দক্ষ বাজারের শর্তসমূহ বর্ণনা কর , উদাহরণসহ দক্ষ বাজার এর সংজ্ঞা দাও
দক্ষ বাজারের শর্তাবলি আলোচনা কর । অথবা, দক্ষ বাজারের শর্তসমূহ বর্ণনা কর ৷
উত্তর : যে বাজারে শেয়ার বা সিকিউরিটির মূল্য সংশ্লিষ্ট তথ্যের প্রভাব দ্বারা নির্ধারিত হয় তাকে দক্ষ বাজার বলে ।
নিম্নে দক্ষ বাজারের পূর্বশর্তসমূহ উল্লেখ করা হলো :
১. শেয়ার সংক্রান্ত তথ্য পাওয়ার জন্য কোনো ব্যয় করতে হয় না ।
২. মূলধন বাজারে বিপুল সংখ্যক যৌক্তিক ও মুনাফা সর্বোচ্চকরণে আগ্রহী বিনিয়োগকারী অবস্থান করেন এবং তারা সক্রিয়ভাবে বাজার বিশ্লেষণ করে লেনদেন করে থাকেন ।
৩. নতুন তথ্যের প্রতি বিনিয়োগকারীগণ তাৎক্ষণিকভাবে এবং সম্পূর্ণরূপে প্রতিক্রিয়া প্রকাশ করে থাকেন এবং এর ফলে তাৎক্ষণিকভাবে শেয়ার মূল্য পরিবর্তিত হয়।
৪. একজন বিনিয়োগকারীর একার পক্ষে একটি সিকিউরিটি মূল্যকে প্রভাবিত করা সম্ভব নয় ।
৫. সিকিউরিটি বা শেয়ার সংক্রান্ত তথ্যসমূহ দৈবভাবে সৃষ্টি হয়ে থাকে ।
৬. শেয়ার সংক্রান্ত তথ্যসমূহ বাজারের সাথে জড়িত সকল পক্ষের নিকট সহজেই প্রাপ্য ।
৭. মূলধন বাজারের সাথে জড়িত পক্ষসমূহ একই সময়ে সব ধরনের তথ্য পেয়ে থাকেন ।
৮. একটি তথ্যের অবতারণা অন্যটির উপর নির্ভর করে না । পরিশেষে বলা যায় যে, দক্ষ বাজারে উল্লিখিত পূর্বশর্তসমূহ প্রভাব বিস্তার করে ।
উদাহরণসহ দক্ষ বাজার এর সংজ্ঞা দাও। তিন ধরনের ইনফরমেশন সেট-এর মধ্যে সম্পর্ক আলোচনা কর।
উত্তর : দক্ষ বাজার হচ্ছে এমন একটি বাজার যেখানে আর্থিক সম্পদ সংক্রান্ত সকল প্রয়োজনীয় তথ্য দ্রুত এবং সম্পূর্ণভাবে তার মূল্যের উপর আলোকপাত করে। এখানে স্টকের বর্তমান মূল্য প্রকাশ করে । অতীত তথ্য, বর্তমান তথ্য, এমনকি যে সমস্ত তথ্য কারণবশত লুকায়িত আছে, যদি কোনো বিনিয়োগকারী বিশ্বাস করে যে, সুদের হার কমবে, ফলে এই বিশ্বাস ঐ দামের উপর প্রভাব ফেলবে এবং প্রকৃত দাম করার আগেই ।
সুতরাং বলা যায়, যে বাজারে শেয়ার বা সিকিউরিটির মূল্য সংশ্লিষ্ট তথ্যের প্রভাব দ্বারা নির্ধারিত হয় তাকেই দক্ষ বাজার বলা হয় ।
নিম্নে দক্ষ বাজারের কয়েকটি জনপ্রিয় সংজ্ঞা উপস্থাপন করা হলো : অধ্যাপক C.P. Jones-এর মতে, “একটি মূলধন বাজার যেখানে সিকিউরিটিসমূহের মূল্যে প্রাপ্য সকল তথ্যের প্রতিফলন দ্রুত এবং সম্পূর্ণভাবে হয়ে থাকে।”
Prasanna Chandra-এর মতে, “An efficient market is one in which the market price of a security is an unberred estimate of its intrinsic value,” অধ্যাপক Sharpp Alexarder এবং Bailey-এর মতে, “সেটাই হলো একটি পূর্ণাঙ্গ দক্ষ বাজার যেখানে প্রতিটি সিকিউরিটি বা শেয়ারের মূল্য তার বিনিয়োগ মূল্যের সমান হবে।”
পরিশেষে বলা যায় যে, দক্ষ বাজার বলতে এমন একটি বাজারকে বোঝায় যেখানে বিনিয়োগকারীর কাছে সকল তথ্য থাকে
একাডেমিক শিক্ষা বিষয়ক লিখিত প্রশ্ন সমাধান পেতে ক্লিক করুন।