা যায়?
গ. তানিয়া ফ্যাশনস্ কি উপকরণের ভিত্তিতে উৎপাদন ক্ষমতা পরিমাপ করতে পারে? উদ্দীপকের আলোকে ব্যাখ্যা কর।
ঘ. তুমি কি মনে কর ‘তানিয়া ফ্যাশনস্’ এর সাম্প্রতিক পদক্ষেপ উৎপদান ক্ষমতা বৃদ্ধিতে সহায়ক হবে? যুক্তিসহ বিশ্লেষণ কর।

সৃজনশীল প্রশ্ন ৮ : জনাব তালহা একটি উৎপাদন প্রতিষ্ঠানের মালিক। তিনি বিভিন্ন বিভাগের ব্যবস্থাপকের সাথে আলোচনা করে প্রতিষ্ঠানের উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করেন। শ্রমিক ও ব্যবস্থাপকদের মধ্যে সুসম্পর্ক বজায় রেখে প্রতিষ্ঠানটি তার লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করে। সম্প্রতি পণ্যের ত্রুটির কারণে বাজারে পণ্যটির চাহিদা হ্রাস পায়।

ক. প্রশিক্ষণ ব্যয় কী?
খ. “মান নিয়ন্ত্রণ পণ্যের আদর্শ মান নিশ্চিত করে” ব্যাখ্যা কর।
গ. জনাব তালহা প্রতিষ্ঠানের লক্ষ্য নির্ধারণে সার্বিক মান ব্যবস্থাপনার কোন নীতিটি অনুসরণ করেছেন? ব্যাখ্যা কর।
ঘ. তুমি কি মনে কর জনাব তালহা প্রতিষ্ঠানের কর্মকাণ্ডে সার্বিক মান ব্যবস্থাপনার নীতিমালা যথাযথভাবে অনুসরণ করেছেন? যুক্তিসহ মতামত দাও।

সৃজনশীল প্রশ্ন ৯ : জনাব রফিক চট্টগ্রামের ফিরিঙ্গি বাজারে ‘চট্টগ্রাম ফার্নিচার’ নামে একটি শোরুম প্রতিষ্ঠা করেন। তিনি ফার্নিচার তৈরিতে মানসম্মত কাঠ ও অন্যান্য উপকরণ ব্যবহার করেন। পাশাপাশি অভিজ্ঞ ও দক্ষ কারিগর দ্বারা অল্প খরচে ফার্নিচার সামগ্রী তৈরি করেন। মানসম্মত হওয়ায় তার ফার্নিচার বেশ জনপ্রিয়তা অর্জনে সক্ষম হয়। সম্প্রতি আশেপাশের কয়েকটি প্রতিযোগী প্রতিষ্ঠান ক্রেতাদের রুচি ও পছন্দকে গুরুত্ব দিয়ে শৈল্পিক ও কারুকার্যময় ফার্নিচার তৈরি ও বিপণন করায় জনাব রফিকের ফার্নিচারের চাহিদা হ্রাস পায়। বিষয়টি নিয়ে তিনি খুবই উদ্বিগ্ন।

ক. প্যাকিং ডিজাইন কী?
খ. “পণ্য ডিজাইন পণ্যের আকর্ষণ বৃদ্ধি করে।” ব্যাখ্যা কর।
গ. কোন ধরনের ডিজাইন প্রয়োগের ফলে জনাব রফিকের ব্যবসায় সফলতা আসে? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে জনাব রফিকের দুশ্চিন্তা দূরীকরণে কোন ধরনের ডিজাইন ব্যবহার করা উচিত? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।

সৃজনশীল প্রশ্ন ১০ : সাইমন ইলেকট্রনিক্স পাঁচ বছর ধরে নতুন ডিজাইনের টিভি বিপণন করছে। তাদের উৎপাদিত সকল টিভি রাষ্ট্র কর্তৃক স্বীকৃত মান নির্ধারণকারী সংস্থার অনুমোদন থাকায় ক্রেতাদের আগ্রহ দিন দিন বাড়ছে। উপরন্তু দাম নাগালের মধ্যে থাকায় এবং ওয়ারেন্টি সুবিধার প্রতিশ্রুতি দেওয়ায় ক্রেতারা খুশি হয়েই টিভি ক্রয় করেন। কিন্তু পরবর্তীতে কোম্পানিটি টিভি বিক্রয়ের ক্ষেত্রে ওয়ারেন্টি সুবিধার প্রতিশ্রুতি রক্ষা করতে না পারায় বিক্রয় হ্রাস পায়।

ক. ISO – এর পূর্ণরূপ কী?
খ. “মান নিশ্চিতকরণ ব্যতীত ক্রেতাসন্তুষ্টি অসম্ভব।” ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের প্রতিষ্ঠানটি কোন সংস্থার অনুমোদন পেয়েছে? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকের প্রতিষ্ঠানের কোন ধরনের ব্যয় বৃদ্ধি পেয়েছে তা উল্লেখপূর্বক বর্তমান অবস্থা থেকে উত্তরণের উপায় তুলে ধর।

সৃজনশীল প্রশ্ন ১১ : জনাব মাসুদ খান ‘খান টিম্বার’ নামে একটি আসবাবপত্র তৈরির কারখানা স্থাপন করেন। তিনি উৎপাদনের সকল উপকরণ যথাযথভাবে ব্যবহার করে বিগত কয়েক বছর সর্বোচ্চ পরিমাণ আসবাবপত্র তৈরি করেন। সম্প্রতি অন্যান্য প্রতিযোগী প্রতিষ্ঠান উন্নত যন্ত্রপাতি ব্যবহার করে আসবাবপত্র তৈরি ও বিপণন করায় ক্রেতারা ঐ সকল প্রতিষ্ঠানের আসবাবপত্র ক্রয়ে বেশি আগ্রহী। এ কারণে জনাব মাসুদ দিন দিন আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন।

ক. উৎপাদন ক্ষমতা কী?
খ. কার্যকর উৎপাদন ক্ষমতা কীভাবে নির্ণয় করা যায়? ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের খান টিম্বারস কোন ধরনের উৎপাদন ক্ষমতার সাথে সম্পৃক্ত? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকের খান টিম্বারের উৎপাদন ও চাহিদা হ্রাসের জন্য যে উৎপাদন ক্ষমতা দায়ী তা উল্লেখসহ তোমার মতামত বিশ্লেষণ কর।

সৃজনশীল প্রশ্ন ১২ : জামান লেখাপড়া শেষ করে গ্রামের বাড়িতে একটি ভোগ্যপণ্যের কারখানা স্থাপন করেন। গুণগত মানের পণ্য উৎপাদন করায় তার সুনাম চারিদিকে ছড়িয়ে পড়ে। অল্প সময়ের মধ্যে জামান খুব জনপ্রিয় ব্যবসায়ী হয়ে যান। একই সাথে পণ্যের চাহিদা ব্যাপক হারে বৃদ্ধি পাওয়ায় তিনি বৃহৎ পরিসরে শহরে কারখানা স্থাপন করেন।

ক. বাজারের নৈকট্য কী?
খ. ব্যবসায়ের অবস্থানে কাঁচামাল কী প্রভাব ফেলে? ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে জনাব জামান প্রম দিকে কোন ধরনের ব্যবসায় অবস্থানের প্রতি গুরুত্ব দিয়েছেন? ব্যাখ্যা কর।
ঘ. দ্বিতীয় পর্যায়ে ব্যবসায়ের অবস্থান নির্ধারণ তুলনামূলকভাবে ব্যয়বহুল। অবস্থানের ধরন উল্লেখপূর্বক উক্তিটি মূল্যায়ন কর।

সৃজনশীল প্রশ্ন ১৩ : জনাব বাসার সাভারের কাঠগড়া নামক স্থানে একটি গার্মেন্টস শিল্প স্থাপন করেন। কারখানার ৪র্থ তলায় কাপড় কাটা হয়। ২য় ও ৩য় তলায় কাপড় সেলাই এবং নিচতলায় ওয়াশিং ও প্যাকেটজাত করা হয়। কারখানার সিঁড়ি খুবই প্রশস্ত হওয়ায় শ্রমিকরা সহজেই ওঠানামা করতে পারে। তাছাড়া লিফটেরও ব্যবস্থা রয়েছে। শ্রমিকরা যাতে নির্বিঘেড়ব কাজ করতে পারে এবং সময় সাশ্রয় হয় তা বিবেচনা করে পাশের খালি জায়গায় একটি খুচরা দোকান স্থাপন করেন। শ্রমিকরা এখান থেকে সহজেই তাদের পছন্দমতো চাল, ডাল, তেল, লবণ ইত্যাদি পণ্য ন্যায্য মূল্যে পেয়ে থাকে।

ক. গুদাম বিন্যাস কী?
খ. বিন্যাস উৎপাদন ব্যয় হ্রাসে সহায়ক- ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে কোন ধরনের বিন্যাস অনুসরণ করা হয়েছে? ব্যাখ্যা কর।
ঘ. সম্প্রতি জনাব বাসারের গ্রহীত বিন্যাসের নাম উল্লেখপূর্বক এ ধরনের সিদ্ধান্তের যৌক্তিকতা বিশ্লেষণ কর।

সৃজনশীল প্রশ্ন ১৪ : জাকির সাহেব দীর্ঘদিন ধরে চাঁদপুর থেকে বিপুল পরিমাণে ইলিশ মাছ ক্রয় করে ঢাকার কারওয়ান বাজারে বিক্রয় করে লাভবান হন। কিন্তু সম্প্রতি মাছের একটি বড় চালান দুর্ঘটনার কবলে পড়ায় কারওয়ান বাজারে আসতে বিলম্ব হয়। ফলে, স্থানীয় পাইকারদের কাছে মাছ বিক্রয় করতে ব্যর্থ হন। এদিকে, বাজার এলাকায় পর্যাপ্ত হিমাগার না থাকায় মাছগুলো নিয়ে জাকির সাহেব খুবই চিন্তিত হয়ে পড়েছেন।

ক. উৎপাদন কী?
খ. ‘উৎপাদন রূপগত উপযোগ সৃষ্টি করে’। ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে কারওয়ান বাজারে ইলিশ মাছ সরবরাহের মাধ্যমে কোন ধরনের উপযোগ সৃষ্টি হয়েছে? ব্যাখ্যা কর।
ঘ. ‘সময়গত উপযোগ সৃষ্টি করতে না পারাই জাকির সাহেবের চিন্তার কারণ।’ তুমি কি একমত? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।

সৃজনশীল প্রশ্ন ১৫ : জনাব আনোয়ার ২৫ লক্ষ টাকা ব্যয়ে পিরোজপুরে একটি চিংড়ি ঘের প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠানটিতে কর্মরত প্রত্যেক শ্রমিকের মাসিক বেতন ১২,০০০ টাকা। প্রতিষ্ঠানটি নিজস্ব পরিবহনের মাধ্যমে ঢাকা শহরে চিংড়ি মাছ বিক্রয় করে ব্যাপক মুনাফা অর্জনে সক্ষম হয়। জনাব আনোয়ারের এ সাফল্য দেখে জনাব রাকিব একই এলাকায় চিংড়ি মাছের ঘের স্থাপন করেন। তার প্রতিষ্ঠানে কর্মরত কর্মচারীদের মাসিক বেতন ধার্য করা হয় ১৫,০০০ টাকা। ফলে জনাব আনোয়ারের প্রতিষ্ঠানের অনেক শ্রমিক জনাব রাকিবের প্রতিষ্ঠানে যোগদান করে। ফলে জনাব আনোয়ারের শ্রমিক স্বল্পতা দেখা দেয়।

ক. ভূমি কী?
খ. “মূলধন উৎপাদনের উৎপাদিত উপাদান।” ব্যাখ্যা কর।
গ. জনাব আনোয়ারের চিংড়ি ঘের কোন ধরনের সংগঠন? ব্যাখ্যা কর।
ঘ. “শ্রমের গতিশীলতাই জনাব আনোয়ারের শ্রমিক স্বল্পতার মূল কারণ।” উদ্দীপকের আলোকে উক্তিটি মূল্যায়ন কর।

সৃজনশীল প্রশ্ন ১৬ : মিসেস নাঈমা সিরাজগঞ্জের শ্যামনগরে ৯০ লক্ষ টাকা এবং ৬০ জন শ্রমিক নিয়ে হস্তশিল্প সামগ্রী উৎপাদন শুরু করেন। উক্ত জনবল ও যন্ত্রপাতি ব্যবহার করে প্রতিদিন ১৫০ থেকে ২০০ একক হস্তশিল্প পণ্য উৎপাদন করা সম্ভব হয়। এতে গড় উৎপাদন ব্যয় হ্রাস পায়। সম্প্রতি ভোক্তার চাহিদার বিষয়টি বিবেচনা করে তিনি উৎপাদনের পরিমাণ দৈনিক ২৫০ এককে উনন্নীত করেন। কিন্তু এতে তার গড় উৎপাদন ব্যয় বৃদ্ধি পায়।

ক. বৃহদায়তন এন্টারপ্রাইজ কী?
খ. “ক্ষুদ্র এন্টারপ্রাইজে দ্রু ত সিদ্ধান্ত গ্রহণ করা সহজ হয়।” ব্যাখ্যা কর।
গ. উৎপাদন মাত্রার ধরন অনুযায়ী মিসেস নাঈমার প্রতিষ্ঠানটি কোন ধরনের এন্টারপ্রাইজ? ব্যাখ্যা কর।
ঘ. বর্ধিত চাহিদা পূরণের লক্ষ্যে অতিরিক্ত উৎপাদনের সিদ্ধান্ত কি যৌক্তিক?

