পোর্টফোলিও নির্ধারকসমূহ আলোচনা কর।

পোর্টফোলিও নির্ধারকসমূহ আলোচনা কর।

পোর্টফোলিও হচ্ছে একজন বিনিয়োগকারী কিংবা প্রতিষ্ঠানের মালিকানাধীন সিকিউরিটির তালিকা। একজন বিনিয়োগকারীর মূল লক্ষ হলো একটি নির্দিষ্ট ঝুঁকি স্তরে আয় সর্বোচ্চ করা অথবা একটি নির্দিষ্ট আয় স্তরে ঝুঁকি সর্বনিম্ন করা। নিম্নে পোর্টফোলিওর নির্ধারকসমূহ আলোচনা করা হলো :

১. বিনিয়োজিত অর্থের নিরাপত্তা : অর্থ বিনিয়োগের পূর্বে বিনিয়োজিত অর্থের নিরাপত্তার বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করে থাকেন একজন বিনিয়োগকারী। এই নিরাপত্তা বলতে কমপক্ষে বিনিয়োজিত অর্থের আসল মূল্য সংরক্ষণ করাকে বুঝায় ।

২. ঝুঁকি : মূলধন বাজারে বা ঝুঁকিপূর্ণ আর্থিক সম্পদে বিনিয়োগের ক্ষেত্রে কী পরিমাণ ঝুঁকি গ্রহণ করা উত্তম হবে এবং উক্ত ঝুঁকি স্তরে কী পরিমাণ আয় অর্জিত হবে তা নির্ধারণের ক্ষেত্রে পোর্টফোলিও ব্যবস্থাপনা গুরুত্ব অপরিসীম।

৩. তারল্যতা : শেয়ার বাজারে তারল্যতা বলতে বুঝায় একটি সিকিউরিটি কত দ্রুত বিক্রি করে নগদ অর্থে রূপান্তর করা যায় বিদ্যমান পোর্টফোলিও তারল্যতা বিশ্লেষণ করেও পোর্টফোলিও ব্যবস্থাপনার একটি গুরুত্বপূর্ণ কাজ।

৪. আয় : সাধারণত প্রত্যেক বিনিয়োগকারীই প্রত্যাশা করে যে, বিনিয়োগ হবে প্রত্যাশিত আয় আসবে।

৫. প্রবৃদ্ধি : প্রবৃদ্ধি বলতে মুক্ত মূলধনী লাভকে বুঝায় । একজন বিনিয়োগকারী বিনিয়োগ প্রকল্পের প্রবৃদ্ধি হার বিবেচনা করেই তার সিদ্ধান্ত গ্রহণ করে থাকে। তাই বলা যায় প্রবৃদ্ধির হার পোর্টফোলিওতে একটি অন্যতম প্রধান উপাদান ।

উপসংহার : আলোচনা পরিশেষে বলা যায় যে, বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণের জন্য একজন বিনিয়োগকারী যে সকল উপাদান বিবেচনা করে সেগুলোকে পোর্টফোলিও এর নির্ধারক বলা হয় ।

একাডেমিক শিক্ষা বিষয়ক লিখিত প্রশ্ন সমাধান পেতে ক্লিক করুন।

আর্টিকেলের শেষ কথাঃ পোর্টফোলিও নির্ধারকসমূহ আলোচনা কর।

Leave a Comment