সৃজনশীল প্রশ্ন ১৭ : জহির দরিদ্র পরিবারের সন্তান। ২০১৬ সালে এসএসসি পাস করার পরে ইলেকট্রিক্যাল কাজের প্রশিক্ষণ গ্রহণ করে। ফলে সিঙ্গাপুরে অবস্থিত একটি কোম্পানিতে তার ভালো চাকরি হয়। তার বেতন কাঠামো খুব ভালো। সে প্রতিমাসে তার বেতনের একটি বড় অংশ দেশে প্রেরণ করে। এতে তার পরিবারে সচ্ছলতা আসে।

ক. মাথাপিছু আয় কী?
খ. জাতীয় আয় পরিমাপের ক্ষেত্রে আয় পদ্ধতি বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে উল্লিখিত জহিরের আয় একটি দেশের সামষ্টিক পর্যায়ের কোন উৎপাদনের অন্তর্ভুক্ত? ব্যাখ্যা কর।
ঘ. “মোট দেশজ উৎপাদনে জহিরের আয়ের কোনো ভূমিকা নেই।” উক্তিটির যথার্থতা মূল্যায়ন কর।

pdf download উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ১ম পত্র এইচএসসি সুপার সাজেশন ২০২৫

সৃজনশীল প্রশ্ন ১৮ : ‘কিউ ট্রাভেলস’ ঢাকা হতে কক্সবাজার এসি বাস সার্ভিস পরিচালনা করে। গত সপ্তাহে তাদের ২০ শতাংশ টিকিট অবিক্রীত থাকে। ফলে প্রতিষ্ঠানটি লোকসানের সম্মুখীন হয়। বর্তমানে প্রতিষ্ঠানটি লোকসান পুষিয়ে নেওয়ার জন্য ভোক্তাদের চাহিদা ও সামর্থ্য অনুযায়ী এসি ও নন এসি গাড়ির মাধ্যমে বিভিনড়ব দামের টিকিটের ব্যবস্থা করে, যাতে সব ধরনের ভোক্তার কাছে এ প্রতিষ্ঠানের গ্রহণযোগ্যতা বৃদ্ধি পায়।

ক. উৎপাদন ব্যবস্থাপনা কী?
খ. “সেবা অদৃশ্যমান।” ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে উল্লিখিত ‘কিউ ট্রাভেলস’ কোন খাতের অন্তর্গত? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে উল্লিখিত ‘কিউ ট্রাভেলস’ কর্তৃক গৃহীত উদ্যোগ কোন ধারণাকে
গুরুত্ব দিয়েছে বলে তুমি মনে কর? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।

সৃজনশীল প্রশ্ন ১৯ : মি. আলম ২০০ জন শ্রমিক ও ২ কোটি টাকা মূলধন নিয়ে নওগাঁর মহাদেবপুরে একটি অটো-রাইস মিল স্থাপন করেন। তিনি সরাসরি চাষিদের নিকট থেকে ধান ক্রয় করে চাল উৎপাদন করেন। এখানে উৎপাদিত চালের মান খুব ভালো হওয়ায় স্থানীয় বাজারে ব্যাপক চাহিদা সৃষ্টি হয়েছে। এতে অনুপ্রাণিত হয়ে তিনি মধ্যস্থ ব্যবসায়ীদের সহায়তায় দেশের প্রতিটি জেলায় চাল বিপণন নিশ্চিত করেন। ব্যবসায় সফলতার ফলে অর্জিত মুনাফা দিয়ে তিনি নিজ এলাকায় স্কুল, কলেজ, মাদ্রাসা ও রাস্তাঘাট নির্মাণে অবদান রাখেন।

ক. উপযোগ কী?
খ. উৎপাদন কীভাবে কর্মসংস্থান সৃষ্টি করে? ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে মি. আলমের কার্যক্রম উৎপাদনের কোন খাতের অন্তর্ভুক্ত? ব্যাখ্যা কর।
ঘ. “উৎপাদন একটি দেশের আর্থসামাজিক উনড়বয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে” উদ্দীপকের আলোকে উক্তিটির যথার্থতা মূল্যায়ন কর।

সৃজনশীল প্রশ্ন ২০ : কুড়িগ্রাম জেলার নাগেশ্বরীর ৭০ জন কৃষক একত্রিত হয়ে সম-অধিকারের ভিত্তিতে একটি প্রতিষ্ঠান গঠন করল, যাদের প্রধান উদ্দেশ্য হলো মধ্যস্থ ব্যবসায়ীদের হাত থেকে নিজেদের রক্ষা করে পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা। সৎ, উদ্যমী ও যোগ্য নেতৃত্বের কারণে এ উদ্দেশ্য সফল হওয়ায় স্বল্প সময়ের মধ্যেই এর সদস্যরা আর্থিকভাবে লাভবান হয় এবং পাশাপাশি সামাজিকভাবেও প্রতিষ্ঠা লাভ করে। বর্তমানে এই পরিবারগুলো সচ্ছলতার মুখ দেখছে।

ক. শ্রম কী?
খ. সকল অর্থই কী মূলধন? ব্যাখ্যা কর।

গ. উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটি কোন ধরনের সংগঠন? ব্যাখ্যা কর।
ঘ. দারিদ্র্য বিমোচনে উদ্দীপকে উল্লিখিত সংগঠনটির ভূমিকা বিশ্লেষণ কর।

উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ১ম পত্র ১ম অধ্যায় সৃজনশীল প্রশ্ন

সৃজনশীল প্রশ্ন ১ : আমাদের দেশে বৈদেশিক মুদ্রা আয়ের অন্যতম একটি খাত হলো মৎস্য চাষ। বর্তমানে কৃত্রিম উপায়ে ইলিশ উৎপাদনের চেষ্টাও করা হচ্ছে। অন্যান্য মাছ চাষের মতো সহজ না হলেও অবশেষে মৎস্য বিভাগ ইলিশের নিষিক্ত রেণু সংগ্রহ করে খাঁচায় উৎপাদন শুরু করেছে, যা মৌসুম ছাড়াও বাজারজাত করা যাবে।

ক. উৎপাদন কি?
খ. রূপগত উপযোগ কাকে বলে?
গ. কৃত্রিম উপায়ে ইলিশ উৎপাদন কোন ধরনের উপযোগ সৃষ্টি করে? ব্যাখ্যা করো।
ঘ. খাঁচায় উৎপাদিত ইলিশ উপযোগ বৃদ্ধিতে সহায়ক হবে তুমি কি একমত? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।

সৃজনশীল প্রশ্ন ২ : টাঙ্গাইল শাড়ি বিতান’ প্রতিষ্ঠানটি বিখ্যাত টাঙ্গাইলের কাপড় নিজস্ব পরিবহন ব্যবস্থার মাধ্যমে সারাদেশে সরবরাহ কে থাকে। ফলে অন্য এলাকায় এই কাপড়ের চাহিদা বাড়তে থাকে। এমনকি বিদেশ থেকেও ২ লক্ষ পিস কাপড়ের অর্ডার নেওয়া হয় এবং তা সরবরাহ করা হয়।

ক. রূপগত উপয়োগ কী?
খ. পণ্যের স্থানগত উপযোগ কীভাবে সৃষ্টি হয়? ব্যাখ্যা করো।
গ. টাঙ্গাইল শাড়ি বিতান কোন ধরনের উপযোগ সৃষ্টির সাথে জড়িত? ব্যাখ্যা করো।
ঘ. অভাব মোচনে টাঙ্গাইল শাড়ি বিতান কীভাবে রাখবে- মূল্যায়ন করো।

সৃজনশীল প্রশ্ন ৩ : জনাব কমল নওগাঁর একজন ধান উৎপাদনকারী উৎপাদন মৌসুমে ধানের সরবরাহ বেড়ে যাওয়ায় ধানের মূল্য কমে যায়। এতে জনাব কমলের লোকসান হয়। তাই তিনি উৎপাদন মৌসুমে ধান বিক্রয় না করে উপযুক্ত সময়ে বিয়ের সিদ্ধান্ত নেন। হয় মাস পর দেখা গেল নওগাঁর চেয়ে ঢাকায় ধানের মূল্য বেশি।

ক. সঞ্চয় কি?
খ. সার্বিক উৎপাদনশীলতা কীভাবে নির্ণয় করা হয়? ব্যাখ্যা করো।
গ. উৎপাদন মৌসুমে ধান বিক্রয় না করে জনাব কমল পণ্যের কোন ধরনের উপযোগ সৃষ্টি করেছেন? ব্যাখ্যা করো।
ঘ. তোমার মতে কোন ধরনের উপযোগ সৃষ্টি জনাব কমলকে লাভবান করতে পারে? যুক্তিসহ লেখ।

সৃজনশীল প্রশ্ন ৪ : জনাব নিলয়ের রাজশাহীতে একটি বিশাল আমের বাগান আছে। প্রতি বছর তিনি আম বিক্রয় করে প্রচুর অর্থ উপার্জন করেন। গত বছর আমের বাম্পার ফলনের কারণে এর যোগান বৃদ্ধি পায়। এতে আমের মূল্য হ্রাস পায়। এ কারণে তিনি দেশের বিভিন্ন অঞ্চলে আম সরবরাহের ব্যবস্থা করেন। এর ফলে স্থানীয় বাজারে প্রতি কেজি আম ৪০ টাকা হলেও তিনি গড়ে ৫০ টাকায় তা সরবরাহ করতে সক্ষম হন। কিন্তু এরপরও তিনি ন্যায্যমূল্য হতে বঞ্চিত হন।

ক. উৎপাদন কী?
খ. উৎপাদনশীলতার ওপর মুনাফা নির্ভর করে ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে কোন ধরনের উপযোগ সৃষ্টির কথা বলা হয়েছে? ব্যাখ্যা করো।
ঘ. উপযোগের ধরন উল্লেখপূর্বক জনাব নিলয়ের সমস্যা সমাধানে করণীয় কী বলে তুমি মনে করো? মতামত দাও।

সৃজনশীল প্রশ্ন ৫ : সোনাপুর গ্রামের নয়ন একজন বেকার যুবক। দীর্ঘদিন বেকার থাকার পর সে ব্যাংক থেকে ঋণ নিয়ে নিজস্ব জমিতে একটি পোল্ট্রি ফার্ম গড়ে তোলে। এর আকার বৃদ্ধি পাওয়ায় নয়ন আরও কয়েকজন বেকার যুবককে তার প্রতিষ্ঠিত পোস্ট্রি ফার্মে নিয়োগ দেয়। ফলে তার পোলট্রি ফার্মের উৎপাদন বৃদ্ধির পাশাপাশি এককপ্রতি উৎপাদন খরচ কমে যায় তার সাফল্যে অনুপ্রাণিত হয়ে অনেকেই এই ধরনের ব্যবসায়ের দিকে আগ্রহ দেখায় নয়ন মনে করে, কর্মসংস্থান সৃষ্টিতে উৎপাদনের কোনো বিকল্প নেই।

ক. উৎপাদনশীলতা কী?
খ. পণ্যের সময়গত উপযোগ কীভাবে সৃষ্টি হয়? ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে উল্লিখিত নয়নের ব্যবসায়টি উৎপাদনের কোন খাতের অন্তর্ভুক্ত? ব্যাখ্যা করো।
ঘ. তুমি কি মনে করো উদ্দীপকের পোলট্রি ফার্মটির উৎপাদনশীলতা বৃদ্ধিতে কর্মসংস্থানের ভূমিকা রয়েছে? বিশ্লেষণ করো।

[ বি:দ্র: উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

সৃজনশীল প্রশ্ন ৬ : ক্রোকারিজ-এ বর্তমানে স্থির ব্যয় ও মজুরির মাধ্যমে ৪০ লক্ষ টাকার পণ্য উৎপাদন করা সম্ভব। জুন মাসে প্রতিষ্ঠানটি ৩০ লক্ষ টাকার ক্রোকারিজ তৈরি করে। উৎপাদনের সাথে সম্পৃক্ত খরচ নিচম্নরূপ: কাঁচামাল ৬ লক্ষ টাকা, বেতন ও মজুরি ৩ লক্ষ টাকা, অন্যান্য ১ লক্ষ টাকা।
ক. সেবাগত উপযোগ কী?

খ. স্থানগত উপযোগ কীভাবে সৃষ্টি হয়? ব্যাখ্যা করো।
গ. জুন মাসে উদ্দীপকের প্রতিষ্ঠানের উৎপাদনশীলতা নির্ণয় করো।
ঘ. সর্বোচ্চ মুনাফা অর্জনের জন্য প্রতিষ্ঠানটির করণীয় কী? সুপারিশ করো।

সৃজনশীল প্রশ্ন ৭ : পদ্মা ডোরস লি. ২০১৬ সালে ৬,০০০ টাকা মূল্যের ১,০০০ দরজা উৎপাদন করে, যার মূল্য ৬০,০০,০০০ টাকা দরজা উৎপাদনে ২০,০০,০০০ টাকার কাঁচামাল, ২,৪০,০০০ টাকার যন্ত্রপাতি এবং ২,৮০,০০০ টাকা শ্রমিকদের মজুরি বাবদ ব্যয় হয় প্রতিষ্ঠানটির ২০১৫ সালের মোট উৎপাদনশীলতা ছিল ৩.২।

ক. স্বত্বগত উপযোগ কি?
খ. উৎপাদনের মাধ্যমে কোন ধরনের উপযোগ সৃষ্টি হয়? ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকের আলোকে পদ্মা ডোরস লিমিটেড-এর ২০১৬ সালের কাঁচামালের উৎপাদনশীলতা নির্ণয় করো।
ঘ. উদ্দীপকের প্রতিষ্ঠানটিতে ২০১৬ সালের মোট উৎপাদনশীলতার সাথে ২০১৫ সালের উৎপাদনশীলতার তুলনামূলক মূল্যায়ন করো।

সৃজনশীল প্রশ্ন ৮ : রাজশাহীর সাহেব বাজারে মি. আনছারের একটি খাবার হোটেল আছে। দোকানটিতে খাবার তৈরি ও পরিবেশনের জন্য ৮ জন কর্মচারী আছে। হোটেলের খাবারের মান ভাল এবং শহরের কেন্দ্রবিন্দুতে অবস্থিত হওয়ায় গ্রাহকের সংখ্যা প্রতিদিন বেড়েই চলেছে। খাবার হোটেল মানে আনহারের হোটেল এ কথা এখন সবার মুখে মুখে।

ক. স্থানগত উপযোগ কী?
খ. ‘সুদামজাতকরণ সময়গত উপযোগ সৃষ্টি করে’ ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে মি. আনহারের ব্যবসায়টি উৎপাদনের কোন খাতের অন্তর্ভুক্ত? ব্যাখ্যা করো।
ঘ. মি. আনহারের ব্যবসায়ের কলেবর বৃদ্ধির পেছনে কী কারণ থাকতে পারে বলে তুমি মনে করো? মতামত দাও।

সৃজনশীল প্রশ্ন ৯ : বাবুলাল ঘোষ বিভিন্ন ধরনের মিষ্টান্ন দ্রব্য তৈরি করেন। ঐতিহ্য ও পূর্ব সুনামের কারণে তার মিষ্টি জাতীয় দ্রব্যের প্রচুর চাহিদা রয়েছে। অন্যদিকে একই শহরের মিষ্টি ব্যবসায়ী শ্রী জীবন ঘোষের সম্প্রতি প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানে সমমানের মিষ্টান্ন তৈরি হওয়া সত্ত্বেও বিভিন্ন ধরনের মিষ্টান্ন অবিক্রীত থেকে যায়। এ সমস্যা নিরসন করার জন্য জীবন ঘোষ তার প্রতিষ্ঠানের মিষ্টান্ন দ্রব্য বাংলাদেশের বিভিন্ন এলাকায় সরবরাহের উদ্যোগ গ্রহণ করেন।

ক. শ্রম উৎপাদনশীলতার সূত্রটি লেখো।
খ. উৎপাদনশীলতার সাথে ব্যয়ের সম্পর্ক ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে বাবুলাল ঘোষ কোন ধরনের উপযোগ সৃষ্টি করেছেন?
ঘ. সংকট নিরসনে শ্রী জীবন ঘোষের গৃহীত পদক্ষেপের যৌক্তিকতা ব্যাখ্যা করো।

সৃজনশীল প্রশ্ন ১০ : অলি একটি তৈরি পোশাক কারখানার মালিক। দক্ষভাবে পোশাক তৈরি করা ও সময়মত পণ্য সরবরাহ করার কারণে তিনি ব্যবসায় সুনাম অর্জন করেন। বর্তমানে তিনি লক্ষ করেন যে, তার প্রতিষ্ঠানের উৎপাদিত পোশাকের মান সঠিক হচ্ছে না। তাই তিনি ব্যবস্থাপকীয় ও কারিগরি উপাদানসমূহের আধুনিকায়নসহ সর্বস্তরের কর্মীদের উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করেন। সেজন্য পূর্বের তুলনায় তার উৎপাদিত পোশাকের মান বৃদ্ধি পায়।

ক. রূপগত উপযোগী?
খ. সরকারি নীতি উৎপাদনশীলতার ওপর কীভাবে প্রভাব বিস্তার করে? ব্যাখ্যা করো।
গ. অলির প্রতিষ্ঠানের সুনাম সুরক্ষায় উৎপাদনের কোন উপাদানটি মুখ্য ভূমিকা রাখে? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপক অনুযায়ী প্রতিষ্ঠানের উৎপাদনশীলতা বৃদ্ধির জন্য অলির গৃহীত পদক্ষেপগুলো কি যথার্থ? বিশ্লেষণ করো।

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

সৃজনশীল প্রশ্ন ১ : জনাব সুমন ও তার বন্ধু সুজন কুমিল্লা শহরে শতরূপা নামে একটি তৈরি পোশাকের দোকান চালু করেন এবং অর্জিত মুনাফা সমানভাবে ভাগ করে নেন। অল্প সময়ের মধ্যে তারা ব্যবসায়ে ব্যাপক সাফল্য অর্জন করেন। সম্প্রতি তারা ‘রিয়া গার্মেন্টস লি. নামে একটি গার্মেন্টস ফ্যাক্টরি স্থাপনের উদ্যোগ গ্রহণ করেন।

ক. শ্রম বিভাগ কী?
খ “মূলধন উৎপাদনের উৎপাদিত উপাদান ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটি কোন ধরনের? ব্যাখ্যা করো।
ঘ. জনাব সুমন ও তার বন্ধু সুজনের উদ্যোগ গ্রহণের বিষয়টি কতটা যৌক্তিক? তোমার উত্তরের সপক্ষে মতামত তুলে ধরো।

সৃজনশীল প্রশ্ন ২ : জনাব রাকিব ফরিদপুরে একটি পাটকল গড়ে তোলেন। উত্ত কারখানায় উন্নতমানের পাটজাত পণ্য উৎপাদন করা হয়। অল্পদিনের মধ্যেই তার উৎপাদিত পণ্যের চাহিদা বেড়ে যায়। এতে উৎপাদনের পরিমাণ আরও বাড়ানোর প্রয়োজন দেখা দেয় জনাব রাকিবের ব্যবস্থাপকীয় দক্ষতা ও ভূমির মূল্য কম থাকা সত্ত্বেও তিনি পাটকলটির আয়তন বাড়াতে পারছেন না।

ক. শ্রমের দক্ষতা কী?
খ. শ্রম বিভাগ যোগ্যতা অনুসারে কাজ বণ্টন করে ব্যাখ্যা করো।
গ. উৎপাদনের কোন উপকরণের অভাবে জনাব রাকিব তার পাটকল সম্প্রসারণ করতে পারছেন না? ব্যাখ্যা করো।
ঘ. ‘ব্যবস্থাপকীয় দক্ষতাই ব্যবসায়ে সফলতা অর্জনের জন্য যথেষ্ট নয়’ – তুমি কি একমত? উত্তরের সপক্ষে যুক্তি দাও।

সৃজনশীল প্রশ্ন ৩ : মি. ‘A’ খুলনাতে একটি পাটকল স্থাপন করেন। উক্ত কারখানায় উন্নতমানের পাটজাত পণ্য উৎপাদিত হয়। অল্পদিনের মধ্যেই উৎপাদিত পণ্যের চাহিদা বেড়ে যায়। এতে উৎপাদন বাড়ানোর প্রয়োজন দেখা দেয়। মি. ‘A’ এর দক্ষতা, স্বল্পমূল্যের ভূমি ও সস্তা শ্রম থাকা সত্ত্বেও তিনি পাটকলটির পরিধি বাড়াতে পারছেন না।

ক. শ্রম বিভাগ কী?
খ. ভূমির উৎপাদন ব্যয় নাই ব্যাখ্যা করো।
গ. উৎপাদনের কোন উপকরণের অভাবে মি. ‘A’ তার পাটকল সম্প্রসারণ করতে পারছেন না? ব্যাখ্যা করো।
ঘ. তুমি কি মনে করো মি.’A’ এর কাজ আর শ্রমিকের কাজ এক? বিশ্লেষণ করো।

সৃজনশীল প্রশ্ন ৪ : জনাব জামিল জেক্স ফ্যাশন’ নামক একটি গার্মেন্টসে সুপারভাইজার হিসাবে কর্মরত আছেন। দীর্ঘ তিন বছর চাকরি করার পর গার্মেন্টস শিল্পে সুপরিচিত ‘হক ফ্যাশন’-এ একই পদে যোগদান করেন। এই প্রতিষ্ঠানটি বিদেশে তাদের পোশাক রপ্তানি করে অত্যন্ত সুনাম অর্জন করেছে। জনাব জামিল দেখলেন, এই প্রতিষ্ঠানটি কর্মীদের দক্ষতার ব্যাপারে অত্যন্ত সচেতন এবং কর্মীদের দক্ষতা বৃদ্ধির জন্য বিভিন্ন সময় হাতে-কলমে প্রশিক্ষণ প্রদানের উদ্যোগ নিয়ে থাকে।

ক. মূলধন কী?
খ. ভূমি অবিনশ্বর — ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে জনাব জামিল কোন ধরনের শ্রমের গতিশীলতা সৃষ্টি করেছেন? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে ‘হক ফ্যাশন’ শ্রম দক্ষতা বৃদ্ধিতে যে উপাদানটিকে প্রাধান্য দিয়েছেন তা কি যথেষ্ট? বিশ্লেষণ করো।

সৃজনশীল প্রশ্ন ৫ : জনাব জাভেদ তার তিনজন বন্ধুকে সাথে নিয়ে একটি রেস্টুরেন্ট ব্যবসায় শুরু করেন। এই বিষয়ে তারা নিজেদের মধ্যে একটি চুক্তিপত্র করেছেন, যার আলোকে প্রতিষ্ঠানটির যাবতীয় কাজ পরিচালিত হবে। অতি সম্প্রতি ভোজারা রেস্টুরেন্টের খাবার নিয়ে অভিযোগ করছে। তাদের মতে মূল্য একটু বেশি হলেও খাবার হতে হবে এমন, যা তাদের প্রত্যাশা পুরণ করবে। উক্ত সমস্যা বিবেচনায় জনাব জাভেদ কর্মরত কর্মচারীদের দক্ষতা, যোগ্যতা ও সামর্থ্য অনুযায়ী কাজ ভাগ করে দেওয়ার পদক্ষেপ গ্রহণ করেছেন।

ক. শ্রম দক্ষতা কী?
খ. মূলধন উৎপাদনের উৎপাদিত উপাদান ব্যাখ্যা করো।
গ. মালিকানার ভিত্তিতে উদ্দীপকের সংগঠনটির ধরন ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকের জনাব জাভেদ ভোক্তাদের প্রত্যাশা পূরণে যে পদক্ষেপ গ্রহণ করেছেন তার যথার্থতা মূল্যায়ন করো।

সৃজনশীল প্রশ্ন ৬ : জনাব সাজিদ তার দুই বন্ধুকে সঙ্গে নিয়ে আলুর ব্যবসা আরম্ভ করেন। তিনি গ্রাম হতে আলু ক্রয় করে বাজারে বিক্রয় করেন। তার আয় হতে দুই বন্ধুকে মাসিক আট হাজার টাকা বেতন প্রদানের পর যে টাকা অবশিষ্ট থাকে তা তিনি সঞ্চয় করেন। সতি অর্থ থেকে পঁচিশ হাজার টাকা দিয়ে তিনি আলু পরিবহনের জন্য ভ্যান ক্রয় করেন। প্রতিষ্ঠান সম্প্রসারণের প্রয়োজনে তার দুই বন্ধুকে ২ লক্ষ টাকা করে বিনিয়োগের প্রস্তাব করেন। এতে তারা সম্মতি জ্ঞাপন করেন।

ক. ব্যবসায় জোট ?
খ. কুটির শিল্প কর্মসংস্থান সৃষ্টিতে সহায়ক – ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকের ব্র্যাকৃত ভ্যানটি উৎপাদনের কোন উপকরণের অন্তর্ভুক্ত? ব্যাখ্যা করো।
ঘ. তুমি কি মনে করো গৃহীত সিদ্ধান্তের ফলে উদ্দীপকের প্রতিষ্ঠানের কাঠামোগত পরিবর্তন হবে? যুক্তিসহ মতামত প্রদান করো।

সৃজনশীল প্রশ্ন ৭ : জনাব রাহি নিজস্ব তত্ত্বাবধানে নিজের বাগানের উৎপাদিত ফুল শহরের বিভিন্ন দোকানে বিক্রয় করেন। সম্প্রতি বাজারে ফুলের চাহিদা বৃদ্ধি পাওয়ায় তিনি কয়েকজন শ্রমিক নিয়োগ দিয়ে যোগ্যতা অনুযায়ী তাদের মাঝে দায়িত্ব বণ্টন করে দেন। কিন্তু পর্যাপ্ত সংরক্ষণ ও যানবাহনের অভাবে সময়মত ফুল সরবরাহে বিঘ্ন ঘটে। তাই তিনি উত্ত সমস্যা উত্তরণে ব্যাংক ঋণের কথা ভাবছেন।

ক. শ্রম বিভাগ কী?
খ. ভূমি উৎপাদনের মূল ভিত্তি – ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে জনাব রাহি উৎপাদনের কোন উপকরণ হিসেবে কাজ করছেন? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে জনাব রাহি উদ্ভূত সমস্যা সমাধানে উৎপাদনের কোন উপকরণ অধিক কার্যকরি বলে তুমি মনে করো? উত্তরের সপক্ষে যুক্তি দেখাও।

সৃজনশীল প্রশ্ন ৮ : অভি, রাহি ও তাদের ১৭ জন বন্ধু মিলে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে সাভারে ‘দ্য ফ্যাশন’ নামে গার্মেন্টস ব্যবসায় শুরু করেন। চুক্তি মোতাবেক তারা লাভ-লোকসান বণ্টন করে নেয়। বর্তমানে তাদের ব্যবসায়ের অবস্থা তেমন ভালো না হওয়ায় ব্যাংক ব্যবসায় শুরু করতে চায়। কিন্তু আইনগত জটিলতার কারণে তারা ব্যাংক ব্যবসায় শুরু করতে পারছে না। তাই তারা সীমিত দায়সম্পন্ন ও নিবন্ধিত ব্যবসায় সংগঠনের মাধ্যমে ব্যাংক ব্যবসায় শুরু করার চিন্তাভাবনা করেন।

ক. ব্যবসায় জোট কী?
খ. ‘ভূমি অবিনশ্বর’ ব্যাখ্যা করো।
গ. আলোচ্য উদ্দীপকে ‘লুনা ফ্যাশন’ কোন ধরনের ব্যবসায় সংগঠন? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে ব্যাংক ব্যবসায় গঠনকল্পে নতুন ব্যবসায় সংগঠনের যৌক্তিকতা বিশ্লেষণ করো।

সৃজনশীল প্রশ্ন ৯ : আতিক তৃষা প্রকাশনীতে কাজ করে। সে মাসে বেতন পায় ৩০,০০০ টাকা। সে সংসার খরচ বাদ দিয়ে মাসে ৫০০ টাকা ব্যাংকে জমা রাখে। ব্যাংকে জমানো অর্থ দিয়ে ভবিষ্যতে সে একটি লাইব্রেরি প্রতিষ্ঠা করার চিন্তা-ভাবনা করছে।

ক. শ্রম কী?
খ. ‘ভূমি প্রকৃতির দান’- ব্যাখ্যা করো।
গ. মূলধন গঠনের কোন পর্যায়ের আওতায় আতিক অর্থ জমা করছে? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকের আলোকে সংগঠন বিবেচনায় আতিকের ব্যবসায়টির ধরন বিশ্লেষণ করো।

সৃজনশীল প্রশ্ন ১০ : জনাব লিটন সিরাজগঞ্জের কাশিপুর চরাঞ্চলে একটি দুগ্ধখামার স্থাপন করেন। সেখানে গো-খাদ্য সহজলভ্য হওয়ায় অনেকগুলো দুগ্ধখামার রয়েছে তার খামারের ১ম, ২য়, ৩য় ও ৪র্থ বছরে দুধ উৎপাদন ও উৎপাদন খরচ যথাক্রমে ১,০০০; ১,৫০০; ১,৮০০ ও ২,০০০ লিটার এবং ৫০,০০০; ১,০০,০০০; ১,৫০,০০০ ও ২,০০,০০০ টাকা। জনাব লিটন তার খামারের উৎপাদিত দুধ বিক্রয় করতে গেলে বাজারের কিছু অসাধু ব্যবসায়ীর কারণে ন্যায্যমূল্য পান না। এই প্রতিকূল পরিস্থিতি থেকে রক্ষা পাওয়া জন্য জনাব লিটন প্রচলিত আইন অনুযায়ী কাশিপুর চরাঞ্চলের দুগ্ধখামারিদের একটি প্রতিষ্ঠান গড়ে তোলার প্রস্তাব দেন, যা তাদের অর্থনৈতিক ও সামাজিক | কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ক. উলম্ব গতিশীলতা কী?
খ. শ্রমের দক্ষতা বৃদ্ধিতে মূলধনের ভূমিকা ব্যাখ্যা করো।
গ. জনাব লিটনের দুগ্ধখামারে উৎপাদনের কোন বিধিটি পরিলক্ষিত হয়? উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো।
ঘ. প্রতিকূল পরিস্থিতি থেকে রক্ষা পাওয়ার জন্য জনাব লিটনের প্রস্তাবটি কী গ্রহণযোগ্য? তোমার উত্তরের সপক্ষে যুক্তি

২০২৫ উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ১ম পত্র এইচএসসি সাজেশন পিডিএফ ডাউনলোড

উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ১ম পত্র ৩য় অধ্যায়

সৃজনশীল প্রশ্ন ১ : বিদেশে চাকরি শেষে আগত অভিজ্ঞ লোক বাদশা মিয়া দশ কোটি টাকা বিনিয়োগ করে আশুলিয়ায় ‘ঝিলিক ফ্যাশন’ নামে একটি তৈরি পোশাক শিল্প স্থাপন করেন। তার শিল্পে ৯০ জন শ্রমিক কাজ করে। বাদশা মিয়ার কারখানায় তৈরি পোশাক নিজম্ব পরিবহনের মাধ্যমে নির্দিষ্ট দোকানগুলোতে পৌঁছে দেয়া হয়। মানসম্মত পোশাক হওয়ায় এবং অপেক্ষাকৃত কম মূল্যে বিক্রয় করতে পারায় তিনি স্বল্প সময়ের মধ্যে ব্যবসায়ে সফলতা অর্জনে সক্ষম হন।

ক. উৎপাদন মাত্রা কী?
খ. কাম্য উৎপাদন মাত্রায় সর্বোচ্চ মুনাফা অর্জিত হয় – ব্যাখ্যা করো।
গ. মাত্রা বিবেচনায় বাদশা মিয়ার শিল্পটি কোন ধরনের প্রতিষ্ঠান? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটির সফলতার মূল কারণ বিশ্লেষণ করো।

সৃজনশীল প্রশ্ন ২ : মহিমা এম. এ. পাস করে মানসম্মত চাকরি না পেয়ে আত্মকর্মসংস্থানের লক্ষ্যে ৫০ জন শ্রমিক ও ৫ কোটি টাকা মূলধন নিয়ে নরসিংদীতে একটি হস্তশিল্প প্রতিষ্ঠা করেন। তার তৈরি হস্তশিল্প সামগ্রী জনপ্রিয় হওয়ায় ব্যবসায় কাঙ্ক্ষিত সাফল্য অর্জনে তিনি সক্ষম হন।

ক. ক্ষুদ্র শিল্প কী?
খ. উৎপাদনমাত্রা বৃদ্ধি পেলে মুনাফার পরিমাণ বৃদ্ধি পায় – ব্যাখ্যা করো।
গ. মহিমার ব্যবসায়টি কোন ধরনের শিল্প? ব্যাখ্যা করো।
ঘ. শ্রম ও মূলধনের ওপর ব্যবসায়ের ধরন নির্ভরশীল উদ্দীপকের আলোকে মূল্যায়ন করো।

সৃজনশীল প্রশ্ন ৩ : মিসেস লোপা একজন নারী উদ্যোক্তা। তিনি ২০ কোটি টাকা বিনিয়োগ করে মীম ফেব্রিক্স নামের একটি পোশাক কারখানা স্থাপন করেন। তার প্রতিষ্ঠানে ১০০ জন শ্রমিক কর্মরত আছে মীম ফেব্রিক্স এর পণ্য উৎপাদন ব্যয় এককপ্রতি ১০০ টাকা। সম্প্রতি গ্রীষ্ম ফেব্রিক্স নামের আরেকটি প্রতিষ্ঠান বাজারে এসেছে, যার পণ্যের উৎপাদন ব্যয় এককপ্রতি ৮০ টাকা। এই উৎপাদন ব্যয়ের ওপর ১৫% মুনাফা ধরে পণ্য বিক্রয় করায় বাজারে মীম ফেব্রিক্সের তুলনায় জীষ্ম ফেব্রিক্সের বিক্রয়ের পরিমাণ বেড়েছে। বছর শেষে জীম ফেব্রিক্সের মুনাফা পাড়ায় ৬০ লক্ষ টাকা। মীম ফেব্রিক্সের মুনাফা পাড়ায় ২০ লক্ষ টাকা এবং তার অবিক্রীত পণ্যের পরিমাণ ১৫০০০ একক।

ক. উৎপাদন মাত্রা কী?
খ. মালিকানার ভিত্তিতে কোন ধরনের প্রতিষ্ঠানে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব? ব্যাখ্যা করো।
গ. উল্লিখিত মীম ফেব্রিক্স কোন ধরনের প্রতিষ্ঠান? ব্যাখ্যা করো।
ঘ. ‘মাত্রাজনিত ব্যয় সংকোচনের মাধ্যমে মীম ফেব্রিক্স বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণ করতে পারবে। তুমি কি একমত? উত্তরের সপক্ষে যুক্তি দেখাও।

সৃজনশীল প্রশ্ন ৪ : জনাব মোরশেদ কলমের ব্যাপক চাহিদার কথা বিবেচনা করে প্রায় ৬০ লক্ষ টাকা ব্যয়ে একটি কলম উৎপাদনের কারখানা স্থাপন করেন। বর্তমানে এই প্রতিষ্ঠানটির কর্মী সংখ্যা ৭০ জন। প্রতিষ্ঠানটি প্রতিদিন ১,০০০টি কলম উৎপাদন করে। পরবর্তীতে একই যন্ত্রপাতি ও জনবল ব্যবহার করে প্রতিষ্ঠানটি ১১০০টি কলম উৎপাদন করে, যা এর গড় ব্যয় হ্রাস করে। এতে প্রতিষ্ঠানটি তাদের কলম উৎপাদন আরও বাড়িয়ে ১২০০ তে উন্নীত করে, কিন্তু এর ফলে প্রতিষ্ঠানটির গড় ব্যয় বৃদ্ধি পায়।

ক. পরিবর্তনশীল ব্যয় কী?
খ. কোন মাত্রার উৎপাদন একটি প্রতিষ্ঠানের জন্য লাভজনক? ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকের কলমের কারখানাটি কোন উৎপাদন মাত্রার সাথে সামঞ্জস্যপূর্ণ? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে উল্লিখিত এন্টারপ্রাইজটি দেশের কলমের চাহিদা পূরণে ভূমিকা রাখে – ব্যাখ্যা করো।

সৃজনশীল প্রশ্ন ৫ : মি. নজরুল ২ কোটি টাকা ও ৫০ জন শ্রমিক নিয়ে একটি সাবান কারখানা স্থাপন করেন। বিদ্যমান জনবল ও যন্ত্রপাতির সর্বোচ্চ ব্যবহার করে তিনি প্রতিদিন সর্বাধিক সাবান উৎপাদন করতে পারেন। ফলে ক্রেতাগণ উন্নতমানের সাবান সর্বনিম্ন মূল্যে ক্রয় করতে পারায় খুব খুশি হয়। বর্তমানে এই ব্যাপক চাহিদা পূরণ করার জন্য মি. নজরুল উৎপাদন বৃদ্ধির চিন্তা করছেন। কিন্তু এতে বিভিন্ন প্রকার সমস্যা হতে পারে বলে তিনি চিন্তিত হয়ে পড়েছেন।

ক. পরিবর্তনশীল ব্যয় কী?
খ. কোন ধরনের এন্টারপ্রাইজে সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব হয়? ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে উল্লিখিত মি. নজরুলের প্রতিষ্ঠানটি কোন ধরনের উৎপাদন মাত্রার প্রতিষ্ঠান? ব্যাখ্যা করো।
ঘ. বর্ধিত চাহিদা পূরণ করতে মি. নজরুলের সম্ভাব্য পদক্ষেপ কী হতে পারে? উৎপাদন মাত্রা বিবেচনা করে মতামত দাও।

সৃজনশীল প্রশ্ন ৬ : জনাব তাহেরের জুতা কারখানায় বর্তমানে ১৫০ জন শ্রমিক কর্মরত রয়েছে। উক্ত প্রতিষ্ঠানে তার বিনিয়োগের পরিমাণ ১০ কোটি টাকা। তাহেরের প্রতিষ্ঠানটির সাফল্য দেখে তার বন্ধু আজিম কতিপয় বন্ধুসহ একই স্থানে অন্য একটি জুতা কারখানা স্থাপন করেন। তাদের শিল্পে বিনিয়োগের পরিমাণ ২৫ কোটি টাকা। ৩৫০ জন শ্রমিক নিয়োগের মাধ্যমে আজিমের ব্যবসায়টিও সফলতার সাথে এগিয়ে চলছে।

ক. মাত্রাজনিত ব্যয় সংকোচন কী?
খ. কাম্য মাত্রায় উৎপাদন বায় সর্বনিম্ন হয় কেন? ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকের সংগঠনটি মাত্রা অনুযায়ী কোন ধরনের এন্টারপ্রাইজ? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকের প্রতিষ্ঠান দুটির মধ্যে দেশের জাতীয় অর্থনীতিতে কোনটির ভূমিকা অধিক? ধরন উল্লেখপূর্বক মতামত দাও।

সৃজনশীল প্রশ্ন ৭ : মি. ‘X’ ৯০ লক্ষ টাকা এবং ১৫ জন শ্রমিক নিয়ে রংপুরে X ডায়াগনস্টিক সেন্টার স্থাপন করেন সেবার মান ভালো হওয়ায়, চারদিকে এর সুনাম ছড়িয়ে পড়ে এবং তিনি লাভবান হন। ব্যবসায়টি বিভিন্ন শহরে সম্প্রসারণের জন্য তিনি তার ছোট ভাই এর সাথে পরামর্শ করেন এবং অর্থ সহায়তা চান। তার ভাই তাকে দুই কোটি টাকা মূলধন হিসেবে দিতে রাজি হয়। কিন্তু বর্তমান কাঠামো বিবেচনায় মি. X চিন্তিত।

ক. উৎপাদন মাত্রা কী?
খ. মাত্রাজনিত ব্যয় সংকোচন বলতে কী বোঝ?
গ. উৎপাদনমাত্রার ভিত্তিতে মি. X-এর প্রতিষ্ঠানটি ধরনের? ব্যাখ্যা করো।
ঘ. মি. X এর ব্যবসায় কাঠামো পরিবর্তনই হলো বর্তমান সমস্যা সমাধানের উপায় বিশ্লেষণ করো।

সৃজনশীল প্রশ্ন ৮ : মি. মনির ৩ কোটি টাকা নিয়ে রাজশাহী বিসিকে সিল্কের কাপড়ের কারখানা স্থাপন করেন। ২৫ জন শ্রমিক সেখানে কর্মরত আছে। জাপানপ্রবাসী ভাই তার ব্যবসায়ে ৫ কোটি টাকা বিনিয়োগ করেন। বর্তমানে তিনি বার্ষিক ৫০ হাজার শাড়ি উৎপাদন করেন। গুণগতমানের কারণে তার পণ্যের চাহিদা ব্যাপক বৃদ্ধি পায়। ২০১৫ সালের জানুয়ারি মাসে তিনি ৫ লক্ষ শাড়ির ফরমায়েশ পান, যা ডিসেম্বরের মধ্যে সরবরাহ করতে হবে। এ ফরমায়েশ বাস্তবায়নের জন্য তার চাচা প্রয়োজনীয় মূলধন সরবরাহের প্রস্তাব দেন। কিন্তু বর্তমান কাঠামো বিবেচনায় মি. মনির চিহ্নিত।

ক. উৎপাদনের মা?
খ. কাম্য মাত্রায় উৎপাদন করা প্রতিষ্ঠানের জন্য লাভজনক’ ব্যাখ্যা করো।
গ. উৎপাদন মাত্রার ভিত্তিতে মি. মনিরের প্রতিষ্ঠানটি কোন ধরনের এন্টারপ্রাইজ? ব্যাখ্যা করো।
ঘ. মি. মনিরের প্রতিষ্ঠানটির কাঠামোগত পরিবর্তনই হলো বর্তমান সমস্যা সমাধানের উপায় তুমি কি একমত? যুক্তিসহ ব্যাখ্যা করো।

সৃজনশীল প্রশ্ন ৯ : জনাব দেব কুমার ঘোষ সাভারে একটি পেন্ট্রি ফার্ম পরিচালনা করেন। সম্প্রতি তিনি পোন্ট্রি ফার্মের সাথে একটি গভীর খামার গড়ে তুলেছেন। তিনি নিজের এবং ব্যাংক ঋণ মিলিয়ে প্রায় ২ কোটি টাকা বিনিয়োগ করেছেন। তার ফার্মে ৬০ জন কর্মী নিয়মিত ভাবে কাজ করছে। দীর্ঘদিন এ ব্যবসায় করার কারণে তিনি অনেক কিছু শিখে গেছেন। প্রতিটি ক্ষেত্রে তিনি কর্মীদের ভুল-ত্রুটি ধরিয়ে দেন এবং কর্মীদের হাতে কলমে শেখান। এতে তার ফার্মে মুরগি কম মারা যায় এবং মুনাফা বেশি হয়। কিছুদিন পূর্বে পারিবারিক সম্পত্তি বিক্রয় থেকে তিনি ১০ কোটি টাকা পেয়েছেন। এখন তিনি এ টাকা কাজে লাগিয়ে একটি মাংস প্রক্রিয়াকরণ শিল্প গড়ে তুলতে চান। উৎপাদিত মাংস বিদেশে রপ্তানির চিন্তা তার আছে।

ক. সেবার ক্ষেত্রে বৃহৎ শিল্প কী?
খ. মূলধনের দিক থেকে ক্ষুদ্র ও বৃহৎ শিল্পের পার্থক্য কী?
গ. উদ্দীপকে উল্লিখিত দেব কুমার ঘোষ-এর পোল্ট্রি ফামটি কোন ধরনের শিল্প? ব্যাখ্যা করো।
ঘ. “শিল্প সম্প্রসারণে মূলধন সহায়ক” উদ্দীপকের আলোকে উক্তিটির যৌক্তিকতা বিচার করো।

সৃজনশীল প্রশ্ন ১০ : জনাব মতিন দেশে সাবানের ব্যাপক চাহিদা দেখে নকল সুযোগ-সুবিধা সম্বলিত একটি সাবান শিল্প স্থাপনের উদ্যোগ নেন। তার এ উদ্যোগে সাড়া দিয়ে প্রাইম ব্যাংক লিমিটেড মূলধন যোগানে এগিয়ে আসে। তবে তিনি চাহিদা অতিরিক্ত উৎপাদন না করার সিদ্ধান্ত নেন।

ক. উৎপাদনের মাত্র?
খ. মাত্রাজনিত ব্যয় সংকোচন কী?
গ. উদ্দীপকে উল্লিখিত জনাব মতিন কী ধরনের এন্টারপ্রাইজ ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকের আলোকে চাহিদাতিরিক্ত উৎপাদনের ঝুঁকির যথার্থতা মূল্যায়ন করো।

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, রাজশাহী, যশোর, বরিশাল,সিলেট দিনাজপুর,বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড,মাদ্রাসা শিক্ষা বোর্ড, এর কমন সাজেশন ২০২৫

উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ১ম পত্র ৭ম অধ্যায় সৃজনশীল প্রশ্ন

সৃজনশীল প্রশ্ন ১ : ভোলা জেলার লালমোহন এলাকায় জাগরণ সমবায় সমিতি একটি দুগ্ধ খামার গড়ে তোলে। এ খামারে গাড়ির পাশাপাশি মহিষ পালন করা হয়। খামারে উৎপাদিত দুধের মান অক্ষুণ্ণ রেখে প্যাকেটজাত তরল দুধ এবং মহিষের দুধের দধি দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে সরবরাহ করা হয়। দুধ ও দধি মানসম্মত হওয়ায় এর চাহিদা ক্রমশই বৃদ্ধি পাচ্ছে। এ প্রতিষ্ঠানের সফলতা দেখে নতুন নতুন খামার গড়ে তোলায় স্থানীয়রা উৎসাহিত হচ্ছে।

ক. দ্রব্য কী?
খ. কাস্টমাইজেশন (Customization) কী? ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকের ব্যবসায়টি কোন খাতের অন্তর্ভুক্ত? ব্যাখ্যা করো।
ঘ. ‘মানসম্মত দ্রব্য উৎপাদনের মাধ্যমেই উদ্দীপকের প্রতিষ্ঠানটি সফলতা অর্জন করেছে তুমি কি একমত? তোমার উত্তরের সপক্ষে যুক্তি তুলে ধর।

সৃজনশীল প্রশ্ন ২ : মিস শ্রাবণী একটি কারখানার তৈরি পোশাক ডিজাইনার। পোশাকের ডিজাইন উন্নত ও আকর্ষণীয় করার জন্য তিনি সর্বদা ব্যস্ত থাকেন। তৈরিতে ত্রুটি দেখা দিলে তা পুনরায় প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে উন্নতমানের পোশাকে রূপান্তর করেন। এতে তার বেশ কিছু অর্থ ব্যয় হয়। তবে তিনি মনে করেন মানসম্মত পোশাক সরবরাহের মাধ্যমে ক্রেতাসন্তুষ্টি অর্জনে সক্ষম হলে প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকা যাবে।

ক. মান কি?
খ. প্রতিরোধমূলক ব্যয় বলতে কী বোঝায়?
গ. পণ্য রূপান্তরজনিত ব্যয় কোন ধরনের ব্যয়? ব্যাখ্যা করো।
ঘ. প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকার জন্য মিস শ্রাবণীর যুক্তির সাথে তুমি কি একমত? যুক্তি পাও।

সৃজনশীল প্রশ্ন ৩ : ধনাঢ্য পরিবারের সন্তান দুলাল বিবিএ পাস করার পর থেকে শিল্পপতি হওয়ার স্বপ্ন দেখে। এমবিএ সমাপ্ত করেই তিনি সু তৈরির একটি কারখানা স্থাপন করে আকর্ষণীয় বেতনে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ২৫০ জন দক্ষ শ্রমিক সংগ্রহ করেন। উৎপাদনের মাত্রা বৃদ্ধি করার লক্ষ্যে তিনি আরো ২২৫ জন শ্রমিক নিয়োগ করে এক মাসের কর্মশালায় প্রশিক্ষণ দেয়ার ব্যবস্থা করেন। প্রশিক্ষণ শেষে তাদেরকে উৎপাদন বিভাগে কাজে নিযুক্ত করেন। প্রশিক্ষকদের বেতন ও শ্রমিকদের বেতন ভাতাদি এবং অন্যান্য খরচ বাবদ পাঁচ লক্ষ টাকা ব্যয় হলেও এতে প্রশিক্ষণপ্রাপ্ত শ্রমিকগণ দক্ষতার সাথে কাজ করতে সক্ষম হয়। ফলশ্রুতিতে মি. দুলালের কারখানায় উৎপাদিত সু ক্রেতাদের কাছে ব্যাপকভাবে সমাদৃত হয়।

ক. ISO কী?
খ. মান ব্যবস্থাপনা কেন গুরুত্বপূর্ণ? ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে উল্লিখিত ৫ লক্ষ টাকা ব্যয়, কোন ব্যয়ের অন্তর্ভুক্ত? ব্যাখ্যা করো।
ঘ. যথাযথ মান ব্যবস্থাপনাই উদ্দীপকের সু কারখানাটির সফলতার কারণ – তুমি কি একমত? যুক্তি দাও।

সৃজনশীল প্রশ্ন ৪ : মি. বিধান একটি ওয়াটার পাম্প উৎপাদনকারী প্রতিষ্ঠানের মালিক। বুটিযুক্ত পাম্প উৎপাদনের ফলে একজন ক্রেতা ক্ষতিগ্রস্ত হওয়ায় তিনি মি. বিধানের বিরুদ্ধে মামলা করে দেন। ফলে গত বছর মি. বিধানকে মামলার পেছনে বেশ অর্থ ব্যয় করতে হয়েছে। তার প্রতিষ্ঠানে কোয়ালিটি কন্ট্রোলার না থাকায় দিন দিন তার ব্যয় বেড়ে যাচ্ছে। সম্প্রতি মি. বিধান ব্যয় হ্রাসের জন্য মান নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নিয়েছেন।

ক. মান কী?
খ. ‘মান ব্যবস্থাপনা উচ্চ উৎপাদনশীলতা নিশ্চিত করে’ ব্যাখ্যা করো।
গ. ‘পণ্যের নিম্নমান যেকোনো প্রতিষ্ঠানের ক্রেতা হ্রাসের কারণ’ ব্যাখ্যা করো।
ঘ. বায় হ্রাসের জন্য মি. বিধানের মান নিয়ন্ত্রণের সিদ্ধান্তের যৌক্তিকতা বিশ্লেষণ করো।

সৃজনশীল প্রশ্ন ৫ : ‘হৃদয় অটোমোবাইল’ বিভিন্ন ধরনের গাড়ি উৎপাদন ও বাজারজাতকরণ করে প্রতিষ্ঠানটি ক্রেতাদের ছয় বছরের ওয়ারেন্টি দিয়ে থাকে। বর্তমানে প্রতিযোগিতা বেড়ে যাওয়ায় প্রতিষ্ঠানটি পণ্য বিক্রয়ের মাত্রা ধরে রাখতে পারছে না। প্রতিযোগিতামূলক সুবিধা পাওয়ার আশায় ‘হৃদয় অটোমোবাইল’ কর্তৃপক্ষ এখন ISO সনদ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

ক. BSTI-এর পূর্ণরূপ কী ?
খ. মান ব্যবস্থাপনা কীভাবে ফেরত হার কমায়? ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে উল্লিখিত গাড়ির ক্ষেত্রে প্রদত্ত ওয়ারেন্টি কোন ধরনের ব্যয়? ব্যাখ্যা করো।
ঘ. প্রতিযোগিতামূলক সুবিধা প্রাপ্তির লক্ষ্যে ‘হৃদয় অটোমোবাইল’ কর্তৃপক্ষের ISO সনদ নেওয়ার সিদ্ধান্তের যৌক্তিকতা বিশ্লেষণ করো।

সৃজনশীল প্রশ্ন ৬ : জিটা লি. একটি গাড়ি উৎপাদনকারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানের কর্মীদের কারিগরি জ্ঞান উন্নত করার লক্ষ্যে তারা বিভিন্ন ধরনের প্রশিক্ষণ কর্মসূচি হাতে নিয়ে থাকে। এক্ষেত্রে প্রতিষ্ঠানটি বিশেষজ্ঞ প্রশিক্ষক এনে কর্মীদের প্রশিক্ষণের ব্যবস্থা করে। কারণ প্রতিষ্ঠানটি মনে করে প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ কর্মী বাহিনী দ্বারা উন্নতমানের পণ্য উৎপাদন করা সম্ভব। ইতোমধ্যে জিটা লি. পণ্য মানের কাম্য স্তর বজায় রাখার জন্য মান পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা করেছে। সফল কর্মসূচি বাবদ প্রতিবছর প্রতিষ্ঠানটির বেশ ব্যয় হয়।

ক. মান নিয়ন্ত্রণ কী?
খ. বেশ্যমার্কিং কীভাবে পণ্যমানের উন্নয়ন ঘটায়?
গ. উদ্দীপকে প্রতিষ্ঠানটির ব্যয় নিম্নমানের পণ্য উৎপাদনজনিত কোন খরচের অন্তর্ভুক্ত? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে মান পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে যে বায় সংঘটিত হয় তার কার্যকারিতা মূল্যায়ন করো।

সৃজনশীল প্রশ্ন ৭ : ‘আফরিন গার্মেন্টস’ হলো গাজীপুরে প্রতিষ্ঠিত একটি রপ্তানিমুখী তৈরি পোশাক কারখানা। কিছুদিন পূর্বে এটি বিদেশি ক্রেতার কাছে থেকে একটি বড় অর্ডার পায়। অর্ডার অনুযায়ী পণ্য তৈরি করার পর ত্রুটি চিহ্নিত হওয়ায় অনেক পণ্য বাতিল করে নতুন করে উৎপাদন করতে হয়। এতে প্রতিষ্ঠানটিকে বড় অঙ্কের লোকসান বহন করতে হয়।

ক. মান ব্যবস্থাপনা কী?
খ. বাংলাদেশে বিএসটিআই গুরুত্বপূর্ণ কেন? ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে উল্লিখিত ‘আফরিন গার্মেন্টস-এর ত্রুটিযুক্ত পণ্য বাতিল করার বিষয়টি কোন ধরনের ব্যয়ের অন্তর্ভূক্ত? ব্যাখ্যা করো।
ঘ. তুমি কি মনে করো মানসম্মত পণ্য উৎপাদন না করা প্রতিষ্ঠানের জন্য আর্থিক ক্ষতির কারণ? উত্তরের সপক্ষে যুক্তি দাও।

HSC /Alim Common Suggestion 2025

সৃজনশীল প্রশ্ন ৮ : ‘হাসান গ্রুপ’ ফোম উৎপাদন ও বাজারজাতকরণে দেশীয় একটি মান নিয়ন্ত্রণকারী সংম্বা থেকে নিবন্ধনপত্র গ্রহণ করেছে। সম্প্রতি প্রতিষ্ঠানটি চীনে ফোম রপ্তানির পরিকল্পনা গ্রহণ করে। কিন্তু চীন প্রতিষ্ঠানটির নিকট থেকে ফোম বাজারজাতকরণের জন্য একটি আন্তর্জাতিক সংস্থার ‘মান সনদ’ দেখতে চায়। এজন্য প্রতিষ্ঠানটি আন্তর্জাতিক সংস্থা থেকে মান সনদ সংগ্রহ করে চীনে ফোম রপ্তানি শুরু করে। এতে প্রতিষ্ঠানটির রপ্তানি কার্যক্রম সম্প্রসারিত হয় এবং তারা বৈদেশিক মুদ্রা অর্জনে সক্ষম হয়।

ক. প্রশিক্ষণ ব্যয় কী?
খ. ‘সার্বিক মান ব্যবস্থাপনা উৎপাদনের গুণগত মান নিশ্চিত করে’- ব্যাখ্যা করো।
গ. হাসান গ্রুপ দেশীয় কোন সংস্থা থেকে মান সনদ সংগ্রহ করেছে? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকের হাসান গ্রুপের রপ্তানি সম্প্রসারণে আন্তর্জাতিক সংস্থাটির ভূমিকা মূল্যায়ন করো।

সৃজনশীল প্রশ্ন ৯ : ‘রাজা সু’ নিজস্ব কারখানায় জুতা উৎপাদন করে দেশব্যাপী বিক্রয় করে প্রথম পর্যায়ে তাদের উৎপাদিত জুতা নিম্নমানের হওয়ায় তারা পরিসংখ্যানিক মান নিয়ন্ত্রণ পদ্ধতি অনুসরণ করে। এরপর থেকে উন্নতমানের জুতা উৎপাদনের জন্য প্রতিষ্ঠানটি প্রথমেই মান স্থির করে এবং পূর্বনির্ধারিত মান অনুযায়ী পণ্য উৎপাদন হচ্ছে কিনা তা নিশ্চিত করে ও প্রয়োজনে সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করে। ফলে তারা ক্রেতাদের আস্থা অর্জনে সক্ষম হয়।

ক. বেঞ্চমার্কিং কী?
খ. ISO 9000 বলতে কী বোঝ?
গ. ‘রাজা জুতা’ প্রাথমিক অবস্থায় কোন ধরনের ব্যয় করে? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে উল্লিখিত ‘রাজা লুতা’ কর্তৃক গৃহীত পদক্ষেপ কতটুকু কার্যকর বলে তুমি মনে করো? উত্তরের সপক্ষে যুক্তি দেখাও।

সৃজনশীল প্রশ্ন ১০ : সুপার ডিলাক্স একটি বৃহৎ এনার্জি বাঘ প্রস্তুতকারক প্রতিষ্ঠান। গত তিন মাসে প্রতিষ্ঠানটির সরবরাহকৃত ৪০% বাহু নষ্ট হওয়ায় ফেরত আসে। ফলে প্রতিষ্ঠানটি প্রচুর লোকসানের সম্মুখীন হয়। ভবিষ্যতে কাঁচামাল ও প্রযুক্তি উন্নয়নের মাধ্যমে প্রতিষ্ঠানটি এ অবস্থা থেকে মুক্তি পেতে চায়।

ক. মান ব্যবস্থাপনা কী?
খ. মূল্যায়ন বায় বলতে কী বোঝায়?
গ. বাল্ব নষ্ট হওয়ার ফলে সুপার ডিলাক্স-এর কোন ধরনের ব্যয় বৃদ্ধি পায়? ব্যাখ্যা করো।
ঘ. প্রযুক্তির উন্নয়ন ঘটালে সুপার ডিলাক্স কি লোকাসানের হাত হতে রক্ষা পেতে পারে? মতামত দাও।

[ বি:দ্র:এই সাজেশন যে কোন সময় পরিবতনশীল ১০০% কমন পেতে পরিক্ষার আগের রাতে সাইডে চেক করুন এই লিংক সব সময় আপডেট করা হয় ]

উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ১ম পত্র ১০ম অধ্যায় সৃজনশীল প্রশ্ন

সৃজনশীল প্রশ্ন ১ : মীর বিভার্স একটি জমিতে ১০ তলার একটি ইলেকট্রনিক্স শপিং মল নির্মাণ কাজ শুরু করে। প্রতিষ্ঠানটি বিভিন্ন উন্নতমানের যন্ত্রপাতি নিয়ে ৮০ জন শ্রমিক কাজে লাগিয়ে মাত্র দুই বছরেই নির্মাণ কাজ সম্পন্ন করে। বিভিংয়ের ৫ম তলায় জনাৰ বাসেদ একটি বিপণি প্রতিষ্ঠা করার সিদ্ধান্ত নেন। উক্ত বিপণিতে শাড়ি, কসমেটিক্স, লেদার ও জুয়েলারি সামগ্রী বিভিন্ন বিভাগে সুন্দরভাবে সাজানো থাকবে, যাতে ক্রেতারা কম সময়ে কেনাকাটা করতে পারে।

ক. পণ্যবিন্যাস কী?
খ. উত্তম বিন্যাস কীভাবে ব্যয় হ্রাস করে? ব্যাখ্যা করো।
গ. ‘মীর বিভার্স’ -এর কার্যক্রম কোন ধরনের বিন্যাসের অন্তর্ভুক্ত? ব্যাখ্যা করো
ঘ, বিন্যাসের ধরন উল্লেখপূর্বক জনাব বাসেদ গৃহীত সিদ্ধান্তের যৌক্তিকতা মূল্যায়ন করো।

সৃজনশীল প্রশ্ন ২ : জনাব ফারদিন সাভারে নিজস্ব জমিতে গার্মেন্টস স্থাপনের কাজ শুরু করেন। তিনি উন্নতমানের উপকরণ নিয়ে ৩০ জন শ্রমিক কাজে লাগিয়ে মাত্র ২ বছরে নির্মাণ কাজ সম্পন্ন করেন। বিল্ডিংয়ের ৩য় ও ৪র্থ তলায় কাপড় কাটা, সেলাই ও ইস্ত্রি করা হয় এবং ৫ম ও ৬ তলায় কাপড় প্যাকেটজাত করা হয়। ফ্যাক্টরিতে প্রবেশের সিঁড়ি প্রশস্ত হওয়ার কারণে শ্রমিকরা ভালোভাবে উপরে ও নিচে যাওয়া-আসা করতে পারে।

ক. সার্ভিস লে আউট কী?
খ. বিন্যাসের মাধ্যমে স্থানের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত হয় ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে জনাব ফারদিনের প্রাথমিক কার্যক্রম কোন ধরনের বিন্যাসের অন্তর্ভুক্ত? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে জনাব ফারদিন পরবর্তীতে কোন ধরনের বিন্যাস অনুকরণ করেছে তা ব্যাখ্যা করো।

সৃজনশীল প্রশ্ন ৩ : জনাব লিটন একটি চিনি শিল্প কারখানার মালিক। তার কারখানায় তিনি কাঁচামাল থেকে বিভিন্ন ধাপে ও প্রক্রিয়ায় চিনি উৎপাদন করেন। তারপর উৎপাদিত চিনি পরিষ্কার করে তা প্যাকেট করে বাজারজাত করেন। দিন দিন বাজারে তার কারখানার উৎপাদিত চিনির চাহিদা বেড়ে যাচ্ছে।

ক. প্রক্রিয়া বিন্যাস কোন বিন্যাসের অন্তর্ভুক্ত?
খ. উত্তম বিন্যাসের জন্য পর্যাপ্ত স্থানের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো।
গ. জনাব লিটনের কারখানায় উৎপাদিত পণ্যের বিন্যাস প্রক্রিয়াটি বর্ণনা করো।
ঘ. জনাব লিটনের পণ্যের চাহিদা দিন দিন বাজারে বেড়ে যাওয়ার কারণ কী? উত্তরের পক্ষে যুক্তি দেখাও।

সৃজনশীল প্রশ্ন ৪ : বর্তমানে জাহাজ নির্মাণ শিল্প বাংলাদেশের একটি উদীয়মান শিল্প হিসেবে গণ্য হচ্ছে। ‘ইউনাইটেড গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ’ পায়রা সমুদ্র বন্দরের কাছে “ইউনাইটেড শিপ বিল্ডার্স” নামক একটি জাহাজ নির্মাণ কারখানা স্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করে। “ইউনাইটেড গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ” তাদের অন্যান্য প্রতিষ্ঠানের কার্যাবলিকে সমরূপতার ভিত্তিতে ভাগ করে প্রয়োজন অনুযায়ী জনশক্তি ও উপকরণ সাজায়। তবে তাদের নতুন এ শিল্পের জন্য একজন বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী এমন একটি বিন্যাস পদ্ধতি গ্রহণ করে যাতে স্থায়ী ব্যয় অনেক কম হলেও অপচয়ের সম্ভাবনা অধিক থাকে।

ক. বিন্যাস কী?
খ. রিটেইল বিন্যাস বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো।
গ. “ইউনাইটেড গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ’-এ পূর্বের প্রতিষ্ঠানগুলোতে কোন ধরনের বিন্যাস ব্যবহার করা হয়েছে? ব্যাখ্যা করো।
ঘ. ইউনাইটেড শিপবিল্ডার্স-এর জন্য বিশেষজ্ঞ কোন ধরনের বিন্যাস ব্যবহারের পরামর্শ দিয়েছে বলে তুমি মনে করো? যুক্তি প্রদর্শন করো।

সৃজনশীল প্রশ্ন ৫ : Sigma শিপ বিল্ডার্স লি. একটি নতুন প্রতিষ্ঠান তাদের প্রধান কার্যালয় খুলনার রূপসা নদীর তীরে একটি একতলা ভবনে অবস্থিত। অফিসের আয়তন ১০,০০০ বর্গফুট। প্রধান নির্বাহী ও প্রধান প্রকৌশলীর জন্য অফিসের এক প্রান্তে কাচ দিয়ে দুটি কক্ষ আছে। অন্যরা দুই সারিতে টেবিল ও চেয়ার নিয়ে বসে। প্রত্যেকের বসার স্থান ৩.৫ ফুট উচ্চতার পার্টিকেল বোর্ড দ্বারা বিভক্ত Sigma শিপ বিল্ডার্স দি. প্রাথমিকভাবে শুধু ৫০,০০০ টন ধারণক্ষমতাসম্পন্ন মালবাহী জাহাজ নির্মাণের সিদ্ধান্তে গ্রহণ করে।

ক. মিশ্র বিন্যাস কী?
খ পণ্যের প্রকৃতি কীভাবে বিন্যাসকে প্রভাবিত করে?
গ. Sigma শিপ বিভার্স লি.-এর প্রধান কার্যালয়ে কী ধরনের অফিস বিন্যাস ব্যবহার করা হয়েছে? ব্যাখ্যা করো।
ঘ. ব্যবসায়িক কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য Sigma শিল্প বিদ্ধার্স লি.-এর উপযুক্ত কারখানা লে-আউট কী হবে? যুক্তিসহ ব্যাখ্যা করো।

সৃজনশীল প্রশ্ন ৬ : জনাব শ্রাবণ একটি শিপইয়ার্ড এর মালিক। তার প্রতিষ্ঠানে ২০০ জন শ্রমিক কাজ করে। শ্রমিকেরা প্রতিনিয়ত পশুর নদীতে নির্মিতব্য জাহাজের নিকট হাতিয়ার ও যন্ত্রপাতি নিয়ে কাজ করে। এক্ষেত্রে প্রয়োজনীয় কাঁচামাল আনয়নে যথেষ্ট ঝামেলা পোহাতে হয়। অন্যান্য সুবিধা থাকা সত্ত্বেও শ্রমিকেরা কাজে স্বাচ্ছন্দ্যবোধ করে না। বিষয়টি নিয়ে জনাব শ্রাবণ চিন্তিত।

ক. বিন্যাস কী?
খ. ফ্যাক্টরি বিন্যাস বলতে কী বোঝায়?
গ. জনাব শ্রাবণের শিপইয়ার্ডে কোন ধরনের বিন্যাস পরিলক্ষিত হয়? আলোচনা করো।
ঘ. জনাব শ্রাবণের সমস্যা সমাধানে করণীয় সম্পর্কে তোমার সুপারিশ দাও।

সৃজনশীল প্রশ্ন ৭ : জনাব আরিফ তার কয়েকজন বন্ধু নিয়ে ঢাকার পান্থপথে ‘নোঙর’ নামে একটি বিপণি প্রতিষ্ঠা করেন। নতুন এই শপে পণ্যগুলোকে পৃথক পৃথক বিভাগে সাজিয়ে রাখা হয়। নির্দিষ্ট বিভাগ থেকে ক্রেতারা পণ্য ক্রয় করে। সুন্দর, মনোরম, সুসজ্জিত এই শপটি ক্রেতাদের আকৃষ্ট করে। কিন্তু ক্রেতার সংখ্যা বাড়তে থাকায় শপটিতে চলাচলের অসুবিধা দেখা দেয়। একারণে আরিফ নতুন একটি স্থানে পণ্যদ্রব্যকে মানসম্মত ও কার্যকরভাবে সাজিয়ে রাখার কথা চিন্তা করছেন।

ক. এ-ওয়ান সিস্টেম কী?
খ. যান্ত্রিক কটেজ হলো কম্পিউটার নির্ভর একটি অফিস বিন্যাস পদ্ধতি ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে উল্লিখিত ‘নোঙর’ শপে কোন ধরনের বিন্যাস পরিলক্ষিত হয়? আলোচনা করো।
ঘ. উদ্দীপকে নতুন স্থানের বিন্যাসটি উল্লেখপূর্বক তার প্রয়োজনীয়তা বিশ্লেষণ করো।

সৃজনশীল প্রশ্ন ৮ : মিসেস পারুলের রাজশাহীতে রেশম সুতা তৈরির কারখানা আছে। এখানে উৎপাদিত সুতার যথেষ্ট সুখ্যাতি আছে। উন্নতমানের এ রেশম সুতা ব্যবহার করে অত্যাধুনিক যন্ত্রপাতির সাহায্যে তিনি ‘সুকন্যা’ ব্র্যান্ডের সিল্ক শাড়ি তৈরি করেন। তৈরিকৃত শাড়ি তিনি দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরে শো-রুমের মাধ্যমে বিক্রয় করেন। শো-রুমে শাড়িগুলো চমৎকারভাবে ডিসপ্লে করার কারণে তা সহজেই ক্রেতাদের নজর কাড়তে সক্ষম হয়।

ক. নিয়ন্ত্রণ কী?
খ. ‘লে-আউটের মাধ্যমে সুষ্ঠু উৎপাদন নিশ্চিত হয়’— ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানের প্রারম্ভিক কাজের মাধ্যমে কোন ধরনের উপযোগ সৃষ্টি হয়? ব্যাখ্যা করো।
ঘ. সম্প্রতি প্রতিষ্ঠনটির অনুসৃত লে-আউট পদ্ধতির যৌক্তিকতা তুলে ধরো।

সৃজনশীল প্রশ্ন ৯ : জনাব কবির বিশ্বাস বিল্ডার্স লিমিটেডের’ স্বত্বাধিকারী। তিনি বরিশালের কাউনিয়ায় একটি বিল্ডিং নির্মাণের ঠিকাদারি লাভ করেন। তিনি শ্রমিক ও প্রয়োজনীয় সব ধরনের সরঞ্জামাদি প্রকল্প এলাকায় মজুন করেন। ফলে নির্দিষ্ট সময়ের মধ্যে ও সুষ্ঠুভাবে বিভিংয়ের নির্মাণ কাজ সম্পন্ন করতে সক্ষম হন।

ক. বিন্যাস বলতে কী বোঝায়?
খ. ‘লে-আউট উন্নত কার্য পরিবেশ নিশ্চিত করে ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটি কোন ধরনের লে-আউট অনুসরণ করেছে। ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠান কর্তৃক অনুসৃত লে-আউট প্রয়োগ করে যে সুবিধা পাওয়া যায় তা উল্লেখপূর্বক তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।

সৃজনশীল প্রশ্ন ১০ : কেরানীগঞ্জে ‘বরিশাল শিপ বিল্ডার্স-এর কারখানা অবস্থিত। সেখানে নির্মাণ শ্রমিক-কর্মীরা জাহাজ কারখানার পাশেই অস্থায়ী শেডে অবস্থান করে। অন্য পাশে নির্মাণসামগ্রী রাখার শেড রয়েছে ওয়েল্ডিং মেশিন, গ্যাস সিলিন্ডার ও অন্যান্য যন্ত্রপাতি কাছাকাছি আরেকটি শেডে রাখা হয়। বিদ্যুৎ সংযোগ লাইনটি খোলা সাইডে নিরাপদ স্থান দিয়ে নেয়া হয়েছে। ফলে ডকে নির্মাণকাজে যেকোনো মালামাল সরবরাহ করতে প্রতিষ্ঠানটির কোনো অসুবিধা হয় না।

ক. বিন্যাস কী?
খ. স্থির বিন্যাস বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটিতে বিন্যাসের কোন পদ্ধতি গ্রহণ করা হয়েছে? ব্যাখ্যা করো।
ঘ. তুমি কি মনে করো বিন্যাসের মাধ্যমে শ্রমিক কর্মীদের দিয়ে সহজে কাজ করনো যায়? যুক্তি দাও।

আজকের সাজেশস: ২০২৫ এইচএসসি উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ১ম পত্র পরীক্ষার সাজেশন, ২০২৫ এইচএসসি বর্ষ উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ১ম পত্র সাজেশন,

১. উৎপাদন কী সৃষ্টি করে?
[ক] ভোগ
[খ] চাহিদা
[গ] উপযোগ
[ঘ] মালিকানা
উত্তর: [গ] উপযোগ

২. ক্রেতাদের প্রত্যাশা পূরণের সামর্থ্যকে কী বলে?
[ক] মান ব্যবস্থাপনা
[খ] মানের কাঠামো
[গ] মান প্রক্রিয়াকরণ
[ঘ] মান
উত্তর: [ঘ] মান

৩. BSTI কী ধরনের প্রতিষ্ঠান?
[ক] উৎপাদনমূলক
[খ] সেবামূলক
[গ] বাজারজাতকরণ
[ঘ] বিজ্ঞাপনী সংস্থা
উত্তর: [খ] সেবামূলক

৪. উৎপাদন ক্ষমতাকে প্রকাশ করা হয়-
[ক] টাকায়
[খ] গড় হারে
[গ] কিলোগ্রামে
[ঘ] এককে
উত্তর: [ঘ] এককে

৫. উৎপাদন ক্ষমতা পরিমাপের পদ্ধতি হলো-
i. উৎপাদন প্রক্রিয়ার ভিত্তিতে
ii. উৎপাদনের উপকরণের ভিত্তিতে
iii. উৎপাদিত পণ্যের ভিত্তিতে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [গ] ii ও iii

◈ উদ্দীপকটি পড়ে ৬ ও ৭নং প্রশ্নের উত্তর দাও:
মি. রুবেল একটি শিল্পপ্রতিষ্ঠানের মালিক। প্রতিষ্ঠানটি আধুনিক যন্ত্রপাতি ব্যবহারের মাধ্যমে উৎপাদন পরিচালনা করে। জুন মাসে ১০ হাজার ইউনিট উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারিত হলো। কর্মীদের কারণে তা সম্ভব হয়নি।

৬. কোন উপাদানের কারণে মি. রুবেল প্রতিষ্ঠানের স্বাভাবিক উৎপাদন ক্ষমতা ব্যবহার করতে পারেননি?
[ক] মূলধন
[খ] শ্রম
[গ] ভূমি
[ঘ] পদ্ধতি
উত্তর: [খ] শ্রম

৭. মি. রুবেলের প্রতিষ্ঠানের সাথে জড়িত উপাদানগুলো হলো-
i. ভূমি
ii. শ্রম
iii. মূলধন

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ঘ] i, ii ও iii

৮. ভোক্তাদের চাহিদা পূরণে কোনটি নিশ্চিত করতে হবে?
[ক] আকর্ষণীয় ডিজাইন
[খ] কার্যকর লে-আউট
[গ] ব্যবসায়ের অবস্থান
[ঘ] মনোরম বিজ্ঞাপন
উত্তর: [ক] আকর্ষণীয় ডিজাইন

৯. সরকার কোন পরিবেশের অন্তর্ভুক্ত?
[ক] সামাজিক
[খ] অর্থনৈতিক
[গ] রাজনৈতিক
[ঘ] সাংস্কৃতিক
উত্তর: [গ] রাজনৈতিক

১০. বিন্যাসের উদ্দেশ্য কী?
[ক] স্থানের সদ্ব্যবহার
[খ] সম্পদের ব্যবহার
[গ] মূলধনের সদ্ব্যবহার
[ঘ] বাহ্যিক কাঠামোর উন্নয়ন
উত্তর: [ক] স্থানের সদ্ব্যবহার

১১. উৎপাদন ও উপকরণের অনুপাতকে কী বলে?
[ক] উৎপাদনের মাত্রা
[খ] উৎপাদনশীলতা
[গ] উৎপাদন ক্ষমতা
[ঘ] উৎপাদনের দক্ষতা
উত্তর: [খ] ভূমি

১২. কোনটি উৎপাদনের জীবন্ত মৌলিক উপাদান?
[ক] শ্রম
[খ] ভূমি
[গ] মূলধন
[ঘ] সংগঠন
উত্তর: [ক] শ্রম

◈ উদ্দীপকটি পড়ে ১৩ ও ১৪নং প্রশ্নের উত্তর দাও:
শাওন বরিশাল মেডিকেল কলেজ থেকে ডাক্তারি পাস করে ডাক্তারি পেশায় নিয়োজিত হয়েছেন। উক্ত পেশার উপার্জিত অর্থ দিয়েই পরিবার চালান।

১৩. শাওন কোন ধরনের উৎপাদন খাতে নিয়োজিত?
[ক] কৃষি
[খ] শিল্প
[গ] অনুৎপাদনশীল
[ঘ] সেবা
উত্তর: [ঘ] সেবা

১৪. উক্ত খাতের উৎপাদন কাজের সাথে সাথে-
i. অবকাঠামোগত উন্নয়ন হয়
ii. অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ে
iii. মানুষের ব্যয় বৃদ্ধি হয়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ক] i ও ii

১৫. উৎপাদনের উৎপাদিত উপাদানকে কী বলে?
[ক] ভূমি
[খ] শ্রম
[গ] মূলধন
[ঘ] সংগঠন
উত্তর: [গ] মূলধন

১৬. মূলধনের পারিতোষিককে বলে-
[ক] ভাড়া
[খ] মজুরি
[গ] খাজনা
[ঘ] সুদ
উত্তর: [ঘ] সুদ

১৭. মূলধনের মাধ্যমে কোনটি ঘটে?
[ক] উৎপাদন ব্যয় বৃদ্ধি
[খ] উৎপাদন ও ভোগের মধ্যে সমন্বয়
[গ] যোগান ব্যয় বৃদ্ধি
[ঘ] উৎপাদন ও বণ্টনের মধ্যে সমন্বয়
উত্তর: [খ] উৎপাদন ও ভোগের মধ্যে সমন্বয়

১৮. মি. তমাল সার তৈরির কারখানা স্থাপনের মাধ্যমে প্রচুর মুনাফা অর্জন করেছেন। এটি কোন উপাদানের অন্তর্ভুক্ত?
[ক] বণ্টন
[খ] সংগঠন
[গ] মূলধন
[ঘ] বিপণন
উত্তর: [খ] সংগঠন

১৯. ক্ষুদ্র সেবা শিল্পের ক্ষেত্রে ন্যূনতম মূলধন কত?
[ক] ৫ লাখ
[খ] ১০ লাভ
[গ] ১০ কোটি
[ঘ] ৩০ কোটি
উত্তর: [খ] ১০ লাভ

◈ উদ্দীপকটি পড়ে ২০ ও ২১নং প্রশ্নের উত্তর দাও:
মি. আতিক একটি প্রতিষ্ঠানের উৎপাদন বিভাগে কর্মরত। এ বিভাগে পণ্য ডিজাইনের মতো গুরুত্বপূর্ণ কাজটি তিনিই সম্পাদন করেন। ডিজাইন করতে উৎপাদন ব্যয় বৃদ্ধি পেলেও মানের প্রশ্নে তিনি কখনো আপোশ করেন না।

২০. পণ্য ডিজাইন সম্পর্কে মি. আতিকের ধারণার যৌক্তিকতা হলো-
[ক] কাঁচামাল ক্রয়ে প্রত্যক্ষ সুবিধা পাওয়া যাবে
[খ] দীর্ঘমেয়াদে ক্রেতা সন্তুষ্টি অর্জন হবে
[গ] উৎপাদন কর্মীদের দক্ষতা অর্জন হবে
[ঘ] প্রয়োজনে মানের প্রশ্নে আপোশ করা যাবে
উত্তর: [খ] দীর্ঘমেয়াদে ক্রেতা সন্তুষ্টি অর্জন হবে

২১. মি. আতিকের ওপর অর্পিত দায়িত্ব পালনকালে কোন বিষয়টিকে বিবেচনা করেন?
[ক] ক্রেতাদের রুচি
[খ] কারখানা বিন্যাস
[গ] সংগঠনের ধরন
[ঘ] উৎপাদনের পরিমাণ
উত্তর: [ক] ক্রেতাদের রুচি

২২. উৎপাদন ব্যবস্থাপনার কাজ কোনটি?
[ক] পণ্যের নকশাকরণ
[খ] পণ্যের বাজারজাতকরণ
[গ] শ্রমিক নিয়োগ
[ঘ] পণ্যের বণ্টন
উত্তর: [ক] পণ্যের নকশাকরণ

২৩. কোনটি সেবামূলক প্রতিষ্ঠান?
[ক] টিটি হাউজিং
[খ] বাটা সুজ লি.
[গ] আড়ং দুধ
[ঘ] বিআরটিসি
উত্তর: [ঘ] বিআরটিসি

২৪. পণ্যের মান নির্ধারণে আন্তর্জাতিক সংস্থাটির নাম কী?
[ক] BSTI
[খ] BTTB
[গ] ISO
[ঘ] ILO
উত্তর: [গ] ISO

২৫. নিচের কোনটি স্থির ব্যয়?
[ক] কারখানার ব্যয়
[খ] পরিবহন ব্যয়
[গ] শ্রমিকের মজুরি
[ঘ] বৈদ্যুতিক ব্যয়
উত্তর: [ক] কারখানার ব্যয়

২৬. কাম্য উৎপাদন মাত্রায়-
i. ব্যয় সর্বনিম্ন হয়
ii. ব্যয় সর্বোচ্চ হয়
iii. উৎপাদন সর্বোচ্চ হয়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [খ] i ও iii

২৭. জাতীয় আয় পরিমাপ করা হয় কত বছর পর পর?
[ক] চার বছর
[খ] তিন বছর
[গ] দুই বছর
[ঘ] এক বছর
উত্তর: [ঘ] এক বছর

২৮. মোট জাতীয় উৎপাদন যেভাবে পরিমাপ করা হয়-
i. আয়ের দৃষ্টিকোণ থেকে
ii. ব্যয়ের দৃষ্টিকোণ থেকে
iii. সঞ্চয়ের দৃষ্টিকোণ থেকে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ক] i ও ii

২৯. একটি দেশের অর্থনৈতিক অবস্থার পরিপূর্ণ চিত্র প্রকাশ করে-
[ক] মোট দেশজ উৎপাদন
[খ] মোট জাতীয় উৎপাদন
[গ] জাতীয় আয়
[ঘ] নিট জাতীয় উৎপাদন
উত্তর: [গ] জাতীয় আয়

৩০. কারখানা বিন্যাসকে কয়ভাগে ভাগ করা যায়?
[ক] দুই
[খ] তিন
[গ] চার
[ঘ] পাঁচ
উত্তর: [গ] চার

এইচএসসি উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ১ম পত্র স্পেশাল সাজেশন ২০২৫, hsc Production Management and Marketing 1st Paper suggestion 2025

প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে ইমেল : info@banglanewsexpress.com

আমরা আছি নিচের সামাজিক মাধ্যম গুলোতে ও

Leave a Comment